নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সে ভীষন এক রোগে ভুগছে হোসেন। রোগটা হোলো মাঝরাতে রাস্তায় হাটা আর চা খাওয়া। শীতকাল প্রায় এসেই পরেছে। দোকান গুলি তাই আগে ভাগেই সব বন্ধ হয়ে যায়। বাসায় চা বানিয়ে গ্লাসে নিয়ে রাস্তায় নেমে পড়ল।
রাস্তা একেবারেই খালি,
খোকা? কে যেন ডাকল, ঘুড়ে দেখি, সেই বৃদ্ধা।
হোসেন: চা চলবে?
বৃদ্ধা : হা খুব চলবে।
হোসেন: ভাল আছেন?
বৃদ্ধা : যা চেয়েছ, তা পাবে না। তোমার সইবে না।
হোসেন: কেন?
বৃদ্ধা : সব কিছু চাইতে নেই, সব কিছু পেতে নেই খোকা।
দীর্ঘশ্বাস ফেলে হোসেন।
এক চিলতে, শুধু এক চিলতে আত্নতৃপ্তিতে ভুগতে থাকা, হাসিমুখ চেয়েছিল।
ছবিঃ ইন্টারনেট
২| ১২ ই নভেম্বর, ২০১৯ দুপুর ১:৫৫
স্বপ্নবাজ সৌরভ বলেছেন: সুন্দর !
১৩ ই নভেম্বর, ২০১৯ সকাল ১১:০৪
ঘুটুরি বলেছেন: ধন্যবাদ আপনাকে
৩| ১৯ শে নভেম্বর, ২০১৯ বিকাল ৫:৫১
রাজীব নুর বলেছেন: ঘুটিরি মানে কি?
১৯ শে নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:১৮
ঘুটুরি বলেছেন: হা হা।। যে কেবল ঘুড়ে ঘুড়ে ফিরে ফিরে আসে।
৪| ০৫ ই ডিসেম্বর, ২০১৯ দুপুর ১২:৩৫
রূপম রিজওয়ান বলেছেন: অল্প কথায় দারুণ লেখেন!
আপনার নামের তাৎপর্য কি??
০৫ ই ডিসেম্বর, ২০১৯ দুপুর ২:২৯
ঘুটুরি বলেছেন: ধন্যবাদ আপনার মন্তব্যর জন্য। ঘাটে ঘাটে ঘুরে বেড়াই, ঘাট বলতে এখানে আমি জীবন যাত্রায় প্রতিটি ঘটনা, স্থান, অভিজ্ঞতা থেকে শিখবার চেষ্টা করি। সামু ব্লগে আমি প্রচুর কিছু শিখছি, ব্লগের লেখা গুলি আমার কাছে এক একটি ঘাটের মত, আমি সেই ঘাট গুলিতে ঘুরে ঘুরে বেড়াই আর তাই ই আমি ঘুটুরি।
©somewhere in net ltd.
১| ১২ ই নভেম্বর, ২০১৯ সকাল ১১:৫৩
জুনায়েদ বি রাহমান বলেছেন: আহা!
বেশি কিছু চায়নি খোকা, চেয়েছিলো একচিলতে হাসিমাখা
একটি মুখ