![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সেদিন আমার এক দীর্ঘ পরিচিতের সাথে তাঁর এক বন্ধু এলেন আমাদের বাসায় | পরিচয় পর্ব শেষে আমার পরিচিত ভদ্রলোক তাঁর বন্ধু সম্পর্কে বলতে গিয়ে এক পর্যায়ে বললেন, তাঁর মা একজন রত্নগর্ভা | পুলকিত হলাম কথাটা শুনে | রত্নগর্ভা মায়ের সন্তান এবার বলতে শুরু করলেন কি উদ্দেশ্যে আজ আমার এখানে তাদের আগমন |
জানলাম, ভদ্রলোক কয়েক বছর ধরে কানাডায় বসবাস করেছেন | পেশায় একজন প্রকৌশলী | তাঁর বাবা নেই, মা আছেন | অন্য তিন ভাইবোনের সঙ্গে মা থাকেন বাংলাদেশে | বাংলাদেশের এক বড় ব্যবসা প্রতিষ্ঠান কয়েকজন মা'কে রত্নগর্ভা সম্মাননা দেবে বলে বিজ্ঞাপন দিয়েছে | রত্নগর্ভা উপাধি পাবার ওই বিজ্ঞাপনে সাড়া দিতে চান তাঁরা; কেননা, তাঁদের ধারণা তাঁদের মা প্রকৃতই একজন রত্নগর্ভা | এ লক্ষ্যে তাঁদের পরিবার তথা মা'কে নিয়ে একটা নজরকাড়া রাইট-আপ লেখা দরকার | আর, সে রাইট-আপ'টাই আমাকে দিয়ে লেখানো যায় কিনা সে বিষয়ে আলাপ করতেই আমার সাথে যোগাযোগ |
কি কারণে আপনার মা'কে রত্নগর্ভা ভাবছেন একটু বিস্তারিত বলবেন? - ভদ্রলোকের কাছে বিনয়ের সাথে জানতে চাইলাম |
- দেখুন, আমরা তিন ভাই একবোনের দু'জন ইঞ্জিনিয়ার, একজন ডাক্তার, আর, বোনটা বাংলাদেশে বিসিএস অফিসার | কেবল আমি কানাডায়, আর সবাই দেশে থাকে |
খুশি হলাম আপনারা সব ভাইবোনই বেশ উচ্চ শিক্ষিত এবং ভালো পজিশনে আছেন জেনে | তো, আপনারা দেশে কিছু করেছেন?
- জ্বি ভাই, আল্লাহ আমাদের অনেক দিয়েছেন, বড় ভাই সরকারী ডিপার্টমেন্টের একজিকিউটিভ ইঞ্জিনিয়ার, মেজভাই প্রাইভেট ক্লিনিক দিয়েছে, আপনাদের দোয়ায় আমাদের প্রত্যেক ভাইবোনের ঢাকা শহরে আলাদা আলাদা ফ্ল্যাট আছে, গ্রামের বাড়িতে তিনতলা ..
উত্তরের ধরন শুনে বুঝলাম ভদ্রলোক আসলে আমার প্রশ্নটা ঠিক ধরতে পারেননি | তাই, আরেকটু খোলাসা করে জানতে চাইলাম, দেশের গরিব জনগণ, যেমন দরিদ্র ছাত্র-ছাত্রী, গরিব প্রতিবেশী, এ ধরনের মানুষের জন্য আপনাদের পরিবারের কেউ কিছু করেছেন?
আমার এ প্রশ্ন শুনে ভ্যাবাচ্যাকা খেলেন মনে হলো চেহারা দেখে | সম্বিত ফিরে পেয়ে মাথার পেছনভাগ চুলকাতে চুলকাতে বিড়বিড় করে উত্তর দিলেন, হ্যা, হ্যা, ভবিষ্যতে আমাদের ও ধরনের কিছু করার পরিকল্পনাও আছে |
তাঁকে আরেকটু স্বাভাবিক করতে বললাম, কিছু মনে করবেন না ভাই, একটু বিস্তারিত জানতে চাইলাম এ কারণে, আপনারা নিজেরা ভালো পড়াশোনা, দামী চাকুরিবাকুরী করার পাশাপাশি সমাজের সাধারণ মানুষের কল্যানার্থেও যদি কিছু কাজকর্ম করতেন তাহলে খালাম্মাকে রত্নগর্ভা হিসেবে ফুটিয়ে তোলা আরো সহজ হতো; বিষয়টা বুঝেছেন আশা করি ..
আমার পরিচিত ভদ্রলোক যিনি এঁকে আমার কাছে নিয়ে এসেছেন, এতক্ষণ এক প্রকার নিশ্চুপ ছিলেন | আমার কথা শেষ হতে না হতেই রসিকতার সুরে উনিও বলতে শুরু করলেন, বুঝলেন না ভাই, না হয় মানুষতো বলবে খালাম্মা রত্নগর্ভা হয়েছেন কেবল নিজের পরিবারের জন্য ..
যাই হোক, ভদ্রলোক যেহেতু আমার কাছে এসেই পড়েছেন, তাঁকে বিমুখ করব না ঠিক করলাম | ভাবছি, খালাম্মাকে রত্নগর্ভা হিসেবে ফুটিয়ে তুলতে কি লেখা যায়; সম্মাননা বা পুরস্কার যে আমাদের জিততেই হবে!
ML Gani @ Facebook
©somewhere in net ltd.