নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সবার আমি ছাত্র

ঘুটুরি

একজন অতি সাধারন

ঘুটুরি › বিস্তারিত পোস্টঃ

সুখ

২৬ শে নভেম্বর, ২০১৯ বিকাল ৫:১৩



একটা রিকশা ডাক দিলাম, রিকশা ওয়ালা দারুন একটা হাসিমুখ নিয়ে এসে বলল "চলেন মামা, কই যাইবেন"। হাসিমুখ দেখেই উঠে পড়লাম। জিজ্ঞাসা করলাম "ব্যাপার কি? খুব খুশি আজ?"

এক হাতে হ্যান্ডেল ধরে ঘাড় টা ঘুড়িয়ে স্নিগ্ধ একটা হাসি দিয়ে উত্তর এলো, "আইজ নতুন দিন না মামা, হাসিমুখে থাকলে সারাটা বসর শান্তিতে কাটব। আইজ আপনে ভাড়া না দিলেও কিচ্ছু কমু না, রাগ করুম না। আইজ আমি সুখি।"

সন্ধায় ফুটপথে হাটছি, পিচ্চি একটা, দুটি বেনী ঝুলিয়ে মাথা নাড়াতে নাড়াতে শার্টের হাতা ধরে টান দিয়ে বলল " ভাইয়া চকলেত নিবা একতা? মুখ ভর্তি ঝলমল একটা হাসি। হাসি দেখে আমি জিজ্ঞাস করলাম "কিরে এত খুশি যে?" উত্তর এল আজকে নতুন দিন না, এই দিন খুশি থাকতে হয় তাহলে সারা বচ্ছর হাসি খুসি থাকমু। আমি ও হাসলাম।

মাঝরাতে ফুটপাথে বৃদ্ধাকে আজ এই ঘটনা গুলি শোনাচ্ছিল হোসেন।

বৃদ্ধা শুধু বলল, সুখ আসলে অলিক। সুখি হবার উপলক্ষ টাই সুখ। তোমরা আসলে বোঝ না।

মন্তব্য ১০ টি রেটিং +৪/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ২৭ শে নভেম্বর, ২০১৯ বিকাল ৪:০৭

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: ভালো লিখেছেন।

২৭ শে নভেম্বর, ২০১৯ বিকাল ৪:২২

ঘুটুরি বলেছেন: ধন্যবাদ ভাই, কেমন আছেন আপনি? অনুপ্রেরনা পেলাম।

২| ০১ লা ডিসেম্বর, ২০১৯ বিকাল ৫:০০

রূপম রিজওয়ান বলেছেন: অল্প কথায় দারুণ লিখেছেন! শুভকামনা।++

০১ লা ডিসেম্বর, ২০১৯ বিকাল ৫:১১

ঘুটুরি বলেছেন: ধন্যবাদ ভাই,অনুপ্রেরনা পেলাম

৩| ২৬ শে ডিসেম্বর, ২০১৯ রাত ৮:৩৩

মিরোরডডল বলেছেন: সুখ আসলেই অলীক !!!

ঘুটুরি শব্দটা কেমন যেন ভুতুড়ে ।
লেখাগুলোও সেরকম রহস্যময় ।
আই মিন আগের লেখাগুলো ।

১৩ ই জানুয়ারি, ২০২০ সকাল ১০:০৬

ঘুটুরি বলেছেন: ধন্যবাদ আপনার মন্তব্যর জন্য এবং একই সাথে দুঃখিত অনেক দেরী হয়ে গিয়েছে আপনার প্রতিউত্তর দিতে। একটু রহস্য না হয় থাকুক ই।

৪| ১৩ ই জানুয়ারি, ২০২০ দুপুর ২:৪০

আর্কিওপটেরিক্স বলেছেন: পৃথিবীটাই আপেক্ষিক !

নতুন বছরের শুভেচ্ছা রইলো..

১৩ ই জানুয়ারি, ২০২০ দুপুর ২:৫৭

ঘুটুরি বলেছেন: ধন্যবাদ আপনার মন্তব্যর জন্য। নতুন বছরের শুভেচ্ছা আপনাকেও।

৫| ২৬ শে জানুয়ারি, ২০২০ দুপুর ১:৪৯

উদাসী স্বপ্ন বলেছেন: ম্যান আপনি যে অসাম লেখেন, এটা কি জানেন?

২৬ শে জানুয়ারি, ২০২০ দুপুর ২:১৩

ঘুটুরি বলেছেন: আপনার মন্তব্যে শরীর এবং মন দুটোই ঝাড়া দিয়ে উঠল আনন্দে। বলেন কি? কেমন লেখা হচ্ছে তা আপনাদের মত সম্মানিত মানুসদের মন্তব্য পেলেই বুজতে পারব। চেস্টা করে যাব ভাল এবং মানসম্মত ভাবে লিখতে। আপনারা পাশে থাকলে আর কি লাগে বলেন। ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.