নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এত বুড়ো কোনোকালে হব নাকো আমি, হাসি-তামাশারে যবে কব ছ্যাব্লামি। - রবীন্দ্রনাথ ঠাকুর
*
**
***
****
*****
****
***
**
*
২০১২ সাল পর্যন্ত যারা আমার ব্লগে মন্তব্য করেছেন তাদের নাম ও কিঞ্চিৎ মুল্যায়ন ( একটি আছে কাজ খই ভাজ পোস্ট )
কয়েক দিন আগে আমার ব্লগে ঢুকে দেখি লিখা আছে '' মন্তব্য করেছেন ১০০০ টি '' । '' মন্তব্য পেয়েছেন ১০০০ টি ''
ভাবলাম আমার মত অগা বগা টাইফ ব্লগার কেও যারা ১০০০ মন্তব্য দিয়ে উৎসাহিত করেছেন তাদের সবার নাম কৃতজ্ঞতার সহিত স্মরণ করে একটি পোস্ট দেব । তারই ফলশ্রুতি এই পোস্ট । (এটা প্রথম পর্বের ভুমিকা )
ওই পর্বে যাদের নাম ছিল না তাদের আফসোস (?) আর অনুরোধের ফলে কথা দিয়েছিলাম এর সিকুয়্যাল হবে ।
মানুষ অনুরোধে ঢেঁকি গিলে , আমি গিলেছি রাইস মিল । যার দরুন এবার কাজ থাকার পরও খই ভাজতে এলাম ।
ভাবলাম রাইস মিল যখন গিলবোই একেবারে বয়লার, চিমনী শুদ্ধ গিলবো , তাই দুইএক শব্দের মূল্যায়নও করলাম ।
অ
অন্যমনস্ক শরৎ / প্রপিকে মারমুখি মনে হলেও আদতে অতিশয় ভদ্রলোক ।
অলস ছেলে / নিদ্রা প্রিয় , ও আন্দোলন মনস্ক ।
অশান্ত শান্ত ছেলে / ১৮ ই মার্চ, ২০১২ রাত ১০:২৩ থেকে লাপাত্তা ।
অনু পম / ইনার প্রায় পোস্ট আপাত অপাংতেও একটি বিষয় কেন্দ্রিক ।
অডি / পোস্ট দানে কৃপণ ।
অচিন.... / মন্তব্য দানে অকৃপণ ।
অঞ্জলি /সামু থেকে একবার পালিয়ে গিয়েছিলেন , জীন হুজুরের তদ্বিরে ফিরে এসেছেন ।
অপূর্ন /সামুতে জমজ ,একজনের ব্লগার পরিসংখ্যান তথ্য নেই । আজিব !আরেকজন আমার অতি প্রিয় অপূর্ন ভাই।
অনুপ বাৈড় / চমৎকার একজন ফটোগ্রাফার ।
অনিক০০৭ / সবার উপরে মানুষ সত্য এই ধর্মে বিশ্বাসী ।
অনির্বাণ রায় / কষ্ট ভালবাসা মানুষ ।
অসামাজিক ০০৭০০৭ / আসলে সামাজিক ।
অজয় / কৃপণতা ইনাকে জয় করে বসে আছে , ২ বছরে মাত্র ১২ টি পোস্ট ।
অনীনদিতা / কাব্যের গ্র্যান্ড মাস্টার , অল্প দিনেই সুপরিচিতা চমৎকার একজন ব্লগার ।
~অপরিচিতা~ / এই অপরিচিতা নামে ৭ জন ব্লগার থাকলেও ইনি আমাদের সকলের পরিচিতা ।ভাল লিখেন ।
অয়োময় / মানুষ মানুষের জন্য এই মতবাদে বিশ্বাসী ।
অদ্বিতীয়া আমি /সম্ভাবনাময় নতুন,লিখেন সুন্দর,কমেন্টেও সরব ।
অন্ধকারের রাজপুত্র /নয়টি পোস্ট করেছেন,সবই ভাল মানের ।
আ
আকাশটালাল / সম্ভবত সব পোস্ট ড্রাফটে ।
আরিফ্ ৯১ / ইনার অনেক শত্রু কারন ইনি বোবা নন ।
আমাদের ইয়াহু / ইয়াহু ডট কমের সাথে ইনার দূরতম সম্পর্কও নাই ।
আকাইম্মা পোলা / আসলে কাজের পোলা ।লিখেন ভাল ।
আরিফসুমন / হিমু কালার পছন্দ করেন, হিমুর মত অলসও বটে । প্রায় ৩ বছরে ৭ টি পোস্ট ।
আজমান আন্দালিব / অনেক সিনিয়র , সামুতে প্রায় ৫ বছর ।
আত্তার প্রতিধ্বনি / সার্চে ইনারেও পাওয়া যাচ্ছে না ।
আরাফাত / ওরে আল্লারে ! এই নামে সার্চ দিয়ে দেখি মোট ১৩৯ জন ব্লগার আছেন ! এই ভাই কত নম্বর আল্লা মালুম !
আবদুর রহমান (রোমাস / আমার সিনিয়র । বড় হতে হতে বুড়ো হয়ে গেছেন ।
আনন্দক্ষন / সামুতে আমার সমবয়সী , লিখেন ভাল ।
আবদুল্লাহ্ আল্ মামুন / ভাল কবিতা লেখেন , গদ্যও ।
আমি নি (?) / ফ হক আমিনি নন ।
আমি মাসুদ / সম্ভবত ইনার জমজ ভাই আছেন ,প্রথম দর্শনে অনেকেই বুঝতে পারেন না , তাই---
আদনান / সামুতে এই নামে ১২২ জনের মধ্যে ইনিও একজন ।
ালামগীর / কম কমেন্ট করেন , প্রাপ্তিও সেরকম ।
আফিফা মারজানা / চমৎকার লিখেন , কবিতাও খারাপ নয় ।
আহলান / ২৪ শে জুলাই, ২০১২ দুপুর ১:০৬ এর পর থেকে হাওয়া ।
আহসান / মূর্ছিত গেলাম! এই নামে আছেন ৩২৬ জন ব্লগার ।
আশিক মাসুম / আর ২ কলার পরেই ইনার জীবনের ১৬ কলা পূর্ণ ।
আরমান আরাফাত / এই নামে আর কাউকে পাওয়া যায়নি ।
আলম 1 / মন্তব্য কম করেন পেয়েছেনও তাই ।
আলো আধাঁর / উনি একাই মুদ্রার এপিঠ ওপিঠ ।
আমি তুমি আমরা / ইনারা মোট কয়জন ?
আমার মন / এই নিকটা যে পড়ে 'মন'টা তার হয়ে যায়।
আবুল হাসান মিলন / মন্তব্যে - যতবার ছাইয়েছ ততবার পেয়েছ অবস্থা ।
আহমেদ সাব্বির পল্লব / ২১ শে মে, ২০১২ রাত ১১:২৮ এর পর দেখা যাচ্ছে না ।
আর.এইচ.সুমন / পরিসংখ্যান জানাচ্ছে ইনি খুব একটিভ ব্লগার ।
আমাদের ভালকথা / ৪ পোস্টে আর কতই ভালকথা বলা যায় ।
আতা63 / গত মে থেকে নিখোঁজ ।
আদরসারািদন / রাত কি দোষ করলোরে ভাই ।
আলোকদায়ক / ইনি মনে হয় সূর্য মামার মাল্টি ।
আঁতেল / আসলে তা নন।
আর.হক / আর কে?
আব্দুল মোমেন / এই নামে ৩ জন ।ইনি কে ?
আশরাফ মাহমুদ মুন্না /Titanic নিয়ে ইনার একটা লিখা আমার প্রিয়তে আছে ।
আবিরে রাঙ্গানো / উচিৎ কথার মানুষ ।
আধারের কবি / আলোতে সাধারন মানুষ ।
আইআইচকিবরিয়া / এই আইচ কিন্তু বরফ নয় ।
আবিদ ফয়সাল / পোস্টে অনিহা , লিখেন ভালই ।
আনোয়ার ভাই / সুন্দর কথার কথা বলেন ।
আমি বাঁধনহারা / শক্তিমান কবি ।আমার সব সময়ের সুহৃদ এই কাব্য প্রতিভা, ইনার তাৎক্ষণিক কাব্য রচনার ক্ষমতা ঐশ্বরিক বটে ।
আমি ইহতিব / মানবিক গুন সম্পন্ন । ইনার নাম যিনি পড়বেন তিনিই ইহতিব হয়ে যাবেন । লিখার মানও ভাল ।
আবু সালেহ / চমৎকার লিখেন ।
আমিনুর রহমান / লিখেন ভাল, মন্তব্যও করেন প্রচুর ।
আকাশী কন্যা / আসলে মাটিতেই থাকেন ।
অ্যানোনিমাস /অ্যানোনিমাস ইজ ইশতিয়াক চয়ন ।
আন্জুমান রোজী /সার্চে প্রাপ্ত ফলাফল:`দুঃখিত, এই নামে কোন ব্লগার পাওয়া যায়নি । কয় কি ???
আসাদুজ্জামান আসাদ / কিবোর্ড নস্ট তাই লিখতে পারেন না
আততায়ী০০৬ / কল্পনাও করবেননা ইনি আততায়ী ।
আলাউদ্দিন আহমেদ সরকার / চমৎকার একজন লিখক ।
আমি? রুবেল / ইনারও মনে হয় জমজ ভাই আছেন ,প্রথম দর্শনে অনেকেই বুঝতে পারেন না , তাই---
আশরাফুল ইসলাম দূর্জয় / চমৎকার একজন কবি ।
আফরোজা সোমা / ইনি চমৎকার কবিতা লিখেন , গদ্যের হাতও ভাল ।
আমি বীরবল / বাদশা আকবরের বীরবল নন ।
আবুশিথি / আমার প্রিয় একজন ।
আরজুপনি / সাহিত্য অন্তপ্রান চমৎকার একজন লেখিকা ।
আকাশ_পাগলা / আকাশ পাগল হতে পারে ইনি নন ।
আ িম িরয়াদ চ।ন্দু / সার্চে প্রাপ্ত ফলাফল:`দুঃখিত, এই নামে কোন ব্লগার পাওয়া যায়নি ।আজিব ???
আহমেদ রশীদ / প্রচুর পোস্ট করেছেন , মন্তব্য কম ।
আবু তালহা সানি / ভালই লিখেন ।
আমি ব্লগার হইছি! / এটা ইতি মধ্যে সবায় জেনে গেছে ।
আল মামুনুর রশিদ / গত ১৮ ই আগস্ট থেকে পাচ্ছিনা ।
আশফাক সফল / তুলনা মুলক ভাবে পোস্ট কম করেছেন ।
আমি বন্য / লিখেন ভাল , মন্তব্য করেন কম ।
ই
ইশতিয়াক মাহমুদ / বুকের ভেতরের জলোচ্ছাসের মত কিছু আবেগ প্রকাশ করার চেষ্টা করেন ।
ইশতিয়াক আহমেদ চয়ন / ব্লগ সাদা , সব মনে হয় ড্রাফটে ।
ইন্জিনিয়ার জনি / গত আগস্টের পর আর লিখেন নি ।
ইকরাম উল্যাহ / প্রাপ্তির তুলনায় কমেন্ট করেছেন প্রচুর ।
ইমরান নিলয় / ১৩ ই জুন থেকে ব্লগে অনুপস্থিত ।
ইমাম হাসান রনি / মাসে গড়ে ২ পোস্ট করেন ।
ইন্তাজ ভাই / আসল বয়স যাই হোক , সামুতে আমার সমবয়সী ।
ইকরাম বাপ্পী / পোস্টে , কমেন্টে অনিহা ।
ই=এমসিস্কয়ার / সারচিং দিয়ে পাচ্ছিনা ।
ইনফাইনাইট জেনারেল হওয়ার পর থেকেই নিখোঁজ ।
ঈ
ঈশান মাহমুদ / চমৎকার একজন নব্য কবি ।
এ
এম আই টু / পোস্ট কম বাট লিখেন ভাল ।
একলা বগা / বগি কি পর পারে ?
এম জানে আলম / আলম সাহেব শুধু এম জানেন তা নয় , লিখেনও ভাল ।
এরিস আফ্রোদিতি / অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী ।
এবিসি১০ / এবিসি অক্ষর হয়েছে ৩ ইনি লিখেছেন ১০ ।
একাকি একজন / পাঠক ভিজিটর কম নয় তবুও একাকি ।
একলা একা / ইনার বেলায়ও একই কথা প্রযোজ্য ।
এস বাসার / পেলাম না ।
এইচ এম বিশ্বাস / বিশ্বাস করার মত লিখেন ।
এস এইচ খান / কি খেতে বলেছেন বুজলাম না , লিখেন ভাল ।
এ.টি.এম.মোস্তফা কামাল / চন্দের অন্ত্যমিলে চমৎকার কবিতা লিখেন । গদ্যও ভাল ।
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা / সামুতে ইনার পরিচিতি ব্যাপক , প্রচুর কমেন্ট করেন ,প্রাপ্তিও প্রচুর, লিখেনও ভাল ।
এম এম কামাল ৭৭ / অন্তর্ধান সময় - ১২ ই জুলাই, ২০১২ রাত ৯:৩২ ।
এই আমি রবীন / পোস্ট করেছেন প্রচুর , কমেন্টও ।
এবিডি / সি বাদ গেল কেন ?
এসএসনাসরীন / ১৩ মাসে ৩ পোস্ট , কৃপণ বলব কিনা ভাবচি ।
এ্যাপোলো৯০ /বানানের প্রতি যত্নশীল চমৎকার একজন লেখিকা ।
এস.কে.ফয়সাল আলম / পাঁচমিশালি এই ব্লগার লিখেন ভাল ।
এ.কে.এম. সুমন / লিখেছেন: ২ বছর ৩ মাস, পোস্ট করেছেন: ৩টি ।
ও
ওঙ্কার / অসাধারন একজন লিখক ।
ওসমান ঢালী তুষার / রম্মচ্ছ্যলে সুন্দর লিখেন ।
ওয়েসিস / ঘুম বিলাসী ,ভালই লিখেন ।
ওলকচু / ২৫ শে মে, ২০১২ রাত ১১:৪৫ থেকে গরহাজীর ।
উ
উণ্মাদ তন্ময় / ইনিও ১৩ ই মে, ২০১২ থেকে গরহাজীর ।
উৎকৃষ্টতম বন্ধু /লিখার মাধ্যমে নামের সার্থকতা রক্ষার চেষ্টায় আছেন , হিটলারকে নিয়ে চমৎকার লিখেছেন ।
উকিল সাহেব / যারে দেখেন শুধু সমস্যার কথা জানতে চান ।
উমাইর চৌধুরী / বিদ্রোহী ব্লগার ।
ক
কক / এই নামে সার্চ দিয়ে ১২৬ জন সামুয়ানকে পাওয়া গেছে , ইনি মনে হয় ১২ নং ।
কুন্তল_এ / গত ১৩ ই মে, থেকে দেখছিনা ।
কািন্ট টুটুল / চমৎকার লিখেন ।
কাঙাল / সামুতে দেখছি কাঙালেরও অভাব নাই , ৯ জন । ইনার কথা বাসি হলে ফলে ।
কবিেহপী / ০৮ ই সেপ্টেম্বর, ২০১২ দুপুর ২:১২ থেকে নাই ।
কেউ কেউ একা / কেউ কেউ একা , ইনি নন ।
কাজী ফাতেমা / ইনার একটি পোস্ট আমার প্রিয়তে আছে ।
কাদামাটি / ১১ ই ফেব্রুয়ারি, ২০১১ রাত ২:৫০ থেকে নাই ।
কবি রাজ / চিকিৎসক নাকি কবিদের রাজা ?
কলমবাঁশ / কলমের তৈরি বাঁশ , নাকি বাঁশের তৈরি কলম নাকি আমেরিকার আবিস্কারক ?
কাকঁন / সুন্দর প্রপিকের সুন্দর লেখিকা ।
কুয়াশা / কুআশা নয় , লিখেন ভাল ।
কাকপাখি ২ / কঠোর নাস্তিক বিরোধী ।
কাঙাল মামা / ৯ কাঙালের ১ জন , ভাল লিখক ।
কলির কৃষ্ণ / রাধার নয় , পাশের বাড়ীর কলির ।
কল্পচারী / ইনি মনে হয় প্রাত্যাহিক যাবতীয় কর্মাধী কল্পনায় সারান ।
কাঠুরিয়া / জল পরীর স্বর্ণের কুঠার পেয়ে এখন অই পেশা ছেড়ে সামুতে এসেছেন ।
কেএসরথি / পোস্ট কম করেন ।মন্তব্য করেছেন প্রচুর ।
কসমিক রোহান / সুন্দর কবিতা লিখেন ।
কান্ডারী অথর্ব / লিখক হিসাবে মোটেই অথর্ব নন , চমৎকার লিখেন ।
কায়সার শামিল / জাতীয়তাবাদী এই ব্লগার কে গত ১২ ই জুলাই থেকে দেখা যায় না ।
কামরুল ইসলাম রুবেল / রম্যস্টাইলে সুন্দর লিখেন ।
কিংবদন্তী হাসিব / অনেক দিন থেকে অনুপস্থিত ।
কালীদাস / আমার এই সিনিয়র প্রচুর কমেন্ট করেন, লিখেন ও ভাল ।
কালোপরী / কোন এক বিচিত্র কারনে, এই চমৎকার লেখিকা তাঁর সব লিখা ড্রাফটে নিয়ে গেছেন ( ১টা বাদে)।
কামরান মানছুর / ইনি সব সময় দৌড়ের উপর থাকেন ।
কালো পতাকার খোঁজে / এখনও কালো পতাকার খোঁজ করেই যাচ্ছেন ।
কলাবাগান১ / শেয়ার করেন চমৎকার ।
কাল্পনিক_ভালোবাসা / সুন্দর অনু কাব্য লিখেন , একটা মাল্টিও আছে ।
কালো মনের ধলা মানুষ / চমৎকার একজন লিখক ।
*কুনোব্যাঙ* / একমাত্র বিরোধী পক্ষীয় লিখক । লিখেন সুন্দর ।
কে আমি ২০১২ / নতুন ব্লগার , আমি উনার ব্লগের ২য় কমেন্ট দাতা ।
কাউসার রানা / সুন্দর পাঁচ মিশালি লিখেন ।
খ
খান ভাই / অনেক দিন ব্লগে নাই ।
খােলদ / মন্তব্য করেছেন: ০টি , তাইলে আমায় কমেন্ট করল কে ?এইনামে ৩২ ব্লগারের একজন ।
খইকাঁটা / সাহায্য মুলক পোস্ট প্রিয় ।
খড়কুটো আবীর ২ বছরে ২ পোস্ট (?)
ক্ষুধিত পাষাণ / লিখেন ভালই ।
খুলনার শের / নতুন তবে সম্ভাবনাময় ।
গ
গরম সিঙ্গাড়া / পোস্ট ঝেড়ে হাওয়া হয়ে যান , ততদিনে সিঙ্গাড়া ঠাণ্ডা হয়ে যায় ।
গুহাবাসি /সাধারন মানুষ... সাধারন ব্লগার ।
গোলাপি কবুতর / অনুপস্থিত ।
গ্রীন / ২৯ জনের একজন , বহুদিন অনুপস্থিত ।
গোফরান ডাকু / ইনার ফরটিন জেনারেশনের মধ্যে কাউকে এই পেশায় দেখা যায় নি ।
গ্রাম্যবালিকা / তাৎক্ষনিক অনুকাব্য লিখার দুর্লভ গুনের অধিকারী , চমৎকার একজন লেখিকা ।
গিট্টুমিয়া / ইনার সব কমেন্ট গিট্টুময় ।
গৃহ বন্দিনী / সুন্দর কমেন্ট করেন , কোন পোস্ট করেন নি ।
গিয়াসলিটন / অতি নিন্মমানের একজন ব্লগার , 'সামুর সাথে লেগে আছি' এই বুঝাতে দুয়েকটি অখাদ্য টাইফ পোস্ট দেয় ।
জ্ঞাতিবৈর /কট্টরপন্থী বাঙালী , লিখেন ভাল ।
ঘ
ঘর কুনো / উনার লিখায় বুঝা যায় আসলে ঘর কুনো নন ।
ঘোলাটে রংধনু /কম মন্তব্য করেন , পানও সে রকম ।
ঘুড্ডির পাইলট / চমৎকার একজন রম্য লিখিয়ে , সামুতে ভক্তেরও অভাব নাই ।
ঘুমকাতুর / প্রচুর কমেন্ট করেন ।
চ
চশমখোর / একটিভ নন ।
চাঁন মিঞা সরদার / মূলত একজন পাঠক , পোস্ট করেন কম ।
চাচামিঞা / কিচ্চু কউয়ার নাই কইয়াও ৫ বছরে পোস্ট করেছেন: ১৭টি ।
চেনা মুখ / এই চেনা মুখকে অনেকেই চিনেনা ।
চাটিকিয়াং রুমান / লিখার সর্ব সত্ত্ব সংরক্ষিত ।
চাঁপাডাঙার চান্দু / কমেন্টে সরব, লিখায় অনিয়মিত ।
চিকন আলি / খাঁটি বাংলাদেশী ।
চেয়ারম্যান০০৭ / রম্য গুরু , অসাধারন লিখেন ।ইনার লিখা পড়ে অনেকেই লুঙ্গী খুইয়েছেন ।
চারশবিশ / তবে ফোরটুয়েন্টি নন।
চাচু / আমরা ইনার ভাতিজা ।
চ।ন্দু / রিকশাও যে তেল খায় ইনি জানতেন না ।
চলতি নিয়ম / পোস্ট কম ,মন্তব্যে আগ্রহী ।
ছ
ছোটমির্জা / বড় মির্জার ছোট ভাই ।
ছোট্ট নিথী / সবাইকে আপন করে নেয়ার দুর্লভ গুনের অধিকারী , লিখেনও চমৎকার ।
ছোট্ট রাজকণ্যা / পোস্ট করেন কম , মন্তব্যও অনুরূপ ।
জ
জহুরুল ইসলাম স্ট্রীম / ভাল লিখিয়ে ।
জন রাসেল / লিখেন ভালই ।
জেবাল / ইনি কি করবেন কিছুতেই বুঝতে পারেন না ।
িনদাল / অনুপস্থিত ।
জাগারণ / প্রাপ্ত ফলাফল:`দুঃখিত, এই নামে কোন ব্লগার পাওয়া যায়নি , কয় কি?
জাফর সািদক রুমী / বছর খানিক দেখা নাই ।
জীবনকেসি / ইনি দেশকে ভালবাসেন , মানুষকেও ।
জীবন্মৃত০১ / ২ বছরে ২ পোস্ট (?)
জুল ভার্ন / সব পোস্ট ড্রাফ্ট ?
জোছনার আলো / অনুপস্থিত ।
জিয়াউল হক / সিনিয়র ব্লগার , লিখেন ভাল ।
জহির উদদীন / প্রচুর পোস্ট । ১ বছরে ৩৬৯ পোস্ট ।
জালিস মাহমুদ / স্বপন প্রিয় মানুষ ।
জর্জিস / সহজ কথার মানুষ ।
জ্বল / সার্চে প্রাপ্ত ফলাফল ৬৩ জন , ইনি তাদের একজন ।
জেনারেল তাকা / কম মন্তব্য করেন , পাওয়াও অনুরূপ ।
জোনাকি / পোকা নন, ব্লগার ।
জাহিদ গাছবাড়ী / বাড়ীর সাইন বোর্ড নয় , নিক ।
জেমস বন্ড / মুভি নয় , চমৎকার ব্লগার ।
জাতির নানা / আমরা ইনার নাতী ।
জনাব রায়হান / নিজেকে নিজে সন্মান দিয়ে কথা বলেন , অন্যদেরতো বটেই ।
জিন্নাহ্ / কায়েদে আজম নয়তো ?
জুয়েল / জুয়েল বয় ।
জন ঢাকা / কভারড বাই পিপল ?
িজপসী / আসলে যাযাবর নন।
জাহিদুল হাসান / ব্লগে অনিয়মিত।
জুন / জুন মাস ছাড়াও পোস্ট দেন ।
জ্যাক রুশো / অনিয়মিত।
জেয়ন / নতুন তবে সম্ভাবনাময় ।
জয়তি বন্দ্যোপাধ্যায় / নিজ ধর্মে প্রচুর জ্ঞ্যান ,ভাল কবিতা লিখেন ।
জামিল হাসান / সম্ভাবনাময় নতুন ।
জাতির শ্বশুর / কোন জামাইকেই ঈদের সালামী দেন না ।
জিদনী / প্রতিশ্রুতিশীল ব্লগার ।
জাফরিন / বানানের বেলায় যত্নশীল চমৎকার একজন ব্লগার ।
জাগরূ৪৯ / অনিয়মিত ।
জামান তালুকদার / নতুন , এখনো কোন পোস্ট করেন নি ।
ট
টিভি পাগলা / সম্ভবত বিটিভির কথা বলেছেন ।
টুনা / অনিয়মিত ।
টি-ভাইরাস / এনটি ভাইরাস নয় ।
টুকিঝা / চমৎকার , সম্ভাবনাময় লেখিকা ।
টিকলু / অনিয়মিত ।
টিনটিন` / মুভি প্রিয় চমৎকার একজন ব্লগার ।
টুকরো কাগজ / সুন্দর লিখেন এই নতুন ।
ঠ
ঠোঁট কাটা বন্ধু / এত দিনে সবাই উনার দুশমনে কনভার্ট হয়ে গেছেন ।
ঠানডুমিঞা / এই ঠাণ্ডায় ঠানডু হওয়ারই কথা ।
ড
ডেজা-ভু / জেনারেলের পর হাওয়া ।
ডিগবাজি / স্বপ্ন নিয়েই সুখী ।
ডাইনোসর / অতিকায় প্রানি নয় , ব্লগার ।
ডজ / ইনিকি সবাইকে ডজ দেন ?
ডিসোল্ডারিং পাম্প / সাড়ে ৪ বছরে ১৮ টি মন্তব্য করেছেন , আমি ভাগ্যবান ।
ডানাহীন /৩ মাসে ১৪ পোস্টেই প্রতিভার সাক্ষর রেখেছেন প্রতিশ্রুতিশীল এই গদ্য কবি ,পদ্যও লিখেন চমৎকার ।
ঢ
ঢাকাবাসী / প্রকৃতি প্রেমী ।
ঢেঁড়স- দা লেডিস ফিঙ্গার / কমেন্টে সরব, লিখেন ভাল এই সম্ভাবনাময় নতুন ।
ত
তাইয়িব / প্রচুর পোস্ট , ২ বছরে ৩৮৭ টি ,লিখেন ভাল ।
তানভীরসজিব / সুন্দর লিখেন , ভাল কবিও ।
তাসরীফ / অনিয়মিত ।
ত্রাতুল / অনিয়মিত ।
তামজীদ / অনিয়মিত ।
তাসনিয়া / অনিয়মিত ।
তামিম ইবনে আমান / চমৎকার ও নিয়মিত ব্লগার ।
তাসিম / ভালই লিখেন ।
তিতাস একটি নদীর নাম / প্রচুর জানাশোনা একজন ভাল লিখক ।
তাসজিদ / নতুন , লিখেন ভাল ।
ত্রিশোনকু / মনে হয় সাইকেল নিয়ে ব্যস্ত ।
তন্ময়০১৩ / ১ পোস্টেই ক্লান্ত ।
তন্ময় ফেরদৌস / বছরের প্রথম সটীকি পোস্টের লিখক । সুন্দর লিখেন ।
তানভীর চৌধুরী পিয়েল / একটা বিশেষ দল বিরোধী , লিখেন ভাল ।
তিক্তভাষী / প্রচুর মন্তব্য করেন , লিখেনও সুন্দর ।
দ
দাঁড়িপাল্লা /মনে হয় বিতর্কিত পোস্টের কারনে ব্যান ।
দূরের মানুষ / অনিয়মিত ।
দস্যু ঘচাং ফু / অনিয়মিত ।
দেশের পোলাপাইন / দেশের পোলাপাইন সব একসাথে ব্লগায় না , ইনি একাই এই নিক । লিখেন ভাল ।
দ্বৈত আত্মা / অনিয়মিত ।
দি সুফি / পোস্ট কম দিলেও কমেন্টে সরব ।
দিকভ্রান্ত*পথিক / ইনি পথ ভুলে সামুতে চলে এসেছেন , ভাল লিখক ।
দোলাভাই / একদম নতুন , ফান করার চেষ্টা করেন ।
দূর দ্বীপবাসীণি /একজন পরিচ্ছন্ন নতুন ব্লগার , চমৎকার বিষয় সামুতে শেয়ার করেন ।
দেশটা অস্থির / নতুন , ভাল করবেন ।
ধ
ধৈঞ্চা /পোস্তে অনিয়মিত, কমেন্টে সরব ।
ধরণীর অতিথি / এই অতিথি আমার ব্লগেও বার বার অতিথি ।
ন
নীল ভোমরা / অনিয়মিত । ইনি আমার লিখার প্রথম মন্তব্যকারী ।
নাফাজি / চমৎকার একজন লিখক ।
নষ্ট কবি / অনিয়মিত ।
নষ্ট ছেলে / সব লিখা ড্রাফ্ট ।
নতুন রাজ ২০১০ / অনিয়মিত ।
নীড় ~ / সব লিখা ড্রাফ্ট ।
নাবিদ সালমান / অনিয়মিত ।
নিঃসংগ যোদ্ধা / অনিয়মিত ।
নীল_পদ্ম / অনিয়মিত ।
নন্দনপুরী / অনিয়মিত ।
নাইটফল / অনিয়মিত ।
নাদিয়া জামান / চমৎকার গল্প লিখেন , কবিতাও ।
নিঃসঙ্গ নিশাচর / অনিয়মিত ।
নিরবতা / পোস্টে সরব । কমেন্ট করেন কম , প্রাপ্তিও সমান ।
নীল ফিউজিটিভ / অনিয়মিত ।
নিশি কথক / সুন্দর লিখেন ।
নিষ্কর্মা / উনি যে নিষ্কর্মা এটা উনার ব্লগার পরিসংখান বলেনা ।২ বছরে ৬৬১ পোস্ট ।
ন্যায় পথিক / ন্যায় পথিক হলে বুঝি ৩ বছরে মাত্র ২৯ পোস্ট দিতে হবে ?
নভোচারী / সম্ভবত মঙ্গলে আছেন , তাই অনিয়মিত ।
নির্বাসিত আমি / এখন নির্বাসনে , তাই অনিয়মিত ।
নিমচাঁদ / ৪ বছরে ১৩ পোস্টেই ক্লান্ত । কমেন্টে সরব ।
নতুন / সারচিং দিয়ে মাত্র ১০০ জন পেয়েছি ।অনেক সিনিয়র ব্লগে বয়স ৭ বছর ।
নূরুল হুদা (শান্ত / ৮ মাস ৯৮ পোস্ট , চমৎকার ।
নিরপেক্ষ মানুষ / লিখায়ও নিরপেক্ষ ।
নষ্টালজিয়া / ৪ বছরে ৯ পোস্ট , কথা হইল ।
নগত টাকা / ইনার প্রায় লিখাই নিজ দায়িত্তে পড়তে হয় ।
নক্শী কাঁথার মাঠ / সুন্দর শেয়ারে সচেষ্ট ।
নিয়েল ( হিমু ) / সামুর মতিগতি বুঝা দায় , কখন খগর নামে তাই বিকল্প নিক খুলে রেখেছেন । ভাল লিখক ।
নুর ফ্য়জুর রেজা / ব্লগে নিয়মিত সময় দিতে পারছেন না ।
নয়ন 10 / অনিয়মিত ।
নাফীস কাজী / সব লুলদের ভাই ।
নিশ্চুপ শরিফ / আসলে নিশ্চুপ নন ।
নীলঞ্জন / নিকের সাথে প্রপিকের চমৎকার সমন্বয় । লিখেন ভাল ।
িনলু / আছেন না গেছেন বোঝা যাচ্ছে না ।
নীল কষ্ট / কষ্টে আছেন , ৪ বছরে ১ পোস্ট !
নউমি / পাখির মত থাকতে ছাওয়া এই নতুন চমৎকার লিখেন ।
নক্ষত্রপথ / পোস্ট কম, লিখেন ভাল ।
নীলপথিক / এই বাউন্ডুলে পরিব্রাজক চমৎকার লিখেন ।
নীলকণ্ঠী / ভ্রমন প্রিয় সম্ভাবনাময় নতুন ।
নেক্সাস / এত দিনেও চায়ের পেয়ালাটা ভর্তি করতে পারলেন না । লিখেন চমৎকার ।
নস্টালজিক / অসাধারন কবিতা লিখেন , সাহিত্যেও অতি চমৎকার ।
নীলফরিং / সুন্দর কবিতা লিখেন এই ফরিং ।
নুসরাতসুলতানা / নতুন , লিখেন সুন্দর ।
প
পথে-প্রান্তরে / সামুর পথে-প্রান্তরে থাকার চেষ্টায় আছেন ।
পোকা / ইনি বইএর পোকার মত সামুর পোকা ।
পরিযায়ী / অনিয়মিত ।
প্রতিবাদীকন্ঠ০০৭ / ইনার লিখা চিন্তার খোরাক যোগায় ।
প্রিন্স অফ ব-দ্বীপ / আপাতত অনিয়মিত ।
প্রদীপ মিত্র / পরামর্শ মূলক অনেক পোস্ট দিয়েছেন ।
পাস্ট পারফেক্ট / কয়েক মাস অনিয়মিত ।
পুচকে ফড়িং / ভালোই লিখেন !
প্রকৌশলী আতিক / ইঞ্জিনিয়ার সাহেব চমৎকার এক ছবি পোস্ট দিয়েছিলেন , লিখেনও ভাল ।
েপচাইললা / লিখা েপচাইললা নয় ।
পয়গম্বর / ইনি কোন পয়গম্বর ?
পাখির মতো মন / মানুষের মত নয় কেন ?
প্রকৌশলী মোঃ জুলফিকার আলী জুয়েল / অনিয়মিত ।
পিওর গাধা / মোটেও ঠিক নয় । জলজ্যান্ত সামুয়ান ।
পািতকাক / পোস্ট কম লিখেন ভাল ।
পিপাসার্ত / সামুতে জলপান করতে এসেছেন ।
পাওয়া যায়নি / তবে ইনাকে সামুতে পাওয়া গেছে ।
পাইলট ভয়েচ / নতুন , মন্তব্য করেন কম , লিখা খারাপ নয় ।
পালের গোদা / শেষ পোস্ট ইংরেজিতে লিখেছেন , ভালই ।
প্রশাসন / উনাকে পাওয়া যায়নি ।
প্রণব রায় / নিরীহ কথক ।
পানকৌড়ি / নতুন , সুন্দর শেয়ার করেন ।
পিচ্ছি ছেলে / ব্লগেও পিচ্চি ।
পুংটা / উনার কমেন্ট অনেকের কাছে বিরক্তিকর ।
পাড়ার মেঝ ভাই / ব্লগে বড় ভাই হতে চান ।
পরিবেশ বন্ধু / আসাধারন লিখেন ।
প্রিন্স হেক্টর / ১ মাসেই ব্যাপক পরিচিত ।
পেন্সিল চোর / মজার কমেন্ট করেন ।
পুরান ঢাকাইয়া / অনিয়মিত ।
প্রিয়তমেষূ / শখের মোবাইল ফটোগ্রাফার , লিখেনও চমৎকার ।
প্রেয়সী / সম্ভাবনাময় , গানপাগল নতুন ব্লগার , লিখেন ভাল , ১১ টি মন্তব্যের ১ টি আমি পেয়েছি ।
ফ
ফারহান আহমেদ / দীর্ঘ বিরতিতে পোস্ট দেন ।
ফারহারোজ / অনিয়মিত ।
ফয়সাল তূর্য / অনিয়মিত ।
ফিরোজ-২ / অনিয়মিত ।
ফয়সাল_চট্টগ্রাম / প্রচুর সাহায্য মূলক পোস্ট করেছেন ।
ফটো পাগল / সক্রিয় ব্লগার ।
ফয়সাল০০০০ / দীর্ঘ দিন অনুপস্থিত ।
ফাটা বাশঁ / সরব ব্লগার ।
ফারাহ দিবা জামান / উনার পোস্টগুলি মানবিক । কবিতাও লিখেন চমৎকার ।
ফুরব / সক্রিয় , নতুন ।
ফাহিম আহমদ /অলওয়েজ একটিভ , সুন্দর লিখেন ।
ফারজানা শিরিন / সপ্তাহ বয়সী এই ব্লগার চমৎকার লিখেন , বিশ্লেষণী ক্ষমতা অসাধারন ।
ব
বদরুল খান / ক্রিয়েটিভ , পোস্ট কম ।
বল্টু মিয়া / স্ক্রুর সন্ধানে তাই অনিয়মিত ।
বিষন্ন পথিক / কম পোস্ট ।
বিনলাদিন / অনিয়মিত ।
"বৃষ্টির কান্না" / অনিয়মিত ।
বুমবুম / ইনিও ব্লগ লিখতে পারেন........
ব্লগ ৪১৬ / পোস্ট কম ।
বাবলু বাবলু / অতি সাধারন ।
বটতলার টারজান / অরণ্যের নির্ভীক যাত্রী ভাল লিখেন ।
বুবলা / পোস্টে অনীহা ।
বাল্মীকি / পোস্ট করেছেন: ০টি ব্লগ লিখেছেন: ৩ বছর ৬ ঘন্টা ।
ব্ল্যাক নাইট / অনিয়মিত ।
বাবু>বাবুয়া>বাবুই / চমৎকার লিখেন ।
বাদশা নামদার / মাস তিনেক ব্লগে দেখা যাচ্ছে না ।
বিডি আমিনুর / সম্ভাবনাময় নতুন , সুন্দর লিখেন । অল্পদিনে ভালই পরিচিতি পেয়েছেন ।
বোকা সোকা / ততটা সরব নন ।
বাংলাদেশ জিন্দাবাদ / সুপার একটিভ ব্লগার , লিখেনও চমৎকার ।
বিকল্প ধারা / একটিভ , অন্যকে খোচাইতে ইনার ভালো লাগে ।
বল্গার / নিষ্ক্রিয় ।
বাসকপাতা / ল্যাপটপ কিনতে গিয়ে আর ফিরেন নি ।
বাউন্ডুলে রুবেল / ৪ মাস অনুপস্থিত ।
বংশী নদীর পাড়ে / সক্রিয় ব্লগার ।
বাঁদর+তুমি=বাঁদরামী / পাওয়া যায় নি ।
বিপ্লব কান্তি / প্রচুর কমেন্ট করেছেন ।
বিদ্রোহী ভাস্কর / অসাধারন লিখেন । নীলিমা উপাখ্যানও চমৎকার ।
বাহাদুর বাপ্পী /১ বছরে ৪ টি পোস্ট দিয়েছেন ।
বাঁশ বৃক্ষ / বাঁশও যে বৃক্ষ আগে জানতাম না , জানতাম ঘাস । অনিয়মিত ।
বিদ্রোহী ভৃগু / অসাধারন লিখেন এই সিনিয়র ।
বলদ বাবা / ১ বছরে মাত্র ৪ টি পোস্ট করেছেন ।
বিকারগ্রস্থ মস্তিস্ক / অতি নগন্য এক চিজ , লিখেন ভাল ।
বিডি আমিনুর / অল্প দিনে বেশ পরিচিত , কমেন্ট করেন প্রচুর, লিখেন ভাল ।
ব্রক্ষ্মপূত্র / সুন্দর প্যারডি লিখেন ।
ভ
ভেনিস / মাঝে মাঝে দুয়েকটা কমেন্ট করে হাওয়া হয়ে যান । সেকেন্ড ব্লগার ইন সামু , যাদের আমি ছিনি ।
ভািটবাংলা / খুব ভাল লিখেন ।
ভুদাই / প্রচুর পোস্ট , লিখার মানও ভাল ।
ভীরু / আমার কাছে ইনাকে ভিরু বলে মনে হয়নি ।
ভারসাম্য / প্রথম দিক থেকেই আমার সুহৃদ ।
ভদ্র পোলা / অভদ্র কিছু পাইনি ।
ভজঘট / অনিয়মিত ।
ভুলোমন / ভুলে কোন পোস্টই করেননি ।
ভিয়েনাস / চমৎকার লিখেন , সাথে ছবিও দেন প্রাসঙ্গিক ।
ম
মেজর জেনারেল / অনিয়মিত নতুন ।
মনির১০ / অনিয়মিত ।
িমরর / ইনিও ল্যাপটপ কিনতে গিয়ে আর ফিরেন নি ।
মুক্ত ধারা /অনিয়মিত, প্রযুক্তিবিদ ।
মোস্তাফিক / অনিয়মিত ।
মারুফ৫৭১ / ৪ বছরে মাত্র ২ পোস্ট ।
মোঃ সাদেকুর রহমান / হুবহু একই নামে ৩ জন , ইনি কোন জন সনাক্ত করা যায়নি ।
মিজভী বাপ্পা / যুদ্বে পরাজিত এই ব্যর্থ সৈনিক লিখেন ভাল ।
েমাঃ_হাসান_আিরফ / মন্তব্যে অনিহা , লিখেন সুন্দর !
মুখপোড়া / সত্যি বলা সহজ মানুষ , লিখক হিসেবে ভাল ।
মিন্ট / অ্যান্ড্রয়েডের ভক্ত , অনিয়মিত ।
মারভিন / ১৮ + ভক্ত এক অন্যরকম মানুষ।
মানবী / একসময় সামুতে ঝড় তুলেচিলেন , এখন অনিয়মিত ।
মাহিরাহি / ব্লগ লিখেছেন: সঠিক তথ্য নেই , পোস্ট করেছেন প্রচুর ।
মুক্তকণ্ঠ / ইনি আপনারে ছাড়া করেন না কাহারে কুর্নিশ. সুন্দর লিখেন ।
মোঃ নাছির উদ্দিন / অনিয়মিত ।
মেেহদী১০ / এই বোকা মানুষটি একজন মৌলিক লিখক ।
মাধুকরী / পরিচিতি কম , লিখেন ভালই ।
মাইনাস এইটিন_পন্ডিত / আজীবনই কি মাইনাস এইটিন থাকবেন ?
মোহাম্মদ সাজ্জাদ হোসেন / পাওয়া যায় নি ।
মেঘলা আকাশ ও বিষন্ন মন / সব লিখাই চমৎকার ও মৌলিক ।
মুরুববী / শুধুই মন্তব্যকারী , ৪ বছরেও কোন পোস্ট দেননি ।
মোঃ তৈমুর রেজা /অনিয়মিত , ইনিও ল্যাপটপ কিনতে গিয়ে আর ফিরেন নি ।
মিলটন / সুন্দর লিখেন ।
মুনযুর-ই-মুর্শিদ / কয়েক মাস অনিয়মিত , লিখতেন ভালই ।
মতিউর রহমান মিঠু / মন্তব্য কম করলেও পোস্ট প্রচুর , লিখেনও ভাল ।
মেঘনা পাড়ের ছাওয়াল /ছাওয়াল এর প্রপিকে দেখি পিচ্চি মেয়ের ছবি । লিখেন ভাল ।
মো আব্দুল করিম /অনিয়মিত ।
মাইন রানা / পরিবেশ বান্ধব অনেক ভাল ভাল পোস্ট করেছেন ।
মদন / ৩৫ জনের মধ্যে ইনি সব চেয়ে সিনিয়র । পোস্ট করেছেন: ৫৩০টি
মন্তব্য করেছেন: ১৩২৫৩টি,মন্তব্য পেয়েছেন: ৬৫৪৩টি,ব্লগ লিখেছেন: ৬ বছর ৬ মাস, ব্লগটি মোট ১৬০০৭১ বার দেখা হয়েছে
মৃগয়া / অনিয়মিত ।
মুহাম্মদ ফয়সল /কম পরিচিত একজন চমৎকার লিখক ।
মনুমনু / অনেক পুরাতন ব্লগার , লিখেন ভাল ।
মিঠাপুর /৩১ শে অক্টোবর, ২০১১ রাত ১:৪৯ পর্যন্ত পোস্ট করেছেন: ১০০টি । মনে হয় একটু জিরিয়ে নিচ্ছেন ।
মাহবুবুল আলম ফায়সাল / অনিয়মিত ।
মুহসিন / ভাল কবিতা লিখেন , তবে পরিচিতি কম ।
মওদুদ মোমেন মিঠু / মন্তব্য করেছেন: ৩৫৯টি,মন্তব্য পেয়েছেন: ৪৩৯টি ,ব্লগ লিখেছেন: ২ বছর ২ মাস
মেয়র / অনিয়মিত ।
মোহাইমিনুল ইসলাম বাঁধন / পোস্ট দেন অনিয়মিত ।
মাকিন / অনিয়মিত ।
মামুন মুনতাসীর০০০ / অনিয়মিত ।
মতামত চাই / কম মতব্য করেন , পেয়েছেনও কম ।
মাহ্মুদুল হক মুন্সি / ভালই লিখেন ।
মেঘরোদ্দুর / সম্ভাবনাময় নতুন ।
ম. হাসান / ব্লগ লিখেছেন: ২ বছর ৯ মাসে কোন পোস্ট করেন নি ।
েমা আশরাফুল আলম / অনিয়মিত ।
মামুন হতভাগা / জনপ্রিয় এই ব্লগার চমৎকার লিখেন ।
মুহাই / কোন পোস্ট করেন নি ।
মিঠেল রোদ / অসাধারন কাব্য প্রতিভা ।
মাথা ঠান্ডা / অনিয়মিত , সুন্দর লিখেন ।
মোঃ হেলাল উদ্দিন / একই নিকে ৩ জন , শনাক্ত করতে পারিনি ।
মুসা ভাই / কম পোস্ট , কম মন্তব্য ।
মারুফ৫৭১ / অনিয়মিত ।
মাহমুদ হাসানাত / পোস্ট করেছেন: ৭৮টি,মন্তব্য করেছেন: ৭৮টি । লিখেন ভাল ।
মাহমুদুল হাসান কায়রো / একজন সেলিব্রেটি ব্লগার , লিখেন অসাধারন ।
মাক্স / ব্যপক পরিচিত , অসাধারন লিখনিশক্তিধর , উদীয়মান সেলিব্রেটি ব্লগার ।
মোঃ আব্দুস সালাম / যখন আমি কোন সমস্যায় পড়েন তখনি এখানে লিখেন ।
মাহবু১৫৪ / সুপার একটিভ ব্লগার , পোস্ট করেছেন: ৫৪৫টি, ব্লগ লিখেছেন: ৩ বছর ৩ সপ্তাহ ।
মাস্টার / সামুতে দেখি ৪৫ জন মাস্টার আছেন ! এক পোস্ট দেখা যাচ্ছে ,বাকি সব ড্রাফ্ট ।
মেহেদী হাসান মানিক / অল্প সময়ে ব্যপক পরিচিত এই ব্লগার খুব ভাল লিখেন ।
মনাপাগলা৪২০ / মাত্র ৪ পোস্ট , সুন্দর রম্য লিখেন ।
েমঘবালকিস / কম পোস্ট করেন , লিখেন ভাল ।
মন মরা / সুন্দর লিখেন ।
মোঃ হারুন অর রশিদ (অমি) / সুন্দর কবিতা লিখেন ।
মুেমরমানুষ / আমার নিকটির সঠিক বানান "মোমেরমানুষ" । অনেক পোস্ট করেছেন ।
মাহী ফ্লোরা / ব্যপক পরিচিত এক জন সেলিব্রেটি ব্লগার , অসাধারন লিখেন ।
মোঃ সাইদুল ইসলাম মিলন / সম্ভাবনাময় নতুন ।
মারস সোহেল / নতুন , পোস্টও কম ।
ম্যাভেরিক / মাস চারেক নাই ।
মনসুর খালিদ / অনিয়মিত ।
মাননীয় মন্ত্রী মহোদয় / সুন্দর লিখেন এই নতুন ব্লগার ।
মেংগো পিপোল / চমৎকার শিরনামে সুন্দর পোস্ট দেন ।
ম্রিয়মাণ / মন্তব্য করেছেন: ৭৪টি , মন্তব্য পেয়েছেন: ৮২টি ।
মনে নাই / চমৎকার লিখেন , মন্তব্য করার কথা ঠিকই মনে থাকে , প্রচুর কমেন্ট করেন ।
মনিরুজ্জামান স্বপন / নতুন , লিখেন ভাল ।
মেহেরুন / চমৎকার লিখেন এই সিস ।
মারুফ মুকতাদীর / সম্ভাবনাময় নতুন ।
মাহমুদ_০০৭ / পোস্ট : ০টি,মন্তব্য : ০টি,মন্তব্য : ০টি, লিখেছেন: ২ বছর ৩ দিন, ব্লগটি মোট ০ বার দেখা হয়েছে
মোঃ মাহ্ফুজুর রহমান / নতুন , কোন পোস্ট করেন নি ।
মোহাম্মদ সাজ্জাদ হোসেন / ভাল লিখেন ।
মঈনউদ্দিন / অনিয়মিত ।
মামুন৬৫৩ / ভালই লিখেন এই সুপরিচিত ব্লগার ।
ম্যানিলা নিশি / সুন্দর লিখেন এই সিস নিশি রহমান ম্যানিলা ।
মনিরা সুলতানা / লেখা সুখপাঠ্য , ছবি ব্লগও দিয়েছেন চমৎকার ।
মোঃ কবির হোসেন / চমৎকার ছোট গল্প লিখেন ।
মুক্তবন্দী / নতুন ।
য
যাযাব৮৪ / পোস্ট কম করলেও ভাল লিখেন ।
যাযাবর৮১ / অসাধারন কবিতা লিখেন , সাথে ছবিও দেন সুন্দর , প্রাসঙ্গিক ।
যুবায়ের / অসাধারন লিখেন , আগামীতে আর ভাল করবেন লিখায় এই ইঙ্গিত পাওয়া যায় ।
যক্ষা_রোগী / নতুন ,সুন্দর লিখেন ।
র
রূপকথার রাজকন্যা / মৌলিক বিষয়ে অসাধারন লিখেন ।
রকিবুল আলম / অনিয়মিত ।
রিয়াজ৩৬ / অনিয়মিত ।
রাফি১৯৭১ / অনিয়মিত ।
রোজলীন / এক সময়ের বিতর্কিত , বর্তমানে অনিয়মিত ।
রুদ্রপ্রতাপ / অনিয়মিত ।
রথি / অনিয়মিত ।
রিফাত হোসেন / পুরনো ও জনপ্রিয় ,পোস্ট করেছেন: ১০৫৩টি, লিখেনও সুন্দর ।
রোকসানা লেইস / কবিতা লিখেন চমৎকার , গদ্যও ।
িরফাতঅআ / তেমন পরিচিত নন তবে লিখেন ভাল ।
রত্ন / অনিয়মিত ।
রেজোওয়ানা / অসাধারণ লিখনি শক্তির অধিকারী একজন সেলিব্রেটি ব্লগার ।
রাইসুল জুহালা / অনিয়মিত ।
েরজাউল ফারুক / কম পরিচিত, লিখেন ভাল ।
রফিকুজজামান লিটন / আমার এই মিতা লিখেন চমৎকার ।
রবিন-৭৭ / ভাল লিখেন ।
রাজদরবার / ?
রুদ্রপ্রতাপ / অনিয়মিত ।
রাহীম / প্রবাসী , লিখেন ভাল ।
রাতুল_শাহ / ভাল মানের একজন লিখক ।
রাকীবের প্রেতবান্ধবসকল / অনিয়মিত ।
রিয়া হাবিব / চমৎকার একজন কবি ।
রাতুল রেজা / অনিয়মিত ।
রইসউদ্দিন গায়েন / সুন্দর লিখেন , কবিতাও চমৎকার ।
রোমান সৈনিক / নতুন নিকে এসেছেন ।
রয়েল বেঙ্গল টাইগার / প্রপিকে দেখি এক বাঘিনীর ছবি , লিখেন ভাল ।
রবিনহুড / লিখেন ভাল , মন্তব্য করেছেন প্রচুর ।
রাজীব নুর /একটিভ ব্লগার । পোস্ট করেছেন: ৬৮১টি,মন্তব্য করেছেন: ৯৫০টি,মন্তব্য পেয়েছেন: ২৪৯৬টি
রোড সাইড হিরো / মন্তব্য পেয়েছেন কম , লিখেন ভাল ।
রিমন০০৭ / সক্রিয় , লিখেন ভাল ।
রাহিক / প্রচুর পোস্ট করেছেন ।
রুচি / সুন্দর লিখেন ।
রোেক্য়া ইসলাম / চমৎকার কবিতা লিখেন , গদ্যও ।
রাফা / প্রচুর পোস্ট করেছেন এই প্রবাসী । ভালই লিখেন ।
রিমন রনবীর / পোস্ট কম হলেও মন্তব্য করেছেন অনেক ।
ল
লাভ ভাই / লাভ , লস দুটোই বুঝেন ,লিখেন ভালই ।
লাইলী আরজুমান খানম লায়লা / সুন্দর লিখেন ।
লিন্কিন পার্ক / চমৎকার একজন ব্লগার ।
লজিক মানুষ / লিখাও লজিকাল ।
লিঙ্কনহুসাইন / কবিতা লিখার ট্রাই মেরে সফল , গদ্যও চমৎকার লিখেন ।
লুকার / প্রচুর মন্তব্য করেছেন , লিখেন ভাল ।
লজ্জাবতী / পোস্ট করেছেন: ০টি ,ব্লগ লিখেছেন: ২ বছর ৩ মাস (?)
লেখোয়াড় / চমৎকার কবিতা লিখেন ।
লেখাজোকা শামীম / অসাধারন লিখেন এই সব্যসাচি ।
লাবনী আক্তার / কৌতুক প্রিয় , ভাল ফান পোস্ট দেন ।
লোনলিফাইটার / পোস্ট দিয়ে আগের মত নাকি মজা পান না । আগেও পাশে ছিলেন , এখনো পাই ।
শ
শ।মসীর / ভ্রমনপ্রিয় ,সক্রিয় ।পোস্ট ২৮০টি,মন্তব্য ১৬৫২৬টি,পেয়েছেন: ১৮৩২৬টি, লিখেছেন: ৬ বছর ১০ মাস ব্লগটি ২১৫৪১৬ বার দেখা হয়েছে
শুধু প্যচাল / অনিয়মিত ।
শিস্তালি / কম পোস্ট ।
শিপু ভাই / মানবিক কর্মে সক্রিয় ,ব্যাপক পরিচিত এক জন সেলিব্রেটি । লিখেনও দারুন ।
শুভ পাটগ্রাম / মন্তব্য করেছেন: ০টি,তাইলে আমার ব্লগে কিড়া মন্তব্য করলো ?
শরিফ নজমুল / প্রচুর পোস্ট করেন ।
শিক কাবাব / অসাধারন লিখেন ।
শার্লক / এপোলো হসপিটাল থেকে মনেহয় এখনো ফিরেন নি ।
শামসুদ্দিন / মজার ছবি পোস্ট দিয়েছেন , লিখাও ভাল ।
শামীম 776 / মজার পোস্ট দেন ।
শহুরে আগন্তুক / নতুন এই আগন্তুক সম্ভাবনাময় বটে ।
শফিউল আলম চৌধূরী / প্রচুর পোস্ট করেছেন এই চমৎকার লিখক ।
েশখসাদী / মন্তব্যে অনিহা , ধর্মীয় বিষয় নিয়ে ভাল লিখেন ।
শোভন এক্স / এক বছর অনুপস্থিত ।
শয়তান হন্তারক / বিদেশি শোষক দের নিয়ে চমৎকার এক সিকুয়াল লিখেছিলেন , ভাল লিখেন ।
শাপতাহিন / লিখেন ভালই ।
শায়মা / ব্লগে অলওয়েজ একটিভ অসাধারন একজন লেখিকা ।
শার্লক হোমস্ / সুন্দর লিখেন ।
শোশমিতা / ব্যপক জনপ্রিয় এই লেখিকা চমৎকার লিখেন , ১০০ তম পোস্টের পর একটু জিরিয়ে নিচ্ছেন ।
শ্রাবণ জল / চমৎকার একজন কবি । গদ্যও লিখেন ভাল ।
শাকিলা জান্নাত / চমৎকার একজন লেখিকা ।
শহুরে মানুষ / ১ বছরে ৩ পোস্ট , মন্তব্যও কম ।
শূন্য পথিক / সুন্দর পোস্ট করেন , মন্তব্যে সরব ।
স
সাইফুল্লাহ / মন্তব্য করেছেন: ০টি , আজিব !
সুঘ্রাণআবদুলকােদর / পোস্ট কম ।
স্বপ্ন কথক ২০৩০ / ব্যান কিনা বুঝা যাচ্ছে না ।
স্বপ্নবিলাসী আমি / ভাল লিখতেন , এখন অনিয়মিত ।
সৈয়দ মোহাম্মদ আলী কিবর / অনেক পোস্ট করেছেন , লিখেনও ভাল ।
স্বাধীন ভাবুক / অনিয়মিত ।
সাইমনরকস / পোস্ট কম ।
সোজা সাপটা / সুন্দর লিখতেন ।
সায়েম মুরাদ / ক্যামেরা কিনতে গিয়ে ফিরেন নি ।
স্বার্থত্তা / কোন পোস্ট করেন নি ।
স্বপ্নকথন / অনিয়মিত ।
সেজুঁতি ইসলাম / অনিয়মিত পোস্ট দেন ।
সকাল ও সারিকা / পোস্ট কম হলেও লিখেন ভাল ।
স্বাধীকার / অসাধারন লিখেন , কয়েক মাস লিখছেন না ।
স্মৃতির নদীগুলো এলোমেলো.. /সব লিখা মনে হয় ড্রাফ্ট ।
সািকল খান / আমার মনে হয় ইনি সামুর সর্বাধিক পোস্ট দাতা ।পোস্ট করেছেন: ১২৩৪টি ।
সাইদুর রহমান মুন্না / অনেক পোস্ট , লিখেনও ভাল ।
সোহরাব সুমন / চমৎকার একজন কবি , ভাল লিখকও ।
সীমানা ছাড়িয়ে / পোস্ট করেন কম , লিখেন ভাল ।
সাহাদাত / সুন্দর লিখেন ।
সবখানে সবাই আছে / অনিয়মিত ।
সোহান মুরাদ / সার্চে ইনাকে পাওয়া যায় নি ।
স।ললু ম।ম। / দেড় বছরে ১ পোস্ট , তাও ইংরেজি,মন্তব্য করেছেন: ৬টি ।
সুদীপ্ত কর / খুব ভাল লিখেন ।
েসাহাগ২৫কগগ / অনিয়মিত ।
সত্যান্বেষী / নিয়মিত নন ।
সৌম্য / পরিভ্রাজক , লিখেন ফাটাফাটি ।
সাত সাগেরর মাঝি / কমেন্টে সরব , লিখেনও সুন্দর ।
সাাজ্জাাদ / ব্যস্ত মানুষ , ভাল লিখেন ।
সৈয়দ মোজাদ্দাদ আল হাসানাত / মন্তব্য করেন কম , লিখেন ভাল ।
স্বাধীনতার বার্তা / পোস্ট কম করেন ।
সায়েদ তানজিদ / প্রাপ্ত ফলাফল:দুঃখিত, এই নামে কোন ব্লগার পাওয়া যায়নি ।
সবুজ সাথী / পোস্ট করেছেন: ১০টি,লিখেছেন: ৫ বছর ২ মাস ।
সাব্বির ০০৭ / ১১ মাসেই জানান দিয়েছেন , ইনাকে দিয়ে হবে ।
সাদা মনের মানুষ / প্রচুর পোস্ট করেছেন পরিভ্রাজক এই ব্লগার ।
সর্ব / মন্তব্য করেন না বললেই চলে ।
সাকিন উল আলম ইভান / ব্যপক পরিচিত চমৎকার একজন লিখক ।
সিলেটি জামান / কমেন্ট পেয়েছেন কম । লিখার মান ভাল ।
সুখী পাগলা / নিয়মিত নন ।
সুজন পাল / সুন্দর পাঁচমিশালি পোস্টের সমাহার ঘটিয়েছেন ।
ৈসকত ইসলাম / পোস্টে নিরব , মন্তব্যে সরব ।
সব মনে থাকে / সম্ভামনাময় নতুন ।
স্কর্পিওন / সদ্য জেনারেল ।
স্বপ্নরাজ্য / ভাল লিখার চেষ্টায় আছেন ।
সেলিব্রেটি ব্লগার / ইনি স্বঘোষিত , লিখেন ভাল ।
সাজাপ্রাপ্ত পলাতক আসামি / পোস্ট , কমেন্ট কম দেখেই ইনার নিকের সত্যতা পাওয়া যায় ।
সালমাহ্যাপী / মালয়শিয়া ভ্রমনেও সামুকে ভুলতে পারেন নি , লিখেন চমৎকার ।
সোনালী ডানার চিল / কবিতা কোম্পানী (প্রাঃ) লিমিটেড , চমৎকার কবিতা লিখেন ।
স্বপনবাজ / মন্তব্যে অকৃপণ , সম্ভাবনাময় নতুন ।
সুখী চোর / সরব ব্লগার ।
সায়েদ রিয়াদ / দুই দফায় অনড় এই ব্লগার লিখেন ভাল ।
স্পাইসিস্পাই001 / ৯ পোস্টেই সামুতে ভাল লিখক দের সাথে জায়গা করে নিয়েছেন
স্পার্ক / সম্ভাবনাময় নতুন ।
সামাজিক জোছনা / পোস্ট করা একটি কবিতাই এই নতুনের সম্ভাবনার কথা বলে দেয় ।
সোমহেপি / গল্পচ্চলে অসাধারন লিখেন ।
সেলিম আনোয়ার / বিশাল কাব্য প্রতিভা, গদ্যেও অসাধারন , আমার বরাবরের সুহৃদ ।
স্তব্ধতা' / পাচ্ছিনা ।
সবুজ মহান / নতুন , চিন্তাশিল লেখক ।
সালমা শারমিন / বিশাল কাব্য প্রতিভা , গদ্যও চমৎকার লিখেন ।
সপ্নাতুর আহসান / সুন্দর গল্প লিখেন এই খেয়ালী মনের ব্লগার ।
সান্তনু অাহেমদ / ভাল গদ্য লিখেন , পদ্যও চমৎকার ।
সুস্মিতা শ্যামা / সাহিত্যে ভাল জ্ঞ্যান রাখেন , চমৎকার লিখেন , কবিতায়ও অসাধারন ।
সিডির দোকান / এক কমেন্টকে উনি ট্রেড মার্কের মত ব্যবহার করেন , লিখেন ভাল ।
সানড্যান্স / গদ্য , পদ্য মিলিয়ে সুন্দর লিখেন ।
স্বপ্নবিলাসী আমি / চমৎকার একজন লিখক , কয়েক মাস লিখছেন না ।
হ
হেডস্যার / অন্যকে উৎসাহ দানে প্রচুর কমেন্ট করেন , লিখেনও চমৎকার ।
হৃদয়হীনা / অনিয়মিত ।
হৃদয়হীনবালক / অনিয়মিত ।
হাসান কালবৈশাখী / অসাধারন লিখেন ।
হা...হা...হা.. / একজন সেলিব্রেটি ব্লগার ,ইনার ব্লগটি মোট ৩৫২৫৩১ বার দেখা হয়েছে ।
হুপফূলফরইভার / অনিয়মিত ।
হু-কেয়ারস / অনিয়মিত ।
হাসান বায়জিদ / এক পোস্ট ।
ৈহমনতী / কি কবিতা , কি গদ্য, কি ছবি ব্লগ , সকল ক্ষেত্রেই চমৎকার পদচারনা ।
হাসি .. / ৫ টি চমৎকার পোস্টেই অসাধারন লিখনি শক্তির প্রমান দিয়েছেন ।
হাসান যোবায়ের / অসংখ্য চমকপ্রদ টেক পোস্টের জনক এই সেলিব্রেটি ।
হায়দার সুমন / সুন্দর কবিতা লিখেন ।
ৎ
ৎায়ইাবুর / পোস্ট কম , অনেক জোক পোস্ট করেছেন ।
বিবিধ
chinu_138 / অনেক শেয়ার করেছেন । আমার অনেক পুরনো সুহৃদ ।
১১স্টার / মালয়েশিয়ার জাতীয় ফল ডরিয়ন এর পর পোস্ট নাই ,লিখেন ভালই ।
chainaami / অনিয়মিত ।
asmabk / মন্তব্য খুব কম করেন ।
nazmulfeni / অনিয়মিত ।
chin২ / প্রচুর পোস্ট করেছেন ।
soton / শুধু লিঙ্কই চেয়ে গেলেন ।
bhondoami_nostotumi / অনিয়মিত ।
৪০৪ পাওয়া যায়নি / অনিয়মিত, প্রতিভাসম্পন্ন মাকাল ফল ।
shfikul / প্রচুর মন্তব্য করেন , লিখেনও ভাল ।
১০৩০৯০০৩ / কম সক্রিয় ।
Sohelhossen / লিখেন ভাল ।
িট.িমম / অনিয়মিত পোস্ট দেন ভালই লিখেন ।
ুুপাংশুল / সুন্দর কবিতা লিখেন ।
samolbangla09 / দেড় বছর লিখে মন্তব্য পেয়েছেন ২ টি , ব্লগের হালচাল এখনো বুঝে উঠতে পারেন নি ।
adder69 / ইনিও ব্লগের হালচাল এখনো বুঝে উঠতে পারেন নি ।
shahinur70 / ৩ বছরে ৩৭ পোস্ট । লিখেন ভালই ।
Palol / সুন্দর কবিতা লিখেন , গদ্যও ।
০৬ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:১৮
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: এই কমেন্ট খানাওতো বেশ ভালই লিখছেন , কোন বানান টানান ভুল নাই ।
পরিসংখ্যান বলছে , পোস্ট করেছেন: ২৮টি ।
তাইলে মিছা কতা কইছে কেডা ? আমি , সামু নাকি হেড----- ।
প্রথমেই সুপ্রিয় হেডস্যারকে পেয়ে ভাল লাগছে ।
২| ০৬ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:১৩
নিঃসংগ যোদ্ধা বলেছেন: আপনার ধৈর্য্য, একাগ্রতার জন্য দুই নম্বর ভাল লাগা দিলাম।
০৬ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৩৩
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: দুই নম্বরি ভাল লাগা নাতো ?
নিঃসংগ যোদ্ধা আপনাকে ধন্যবাদ ।
৩| ০৬ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:১৫
শায়মা বলেছেন: বাপরে!!!!!!!!!!!!!!!!
আমি ফেইন্ট হয়ে গেছি!!!!!!!!!!!!!!
০৬ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৩৮
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: কেনরে ভাই ? কি হয়েছে ?
৪| ০৬ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:১৬
অপূর্ণ রায়হান বলেছেন:
মেগা নিক পোস্টু
+++++++++++++
০৬ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৪৩
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ধন্যবাদ অপূর্ণ ভাই ।
৫| ০৬ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:১৬
শার্লক বলেছেন: দেখতে আইছিলাম আমার ছবি আছে কি না! ছবি তো আছেই সাথে বোনাস হিসেবে নামও পাইলাম।
০৬ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৪৫
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: নামের পাশে আর কিছু পাননি ?
৬| ০৬ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:১৭
সময়একাত্তর বলেছেন: ব্যাপক ধৈর্য্যের ব্যাপার।
বৃদ্ধাঙ্গুলি উপরে। ভালো লাগলো।
০৬ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৪৬
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ধন্যবাদ সময়একাত্তর ।
৭| ০৬ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:১৯
দি সুফি বলেছেন: কি করছেন এইডি?? এত ধৈর্য কই পাইছেন ভাই? ফ্লাটের ব্যবসা কি আজকাল খারাপ চলে নাকি?
এই পোষ্টে + না দিলে অন্যায় হবে।
আরেকখান বড় কথাঃ কোনো চিপায়-চাপায়ও আমার প্রোফাইল ছবিটা খুজে পাইলাম না
০৬ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৫৪
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: যেই প্রোফাইল ছবিটা দিতে ছেয়েছিলাম ওটা দিলেও কোন লাভ হতোনা । আপনার বর্তমান পিকের সাথে মিলতোনা , কারন আপনি দেখছি প্লাস্টিক সার্জারি করে পুরা চেহারা খানাই পাল্টে ফেলেছেন ।
আপনার উপস্থিতি আনন্দদায়ক । ধন্যবাদ ।
৮| ০৬ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:২৭
লক্ষ্যহীন বলেছেন: ধুর মিয়া, করছেনডা কি !!! না আছে ছবি না আছে আমার নাম
তারপরেও আপনার কষ্টসাধ্য পোষ্টের জন্য প্লাস
০৬ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:০২
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: প্লাসের জন্য লক্ষ্যহীন ভাইকে ধন্যবাদ ।
৯| ০৬ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৩০
দলছুট শুভ বলেছেন: করছেন টা কি ??? করছেন টা কি ?? করছেন টা কি ?? করছেন টা কি ??? করছেন টা কি ???
০৬ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:০৫
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: বার বার কইতে কইতেই তো আপনি দলছুট হয়ে গেলেন ।
শুভ সাহেবকে ধন্যবাদ ।
১০| ০৬ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৩১
Sohelhossen বলেছেন: ভাল লাগা জানিয়ে গেলাম +++
০৬ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৩০
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: প্লাসের জন্য ধন্যবাদ Sohelhossen ।
১১| ০৬ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৩৫
পাব্লিক বলেছেন: ভাইজান, 'প' অক্ষর দিয়ে চৌদ্দ গুষ্ঠী সকলের নাম লিখলেন-শুধু আমি "পাব্লিক" বলেই আমারে গোনায় ধর্লেন্না
০৬ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৩২
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: যাদের নাম এসেছে তাঁরা সবাই পাব্লিক , আপনারই অংশ বিশেষ ।
১২| ০৬ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৩৮
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
ওরে বাপস এতো পরিশ্রমের কাজ করলেন কেমনে? কয়দিন লাগছিলো এই কাজ করতে?
ভাই, আমার নামে পাশে দেখি চমৎকার একজন লিখক লিখছেন! এইটা মুইছা দিয়েন।আমার নাম আছে, ছবি আছে, এরচে বেশিকিছু চাই না।
পরিশ্রমী পোষ্টে +
০৬ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৩৮
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: এইটা মুইছা দেওনের আগে যেন আমার কিবোর্ড খইসা পড়ে ।
পিলাসের লেইগা ধন্যবাদ ।
১৩| ০৬ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৩৯
পাব্লিক বলেছেন: গিয়াস ভাইজান, আমি কি আপ্নের পাকা ধানে মই দিসিলাম-যার জন্য আমারে সমাজবাদ দিলেন? মনের দুঃখে এখনই আমি সাইন আউট হয়ে অফিস বাসে উঠবো।
০৬ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৪২
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: পাকা ধানে মই দেয়ার জন্য হইলেও একবার যদি আমার ব্লগে আইতেন , তয় -----------
নিরাপদে বাসায় পৌঁছুন ,এই কামনা রইল ।
১৪| ০৬ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৪৩
*কুনোব্যাঙ* বলেছেন: পুনর্মূল্যায়ন গ
গিয়াসলিটন- বহুমাত্রিক এবং বৈচিত্রময় সব কন্সেপ্ট ভিত্তিক ব্লগার। সম্প্রতি সামু জ্যোতিষী হিসেবে বেশ সুনাম কুড়িয়েছেন। কুনোব্যাঙের ২০১৩ সালটা কেমন যাবে কুনোব্যাঙ গিয়াসলিটনের কাছে জানতে আগ্রহী।
৯ম++++
০৬ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:১৭
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আপনার ২০১৩ সালটা কেমন যাবে তা এই পোস্টের Click This Link
১৬ নং কমেন্টের উত্তরে বলেছিতো !
১৫| ০৬ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৪৪
মুক্তির মিছিল বলেছেন: হ্যায়তো আমার নামও লেখেনায়
০৬ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:২০
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: এর আগে অধমের ব্লগে ভাইজানের কোন পদ ধুলি পড়ে নাই
পড়লে ঠিকই -------
ধন্যবাদ মুক্তির মিছিল ।
১৬| ০৬ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৪৪
*কুনোব্যাঙ* বলেছেন: পুনর্মূল্যায়ন গ
গিয়াসলিটন- বহুমাত্রিক এবং বৈচিত্রময় সব কন্সেপ্ট ভিত্তিক ব্লগার। সম্প্রতি সামু জ্যোতিষী হিসেবে বেশ সুনাম কুড়িয়েছেন। কুনোব্যাঙের ২০১৩ সালটা কেমন যাবে কুনোব্যাঙ গিয়াসলিটনের কাছে জানতে আগ্রহী।
৯ম++++
০৬ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:২৯
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: এই পোস্টে গ' সিরিয়ালে গিয়াসলিটন নামে একজনেরও নাম আছে ।
বাকিতে রাশি ফল বইলা দিছিলাম , পরিশোধ না করার তালে কিছু পাম্প দিয়ে গেলেন ।
৯ প্লাসের কথা বইলা দিলেন ৪ টা , এই খানেও বাকি ?
১৭| ০৬ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৪৫
তিক্তভাষী বলেছেন: উরিব্বাস!!!
০৬ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৪৫
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ধন্যবাদ মিঃ তিক্তভাষী ।
১৮| ০৬ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৫১
নিয়েল ( হিমু ) বলেছেন: জাষ্ট
আসলেই আছে কাজ খই ভাজ পোস্ট পোষ্ট ।
০৬ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৪৬
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ধন্যবাদ সুপ্রিয় নিয়েল ( হিমু ভাই ।
১৯| ০৬ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৫২
স্বপ্নবিলাসী আমি বলেছেন:
স্বপ্নবিলাসী আমি / ভাল লিখতেন , এখন অনিয়মিত ।
ভালো লিখতাম কিনা জানিনা। কারন এটা মূল্যায়ন করার দায়িত্ব তাদেরই, যারা আমার অখাদ্য টাইপের পোষ্ট সম্বলিত ব্লগে পদধূলি দিয়ে তাদের ভালোবাসা ও উৎসাহ-অনুপ্রেরণার মাধ্যমে আমাকে সন্মানিত করেছিলেন। আর তাই তাদের প্রতি আমার কৃতজ্ঞতা জানিয়ে গেলাম আপনার এই পোষ্টেই!!!
সামুতে লেখালেখি ছেড়ে দিয়েছি। দেখি এবার সামুকে ছাড়তে কতদিন লাগে!!!!
এই পোষ্টে আপনার পরিশ্রম দেখে অবাক না হয়ে পারলাম না। ধন্যবাদ আপনাকে।
০৬ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৫৮
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আপনার একেকটা কমেন্টইতো আমাদের কাছে পোস্টের মত ।
সামু ছাড়ার সিদ্ধান্ত যত সংগত কারনেই আপনি নিয়ে থাকুন না কেন , তা পুনঃবিবেচনার অনুরোধ রইল ।
শুভ কামনা রইল ।
২০| ০৬ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৫২
রিওমারে বলেছেন: আল্লাহ আপনাকে অনেক ধোর্য্য শক্তি দিয়েছেন।। সাইন করতে পারবেন লাইফে।।
০৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:০৬
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আপনাকে ধন্যবাদ ।
২১| ০৬ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৫৮
জর্জিস বলেছেন:
০৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:২২
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ধন্যবাদ ।
২২| ০৬ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৫৮
মনিরা সুলতানা বলেছেন: এতক্ষনে বুঝলাম ,আমার ছবি র পোস্ট দেখতে কেন এত টাইম লাগছে ...।
ঘর সংসার বাদ দিয়া অনুরোধে এ রাইছ মিল গিলছেন
কসম কইতাছি , আমি ভাবছিলাম, আপনি আম্মা র ভাল ফলাফল এর পর সবাইকে নিয়ে কোথাও বেড়াতে গেছেন , এখন দেখি
০৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:৩৭
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ''ঘর সংসার বাদ দিয়া''??
ঘরের কথা পরে জানলো ক্যামনে ?
এই পোস্ট নিয়াতো এক পক্ষিয় সংঘর্ষই বেঁধে যাচ্ছিল , তিনি রেগে সিপিউ বন্ধ করে দিয়েছিলেন , আমার দুইঘণ্টার পরিশ্রম শেষ , সেভ না করার কারনে ।
২৩| ০৬ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:০৩
মনিরা সুলতানা বলেছেন: বলতে ভুলে গেছি অসাধারন একটা পোস্ট হইছে ...
প্লাস এর বন্যা য় ভেসে যাবে খাটা খাটনি র কষ্ট ধূলার ন্যায়
০৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:৪০
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: হাহাহাহাহা
ধন্যবাদ সিস , ভাল থাকুন ।
২৪| ০৬ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:১৩
কালোপরী বলেছেন: +++++++
অজানা কারণটা বলি বিশ্বাসযোগ্য না হলেও এই মুহূর্তে আমার কথা বলার কেউ নাই, এই ব্লগটা প্রায় ৪ বছর ধরে আমার বন্ধুর মত। অনেক চেষ্টা করি যাতে সব ছাড়লেও এই ব্লগ যেন আমার ছাড়তে না হয়। আমার একলা জীবনে সঙ্গী বলে আর কেউ নাই।
আমার পেশাগত জীবনের কয়েকটা ছবি দেয়ায় যদি আমাকে ছাগী হতে হয় তবে আর এই ব্লগে চাওয়া পাওয়া কিছু রইল না
আপনার প্রতি অনেক শ্রদ্ধা ভাইয়া, যিনি আমাকে লিখতে উৎসাহিত করেছেন, বড় ভাইয়ের মত আমার ভুল ধরিয়ে দিয়েছেন আর আমার অভিমান ভাঙ্গানোরও চেষ্টা করেছেন। অনেক অনেক ভাল থাকবেন ভাইয়া
০৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:০৪
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: কিছু উন্মাদ আছে যারা নিজেদের জাতে উঠানোর জন্য ,মান সম্পন্ন লিখকদের ব্লগে আপত্তিকর, বিরক্তিকর ,মন্তব্য করে থাকে ।
এরা দাবড়ানিও খায় প্রচুর ।
আপনার নজরে পড়েছে কিনা জানিনা , কিছুদিন আগে এক সিসের মন্তব্যর উত্তরে এক দুর্বৃত্ত আপত্তিকর উত্তর দেয়ায়, সবাই মিলে এমন দাবড়ানি দিয়েছিলাম এখন সামু ছেড়ে পালিয়েছে ।
কেউ অর্বাচীন কমেন্ট করলে সাথে সাথে মুছে দিন , আবার মন্তব্য করলে ব্লক ।
সামুর তথা আমাদের সাথেই থাকুন ।
শুভ কামনা রইল ।
২৫| ০৬ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:১৭
লক্ষ্যভেদী বলেছেন: এটা আপনার "পঞ্চ বার্ষিকী পরিকল্পনা"র ফসল? অনেক পরিশ্রম করেছেন!!!
০৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:০৭
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আপনাদের সরব উপস্থিতি দেখে পরিশ্রমের সার্থকতা খুঁজে পাচ্ছি । ভাল থাকুন , ধন্যবাদ ।
২৬| ০৬ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:১৯
নিশ্চুপ শরিফ বলেছেন: আমার নিক আছে দেখি। নিজেরে সুপারস্টার সুপারস্টার লাগেছে।
০৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:০৮
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আপনার মজার কমেন্টে বেশ আনন্দ পেলাম ।
ধন্যবাদ মিঃ শরিফ ।
২৭| ০৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:০৫
স্বপ্নরাজ্য বলেছেন: আমার নাম দেখে খুশি হলাম।
০৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:০৯
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আপনাকে খুশী দেখে আমারও ভাল লাগছে ।
শুভ কামনা রইল ।
২৮| ০৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:০৮
অদ্বিতীয়া আমি বলেছেন: বাপরে , এটাই সেই পোস্ট !পরিশ্রমী পোস্ট ।
সম্ভাবনাময় নতুন,লিখেন সুন্দর,কমেন্টেও সরব
একমত নই ,আমি সম্ভাবনাময় অগা বগা ঘোড়ার ডিম মার্কা ব্লগার , কমেন্টও করি ভয়ে , ব্লগারদের মতি বোঝা ভার ,কখন যে বিরক্ত হয় ।
আরও আগেই সামুতে লিখতে চাইতাম ,কিন্তু নিক খুলে রাখলেও পড়াশোনার জন্য কিছুতেই সময় করতে পারতাম না,জেনারেল ও করেনি তখন যে কমেন্ট করব । এম এস এক্সাম দিয়ে ভাবলাম এবার লিখি , জেনারেল করলে নিয়মিত হব........ এইত
আম্মু খুব রাগ হয় সারাদিন কেন পিসির সামনে থাকি, কি এত পড়ি এগুলো ,কিন্তু আমার ভাল্লাগে পড়তে, কমেন্ট করতে,
তাই আপনার এক লাইনও আমার কাছে বেশি কিছু,
অনেক ভাল থাকবেন ভাইয়া , *কুনোব্যাঙ এর সাথে একমত। প্লাস ও প্রিয়তে
০৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:১৩
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আপনার পরিশ্রমী কমেন্ট বেশ ভাল লাগলো ।
কুনোব্যাঙটারে যদি জীব বিজ্ঞানের প্রাকটিকাল ক্লাসে পাইতাম ।
২৯| ০৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:০৮
নিষ্কর্মা বলেছেন:
নিষ্কর্মার পোস্ট সংখ্যা কম কৈছেন, নিষ্কর্মা আওলস পৈড়া থাহে, কিছুই লিখে না। তয় বেডায় কিন্তুক জবাব লিখসে অনেক। হের লেহাগুলা নিয়া কিছু কৈলেন না!! শরম পাইয়া তো নিষ্কর্মা আরো নিষ্কর্মা হৈয়া যাইবো।
০৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:২১
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আমি বলেছিলাম , '' উনি যে নিষ্কর্মা এটা উনার ব্লগার পরিসংখান বলেনা ।২ বছরে ৬৬১ পোস্ট ।''
আপনি মন্তব্য করেছেন: ৩৭৬১টি
মন্তব্য পেয়েছেন: ৩৩৭০টি ।
৩০| ০৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:২৭
শার্লক বলেছেন: হুম দেখছি, খাড়ান আজকাই একটা পোস্ট দিমু।
০৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:১৫
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: এতক্ষনে পোস্ট দানের সার্থকতা খুঁজে পেলাম ।
৩১| ০৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:৪০
ভিয়েনাস বলেছেন: ভাই পোস্ট বানায়তে তো মেলা কষ্ট করছেন। সব ব্লগারদের এক সাথে জড়ো করেছেন
০৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:২৩
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আপনাদের সরব উপস্থিতিতে দেখে মনে হচ্ছে আরও বেশি কষ্ট করা উচিত ছিল ।
৩২| ০৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:৪৫
লিন্কিন পার্ক বলেছেন:
!!!!!!!!!!!!!!! অবাক হয়ে গেলাম !! ক্যামনে সম্ভব
লিন্কিন পার্ক / চমৎকার একজন ব্লগার
০৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:২৫
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: এই চমৎকার ব্লগারের জন্য শুভ কামনা রইল ।
৩৩| ০৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:৫০
গ্রাম্যবালিকা বলেছেন: গ্রাম্যবালিকা / তাৎক্ষনিক অনুকাব্য লিখার দুর্লভ গুনের অধিকারী , চমৎকার একজন লেখিকা ।
এতো প্রশংসা না করলেও কমেন্ট করতাম আপনার ব্লগে। তাই প্রশংসাটুকু জলে গেল!
আপনি চমৎকার মনের পরিশ্রমী একজন ব্লগার। এরকম পোষ্ট লেখার কথা আমার চিন্তা করতেও আলসেমি লাগবে, লেখা তো দুরের কথা!
সুখগুলো খুঁজে পাক
আপনার মন।
ভালো থাকুন প্রিয় ব্লগার
গিযাসলিটন।
০৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:৩৭
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: গ্রাম্যবালিকা ফ্রেন্ড, সিস্টার ,
অনুকাব্যের গ্র্যান্ড মাস্টার ।
আমায় নিয়ে কবিতা
জলে গেল সবই তা ।( কিসের গলায় মুক্তোর মালার মত লাগছে )
৩৪| ০৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:০৯
গ্রাম্যবালিকা বলেছেন: গ্রাম্যবালিকা / তাৎক্ষনিক অনুকাব্য লিখার দুর্লভ গুনের অধিকারী , চমৎকার একজন লেখিকা ।
এতো প্রশংসা না করলেও কমেন্ট করতাম আপনার ব্লগে। তাই প্রশংসাটুকু জলে গেল!
আপনি চমৎকার মনের পরিশ্রমী একজন ব্লগার। এরকম পোষ্ট লেখার কথা আমার চিন্তা করতেও আলসেমি লাগবে, লেখা তো দুরের কথা!
সুখগুলো খুঁজে পাক
আপনার মন।
ভালো থাকুন প্রিয় ব্লগার
গিয়াসলিটন।
০৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:৪৪
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: 'সুখগুলো খুঁজে পাক
আপনার মন।
ভালো থাকুন প্রিয় ব্লগার
গিয়াসলিটন। '
সুখ খুঁজতে হবেনা , আপনার তাৎক্ষনিক , সুন্দর অনুকাব্য পেয়েই
সুখবোধ করছি ।
অনেক অনেক ধন্যবাদ আর শুভকামনা রইল ।
৩৫| ০৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:১১
মেংগো পিপোল বলেছেন: আপনার খৈ ভাজা ভালো হইছে। রাইস মিল দিয়েতও ভাই ভালোই চাউল ভঙ্গেন। চাইল দিয়ে পিঠাও ভালো বানাইসেন।
ধন্যবাদ ভাই এতটা কষ্ট করার জন্য।
০৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:০৪
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আপনাকেও অসংখ্য ধন্যবাদ মিঃ মেংগো পিপোল ।
৩৬| ০৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:১২
ঢাকাবাসী বলেছেন: প্রচুর পরিশ্রম করেছেন সেজন্য প্রসংসা পাওয়ার যোগ্য। ভাল থাকুন।
০৭ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:০১
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ধন্যবাদ মিঃ ঢাকাবাসী ।
৩৭| ০৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:২৬
ফারজানা শিরিন বলেছেন: ভাইয়াইয়াআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআ আআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআ !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
করছেনটা কি ?????????????????????????
আপনার পরিশ্রমী ক্ষমতা দেখে আমি মুগ্ধ ! আর ধৈর্যের কথা বাদ দিলাম !
ভাবছিলাম আজ লগ ইন করবো না কিন্তু আপান্র পোষ্ট দেখে আসলেই মুগ্ধ ।
অনেকগুলো মুগ্ধতার যোগফল ।
০৭ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:০৫
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আপনাদের আন্তরিকতাপূর্ণ মন্তব্য প্রাপ্তির কাছে এই পরিশ্রম কিছুই না ।
শুভ কামনা রইল ।
৩৮| ০৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:২৮
সেলিম আনোয়ার বলেছেন: লিটন ভাই সরসরি প্রিয়তে নিলাম।আপনার পোস্ট এইমাত্র পড়লাম।অবশ্য আপনারই দোষ আমার ব্লগে না যাওয়াতে এই অবস্থা। ভালো থাকবেন সবসময়।
০৭ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৩৭
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: সুপ্রিয় সেলিম আনোয়ার ভাইয়ের ব্লগে বরাবরই আমি লেটকামার। ক্ষমা পেয়ে পেয়ে অভ্যাস গেছে খারাপ হয়ে---
প্রিয়তের জন্য অশেষ ধন্যবাদ ।
৩৯| ০৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:৪৩
আসফি আজাদ বলেছেন: আপনার ধৈর্য নিয়া কিছু বলতে চাই না...যে কোন বিশেষণ লাগাই না কেন, কম হয়ে যাবে... +++
০৭ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৪০
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ মিঃ আসফি আজাদ ।
৪০| ০৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:৫৩
শায়মা বলেছেন: এত ধৈর্য্যশীল বান্দা দেখে আমি ফেইন্ট হয়েছিলাম।
কেবল জাগলাম!
০৭ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১:২৫
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: যাক স্বস্থি পেলাম !
সকাল থেকে নেটের স্পীড দেখি চুল বাড়ার স্পীডের মত , তার পরও মডেম , সিম , ল্যাপি কিছুই ভাঙ্গিনি ,তাই ধৈর্য্যশীল বান্দা বলতেই পারেন ।
৪১| ০৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:৫৪
সবুজ মহান বলেছেন: ব্যাপক পরিশ্রম ও ধৈর্য !!
০৭ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১:০১
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ধন্যবাদ সবুজ ভাই ।
৪২| ০৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:০০
বাদল দিনের গান বলেছেন: অনেক পরিশ্রমী পোষ্ট। অনেকের লেখার স্টাইল সম্পর্কে হাল্কা ধারনা পাওয়া যায়।
মন্তব্য তোঁ করলাম। এইবার আমার মূল্যায়ন টা
০৭ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১:০৯
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: সেটা পাওনা রইলেন । ধন্যবাদ ।
৪৩| ০৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:০১
নুসরাতসুলতানা বলেছেন: আপনার পোষ্ট আর মন্তব্য পড়ে সবসময় মনে হয়েছে আপনি অসম্ভব ভদ্র,অমায়িক একজন মানুষ।এই পোষ্টে সবার জন্য দেওয়া আপনার মন্তব্য হতে মনে হলো ভাবাটা ঠিক আছে।
০৭ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১:১৩
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আপনার মন্তব্যে নিজেকে সন্মানিত বোধ করছি ।
আপনার জন্য শুভ কমনা রইল ।
৪৪| ০৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:১৫
তিতাস একটি নদীর নাম বলেছেন: আপনার কর্মযজ্ঞ দেখে আমি হতবাক
কেমনে করলেন এতো কিছু।
ছবিগুলো খুঁজে দেখছিলাম আমার ছবি আছে কিনা। যদিও ঠিক মনে করতে পারছি আপনার কোন লেখাতে আমি কমেন্ট করেছি কিনা। আর আমারতো প্রোফাইল পিকচারই নেই।
যাই হউক
তিতাস একটি নদীর নাম / প্রচুর জানাশোনা একজন ভাল লিখক ।
ব্লগার হিসেবে আমি খুব অপরিচিত। লেখি না--কিন্তু পাঠক হিসেবে খারাপ না।
আমার সম্পর্কে আপনার বলা কথা আপনার বদান্যতার পরিচয়।
এগিয়ে যান আরো--শুভ ব্লগিং
০৭ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৩৫
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আপনার জন্য ধন্যবাদ ও শুভ কামনা রইল ।
৪৫| ০৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:২৪
টুকরো কাগজ বলেছেন: ধন্যবাদ গিয়াস ভাই।
০৭ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৩৭
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আপনাকেও ধন্যবাদ মিঃ কাগজ ।
৪৬| ০৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:২৮
সব মনে থাকে বলেছেন: নিজের নাম দেখে খুশি....
০৭ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৩৯
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: শুনে আমারও খুশি লাগছে ।
৪৭| ০৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:০৫
মামুন রশিদ বলেছেন: হে হে আপনিতো মানুষ সুবিধার না
রাইস গিলেন সমস্যা নাই, তাই বলে আস্ত রাইস মিল
ভাই যেটুকু কষ্ট করে এই পোস্ট তৈরি করেছেন, অবিশ্বাস্য । এর আগেও আপনি পরিশ্রমি পোস্ট দিয়েছেন । কিন্তু এই পোস্টের সাথে কোন তুলনা নাই ।
০৭ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৪০
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আপনার মন্তব্যে প্রীত হলাম । ধন্যবাদ মামুন ভাই ।
৪৮| ০৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:০৭
কান্ডারি অথর্ব বলেছেন:
ভাই এই পোষ্ট আজীবনের জন্য আমার প্রিয়তে থাকবে । আর আপনি যদি অখাদ্য লিখেন তবে ভালো লেখা কোনটা সে বিষয়ে আমার যথেষ্ট সন্দেহ আছে। আর এই পোস্টের জন্য যে আপনি কি পরিমান শ্রম দিয়েছেন শুধু তার জন্য হলেও সাথে একটা প্লাস দিয়ে গেলাম
০৭ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৪২
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আপনার মন্তব্যে আমি আপ্লুত । ধন্যবাদ কাণ্ডারি ভাই ।
৪৯| ০৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:০৪
ভাঙ্গাকুলা বলেছেন: দিশ পাইলাম
০৭ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৪৪
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ধন্যবাদ কুলা ভাই ।
৫০| ০৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:১২
হাসান রেজভী বলেছেন: ++++
কঠিন একটা পোস্ট ........
০৭ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৪৫
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: রেজভি ভাইয়ের জন্য শুভ কামনা রইল ।
৫১| ০৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:৩৬
সুনেত্রা বলেছেন: হেডস্যার বলেছেন:
মেলা সময় নিয়া পোষ্ট বানাইছেন....আফনের ধৈর্যের তারিফ না কইরা পারলাম না
++++++নেন।
( apni amake olosh bolecilen )
০৭ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৪৭
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আপনি অলস নন তা প্রমান করায় ভাল লাগছে ।
ভাল থাকুন ।
৫২| ০৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:০৬
অঞ্জলি বলেছেন: ফাটাফাটি পোস্ট ভাইয়া..!!!কমেন্ট করার ভাষা হারিয়ে ফেলেছি!!!এক সাথে ১০০০প্লাস দিলুম।গুনতে পারবেন তো???
আশীর্বাদ করি আমি অঞ্জলি রায়
আপনি ভালো থাকুন সবসময়!!!
শুভ রজনী!!!!
০৭ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:০১
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আপনার প্লাস গুলী না গুনেই লুফে নিলাম ।
আপনিও সব সময় ভাল থাকুন ।
কামনা করি আমি
গিয়াসলিটন
সুখগুলো খুঁজে পাক
আপনার মন।
( গ্রাম্যবালিকার কাছ থেকে ধার করে নিজের বলে চালিয়ে দিলাম )
৫৩| ০৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:১২
ঘুড্ডির পাইলট বলেছেন: ওরে বাবা এতো দেখি বিশাল ব্যাপার !
০৭ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৫৪
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আপনাদের এই পুট প্রিন্ট আমার কাছে আরও বিশাল ।
ধন্যবাদ পাইলট ভাই ।
৫৪| ০৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ২:৫৫
দিকভ্রান্ত*পথিক বলেছেন: দিকভ্রান্ত*পথিক / ইনি পথ ভুলে সামুতে চলে এসেছেন , ভাল লিখক । লোলললললললল কেন ভাই? জাতি জানিতে চায়!!
আপনি সহ প্রিয় ব্লগারদের সম্মান জানিয়ে পোস্ট দিয়েছি, ভালো থাকবেন...
০৭ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:০৪
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ''দিকভ্রান্ত'' নিয়ে ফান করলাম ।
চমৎকার পোস্ট করেছেন , দেখে এসেছি , আপনিও ভাল থাকবেন ।
৫৫| ০৭ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১০:১৭
দূর দ্বীপবাসীণি বলেছেন: ভাইয়াআআআআআ, নিজের নাম দেখে এতই খুশি হইসি যে সবাইকে ডেকে ডেকে দেখাতে ইচ্ছা করছে!!!
এই পোস্ট দেখে বোঝা যায় আপনি কি পরিমান পরিশ্রমী!!!
প্রিয়তে নিলাম!
০৭ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:০৮
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আপনার কমেন্ট পড়ে খুশিটা আমার মাঝেও সংক্রামিত হল ।
প্রিয়তের জন্য ধন্যবাদ ।
৫৬| ০৭ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:১২
অনীনদিতা বলেছেন: গিয়াসলিটন বলেছেন: এক সন্ত্রাসিনি তিন বার খাওয়ার টেবিলে ডেকে , চতুর্থ বারে ল্যাপি ভাঙ্গার হুমকি দিয়ে গেছে । একটা কম্পু আছে , তার পরও শখের ল্যাপিটা হারাতে চাইছি না ।
ভাবিকে বেস্ট অফ লাক
প্রিয়তে নিলাম!
০৭ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:১২
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: কই ? কখন বলেছি ??
ভাবিকে বেস্ট অফ লাক ?
একেই বলে চুরনিয়ে চুরনিয়ে খালাতো বোন
৫৭| ০৭ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:১৯
ইন্তাজ ভাই বলেছেন: গ্রেট আইডিয়া গিয়াস লিটন ভাই
০৭ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:১৪
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ধন্যবাদ ইন্তাজ ভাই ।
৫৮| ০৭ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৩৩
নীলপথিক বলেছেন: তৈলাক্ত পোস্ট। তবে শীতের মৌসুমে তেল অতি কার্যকরী জিনিস (ষান্ডার তেল নয় অবশ্য)। অনেক কষ্ট করেছেন সন্দেহ নেই। আর আপনার লেখার আইডিয়াগুলোও চমৎকার। খুব শিগগীরই একটা রম্য লেখার ইচ্ছে আছে, সেখানে আপনার পোস্টের শিরোনামটা ধার নেবো। আপত্তি নেই তো?
০৭ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:১৭
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: তৈলাক্ত পোস্ট ?
পেট্রোবাংলা যেন না শুনে ।
আপনার রম্য পড়ার অপেক্ষায় রইলাম ।
৫৯| ০৭ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৪০
সারথী মন বলেছেন: অনেক পরিশ্রম করেছেন!!! প্লাস
০৭ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:১৭
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: প্লাসের জন্য ধন্যবাদ ।
৬০| ০৭ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৪৪
নষ্টালজিয়া বলেছেন: যদিও ব্লগারদের সম্পর্কে টাইটেল/মন্তব্যগুলো আরো আকর্ষনীয় হতে পারতো-তবুও পরিশ্রমী পোস্টে নতুনত্ব পেলাম।
ধন্যবাদ।
০৭ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:২২
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: মান সম্পন্ন লিখকদের একজনকে নিয়েই একটা পোস্ট দেয়া যায় । আমি এক লাইনেই শেষ করতে চেয়েছি ।
টাইটেল/মন্তব্যগুলো আরো আকর্ষনীয় করার ক্ষেত্রে স্বীয় জ্ঞ্যানের সীমাবদ্ধতাও কম দায়ী নয় ।
আপনাকে ধন্যবাদ ।
৬১| ০৭ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৫০
লাবনী আক্তার বলেছেন:
চমৎকার!!
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
০৭ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:২৪
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: প্লাস বটমটা আছে ? নাকি গেছে ?
ধন্যবাদ সিস ।
৬২| ০৭ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:১৬
মনুমনু বলেছেন: জরিপীয় একটি কাব্য মনে হল।তারিফ করছি মশাই। হাপিয়ে গিয়েছেন নিশ্চয়ই। জিরিয়ে নিবেন নাকি কিছুক্ষন।
০৭ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:২৫
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: সুন্দর মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ সিস মুনমুন ।
৬৩| ০৭ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:২৯
মনুমনু বলেছেন: কাব্যরসে বুদ হয়ে আছেন দেখি ভাই। আপনার "সিস মুনমুন' এর কাহিনী কন দেখি এলা। !
০৭ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৩৩
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: সুন্দর মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ মুনমুন ব্রো ।
কাহিনী এবার হইছে ?
৬৪| ০৭ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৪৮
অচিন.... বলেছেন: অবাক হয়ে গেছি ভাই।
০৭ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৩৪
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ধন্যবাদ অচিন ভাই ।
৬৫| ০৭ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:১৮
অনীনদিতা বলেছেন: চুরনিয়ে চুরনিয়ে খালাতো বোন
ওক্কে দুলাভাই।
০৭ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৪৪
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: প্রেম করে আই মিন খাল কেটে একবার কুমির এনেছিলাম , এবার ভার্চুয়াল শ্যালিকা , আল্লা জানে এবার খাল কেটে ডাইনোসর আনলাম কিনা ।
৬৬| ০৭ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৪৮
আমিনুর রহমান বলেছেন: ১/২ টা হলে হত কিন্তু আপনার প্রতিটি আপনি পোষ্টই আপনি অনেক কষ্ট ও সময় দেন। এত ধৈর্য কেমনে পান! অনেক অনেক ধন্যবাদ আপনাকে।
০৭ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:৩৭
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আমিনুর ভাই , কপি পেস্ট দিয়েও ( যেমন - জবাব দে হারাম জাদা ) অনেক ভিজিটর আর কমেন্টেটর পেয়েছি , এতে আমার কোন কৃতিত্ব নাই , তাই মজা পাইনা ।
খাটাখাটনি করে পোস্ট দিলে কেউ যদি একটা ইমো দিয়েও কমেন্ট করে যায় , এতে বেশ আত্মতৃপ্তি পাই ।
এত কষ্টের পোস্টে যখন আপনাদের ফুটপ্রিন্ট পড়ে , তখন কষ্টটা আনন্দে কনভার্ট হয়ে যায় ।
আপনার জন্যও শুভ কামনা রইল ।
৬৭| ০৭ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:২০
ছোট্ট নিথী বলেছেন: বাহ্ চমৎকার মূল্যায়ন। ধন্যবাদ আপনাকে এতটা সময় নিয়ে এত সুন্দর লেখাটা পোস্ট করার জন্য। আপনাকেও আমি একটু মূল্যায়ন করে যাই,
গিয়াসলিটন/চা পাগল ভালো মানুষ, খুব ভালো লিখেন। অতিথিপরায়ণ!
ভালো থাকবেন!!
০৭ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:২১
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: চমৎকার কাকতাল ! ঠিক এই মুহূর্তে চা খাচ্ছি !
ভাল লিখি কিনা জানিনা ,টাইপিং স্পীড মিনিটে ২০/২২ অক্ষর ।
ধন্যবাদ , আপনিও ভাল থাকুন ।
৬৮| ০৭ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:৪৪
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
গিয়াসলিটনঃ খুবই ভাল মানুষ। আর মূল্যায়ন করতে পারমু না
থ্যাংক্সসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসস।
০৭ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:২৭
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ভালো রা সবাইকে ভাল মনে করে ।
ডুমুরের ফুল = অদৃশ্য বস্তু । ( ভুল প্রমানিত )
ধন্যবাদ ।
৬৯| ০৭ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:২৮
আদম_ বলেছেন: স্কুলে পড়ার সময়, বার্ষিক পরীক্ষার রেজাল্ট শীটে যেভাবে নিজের নাম/রোল খুজতাম, ঠিক ততটাই মনযোগ নিজের নাম টা খুজছিলাম। মনে হচ্ছিল যেন হাশরের মাঠে দাড়িয়ে আমলনামা পড়ছি...
স্কুল জীবনের মত ; নিজের নাম না পেয়ে কাদতে কাদতে বাড়ি যাচ্ছি (কমেন্ট লিখছি)।
খুবই সু্ন্দর পুস্ট ব্রাদার.....
০৭ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৫২
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আমার আফসোস ! এরকম রসবোধ সম্পন্ন আদম ভাইয়ের সাথে আরও আগে কেন আমার দেখা হল না ।
শুভ কামনা রইল ।
৭০| ০৭ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:২৮
উৎকৃষ্টতম বন্ধু বলেছেন: প্রিয়তে নিতে একপ্রকার বাধ্য করলেন।
০৭ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৫৪
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আমাকে আনন্দিত হতেও বাধ্য করলেন।
ধন্যবাদ ।
৭১| ০৭ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৫৬
ইখতামিন বলেছেন: ভালো লাগিয়া গিয়াছে..
০৭ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৫৫
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ইহা অব্যাহত থাকুক এই কামনা রহিল ।
৭২| ০৭ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:০৬
রোকেয়া ইসলাম বলেছেন: এত নামের ভিড়েও যে আমি আছি তাতেই আমি মহা খুশি।
উফ!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!! বাঁচালেন আপনি।
রেজাল্ট শিট টা দেখতে দেখতে তো আমি অস্থির হয়ে পরছিলাম।
বারবার মনে হইতেছিল এইবার বুঝি আমি ফেল করছি। মনে মনে দোয়া করতেছিলাম আমার GPA-5, GPA-4 দরকার নাই খালি পাশ করলেই হইব।
যাক শেষ পর্যন্ত তাহলে আমি পাশ করেছি।
০৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:০৮
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আপনার সরস মন্তব্য পড়ে হাসতেই আছি ------------
৭৩| ০৭ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:০৬
সান্তনু অাহেমদ বলেছেন: সান্তনু অাহেমদ / ভাল গদ্য লিখেন , পদ্যও চমৎকার । - কৃতজ্ঞতা, লিটন ভাই।
শুভ কামনা।
০৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:০৯
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আপনার জন্যও শুভ কামনা রইল ।
৭৪| ০৭ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:১০
মাক্স বলেছেন: মানুষ অনুরোধে ঢেঁকি গিলে , আমি গিলেছি রাইস মিল ।
শিরোনাম পৈড়া আর প্রোপিক দেইখা ভাবসিলাম এই লোক আর রাইসমিল কয়টা গিলব? একটু ট্রাই লইয়া হয়তো এন্টাসিড মারা শুরু করব
হ্যাটস অফ গুরু আপনার ধৈর্যশক্তির তারিফ না করে পারলাম না।
শুধু প্লাস দিয়া ভাইগ্গা গেলে অন্যায় হবে তাই প্লাসসহ প্রিয়তে।
ভালো থাকবেন।
০৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:৫২
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: চমৎকার মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ ।
৭৫| ০৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:৫৬
সালমাহ্যাপী বলেছেন: আরিব্বাবাহ এই পোস্ট না দেখলে তো মিস হইয়া যাইতো।
আচ্ছা কত সময় নিয়া পোস্ট টা লিখেছেন বলেন তো শুনি !!!
এত কষ্ট করেন কেম্নে????
অনেক অনেক ভালো লাগা
০৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:১৬
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: খাটাখাটনি করে পোস্ট দিলে কেউ যদি একটা ইমো দিয়েও কমেন্ট করে যায় , এতে বেশ আত্মতৃপ্তি পাই ।
এত কষ্টের পোস্টে যখন আপনাদের পদচিহ্ন পড়ে , তখন কষ্টটা আনন্দে কনভার্ট হয়ে যায় ।
আপনার জন্যও শুভ কামনা রইল ।
সময়ের কথা বলছেন ?
তার চেয়ে একটা দুস্কের কথা শুনেন , লেপিতে যুৎ পাচ্ছিলাম না , তাই এক শুক্রবার কম্পু নিয়ে বসলাম । আপনার ভাবী ( ইনি আবার আমার কম্পুকে সতিন মনে করেন ) দুষ্টামি করে দিল ইউপিএস বন্ধ করে । আমার ৪ ঘণ্টার ফসল ১১৭ জনের আমল নামা সেভ না করায় বরবাদ ।
৭৬| ০৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:৫৮
সালমাহ্যাপী বলেছেন: ওহ আরেক টা কথা শিরোনামটা তেই ১০০টা প্লাস দিলাম
০৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:১৮
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: প্লাস ধন্যবাদের সহিত গৃহীত হইল ।
৭৭| ০৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:৪৫
আমি বাঁধনহারা বলেছেন:
আজ হারিয়ে ফেলেছি সব ভাষা:
কী লিখব কবিতা,কী বলব কথা
আপনি খুব জিনিয়াস প্রিয় মিতা,
গ্রহণ করুন আমার ভালোবাসা।।
চারিদিকে কনকনে শীত
কি গাইব প্রণয়-গীত?
তবু শুনুন আমার বাঁশি
প্রিয় লিটন ভাই,আপনাকে
আমি বড় ভালোবাসি।।
খুব ভালো লাগল
মন ছুঁয়ে গেল।
তারপর কী হল
জানি না...!!!
বলবও .না....।।
ভালো থাকবেন
মনে রাখবেন!!!!
০৮ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১১:০৯
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আমায় নিয়ে চমৎকার কবিতা !
লজ্জায় পড়ে যাই , ঋণের বোঝা যে ভারী হয়ে যাচ্ছে ।
আমি বাঁধনহারা ভাই , আপনার জন্য শুভ কামনা রইল ।
৭৮| ০৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:৫৬
সোনালী ডানার চিল বলেছেন:
সোনালী ডানার চিল / কবিতা কোম্পানী (প্রাঃ) লিমিটেড , চমৎকার কবিতা লিখেন ।
ধন্যবাদ লিটন ভাই। শুভকামনা নিরন্তর।।
০৮ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১১:১০
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আপ্নাকেও ধন্যবাদ মিঃ সোনালী ডানার চিল ।
৭৯| ০৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:১৬
জয়তি বন্দ্যোপাধ্যায় বলেছেন: অনেক অনেক নিকের নাম লিখেছেন --এত আর পড়লাম না।অনেক কমেন্ট পেয়েছেন। একটা কথা বুঝলাম ব্লগে যোগাযোগই আসল বিষয়! শুভকামনা!
০৮ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১১:১৯
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আপনার নিক পড়লেই চলবে ।
মাঝের অংশ ধোঁয়া ধোঁয়া মনে হল ।
আপনার জন্য শুভ কামনা ।
৮০| ০৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:৩৪
যুবায়ের বলেছেন: অসাধারন একটা পোষ্ট!!..
সময় করে পড়বো..
পোষ্টে ভালোলাগা++++
০৮ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১১:৫০
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: না পড়েই প্লাস ?
ধন্যবাদ জুবায়ের ভাই ।
৮১| ০৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:৩৫
যুবায়ের বলেছেন: সোজা প্রিয়তে নিলাম..
০৮ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১১:৫২
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: প্রিয়তের জন্য ধন্যবাদ ।
৮২| ০৮ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১০:১৪
মেহেরুন বলেছেন: আমি খেলবো না ম দিয়ে এতো নাম কেন?? পড়তে পড়তে চোখে ব্যাথা হয়ে গেলো
অনেক অনেক ধন্যবাদ ভাইয়া
আপনি নিজে ভালো লিখেন আর ভালো মানুষ ও তাই তো সবার মূল্যায়ন করতে পেরেছেন
অনেক শুভকামনা রইলো বোনটির পক্ষ থেকে
০৮ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১:১৪
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আমার দাদা আমার বড় বোনের ( জেঠাত) নাম রেখেছিলেন
মেহের নিগার ( ইনার হাজব্যান্ড ভুমি মন্ত্রণালয়ের সাবেক সচিব ) ।
আমার মা ডাকতেন মেহেরুন ।
সামুতে পেলাম আরেক ভার্চুয়াল বোন মেহেরুন ।
আমার এই বোনের জন্যও রইল অনেক অনেক শুভ কামনা ।
৮৩| ০৮ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৫৪
কালা মনের ধলা মানুষ বলেছেন: নিজের নাম আর ছবি দেখে সম্মানিত বোধ করছি। ধন্যবাদ এবং কৃতজ্ঞতা।
০৮ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:১২
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আপনাদের কমেন্ট পেয়ে নিজেও এরকম সন্মানিত বোধ করি ।
আমার এই পোস্টটিই হল কৃতজ্ঞতা স্বরূপ , কৃতজ্ঞতা জানিয়ে লজ্জিত করলেন ।
ধন্যবাদ ।
৮৪| ০৮ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৫৭
কপোতাক্ষের তীরে এক অসামাজিক বলেছেন: আমি নেই
০৮ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:২৬
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ধন্যবাদ , ভাল থাকুন ।
৮৫| ০৮ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৫৮
ডানাহীন বলেছেন: খড়ের গাদা ঘেঁটে সুঁই বের করে আবার মালাও গেঁথেছেন .. আপনার পরিশ্রমের প্রশংসা করতেই হয় ..
০৮ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:০৮
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ডানাহীন সম্পর্কে কি লিখেছি দেখতে গিয়ে এক মিস্টেক ধরা পড়ল । আপনার নিকটি দ অক্ষরে চলে গিয়েছিল , ঠিক করে দিয়েছি , দুঃখ প্রকাশও করলাম ।
ধন্যবাদ ।
৮৬| ০৮ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১:২৪
আহমেদ সাব্বির পল্লব বলেছেন: ভাই করছেন টা কি? কেমনে সম্ভব......
নববর্ষের শুভেচ্ছা......যেই পোস্ট দিছেন লগ ইন করতে বাধ্য হইলাম....
০৮ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:২৮
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আপনার কমেন্টে আনন্দিত বোধ করতেও বাধ্য হইলাম ,
৮৭| ০৮ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:২৩
পথহারা সৈকত বলেছেন:
০৮ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৩১
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: গুল্লি ডট কমের সব ইমোটিকন দিয়ে ফেলছেন দেখি !
ধন্যবাদ পথহারা সৈকত ভাই ।
৮৮| ০৮ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৪৮
শামীম আরা সনি বলেছেন: টাইটেল পড়ে
০৮ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:০৯
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: চমৎকার একজন লেখিকার পুটপ্রিন্ট পড়ায় আনন্দিত বোধ করছি ।
আপনার জন্য শুভ কামনা রইল ।
৮৯| ০৮ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৫৮
তবু গল্প লিখছি আমি বাঁচবার! বলেছেন:
এত সাধনা??????????????????????????????????????????????????????????????????????????????????????
স্যালুট!
এবং
স্যালুট!!!!!!!!!!!!!!!!!!!!!!
০৮ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:১৫
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: সোনাগুনে হাত রেখেছির কবি , এতদিনে পাইছি আপনার লাগ----
৯০| ০৮ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৩১
নেক্সাস বলেছেন: হায় হায় এত মজার পোষ্ট আগে দেখলামনা কেন?
অনেক পরিশ্রমী পোষ্ট
পোষ্টে পিলাস
০৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:৩২
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আপনাদের পেয়ে পরিশ্রম সার্থক ।
ধন্যবাদ প্রিয় নেক্সাস ।
৯১| ০৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:০৭
শিপু ভাই বলেছেন:
খাইছে!!! এলাহি কারবার দেখি!!!
++++++++++++++++
আমার সম্পর্কে ভাল ভাল কথা লেখায় প্রিয়তে নিলাম!!!
অঃটঃ ব্লগার কালোপরীর পোস্টে আপনার মন্তব্য দেখেছি। এখানে ভুল বোঝার কোন অবকাশ নাই। ৪ বছরে উনি পোস্ট করেছেন ৪ টা। আর আমাকে ব্লেম করছেন আমি তার পোস্টে কখনো যাই নি বলে। আসলে তাকে আমি ব্লগে দেখছি ২/৩ মাস যাবত।
জামাত শিবির যেমন নিরিহ- কালোপরীর পোস্টও তেমন নিরিহ। আপনি ভাল করেই অবগত যে সামুতে জামাত শিবির বা তাদের সংশ্লিষ্ট কোন কিছুকে প্রমোট করতে দেয়া হয় না। কেউ করলে তার প্রতিবাদ হয়। এজন্য ছাগু ফাইটার হওয়া লাগে না।
তার কমেন্টের রিপ্লাই দেখলেইতো বোঝা যায় সে জামাতী সমর্থক। আর পোস্ট দিছে ইসলামী ব্যাংক নিয়া। অনেকেই আছে যারা জামাত শিবির না করেও তাদের প্রতিষ্ঠানে কাজ করে। উনি সেরকম হলে আমি কিছু বলতাম না। কিন্তু উনি ওনার মন্তব্যে বুঝিয়ে দিয়েছেন যে উনি জেনে বুঝে মেনে ইসলামী ব্যাংকে জব করে । তখন আর সন্দেহ থাকে না যে সে জামাতি আদর্শের লোক। আর জামাতি আদর্শের লোকেদের জন্য আমার কাছে কোন সম্মান নাই।
ছাগুদের জন্য গদাম- অলটাইম- আনলিমিটেড!!!
আমার প্রতি আপনি যে সম্মান ও আস্থা দেখিয়েছেন সেজন্য কৃতজ্ঞতা বোধ করছি। আশা করি সেটার মর্যাদা আমি নষ্ট করবো না।
০৯ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১১:৩৯
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: সামুর প্রত্যেক লিখককে আমি সহ ব্লগার হিসেবেই দেখি । একটিভিটি আর লিখনি গুনে কোন কোন সহ ব্লগারকে একটু বেশিই ভাল লাগে, খুব কাছের জন বলে মনে হয় । এই ভাল লাগা লিখকদের উপর '' গায়ে মানেনা আপনি মোড়ল '' জাতীয় একটা অধিকারও জন্ম নেয় । যার দরুন অন্য কারো নয় শুধু আপনারই নাম উল্যেখ করেছি ।
একজনের দ্বারা যতক্ষণ পর্যন্ত না আমি আক্রান্ত হচ্ছি , বা আক্রান্ত হবার আশংকা না করছি , ততক্ষণ পর্যন্ত সে আমার শত্রু নয়, আমার পক্ষ থেকে সে নিরাপদ ।
জনসমাগম স্থলে মানব বজ্য ত্যাগ নিঃসন্দেহে নিন্দনীয় ।
যে পেটে নিয়ে ঘুরে তার নিন্দা করতে পারি না , তার পেটে পাড়া দিয়ে বের করতে গেলে নিন্দার বোঝাটাযে আমার ঘাড়েই পড়ে ।
আপনার ইতিবাচক মন্তব্য ভাল লাগলো । ধন্যবাদ ।
৯২| ০৯ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:১৫
লোনলিফাইটার বলেছেন: রাইস মিল
০৯ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:৩৯
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: চিমনি বয়লার সুদ্ধ ! ) )
৯৩| ১০ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:২৯
ফারাহ দিবা জামান বলেছেন: অসাধারণ মুগ্ধতা লিটন ভাই।
ভাষা হারিয়ে ফেললাম।
যে ভালবাসা আর সন্মান আপনি সহব্লগারদের দিয়েছেন,
তুলনাহীন।
আমি দেখিনি এখনও।
স্যালুট,
এই সাধনাকে।
ভালো থাকবেন।
১০ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:৪৩
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আপনার প্রশংসা পেয়ে ভাল লাগছে , লজ্জিতও বোধ করছি ।
আপনাকে ধন্যবাদ সিস ।
৯৪| ১০ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৪৩
ৎঁৎঁৎঁ বলেছেন: ওরেব্বাস, এ যে পুরো ব্লগারস ডিরেক্টরি!!! নতুন পুলাপাইনের ব্যাপক কাজে দিব।
++++++ সহকারে প্রিয়তে নিক্ষেপ করলাম।
ভালো থাকবেন।
১০ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:৪৭
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আপনাকে আগে পাইনি , পেলে আপনার এই আদ্যাক্ষর আমার পোষ্টে একা থাকতোনা ।
ধন্যবাদ ।
৯৫| ১১ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:২৪
চেয়ারম্যান০০৭ বলেছেন:
১১ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:৪৩
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: যথা স্থানে যথা কর্ম , এই নাহলে চেয়ারম্যান ?
এই শীতে আগুনটা বড় কাজ দিচ্ছে ।
এই শিতের ভিতর আমার বাড়ী আসায় আপনাকে ধন্যবাদ ।
৯৬| ১১ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:৪৫
মামুন হতভাগা বলেছেন: বাবা এতো দেখি বিশাল ব্যাপার,লেট করে ফেললাম। :!>
আসলে সময় নিয়ে ব্লগে বসা কঠিন হয়ে পড়েছে।হয়ত তাড়াতাড়ি ফিরে আসতে পারব সময় নিয়ে
১১ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:৫৭
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ধন্যবাদ মামুন ভাই ।
৯৭| ১২ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৪৬
কান্টি টুটুল বলেছেন:
এই পোস্টে এক রত্তি ফরমালিন নাই,একদম ফ্রেস একদম পিউর যা নিয়া আমি সেন্ট পার্সেন্ট শিউর।
প্লাস দিলাম,সাথেও নিলাম।
১২ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৫৪
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আপনার মজার কমেন্ট পেয়ে খুব ভাল লাগছে ।
প্লাস ও সাথে নেয়ার জন্য অসংখ্য ধন্যবাদ ।
৯৮| ১২ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৫৫
ব্যান্ড পার্টি বলেছেন: অনুরোধে পুরা রাইচ মিল গিলা ফালাইছেন।
১২ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:০৫
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ধন্যবাদ নতুন অতিথি ।
৯৯| ১২ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৪৬
দিকভ্রান্ত*পথিক বলেছেন: FREE THINKER নিকটির ব্যান চাই। কারণ: নারীদের প্রতি প্রত্যক্ষ অপমান ও ধর্ষকদের সমর্থন দিয়ে ধর্ষিতাদের দায়ী করা।ওর পোস্টে যান ও সবাই রিপোর্ট করবেন প্লিজ.... অপ্রাসঙ্গিকতার জন্য ক্ষমা করবেন....
১২ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:০৫
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ধর্ষণ বিরোধী প্রচারণায় আপনার আন্তরিক প্রচেষ্টা নজির বিহিন ।
যাচ্ছি ------ ।
১০০| ১২ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:১১
নতুন বলেছেন: মেলা খাটুনি করছেন এই লেখা লিখতে... +++
৩০ শে মার্চ, ২০১৮ বিকাল ৫:৫২
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ধন্যবাদ নতুন ।
১০১| ১২ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:২১
সেলিম আনোয়ার বলেছেন: লিটন ভাই অনেক পরিশ্রম করে লিখেছেন।আপনার ধৈর্য অসাধারণ।এটা লেখার শক্তি আসলে কোত্থেকে? পাপাইয়ের মত স্পিনাক খেয়েছেন নাকি?
৩০ শে মার্চ, ২০১৮ বিকাল ৫:৫৫
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: হাহাহাহা অনেক ধন্যবাদ সেলিম ভাই
১০২| ১৩ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১০:০৩
স্পাইসিস্পাই001 বলেছেন: মেগা পোষ্টে প্লাস +++++++
আমার নামখানা আছে দেখে সত্যি খুব খুশি খুশি লাগছে....তয় একটু বেশীই বাড়িয়ে বলেছেন তবে বেশী বললেও আপনার সার্টিফিকেট পেয়ে ভালই লাগছে..
ভাল থাকবেন সবসময়...আর হে আপনার জন্য নতুন একটা লিখা দিয়েছি...আমার ব্লগে কষ্ট করে একটু ঢু মারলে খুব খুশি হবো...
১৩ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৪৬
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আমিযে বাড়িয়ে বলিনি তার প্রমান আবারো পেলাম ।
আমার নামে গল্প উৎসর্গ করার মত আপনার আন্তরিকতা দেখে আমি মুগ্ধ । যার দরুন নিজে সন্মানিত বোধ করছি , লজ্জাও ।
১০৩| ১৪ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:০৮
আধারের কবি বলেছেন: ঠান্ডার ওষুধ দেন
১৪ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:০৯
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: গরম গরম আইসক্রিম খান ।
১০৪| ১৬ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:৪৮
মাহী ফ্লোরা বলেছেন: এইটা কি করসেন? সর্বনাশের উপরে!
৩০ শে মার্চ, ২০১৮ বিকাল ৫:৫৮
গিয়াস উদ্দিন লিটন বলেছেন:
১০৫| ১৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:৫৭
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: হাহাহাহাহাহা , কিযে বলেন !
ধন্যবাদ সিস ।
৩০ শে মার্চ, ২০১৮ সন্ধ্যা ৬:০১
গিয়াস উদ্দিন লিটন বলেছেন:
১০৬| ১৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:২১
মাহী ফ্লোরা বলেছেন: ওরেওরে আমি আমার নাম খুঁইজা পাইসি! :!>
১৭ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:১২
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আপনি আমার অনেক পুরনো সুহৃদ , আপনার নামতো অবশ্যই থাকবে ।
প্রো পিকটা মনে হয় নজরে পড়েনি ।
১০৭| ১৭ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৫২
জিদনী বলেছেন: জিদনী / প্রতিশ্রুতিশীল ব্লগার ।
এতদিন পর দেখলাম তাই অনেক আফসোস !!! লাগছে
ধন্যবাদ
আজ মনে হলো আমিও আপনাদের মত কেউ
আমাকে এই পোষ্ট এ স্মরণ করার জন্য অনেক অনেক অনেক ধন্যবাদ
ভালো থাকুন ।
১৭ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:১৯
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: কেন? মিথ্যে বলেছি নাকি ?
আমাদের মত হতে যাবেন কেন ?
উপরে গিয়াসলিটন নামে একজনের নামও আছে , পড়ে দেখুন ।
আপনার প্রোপিকটা নজরে পড়েছে কি ?
শুভ কামনা রইল ।
১০৮| ১৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:৩৫
রোকেয়া ইসলাম বলেছেন: চ্যানেল আইতে সেরা কণ্ঠ দেখতে দেখতে মনে হল আমাদের অতি পরিচিত, স্বনাম ধন্য, অনেক গুনে গুণান্বিত একজন ব্লগারের কথা। ভাবলাম দেখে আসি নতুন কোন প্রতিভার সন্ধান পাই কিনা। কিন্তু পেলাম না।
তাই দঃখ ভারাক্রান্ত মন নিয়ে ফিরে গেলাম।
অপেক্ষায় থাকলাম নতুন প্রতিভা দেখার............
২১ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:২৪
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: '' আমাদের অতি পরিচিত, স্বনাম ধন্য, অনেক গুনে গুণান্বিত একজন ব্লগারের কথা। ''
আমাকে কিছু বললেন ?
উত্তর যদি হ্যাঁ হয় তাহলে বলবো , মানুষকে লজ্জা দেয়ার বেশ কিছু তরিকা আছে , এটা কয় নম্বর তরিকা আমার বুঝে আসচেনা ।
তবে স্মরণে রেখেছেন এতেই গর্ব বোধ করছি ।
১০৯| ১৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:৪৫
মাহী ফ্লোরা বলেছেন: কিসের প্রোপিক? একটা প্রোপিক ও তো দেখিনা।
২১ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:২৫
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: তৃতীয় ছবিতে গরম শিঙ্গাড়ার ডানেই আপনার প্রপিক ।
১১০| ১৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:১২
জনৈক গণ্ডমূর্খ বলেছেন: আমার নাম কৈ? আপ্নার লগে খেলতাম না
২১ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:২৭
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আপনার মন্তব্যের প্রথমেই আপনার নাম দেখছি , আর আপনি দেখছেন না ?
১১১| ১৮ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:১১
জিদনী বলেছেন:
হে। প্রোপিকটা নজরে পড়েছে
২১ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:২৯
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ধন্যবাদ ।
১১২| ১৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:১৮
প্রিন্স হেক্টর বলেছেন: পরিশ্রমী পোষ্ট। +
২১ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:৩১
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: পরিশ্রম সার্থক হলে ভাল লাগে , আমার ভাল লাগছে ।
১১৩| ১৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:২৪
নীলঞ্জন বলেছেন: নীলঞ্জন / নিকের সাথে প্রপিকের চমৎকার সমন্বয় । লিখেন ভাল । - মূল্যায়ণে কৃতজ্ঞতা লিটন ভাই।
২১ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:৩২
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ধুর ! কি যে বলেন !
১১৪| ২১ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১১:৫৩
অনীনদিতা বলেছেন: valo Asento??
২১ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:৩৪
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আলহামদুলিল্লাহ্ , খবর নিতে এলেন দেখে খুব ভাল লাগছে ।
১১৫| ২১ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১১:৫৬
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
২১ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:৪১
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: নিচের ইনি বুঝি এভাবেই আকাশে উড়েন ।
১১৬| ২১ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:৪৭
নীল-দর্পণ বলেছেন: আমি এইরাম কেরপণ যে আপনারে এক্টাও কমেন্ট দেই নাই
২২ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:৪১
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: না ভাই , ঠিকই আছে , মিতব্যয়ী হওয়া ভাল ।
( সব ক্ষেত্রে কিনা জানিনা )
১১৭| ২১ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:৪৭
কালোপরী বলেছেন: নতুন পোস্ট দিয়েছি কিন্তু, পড়লে খুশি হব
আপনি আমার পোস্ট না পড়লে, কমেন্ট না করলে মনটা খারাপ হয়
২২ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:২৩
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: (আশ্চর্য ! অনেসটলি বলছি , আমি আপনার পোস্টে কমেন্ট করে এসেছি , আপনার এই কমেন্ট না দেখেই ।)
আপনি দিন দিন একজন চমৎকার লেখিকা হয়ে উঠছেন ( সরি ! চমৎকার লেখিকা আগ থেকেই হয়ে আছেন ) ।
আপনার পাঠক আর কমেন্টেটরের সংখ্যা দেখে খুব ভাল লাগলো ।
তার চেয়ে ভাল লাগছে আপনার মন খারাপ ভাবটা নাই দেখে ।
কারো পোস্ট না পড়ে কমেন্ট করা আমার রীতি বিরুদ্ধ , এবং আদতের পরিপন্থী ।
চাইলে আপনার পোস্ট না পড়েই ,অনেকের মত - ভাল লিখেছেন , সুন্দর , চমৎকার ইত্যাদি কমেন্ট করে আসতে পারতাম , নিজের কাছে নিজে সৎ থাকার চেষ্টা করি বিধায় তা করিনি ।
ব্যবসায়িক কাজে একটু ব্যস্ত আছি । হারিয়ে যাইনি বুঝাতে কিছুক্ষণের জন্য সামুতে আসি । আপনাদের কয়েকজনের পোস্ট আমার কাছে স্পেশাল । আপনার আজকের পোস্টও নজরে এসেছে । সময় নিয়ে মজা করে সব পড়বো ।
অ, ট - বোন স্বর্ণা কি করেছে দেখেন । দুষ্টামি করে একটা স্কেচ করলাম , তিনি তা প্রোফাইলে দিয়ে রেখেছেন । কি লজ্জা ! কি লজ্জা !
শিপু ভাইর কমেন্ট ব্যান উঠিয়ে নিন । সবায়তো আমরা নিজেরা নিজেরাই ।
১১৮| ২১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:১৩
রোকেয়া ইসলাম বলেছেন: হ্যাঁ ভাইজান আপনাকেই বলছিলাম। তবে মানুষকে লজ্জা দেয়ার কোন তরিকাই আমার জানা নেই। আপনার গুনগুলো যেমন জ্যোতিষী, চিত্রকর, ভালো লেখক এই সব তো দেখেছি আর কি গুন আছে তাই জানতে চেয়েছিলাম।
আমার লেখায় দুঃখ পেয়ে থাকলে আমি sorry.............
ভালো থাকবেন।
২২ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:২৯
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: একজন ভক্তকে sorry......... বলা এটা আরেক তরিকা !
( আমার এক মুরুব্বী বলতেন , সুখবর মিচা হইলেও ভালা । অনুরুপ প্রসংসা মিচা হইলেও শুনতে ভালোই লাগে )
১১৯| ২২ শে জানুয়ারি, ২০১৩ রাত ২:০৪
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
ওয়াউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউ অনেক সুন্দররররররররররররররররররররররররররররররররররররররররররররররররররররররররররররররররররররররররররররররররররররররররররররররররররররররররররররররররররররররররররররররররররররর আগে দেখান নি কেন????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????
থ্যাংক্স ইউ ভেরি মাচ্চচ্চচ্চচ্চচ্চচ্চচ্চচ্চচ্চচ্চচ্চচ্চচ্চচ্চচ্চচ্চচ্চচ্চচ্চচ্চচ্চচ্চচ্চচ্চচ্চচ্চচ্চচ্চচ্চচ্চচ্চচ্চচ্চচ্চচ্চচ্চচ্চচ্চচ্চচ্চচ্চচ্চচ্চচ্চচ্চচ্চচ্চচ্চচ্চচ্চচ্চচ্চচ্চচ্চচ্চচ্চচ্চচ্চচ্চচ্চচ্চচ্চচ্চচ
এটা রজনী আপনার পছন্দ না হলে ডিলিট করতে পারেন
২২ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:৫২
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: একজন অতিশয় দুর্বল শখের চিত্রকরের স্কেচকে প্রোফাইলে দিয়ে , আপনি অর্বাচীনের প্রতি যে মহানভুবতা দেখিয়েছেন এবং আনন্দিত করেছেন , কামনা করছি আপনার প্রতি সকলের আচরন হোক এর চেয়ে হাজার গুন আনন্দিত হওয়ার মত ।
নিজেকে ভ্যান গগ , ভিঞ্চি মনে হচ্ছে
ছবিটা এঁকে স্ক্যান না করে মোবাইলে ছবি উঠিয়া পোস্ট করায় ঝাপসা দেখাচ্ছে , আপনার যখন মন চায় মুছে দিবেন ।
রজনীর প্রতীকী ছবিটা অসাধারণ হয়েছে । নিশ্চয় আপনার আঁকা ? ( তুলনা বিচারে আমার লজ্জা আরো বেড়ে গেল ) ।
১২০| ২২ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:৫৭
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
আমি ছবিটা সেভ করে রেখেছি।
আমার আঁকা কিন্তু আপনারটাই বেশি সুন্দর।
আন্সার দেন, ২৫ তারিখের ছবি এত পরে দিলেন কেন
২২ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:০৭
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: এত সুন্দর আঁকেন ? কার সাথে যে আপনার তুলনা করি ? কোন মহিলা চিত্রকরের নাম মনে আসচেনা । থাক তার দরকার নাই , আপনার তুলনা মহান চিত্র শিল্পি এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণাই ।
আপনি এক কমেন্টে গুরুর ছবি আঁকতে বলেছিলেন ।
আঁকার পরে দেখি অনেক দেরি হয়ে গেছে । ( ঐ কমেন্টের নিচে আরও অনেক কমেন্ট এসে গেছে তাই ---- )
১২১| ২২ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:২৩
সেলিম আনোয়ার বলেছেন: লিটন ভাই আপনি তো দারুণ ছবি আঁকেন। স্বর্ণা আপুর ছবিটা দারুন সুন্দর হয়েছে
২৩ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:৫৭
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: সাবজেক্ট সুন্দর বলেই আপনার কাছে ছবিও সুন্দর মনে হচ্ছে ।
এই কৃতীত্যে (বানান ঠিক ভাবে লিখা যাচ্ছেনা)আমার কোনই হিস্যা নাই , সব সাবজেক্টের ।
ধন্যবাদ সেলিম ভাই ।
১২২| ২৩ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৯:৫৮
ইখতামিন বলেছেন:
প্লিজ. আপনি কি আমার এই ছবিটা এঁকে দেবেন?
আপনাকে কিছু হিরে-জহরত দেবো....
২৩ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:০৫
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: হিরে-জহরত লাগবে না । সময় করে দেখি ------
১২৩| ২৩ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৪৪
সেলিম আনোয়ার বলেছেন: লিটন ভাই ২ মাসের জন্য ছুটি নিচ্ছি।ব্লগ থেকে।
২৩ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:০২
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: এত লম্বা সময়ের জন্য আপনার ছুটি মঞ্জুর করা গেল না ।
মাঝে মাঝে হলেও ঢুঁ মেরে যেতে হবে ।
আমার একজন সুহৃদকে দুই মাসের জন্য হারানো আমার কাছে সুখময় কোন বিষয় নয় ।
১২৪| ২৩ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:৪৯
ইখতামিন বলেছেন:
কেমন আছেন?
এতোটা কার্পণ্য করতে নেই.
প্লিজ. আমার একটা ছবি এঁকে দেন?
২৩ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:১৩
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ঠিক আছে , দেব ।
তবে আমার আঁকা ছবি আপনার ছবির সাথে না মিললে কতৃপক্ষ দায়ী থাকবেনা ।
Click This Link
১২৫| ২৩ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:৪৭
ইখতামিন বলেছেন: নো প্রবলেম.
কী যে বলেন না!
আমার ছবির সাথে মিলার প্রয়োজন নেই.
কর্তৃপক্ষকে বলবেন- এটা গিয়াসলিটন এর আঁকা.
ব্যস.
জল রং অথবা তেল রং যে কোনও একটা হলেই হবে.
আপনি আমাকে যা দিবেন আমি তা-ই নেব.
প্লীজ.......
২৪ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:৪১
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ওকে , ওকে । এই কমেন্টের স্থলেই ২/৪ দিনের ভিতর পাবেন ।
১২৬| ২৩ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:১৯
প্রিয়তমেষূ বলেছেন: ব্যাপক গবেষনা করে লিখেছেন।
আমি নতুন ব্লগার কিন্তু আপনি আমারেও বাদ দেন নাই।
২৪ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:৪৩
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: চমৎকার একজন কবি / ফটোগ্রাফারকে বাদ দিলেযে আমার পোস্টটিই অসম্পূর্ণ থেকে যেত ।
১২৭| ২৪ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১১:৫৩
অনীনদিতা বলেছেন: ভাইয়া আমাকে একটা একে দেননা
প্লিজ প্লিজ প্লিজ প্লিজ প্লিজ প্লিজ প্লিজ প্লিজ প্লিজ প্লিজ
২৪ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:৫৬
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ওয়েট প্লিজ ।
১২৮| ২৪ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৪০
মাক্স বলেছেন: স্লামালিকুম ভাইজান।
আছেন কিরাম?
২৪ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:৫৮
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: একটু দৌড়ের উপ্রে আছি ।
প্রপিক খান হইছে চমেতকার !!!!
১২৯| ২৫ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:৩৮
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: খাইছে!!! আপনি তো রাইসমিল খাননি?? খেয়েছে জাতীয় খাদ্য গুদাম!!!
কিন্তু ভাই, আমি আবার অনুকাব্য লিখলাম কবে!! একটাই লিখছি ভাই!!
আবার মাল্টি!!!! আমার কোনই মাল্টি নাই ভাই। খুবই আফসোসে আছি।
২৬ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:১৯
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: খাদ্য গুদাম ? হাহাহাহা
সার্চে প্রাপ্ত ফলাফল:
কাল্পনিক ভালোবাসা
কাল্পনিক_ভালোবাসা
একই নামে ২ নিক , আমি ভেবেছিলাম দুটোই আপনার । সরি !
১৩০| ২৬ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১০:২৯
ইখতামিন বলেছেন: হাই................
২৬ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:১৪
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: হ্যালো ! ( আমার মনে আছে )
১৩১| ২৬ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:০২
শ্রাবণ জল বলেছেন: শ্রাবণ জল / চমৎকার একজন কবি । গদ্যও লিখেন ভাল
নিজের লেখার প্রশংসা শুনতে বেশ ভাল লাগে।
কোলাজে আমার প্রপিক খুঁজে পাইনি। অবশ্য আমি এত বেশী পরিবর্তন করেছি পিক যে কোলাজে থাকলেও দেখে বুঝতে পারবনা।
অনেক কষ্ট হয়েছে আপনার- বোঝা যাচ্ছে। ধন্যবাদ আমাদের জন্য এত কষ্ট করেছেন বলে।
প্রিয় তে রাখলাম।
ভাল থাকবেন।
২৭ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:০৬
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: কিভাবে ভাল থাকি ?
'' লেখালেখি বন্ধ। ক্ষেত্র বিশেষে মন্তব্যও।''
আফসোস !!!!!!!!!!!!!!!!!!!
১৩২| ২৬ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:১৯
ইখতামিন বলেছেন: হাই.
২৭ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:০৮
গিয়াস উদ্দিন লিটন বলেছেন:
১৩৩| ২৮ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:৩৭
ইখতামিন বলেছেন:
২৮ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:৪১
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: সরি ! একটু বিজি আছি ।
১৩৪| ২৯ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৮:১৭
শিপন মোল্লা বলেছেন: বেশ খাটা খাটনি করছেন ভাই। আসলে গুনি আপনি একজন। জেনে ভাল লাগছে আমি কারো প্রিয় হা হা ।
২৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:৩৩
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: শিথির বাপকে অনেক ধন্যবাদ ।
১৩৫| ২৯ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১১:১৯
মেহেদী হাসান মানিক বলেছেন: হায় হায় করছেনটা কি???
এত ব্লগারের প্রোপিক আর নাম নিয়া বিশ্লেষণ
আপনার ধৈর্য্য আছে
২৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:৪৬
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ধন্যবাদ মানিক ভাই ।
১৩৬| ২৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:৪৬
ইখতামিন বলেছেন:
০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৪৩
গিয়াস উদ্দিন লিটন বলেছেন:
১৩৭| ৩০ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:২৩
অনীনদিতা বলেছেন:
প্লিজ প্লিজ প্লিজ প্লিজ প্লিজ
০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:০০
গিয়াস উদ্দিন লিটন বলেছেন:
১৩৮| ৩১ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৯:০৩
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
মন্তব্যের জবাব দিব, আই অ্যাম নট ওয়েল ডোন্ট মাইন্ড
০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৫২
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আমি কিছু বলেছি নাকি ?
১৩৯| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:১৪
ইখতামিন বলেছেন:
এতো ব্যস্ততার মাঝেও যে এতোটুকু করলেন
তার ঋণ কবে দিতে পারবো?
কিন্তু এই ছবিটি আমি হয়তো বাঁধাই করেও রাখতে পারি।
অসংখ্য ধন্যবাদ গিয়াসলিটন ভাই.
ভালো থাকবেন.
মনে অনেক ব্যাথা.
০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৪২
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: মনে ব্যথার কি আছেরে ভাই ।
সামুতে বিচরন করতে হয় হাঁসের মত , সারা দিন সামুতে থাকবেন , অফ লাইনে গিয়ে গা ঝাড়া দিবেন সব পানি ঝরে যাবে ।
হাহাহাহা ।
১৪০| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:১৭
নীলফরিং বলেছেন:
আপনি ভালো স্কেচও করতে পারেন! চমৎকার।
০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:১৩
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: প্রায় একযুগ পর আবার ট্রাই করলাম ।
আপনাকে ধন্যবাদ নীলফরিং ।
১৪১| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:৩১
অনীনদিতা বলেছেন: ওয়াও অনেক অনেক অনেক সুন্দর হইছে
আপনার হাতটা দিন একটু সালাম করি
ছবিটা কিন্তু সত্যি আমার মত হয়েছে
০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:১৬
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: '' ছবিটা কিন্তু সত্যি আমার প্রপিকের মত হয়েছে ''
১৪২| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:১৫
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
ইখতামিন আর অনীনদিতারটা কি সুন্দর!!!!!!!!!!!! আর আমারটা?
০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৩০
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আপনার টা তাৎক্ষণিক বলপয়েন্টে এঁকেছিলাম ।
আপনার কারনেই একযুগ পর আমার পুরনো ২বি পেন্সিলে ধার দিতে হল , যা দিয়ে ওঁদের গুলি এঁকেছিলাম ।
আমি যতদূর জানি , ইখতামিন আর অনীনদিতা দুজনকেই আপনি ভাল পান । আবারতো বলে বসতেন , '' ওদের টা সুন্দর হয়নি কেন? ''
যাক , আপনার অভিযোগ আমলে নেয়া হল ।
১৪৩| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৩২
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
আমলে নেয়ার দরকার নাই। আমারটাও সুন্দর হয়েছে অনেক। কিন্তু ইখতামিনেরটা দেখে অবাক। সুপার্ব!!!!!!!!!!!!!!!!
০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৫১
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আমার ঘরে এক জ্যানথিপি ( ? ) আছে , ইখতামিনেরটা যতটা নির্ভয়ে আঁকতে পেরেছি -----
(?) পুরাই ফান !
১৪৪| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৪১
রুদ্র মানব বলেছেন: স
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:০০
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: রুদ্র ভাইএর কিবোর্ড কি কাজ করছেনা ?
১৪৫| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৪২
রুদ্র মানব বলেছেন: সবারটা এক সাথে ডিকশনারীর মত লাগলো , পোস্টে প্লাস ++++
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:০২
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ও আচ্ছা এই কথা ? আমিতো ভাবলাম -----
ধন্যবাদ মিঃ রুদ্র মানব ।
১৪৬| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৪৯
আমি মুখতার বলেছেন: ইয়া খোদা!!! কি খাইয়া এই পুষ্ট দিসেন!!! আমি ভয়ে আমার নাম খুজি নাই !!!
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:০৮
গিয়াস উদ্দিন লিটন বলেছেন:
১৪৭| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৫৩
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
জ্যানথিপি শব্দের অর্থ জানিনা। কিন্তু বুঝেছি
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:১৬
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: grumpy
১৪৮| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:৩০
অনীনদিতা বলেছেন: দুলাভাই----------জ্যানথিপি কি
আমি কিন্তু আপুরে বলে দিব
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৩৫
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: হায় হায়রে এযে দেখছি জলে বউ ডাঙ্গায় শালী ।
দাঁড়ান আগে বিয়েটা দিয়ে নেই , তার পর আমার ভায়রা ভাইয়ের কাছ থেকে জেনে নিবেন জ্যানথিপি কি
১৪৯| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:০৪
মনিরা সুলতানা বলেছেন: ভাইয়া ... জরুরি দরকার ভাবীর ফোন নাম্বার তা দেন ,
এত ধৈর্য কোথায় পেলেন , আপনার দুলাভাই এমন করলে ,আমি সিধা বাসা থেকে বের করে দিতাম
আর একটা কথা ইয়ে মানে আমি কি আমার প্র পিক টা পাল্টা বো
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৫০
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আমাকে যে মাঝে মাঝে বাসা থেকে বের করে দেয় , তার ট্রেনিং কোথায় পেল , এত দিনেপরে এইমাত্র আমার কাছে বিষয়টি ক্লিয়ার হল।
দুলাভাইয়ের নাম্বারটা আমার তার চেয়েও জরুরী । এত দিনে বনবাসে যাওয়ার একজন সঙ্গি পেলাম ।
সমুদ্রে পেতেছি শয্যা শিশিরে কিসের ভয় ।
রাইস মিল গিলে বসে আছি , রাইস গিলতে আর কষ্ট কি ?
পাল্টান , আমি আনন্দিতই হব ।
১৫০| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৫৫
মনিরা সুলতানা বলেছেন: এই জামানার ছবি তো আর দেয়া যাবে না ... :!>
আগের জামানার দিতে হবে , পরিচিত রা যাতে না চিনতে পারে
যখন বনবাস এ পাঠানোর সময় আসবে , নিজ দায়িত্তে নম্বর দিব আপনাকে , শত হলে আমার একটা দায়িত্ত আছে না , বনবাস টা যাতে
আপনাদের দুজন এর এ ভাল কাটে
০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৫৭
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আপনাকে কষ্ট করে পাঠাতে হবেনা , উনি অনেক আগেই বৃন্দাবন গিয়ে বসে আছেন
১৫১| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:০৬
শূন্য পথিক বলেছেন: বাহ!
অধমও আছি দেক্তাছি!
ধন্যবাদ লইয়েন!
০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৩২
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: লইলাম ।
আপনিও লইয়েন!
১৫২| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:০৯
শূন্য পথিক বলেছেন: লিস্টে আমার অনেক পরিচিত ব্লগার আছেন।
অনেকের ব্যাপারে আপনার মতের সাথে আমার মত মিলে যাচ্ছে।
০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৩৩
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: শুনে ভাল লাগছে , ভাল থাকুন ।
১৫৩| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:২৪
রোকেয়া ইসলাম বলেছেন: নতুন পোষ্টের অপেক্ষায় আছি......।।
নতুন পোস্ট চাই।
নাহলে কিন্তু হরতাল ডেকে সব অচল করে দেব।
০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৫৪
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আপনার মত এত সুন্দর লিখতে পারলে আমি প্রতিদিনই পোস্ট দিতাম ।
হরতাল ??) ) ) )
দেখি , কি বোর্ড দিয়ে দুচারটা শব্দ বের করতে পারি কিনা ।
১৫৪| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৪৯
সেলিম আনোয়ার বলেছেন: দ্রুত লিখে ফেলুন লিটন ভাই।দাবীর পারদ অনেক উপরে উঠেছে।
০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৪৪
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: শাহবাগ চত্বরের দাবীর কথা বলছেন ?) ) )
১৫৫| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:১৩
শ্যাঁওঁড়াঁ গাঁছেঁরঁ বাঁসিঁন্দাঁ বলেছেন: এঁতোঁ বঁড়ঁ সেঁলিব্রেঁটি ব্লঁগাঁরঁদেঁর ব্লঁগেঁ আঁসঁলেঁ আঁমাঁর শ্যাঁওঁড়াঁ গাঁছঁরেঁ নিঁতাঁন্তই ছোঁট মঁনেঁ হঁয়ঁ। সেঁ যাঁই হোঁকঁ, এঁকঁগুঁচ্ছ ভৌঁতিঁকঁ শুঁভেঁচ্ছাঁ রঁইঁলোঁ আঁপঁনাঁরঁ জঁন্যঁ।
০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৪৮
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: হায় হায় ! আপনিতো দেখছি চন্দ্রবিন্দুর দুর্ভিক্ষ লাগিয়ে দিবেন !
'''''' বলেছেন ''''' শব্দে কি চন্দ্রবিন্দু দিতে ভুলে গেছেন ?
১৫৬| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৩১
স্বপনবাজ বলেছেন: কাল্পনিক_ভালোবাসা / সুন্দর অনু কাব্য লিখেন , একটা মাল্টিও আছে ।
স্বপনবাজ / মন্তব্যে অকৃপণ !
০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৪৯
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: স্বপনবাজ ভাইকে ধন্যবাদ ।
১৫৭| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৫৭
অদ্বিতীয়া আমি বলেছেন: বাহ সুন্দর হয়েছে আঁকা প্রপিক গুলো !
নতুন পোস্ট দিলেন কিনা দেখতে এলাম
নতুন পোস্ট দেন
০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৪০
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: নতুন পোস্ট দিলেন কিনা দেখতে গিয়ে আমিও বহুবার ফিরে এসেছি , আজ আপনিও ফিরে গেলেন । ব্যস কাটাকাটি ।
অচিরেই দেব । সুহৃদকে ধন্যবাদ ।
১৫৮| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:২৩
সেলিম আনোয়ার বলেছেন: ami akhon onek dur shahbagchottor thekey
apni notun post lekhen
valo thakben sobshomoi
১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৪৫
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: অচিরেই দেব ।সুহৃদ সেলিম আনোয়ারকে ধন্যবাদ ।
১৫৯| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৫৯
আহমেদ সাব্বির পল্লব বলেছেন:
১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:১৪
গিয়াস উদ্দিন লিটন বলেছেন:
১৬০| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:৩৮
শিশির.কনা বলেছেন: ++
১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৫২
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: প্লাসের জন্য ধন্যবাদ শিশির ডট কনা ।
১৬১| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:৫২
যাযাবর৮১ বলেছেন:
গণদাবি একটাই
আবার জেগেছে তারুণ্যের প্রজন্ম
দ্বিধা ভেদ ভুলে জাগরণের জন্ম,
কবে কে দেখেছে এই বাংলার বাঘ
শাবাশ জনতা ঐ জেগেছে শাহবাগ।
আলোকিত প্রাণ প্রজন্ম চত্বরে
বিকশিত গান খুঁজছে সত্তারে,
আর নয় ভুল, মুক্তির স্লোগান
ধূম্র ধূসরে ফাগুনের জয়গান।
ঘৃণায় আক্রোশে জানায় যে ধিক্কারে
গণদাবি আজ প্রদৃপ্ত হুঙ্কারে,
জেগেছে জনতা, বিচার এবার চাই
ফাঁসি, ফাঁসি, ফাঁসি, গণদাবি একটাই।
১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৫৪
গিয়াস উদ্দিন লিটন বলেছেন:
আগেও চেয়েছি এখনো চাই
রাজাকারের ফাঁসি চাই ।
১৬২| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:৪৭
অনীনদিতা বলেছেন: ফালগুনের শুভেচ্ছা
১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:২০
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আপনাকেও , সাথে ভালবাসা দিবসেরও ।
১৬৩| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:১৮
একজন আরমান বলেছেন:
ফাল্গুনের শুভেচ্ছা।
১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:২১
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: একজন আরমানকেও , সাথে ভালবাসা দিবসেরও ।
১৬৪| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৪১
যাযাবর৮১ বলেছেন:
কলঙ্ক মুক্তি চাই (গীতি কবিতা)
বসন্ত আজ যে আবার এসেছে
আগুন ঝরা উত্তাল বানে
ধূসর জীবনের পাতায় পাতায়
রক্ত রাগে দ্রোহের গানে।
জাগরণ জেগেছে নব প্রজন্ম
প্রদৃপ্ত প্রজন্ম চত্বর
আবার জনতা খুঁজে পেয়েছে পথ
চাইছি আবার একাত্তর।
হৃদয়ে বসন্ত জ্বলছে আগুন
গণদাবি আজকে একটাই
জাগে বাংলাদেশ দৃপ্ত স্লোগানে
কলঙ্ক মুক্তি চাই।
১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:২৩
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: হৃদয়ে বসন্ত জ্বলছে আগুন
গণদাবি আজকে একটাই
জাগে বাংলাদেশ দৃপ্ত স্লোগানে
কলঙ্ক মুক্তি চাই।
চমৎকার !
১৬৫| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৪২
ইখতামিন বলেছেন: ফাগুনের শুভেচ্ছা.
১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:২৪
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ইখতামিনকেও ফাগুনের শুভেচ্ছা, সাথে ভালবাসা দিবসেরও ।
১৬৬| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৫৩
অদ্বিতীয়া আমি বলেছেন: ফাল্গুনের শুভেচ্ছা
১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৩০
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: অদ্বিতীয়া আপনিকেও ফাল্গুনের শুভেচ্ছা , সাথে ভাল বাসা দিবসেরও ।
১৬৭| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:৩১
শোশমিতা বলেছেন: শোশমিতা / ব্যপক জনপ্রিয় এই লেখিকা চমৎকার লিখেন , ১০০ তম পোস্টের পর একটু জিরিয়ে নিচ্ছেন ।
ভাইয়া আপনার এই পোস্ট দেখে নিজের ব্লগে গিয়ে ভালো করে দেখলাম সত্যি কি ১০০ তম পোস্ট দিয়ে দিয়েছি নাকি। হুমম হিজিবিজি যা মনে আসে তাই লিখে ১০০ তম পোস্টে হয়ে গেছে বুঝতেই পারিনি। এখন দেখাচ্ছে পোস্ট করেছি: ৯৯টি কারন একটা ড্রাফটে নিয়ে নিয়েছি। কিছু দিন ব্লগ থেকে দূরে আছি, থাকব। আবার হয়তো সময় করে ব্লগে নিয়মিত হব। তখন ১০০তম পোস্ট দিব।
ফালগুনের শুভেচ্ছা। ভালো থাকবেন।
১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:০১
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আপনার সেঞ্চুরি পোস্ট পড়ার অপেক্ষায় রইলাম ।
আপনিও ভাল থাকুন ।
১৬৮| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:১২
মশামামা বলেছেন:
ওহে শিবির, ওহে ফ্রান্কেনস্টাইন্ড!
ফিরে এসো বাছাধন - সুস্থ জীবনে
বাঙালী হয়ে প্রজন্ম চত্বরে এসে জড়ো হও -
রাজীব হত্যার ক্ষমা চেয়ে পবিত্র করো কণ্ঠ তোমার,
মুখে তোলো একটাই স্লোগান -
'জয় বাংলাদেশ; রাজাকারমুক্ত বাংলাদেশ,
আমি বাঙালি, বাঙালির জয় হোক,
পাকিস্তানী হানাদারবাদ নিপাত হোক।'
ওহে শিবির, ওহে ফ্রান্কেনস্টাইন্ড!
সবার সামনে এসে প্রকাশ্যে বলো -
আমি দ্বিধাহীন, বিবেকবোধে সমুজ্বল তোমাদের মতই,
আমি বাংলায় জন্মেছি, বাংলায় একাত্ম, বাংলায় গান গাই
আমি তোমাদেরই সন্তান ও ভাই।
ওহে শিবির, ওহে ফ্রান্কেনস্টাইন্ড!
উচ্চস্বরে বলো - আমি লজ্জিত, আমি ভারাক্রান্ত,
আমি মুসলমান; তবে উন্মাদনা নয়, ত্যাগ ও শান্তিই আমার ধর্ম,
আমি জানি - শিবির মানেই উন্নাসিক, মানসিক রোগীদের আস্তানা
করজোড়ে প্রার্থণা করো - প্রজন্মের কাছে প্রজন্ম চত্বরে এসে -
'আমার ভুল হয়ে গেছে; আমায় ক্ষমা করো ।
ওহে শিবির, ওহে ফ্রান্কেনস্টাইন্ড!
আজ জাগ্রত জনতার কণ্ঠে কণ্ঠ মিলিয়ে বলো -
'জয় বাংলাদেশ; যুদ্ধাপরাধীমুক্ত বাংলাদেশ,
আমি বাঙালি, বাঙালির জয় হোক,
পাকিস্তানী হানাদারবাদের মৃত্যু হোক।
জামাতীবাদ নিপাত যাক, সন্ত্রাসবাদ নিপাত যাক,
মানবতাবাদের জয় হোক, বাংলাদেশের জয় হোক।'
ওহে জনতা, জেগে ওঠো -
আর একটিবার মুক্তির স্লোগানে মাতো আর বলো -
সারাদেশ জাগ্রত হোক, গোটাজাতি এক হোক
এখনি সময়, দ্বিতীয় মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হবার
পবিত্র মাটির রক্তের ঋণ পরিশোধ করবার।
১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:০৪
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: কবিতাটা স্তিকি পোস্টে পড়েছি ।
চমৎকার ।
১৬৯| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৩১
সুস্মিতা শ্যামা বলেছেন: আরে সর্বনাশ ! আমিও বাদ নেই তালিকা থেকে! মজা পেলাম আপনার অকৃপণ প্রশাংসা পড়ে! যদিও এতটার যোগ্য আমি নই!
ভাল কথা, আপনি আমাকে খুঁজছিলেন দেখলাম! আমি ত চলবে বলে চলে যাই নি! গল্পের শেষ পর্যন্ত পোস্ট করেছিলাম।
এই বইমেলায় 'সবুজ অঙ্গন' নামে একটা সাহিত্য সাময়িকীতে ওটা বের হয়েছে। পাওয়া যাচ্ছে 'প্রতিভা প্রকাশ' স্টলে। লিটল ম্যাগ চত্বর, স্টল নং ৬২৮ (সম্ভবত)।
(আপাতত গল্পটা ড্রাফ্ট করা আছে)
১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৫০
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: '' রতনে রতন চিনে '' কথাটা সব সময় সঠিক নয় , দেখলেনতো আমার মত লোহারও রতন চিনতে ভুল হয়নি ।
'প্রতিভা প্রকাশ' আপনার প্রতিভার প্রকাশ ঘটিয়েছে জেনে খুব ভাল লাগছে ।
১৭০| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৪০
মেহেরুন বলেছেন: Click This Link
আপনার বোন জামাইয়ের নয়া আইডি। একটু কষ্ট করে পড়ে আইসেন ভাইয়া।
০৭ ই মার্চ, ২০১৩ রাত ১১:৫৪
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আমাদের জামাই বাবু চমৎকার লিখে দেখছি !
১৭১| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৪৩
অনীনদিতা বলেছেন: ভালো আছেনতো দুলাভাই
০৮ ই মার্চ, ২০১৩ রাত ১২:০৭
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: অতি প্রিয় শ্যালিকার চমৎকার কবিতার ৮৪৮ নং পাঠক , ২৩৪ নং কমেন্টর হওয়ার পরও কিভাবে বলি ভাল আছি ? আফসোস !!
১৭২| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:০০
মাক্স বলেছেন: কি ব্যাপার আজকাল আপনারে দেখি না কেন??
০৮ ই মার্চ, ২০১৩ রাত ১২:২২
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ব্যস্ততার মাঝেও সামুতে এসে যে মজা পেতাম , তা যেন পাচ্ছিলাম না ।সব পোস্টের বিষয় পক্ষে বিপক্ষে কেন্দ্রিক ।
সহসাই নিয়মিত হব ।
১৭৩| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:১১
ফারজানা শিরিন বলেছেন: ভাইয়া !!!!!!!!!!!!!!!!!!!????????????????????
০৮ ই মার্চ, ২০১৩ রাত ১২:২৮
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আপুনি !!!!!!!!!!!!!!!!!!!????????????????????
১৭৪| ০১ লা মার্চ, ২০১৩ বিকাল ৩:৪৩
আশিক মাসুম বলেছেন: লিটন ভাই আফনের ফ্ল্যাটে যাইতে মঞ্চায়
এই পোষ্ট কেমনে আমার চোখের আরালে রইল তাহাই ভুজলাম্না ,আফসুস ।
+++ পোষ্ট প্রিয়তে ।
০৮ ই মার্চ, ২০১৩ রাত ১২:২৯
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: অল্প দিনের মধ্যেই ফ্ল্যাটের কাজ কমপ্লিট হবে , অবশ্যই আসবেন ।
১৭৫| ০২ রা মার্চ, ২০১৩ রাত ১২:২২
সেলিম আনোয়ার বলেছেন: লিটন ভাই কোথায় আপনি? কেমন আছেন?
০৮ ই মার্চ, ২০১৩ রাত ১২:৩১
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: একটু দৌড়ের উপ্রে আছি , এর পরে আপনার বাড়িতেই দেখা হবে ।
১৭৬| ০৩ রা মার্চ, ২০১৩ রাত ৯:২৫
গ্রাম্যবালিকা বলেছেন: আপনি কোথায়? আসেন না কেন ব্লগে? আপনি যদি আমার এই কমেন্ট পড়ে না আসেন, তাইলে আপনার ব্লগে আমি যতগুলা কমেন্ট করেছি সব ডিলিট করে ফেলব! এইটা কথার কথা না , রীতিমত হুমকি!
এখনো বৃষ্টি হয়
এখনো উঠে চাঁদ
এখনো ভাগ্য চিনি
এখনো দেখাই হাত!
আজো আছে নদী খাল
আজো আছে ঝিল বিল।
আজো খুঁজি গিয়াসলিটন
আবার গিলুন রাইসমিল!
০৮ ই মার্চ, ২০১৩ রাত ১২:৪১
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: মহিলা মাস্তান ।
০৩ রা জানুয়ারি, ২০১৬ রাত ৮:২৯
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: গ্রাম্যবালিকা , কোথায় হারালেন ?
১৭৭| ০৩ রা মার্চ, ২০১৩ রাত ৯:২৮
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
আপনি কি ফ্ল্যাটে ব্যস্ত?
০৮ ই মার্চ, ২০১৩ রাত ১২:৪৪
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ব্যস্ততার মাঝে মোবাইলে দেখি , প্রথম স্তিকি পোস্টটি প্রতিদিনই চোখে পড়ে , পড়িও ।
১৭৮| ০৫ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৪৩
সেলিম আনোয়ার বলেছেন: লিটন ভাই কি হলো....নাকি এখন আমাদের অনুরোধে আরো বড় কিছু গিলছেন।
০৮ ই মার্চ, ২০১৩ রাত ১১:৫১
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: একটা কিছু গিলেছি , অচিরেই সামুতে জাবর কাটবো ।
১৭৯| ০৬ ই মার্চ, ২০১৩ রাত ১:২৯
ফারজানা শিরিন বলেছেন: অনেকের লেখায় আপনার মন্তব্য পাই কিন্তু নিজের লেখায় আপনি কই ???
০৮ ই মার্চ, ২০১৩ রাত ১১:৫৩
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: এসে গেছি আপুনি !
১৮০| ০৭ ই মার্চ, ২০১৩ বিকাল ৫:০১
ইখতামিন বলেছেন:
লিটন ভাই!
আপনি কোথায়?
রাইসমিলের গ্যাঞ্জামে আঁটকে গেলেন নাকি!
অসুস্থ?
কোনও সমস্যা?
০৮ ই মার্চ, ২০১৩ রাত ১২:৪৬
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: নাহ ! ইনশাল্লাহ ভাল আছি । আবার আসিব ফিরে ----------------
১৮১| ০৭ ই মার্চ, ২০১৩ বিকাল ৫:২৬
অনীনদিতা বলেছেন: এত রাইস খাওয়া ভালোনা দুলাভাই
এইবার আসেন
০৮ ই মার্চ, ২০১৩ রাত ১১:৫৯
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: খেয়ে দেহে বল না করলে আপনার জন্য পাত্র খোঁজার শক্তি পাব কোথায় ।
আসবো আসবো হবু ভায়রা ভাইকে সাথে নিয়েই আসবো ।
১৮২| ০৭ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:০৪
মশামামা বলেছেন: মজার একটা গল্প শোনাই - দেখেন কি চমকপ্রদ কাহিনী। নিজে পাত্তা না পাইয়া দু'জন ব্লগারের প্রেমের কবিতা আদান-প্রদানকে কেন্দ্র করিয়া একজন জনপ্রিয় ব্লগার জ্ঞান-বুদ্ধি হারাইয়া কিভাবে তার চক্ষুশূলদ্বয়কে গালিগালাজ করিয়া ব্লগ থেকে বিতাড়িত করিতে পারেন।
এখানে দেখেন - শায়মার ন্যাকা কাহিনী:
Click This Link
দুইদিন হইতে বিরাট গবেষণা করিয়া আমি ইহা আবিষ্কার করিয়া ফেলিলাম। তবে, নীলঞ্জন বা সান্তনু একটা গাধা। দিবাকে আমার ভালোই লাগতো। যাইহোক, উচিত ফল পাইয়াছে। তবে, শায়মা ও যে এক বিশাল মক্ষীরাণী এ ব্যাপারেও কোন সন্দেহ নাই।
০৯ ই মার্চ, ২০১৩ রাত ১২:৪০
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আপনার লিংক ধরেই ভিন্ন ধারার এক চমৎকার কবিতার সন্ধান পেলাম ।
১৮৩| ০৭ ই মার্চ, ২০১৩ রাত ১১:৪৯
সেলিম আনোয়ার বলেছেন: liton vi apnakey ashtei hobey amar bloggey
০৯ ই মার্চ, ২০১৩ রাত ১২:৪১
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: সুহৃদের ডাক কি উপেক্ষা করা যায় ?
১৮৪| ০৮ ই মার্চ, ২০১৩ রাত ১১:৩৫
সেলিম আনোয়ার বলেছেন: লিটন ভাই স্বর্না ফ্লাট খুজে....আমিও পাচ্ছি না।একটা ফ্লাটের দরকার।
০৯ ই মার্চ, ২০১৩ রাত ১২:৪৬
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: বারেক ভাইকে ( ওবামা ) বলে স্বর্ণার ফ্ল্যাট সমস্যার একটা সমাধা করা যাবে , আর আপনিতো আমার সাথেই থাকবেন ।
১৮৫| ০৯ ই মার্চ, ২০১৩ রাত ১২:০৪
অনীনদিতা বলেছেন: হো হো হো
হাসতেই আছি
নেন জুস খেয়ে শক্তি বাড়ান
০৯ ই মার্চ, ২০১৩ রাত ১২:৫৩
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: দুষ্টামি করে পাত্র খোঁজার কথা বলেছি , আমার শ্যালিকা ভেবেছে সত্যি ।
(একটু টোকা দিয়েই পাঁচ রকমের জুস !
যাক ! পাত্র খোঁজার মুলা ঝুলিয়ে একটু এক্সট্রা খাতির আর কিছু ভাল মন্দ উদরস্থ করা যাবে )
১৮৬| ০৯ ই মার্চ, ২০১৩ রাত ৩:২৭
আশিক মাসুম বলেছেন: ভাই আমার একটা স্কেচ করেন, সবারটাই তো করলেন
১২ ই মার্চ, ২০১৩ রাত ১২:১১
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: রাইস মিল গিলে বসে আছি ,আপনি বলছেন ঢেঁকির কথা । একটু সময় হোক । ধন্যবাদ ।
১৮৭| ১২ ই মার্চ, ২০১৩ রাত ১২:১৭
সেলিম আনোয়ার বলেছেন: লিটন ভাই.......
১৪ ই মার্চ, ২০১৩ রাত ১২:০৮
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: সেলিম ভাই -------------
১৮৮| ১৭ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৩৯
রয়েল বেঙ্গল টাইগার বলেছেন: আমার নামও দেখি আছে। কখন কি লিখেছিলাম, ভুলে গেছি।
তবে ধন্যবাদ আপনাকে।
১৯ শে মার্চ, ২০১৩ রাত ১১:০৪
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আপনাকেও ধন্যবাদ মিঃ টাইগার ।
১৮৯| ০৬ ই জুন, ২০১৩ দুপুর ১:০২
জ্যাক রুশো বলেছেন:
হায় হায় আমার নামও দেখি তুইলা দিছে।
আবার কয় আমি নাকি অনিয়মিত
সামুর সাথে আছি সব সমায় নিয়মিত পাঠক হিসাবে
০৮ ই জুন, ২০১৩ দুপুর ১২:৪২
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: তখন সম্ভবত পোস্টে অনিয়মিত ছিলেন ।
ধন্যবাদ রুশো ভাই ।
১৯০| ০৩ রা জানুয়ারি, ২০১৬ রাত ৮:৩৫
ডরোথি গোমেজ বলেছেন: আমার তো এই লিস্টে থাকার সম্ভাবনা নাই।
০৪ ঠা জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:১৩
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: এটা অনেক আগের পোস্ট ডরোথি ।
ধন্যবাদ জানবেন কবি ।
১৯১| ৩০ শে মার্চ, ২০১৮ দুপুর ১২:৪৭
শাহিন-৯৯ বলেছেন: ধৈয্য কাকে বলে!!!!!
৩০ শে মার্চ, ২০১৮ বিকাল ৫:৪৮
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: এতদিন পর আপনি কইত্থেইকা আইলেন শাহিন।
©somewhere in net ltd.
১| ০৬ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:০৫
হেডস্যার বলেছেন:
মেলা সময় নিয়া পোষ্ট বানাইছেন....আফনের ধৈর্যের তারিফ না কইরা পারলাম না
++++++নেন।
আর মিছা কতা কম কইবেন, আমি ভালো লেখি আপনেরে কে কৈল?
আমিতো পোষ্টই দেই না।
থ্যাঙ্কু