নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সবার আমি ছাত্র

ঘুটুরি

একজন অতি সাধারন

ঘুটুরি › বিস্তারিত পোস্টঃ

অন্ধকার

২৯ শে আগস্ট, ২০২২ বিকাল ৪:৩০

গরমে, ঘামে শরীর ভিজে হোসেনের ঘুম ভাংলো। রুমে কোনো ঘড়ি নেই। হোসেন জানালা দিয়ে শুয়ে শুয়ে বাইরে দেখে আন্দাজ করে নিল সন্ধ্যা ৭.৩০ এর মত বাজে। বাইরে যানবাহনের হর্নের শব্দ এখন তীব্র, কয়েকজন লোক চিল্লাচ্ছে, ৭টা থেকে ৮টা নাগাদ এই সময়ে জ্যামের জটলা পাকে এবং নিয়ম করে প্রতিদিন এই চেচামেচি চলে। হাফ হাতা টি শার্ট ঘেমে ভিজে চুপচপা। হোসেন খালি গায়ে ঘুমাতে পারে না একদম ই, গায়ে কিছু না কিছু থাকা চাই। ৬ তলা বিল্ডিং, কারেন্ট গেছে কখন বোঝা যাচ্ছে না। এক গ্লাস পানি খেতে খেতে হোসেন দেখল পুরো এলাকা অন্ধকার, এর মাঝে কোনো কোনো বাসায় জেনারেটর চলছে, একটা গমগম শব্দ।কয়েকটা বাসায় জেনারেটর দিয়ে রুমে লাইট জলছে। নিচে তাকিয়ে অসংখ্য গাড়ির লাইট, হর্ন, মানুষের চিল্লাপাল্লা।

হোসেনের মনে মনে বলল, এটা কোনো অন্ধকার হোলো?

যান্ত্রিক শহরে, অন্ধকার ও যেন যান্ত্রিক, পিচ ঢালা রাস্তার মতই কর্কশ, কর্পোরেট মানুষের মতই রোবট।
নাহ, এ অন্ধকার ভালো লাগছে না, চোখে সয় না। কেমন জানি জন্ডিস এর মত ঘোলা। কোনো স্নিগ্ধতা নেই।
অন্ধকার হবে, কোমল। মানুষ বাদে, রাত প্রহরী যে পোকা আছে তাদের গোল্লাছুট খেলা শুরু হবে, জোনাকিরা লুকোচুরি খেলা শুরু করবে, তাদের সাথে তাল দিয়ে বাতাস বইবে। দূর থেকে মানুষের হেটে আসবার শব্দ শোনা যাবে।
চোখে সয়ে যাবে অন্ধকার। একসময়, চোখ সয়া অন্ধকারে মধ্য দিয়েও আবছা আবছা দেখা যাবে।
চাদের আলো মেখে, মন পছন্দ গান মাথায় গুন গুন করবে। এমন অন্ধকার দরকার।

হোসেন দরজা টা টেনে ছিটকিনি আটকে দিল। আজ গন্তব্য সেখানে যেখানে চোখ সয়ে যাওয়া অন্ধকার আছে।

মন্তব্য ২০ টি রেটিং +৬/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ২৯ শে আগস্ট, ২০২২ বিকাল ৫:০৫

শাওন আহমাদ বলেছেন: লাস্ট প্যারাটা অসাধারণ লিখেছেন। ভীষণ ভালো লেগেছে।

২৯ শে আগস্ট, ২০২২ রাত ১১:৪৫

ঘুটুরি বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে। ভালো লেগে যাওয়াটাই লেখার সার্থকতা।

২| ২৯ শে আগস্ট, ২০২২ বিকাল ৫:১২

অপ্‌সরা বলেছেন: আহারে। দুখী মানুষের গল্প।

২৯ শে আগস্ট, ২০২২ রাত ১১:৪৭

ঘুটুরি বলেছেন: ধন্যবাদ আপনার মন্তব্যর জন্য। অন্ধকার কি সুখ বা দুঃখ বোঝে? সুখি মানুষ বা দুঃখি মানুষ আধার কে কিভাবে দেখে তা বোঝার জন্য চেস্টা করছি। কিন্তু হায়! এক জনম যে যথেস্ট নয়

৩| ২৯ শে আগস্ট, ২০২২ বিকাল ৫:৩০

রূপক বিধৌত সাধু বলেছেন: অন্ধকার এখন ভালো লাগে না।

২৯ শে আগস্ট, ২০২২ রাত ১১:৪৯

ঘুটুরি বলেছেন: ধন্যবাদ আপনার মন্তব্যর জন্য। কথার দোষ ত্রুটি মাফ করবেন, হয়ত আমরা যখন নিজেদের থেকে নিজেরাই দূরে সরে যাই , অন্ধকারকে বোধহয় তখন ই আর ভালো লাগে না।

৪| ২৯ শে আগস্ট, ২০২২ সন্ধ্যা ৭:৫৯

আহমেদ জী এস বলেছেন: ঘুটুরি,




অন্ধকারকে হতে হবে ঘুটঘুটে। পৃথিবীর সব কোলাহল তখন মুছে যাবে। দূরাগত বাতাস তার গা ছুঁয়ে মাটির সোঁদা গন্ধ নিয়ে আসবে। মিটিমিটি তারার সাথে তাল মিলিয়ে জ্বলবে জোনাকিরা। মনের ভেতরে গুনগুন গান বাজবে -
হৃদয়ের এ কূল ও কূল দুকূল ভেসে যায়............


চমৎকার লিখেছেন।

২৯ শে আগস্ট, ২০২২ রাত ১১:৫০

ঘুটুরি বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে। আপনার কথাগুলি মন ছুয়ে গেল।

৫| ২৯ শে আগস্ট, ২০২২ রাত ৮:৩৯

মোহাম্মদ গোফরান বলেছেন: দারুণ! আপনার বর্ণনার মতো রাতে প্রেমিকার হাত ধরে হাঁটতে ভালো লাগে। নাইস পোস্ট।

২৯ শে আগস্ট, ২০২২ রাত ১১:৫১

ঘুটুরি বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে। প্রিয় কোন কিছুর সান্নিধ্যে যখন প্রকৃতিও কাছে আসে তার থেকে সুন্দর সময় বোধহয় আর কিছুই নেই।

৬| ২৯ শে আগস্ট, ২০২২ রাত ৯:১৭

মনিরা সুলতানা বলেছেন: গন্তব্যের উদ্দেশ্যে যাত্রা পূর্ণতা পাক!
সয়ে যাওয়া অন্ধকার স্নানে হৃদয়ে প্লাবন আসুক আনন্দের।

২৯ শে আগস্ট, ২০২২ রাত ১১:৫২

ঘুটুরি বলেছেন: ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যর জন্য।

৭| ২৯ শে আগস্ট, ২০২২ রাত ৯:৩৮

ইমরোজ৭৫ বলেছেন: ঢাকা শহর, বাজে শহর।

২৯ শে আগস্ট, ২০২২ রাত ১১:৫৩

ঘুটুরি বলেছেন: ধন্যবাদ আপনার মন্তব্যর জন্য। এই বেচে থাকতে গিয়ে এই এক জীবন, কত কি যে দেখে, দেখবে

৮| ২৯ শে আগস্ট, ২০২২ রাত ১১:৫৮

পোড়া বেগুন বলেছেন:
কোথাও আলো নেই।
চারিদিকে শুধুই অন্ধকার।

৩০ শে আগস্ট, ২০২২ রাত ১২:০৪

ঘুটুরি বলেছেন: ধন্যবাদ আপনার মন্তব্যর জন্য। কোথায় যেন পড়েছিলাম, অন্ধকার যত গভীর হয়, আলো তত এগিয়ে আসে। অমাবশ্যায় অন্ধকার বেশ গভীর ই হয়, তবে আলো আসবেই।

৯| ৩০ শে আগস্ট, ২০২২ রাত ১:৩৪

অপু তানভীর বলেছেন: ঢাকা শহরের অন্ধকার আসলেই কোন অন্ধকারই না । ঘর কখনই পুরোপুরি অন্ধকার হয় না । আমার সারা জীবন ঘর একেবারে অন্ধকারে করে ঘুমানোর অভ্যাস । এমন কি সুইটবোর্ডের লাল ইন্ডিকেটরও আমি কালো টেপ দিয়ে বন্ধ করে রাখতাম । কিন্তু ঢাকা শহরে এসে সব বদলে গেল !

আপনার লেখা খুবই চমৎকার !

৩০ শে আগস্ট, ২০২২ রাত ১১:১৯

ঘুটুরি বলেছেন: ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যর জন্য

১০| ৩০ শে আগস্ট, ২০২২ দুপুর ২:০৮

নীল আকাশ বলেছেন: কেউ সুখি না এক জীবনে.............

৩০ শে আগস্ট, ২০২২ রাত ১১:২২

ঘুটুরি বলেছেন: ধন্যবাদ আপনার মন্তব্যর জন্য। আমার মনে হয়, সুখ বা দুঃখ সময়ের ভেলায় ভেসে আসা কিছু ক্ষনস্থায়ী কাল। এরা কাছে টানে কিন্তু বাধনে জড়ায় না

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.