![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বিতর্কিত লেখিকা তসলিমা নাসরিন'এর একটা বিষয় আমাকে খুব টানে;
আর, তা হলো, তিনি মৃত্যুদণ্ডের বিপক্ষে |
অপরাধ যতো বড়োই হোক না কেন,
সে কারণে অপরাধীকে মেরে ফেলা বর্বরতা বৈ কি?
বিচারের নামে বর্বরতা অবিচারেরই নামান্তর |
মৃত্যুদণ্ড রহিত করে বাংলাদেশ
তৃতীয় বিশ্বের দেশগুলোর জন্য
অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করতে পারে |
২| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৯:২১
চাঁদগাজী বলেছেন:
সভ্য ও মানুষের শাস্তি মৃত্যুদন্ড হতে পারে না; বিকলাংগ মগজের অধিকারী জল্লাদের জন্য মৃত্যুদন্ডই একমাত্র প্রতিষেধক
৩| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৯:২৮
সেলিম৮৩ বলেছেন: একজন বর্বর ব্যক্তি যখন বর্বরভাবে মানুষকে নির্যাতন করে মেরে ফেলে বা মানুষের উপর বর্বরতা চালায় তখন মানবতা কোথায় থাকে?
যদি অাপনার পিতা-মাতা বা ভাই-বোনকে কেউ নির্মমভাবে হত্যা করে তখন অাপনি ঐ অপরাধীর শাস্তি কি চাইবেন?
মৃর্ত্যুদন্ড নাকি তাকে জেলের ডাল-ভাত খাওয়ার সুযোগ করে দেবেন?
একটু কড়া ভাষায় বলি, কষ্ট পেলে ক্ষমা চেয়ে নিচ্ছি।
অাপনার মা অথবা বোনকে কেউ ধর্ষণ করে মেরে ফেললো।
অাপনি তার সাজা কি চাইবেন?
মন থেকে উত্তর দিন।
সুতরাং মৃত্যুদন্ড কখনই অমানবিক নয়। এটা অপরাধীর মাত্রাকে নিয়ন্ত্রণ করতে সক্ষম।
অার অাপনি যদি মুসলিম হন-নিশ্চই তাসলিমার মত একজন কুখ্যাত লেখিকার সাফাই গাইবেন না।
কোরঅানে হত্যার বদলে হত্যা তথা কিসাসের হুকুম অাছে।
অাপনি কিভাবে এটাকে বর্বর বললেন?
০৫ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১১:০৭
এমএল গনি বলেছেন: তসলিমা নাসরিনের লাগামহীন কথাবার্তা সার্বিকভাবে অপছন্দ করি বলেই বিতর্কিত শব্দ দিয়ে তাঁর নাম লিখেছি | এছাড়া এটা আমার ব্যক্তিগত অভিমত; কোনো ধর্মকে চ্যালেঞ্জ করার উদ্দেশ্য নেই এখানে | ইসলাম ধর্মকে প্রতিনিয়ত চ্যালেঞ্জ করছে তারাই যারা ধর্মের খোলস পড়ে নিয়মিত ঘুষ লেনদেন করে, দুর্নীতিতে আকণ্ঠ নিমজ্জিত থাকে |
৪| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১১:১২
সেলিম৮৩ বলেছেন: অামার প্রশ্ন কিন্তু অাপনি এড়িয়ে গেলেন।
০৫ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৯:৫২
এমএল গনি বলেছেন: মৃত্যুদণ্ডের বিপক্ষে মন্তব্য করায় যদি আমার মুসলমানিত্ব প্রশ্নের মুখোমুখি হয়, তাহলে বাংলাদেশে ঘুষ লেনদেনের মহোৎসবে জড়িত নব্বই শতাংশ "মুসলমানের" মুসলমানিত্বের কি অবস্থা জানতে চাই | ইসলাম কি দুর্নীতিকে সমর্থন করে? আমাদের নবীজি কি দুর্নীতিবাজ ছিলেন? (নাউযুবিল্লাহ!)
৫| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১:৩২
খোলা মনের কথা বলেছেন: একজন অপরাধীর শাস্তি হবে এটাই স্বাভাবিক কিন্তু একজন নিরপরাধ ব্যাক্তির যদি মৃত্যুদন্ড হয় সেটা তার জন্য তার পরিবারের জন্য অনেক কষ্টের ব্যাপার। একজন নিরপরাধ ব্যাক্তির মৃত্যুদন্ডের দায় সমস্ত জাতিও নিতে পারবে না।
আইন সবার জন্য সমান হোক। অপরাধীর শাস্তি হোক আর নিরপরাধ ব্যাক্তি মুক্ত হোক...
©somewhere in net ltd.
১|
০৫ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৮:৪১
অঞ্জন ঝনঝন বলেছেন: যখন অপরাধীদের বর্বরতার কাছে এ বর্বরতা নগন্য হয়ে যায়। তখন মৃত্যুদণ্ডই কাম্য