নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

“ছোট ছোট মুখ জানে না ধরার দুখ, হেসে আসে তোমাদের দ্বারে। নবীণ নয়ন তুলি কৌতুকেতে দুলি দুলি চেয়ে চেয়ে দেখে চারিধারে\"_____ রবীন্দ্রনাথ ঠাকুর

গফুর রায়হান

গফুর রায়হান › বিস্তারিত পোস্টঃ

অকর্মন্য

৩১ শে মার্চ, ২০১৯ দুপুর ১২:০০

প্রিয়তমা,

ওপাশ ঘুড়ে দাড়ালেই রাগ কমবে ভাবছ? লাভ নেই, তুমি খুবই অকর্মন্য, আমি ছাড়া তুমি রাগ ও কমাতে পারোনা।

আমার খুসবু ওয়ালা সেন্ট এর দিকে দ্যাখো, ওখানেও হাহাকার দেখতে পাবে, তোমার নরম গালের শক্ত হাহাকার।

ঠোঁট দুটো শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছে তোমার ঠোঁটের শীতল জলের অভাবে।

আমার হার্ট বিট লক্ষ কর, তোমার ঝুনঝুন করা কানের দুলের শোকে তিন দিন যাবৎ না খাওয়া।

শার্টের বোতাম গুলো সফট কারুকাজের এলোমেলো সুতোয়ে হারিয়ে যেতে চাচ্ছে বারবার, আর পারছিনা বেধে রাখতে।

তোমার উন্মুখ গলির ধুম্র ধুলোয়ে আমার চশমার কাঁচ ঝাপশা হয়ে আছে।

তোমার হারিয়ে যাওয়া কাজলের পেন্সিলটা আমার বুকপকেটে কানামাছি খেলে খেলে এখন ঘুমিয়ে গেছে।

প্রিয়তমা, তোমার বাড়ির উত্তর দিক দিয়ে চাঁদটা এখনি উঠবে, পারলে একটু ছাদে ওঠো। গাংচিল গুলো শহর ছেড়ে যাবে একটুপর। কিছু কথা খুজে পাবে ওদের দল বাঁধা ডানায়। খুঁজে খুঁজে শুনে নিও।

আর হ্যাঁ, একটু খেয়াল করে পা ফেলো। কিছু খারাপ ছেলের ধারালো নজর পড়ে আছে ছাদের এখানে সেখানে। আমি চাইনা তোমার পা কেটে রক্ত ঝরুক, দাগ থেকে যাক তরল সোনা রঙের আঙ্গুলে।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ৩১ শে মার্চ, ২০১৯ দুপুর ২:২১

রাজীব নুর বলেছেন: আহ কি আবেগ!!!!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.