নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বেশ ঠান্ডাই লাগছে। একটা শাল জড়িয়ে রাস্তার পাশ ঘেঁষে হাটছে। বরাবরের মত ই মাঝরাত। খুব ইচ্ছে করছে খোকা ডাক শুনতে। বৃদ্ধা কে এদিক ওদিক খুজছে হোসেন।
দূরে আগুন জলছে। এগিয়ে গিয়ে দেখে বৃদ্ধা বসে আছে। ঠাণ্ডায় ভুগছে।
হোসেন গিয়ে বলল, আমায় একটু খোকা বলে ডাকবেন? খুব শুনতে ইচ্ছে করছে।
বৃদ্ধা: আমায় একটা ছাতা এনে দিতে পারো, খোকা?
হোসেন: এই ঠাণ্ডায় গরম কাপড় কিছু না চেয়ে, ছাতা কেন?
বৃদ্ধা : খুব রোদে একটু ছায়া, খুব বর্ষায় একটু আশ্রয়, খুব ক্লান্তি তে যখন দাঁড়াবো, একটু ভার নেবে আমার।মাথাটা এলিয়ে একটু ঘুমুবো, পারবে খোকা এমন একটা ছাতা এনে দিতে।
হোসেন জলতে থাকা আগুনের দিকে তাকিয়ে থাকে।
আগুনের জন্য খুব খারাপ লাগে।জলছে তো জলছেই। পুড়িয়ে দিচ্ছে সব। না চাইলেও।বড্ড অভিশপ্ত। প্রশান্তি, শীতলতা, স্নিগ্ধতা তার জন্য নয়। যাই ই ছুতে যায়, তাই ভস্ম হয়ে যায়।
হোসেন দেখতে পায় না, আগুন জলছে তার চোখের মনিতেও। মনে হয় সবাই আগুন পুষতে পারে না, পারে না আগুন হতে। দহনেও এক ধরনের সুখ আছে।
ছবিঃ ইন্টারনেট
২৩ শে নভেম্বর, ২০১৯ দুপুর ১:২০
ঘুটুরি বলেছেন: আপনার মন্তব্যে অনুপ্রানিত হলাম। অনেক ধন্যবাদ আপনাকে।
২| ২৬ শে জানুয়ারি, ২০২০ রাত ৯:৫৯
ব্লগ মাস্টার বলেছেন: এক কথায় দারুন আপনার লিখার হাত । শুভকামনা রইল ।
©somewhere in net ltd.
১| ২১ শে নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:৪২
রূপম রিজওয়ান বলেছেন: সংক্ষিপ্ত কাহিনী,কিন্ত অত্যন্ত তাৎপর্যপূর্ণ বক্তব্য। ভালো লাগলো।
++