নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

গাংচিল.

শুধুই নিজস্ব কড়চা...

গাংচিল. › বিস্তারিত পোস্টঃ

লুকোচুরি গল্পে- আহা! মন চায় উড়তে...উড়তে..

২২ শে জুলাই, ২০০৭ রাত ২:৫৪

গান ছাড়া কি থাকা যায়? সুরের জাদু না থাকলে যে দুনিয়াটা কেমন হতো কে জানে.. গুনগুন করেও গান করেননি এমন মানুষ পাওয়া ভার। তাই গান!



আজও পড়েছি ফাহমিদা'র এ গানরে খপ্পরে... গুনগুন নয়, রীতিমতো আওয়াজ ছেড়েই। লিরিক্স এর সাথে পাল্লা দিয়ে 'মন' যেন সত্যিই উড়তে চাইছে..



গানের কথা এমন কিছু নয়, বাদ্যযন্ত্রের বাতুলতাও কম। কিন্তু ভাবটায় 'কেমন যেন-কেমন একটা' ব্যাপার আছে.. বিশেষ করে সবশেষের সুরটি.......







নিজের ভালোলাগাতেই গানের কথাগুলো লিখে রাখা যাক!



-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-







লুকোচুরি লুকোচুরি গল্প-

তারপর হাতছানি অল্প;

.

চায় চায় উড়তে উড়তে - মন চায় উড়তে উড়তে।

.

টুপটাপ টুপটাপ বৃষ্টি-

চেয়ে থাকে অপলক দৃষ্টি;

.

চায় চায় উড়তে উড়তে - মন চায় উড়তে উড়তে।

.

হাটি-হাটি পা-পা শুরু হয়--

ভয় হয় শুধু হয় ভয় হয়।

...

হাটি-হাটি পা-পা শুরু হয়--

ভয় হয় শুধু হয় ভয়-ভয়।।

.

চায় চায় উড়তে উড়তে - মন চায় উড়তে উড়তে।

.

আশা আশা চারপাশে কুয়াশা;

আয়নার কোল জুড়ে দুরাশা-

.

চায় চায় উড়তে উড়তে - মন চায় উড়তে উড়তে।

.

উমমমমম হুমম হুম হুম... আহা!







-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-





ডাউনলোড

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ২২ শে জুলাই, ২০০৭ রাত ৩:২৫

অভিযাত্রী বলেছেন: লুক্কোচুরি খেলছিলাম হাফপেন্টের দিনে সবগুলা এখন বুড়াবুড়ি বাচ্ছাকাচচার পাপপী মামমী কি না।

২| ২২ শে জুলাই, ২০০৭ ভোর ৪:৫০

সোমেশ্বর অলি বলেছেন: ওহ্‌ এভাবে না...

৩| ২২ শে জুলাই, ২০০৭ সকাল ৮:৫১

গাংচিল. বলেছেন: সোমেশ্বর অলি, কি বলতে চাইলেন বুঝলামনা!

অভিযাত্রী , মুলভাব না ধরতে না পারলে ভালো নাও লাগতে পারে গানটা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.