নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পুরোপুরি একজন অতি সাধারন মানুষ । আমি যা আমি তাই ই । শয়তানও নই কিম্বা ফেরেশতা । একজন মানুষ আপনারই মতো দু'টো হাত, চোখ আর নিটোল একটা হৃদয় নিয়ে আপনারই মতো একজন মানুষ । প্রচন্ড রকমের রোমান্টিক আবার একই সাথে জঘন্য রকমের বাস্তববাদী...
রাত ১০টা। আমার এখানের আকাশে আজ রংয়ের খেলা ।
"ব্লু সুপার মুন" দেখছি ক্যালিফোর্নিয়ার রাজধানী স্যাকরামেন্টোর আকাশে। এই মূহুর্তে চাঁদ নিজের কক্ষপথে পৃথিবীর সবথেকে কাছে চলে এসেছে। সেই কারণে আজ চাঁদকে ১৪ শতাংশ বেশি বড় ও ৩০ শতাংশ বেশি উজ্জ্বল মনে হবে। হচ্ছেও তাই। মোবাইলে ধরে রাখলুম এই বিরল দৃশ্য।
এখন থেকে ১০ বছর পরে আবার এভাবেই "ব্লু সুপার মুন" দেখবো যদি বেঁচে থাকি।
৩১ শে আগস্ট, ২০২৩ রাত ৯:০৯
আহমেদ জী এস বলেছেন: রাজীব নুর,
হ্যা, উপভোগ করছি তবে দেশে থাকলে যেভাবে হৈ হৈ করে করা যেত, সেভাবে নয়।
২| ৩১ শে আগস্ট, ২০২৩ বিকাল ৩:০৯
শাওন আহমাদ বলেছেন: হ্যাঁ দেখু, উপভোগ করুণ। উপভোগ করার নামই জীবন। ২
৩১ শে আগস্ট, ২০২৩ রাত ১০:০৭
আহমেদ জী এস বলেছেন: শাওন আহমাদ,
উপভোগ করুণ আপনারাও!
উপভোগ করার নামই শুধু জীবন নয়, উপযোগ তৈরী করতে পারাটাও জীবন........
ধন্যবাদ।
৩| ৩১ শে আগস্ট, ২০২৩ বিকাল ৩:২৮
মহাজাগতিক চিন্তা বলেছেন: ব্লগেও একদা একটা চাঁদ ছিলো।
৩১ শে আগস্ট, ২০২৩ রাত ১০:৩০
আহমেদ জী এস বলেছেন: মহাজাগতিক চিন্তা,
হা...হা.... এই চাঁদ সেই চাঁদ না.......
৪| ৩১ শে আগস্ট, ২০২৩ বিকাল ৩:৫২
শেরজা তপন বলেছেন: বাংলাদেশে কি উনার দেখা মিলবে??
৩১ শে আগস্ট, ২০২৩ রাত ১০:৩৬
আহমেদ জী এস বলেছেন: শেরজা তপন ,
যদি ব্লু মুনের দেখা মিলবে কিনা বলেন তবে যদ্দুর জানি, দেখা মেলার কথা। কিন্তু করুণাধারা তো বললেন, উনি চাঁদ দেখতে পান নি ঢাকার আকাশ ধোঁয়াশা হওয়ার কারনে।
আর যদি অন্য কিছু মেলার কথা বলেন .........
৫| ৩১ শে আগস্ট, ২০২৩ সন্ধ্যা ৬:৫১
ডঃ এম এ আলী বলেছেন:
বুধবার রাতে চাঁদের দৃশ্যটি আকাশে বেশী আলোকিত হবার সংবাদে এটিকে দেখার প্রতাশায় ছিলাম।
কিন্ত আমার আবস্থানের এলাকায় আকাশ বেশ মেঘাচ্ছন্ন থাকায় আশা তেমন পরিপুর্ণতা পেলোনা । তবে
আপনার দেখা ব্লু সুপার মুনের সুন্দর ছবি আর সোসাল মিডিয়ায় শেয়ার করা এর ছবি দেখে সে সাধ পুরাল ।
্উল্লেখ্য এর নাম সুপার ব্লু থাকা সত্ত্বেও, এর অর্থ এই নয় যে চাঁদ নীল হয়ে গেছে – শুনেছি একটি
চাঁদকে তখনই নাকি ব্লো মুন বলা হয় যখন একই ক্যালেন্ডার মাসে চাঁদের এমন ঘটনা ঘটে ।
নাসার মতে, চাঁদ তিন দিন পূর্ণ দেখাবে, অর্থাৎ বৃহস্পতিবার এটি দেখার আরেকটি সুযোগ থাকতে পারে।
সর্বশেষ সুপার ব্লু মুন ছিল ২০০৯ এ এবং আরেকটি ২০৩৭ সালের পুর্বে প্রত্যাশিত নয়।
আমাদের এখানে স্কটল্যান্ডের একেবারে উত্তর প্রান্তের স্থানীয়রা যথা ডান্ডির টেসাইড নদী এলাকা এবং ফিফের
উত্তর সাগর সমুদ্র কুলের বাতিঘর এলাকা জুড়ে তাদের দেখা super blue মুনের অনেক ছবি সোশ্যাল মিডিয়ায়
শেয়ার করেছে । সেখান হতে বিরল কয়েকটি ছবি তুলে এনে আপনার পোষ্টের কল্যানে এখানে শেয়ার করা হলো ।
Paul Vinova took this amazing shot of the moon behind Dundee Law. Image: Paul Vinova
The super moon pictured in the East Neuk of Fife Image: Megan Murray
The moon reflecting off the water off Cellardyke. Image: Megan Murray
The spectacular moon in the skies above Kirriemuir. Image: Amanda Clarke
The super blue moon above Elie lighthouse. Image: John Pow
অনেক অনেক শুভেচ্ছা রইল ।
৩১ শে আগস্ট, ২০২৩ রাত ১১:০৩
আহমেদ জী এস বলেছেন: ডঃ এম এ আলী,
অপূর্ব ছবি সহ তথ্যবহুল মন্তব্যটি এই লেখার সৌন্দর্য্য বাড়িয়েছে নিঃসন্দেহে।
আমার ছবিটি মোবাইলে তোলা বলে, যা দেখেছে মোবাইল ক্যামেরার চোখ তাই-ই তুলে এনেছে। বড্ড সাদামাটা।
আপনি এখন নিশ্চয়ই সুস্থ্য আছেন? ভালো থাকুন।
শুভেচ্ছান্তে।
৬| ৩১ শে আগস্ট, ২০২৩ রাত ৮:৫৬
কামাল১৮ বলেছেন: আকাশ পরিস্কার থাকায় টরোন্টোর আকাশ থেকে সুন্দর দেখা গেছে।
৩১ শে আগস্ট, ২০২৩ রাত ১১:৫১
আহমেদ জী এস বলেছেন: কামাল১৮,
ভালো লাগলো জেনে যে, জোছনার ঝরণাধারায় আপনি চাঁদকে দেখেছেন।
ধন্যবাদ সাড়া দেয়াতে।
৭| ৩১ শে আগস্ট, ২০২৩ রাত ৯:০৩
করুণাধারা বলেছেন: ব্লু সুপার মুনের ছবি সুন্দর উঠেছে! প্রার্থনা করি, দশ বছর পর আবারো সুপার ব্লু মুনের সৌন্দর্য উপভোগ করুন।
ঢাকার আকাশে ধোঁয়াশা এত বেশি যে এই নীল চাঁদ দেখতে পারলাম না।
০১ লা সেপ্টেম্বর, ২০২৩ রাত ১:০৬
আহমেদ জী এস বলেছেন: করুণাধারা,
আপনার প্রার্থনা পূর্ণ হোক।
নীল চাঁদ তো নয়, বেশ ঢাউস একটা উদর নিয়ে আকাশের কার্নিশে ঝুলে থাকা রূপালি চাঁদটাকে দেখতে পেলেন না জেনে খারাপ লাগলো।
৮| ৩১ শে আগস্ট, ২০২৩ রাত ৯:০৯
বিদ্রোহী ভৃগু বলেছেন: দারুন বিরল দর্শনে আমাদের অংশী করায় ধন্যবাদ।
আপনার উসিলায় প্রিয় ড. এম এ আলী ভায়ার প্রতিমন্তব্যে আরো দারুন কিছু ব্লু মুনের ছবি দেখতে পেলাম।
অনেক অনেক অনেক দিন পর এলাম ফিরে
০১ লা সেপ্টেম্বর, ২০২৩ রাত ২:১৭
আহমেদ জী এস বলেছেন: বিদ্রোহী ভৃগু,
দীর্ঘদিনের আড়াল সরিয়ে চাঁদের মতোই উঁকি দিয়ে এই পোস্ট আলোকিত করে গেলেন। ধন্যবাদ।
অঃ টঃ- ভালো ছিলেন তো ?
৯| ৩১ শে আগস্ট, ২০২৩ রাত ৯:২১
জুন বলেছেন: আমিও একবার দেখছিলাম তবে সেটা ছিল ব্লাডি মুন এক্কেবারে লাল টুকটুকে
০১ লা সেপ্টেম্বর, ২০২৩ সকাল ৭:২২
আহমেদ জী এস বলেছেন: জুন,
হা...হা... এ তো দেহি মোগো চোউক্ষে লাল-নীল বাত্তি দেহার মতো হইছে!!!!!!!!!!
১০| ৩১ শে আগস্ট, ২০২৩ রাত ৯:৫৮
রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: রাজীব নুর, হ্যা, উপভোগ করছি তবে দেশে থাকলে যেভাবে হৈ হৈ করে করা যেত, সেভাবে নয়।
এই জন্যই আমি বিদেশ যাই না।
০১ লা সেপ্টেম্বর, ২০২৩ সকাল ১০:৩২
আহমেদ জী এস বলেছেন: রাজীব নুর,
ওয়াইজ ডিসিশান!!!!!!!
১১| ৩১ শে আগস্ট, ২০২৩ রাত ১১:২১
শায়মা বলেছেন: আমিও ব্লুমুনে ব্লু না পেয়ে ব্লু চশমা পরে ব্লু বানিয়ে দেখলাম।
০১ লা সেপ্টেম্বর, ২০২৩ সকাল ১১:৫৫
আহমেদ জী এস বলেছেন: শায়মা,
একেই বলে বুদ্ধির ঢেকি!!!
ব্লু চশমা পড়ে তো পৃথিবীটাকেই ব্লু দেখলেন! তার চেয়ে "রবিনসন'স ব্লু " রংয়ে চাঁদটাকে চুবিয়ে দেখলেই তো ল্যাঠা চুকে যেতো ....
১২| ০১ লা সেপ্টেম্বর, ২০২৩ সকাল ৮:০৮
সোহানী বলেছেন: ক'দিন ধরেই দিন গুনছিলাম। তারপর গত রাত প্রায় ১০টায় রওনা দিলাম বীচের দিকে। সে এক অদ্ভুত সুন্দর অনুভূতি। হুমায়ুন আহমেদের মতো বলতেই হয়েছিল, বড়ই সৈা্দর্য্য ।
তারপর বীচের পাড়ে শুয়েছিলাম কতক্ষন। মেঘ ছিল বলে প্রথম দিকে আলো আধারিতে দেখেছি। তারপর এগারোটার দিকে যখন বাড়ি ফিরছিলাম তখন ছিল আসল দৃশ্য। মাথার উপর ইয়া বিশাল চাঁদ নিয়ে গাড়ি চালাতে চালাতে বাড়ি পৈাছালাম। অদ্ভৃত ছিল কালকের জার্নি।
০৩ রা সেপ্টেম্বর, ২০২৩ রাত ১০:৪৯
আহমেদ জী এস বলেছেন: সোহানী,
আসলেই - বড়ই সৌন্দর্য্য !
বীচের পাড়ে শুয়েছিলেন বলেই আমাদেকেও শুয়ে শুয়ে আপনার তোলা ছবি দেখতে বলছেন?
আপনার উচিৎ অর্থপেডিকস বা ফিজিওথেরাপিষ্টের কাছে গিয়ে ঘাড় সোজা করার দাওয়াই নেয়া নয়তো ঘাড়ের ব্যায়াম করা শেখা।
১১টার সময় মাথার উপরের চাঁদটাকে মাথার উপরে না রেখে ক্যামেরার মগজে ঢুকিয়ে রাখতে পারতেন।
১৩| ০১ লা সেপ্টেম্বর, ২০২৩ সকাল ১১:০৬
অপু তানভীর বলেছেন: নাম যদিও ব্লু মুন কিন্তু মুন তো ব্লু না !
আমি এখন জানলাম যে ব্লমুন জাতীয় কিছু একটা ঘটনা ঘটেছে । যদিও আমি রাতে আসার পথে চাঁদকে দেখি প্রতিদিনই । বিশেষ করে এফডিসির সামনের রেলগেটে প্রতিদিন আটকাতে হয় এই সময়ে আকাশের দিকে তাকিয়ে থাকি । মাঝে মাঝে ছবিও তুলে রাখি মোবাইলে ।
০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৩ রাত ১২:৪৩
আহমেদ জী এস বলেছেন: অপু তানভীর ,
চাঁদটা যে কেন ব্লু নয় তা জানতে মরুভূমির জলদস্যু এর এই পোস্টটি দেখতে পারেন। অনেক কিছু জানা যাবে ----
নীল চন্দ্র নীল নহে
রাতের আকাশের চাঁদ দেখলে উদার হয়ে যেতে হয়, মনটা প্রফুল্ল থাকে সারা রাত। খুব ভালো একটি অভ্যেস গড়ে তুলেছেন আপনি।
১৪| ০২ রা সেপ্টেম্বর, ২০২৩ রাত ১:২০
ঠাকুরমাহমুদ বলেছেন:
ঢাকা এবং প্রত্যন্ত গ্রামাঞ্চলে বড় চাঁদ দেখা গিয়েছে। ব্লুমুন সম্পর্কে জানা ছিলো না। আপনার পোস্ট ডঃ এম এ আলী সাহেবের মন্তব্য থেকে জেনে বাদবাকি গুগল করে জানার চেষ্টা করেছি। আমার বেশ কিছু অসম্পূর্ণ লেখা জমা হয়ে আছে, সময় ও বেশ কিছু ঝামেরার কারণে লেখা সম্পন্ন করতে পারছি না পোস্টও দিতে পারছি না। তারমধ্য একটি চাঁদ বিষয়েও আছে।
চাঁদ সুরুজ আমাদের জীবনে নানান ভাবে জড়িত, নানান স্মৃতি এই চাঁদ সুরুজের সাথে।
০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৩ সকাল ১১:৩৫
আহমেদ জী এস বলেছেন: ঠাকুরমাহমুদ,
এরকম লাল-নীল চাঁদ নিয়ে মরুভূমির জলদস্যুর দেয়া পোস্টটির লিংক ঠিক উপরের প্রতিমন্তব্যে দেয়া আছে। দেখে নিতে পারেন।
প্রার্থনা - আপনার সব ঝামেলা চুকে যাক , অসম্পূর্ণ লেখাগুলো তাড়াতাড়ি যাতে শেষ করতে পারেন।
শুভেচ্ছা রইলো।
১৫| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৩ সকাল ১০:২৪
জাহিদ অনিক বলেছেন: দারুণ +
নিজে কিছু বলবার খুঁজে পাচ্ছি না, তাই নজরুলের থেকেই কোট করে বলতে ইচ্ছে হচ্ছে --
আকাশে আজ ছড়িয়ে দিলাম প্রিয়
আমার কথার ফুল গো
আমার গানের মালা গো
কুড়িয়ে তুমি নিও
আকাশে আজ ছড়িয়ে দিলাম প্রিয়
০৫ ই সেপ্টেম্বর, ২০২৩ সকাল ১০:১৭
আহমেদ জী এস বলেছেন: জাহিদ অনিক,
আমিও দিচ্ছি সুধীন দাশগুপ্তর লেখা গান থেকে -
আকাশে আজ রংয়ের খেলা
মনে মেঘের ভেলা
হারালো সুর, হারালো গান
ফুরালো যে বেলা......
( আশা ভোশলের কন্ঠে )
১৬| ১১ ই সেপ্টেম্বর, ২০২৩ বিকাল ৫:০৩
সোনালি কাবিন বলেছেন: আপনি সৌভাগ্যবান ।
১৫ ই সেপ্টেম্বর, ২০২৩ রাত ১১:২৮
আহমেদ জী এস বলেছেন: সোনালি কাবিন,
জবাব দিতে দেরী করে ফেলাতে দুঃখিত!
শুধু আমিই নই, সৌভাগ্যবান আছেন ব্লগের অনেকেই।
১৭| ২৭ শে সেপ্টেম্বর, ২০২৩ ভোর ৫:৪৫
চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: আমাদের আশেপাশে ভাল থাকার বা ভাল লাগার কতই না উপকরণ আছে!
ভাল থাকুন, Once jn a blue super moon-এ না, সবসময়।
২৮ শে সেপ্টেম্বর, ২০২৩ রাত ১:২৩
আহমেদ জী এস বলেছেন: চন্দ্ররথা রাজশ্রী,
আসলেই জীবনের চারদিকে ছড়ানো জঞ্জালের মাঝেও জীবনের বাগানে সুন্দরতার কমতি নেই! প্রকৃতিও অকৃপন হাতে তার সৌন্দর্য্য তুলে ধরে জীবনটাকে নতুন নতুন রংয়ে রাঙিয়ে যায়!
ভালো যে থাকতেই হয়, আজ এবং কালকের জন্যেও।
আপনিও ভালো থাকুন। ধন্যবাদ মন্তব্যের জন্যে।
১৮| ০৬ ই অক্টোবর, ২০২৩ রাত ১:২৪
রোকসানা লেইস বলেছেন: আপনার চাঁদ নিয়ে লেখা ভাবলাম বেশ বিশ্লেষন ধর্মী কিছু পাব এখন দেখছি লেখার চেয়ে মন্তব্য অনেক পড়তে হলো ।
ব্লু মুনটা আসলে কি যে ঝকঝকে নীলাভ ছিল আমি কিছু ছবি তুলেছিলাম কিন্তু কোথাও দেওয়া হলো না।
ব্লু র পরে রেড ব্লাড মুনটাও শেষ হয়ে গেলো।
এখন হারভেস্ট হান্টার মুনের বেড়ে উঠা অবলোকন করছি।
০৬ ই অক্টোবর, ২০২৩ সকাল ১০:৪২
আহমেদ জী এস বলেছেন: রোকসানা লেইস,
ধন্যবাদ মন্তব্যের জন্যে।
হা..হা... ফাঁকি দিয়েছি লেখাতে ? অনেকদিন ব্লগে লেখা দেয়া হযনি বলে নিজের উপস্থিতি জানান দিতেই একটা কিছু পোস্ট করার তাগিদ থেকে এই ফাঁকিবাজী পোস্ট।
ব্লু মুনের ছবি তুলে থাকলে তা নিয়ে নিজের মতো করে একটা পোস্ট দিতেই পারেন। সাথে কিছু তথ্য, কবিতার লাইন, আপনার ষ্টাইলে কিছু কথা সহযোগে তা হতে পারে। লিখে ফেলুন।
১৯| ১৮ ই অক্টোবর, ২০২৩ রাত ১০:৩১
খায়রুল আহসান বলেছেন: সেলফোনে সুন্দর ছবি তুলেছেন। আর ব্লগার ডঃ এম এ আলী'র সংগৃহীত ছবিগুলোর দিকে তো শুধু তাকিয়েই থাকতে ইচ্ছে করছে।
মরুভূমির জলদস্যু এর সেই পোস্টটি থেকেই জানতে পেরেছি যে আসলেই নীল চন্দ্র নীল নহে!
পোস্টে প্লাস। + +
২০ শে অক্টোবর, ২০২৩ রাত ৯:৪১
আহমেদ জী এস বলেছেন: খায়রুল আহসান,
মন্তব্য ও প্লাসের জন্যে ধন্যবাদ।
ডঃ এম এ আলী'র দেয়া ছবিগুলো সেরকমই সুন্দর।
আসলেই "নীল চন্দ্র নীল নহে!" যেমন "ব্লাডি মুন" ব্লাড নহে................
২০| ২০ শে অক্টোবর, ২০২৩ রাত ১০:২১
আঁধারের যুবরাজ বলেছেন: তরুণ বয়সে প্রায় রাতে বাসার ছাদে একা একা বসে আকাশ দেখতাম। সেই সময়,ঐ বয়সে মিশ্র অনুভূতি হতো।এখন সময় করে ,ঐ ভাবে আর আকাশ দেখা হয় না। পুরোনো স্মৃতি ফিরে এলো। আপনার এবং অন্যদের তোলা ছবিগুলি ভালো হয়েছে।
২০ শে অক্টোবর, ২০২৩ রাত ১০:৫২
আহমেদ জী এস বলেছেন: আঁধারের যুবরাজ,
আঁধারের যুবরাজ তো তাই যুবা বয়সে আঁধার রাতে আকাশ দেখতেন। স্বাভাবিক।
এখন বয়েস গড়িয়ে যুবরাজ থেকে "রাজা" হয়েছেন বলেই হয়তো ছাদে একা একা বসে আকাশ দেখা হয়না। অন্দরমহলেই থাকতে হয়!!!
রাতের আকাশ আসলেই কি যে সুন্দর!!!!!!
স্বাগত আমার ঘরে। মন্তব্যের জন্যে ধন্যবাদ।
©somewhere in net ltd.
১| ৩১ শে আগস্ট, ২০২৩ দুপুর ১:০৫
রাজীব নুর বলেছেন: হ্যা দেখুন। উপভোগ করুণ। উপভোগ করার নামই জীবন।