![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পুরোপুরি একজন অতি সাধারন মানুষ । আমি যা আমি তাই ই । শয়তানও নই কিম্বা ফেরেশতা । একজন মানুষ আপনারই মতো দু'টো হাত, চোখ আর নিটোল একটা হৃদয় নিয়ে আপনারই মতো একজন মানুষ । প্রচন্ড রকমের রোমান্টিক আবার একই সাথে জঘন্য রকমের বাস্তববাদী...
[ বিশেষ সংযোগ –দেশকে যারা ভালোবাসেন তারা সবাই-ই দেশীয় রাজনীতির বর্তমান খাই খাই অবস্থা নিয়ে শংঙ্কিত – চিন্তিত এবং উৎকন্ঠিত। দেশের রাজনীতির চেহারা খোলার এই আগুন লাগা মূহুর্তে কবিতাটি সময়োপযোগী হবে বলে পুনঃসংযোজিত হলো । ]
রাজনীতি
প্রজ্ঞাময় এক বৃক্ষের কাছে প্রশ্ন রাখি,
‘রাজনীতি’ আর ‘নিজনীতি’র পার্থক্য কি ?
উত্তরে অশীতিপর বৃদ্ধের মতো নির্বাক চেয়ে থাকে
বৃক্ষ সেই । গায়ে তার বলিরেখা, পাখিদের বিষ্ঠায়
বয়সের গাছ-পাথর বোঝা যায় না, কেবল বাতাস
শীষ তোলে, রোদের ফাজিল মুখ ফিকফিক করে হাসে
পাতায় পাতায় ।
পাকা চুলের মতো একটি দু’টি পাতা নিরবে খসে পড়ে
পায়ের কাছে শব্দহীন ।
গতর বেচা নগরবিলাসিনী এক নারীকে প্রশ্ন রাখি,
‘রাজনীতি’ আর ‘ধান্দাবাজী’র পার্থক্য কি ?
সবে প্রথম স্রাবের মুখ দেখেছে এমোন কিশোরীর মতো
ফ্যাকাসে হয় নারী সেই । একদা উদ্দ্যত বুকের কাঁচুলি ঠিক করে,
পায়ের বুড়ো আঙুলে খুটে তোলে মাটি,
সখিরা ঢলে পড়ে গায়ে, হাসাহাসি করে, নাগর আমার !
ধান্দাবাজীর আর জায়গা পাননা, না ?
সফেদ চুলের বিদগ্ধ একজনের কাছে প্রশ্ন রাখি,
‘রাজনীতি’ আর ‘আখের গোছানো নীতি’র তফাৎ কি ?
কালো ফ্রেমে উতল কাঁচের ওপারে তার চোখ
অতিকায় হয়ে ভাসে, পুরুলেন্সের চশমা খুলে
মুছতে থাকেন বারবার, অস্থির হয়েছেন তিনি বোঝা যায়,
পড়াশুনো অনেক, সীমাহীন জ্ঞানের পরিধি
বইয়ের আলমারী ছাড়িয়ে হেটে গেছে অনেক দুর ।
আমার উত্তরও তার সাথে হেটে যায় দরজা পেরিয়ে
উল্টে দিয়ে যায় পোর্সেলিনের ফুলদানী –
যাহ্, গেলোতো ভেঙে …! অস্ফুটে বলেন তিনি ।
আকাশের যতো তারা আছে প্রশ্ন রাখি,
‘রাজনীতি’ আর ‘শোষননীতির’ তফাৎ কি ?
ওরা শুধু মিটিমিটি জ্বলে তীব্র দহনে অন্ধকারে,
বুকের ভেতরে নিয়ে অযুত বিষ্ফোরন অপেক্ষায় থাকে
জ্বলে জ্বলে নিঃশেষে হবে এক কৃষ্ণগহ্বর কবে,
আলো যেখানে থাকেনা আলো হয়ে, কর্পূরের মতো উবে যায়
নিমেষে, সূঁচের ছিদ্র দিয়ে উট গলে যাওয়ার মতোন
ব্রম্মান্ডও শোষিত হবে তখোন নাকি আর এক পৃথিবীতে ।
আসলে নিয়তিই তার শোষিত হওয়ার, তাই
তারারা ব্যস্ত হয়ে ওঠে নিঃস্ব হয়ে যেতে ।
কাগজ কুড়োনো এক টোকাইকে প্রশ্ন রাখি,
‘রাজনীতি’ আর ‘নিজনীতি’
‘রাজনীতি’ আর ‘ধান্দাবাজী’
‘রাজনীতি’ আর ‘আখের গোছানো নীতি’
‘রাজনীতি’ আর ‘শোষননীতি’র
পার্থক্য কি জানিস ?
ফোকলা দাঁতের ফাঁকে ফাঁকে তার মুখ
প্রজ্ঞাময় হয়ে ওঠে, আমন্ত্রন চোখে
এক পথবিলাসী সাজে, মাথার রুক্ষু চুলে
লাগে যেন বিদগ্ধ সফেদ এর ছোঁয়া,
তীব্র দহনে পোড়া সপ্রতিভ মুখে
যেন ছড়িয়ে যায় হাসি –
‘এডাও জানেন না আফনে-
পারথোক্কো হুদা বানানে !’
ছবি – ইন্টারনেট থেকে নিয়ে পরিশোধিত ।
০৭ ই এপ্রিল, ২০২৫ রাত ১০:৪৩
আহমেদ জী এস বলেছেন: এইচ এন নার্গিস,
প্রথম মন্তব্য করার জন্যে ধন্যবাদ।
২| ০৭ ই এপ্রিল, ২০২৫ রাত ১০:০২
করুণাধারা বলেছেন: রাজনীতি, নিজনীতি, ধান্দাবাজী, আখের গোছানো নীতি আর শোষণ নীতি বুঝি সমার্থক শব্দ?
এডাও জানেন না আফনে-
পারথোক্কো হুদা বানানে!
চমৎকার। অনেকদিন পর আপনার কাছ থেকে এমন একটি কবিতা পেলাম। অনেক ধন্যবাদ।
০৭ ই এপ্রিল, ২০২৫ রাত ১১:০১
আহমেদ জী এস বলেছেন: করুণাধারা,
নিজনীতি, ধান্দাবাজী, আখের গোছানো নীতি ,শোষণ নীতি আর রাজনীতি সমার্থক শব্দই, যা আমাদের দেশে চর্চিত।
এসবের পার্থক্য শুধু তো বানানে, ঠিক কিনা !
৩| ০৭ ই এপ্রিল, ২০২৫ রাত ১০:৪৯
সৈয়দ কুতুব বলেছেন: দারুণ হয়েছে।
৪| ০৮ ই এপ্রিল, ২০২৫ রাত ২:০৭
গেঁয়ো ভূত বলেছেন: হ্যা। এভাবেই নীতিহিনরা রাজনীতির প্রকৃত অর্থকে লুটে নিল।
৫| ০৮ ই এপ্রিল, ২০২৫ রাত ২:২৭
কামাল১৮ বলেছেন: মানুষ যেমন সামাজিক জীব।তেমনি রাজনৈতিক জীবও বটে।রাজনীতি করা মানে অধিকার নিয়ে কথা বলা।নানান জন নানান ভাবে বলে।
৬| ০৮ ই এপ্রিল, ২০২৫ সকাল ১০:১২
রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা।
৭| ০৮ ই এপ্রিল, ২০২৫ সকাল ১০:২৬
জুল ভার্ন বলেছেন: এইসব প্রশ্নের উত্তর নাই ভাইজান!
৮| ০৮ ই এপ্রিল, ২০২৫ সকাল ১০:২৬
রোকসানা লেইস বলেছেন: প্রশ্ন খুব ভালো হয়েছে।
উত্তর না সমাধান যদি পাওয়া যেত
©somewhere in net ltd.
১|
০৭ ই এপ্রিল, ২০২৫ রাত ৯:৫৪
এইচ এন নার্গিস বলেছেন: চমৎকার প্রকাশ ।