নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এক মধ্যদূপুর ছিল। যাকে কেউ ভালোবাসত না। সূর্য প্রখরতা দিয়ে পোড়াতো সবাইকে, তীব্র তেস্টায় ভোগাতো, তীব্র তাপে সবাই এড়িয়ে চলত আর দায় পড়ত মধ্যদূপুরের। খুব শখ ছিল তার শরতের বিকেলের মত স্নিগ্ধ হতে অথবা অই ফাগুনের আগুন রঙা বিকেল বেলা, যে বেলায় রঙ বেরংয়ের ফুল হেসে বেড়াত কখনো বহুরং প্রজাপতি উড়ে বেড়ায় ঠিক তেমনি কারো কাছের হতে। যতবারই তীব্র হয়ে ভীরে মিশে যেতে চেয়েছে ততবারই আগুনরুপে দগ্ধ হয়ে দূরে সরেছে সবাই। কখনো জানালার ফাকে ফাকে গলে মিশে যেতে চেয়েছে কারো মনে। ঠাই হয়নি তবুও। চোখে কড়া লেগে হয় জানালা আটকে দিয়েছে না হয় পর্দা দিয়ে দিয়েছে। দিনের পর দিন, মহাকালের পর মহাকাল করুন ভাবে চেয়েই গেছে, হয়নি তবু ঠাই।
কিন্তু একদিন।
চিলেকোঠার এক মানুষ ঠায় দাড়িয়ে দেখছিল এই মধ্যদূপুর কে। তীব্র তাপে ঘাম বেয়ে পড়েছে কপাল থেকে তবুও মুখ ফিরিয়ে নেয় নি। যেন ধ্যান মগ্ন কেউ। যেন খুব আপন কেউ। বহুকাল পর মনের মানুষের দেখা পেলে মানুষ যেমন পলকহীন ভাবে তাকিয়ে থাকে, বুকের ভেতর তোলপাড় তেমন নয়। যেন নিজের ই অংশ হিসেবে জেনে স্থির থাকে, হৃদস্পন্দন সাভাবিক থাকে যেন হারাবার কিছু নেই। তেমন।
মধ্যদূপুর জেনেছিল, কেউ একজন তাকে এভাবেই চেয়েছে। তাই তাকে সে মাঝরাত উপহার দিয়ে দিল।
সিগারেট শেষের দিকে।
হোসেনের মনে হোলো যেন দীর্ঘ এক কাল পার হোলো। মাঝ দূপুরের এই সময় টা যেন তাকে পুরোপুরি আত্নস্থ করে নিয়েছে। যেন মনের ভাষা কেউ বুঝে নিয়ে আলিংগন করেছে।
হাল্কা লাগছে কেমন যেন।
আজ মধ্যদুপুর কে সময় দিতে হবে, আজ যেতে হবে অনেক পথ।
০৮ ই এপ্রিল, ২০২৩ রাত ১:০০
ঘুটুরি বলেছেন: ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যর জন্য।
২| ০৮ ই এপ্রিল, ২০২৩ রাত ৩:০১
অপু তানভীর বলেছেন: মধ্য দুপুরে আমার বরাবয় মনকে খারাপ করে দেয় । দিনের এই সময়ে এক অদ্ভুত বিষণ্ণতা এসে জড় হয় মনে । আপনার লেখা মত বেচারা মধ্যদুপুরকে কেউ পছন্দ করে না বলেই হয়তো এই সময়টা মন খারাপের সময় ।
চমৎকার লেখা ।
০৮ ই এপ্রিল, ২০২৩ দুপুর ১২:০৭
ঘুটুরি বলেছেন: বাস্তব বলেছেন। ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যর জন্য।
৩| ০৮ ই এপ্রিল, ২০২৩ রাত ৩:১৫
স্মৃতিভুক বলেছেন: আপনার লেখার স্টাইল বেশ সুন্দর। ভালো লেগেছে।
পোস্ট দেখে মনে পড়ে গেলো ছোট্টবেলায় শুনেছিলাম/পড়েছিলাম - "ঠিক দুপ্পুর বেলা, ভূতে মারে ঢেলা"। জানিনা কে লিখেছেন।
০৮ ই এপ্রিল, ২০২৩ দুপুর ১২:০৮
ঘুটুরি বলেছেন: অনেক ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যর জন্য।
৪| ০৮ ই এপ্রিল, ২০২৩ সকাল ১১:১৪
খায়রুল আহসান বলেছেন: যতই দাবদাহ হোক না কেন, মধ্যদুপুর আমার কাছে দিনের একটা প্রিয় সময়। এ সময়টা ভাবতে শেখায়, সওয়া শেখায়- তাই সৃষ্টি্র জন্য মধ্যরাতের মতই একটা উৎকৃষ্ট সময়। মধ্যরাতকে না ভালোবাসলে যেমন নতুন ভোরকে ভালোবাসা যায় না, মধ্যদুপুরকে না ভালোবাসলেও তেমনি পড়ন্ত বেলা আর গোধূলিকে ভালোবাসা যায় না।
@স্মৃতিভুক, আপনার উদ্ধৃত "ঠিক দুপ্পুর বেলা, ভূতে মারে ঢেলা" কথাটার মত একই ধরণের শিরোনামে আহমেদ জী এস এর একটা চমৎকার পোস্ট রয়েছে। পড়ে দেখবেন।
০৮ ই এপ্রিল, ২০২৩ দুপুর ১২:০৯
ঘুটুরি বলেছেন: ধন্যবাদ আপনার মন্তব্যর জন্য।
৫| ০৮ ই এপ্রিল, ২০২৩ সকাল ১১:৪৪
কালো যাদুকর বলেছেন: দুপুরের একটি গুন হচ্ছে, প্রখর দাবাদহে সবকিছু পুড়ে , সূচি হয়/ শুদ্ধ হয়। বেশ ভাল লাগল এই লেখাটি।
০৮ ই এপ্রিল, ২০২৩ দুপুর ১২:০৯
ঘুটুরি বলেছেন: অনেক ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যর জন্য। লেখা ভালো লেগে থাকলে লেখালিখি সার্থক।
৬| ০৮ ই এপ্রিল, ২০২৩ দুপুর ১২:০৯
জ্যাক স্মিথ বলেছেন: এখন মধ্য দুপুরে পুরো বাংলাদেশে আজ দাবাদাহ বয়ে যাচ্ছে। এমন মধ্য দুপুরে গাছের ছায়ায় মাদুর বিছিয়ে তরমুজ খেতে খুব ভালো লাগে।
০৮ ই এপ্রিল, ২০২৩ দুপুর ১২:৩৮
ঘুটুরি বলেছেন: ভরদূপুরে হাত পা ছড়িয়ে কোনো নদীর সামনে গাছের নিচে বসে থাকতে ইচ্ছে হয়। নৌকা পার হওয়া, বাতাসে গাছের পাতার শব্দ। কোথাও টিউবওয়েলের পানি চাপার শব্দ ভালো লাগে। ধন্যবাদ আপনার মন্তব্যর জন্য।
৭| ০৮ ই এপ্রিল, ২০২৩ বিকাল ৩:২১
রাজীব নুর বলেছেন: ঠিক মধ্য দুপুরে মানুষের ছায়া খুঁজে পাওয়া যায় না। ছায়া থাকে মানুষের পায়ের নিচে।
০৯ ই এপ্রিল, ২০২৩ দুপুর ২:৩৭
ঘুটুরি বলেছেন: ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যর জন্য
৮| ০৮ ই এপ্রিল, ২০২৩ বিকাল ৩:৫৫
মিরোরডডল বলেছেন:
সারাদিনের সবচেয়ে প্রোডাক্টিভ এবং প্রাণোচ্ছল সময় মধ্যদুপুর।
শীতের সময় ছুটির দিনে অলস মধ্যদুপুরের আদর মাখানো রোদ ভালো লাগে।
ঘুটু সামুতে আমার প্রিয় লেখকদের একজন। তাই ঘুটুর কাছ থেকে আরো বেশি পোষ্ট আশা করি।
০৯ ই এপ্রিল, ২০২৩ দুপুর ২:৩৯
ঘুটুরি বলেছেন: বার বার হারিয়ে যাই তবুও এমন মন্তব্যর জন্যই বার বার ফিরে আসি। অনেক ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যর জন্য।
©somewhere in net ltd.
১| ০৮ ই এপ্রিল, ২০২৩ রাত ১২:৪৮
শায়মা বলেছেন: মধ্যদুপুর উদাস করা।
অনেক কিছু ভাবায় ।
এই উদাসী হাওয়ার পথে পথে মুকুলগুলি ঝরে
আমি কুড়িয়ে নিয়েছি তোমার চরণে দিয়েছি
লহ লহ করুন করে.......
গানটা শুনলেই মনে হয় দুপুর বেলার গান।