![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বেলাল সাহেবের এক সময়ের সহপাঠী এবং কাছের বন্ধু হেলাল সাহেব | দু'দশক আগে বিশ্ববিদ্যালয় শেষে দুজনেই একসাথে সরকারী চাকুরীতে যোগ দেন | চাকুরীতে মজা পেলেন না বেলাল সাহেব | তাই, কেবল বছর দুয়েকের চাকুরীর মাথায় ইমিগ্রেশন নিয়ে পাড়ি জমালেন কানাডায় | আর ওদিকে, মনের সুখে চাকুরী করে চলেছেন হেলাল সাহেব ..
ছাত্রজীবনে তিন-চারটা টিউশনি করে নিজের পড়াশোনার খরচ চালানোর পাশাপাশি গ্রামের বাড়িতে পরিবারের জন্যও টাকা পাঠাতে হতো হেলাল সাহেবকে | আর আজ, নিজের সন্তানদের একেক জনের জন্য তিন-চারজন করে টিউটর রেখেছেন বাসায় মাসিক প্রায় লাখ টাকা খরচে | তাছাড়া, প্রতি বছরই সপরিবারে বিদেশের উদ্দেশ্যে বেরিয়ে পড়েন ঈদের কেনাকাটা সারতে | সরকারি চাকুরী তাঁর জমেছে বেশ! শতভাগ সাকসেসফুল বলতেই হয় | প্রায় বিশ বছরের চাকুরী জীবন শেষে পবিত্র হজ্বব্রত পালনের মনস্থির করলেন হেলাল সাহেব |
বেলাল সাহেবের সাথে পুরোনো বন্ধুত্ব আজ এতদিন পরও অটুট | সেদিন রাতে বেলাল সাহেবকে ফোন দিয়ে হজ্বে যাবার সুখবর জানালেন হেলাল সাহেব | সাথে এও বললেন, শতভাগ হালাল রুজি দিয়ে হজ্বে যাচ্ছি দোস্ত যেন (হজ্ব) কবুল হয় | দোয়া করিস ..
বন্ধুত্বের আবদার খাটিয়ে বেলাল সাহেব হাসতে হাসতে ঠোঁটকাটার মতো বলেই ফেললেন, হালাল টাকা আবার কোত্থেকে আমদানি করলি দোস্ত?
কি যে বলিস, কয়েক বছর ধরেই হজ্বের উদ্দেশ্যে হালাল টাকা জমাচ্ছি | তার মানে, বেতনের শতভাগ হালাল টাকা আলাদা করে নিজের বাসার লকারে জমিয়েছি; সুদ জমবে বলে ব্যাংকেও রাখিনি | বুঝলি না? - প্রত্যয়ী জবাব দেন হেলাল সাহেব |
পুরোনো বন্ধুর হালাল টাকা জমানোর এ অভিনব পদ্ধতি শুনে মনে মনে হাসলেন বেলাল সাহেব; তবে, কোনো প্রকার তর্কে জড়ালেন না তিনি | হাজারো হউক, বন্ধু মানুষ হজ্বে যাবার সুখবর জানাতে দেশ থেকে সুদূর কানাডায় ফোন করেছে, তার সাথে কি তর্ক চলে? ..
০৯ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ২:৩৭
এমএল গনি বলেছেন: কিন্তু, হেলাল সাহেবের ধারণা তিনি হালাল রুজিতেই হজ্বে যাচ্ছেন; মজার বিষয় হলো এটাই |
২| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ২:৫১
ইফতি সৌরভ বলেছেন: বেশ! বেশ! টাকা হালাল- সন্দেহ নেই কিন্তু যে দেহ হজ্ব করতে যাচ্ছে তা তো হারাম টাকায় গড়া। আল্লাহ্ ভালো জানেন.....
এক ব্যক্তি হজ্ব করল, আল্লাহর সন্তুষ্টির জন্য হাজার হাজার পথ পাড়ি দিল, কাপড় ময়লা হল তবু তার দোআ কবুল হল না আল্লাহ্ দরবারে! কারণ বান্দার ঔ দেহ হারাম উপার্জনের টাকায় পালিত।
৩| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:১৭
বিচার মানি তালগাছ আমার বলেছেন: যাই কর চান্দু, নিয়ত আর অন্তর জানে একমাত্র আল্লাহ...
০৯ ই সেপ্টেম্বর, ২০১৬ ভোর ৫:৪০
এমএল গনি বলেছেন: বেশিরভাগ মুসলমানই মনে করেন, সওয়াব-গুনাহ দুটোই করা যাবে | কারণ, আল্লাহ হাশরের দিন এ দুয়ের যোগ বিয়োগ করে কে কোথায় স্থান পাবে তা নির্ধারণ করবেন | বাস্তবে কি হয় কি জানি?
©somewhere in net ltd.
১|
০৮ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১১:৩২
আহলান বলেছেন: সকল এবাদৎ কবুলের শর্তই হলো হালাল রুযী .. কি যে হবে আল্লাহই জানেন !