![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অসহায় মানুষ জ্যান্ত বোবা পুতুলের মত। জীবন আছে, কিন্তু জীব না। খুব সহজেই অসহায় ব্যাক্তি কে দু চারটা কথা শুনিয়ে দেয়া যায়। সে যেটা পারে না, সেটা নিয়েই তার টুটি চেপে ধরা যায়। একজন অসহায় তার পক্ষের কথাকেও নাক চোখ বুজে গিলে খায়, বিপক্ষের কথাকেও খায়। মোটের উপর, তার ভূমিকা হচ্ছে একটা অচল পয়সার মত। এমনিতেই কোন ভ্যালু নাই, তার উপর অচল। জাষ্ট কারও শো অফ অথবা সৌখিনতা দেয়ালে টিকে থাকার নামে ঝুলে থাকে!
এরপর যখন কেউ তার দিকে চোখ রাঙায়, সে হাসে। কেউ যখন তাকে নিয়ে মজা করে, সে হাসে। কেউ যখন তার সামর্থ্য, যোগ্যতা নিয়ে কটুক্তি করে, সে তখনও হাসে। ঝড় বন্যার পর প্রকৃতি যতটা শান্ত থাকে, ঠিক ততটা শান্ত ভঙ্গি নিয়ে সব হজম করে নেয়। তার ভেতরে যতটুকু সিডর, হারিকেন বাসা বাধে, তার থেকে বেশী হাসি দিয়ে সে বুঝিয়ে দিতে চায়, সে কিছু মনে করে নি। এইসব কোন ব্যাপারই না। এইরকম হয়!!
তাদের হাসতে গেলে অনেক শক্তি খরচ হয়। কারন তারা জোড় করে শরীর মনের বিরুদ্ধে হাসে। অথচ কাঁদতে তাদের মোটেও কষ্ট লাগে না। তাদের কান্নার ধরনটা অটো সিস্টেম। সারাদিন ঝড়তেই থাকে। বায়বীয় কান্নায় তারা বিকল বাষ্পযন্ত্রের মত। একসময় সচল ছিলো, এখন বিকল, তবে কলকব্জা একই আছে।
এদের ধরন কিছুটা রাতজ্বরের মত। সবার অলক্ষ্যে আসে, অলক্ষ্যে যায়। সম্ভব হলে এরা কোনমতে মানব স্পর্শের বাইরে যেতে পারলেই বেঁচে যায়। অপরিচিত অথবা কম পরিচিত মানুষ এদের জন্য তীব্র আলোর মত। চোখ তুলে তাকাতে ভয় পায়, হাসতে ভয় পায়, সামনে আসতে ভয় পায়, চোখ নিচে রেখে চলতে হয়, কথা বলতে হয়। এদের সর্বশেষ শান্তি হচ্ছে মৃত্যু, এদের "হোম সুইট হোম" হচ্ছে কবর।
এরা মানুষের অবহেলার শিকার, ইশ্বরের অবহেলার শিকার, নিজেদের অবহেলার শিকার। অবহেলা এদের অভ্যাস। তার উপর ভাগ্য তাদের কাছে মিশা সওদাগর এর মত। সুরু, শেষ, ক্লাইম্যাক্স, সবখানেই মিশা সওদাগর হয়ে অট্টহাসি তে মাতে। এরা পৃথিবীতে বসেই বুঝে যায় তারা জীব হিসেবে কতটা অবহেলিত। একটু সমাদরের গন্ধ পেলেই নিজেকে সুখী মনে করে। বকিটুকু দুঃখে না থাকার অভিনয়!!
©somewhere in net ltd.