নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সবার আমি ছাত্র

ঘুটুরি

একজন অতি সাধারন

ঘুটুরি › বিস্তারিত পোস্টঃ

এ্যাডজাস্টমেন্ট

১৫ ই আগস্ট, ২০২২ রাত ১:৪৮


সন্ধ্যার পর থেকেই বিদ্যুৎ চমকাচ্ছে। চারিদিকে একটা থমথমে ভাব আছে। ভ্যপসা টাইপ একটা গরম। ভালো ঝড় হবার লক্ষন। হোসেন, তার মেসের বিছানায় শুয়ে জানলা দিয়ে আকাশের বিদ্যুৎ চমকানো দেখছে। ছোট বেলায় মনে হোতো উপর ওয়ালা বুঝি ক্যামেরা দিয়ে মানুষের ছবি তুলছেন।
এই বড় হয়ে যাওয়াটায় একটা ঝামেলার বিষয়। মেঘে মেঘের বিবাদের প্রতিফলন ঐ বিদ্যুৎ চমকানো অথচ নিজেরা ছোট বেলায় কত কিছু ভেবে নেয়া যেত। এ কারনের কিছু প্রশ্নের উত্তর না জানাই ভালো। ঝড় বৃস্টির সময়,হোসেনের পোলাও খেতে ইচ্ছে করে বেশ। বেগুন ভাজা, পোলাও, কষানো মুরগি আর লেবু।এই বিষয়টা মনা মিয়া খুব ভালো জানে। বৃষ্টি শুরু হলে, পোলাও সন্ধানে যাত্রা শুরু করতে হবে। ভিজতে ভিজতে প্রচন্ড ক্ষুধা বোধ হয়, ভেজা শরীরে মাজখানে কোনো টং দোকানে চা খেতে হবে। এরপর আবার যাত্রা শুরু।

শহরে সবচেয়ে বড় সমস্যা হোলো, মাটির সোদা গন্ধের বদলে ম্যানহোলের ময়লার গন্ধ বেশি আসে।

সমস্যা নেই, এডজাস্ট করে নিতে হবে খানিক।

মানুষের সারাটা জীবন ই কেটে যায় এই এডজাস্টমেন্টে। এমন ও হতে পারে, একজন মানুষ হয়ত তার জীবনের ৮০% বিষয় ই
এডজাস্টমেন্ট করে যায়, যেন বাকি ২০% এ এডজাস্টমেন্ট না করতে হয়। হয়ত সে চায় না এডজাস্ট করতে। হয়ত সেই ২০% বিষয় তার একান্ত, সগোপনে আগলে রেখে পেলে পুষে বড় করা কোন ইচ্ছে, কোনো আকাঙ্ক্ষা। হতেই পারে।

তারপর ও তাকে সেটাও এডজাস্টমেন্ট করতে বলা হয়। এক জীবনে থাক না কিছু বিষয়, নাই ই হোলো এডজাস্ট। থাকলই না হয়, জীবনের রেজাল্ট শীটে কিছু লাল দাগ।

বাতাস ছুটতে শুরু করেছে।
হোসেন দ্রুত রেডি হয়ে নিল।
কিছু খেয়াল আছে তার পূরন করতে হবে, যা এডজাস্ট করা সম্ভব নয়।

মন্তব্য ১১ টি রেটিং +৩/-০

মন্তব্য (১১) মন্তব্য লিখুন

১| ১৫ ই আগস্ট, ২০২২ সকাল ৯:২৭

জ্যাকেল বলেছেন: সত্য কথা। মানুষের একান্ত কিছু থাকে হয়ত তা ১% কিন্তু সেটাই তার ইউনিক স্বত্বা। বেশ সুন্দর করে বলেছেন।

১৫ ই আগস্ট, ২০২২ রাত ১১:৫৩

ঘুটুরি বলেছেন: আপনাকে ধন্যবাদ সুন্দর মন্তব্যর জন্য।

২| ১৫ ই আগস্ট, ২০২২ সকাল ৯:২৯

ইমরোজ৭৫ বলেছেন: আহারে.।। বাংলার মানুষের কত কষ্ট। বিদেশীরা কত আরামে আছে।

১৫ ই আগস্ট, ২০২২ রাত ১১:৫৬

ঘুটুরি বলেছেন: জানা নেই ভাই। ভুল ত্রুটি লেখায় থাকলে ক্ষমা করবেন, কিন্তু লেখায় দেশি বিদেশি কেউ কস্ট বা আরামে আছে এমন তো কিছু জ্ঞ্যনত ফুটিয়ে তুলি নাই। ধন্যবাদ।

৩| ১৫ ই আগস্ট, ২০২২ সকাল ৯:৪২

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: রাতের বৃষ্টি খুব ভাবাচ্ছে। আপনার লিখায় স্পষ্ট হয়ে উঠেছে।
লাইফে এডজাস্টমেন্টের উপরেই আছি।

১৫ ই আগস্ট, ২০২২ রাত ১১:৫৯

ঘুটুরি বলেছেন: এখন এই জীবনযাত্রায় টিকে থাকাটাই সবচেয়ে বড় সার্থকতা। সেটা এডজাস্টমেন্ট করেই হোক আর অবসারভেশন করেই হোক।
ভালো সময় ফিরে আসুক, এই কামনা রইল। ধন্যবাদ আপনাকে

৪| ১৫ ই আগস্ট, ২০২২ সকাল ১১:৫৩

মিরোরডডল বলেছেন:




ঘুটুকে কি কখনও বলেছি এই হোসেন চরিত্রটা আমার এতো ভালো লাগে, মনে হয় হোসেনের প্রিয় খাবার গুলো রান্না করে পাশে বসিয়ে খাওয়াই । যে কোন সময় না, হতে পারে এরকম কোন ঝড়ের রাতে কাকভেজা হয়ে আসবে, হোসেন তার পছন্দের পোলাও কষানো মুরগি আর বেগুন ভাঁজা খাবে আর আমি পাশ থেকে তার খাওয়া দেখবো ।

বহু দিন পর আবারও হোসেনকে নিয়ে আসার জন্য ঘুটুকে অনেক থ্যাংকস ।

ঘুটুর লেখায় গভীরতা থাকে, যা মন ছুঁয়ে যায় ।

১৭ ই আগস্ট, ২০২২ রাত ১২:৩৬

ঘুটুরি বলেছেন: আপনার মন্তব্য মানেই, আবার লিখতে বসার অনুপ্রেরনা। মাঝে কিছু সময় এই এডজাস্টমেন্টের মধ্য দিয়েই কাটাতে হচ্ছিল। অনেক ধন্যবাদ আপনাকে।

৫| ১৬ ই আগস্ট, ২০২২ রাত ১:৪৫

ককচক বলেছেন: ভালো লেগেছে। প্রাণবন্ত উপস্থাপন

১৬ ই আগস্ট, ২০২২ রাত ২:০২

ঘুটুরি বলেছেন: অনেক ধন্যবাদ , আপনার সুন্দর মন্তব্যর জন্য।

৬| ১৬ ই আগস্ট, ২০২২ রাত ৩:০০

ককচক বলেছেন: শুভকামনা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.