![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কোরবানির ঈদের শুভেচ্ছা জানিয়ে শুরু করি বন্ধুরা | কোরবানির গরুর মতো অতি সাধারণ বিষয় নিয়ে কিছু লিখবো না ভেবেছিলাম | কিন্তু, এক বন্ধুর ইনবক্স ম্যাসেজ পেয়ে দুটো কথা না বলে স্বস্তি পাচ্ছি না কোনোমতেই | বলা চলে, তিনি আমার কাছে আমাদের আরেক ফেইসবুক বন্ধুর ব্যাপারে রীতিমতো নালিশ জানিয়েছেন |
সমস্যাটা হলো: কোরবানির উদ্দেশ্যে তাঁরা দুজনসহ কয়েকজন মিলে কিনেছেন বেশ নাদুসনুদুস দেখতে এক গরু | তবে, এ গরুর মালিক সাতজন হলেও যাঁর বিরুদ্ধে অভিযোগ উঠেছে তিনি একাই নাকি গরুসহ নিজের ছবি ফেইসবুকে দিয়েছেন | সঙ্গত কারণেই সবাই ভাবছেন, গরুটি তাঁর একার | কেবল আমার কাছে নালিশ জানিয়েই ক্ষান্ত হননি এ বন্ধু; তিনি অনুরোধ করেছেন, এ নিয়ে ফেইসবুকে একটি পোস্ট লিখে অপর বন্ধুর মুখোশ উন্মোচন করতে | - কিন্তু, সে কি হয়?
আমার ধারণা, ফেইসবুকে যে হারে কোরবানির গরু নিয়ে নানাজন বিভিন্ন ছবি বা, পোস্ট দিয়ে চলেছেন তাতে ধর্মের খোলসে শো অফ'টাই হচ্ছে বেশি | ফেইসবুকে মোটাতাজা গরুর ছবির পাশাপাশি এদের আকাশচুম্বী দাম উল্লেখ ছাড়াও গ্রূপে গরু কিনে একা কিনেছি বলে চালিয়ে দেয়া নিজের বিত্তবৈভব ফুটিয়ে তোলার অপচেষ্টা বা, শো অফ নয় তো কী? কোরবানির যে মূল ম্যাসেজ, মানে, আল্লাহর সন্তুষ্টির জন্য প্রাণী বিসর্জন দেয়া, এখানে পুরোপুরিই উপেক্ষিত |
কোরবানির পশুর খবর ফুলিয়ে-ফাঁপিয়ে ফেইসবুক বা, সোশ্যাল মিডিয়ায় এভাবে প্রকাশ করে নিজেকে বড়োলোক বা, মালদার পার্টি হিসেবে সমাজে উপস্থাপন প্রকারান্তরে এসব মানুষের মানসিক দৈন্যতা বা, হীনমন্যতাই ফুটিয়ে তোলে | এঁদের জন্য সত্যিই মায়া হয় | কে কতো বড়ো গরু জবাই করে কোরবানি করলেন তার অসম প্রতিযোগিতার আবহ তৈরী করে তাঁরা ঈদ-উল-আয্হার মূলমন্ত্র বা, ভাবগাম্ভীর্যে নির্লজ্জ্ব আঘাত হেনে চলেছেন | পরিতাপের বিষয়, ইসলামী চিন্তাবিদ, বা মাওলানা সাহেবরা এসব দেখেও না দেখার ভান করেন |
ধর্মীয় অনুষ্ঠান কোরবানির নামে এ কুচর্চা বন্ধ হওয়া জরুরি | মোটাতাজা গরুর ছবি ফেইসবুকে দিয়ে যাঁরা কোরবানির নামে তামাশা করছেন তাঁদের উদ্দেশ্যে বলি: আমার এ পোস্ট পড়ার পর আপনার দামি গরুটির ছবি দেখলে অনেকেই ভাবতে শুরু করবেন, গরুটি কি আসলে আপনার একার?
১২ ই সেপ্টেম্বর, ২০১৬ ভোর ৫:৫৮
এমএল গনি বলেছেন: ঠিক বলেছেন |
২| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ২:৫৪
চাঁদগাজী বলেছেন:
গরুকে ৭ টুকরা করে, প্রতি টুকরার সাথে আপনার প্রতি বন্ধদের ছবি দেন।
২৮ শে সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১১:১৯
এমএল গনি বলেছেন: উত্তম প্রস্তাব!
©somewhere in net ltd.
১|
১১ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১২:৩৭
রক্তিম দিগন্ত বলেছেন: কোরবানি শো অফের কিছু না। এরকম যারা করে তাদের উদ্দেশ্যে কিছুই বলার নাই। হয়তো কোন বুঝতে পারবে এই ব্যপারটা