নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ট্রুথ নেভার ডাই্‌জ

নিজের সম্পর্কে লেখার কিছু নেই । সাদামাটা ।

আহমেদ জী এস

পুরোপুরি একজন অতি সাধারন মানুষ । আমি যা আমি তাই ই । শয়তানও নই কিম্বা ফেরেশতা । একজন মানুষ আপনারই মতো দু'টো হাত, চোখ আর নিটোল একটা হৃদয় নিয়ে আপনারই মতো একজন মানুষ । প্রচন্ড রকমের রোমান্টিক আবার একই সাথে জঘন্য রকমের বাস্তববাদী...

আহমেদ জী এস › বিস্তারিত পোস্টঃ

কোথাও ছিলো না কেউ ....

২০ শে মে, ২০২৪ রাত ১০:১৯




কখনো কোথাও ছিলো না কেউ
না ছিলো উত্তরে, না দক্ষিনে
শুধু তুমি নক্ষত্র হয়ে ছিলে উর্দ্ধাকাশে।

আকাশে আর কোন নক্ষত্র ছিলো না
খাল-বিল-পুকুরে আকাশের ছবি ছিলো না
বাতাসে কারো গন্ধ ছিলোনা
ছিলোনা উদাসী মাঠে কোন জোনাকীর মেলা।

কোথাও ছিলো না কেউ দিগন্ত ছুঁয়ে
এর আগেও ছিলো না অন্য কোন তারা
ছিলো না ছন্নছাড়া ধূসর ঘাসে
একটিও ফুল।

সেখানে ছিলো না অন্য কেউ
ছিলো না কাছে কিম্বা দূরে।
ছিলো না কেউ নিঝুম ঘুমের ঘাটে,
মটর ক্ষেতের শেষে দিগন্তে ছিলো
শুধু একটি বিজন তারা-
এবং সেবারই প্রথম কেউ।


[ অনেকদিন লেখা হয়না। হাতে নতুন লেখাও নেই। তাই বছরখানেক আগের একটি অপ্রকাশিত কবিতা দিয়ে ভয়ে ভয়ে নিজের নিঃশ্চুপতা ভাঙার চেষ্টা! ]

মন্তব্য ৩৪ টি রেটিং +১০/-০

মন্তব্য (৩৪) মন্তব্য লিখুন

১| ২০ শে মে, ২০২৪ রাত ১০:৩২

করুণাধারা বলেছেন: প্রথম স্থান অর্জন করেছি কি? বাকি কথা পরে হবে!

২০ শে মে, ২০২৪ রাত ১০:৪২

আহমেদ জী এস বলেছেন: করুণাধারা,



প্রথম স্থান অর্জন করেছি কি?
করুণা করে যে মন্তব্য করেছেন তাতে প্রথম স্থান তো দেয়াই যায়!
অভিনন্দন প্রথম স্থান অধিকার করায়!

২| ২০ শে মে, ২০২৪ রাত ১০:৫০

শেখ সোভানা ইয়াসমিন বলেছেন: ভালো লিখেছেন

২০ শে মে, ২০২৪ রাত ১১:২৫

আহমেদ জী এস বলেছেন: শেখ সোভানা ইয়াসমিন,




আমার ব্লগে স্বাগতম।
মন্তব্যের জন্যে ধন্যবাদ।

ভালো না লিখে উপায় আছে!!!! ভালো লেখা না হলে তো বাতিলের খাতায় চলে যেতে হবে! একজন ব্লগারকে ভালো তো লিখতেই হয়.............

শুভেচছা ও শুভ রাত্রি।

৩| ২০ শে মে, ২০২৪ রাত ১১:৩৬

শেরজা তপন বলেছেন: তাও তো নিরবতা ভেঙ্গেছেন- মন্দ কি!
কবিতা কিন্তু ভাল লেগেছে :)

২১ শে মে, ২০২৪ রাত ৯:৫৬

আহমেদ জী এস বলেছেন: শেরজা তপন,




হয়তো! তবে দেখি, আবার সরব হতে কতোদিন লাগে !!!!!!!!! :D

৪| ২১ শে মে, ২০২৪ ভোর ৫:৪৭

ডঃ এম এ আলী বলেছেন:




নিকশ কালো আধারঘন রাত
ভাবছি আকাশে কেন এখনো
উঠেনি কোন তারা আজ,
এদিক সেদিক আতি পাতি
করে খুঁজেও দেখিনা তারে
হঠাত দেখি ঝুলছে কবিতা
একটি প্রথম পাতা জুরে ।

দখিনের মৃদু মন্দ ঝিরঝির
হাওয়া শানশান শব্দ অনুগত
দিগন্ত জোরা নিকশ রাতের
আঁধার দুর হল যেন নিমিশেই।

কতদিন গেল কত মাস গেল
দেখিনি তাকে এমন আঁধারে
কোন পথে ঘাসের গালিচা
পেরিয়ে উঠে এল ব্লগাকাশে।

পুরানো চাল ভাতে বাড়ে
এ আপ্ত বাক্যটি সত্য বলে
জানান দিল সুন্দর করে
পুরানো কবিতা ডেলে এখানে।

কত কবিতায় শুনেছি তারাহীন রাতে
কেশবতির কালো কেশ হতেও নাকি
অজুত নিযুত চুমা আছরে পরে
ধরনীর বুকের পরে সাজনা তলে।

সেসময় হাসনাহেনার সুবাস,রজনীগন্ধার ঘ্রাণ
সকলেই নাকি হয়ে যায় অতি ম্রিয়মান, তাই
কে বলে আকাশে উঠেনি কোন তারা আজ
জীএস ভাইএর কবিতাটিই সেই তারা আজ।

শুভেচ্ছা রইল

২১ শে মে, ২০২৪ রাত ১০:০৯

আহমেদ জী এস বলেছেন: ডঃ এম এ আলী,




ওয়াও !!!!!!!!!!
একটি কবিতার গর্ভ থেকে আর একটি অনবদ্য কবিতার জন্ম দিলেন।
পুরোনো চাল ভাতে বাড়ে বটে তবে তার পুরোনো গন্ধ অনেকের কাছে ভালো না ও লাগতে পারে।
আপনার ভালো লেগেছে এবং তার প্রকাশ যে আঙ্গিকে করলেন তার তুলনা নেই।

আসলে সময় বের করে লিখতে বসা আর আগের মতো হয়ে ওঠেনা। মন-বয়স- পরিবেশ-সুযোগ হয়তো একাট্টা হতে পারেনা সব সময় তাই ব্লগের পাতায় নিজের সরবতার কথা তেমন করে জানান দেয়া হয়ে ওঠেনা। তবুও থাকি, লেখা পড়ি, মন্তব্যও করি। এটুকই যা সরবতা আমার...........

ভালো থাকুন আর সুস্থ্য।

৫| ২১ শে মে, ২০২৪ সকাল ১০:৩৭

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।

২২ শে মে, ২০২৪ রাত ৩:২৩

আহমেদ জী এস বলেছেন: সেলিম আনোয়ার,




ধন্যবাদ ।

৬| ২১ শে মে, ২০২৪ সকাল ১১:৪১

মোস্তফা সোহেল বলেছেন: খুব সুন্দর হয়েছে কবিতা। কবিতা লিখবেন মাঝে মাঝে।

২২ শে মে, ২০২৪ রাত ৩:২৬

আহমেদ জী এস বলেছেন: মোস্তফা সোহেল,




বলেছেন - "কবিতা লিখবেন মাঝে মাঝে।"
কিন্তু ব্লগে এতো এতো কবিতা এসে যায় যে ষেই ভিড়ে আর একটা কবিতার সংখ্যা বাড়ানোর সাহস হয়না।

শুভেচ্ছান্তে।

৭| ২১ শে মে, ২০২৪ দুপুর ১২:৩০

মরুভূমির জলদস্যু বলেছেন:
- কেমন যেনে না পাওয়ার কবিতা!!

২২ শে মে, ২০২৪ রাত ৯:২৪

আহমেদ জী এস বলেছেন: মরুভূমির জলদস্যু,



অনেকটা সে রকমই!
তুমি ছাড়া আর ছিলোনা কোথাও কেউ, একমাত্র তুমিই ছিলে কবির আকাশে ; এমনটাই বলা হয়েছে কবিতায়।

মন্তব্যের জন্যে ধন্যবাদ।

৮| ২১ শে মে, ২০২৪ দুপুর ১২:৩১

কাজী ফাতেমা ছবি বলেছেন: কোথাও কেউ নেই আবার আছেও

কী সুন্দর কবিতা
নিরবতা ভাঙ্গার জন্য ধন্যবাদ ভাইয়া

২২ শে মে, ২০২৪ রাত ১০:০১

আহমেদ জী এস বলেছেন: কাজী ফাতেমা ছবি,




"কোথাও কেউ নেই আবার আছেও......" ঠিকই বলেছেন। কোথাও কেউ নেই কেবল "তুমি" ছাড়া!

ধন্যবাদ আপনাকেও।

৯| ২১ শে মে, ২০২৪ দুপুর ২:৫৮

মোঃ মাইদুল সরকার বলেছেন: দারুন এক কবিতা দিয়ে সরব হলেন।+++

২২ শে মে, ২০২৪ রাত ১০:০৬

আহমেদ জী এস বলেছেন: মোঃ মাইদুল সরকার,




করুণাধারা র অতি সাম্প্রতিক পোস্টে মন্তব্যকারীদের অনেকেই বলেছেন, সামুকে সচল রাখতে হলে ব্লগারদের "সরব" হতেই হবে!!!

১০| ২১ শে মে, ২০২৪ বিকাল ৩:০৫

এম ডি মুসা বলেছেন: ভালো লিখেছেন

২৪ শে মে, ২০২৪ সকাল ৯:৫৩

আহমেদ জী এস বলেছেন: এম ডি মুসা,




ভালো লাগলো আপনার মন্তব্যখানিও!

১১| ২১ শে মে, ২০২৪ সন্ধ্যা ৬:০৫

করুণাধারা বলেছেন: ছবিটা আপনার করা? উপরের ডান কোনায় যে দেখা যাচ্ছে উনিই সেই তারা হয়ে থাকা একমাত্র কেউ? সেক্ষেত্রে কোথাও কেউ নেই এর শূন্য পটভূমিতে যিনি একাকী দাঁড়িয়ে ছিলেন তাঁর ছবি থাকলে আরো ভালো বোঝা যেতো! অবশ্য এমনিতেও কবিতা বোঝা গেছে, সহজ সরল ভাষায় লিখেছেন কবিতাটি। মনে পড়লো, সামুতে আমার ব্লগিংয়ের শুরুর দিকে পড়া আপনার লেখা "ঊর্ণনাভ" কবিতাটির কথা! অভিধান খুলে কবিতাটি পড়তে হয়েছিল!! #:-S

২৪ শে মে, ২০২৪ সকাল ১০:৩৭

আহমেদ জী এস বলেছেন: করুণাধারা,




জ্বী, ছবিটা এই অধমেরই করা। একটু বলে রাখি, আমার গল্প-কবিতার পোস্টের প্রায় সবক'টাতেই আমার আঁকা ছবিই আছে।
নক্ষত্রের আসল ছবি পাবো কই ? তাহলে তো নাসার কাছে জেমস-ওয়েব এর ছবি চাইতে হতো!!!! সেই ঝামেলায় না গিয়ে "স্মুথ -ড্র"তে নিজেই সেই নক্ষত্রকে এঁকে ফেললুম। :P খারাপ হয়েছে কি ? চেনা যাচ্ছে না ????

অভিধান খুলে কবিতা পড়তে হয়েছিল ? হবেই তো- "ঊর্ণনাভ" বলে কথা! মাকড়সার জালের মতো জটিল আর প্যাঁচালোই তো হবে!!!! :D
তাহলে এই কবিতাখানি “প্রেমবধ” পড়ে কি বলবেন ??????????

১২| ২২ শে মে, ২০২৪ রাত ৯:১৩

জুন বলেছেন: অনেক দিন না লিখলেও যখনই লিখেন তখন তা একটা মাস্টারপিসই হয় আহমেদ জী এস। আপনার কবিতার সাথে থাকতে থাকতে মনে হচ্ছিল সত্যি কি কোথাও কেউ ছিল না? যাক বাবা অবশেষে পেয়েছেন স্বস্তি পেলাম আপনার সাথে সাথে আমিও :)
অনেক অনেক ভালোলাগা রইলো অনাবদ্য কবিতায়।
+

২৭ শে মে, ২০২৪ রাত ১১:৫৪

আহমেদ জী এস বলেছেন: জুন,




দেরীতে উত্তর দিচ্ছি বলে দুঃখিত।
আপনার প্রশংসা আমার লেখাকে আরো ঋদ্ধ করবে নিঃসন্দেহে।
পেলুম আর কই? সে তো আকাশের ছাদের ঐ কোনায় উঠে ঠায় বসে আছে !!!!!!! :|

কবিতাটি ভালো লেগেছে জেনে খুশি হলুম!
শুভেচ্ছান্তে।

১৩| ২৩ শে মে, ২০২৪ রাত ৮:৪৮

খায়রুল আহসান বলেছেন: "শুধু একটি বিজন তারা" - ওটা থাকলেই যথেষ্ট। এক জীবন ভালোভাবেই পার হয়ে যায়।

২৯ শে মে, ২০২৪ রাত ১১:৪১

আহমেদ জী এস বলেছেন: খায়রুল আহসান,



খুব খাটি কথা বলেছেন। :|
সুন্দর মন্তব্য।

১৪| ২৮ শে মে, ২০২৪ রাত ১২:৫৮

শায়মা বলেছেন: কবিতা পড়ে সাথে এই গান খানি মনে পড়ে গেলো..... :)

৩১ শে মে, ২০২৪ রাত ৯:১৩

আহমেদ জী এস বলেছেন: শায়মা ,




গানটি শুনলুম। এখানে তারাদের কথা বলা হয়েছে কিন্তু আমার আকাশে যে একটিই বিজন তারা!!!!! :(

১৫| ৩১ শে মে, ২০২৪ রাত ৯:১৫

শায়মা বলেছেন: বিজন তারা কি ভাইয়া?

আমি তো শুনেছি সন্ধ্যা তারা শুকতারা ........

আর জানি শুধু বিজন ভাইয়াকে।



বিজন তারাও আছে নাকি??


বিজন বন আছে শুনেছি!!!

হায় হায়

৩১ শে মে, ২০২৪ রাত ৯:৩৭

আহমেদ জী এস বলেছেন: শায়মা,




হা....হা.....হা সন্ধ্যা তারা, শুকতারার নাম শুনেছেন কিন্তু ধ্রুবতারার নাম শোনেন নি ? যে তারা নিশ্চিত ভাবে স্থির থাকে ?
আর সেটাই মরে গিয়ে ভুত ভুতং হয়ে "বিজন তারা" হয়ে ফুটে থাকে আকাশে..... :P

১৬| ৩১ শে মে, ২০২৪ রাত ৯:৪১

শায়মা বলেছেন: ধ্রুবতারাও শুনেছি কিন্তু বিজনভাইয়া ছাড়া সত্যি আমি বিজনতারা শুনিনি......


তাইলে এটা ভূত ভূতং তারা!!!!!!!!!!


বাপরে পালাই!!!

এখনও কত কিছু করার বাকী!! এখনি যদি এই তারা ঘাড়ে চাপে !!!!!!!!!!!!!!


নাই নাই আমিনাই!!!!!!!!!!!

১৯ শে জুন, ২০২৪ সকাল ১১:২৮

আহমেদ জী এস বলেছেন: শায়মা,



আপনার এই মন্তব্যটি জবাব ছাড়াই কি করে যে পড়ে আছে বেশ ক'দিন থেকে তা ভেবে অবাক হচ্ছি!

হায়রে!!!! বিজনতারা না শুনলেও রবিভাইয়ুর "বিজন ঘরে"র কথা নিশ্চয়ই আপনার শোনা আছে! ;) "ঘর" যদি বিজন হতে পারে তবে "তারা" কেন বিজন হবেনা ?
বোঝা গেলো, হোমওয়র্ক ঠিকমতো সেরে রাখেন নি! রাখলে বিজনতারাকে ভূত ভূতং তারা বলতেন না!!! :P তারারা ঘাড়ে চাপেনা, তারাদের ঘাড় উঁচু করে দেখতে হয়......... :|

১৭| ১৯ শে জুন, ২০২৪ রাত ৮:৫০

শায়মা বলেছেন: আজি বিজন ঘরে নিশীথ রাতে আসবে যদি শূন্য হাতে
আমি তাইতে কি ভয় মানি জানি জানি বন্ধু জানি তোমার আছে তো হাত খানি।


এই গান গাইতে গেছিলাম ক্লাস সেভেনে থাকতে আমার মা শুনে বললো এক থাপড়ে দাঁত ফেলে দেবো বত্রিশটা .... আহা এই গান গাওয়ার সাধই সারাজীবনের জন্য মিটে গেলো...... তাই মনে হয় বিজন শুনলেই বিজনভাইয়া ছাড়া আর কিছুই মনে পড়ে না..... :(

এই কথাতেও আবার বিপদ যদি বাড়ির লোকজন শুনে আর কি। :(

২১ শে জুন, ২০২৪ রাত ১:০৩

আহমেদ জী এস বলেছেন: শায়মা,




বাড়ির লোকজন শুনলে বিপদ তো হবেই। সেই থেকে কেবল "বিজনভাইয়া"........ "বিজনভাইয়া" করছেন!
খাল কেটে কুমীর আনছেন নিজেই, তাতে যা হয় আর কি....... :D :P

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.