নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বোধের গহীন জলে।

প্রকাশিত কাব্য গ্রন্থ: ১। আমার সন্তান যেন থাকে দুধ ভাতে (২০১২)। ২। চারিদিকে জীবনে সমুদ্র সফেন (২০১২)। ৩। ভালোবাসার পদাবলী (২০১২)। ৪। বোধের গহীন জলে (২০১২)।

গেন্দু মিয়া

প্রকাশিত কাব্য গ্রন্থ: ১। আমার সন্তান যেন থাকে দুধ ভাতে (২০১২)। ২। চারিদিকে জীবনে সমুদ্র সফেন (২০১২)। ৩। ভালোবাসার পদাবলী (২০১২)। ৪। বোধের গহীন জলে (২০১২)। ৫। রাজনৈতিক কবিতা (২০১২)। ৬। জেসিকা (২০১২)। ৭। জেসিকার ভালোবাসা ও মধ্যবিত্তের ম্বরূপ (২০১২)।

গেন্দু মিয়া › বিস্তারিত পোস্টঃ

গাটুমামা : শাফিক আফতাব

০৩ রা জুন, ২০১৫ সন্ধ্যা ৬:৫৫

গাটু মামা চাটু মারে
দেনা কিছু টাকা
বিদেশ গিয়েই দেবো তোরে
একটি টাকার থোকা।

ধার দেয় আর এমনি দে
তবু দে ভাগ্ নে
না হয় তোরে সুদই দেবো
আর যা নেস নে।

গাটু মামা বিদেশ গেছে
খোঁজ খবর তো নাই
সাগর জলে মানব ভাসছে
মামার হদিস নাই।

মামাক না পাই দুঃখ তো নাই
যা হয়েছে হোক
আমার টাকার হাল হকিকত
এখন শুধু্ই শোক।

থাইলেন্ডের গভীর বনে
কবর পাওয়া গেছে
সেথায় নাকি মামা আমার
সোজা শুইয়ে আছে।

মামাও নাই টাকাও নাই
পথের ফকির আমি __
কোথায় যাবো কী বা করবো ?
জানেন অন্তযামী।
০৩.০৬.২০১৫



মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৩ রা জুন, ২০১৫ সন্ধ্যা ৭:২৫

ক্থার্ক্থা বলেছেন: দারুন ভালো লাগা রইল ।

০৩ রা জুন, ২০১৫ সন্ধ্যা ৭:৩৯

গেন্দু মিয়া বলেছেন: ধন্যবাদ ।শুভ কামনা।

২| ০৩ রা জুন, ২০১৫ সন্ধ্যা ৭:৪৩

ব্লগার মাসুদ বলেছেন: ভালো লাগলো কবিতা ।

০৩ রা জুন, ২০১৫ সন্ধ্যা ৭:৪৫

গেন্দু মিয়া বলেছেন: ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.