নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সবার আমি ছাত্র

ঘুটুরি

একজন অতি সাধারন

ঘুটুরি › বিস্তারিত পোস্টঃ

উত্তর

২২ শে জানুয়ারি, ২০২১ রাত ৮:৩৯



হোসেন ভাই! এই হোসেন ভাই!!
একটা শাল দিয়ে মাথা থেকে কোমর পর্যন্ত জড়িয়ে ফুটপাতে এক কোন ঘেষে হাটছিল হোসেন। শীতটা জাকিয়ে বসেছে। প্রতি শীতে এই শাল ই ভরসা। খেয়াল করছিল অনেকক্ষন ধরেই পেছনে একটা রিকশা অনুসরণ করছে। নাম ধরে ডাক শুনে ঘুরে তাকাল, আর কেউ না, মনা মিয়া।
- আরে মনা মিয়া যে, কেমন আছ?
- রাখেন আপনার কেমন থাকা, আপনে কই উধাও হইসিলেন? প্রত্যক রাত্রেই আপনারে খুজসি, কোত্থাও পাইনা
- আমি তো নিজেকেই খুজে বেড়াচ্ছি, তুমি আর আমাকে কি খুজে পাবে?
- আপনার এই কথার ধরন মিয়া কিন্তু বদলাই নাই একদম। লন উঠেন, চা খাওয়ামু।
মনা মিয়া সাথে চুক্তি আছে, যে মনা মিয়া রিকশায় উঠতে বললে না করা যাবে না, অগত্যা উঠতেই হোলো
- মনা মিয়া, এখানে একজন বৃদ্ধা মহিলা বসত না, কোথায় উনি
- আছেন, এখানে বসেন না এখন আর।
- কোথায় বসেন
- খুইজ্জা নিবেন, জগতে সব কিছু প্রশ্নের উত্তরে হয় না মিয়া ভাই
-হুম
- এই যে আপনে, মেলা দিন উধাও, আপনেরে ঠিক ই কিন্তু চিনসি, বলেন কেমনে?
- কেমন করে?চেহারা দেখে?
- হায়রে ভাই! চেহারা তো চাদর দিয়া ঢাইক্কাই থুইসেন
- তাহলে কিভাবে
- আপনার হাটার ধরন, আপনার অভ্যাস, আচরন এইগুলি দেইখ্যা
- এসব দেখে মানুষ চেনা যায়?
- দুইচোখ মানেই যে চোখ দিয়াই যে চেনা যাইব, ব্যাপারডা কিন্তু এমন না ভাইজান, চোখ আপ্নের বাইরের যা দেখাইব তাই দেখব, তাই ই চিনব, যা চিনাইবেন ওইডাই চিনব, এর বেশি না। অন্তর দিয়া চিনা লাগব, অন্তর কেবল অই হাসি কান্না ভালবাসার জন্য না, এইডার আরো কাজ আসে
- কি কাজ
- মনের চোখ হিসাবে কাম করার। আমরা ঘুম পাড়ায় রাখি এই চোখডারে, তাই অনেক কিসুই এড়ায় যায়।
- সবার কি মনের চোখ খুলতে পারে মনা মিয়া
- না ভাইজান, এইডা সবাই পারে না। অন্য আবেগ দিয়া বন্ধ কইরা রাখে।
- হুম। তবে তো মানুষ বোঝা অনেক কঠিন
- হ ভাই, সবাই বাইরের চেহারা দিয়াই সব বিচার করে, অন্তর পর্যন্ত পৌছানোর সময় কই।

হোসেন চুপ করে শোনে সব কথা। মনা মিয়া ভুল কিছু বলে নি। সময় কোথায় মানুষের। এক পাল্লায় সব মাপার মত, দুচোখের বিচারে যা আসে তা দিয়েই নির্ধারণ করে ফেলে সব। মনে অনেক প্রশ্ন।

উত্তর কি মেলে সব কিছুর? এক জীবনে সব উত্তর কি আদৌ খুব দরকার?


মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২৩ শে জানুয়ারি, ২০২১ রাত ১২:৩৯

রাজীব নুর বলেছেন: জগতে সব কিছু প্রশ্নের উত্তরে হয় না-
একদম খাটি কথা।

২৪ শে জানুয়ারি, ২০২১ রাত ১২:০১

ঘুটুরি বলেছেন: ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যর জন্য

২| ২৩ শে জানুয়ারি, ২০২১ বিকাল ৪:৪৪

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: আমরা তো সিক্স সেন্সের ব্যবহারই করি না, অন্তরের দৃষ্টিভঙ্গি দিয়ে দেখলে অনেক বিষয় অনুধাবন করা যায়, কিন্তু এর জন্য দরকার কঠিন সাধনা, যা আমাদের পক্ষে প্রায় অসম্ভব, তাই অনেক ধরনের প্রশ্নের জন্ম দেয় মনের গহীনে-------ভাল হয়েছে অনুগল্প

২৪ শে জানুয়ারি, ২০২১ রাত ১২:০২

ঘুটুরি বলেছেন: অনেক সুন্দর বলেছেন। ধন্যবাদ

৩| ২৪ শে জানুয়ারি, ২০২১ দুপুর ১২:২০

পদ্মপুকুর বলেছেন: মনা মিয়া তো মারেফতি লোক দেখতাছি!
আপনার কথোপকথন ভালো হয়েছে।

০১ লা মার্চ, ২০২১ রাত ১১:৪৯

ঘুটুরি বলেছেন: অতি বিলম্বে প্রতি উত্তরের জন্য ক্ষমা করবেন। আপনার মন্তব্যর জন্য ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.