নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পুরোপুরি একজন অতি সাধারন মানুষ । আমি যা আমি তাই ই । শয়তানও নই কিম্বা ফেরেশতা । একজন মানুষ আপনারই মতো দু'টো হাত, চোখ আর নিটোল একটা হৃদয় নিয়ে আপনারই মতো একজন মানুষ । প্রচন্ড রকমের রোমান্টিক আবার একই সাথে জঘন্য রকমের বাস্তববাদী...
এইতো দু’দিন আগেই মাননীয় মডারেটর “কাল্পনিক_ভালোবাসা” ব্লগারদের কপিরাইটিং স্কিল দেখতে চাইলেন। গ্যাসের চুলোর বদলে কাঠের চুলোয় মজার রান্নার লোভ দেখিয়ে ব্লগারদের আমন্ত্রন জানালেন কিছু লেখার জন্যে।
“কাল্পনিক_ভালোবাসা”র সেই পোস্টের মন্তব্যে লিখেছিলুম – “নিজেকে নিয়ে কিম্বা বিশ্বের তাবৎ বিষয় নিয়ে ভাবার জন্যে আপনার একখানা মন আছে। সে ভাবনাকে প্রকাশের জন্যে আপনার একখানা মুখ আছে। আর শক্তিশালী যেটা আছে সেটা আপনার লেখার হাত।
আপনার এসব ভাবনা প্রকাশের জন্যে আপনার যদি চুলকানী ওঠে তবে ধারনা করি, সম্ভাব্য সকল উপায়ে আপনি চুলকোতে চাইবেন। লেখাই হলো সে চুলকানীর সেরা অস্ত্র। আর ব্লগ হলো আপনার লেখার সেই শ্লেটখানি।“
অবশ্য “কাল্পনিক_ভালোবাসা”র এই “চুলকানী” শব্দটিতে আপত্তি আছে।
অথচ লেখার চুলকানী বাড়াতে “রাজীব নুর” বাংলা একাডেমী সহ অনেককে তো বলেই বসলেন, বছরান্তে সেরা ব্লগারকে পুরস্কৃত করতে। ভাবতে পারেন বাংলা একাডেমীর পুরস্কার! এ সুযোগ হাতছাড়া করবে কোন পাগলে?
“গেঁয়ো ভূত” আবার আমাদের চমৎকার সুন্দর সব চিন্তা-ভাবনা গুলো বাংলা ভাষার সেরা ডিজিটাল মাধ্যমে একদম বিনা খরচে প্রকাশ করতে চাইলে, পরামর্শ দিলেন ব্লগে লিখতে।
তাহলে তো লিখতেই হয়! কিন্তু লিখতে গিয়ে লতা মুঙ্গেশকরের একখানা গান মনে পড়লো। উনি গেয়েছেন – “কি লিখি তোমায়….”
থেমে গেলুম। আসলেই তো! কি লিখি ?
লেখা তো অনেক কিছু নিয়েই লেখা যায়। এখনকার গরম টপিক, হিরো আলমের অদম্য কাহিনী নিয়ে লেখা যায়! লেখা যায়, খেলা হওয়া নিয়ে! উন্নয়নের কথাও লেখা যায়! লেখা যায় ঋন খেলাপী আর টাকা পাচারকারীদের নিয়ে, এমনকি দ্রব্যমূল্যের উল্লম্ফন নিয়ে আম পাবলিকের জান লবেজান হওয়ার কথা নিয়েও।এসব নিয়ে তো সবাই-ই কমবেশী এখানে সেখানে লিখছেনই! আমি এসব নিয়ে নতুন আর কি লিখবো ? ব্লগে লেখা কী অতো সহজ? ব্লগ তো আর ফেসবুক নয় যে দু’লাইন লিখে দিলুম – “সাজুগুজু করার জন্যে এইমাত্র বাসা থেকে পার্লারে রওয়ানা দিয়েছি।আসছি একটু পরে!” তাতেই লাইক আর লাইক।
কিম্বা অন্যের খানাপিনার পুরোনো কোন্ ছবি দিয়ে লিখে দিলুম “হাই ফ্রেন্ডস! বনানীর অমুক রেস্তোরায় খেতে এসেছি!” এখানেও লাইক আর লাইক।
ব্লগে লিখতে হয় ভেবেচিন্তে। জানতে হয় অনেক কিছু।
তাই ভেবেচিন্তে দেখলুম, “অন্নপূর্ণা মিষ্টান্ন ভান্ডার” নিয়ে কিছু লেখা যায় কিনা! দেবী দূর্গার মতো দশ হাত দিয়ে মিষ্টান্ন ভান্ডার থেকে আম পাবলিককে মিষ্টি বিতরন করার গল্প। নতুবা “উন্মোচনে-উল্লম্ফনে- উচ্চাসনে প্রত্যাশিত নিম্নপতন” নিয়েও লেখা যায়। কিন্তু ব্লগার “সোনাগাজী” প্রায়ই বলেন, সমাজ – রাজনীতি- দেশ নিয়ে সমসাময়িক ভাবনা-চিন্তার কথা লিখতে যা মানুষের উপকারে আসবে। আমি ঐসব নিয়ে লিখলে কি মানুষের বা দেশ ও দশের কোনও উপকারে আসবে? মানুষ কেবল তাতে রম্য খুঁজে পেয়ে হাসতেই পারবেন। অবশ্য “হাসি” নাকি একটি ধন্বন্তরী ঔষধ যার দমকে শরীরের হরমোনগুলি সুসমন্বিত হয় এবং শরীর-মন তাজা হয়ে ওঠে। আমার লেখাতে এটুকু উপকারই মাত্র হতে পারে দেশের, থুড়ি……. ব্লগারদের!
ব্লগার “সাড়ে চুয়াত্তর” সকল শ্রেনীর ব্লগারদের বলেছেন, দু’মাস ঘন ঘন পোস্ট দিতে যাতে পাঠকরা মৌমাছির মতো সে মধুতে ঝাঁপিয়ে পড়তে পারেন। তাই কিছু একটা লেখা লিখতেই পারা যায়! তাই লিখতে বসলুম।
অথচ আমার লেখার হাত যে তালা মারা। সেই গত বছরে শেষ লেখাটি লিখেছিলুম, আর লেখা হয়নি। অথচ ব্লগার “কাজী ফাতেমা ছবি” বলেছেন – তালা খুলতে।
চাবি দিয়ে তালা খুলতেই “আচুউক্কা পক্ষীর ছাও” বা “ আচমকা পাখির ছানা”র মতো আসল লেখাটিই আচমকা উড়ে গেলো কোন ফাঁকে ……………
০৮ ই ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ১০:৫৩
আহমেদ জী এস বলেছেন: কাজী ফাতেমা ছবি,
প্রথম সাড়া দেয়ার জন্যে ধন্যবাদ।
আপনার তালা খোলার ডাকাডাকিতেই তো ঘুম ভেঙে খাঁচার তালা খুলতে হলো।
২| ০৮ ই ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ১০:৫৪
ইমতিয়াজ ১৩ বলেছেন: ভাইরে ভাই এইটা লেখ? নাকি অন্য কিছু। মথাডা একটা ঘুরুন্ডি দিছে্
০৮ ই ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ১০:৫৮
আহমেদ জী এস বলেছেন: ইমতিয়াজ ১৩,
মাতাডা ঘুরুন্ডি দেয়ার মতো কিচ্ছু লিখি নাই। যা লিকছিলাম হেডা তো পক্ষীর ছাও হৈয়া ফুরুৎ কৈর্যা উড়াল দিয়া হাওয়া হৈয়া গ্যাছে.....
৩| ০৮ ই ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ১১:০৭
মোস্তফা সোহেল বলেছেন: নিয়মিত লিখতে থাকুন ভাইয়া।আপনার লেখা পড়ার জন্য অনেক ব্লগারই অপেক্ষা করে থাকেন।
০৮ ই ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ১১:১৫
আহমেদ জী এস বলেছেন: মোস্তফা সোহেল,
লেখা কি অতো সহজ ? বললেই তো আর লেখা হয়না! এর জন্যে সময় লাগে, পড়াশোনা লাগে, মন লাগে। আরও লাগে অনেক কিছুই।
সবগুলো ব্যাটে বলে হয়ে ওঠেনা।
মন্তব্যের জন্যে কৃতজ্ঞতা।
৪| ০৮ ই ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ১১:১১
স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
ব্লগারদের আলাদা ব্লগিং কনসেপ্ট থাকতে পারে। আমার আছে। ব্লগিংকে কখনো সমাজ বদলাবার হাতিয়ার হিসেবে দেখিনি। হতে পারে এটা ভাবনার সীমাবদ্ধতা কিংবা লেখার অক্ষমতা ।
আপনার পোস্ট পরে মনে হলো এতো তাড়াতাড়ি কেন শেষ হলো।
ভালো থাকবেন স্যার।
০৮ ই ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ১২:৩০
আহমেদ জী এস বলেছেন: স্বপ্নবাজ সৌরভ,
ব্লগ লিখে আজকাল আর সমাজ বদলানো যায়না। সমাজের চরিত্রটাই এখন গোলমেলে।
তাড়াতাড়ি কেন শেষ হলো ? আচুউক্কা পক্ষীর ছাওয়ের আসলেই একটা গল্প আছে। এটা লিখে সেই গল্পটা লেখার রাস্তা দৈরী করে নিলুম।
৫| ০৮ ই ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ১১:৫৫
শূন্য সারমর্ম বলেছেন:
আপনারা থাকুন,ব্লগের মান নিয়ে প্রশ্ন উঠবে না।
০৮ ই ফেব্রুয়ারি, ২০২৩ রাত ১০:১৯
আহমেদ জী এস বলেছেন: শূন্য সারমর্ম,
দু'একজন নয়, সব ব্লগার যদি ঠিকঠাক ভাবে ব্লগীয় মিথস্ক্রিয়ায় মধ্যে থাকেন তবেই শুধু ব্লগের মান নিয়ে প্রশ্ন ঊঠবেনা।
৬| ০৮ ই ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ১২:০০
গেঁয়ো ভূত বলেছেন: অথচ আমার লেখার হাত যে তালা মারা।
তালা খোলার উপায় কি??
০৮ ই ফেব্রুয়ারি, ২০২৩ রাত ১০:৩৩
আহমেদ জী এস বলেছেন: গেঁয়ো ভূত,
যে "ভুত" মানুষের ঘাড় মটকাতে পারে, সেই ভুত যদি মুচড়ে একটা তালা না খুলতে পারে তবে সে কিসের ভুত ???????
৭| ০৮ ই ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ১২:১৭
মহাজাগতিক চিন্তা বলেছেন: যথেষ্ট মজা পাওয়া গেল।
০৮ ই ফেব্রুয়ারি, ২০২৩ রাত ১১:২৪
আহমেদ জী এস বলেছেন: মহাজাগতিক চিন্তা,
শুধুই মজা পেলেন, কিছুই কি বুঝলেন না ?
৮| ০৮ ই ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ১২:৪৩
মোঃ মাইদুল সরকার বলেছেন:
যাক শেষ পর্যন্ত লিখলেনতো। লিখা এমনই, কখন মগেজে আসবে বলা যায়না।
১০ ই ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ৭:২৫
আহমেদ জী এস বলেছেন: মোঃ মাইদুল সরকার,
শেষ পর্য্যন্ত আর লিখতে পারলুম কই ? যা লিখেছিলুম তা তো পক্ষীর ছাওয়ের মতো ফুড়ুৎ ..............
৯| ০৮ ই ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ১২:৫১
মরুভূমির জলদস্যু বলেছেন:
- আমি দর্শকসারির লোক, দেখছি শুধু।
১০ ই ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ৮:৫৪
আহমেদ জী এস বলেছেন: মরুভূমির জলদস্যু,
লেখাটি কোন প্রতিযোগিতার জন্যে নয় যে আপনি দর্শকসারিতে বসবেন "খেলা হবে" বলে!!!!!!
সহ ব্লগার সাড়ে চুয়াত্তর তার পোস্টে বলেছেন, ব্লগারদের দুইমাস ঘনঘন লেখা দিতে। তাই লেখা..........
১০| ০৮ ই ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ১:০৮
জ্যাক স্মিথ বলেছেন: যাক অবশেষ আপনার তালা খুলেছে।
১০ ই ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ৯:৩৩
আহমেদ জী এস বলেছেন: জ্যাক স্মিথ,
তালা কি আর এমনি এমনি খোলে ? খুলতে জানতে হয়।
আপনি "জ্যাক স্মিথ" না হয়ে "লকস্মিথ" হলে তালা খুলতে আপনাকে ডাকা যেত.......
১১| ০৮ ই ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ১:৪১
নেওয়াজ আলি বলেছেন: শেষ পর্যন্ত চাবি দিয়ে লেখার তালা খোলার কারণেই আমরা আপনার লেখা পড়তে পারলাম
১০ ই ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ১২:০৮
আহমেদ জী এস বলেছেন: নেওয়াজ আলি,
ধন্যবাদ মন্তব্যের জন্যে।
তবে তালা খোলাই ছিলো, শুধু কতোদিন তালা খোলা দরজা দিয়ে ভেতরে আসিনি......
১২| ০৮ ই ফেব্রুয়ারি, ২০২৩ বিকাল ৩:০০
রাজীব নুর বলেছেন: আপনার এই পোষ্টি দিয়ে একটা বিষয় পরিস্কার হলো-
আপনি নিয়মিত ভাবে পোষ্ট না দিলেও, কে কি লিখছেন সেদিকে আপনার নজর আছে। এটা একজন ভাল ব্লগার লক্ষন।
লেখার মধ্য দিয়ে মানুষের আসল রুপ ফুটে ওঠে। যত সচেতন ভাবেই লেখা হোক। মনের ভেতরের কদাকার দিক গুলো স্পস্ট হয়ে যায়-ই। আমি লেখা পড়েই বলে দিতে পারি- লেখক কতটা ভাল মানুষ, কতটা বদ।
১১ ই ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ৯:৪৩
আহমেদ জী এস বলেছেন: রাজীব নুর,
এমন মন্তব্যের জন্যে কৃতজ্ঞ এবং মন্তব্যটি লাইকড।
ঠিকই বলেছেন, না চাইলেও একজন লেখকের লেখার ভেতর থেকে তার চেহারার কিছু না কিছু ফুটেই ওঠে।
১৩| ০৮ ই ফেব্রুয়ারি, ২০২৩ রাত ১০:১৪
মনিরা সুলতানা বলেছেন: আচুউক্কা হলে ও লেখা তো লিখলেন , আমরা মুগ্ধতা নিয়ে পড়লাম।
আমার লেখার তালা' র চাবি মনে হয় বঙ্গোপসাগরে,কিছুতেই খুঁজে পাচ্ছি না।
১১ ই ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ৯:৫২
আহমেদ জী এস বলেছেন: মনিরা সুলতানা,
আচুউক্কা লিখতে বসিনি। আটঘাট বেঁধেই যা লিখেছিলুম তা আচুউক্কাই ফুড়ুৎ করে উড়ে গিয়েছে শুধু। পড়ে আছে তার ছায়া!
আপনার চাবি হারিয়েছে ? বঙ্গোপসাগরে তো আর ডুব দিতে পারবেন না , এই শীতে ঠান্ডা লেগে যাবে। তাই ভালো হবে, একজন তালাচাবিওয়ালার কাছ থেকে তালার চাবি বানিয়ে নিলে নতুবা ঐ চাবিটাকেই চাইলে "বাটি চালান" দিতে পারা হুজুরের কাছে গেলে!
১৪| ০৯ ই ফেব্রুয়ারি, ২০২৩ ভোর ৬:৫৬
সোহানী বলেছেন: আচুউক্কা পক্ষীর ছাও উইড়া কই যাইবো ভাইজান, যাওয়েন এর জায়গা নাইক্কা দেশে। সব দখল ইট, পাত্থর, ব্রিজ, রেস্টুরেন্ট, শপিংমল......................!!! পক্ষীর ছাও ধরা পরবেই পরবে। আর চাবি খুঁজাও কুনু ঘটনা না। ইট, পাত্থর, ব্রিজ এর চিপা চাপায় ঠিকই বাইর হইবো। তাই বিসমিল্লাহ বইলা শুরু করে
"অন্যের খানাপিনার ছবি দিয়ে লিখলাম..................." ।
আমি হাসতে হাসতে শেষ........। তাই নাকি!!
১১ ই ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ১০:৪৬
আহমেদ জী এস বলেছেন: সোহানী,
যা কইছেন! পক্ষীর ছাও উইড়া যাইবো কই? আমাগো আকাশটা তো ছোড!
রাস্তা-ঘাট, খাল-বিল, জমি-জমা সবই তো দখল। পারলে আকাশটারেও দখল করে মাইনসে। হের লইগ্যা পক্ষীর ছাও উইড়া যাইবার পারবোনা কোতাও।
চাবি খুঁজাও কুনু ঘটনা না হৈলেও সমায়কালে হাতের কাছে চাবি নাই পাইলে ঘটনা আছে।
এমন জোস মন্তব্যে +++++
১৫| ০৯ ই ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ৮:২৭
সাড়ে চুয়াত্তর বলেছেন: আচুউক্কা পক্ষীর ছাওয়ের মত বের হলেও ব্লগারদের উজ্জীবিত করার মত ভালো মাল মসলা কিন্তু আপনার লেখায় আছে।
এই কারণেই আপনাদের মত অভিজ্ঞতা সমৃদ্ধ পুরানো ব্লগারদের পোস্ট দিতে বলেছিলাম। আশা করি এভাবে চললে বাকিদেরও তালা খুলে যাবে এবং ব্লগ জমে উঠবে।
১২ ই ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ১১:০৭
আহমেদ জী এস বলেছেন: সাড়ে চুয়াত্তর,
এমন মন্তব্যের জন্যে ধন্যবাদ ও ++++++
আপনি লিখতে বলেছিলেন বলেই লেখা। কিছুই লেখার ছিলোনা তাই আচুউক্কা পক্ষীর ছাওয়ের কথা টেনে আনতে হলো যাতে ফুড়ুৎ করে সেটা উড়ে যেতে পারে। আসলে লিখতে চেয়েছিলুম "অন্নপূর্ণা মিষ্টান্ন ভান্ডার" নিয়ে। সেটি লেখা হয়ে ওঠেনি। হয়তো আপনার কথা রাখতে লিখে ফেলবো একসময়।
বন্ধ তালার চাবি মনে হয় সবারই আছে কেবল আলসেমীর কারনে তালাটা খোলা হয়না তাদের।
১৬| ০৯ ই ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ১০:০৫
জুল ভার্ন বলেছেন: খুব সুন্দর লিখেছেন।
অনেক অনেক শুভ কামনা প্রিয় আহমেদ জী এস ভাইজান।
১২ ই ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ১১:৪৮
আহমেদ জী এস বলেছেন: জুল ভার্ন,
এ লেখা যদি সুন্দর হয় তবে ফাঁকিবাজী লেখা কাহাকে বলে ?
মন্তব্যের জন্যে ধন্যবাদ।
১৭| ০৯ ই ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ১১:৫৫
নীল আকাশ বলেছেন: ব্লগে লিখে লাভ কী? কয়জন পড়ে? পাঠক না থাকলে লিখে লাভ কী? কার জন্য লিখবো?
১৩ ই ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ৯:৫৪
আহমেদ জী এস বলেছেন: নীল আকাশ,
ব্লগে লিখে লাভ কী?
- নিজের আত্মতুষ্টি হয়।
কয়জন পড়ে?
- শত শত জনে না পড়লেও তো জনা কয়েক পড়েন। এই যেমন আপনি পড়লেন! আর ব্লগেই তো দেখাচ্ছে এ প্রতিমন্তব্য লেখা পর্য্যন্ত ২৬৫ বার পঠিত।
পাঠক না থাকলে লিখে লাভ কী?
- এখন পাঠকবিহীন কাল হলেও কিছু তো পাঠক আছেনই। এইসব আঙুল গোনা পাঠকেই লাভ, ক্ষতি তো নেই...।
কার জন্য লিখবো?
- কেন, আকাশ-বাতাস, মাঠ-ঘাটের জন্যেও তো লেখা যায! ওসব কেউ না থাকলে আপনার একার জন্যে লিখবো! এর বাইরে যদি কেউ থাকেন তবে আপনার জন্যে লেখাটি তার জন্যেও হবে....
১৮| ১১ ই ফেব্রুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৬:৫০
মিরোরডডল বলেছেন:
কিম্বা অন্যের খানাপিনার পুরোনো কোন্ ছবি দিয়ে লিখে দিলুম “হাই ফ্রেন্ডস! বনানীর অমুক রেস্তোরায় খেতে এসেছি!” এখানেও লাইক আর লাইক।
সিরিয়াসলি!!! এমনটাও হয় নাকি
আচমকা পাখির ছানা”র মতো আসল লেখাটিই আচমকা উড়ে গেলো কোন ফাঁকে
উড়ে যাবার সময় একটা পালক রেখে গেছে।
লেখাটি পাখির পালকের মতোই মসৃন।
জি এস দু'মাস অন্তর লেখুক আর নাই লিখুক ব্লগে একটিভ থাকে, এটা দেখতে ভালো লাগে।
আমরা সবাইকে এখানে দেখতে চাই, কেউ যেন হারিয়ে না যায়।
১৫ ই ফেব্রুয়ারি, ২০২৩ রাত ১০:৩২
আহমেদ জী এস বলেছেন: মিরোরডডল,
ফেসবুকে কি না হয় ? যদিও আমি ফেসবুকিং করিনা সাধারনতঃ তবে আপনাদের কাছে অমন গপ্পোই তো শুনি।
লেখাটি পাখির পালকের মতোই মসৃন। কান চুলকোতে বেশ আরাম, এইতো !!!!
একটিভ থাকতে তো চেষ্টা করি যাতে "অন লাইনে আছেন" ঘরটাতে মানুষজনে ঠাসা থাকে। কিন্তু মানুষজন থাকলেও হৈ-হট্টগোলের আওয়াজ এতোই কম যে নিরিবিলি ঘুমোতে চলে যাএয়া যায়।
আপনার মতোই বলি - আমরা সবাইকে এখানে দেখতে চাই, কেউ যেন হারিয়ে না যায়।
ভালোবাসা দিবসের বাসী শুভেচ্ছা।
১৯| ১৮ ই ফেব্রুয়ারি, ২০২৩ বিকাল ৪:৩১
মিরোরডডল বলেছেন:
যদিও আমি ফেসবুকিং করিনা সাধারনতঃ তবে আপনাদের কাছে অমন গপ্পোই তো শুনি।
আমিও ফেইসবুকে একটিভ না, তাই অনেক কিছুই জানা হয়ে উঠেনা।
ভালোবাসা দিবসের বাসী শুভেচ্ছা।
শুভেচ্ছা হচ্ছে বিরিয়ানি বা পোলাওয়ের মতো, তাই বাসী হলেও অতীব সুস্বাদু
১৮ ই ফেব্রুয়ারি, ২০২৩ রাত ১০:২৯
আহমেদ জী এস বলেছেন: মিরোরডডল,
আপনার এই ব্যাপারটি বেশ ভালো যে, আপনি প্রায় সব প্রতিমন্তব্যেই সাড়া দিয়ে থাকেন।
ফেসবুকে কিভাবে "ফেস" দেখাতে হয় আমি এখনও তা রপ্ত করতে পারিনি। ব্যাকডেটেড বলতে পারেন।
"শুভেচ্ছা" কিন্তু বাসী পান্তাভাতের মতো সুস্বাদুই শুধু নয়, নেশা ধরানোরও........
২০| ১৯ শে ফেব্রুয়ারি, ২০২৩ রাত ৮:৩৯
শায়মা বলেছেন: আচুইক্কা পক্ষী!!
কোন দেশের ভাষা ভাইয়া??
আমি ভেবেছিলাম মনে হয় এটা কানা বগী টাইপ মানে অ চোখ মানে না চোখ মানে চক্ষুহীন পক্ষীর কথা লিখেছো।
২১ শে ফেব্রুয়ারি, ২০২৩ রাত ১০:৪৯
আহমেদ জী এস বলেছেন: শায়মা,
ভাষার মাসে ওটা খাস বাংলা ভাষা। "আচুউক্কা" অর্থ হঠাৎ , এই যেমন আপনি আচুউক্কা এই পোস্টে এসে মন্তব্য করলেন!!!!
আচুউক্কা পক্ষীর ছাও নিয়ে আসলেই মজার কান্ড দেখেছি আমরা ছোট্টবেলায়। সেই পক্ষীর ছাও দেখতে সে যে কি অপেক্ষা আমাদের পুলাপাইনের.......
২১| ১৯ শে ফেব্রুয়ারি, ২০২৩ রাত ৮:৪০
শায়মা বলেছেন: ছবিটা ভালো হয়েছে।
এক্কেরে পক্ষীর মা বাবা ভাইবোন মানে ছেলেমেয়ে সব আছে।
২৩ শে ফেব্রুয়ারি, ২০২৩ রাত ১০:৪৩
আহমেদ জী এস বলেছেন: শায়মা,
আপনিই প্রথম এবং সম্ভবত শেষ যিনি ছবিটার প্রশংসা করলেন। ধন্যবাদ ।
একটি পক্ষী পরিবার, আচুউক্কা উইররা যাওয়ার অপেক্ষায় ......
২২| ০৮ ই মার্চ, ২০২৩ বিকাল ৪:২৩
জাহিদ অনিক বলেছেন: আচুউক্কা পক্ষীর ছাও!!!!!
খুব ভালো লাগেছে জি এস ভাইয়া। ছবিটা দারুণ। আমার তো ভাবতে বসতে ইচ্ছে যে ছবিটা আগে আঁকা নাকি লেখাটা আগে লেখা।
ঠিক বলেছেন আপনি ভাইয়া, ব্লগে লিখতে হলে অনেক জানাশোনা আর জ্ঞান দরকার। আমি অনেক দিন ব্লগিং করতে পারি না এজন্য যে আমার এই আচুউক্কা পক্ষীর ছাও!!!!! বের হয় না
০৯ ই মার্চ, ২০২৩ ভোর ৫:০২
আহমেদ জী এস বলেছেন: জাহিদ অনিক,
অনেকদিন পরে আচুউক্কা এসে মন্তব্য করায় মনটা ফুড়ুৎ করে উড়ে যাবার দশা হলো!
ছবিটা অনেক অনেক আগে আঁকা। শিরোনামের সাথে মিলিয়ে, ঝুলিয়ে দিয়েছি মাত্র।
আসলেই জানাশোনার ঘাটতি, জ্ঞানের স্বল্পতা তদুপরি লেখার প্রতি অনীহার কারনে ব্লগে সবসময় লেখা হয়ে ওঠেনা। আচুউক্কা কিছু মাথায় ভর করলে তবেই পক্ষী ওড়ানো যায় !
২৩| ১৩ ই মার্চ, ২০২৩ সকাল ১০:৪৩
খায়রুল আহসান বলেছেন: "আচুউক্কা পক্ষীর ছাও!!!!!" - শিরোনামের প্রথম শব্দটার মানে অজানা ছিল, পোস্টের শেষে এসে তা জানা হলো, এবং সেই সাথে বুঝতেও পারলাম যে "আচমকা পাখির ছানার মত" আপনার "আসল লেখাটিও আচমকা উড়ে গেছে কোন ফাঁকে..."। তুলনাটা চমৎকার হয়েছে। এবারে আসল গল্পটা পরিবেশন করুন।
পোস্টে দ্বাদশ প্লাস। + +
১৩ ই মার্চ, ২০২৩ রাত ৮:৪৭
আহমেদ জী এস বলেছেন: খায়রুল আহসান,
"আচুউক্কা" শব্দটি মূলত বরিশালবাসীর আবিষ্কার !
পাখি উড়ে গেলেও খাঁচায় দু'চারটে পালক পড়ে তো থাকেই! এই লেখাটিও তেমনি। আসলটি "ভাগলবা" হয়ে ফেলে গেছে এটা।
দেখি, মন্ত্র-তন্ত্র পড়ে আসলটিকে ফিরিয়ে আনা যায় কিনা একদিন......
২৪| ১৩ ই মার্চ, ২০২৩ সকাল ১১:০৪
খায়রুল আহসান বলেছেন: "অন্যের খানাপিনার ছবি দিয়ে লিখলাম, 'হাই ফেন্ডস, বনানীর অমুক রেস্তোরাঁয় খেতে এসেছি' ..." - এরকম মেকী শো-অফ আজকাল বেশ নির্দ্বিধায় চলে। মেকী মানসিকতার এ এক কদর্য রূপ।
আপনি "জ্যাক স্মিথ" না হয়ে "লকস্মিথ" হলে তালা খুলতে আপনাকে ডাকা যেত....... - ১০ নং প্রতিমন্তব্যটি বেশ মজার হয়েছে।
"আমরা সবাইকে এখানে দেখতে চাই, কেউ যেন হারিয়ে না যায়" - মিরোরডডল এর এ কথাটা ভালো লেগেছে এবং তার সাথে আপনার মত আমিও একমত। তার পরের মন্তব্যটিও ভালো লেগেছে।
১৪ ই মার্চ, ২০২৩ সকাল ৯:৩৯
আহমেদ জী এস বলেছেন: খায়রুল আহসান,
যদ্দুর জানি, ফেসবুকেই মেকী শো-অফ বেশি হয়ে থাকে কারন ধরার কোনও উপায় নেই। অবাক হওয়ার কিছু নেই এতে। মেকী শো-অফ করে মানুষ তার অপ্রাপ্তি-অক্ষমতাগুলোকেই পুষিয়ে নিতে চায় বোধহয়।
মেকী মানসিকতার এসব একটা কদর্য রূপ কিনা জানিনে তবে এসব করে কেউ কেউ বা অনেকেই সুখ পায়, নিজ অবস্থার (কপট) জানান দিয়ে আত্মতৃপ্তির ঢেকুর তোলে।
আবারও মন্তব্যের জন্যে ধন্যবাদ।
২৫| ১৩ ই মার্চ, ২০২৩ রাত ৮:৫২
করুণাধারা বলেছেন: না জানি কোন্ লেখাটি আচমকা উড়ে গেল কোন ফাঁকে! না জানি কত অজানারে জানা হতো সেটি উড়ে না গেলে...
আপনার সচিত্র তথ্যময় অজানাকে জানার পোস্টগুলো মিস করি। আবার বলবেন না পোস্ট দিয়েছেন, আমি দেখিনি আর মন্তব্য করিনি!! আসলে আমি প্রায় প্রতিদিন সব পোস্ট পড়ি, ভালো লাগা পোস্টে মন্তব্যও করি মনে মনে। কিন্তু আমার হাতের বিশ্বাসঘাতকতার কারণে সেগুলো আর কেউ দেখতে পায় না।
শিগগিরই আপনার হাতের তালা খুলে যাক- শুভকামনা রইল।
১৫ ই মার্চ, ২০২৩ রাত ৯:০৬
আহমেদ জী এস বলেছেন: করুণাধারা,
আচুউক্কা এই লেখাটি উড়ে যায়নি। আদতে আপনাদের জানার মতো কোনও লেখাই লেখা হয়নি আমার!
এই লেখার শানে-নযুল তো পোস্টের ভেতরেই দেয়া আছে। কাল্পনিক_ভালোবাসা , সাড়ে চুয়াত্তরদের ঠ্যালাতেই না, খই ভাজলুম!
তেনারা লিখতে বলেছেন কিন্তু কি লিখবো তা ঠিক করে দেন নি! তাই এই ফাঁকিবাজী লেখা। তারপরেও ঝাঁক বেধে আপনারা এখানে তালা কতোটুকু খুললো দেখতে এসেছেন! আর তাতেই আমার ব্লগ ঘরটি খুল্লামখুল্লা হতেই আসল লেখাটি আচুউক্কা পক্ষীর ছাও হয়ে উড়ে গেছে ফাঁক দিয়ে !
দেখা যাক, সামনের দিনে আপনার জন্যে অজানাকে জানার মতো সচিত্র তথ্যময় কোন পোস্ট দেয়া যায় কিনা!
মন্তব্যটি কিন্তু লাইকড..........
২৬| ১৩ ই মার্চ, ২০২৩ রাত ৯:৩৫
মুক্তা নীল বলেছেন:
আফসোস ও মায়া ভরা আবেগ দিয়ে চমৎকার লিখেছেন । অনেকেই অনেক কম লেখেন কিন্তু আসলেই এই লেখা কখনোই বন্ধ হবে না ঘুরে ফিরে আসবেই এই তালার কোন চাবির প্রয়োজন হবেই না ....
লেখায় প্লাস ।
১৬ ই মার্চ, ২০২৩ রাত ১২:২২
আহমেদ জী এস বলেছেন: মুক্তা নীল,
আসলেই লেখাবন্ধ তালার কোন চাবির প্রয়োজন নেই। লেখার তালাটা কখনই বন্ধ থাকেনা, ইচ্ছে হলেই যখন তখন খোলা যায়! এই যেমন আপনার ৩ লাইনের মন্তব্যটাকে ২০/২৫ লাইনে টেনে নিলেই একটি পোস্ট হয়ে যেতে পারে!
২৭| ৩০ শে মার্চ, ২০২৩ ভোর ৬:৩৫
ডঃ এম এ আলী বলেছেন:
ঘন্টায় দুশ’ মাইল বেগে উড়তে পারা পেরেগ্রাইন ফ্যালকন, কিংবা আদৌ উড়তে না পারা অস্ট্রিচ বা মেরুদেশের
পেঙ্গুইন- সবারই কিন্তু ‘পাখি’ নামের একটা ট্যাগ লাগানো আছে। তবে যেমন করেই উড়োকনা কেন আচুউক্কা
পাখির ছাও আসলে কি, সেটা কি করতে পারে, কি বুঝাতে পারে তা বেশ সুন্দর করেই তুলে ধরেছেন পোষ্টে ।
প্রায় অনেকদিন ধরেই খানিকটা ম্রিৃমান সামু,যা বলতে গেলে অনেকটাই প্রান্তিক সীমানায় পৌঁছে যাওয়ার দ্বারপ্রান্তে।
সেখানে লয় পাওয়া আচুউক্কা পাখীর কঙ্কালের কাঠামোর উপর চামড়া-পালক লাগিয়ে শেষ অব্দি পাখীটির
ছাও দিয়ে যা বুঝাতে চেয়েছেন তা প্রথম দর্শনে সুন্দর আচুউক্কা পাখির ছাও ছাড়াও ব্লগারদের জন্য রাইটিং
স্কীলের অনন্যতা ধারণ করতে পারে বেশ সহজেই ।
শুভেচ্ছা রইল
৩০ শে মার্চ, ২০২৩ সকাল ৮:০০
আহমেদ জী এস বলেছেন: ডঃ এম এ আলী,
আসলে একদম ছেলেবেলায় পথের পাশে ঔষধ ক্যানভাসারদের কাছ থেকেই "আচুউক্কা পক্ষীর ছাও" কথাটি শুনি। কিন্তু পক্ষীর ছাওয়ের দেখা পাইনি কোনদিনই। এমন চমকওয়ালা কথা বলে তারা মূলত দর্শক-শ্রোতাদের ধরে রাখতে চাইতো।
আমার এই লেখাটিও তেমনি ব্লগে লেখার আকালে রাইটিং স্কীলের নমূনা দেখিয়ে পাঠকদের টানতেই লেখা, খাস কিছু নেই লেখাতে। আগড়ুম বাগড়ুম শুধু।
তবুও আপনাদের চোখে লেখাটি পাখির ছানার মতোই সুন্দর লেগেছে জেনে আনন্দিত। আর এখানে আপনার আগমন ও মন্তব্য মানেই লেখাটির মান বৃদ্ধি। ধন্যবাদ আপনাকে।
শুভেচ্ছান্তে আর আপনার সার্বিক মঙ্গল কামনায়।
২৮| ৩০ শে মার্চ, ২০২৩ দুপুর ২:২০
জুন বলেছেন: আমি অনেক দিন ব্লগে ছিলাম না, ওই আপনার মত হাতে তালা, মুখে তালা যাকে বলে তালাময় এক ব্যাপার স্যাপার আর কি। এদিকে অনেক দিন বছর মাস পরে দুদিন আগে আউচুক্কা পাখির মত এক পোস্ট নিয়ে উপস্থিত হতেই দেখি আপনার মন্তব্য। ভাবলাম যাই দেখি ভদ্রলোক কিছু লিখছে টিকছে নাকি!
ওম্মা আপনার ব্লগ বাড়িতে পা দিতেই দেখি আউচুক্কা পাখির মত ছবি আর লেখা
০৪ ঠা এপ্রিল, ২০২৩ রাত ১২:২১
আহমেদ জী এস বলেছেন: জুন,
আপনি পক্ষীর ছাওয়ের মতো আউচুক্কা পশ্চিমে উড়াল দেবেন জানলে, মুখের তালা - হাতের তালা খোলার চাবিওয়ালাকে আগেই খুঁজতে বের হতুম! যাতে তালা খোলা লেখা পড়ে আমার মতো মহাবেকুবের বুদ্ধি যাতে বাড়ে সেই দোয়া করে আসতে পারতেন।
২৯| ২৯ শে এপ্রিল, ২০২৩ দুপুর ১২:০৯
শায়মা বলেছেন: ভাইয়া
এতদিনে নিশ্চয় আচুউক্কা পক্ষিরর ছাও ডিম ফুটে বড় হয়ে নিজেই ডিম পেড়ে ফেলেছে।
সেই ডিম ফোটা ছাও নিয়ে কবে লিখবে??
ভাইয়া শোনো এই রোজায় মাথায় চেপেছিলে মকটেইল ভূত। তারই মাঝে সব নাহয় ফলমূল দিয়ে বানালাম কিন্তু ব্লু মুক ড্রিংকস বানাতে গিয়ে দেখলাম এক সিরাপ লাগে সেই সিরাপের নাম যা তাতে আমার মনে হয় সেটা তোমার এই পক্ষীর ছাও এর ভাই কিংবা বইন।
দেখো নামটা ...... Curaçao
গুগলে প্রনানসিয়েশন সার্চ দিয়ে দেখো!
আর এই নাও সেই ব্লু মুন বা ব্লু লেগুন ড্রিংকস
২৯ শে এপ্রিল, ২০২৩ দুপুর ১:১১
আহমেদ জী এস বলেছেন: শায়মা,
এই যাহ্ ......আপনার মকটেইল পোস্ট খেয়ে দেখা... থুড়ি... পান করা হয়নি।
তা আচুউক্কা যে ভাবে Curaçao এর প্রনানসিয়েশন দেখতে মন্তব্য করলেন তাতে হকচকিয়ে, ভ্যাবাচ্যাকা খেয়ে , গোত্তা মেরে গুগলে ঢুকলুম আর আমার গল্পের আচুউক্কা পক্ষীর ছাওয়ের মতো এই খানা ফুড়ুৎ করে সামনে উড়ে এলো- https://youtu.be/e_lhPd372I8 দেখুন বোঝেন কিনা।
৩০| ২৯ শে এপ্রিল, ২০২৩ দুপুর ১:২২
শায়মা বলেছেন: হা হা ভাইয়া আমিও প্রথমে কুরাকাও ভেবেছিলাম পরে দেখলাম এটা কোনো গরু না ইহা পক্ষী মানে পক্ষীর ছাও।
০২ রা মে, ২০২৩ সকাল ১০:২৬
আহমেদ জী এস বলেছেন: শায়মা,
হা..হা... আপনি এই Curaçao উচ্চারণ নিয়ে একদিন যে ঝামেলায় পড়বেন তা বুঝেই আগেভাগে এই আচুউক্কা পক্ষীর ছাও লিখেছিলুম যাতে আপনি Curaçao কে "কুরাচ্ছাও" উচ্চারণে ভুল না করেন।
৩১| ১৩ ই মে, ২০২৩ রাত ১:৩৯
চারাগাছ বলেছেন: আপনি আর লিখছেন না যে?
১৩ ই মে, ২০২৩ ভোর ৫:২০
আহমেদ জী এস বলেছেন: চারাগাছ,
ঐ যে আগেই লিখেছি, লতার গান মনে পড়লো ---- কি লিখি তোমায়!!!!!!!
আসলেই কি লিখবো ? দ্বিধা কাটেনা, কি নিয়ে যে লিখি!
অবশ্য এই মূহুর্তে দেশের বাইরে আছি , সেটাও লিখতে না বসার একটা কারন।
তবুও মনে হচ্ছে, কিছু না কিছু লেখা উচিৎ অর্থাৎ ব্লগে সরব হয়ে থাকা আর কি!
ভাবনার "চারাগাছ"টি লাগালুম, দেখি কিছু লেখা আচুউক্কা ফুটে বের হয় কিনা..............
৩২| ১৩ ই মে, ২০২৩ রাত ১০:৪৬
ডঃ এম এ আলী বলেছেন:
আচুউক্কা পক্ষী আবার কবে চোখ খুলবে !!!
মাঝে মাঝে এক চক্কর দিয়ে যাই দেখার জন্য ।
শুভেচ্ছা রইল
১৬ ই মে, ২০২৩ সকাল ৮:৫৭
আহমেদ জী এস বলেছেন: ডঃ এম এ আলী,
আচুউক্কা পক্ষী যে দেশের বাইরে বেশ কিছুদিন থেকে। তাছাড়া ব্লগে যে সান্ধ্যকালীন আমেজ তাই চোখে ঘুমের ঘোর!
ঘুম চোখেই ব্লগে জেগে থাকি শুধু ।
দেখি ঘোর কাটানো যায় কিনা!
বারেবারে চক্কর দিয়ে যান বলে কৃতজ্ঞ কিন্তু কিছু দেখতে পান না বলে দুঃখিত।
ভালো থাকুন আর সুস্থ্য.......
৩৩| ১৯ শে মে, ২০২৩ রাত ১১:২৪
নীলসাধু বলেছেন: বাহ। একসাথে বহু কিছুর সম্মিলন হয়ে উঠেছে পোষ্ট।
চমৎকার।
ভালো থাকবন, শুভকামনা।
১৯ শে মে, ২০২৩ রাত ১১:৫৭
আহমেদ জী এস বলেছেন: নীলসাধু,
এমন মন্তব্যের জন্যে সাধুবাদ জানাতেই হয়!
শুভকামনা আপনার জন্যেও।
শুভরাত্রি........
©somewhere in net ltd.
১| ০৮ ই ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ১০:৪৯
কাজী ফাতেমা ছবি বলেছেন: এই তো ভাইয়া একটু খুলে গেল তালা। লিখলেই তালা খুলবে। হাতে তালা থাকলে তাতে জং ধরবে যে....
আচুউক্কা পক্ষীর ছাও উড়ে যাওয়ার সময় এই লিখাটি রেখে গেছে মাশাআল্লহ