![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রকাশিত কাব্য গ্রন্থ: ১। আমার সন্তান যেন থাকে দুধ ভাতে (২০১২)। ২। চারিদিকে জীবনে সমুদ্র সফেন (২০১২)। ৩। ভালোবাসার পদাবলী (২০১২)। ৪। বোধের গহীন জলে (২০১২)। ৫। রাজনৈতিক কবিতা (২০১২)। ৬। জেসিকা (২০১২)। ৭। জেসিকার ভালোবাসা ও মধ্যবিত্তের ম্বরূপ (২০১২)।
তুমি আসলে না__ফাগুন পাঠালে,
ভালোবাসলে না__আগুন জ্বললো ;
তুমি হাসলে না__ফাগুন বিকেলে,
আমার ফাগুনবেলা__ ভণ্ডুল হলো।
তুমি আসলে না __গোলাপ পাঠালে,
নিবিড় হলে না__দহনে পুড়লাম ;
আটকালে না __ প্রেমের জালে,
ব্যর্থ শব্দের ___মালা গাঁথলাম।
তুমি আসলে না__দিলেনা প্রেম,
অনুভবহীন এক__কঙ্কাল হলাম ;
কত সুখী দেখি __ চারপাশের মেম,
সারাটি ফাগুনে __ আমি ঘুমোলাম।
তুমি আসলে না__দিলেনা সুধা ;
দহন বাড়লো__বাড়লো ক্ষুধা।
১৯.০১.২০১৪
ফাগুনের দহন
।। শাফিক আফতাব ।।
১৯ শে জানুয়ারি, ২০১৪ রাত ১১:২০
গেন্দু মিয়া বলেছেন: ভাইজান ভালো থাকবেন।
২| ২০ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:১০
এহসান সাবির বলেছেন: তুমি কাছে আসো আর নাই আসো...
ভালোবাসো আর নাই বাসো..
পাতা ঝরা এই ফাগুনে......
পুড়বো আমি আগুনে......!!!
২০ শে জানুয়ারি, ২০১৪ রাত ৮:২৭
গেন্দু মিয়া বলেছেন: সাবির ভাই পারলে আমাকে একটি কল দেবেন। আমার সেটটি হারিয়ে যাওয়ায় আপনার নাম্বারটি নেই।
©somewhere in net ltd.
১|
১৯ শে জানুয়ারি, ২০১৪ রাত ৯:৫৮
মোঃ আনারুল ইসলাম বলেছেন: আমি এসে গেলাম।। সাথে দিয়ে গেলাম ভালবাসা , থুক্কু ভাল লাগা।।