নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সবার আমি ছাত্র

ঘুটুরি

একজন অতি সাধারন

ঘুটুরি › বিস্তারিত পোস্টঃ

কথোপকথন

২০ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৫:৩৩



দুপুরে ভাত খাবার চিরচারিত প্রথা ত্যাগ করার সংগ্রাম চলছে। তাই দুপুরে কোন পার্কে একটু ছায়া দেখে, একটা বেনঞ্চিতে কখনো বাটারবন, কখনো এক ঠোঙা বাদাম নিয়ে বসে পরে, সূর্য যতই হেলে পড়তে থাকে ক্ষুধাবোধ ততই কমতে থাকে। হোসেন এই সংগ্রামের নাম দিয়েছে ' মিশন ভাত জয়'। দুপুরে পার্কে বসে বাদাম ছিলছে হোসেন, পাশের বেঞ্চি তে দুজন এসে বসল। দুজনের ই প্রায় ষাটোর্ধ বয়স। মনে হচ্ছে দম্পতি। চুপ করে বসে ছিল অনেকক্ষন।
- কত কাল এক সাথে পার করে দিলাম তাই না, মনেই হয় না।
- হুম।
- তুমি কি সত্যি ই আর থাকবে না আমার সাথে? এতটা বছর এক সাথে রইলাম...
- শুধু সময়কাল দিয়েই সম্পর্কের ওজন মাপছ? মন টা মেপে দেখেছ কখনো আমার?
- কখনো তো বলোনি, বুঝতে দাওনি
- সব বলতে হবে? সব বোঝাতে হবে? মন থেকে কি কখনও আসে নি তোমার।
- পাশেই তো থেকেছি সব সময়, এই বয়সে এসে তুমি চলে গেলে, লোকে কি বলবে?
- এই লোকে কি বলবে ভেবেই ৩৯বছর পার করেছি।
- কেন আগে চলে গেলে না?
- যতখানি অসহায় হলে কেউ যেতে পারে না, অনেক কিছু হারাবার ছিল, ছেলে মেয়ে, সংসার, সম্মান ছিল, আজ মনে হচ্ছে আমার আর হারাবার আর কিছু নেই।
- কি দোষ আমার? আসো বসি, ঠিক করি?
- কেন, আজ কেন এ কথা বলছ, কেন আগে বলনি, কেন বলনি? তোমার স্ত্রী তোমার কাছে শুধু পাশে দাঁড়াবার একজন চেয়েছিল, বন্ধু হতে চেয়েছিল, প্রেমিকা হতে চেয়েছিল, একটু সময় তখন দাওনি।

হোসেন বাদাম গুলি ফেলে দেয়, ঠোঙা টা মুচড়িয়ে মুচড়িয়ে গোল করে ছুড়ে ফেলে দূরে, বেঞ্চ থেকে উঠে চলে যায়।
হয়ত কেউ একা ফিরে যায়, হয়ত কথোপকথন চলতেই থাকে

মন্তব্য ১৫ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৫) মন্তব্য লিখুন

১| ২১ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৫:৩০

মিরোরডডল বলেছেন: এট দা এন্ড সবাই মনে হয় এটাই চায় পাশে একজন সঙ্গী একজন বন্ধু
কিন্তু সময় থাকতে অনেকেই এটা বোঝে না ।

আচ্ছা আপনার লেখাগুলো প্রথম পাতায় যাচ্ছেনা ।
আমারও টু ইয়ারস যায়নি । একজন সিনিয়র বললেন ইমেইল আইডি দিলেন । দেন আই ডিড ।
আপনি কি ইমেইল করেছেন । ইফ নট করবেন । সুন্দর লেখাগুলো সবাই পড়বে ।

২১ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৫:৪৬

ঘুটুরি বলেছেন: ধন্যবাদ আপনার মন্তব্যর জন্য। মান সম্মত হচ্ছে না বলেই হয়ত প্রথম পাতায় যাচ্ছে না এইভাবেই নিজেকে বোঝাচ্ছি। এছাড়া কেন প্রথম পাতায় স্থান পাচ্ছি না তা জানিনা। এখন পর্যন্ত ইমেইল করার কোনো নির্দেশনা পাই নি কোথাও থেকে। আপনার পরামর্শের জন্য আবারো অনেক ধন্যবাদ আপনাকে।

২| ২১ শে জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৬:০৫

মিরোরডডল বলেছেন: ব্লগার ঠাকুর মাহমুদ আমাকে এই আইডিতে ইমেইল করতে বলেছিলেন । আমি করে জানতে চেয়েছিলাম । আপনিও করুন । আই’ম সিওর আপনার লেখাগুলো পড়ে অ্যাক্টিভ করে দিবে । ইউ ক্যান দেন রাইট ইন ফ্রন্ট পেজ । [email protected]
good luck !

২২ শে জানুয়ারি, ২০২০ সকাল ৯:১৪

ঘুটুরি বলেছেন: আপনাকে অসংখ্য ধন্যবাদ সহযোগিতার জন্য

৩| ২২ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৩:৫৯

শের শায়রী বলেছেন: ভাই আপনি কি সেফ ব্লগার হয়েছেন? যদি না হন তবে লেখা প্রথম পাতায় যায় না, আপনি বেশ দারুন লেখেন, যদি সেফ না হন তবে উপরে উল্লেখিত মিরোরডলের [email protected] ইমেইলে একটা মেইল দিয়ে দিন কাইন্ডলি। আমার জানামতে এই মুহুর্তে সামুতে একজন মডু সে হয়ত সব দিকে খেয়াল রাখতে পারে না, তাকে মেইল দিলেই আমার মনে হয় আপনি সেইফ হয়ে যাবেন।

আপনি বেশ ভালো লেখেন।

২৩ শে জানুয়ারি, ২০২০ দুপুর ২:২২

ঘুটুরি বলেছেন: অনেক ধন্যবাদ আপনার মন্তব্যর জন্য। আপনার মত গুনীজনের মন্তব্য যখন কমেন্ট সেকশনে পড়ে তখন লেখার, জানার আগ্রহ এবং অনুপ্রেরনা দুটোই অনেক বেড়ে যায়। আপনার পরামর্শ অনুযায়ী অবশ্যই কাজ করব।

৪| ২৩ শে জানুয়ারি, ২০২০ দুপুর ২:৩৫

শের শায়রী বলেছেন: আপনি দয়া করে মেইল দিয়ে আমাকে জানান, তার আগে আপনি কি সেফ ব্লগার হয়েছেন?

২৩ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৪:৫৮

ঘুটুরি বলেছেন: সেইফ হইনি এখনো। মডারেশন প্যানেলে এখনো ৩দিন পর্যবেক্ষন এর নোটিশ ঝুলছে। আমি ইতিমধ্য মেইল করেছি

২৩ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৫:৩৩

ঘুটুরি বলেছেন: অসংখ্য ধন্যবাদ আপনাকে। কৃতজ্ঞতা মন থেকে।

৫| ২৩ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৪:৪১

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
আপনার লেখা আমার বরাবর ই ভালো লাগে।
আপনি হয়তো সেফ হননি তাই প্রথম পাতায় পাইনা। প্রায় প্রতিদিন আপনার ব্লগে আসি নতুন কিছু লিখেছেন কিনা দেখতে।

২৩ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৫:০১

ঘুটুরি বলেছেন: অনেক ধন্যবাদ। নতুন লিখছি। আরো রেগুলার হয়ে লিখব এখন থেকে।আসলে লেখার প্রতিউত্তর পেলে নতুন করে লিখবার আগ্রহ অনেক খানি বেড়ে যায়। আপনি প্রথম থেকেই আমাকে অনুপ্রেরনা দিয়েছেন, আপনাকে অনেক ধন্যবাদ।

৬| ২৪ শে জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৬:২৫

শের শায়রী বলেছেন: ভাই আপনি বোধ হয় সেফ হয়ে গেছেন, না হলে কাইন্ডলি জানান। আপনার লেখা প্রথম পেজে দেখতে চাই। হয়ে গেলে অভিনন্দন।

২৪ শে জানুয়ারি, ২০২০ রাত ৯:৩৭

ঘুটুরি বলেছেন: আমার অজ্ঞতা মাফ করবেন, মডারেশন স্ট্যাটাস বারে এখনো ৩ দিন পর্যবেক্ষন এর নোটিশ ঝুলছে। সেইফ হবার নোটিশ এখনো পাই নি।

২৬ শে জানুয়ারি, ২০২০ সকাল ৮:৫২

ঘুটুরি বলেছেন: আমি কৃতজ্ঞ রইলাম। শুধু এটুকুই বলতে পারছি। মন থেকে আমার কৃতজ্ঞতা এবং শ্রদ্ধা জানবেন.

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.