নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ঘুমখোর

আমার ঘুম আসে না রে -

ঘুমখোর › বিস্তারিত পোস্টঃ

গল্পে আছি

০৭ ই এপ্রিল, ২০১৫ রাত ৮:৪৩

পড়ুয়া
- সাগর আল হেলাল
’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’

পড়ন্ত বিকেল। মনের মধ্যে একটা আনন্দ পাখি উড়ে বেড়াচ্ছিল শাহেদের। ভালো বই পেলেই এমন অবস্থা হয় তার। তারুণ্যে ভরপুর, চনমনা মচমচে বই পাঠ করতে খুব ভালো লাগে তার। খোলা বই বুকের উপর রেখে গাছের সাথে পিঠ ঠেকিয়ে নীল আকাশের ফাঁকে মেহগণির পাতা দ্যাখে শাহেদ। মাঝে মাঝে হালকা শাদা মেঘ যেন ভেদ করে যায় সবুজ পাতা। বুকে রাখা বইয়ের মসৃণ মলাটে হাত রাখে সে। কী মোলায়েম ! বড়ো আদরের হয়ে ওঠে আজকের বই। ওর শোবার ঘরের বুক সেলফের প্রথম বই হতে পারে এটি। চন্দ্রিমা উদ্যান শাহেদের কাছে মনে হয় স্বর্গের বাগান।

শাহেদ সিদ্ধেশ্বরী কলেজে পড়ে। সুযোগ পেলেই চয়ে যায় শাহাবাগ। টিএসসি। পাবলিক লাইব্রেরী। বই মেলায় ও খুঁজে পায় প্রাণের উৎসবের ঘ্রাণ। বই পাঠ মানেই আনন্দপাঠ এ কথা জেনে গেছে সে। ভালো বইয়ের সন্ধানে সে দূর-দূরান্তের বন্ধুর কাছে যেতেও পিছপা হয় না। বইয়ের প্রতি আগ্রহ দেখে ওর বাবা ওর জন্য পৃথক স্টাডি রুম করে দিয়েছেন। নিজেও পছন্দ করে অনেক বই এনে দেন শাহেদকে। বই শাহেদের নিত্য সঙ্গী। বইয়ের পিছু নিয়ে সে দেওলিয়া হতে চায়। কিন্তু গোল বাধিয়ে গেছেন- সৈয়দ মুজতবা আলী। নতুন নতুন বইয়ের শখ তার বেড়েই চলেছে।

বইয়ের মলাট নাড়তে নাড়তে বুকের সাথে চেপে ধরে শাহেদ আজকের বই। দুই হাতে খোলা বইখানা মেলে ধরে চোখের সামনে। পরম যত্নে চুমু খায়। অন্যেরা পবিত্র গন্থে চুমু খায় যেভাবে, ঠিক সেইভাবে। চোখের সাথে ঠেকায়। মুখ ঘসে খোলা বইয়ের বুকে। ঘ্রাণ নেয়। নতুন বইয়ের নতুন ঘ্রাণ। খুব ভালো লাগে শাহেদের। আজ এই বইয়ের কাহিনী শেষ করেই উদ্যান ছাড়বে সে। বই পাঠে মনোযোগী হয় শাহেদ। বই এবং সে, অন্য আর কিছু তার চোখে পড়ে না।
-
০৬.০৪.২০১৫

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.