নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বোধের গহীন জলে।

প্রকাশিত কাব্য গ্রন্থ: ১। আমার সন্তান যেন থাকে দুধ ভাতে (২০১২)। ২। চারিদিকে জীবনে সমুদ্র সফেন (২০১২)। ৩। ভালোবাসার পদাবলী (২০১২)। ৪। বোধের গহীন জলে (২০১২)।

গেন্দু মিয়া

প্রকাশিত কাব্য গ্রন্থ: ১। আমার সন্তান যেন থাকে দুধ ভাতে (২০১২)। ২। চারিদিকে জীবনে সমুদ্র সফেন (২০১২)। ৩। ভালোবাসার পদাবলী (২০১২)। ৪। বোধের গহীন জলে (২০১২)। ৫। রাজনৈতিক কবিতা (২০১২)। ৬। জেসিকা (২০১২)। ৭। জেসিকার ভালোবাসা ও মধ্যবিত্তের ম্বরূপ (২০১২)।

গেন্দু মিয়া › বিস্তারিত পোস্টঃ

আমি আজ কবিতা লিখি নাই।

০১ লা মার্চ, ২০১৪ সন্ধ্যা ৭:৪৭

প্রিয় ব্লগারবৃৃৃৃন্দ,

আমি আজ কবিতা লিখি নাই ।

হয়তো লিখবো না।

উপন্যাসে নয়তো গল্পে হাত দেবো।

কবি কলঙ্ক ঘোচাবো এবার।

মন্তব্য ১০ টি রেটিং +০/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ০১ লা মার্চ, ২০১৪ রাত ৮:৪৯

বৃষ্টিধারা বলেছেন: এটা কি লিখছেন তাহলে ?

০১ লা মার্চ, ২০১৪ রাত ৯:৫৯

গেন্দু মিয়া বলেছেন: এটা কবিতা না।

২| ০১ লা মার্চ, ২০১৪ রাত ৯:৩৮

বেলা শেষে বলেছেন: Ok, good brother.

০১ লা মার্চ, ২০১৪ রাত ৯:৫৯

গেন্দু মিয়া বলেছেন: ধন্যবাদ

৩| ০১ লা মার্চ, ২০১৪ রাত ৯:৫৬

বেকার সব ০০৭ বলেছেন: ভাই উপন্যাসে লেখেন সাথে আছি আর পারলে অন্য ব্লগারদের পোস্ট মন্তব্য করার চেষ্টা করেন

০১ লা মার্চ, ২০১৪ রাত ১০:০০

গেন্দু মিয়া বলেছেন: সেটাই করবো ভাইজান।

৪| ০১ লা মার্চ, ২০১৪ রাত ১০:০৬

পরিবেশ বন্ধু বলেছেন: তাই যেন হয়

০১ লা মার্চ, ২০১৪ রাত ১০:২২

গেন্দু মিয়া বলেছেন: হবে। বইমেলায় আপনাকে মিস করেছি।

৫| ০২ রা মার্চ, ২০১৪ রাত ১২:৫০

এহসান সাবির বলেছেন: ঐ গুলোর সাথে কবিতাও থাকবে.........!!! :P :P

০২ রা মার্চ, ২০১৪ সকাল ৯:১২

গেন্দু মিয়া বলেছেন: তাই। ধন্যবাদ। আপনার হৃদ্যতায় ধন্যবাদ। দেখা হবে। অনেক কথা হবে। সেদিন স্যার থাকায় হয় নি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.