![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মুরুব্বি যাবেন দেশে | স্থানীয় এক ট্রাভেল এজেন্টকে অনুরোধ করলাম ভালো একটা quote পাঠাতে | "ভালো" বলতে আমরা সাধারণরা কম দামের টিকেটই বুঝাই, বলাই বাহুল্য | ট্রাভেল এজেন্ট আমাকে দুটো quote পাঠালেন | এদের একটিতে বাংলাদেশ বিমান আছে, যার দাম অন্যটির চেয়ে শ'খানেক ডলার কম |
মনে খটকা লাগলো এ ভেবে, তাঁরা আমাকে অপেক্ষাকৃত বেশি দামের টিকেটটি পাঠালেন কি কারণে? একটি পাঠালেই তো চলতো | নিশ্চয়ই কোনো কারণ আছে! ফোন দিলাম দেরি না করে বিস্তারিত জানতে |
কারণ হিসেবে তাঁরা বললেন, বাংলাদেশ বিমানে কোনো কারণে দেরি হলে (লং ওয়েটিং) হোটেল পাবেন কিনা আমরা নিশ্চিত বলতে পারবো না | তাছাড়া, স্টাফ, বা যাত্রীদের ব্যবহারে প্রফেশনালিজমের যথেষ্ট অভাব আছে বলে আমাদের কাছে রিপোর্ট আছে | এসব সমস্যা মনে না করলে অপেক্ষাকৃত সুলভ মূল্যের টিকেটটা আপনি কিনতে পারেন | বাট, দ্যাটস আপ টু ইউ ..
এসব শুনে আশা করি বুঝতেই পারছেন, কোন টিকেটটা কিনেছি ..
২| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৩:৩৬
সচেতনহ্যাপী বলেছেন: এখানে (কুয়েতে) বিমানের ভাড়াই বেশী থাকে।। সাথে সমস্যাও।। তবুও আমি বিমানেই ভ্রমন করে থাকি, স্বভাবগত কারনেই।।
৩| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৬ ভোর ৬:০৩
চাঁদগাজী বলেছেন:
আপনি সস্তাটা কিনেছেন
১৬ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৯:৩১
এমএল গনি বলেছেন: না ভাই, আপনার অনুমান ভুল | আমি নিজে গেলে হয়তো সস্তা দামেরটাই কিনতাম, কিন্তু ভ্রমণ করছেন মুরুব্বি | টাকা কিছুটা বেশি গেলেও তিনি আরামে যান তা-ই চেয়েছি |
©somewhere in net ltd.
১|
১৬ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ২:৫১
চাঁদগাজী বলেছেন:
আপনি সস্তাটা কিনেছেন, কিংবা কোনটাই করনরনি।