নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সবাই যখন নীরব, আমি একা চীৎকার করি \n-আমি অন্ধের দেশে চশমা বিক্রি করি।

গিয়াস উদ্দিন লিটন

এত বুড়ো কোনোকালে হব নাকো আমি, হাসি-তামাশারে যবে কব ছ্যাব্‌লামি। - রবীন্দ্রনাথ ঠাকুর

গিয়াস উদ্দিন লিটন › বিস্তারিত পোস্টঃ

নিজে বাঁচলে দিগম্বর মামার নাম ।

১৩ ই মার্চ, ২০১৩ রাত ১:১৪

- মামা চুরি চামারির কাজ আমাকে দিয়ে হবেনা । ( ইনি ক্লাস ফোর এ )

- আরে বেটা চুরি কোথায় দেখলি ? এটা হল প্রতিশোধ বুঝলি প্রতিশোধ । কত বড় সাহস ! আমার ভাইগ্নাকে অপমান করে ? ( ইনি ক্লাস সেভেন এ )

- না না , আমাকে কিসের অপমান করেছে ।

- চড় মেরে সব কটা দাঁত ফেলে দেব , তুই অপমানের বুঝিস কি ?

রিনা তোকে বরই দিয়ে তা আবার কেড়ে নেয় নি ?





পাশের বাড়ীর রিনাপুকে ঝনটূ মামা মনে মনে বড়ই ভালা পায়

। আমাকে দিয়ে রিনাপুর কাছে একটা লাভ লেটার পাঠিয়েছিলেন । আমাদের বাড়ী রিনাপুদের বাড়ী পাশাপাশি , যা প্রায় একই বাড়ীর মত । বিকালে সাইকেল রিং চালাতে চালাতে আপুদের বাড়ী গিয়ে হাজির হলাম । দেখলাম তিনি পুকুর ঘাঁটে বসে বসে বরই খাচ্ছেন । পাশে কলাপাতায় লবন আর গুড়ো মরিচের মিকচার ।

আমাকে দেখেই কাছে ডাকলেন , '' এই লিটু বরই খাবি ?

আমার উত্তরের প্রতিক্ষা না করেই আমার দিকে ৪/৫ টা বরই এগিয়ে ধরলেন । আমি সাইকেল রিঙটা ঘাঁটের সাথে ঠেশ দিয়ে রেখে বরই গুলি হাতে নিলাম । সেকেন্ড কয় পরেই হাফ পেন্টের কোমরে গুঁজে রাখা চিঠিখানা বের করে রিনাপুর হাতে দিলাম । এও বললাম , ঝনটূ মামা দিয়েছে ।

-- কোন ঝনটূ মামা ? ফেইল্লা ঝনটূ ? ঐযে বান্দরের মত চেহারা ?

-- হ্যাঁ বলার সাথে সাথেই ছাঁৎ করে চিঠিটা পায়ের নিচে দিয়ে ২/৩ টা লাথি মেরে ঝপাং করে আমার হাত থেকে বরই গুলি কেড়ে নিলেন ।

আর যদি কোন দিন এইসব চিঠি ফিঠি নিয়ে যাই তাহলে আমার ঠ্যাঙের কোন কোন ভৌগোলিক অবস্থানে বাড়ি দিয়ে ভাঙ্গবেন তারও এক ভয়াবহ বর্ণনা দিলেন ।



ভাঙ্গা পা নিয়ে ক্রাচে ভর দিয়ে জলিল চাচার মত হাঁটতে পারবো কিনা তার একটা মানসিক মহড়া দিতে দিতে আমি বাড়ীর দিকে পা বাড়ালাম ।



সব ঘটনা বিতং করে বলার পর ঝনটূ মামার এই প্রতিশোধস্পৃহা , যার ফাইনাল ধকল রিনাপুদের নিরীহ ডাব গাছের উপর দিয়ে যাওয়ার পরিকল্পনা প্রায় চূড়ান্ত ।



দুপুরে খাওয়ার পর আপুরা বিছানায় একটু গড়াগড়ি যায় । এই মোক্ষ সময়টাকেই অপারেশনের জন্য বেছে নিলেন দক্ষ সেনাপতি ঝনটূ মামা ।

পুকুর ঘাঁটের পাশের গাছটাই টার্গেট । ওটার ডাবের পানি নাকি গুড়ের পানির মত মিষ্টি ।

ডাবগুলি অত্যাধিক কচি , গাছ থেকে নিচে পড়লে ফেটে যেতে পারে , তাছাড়া পড়ার শব্দে কেউ টের পেয়ে যেতে পারে তাই গোটা চারেক ডাব লুঙ্গির কোঁচড়ে ভরে নামিয়ে আনার প্লান করে মামা তর তর করে গাছে উঠে গেলেন ।

কোঁচড়ে ডাব নিয়ে মামা সবে গাছের ওয়ান থার্ড নেমেছেন এমন সময় দেখি দু হাতে বরই নিয়ে রিনাপু ঘাঁটের দিকেই আসছেন । চক্ষের পলকে গাছের আড়ালে হিডেন ফাইল হয়ে গেলাম ।

মামাও দেখি মাঝ পথে হার্ড ব্রেক কষেছেন । তবে তিনার দুই পায়ের ঠকঠকানি দেখে বুঝলাম , পদদ্বয়ের নিয়ন্ত্রন এখন আর তাঁর হাতে নাই ।

পানির কাছাকাছি ঘাঁটে আসার পূর্বেই চোর দেখে মানুষ যেমন থমকে দাঁড়ায় তেমনি থমকে দাঁড়ালেন রিনাপু ।

তবে আমি নিশ্চিন্ত । কারন রিনাপু দাঁড়িয়ে তাকিয়ে আছেন পুকুরের দিকে । চোরের দিকে নয় ।( আসলে দিঘীর টলটলা জলে তিনি দেখছিলেন '' দীঘির জলে কার ছায়া গো '' যা পরে জেনেছিলাম )

তিন সেকেন্ডের ভিতর আপুর ভয়ার্ত চোখ গাছে ঠকঠকায়মান চোরের দিকে স্থির হল । চোর তাৎক্ষনিক পদযুগলের নিয়ন্ত্রন হারিয়ে শুধু হাত দিয়ে গাছের গলা জড়িয়ে ধরে রেখেছেন । গাছটা একটু বাঁকা হওয়ায় বেচারা ঘড়ির পেন্ডুলামের মত ঝুলছিলেন ।

আল্লার লিলা বুঝা বড় দায় । ডাবের ভারে লুঙ্গি বেটা বিদ্রোহ করে বসলো । ডাবের সাথে গলাগলি করে লুঙ্গি পুকুরে । ডাবের বিরহে নাকি লুঙ্গীর সাথে বিদ্রোহে হাত বেটারাও যোগ দেয়ায় নাঙ্গু বাবাও ঝপাৎ করে পানিতে ।

ওরে আল্লারে !!! !!!! বলে গগন বিদারী চিৎকার দিয়ে রিনাপু ছুটলেন বাড়ীর দিকে । উপরের সিঁড়িতে উঠা পর্যন্ত অবশ্য উনার তিন আছাড় হয়ে গিয়েছে ।

নিজে বাঁচলে মামার নাম । সুযোগ বুঝে ঝোপের আড়াল থেকে বেরিয়ে দিলাম দৌড় । নিরাপদ দুরত্যে গিয়ে পিছন ফিরে দেখি দিগম্বর মামাও প্রানপন দৌড়াচ্চেন । তবে পেটের বিঘত খানেক নিচে কি একটা যক্ষের ধন দুহাত দিয়ে ধরে রেখেছেন তা দূর থেকে ঠাওর করতে পারিনি ।





অ ট ; নিন্ম মানের লিখকদের কাছ থেকে লিখা আদায় করার কিছু তরিকা আছে , সব চেয়ে নিন্মমানের তরিকা হল গলায় গামচা বেঁধে লিখা আদায় করা ।

এই তরিকা প্রয়োগ করে যারা আমার কাছ থেকে লিখাটি আদায় করে নিয়েছেন ----

১/ রোেক্য়া ইসলাম

২/ সেলিম আনোয়ার

৩/ অদ্বিতীয়া আমি

৪/ অনীনদিতা

৫ / মেহেরুন

৬ / মাক্স

৭/ ফারজানা শিরিন

৮ / আশিক মাসুম

৯/ গ্রাম্যবালিকা

১০/ এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা

১১/ ইখতামিন

( প্রমান - Click This Link )

মন্তব্য ১১৬ টি রেটিং +২৪/-০

মন্তব্য (১১৬) মন্তব্য লিখুন

১| ১৩ ই মার্চ, ২০১৩ রাত ১:১৮

মদন বলেছেন: হাসতে হাসতে পেট ব্যাথায় মরে গেলাম =p~

১৩ ই মার্চ, ২০১৩ রাত ১:৩০

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: মদন ভাইয়ের কমেন্টে লিখার সার্থকতা খুঁজে পাচ্ছি ।
আপনাকে ধন্যবাদ ।

২| ১৩ ই মার্চ, ২০১৩ রাত ১:২৬

স্বপনবাজ বলেছেন: :-B :-B :-B B-)) B-))

১৩ ই মার্চ, ২০১৩ রাত ১:৩১

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: :-B :-B :-B B-)) B-)) :-B :-B :-B B-)) B-))
ধন্যবাদ মিঃ স্বপনবাজ ।

৩| ১৩ ই মার্চ, ২০১৩ রাত ১:২৮

শরতের আকাশ বলেছেন: নিজে বাঁচলে দিগম্বর মামার নাম আর মামাকে বাচাতে পারলে এই লিংক থেকে ঘুরে আসেন =p~ =p~ =p~

১৩ ই মার্চ, ২০১৩ রাত ১:৩৩

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: চোখ বুলিয়ে এলাম , সময় করে আবার যাবো ।

৪| ১৩ ই মার্চ, ২০১৩ রাত ১:৪১

রোকসানা লেইস বলেছেন: মজাদার

১৪ ই মার্চ, ২০১৩ রাত ১২:০৭

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ধন্যবাদ সিস
রোকসানা লেইস ।

৫| ১৩ ই মার্চ, ২০১৩ রাত ১:৫০

উৎস১৯৮৯ বলেছেন: পুরাই জটিল। প্লাস না দিয়া উপা্য় নাই।

১৪ ই মার্চ, ২০১৩ রাত ১২:০৯

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: উৎস ভাইয়ের প্লাস আমার অনুপ্রেরনার উৎস হয়ে রইল ।

৬| ১৩ ই মার্চ, ২০১৩ রাত ১:৫২

অদ্বিতীয়া আমি বলেছেন: :P :P :P :P




=p~ =p~ =p~

১৪ ই মার্চ, ২০১৩ রাত ১:১৬

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: লিখাটি আবার পড়ুন :P :P :P :P

৭| ১৩ ই মার্চ, ২০১৩ রাত ২:১৯

আশিক মাসুম বলেছেন: :P :P :P :P =p~ =p~ =p~

১৪ ই মার্চ, ২০১৩ রাত ১:২০

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আবার পড়ুন :P :P :P

৮| ১৩ ই মার্চ, ২০১৩ রাত ২:২৩

তারছেড়া লিমন বলেছেন: =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~

১৪ ই মার্চ, ২০১৩ রাত ১২:১৪

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: :P :P :P :P




=p~ =p~ =p~

৯| ১৩ ই মার্চ, ২০১৩ রাত ২:২৩

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: হা হা হা। অনেক দিন পর লিটন ভাইকে দেখলাম। :)

১৪ ই মার্চ, ২০১৩ রাত ১২:১৫

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আপনাকেও । :P :P :P :P




=p~ =p~ =p~

১০| ১৩ ই মার্চ, ২০১৩ রাত ২:২৬

আশিক মাসুম বলেছেন: হালার কাপ জাপ দেখতে দেখতে সত্যি অস্থির হইয়া যাচ্ছিলাম , নির্মল আনন্দ পেলাম ভাই । ভাল থাকবেন ।

১৪ ই মার্চ, ২০১৩ রাত ১২:২১

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: লেবু কচলিয়ে তিতা করা আমারও পছন্দ নয় , তাই একরকম স্বেচ্ছা নির্বাসনেই ছিলাম ।

১১| ১৩ ই মার্চ, ২০১৩ সকাল ৯:১৫

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: Rate sobar reply deb,Inshallah.

১৪ ই মার্চ, ২০১৩ রাত ১২:২৩

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: কথা রাখতেছি ---------
:P :P :P

১২| ১৩ ই মার্চ, ২০১৩ সকাল ৯:২১

কান্ডারি অথর্ব বলেছেন:

:P :P :P =p~ =p~ =p~

১৪ ই মার্চ, ২০১৩ রাত ১২:২৩

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: :P =p~

১৩| ১৩ ই মার্চ, ২০১৩ দুপুর ১২:৩০

মনিরা সুলতানা বলেছেন: খারান আগে হাইস্যা লই, হাসি শেষ হইলে কমেন্ট করমু নে

=p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ :>

১৪ ই মার্চ, ২০১৩ রাত ১২:২৫

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: জো হুকুম জাঁহাপনা ( নাকি সুলতানা ) কমেন্টের অপেক্ষায় দাঁড়িয়েই রইলাম । =p~ :>

১৪| ১৩ ই মার্চ, ২০১৩ দুপুর ১২:৩৮

অনীনদিতা বলেছেন: হাসবো না;)
হাসতে আমার আছে মানা
আলসে একটা দুলাভাই
কাজ দিছি করে নাই :P :P




হো হো হো
আর হাসি আটকিয়ে রাখতে পারলামনা :D :D


নেন খেয়ে নেন:)
তারপরেও কাজটা করে দেন;)

১৪ ই মার্চ, ২০১৩ রাত ১:২৩

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: অনিন্দিতা মিস
আমার বউয়ের সিস ,
ঝুলিয়ে বিয়ের মুলা
চোখে দিয়ে ধুলা ,
লোভ দেখিয়ে পাত্রের
মেধ বাড়াচ্ছি গাত্রের ।







( ইশ !!! আমি এত বোকা আরকি ! তাড়াতাড়ি কাজ সেরে দেই , আর আমার মজার মজার খানা পিনা সব মিস হোক । ) পোস্ট টি আবার পড়ুন ।

১৫| ১৩ ই মার্চ, ২০১৩ দুপুর ১:০৬

আসফি আজাদ বলেছেন: aissa kon ce, apne kon job mamu na vaigna? hah hah hah...
awesome hoise...+++

১৪ ই মার্চ, ২০১৩ রাত ১২:৩৫

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ভাগ্য ভাল যে , আমি রিনাপু কিনা এটা জিজ্ঞেস করেন নি ।
:P :P

১৬| ১৩ ই মার্চ, ২০১৩ দুপুর ১:৪৪

ডানাহীন বলেছেন: আমি কিন্তু হাসি নাই, অপরের অপদস্থতায় হাসা ঠিক নয় .. :-B

১৪ ই মার্চ, ২০১৩ রাত ১২:৩৯

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ঠিকই তো শুধু শুধু হেসে এনার্জি লস করার কোন মানে আছে ?
তাছাড়া লিখলাম একটা দুস্কের কাহিনী আর সবায় দেখি হাসে ।

১৭| ১৩ ই মার্চ, ২০১৩ দুপুর ১:৫৮

হাসান মাহবুব বলেছেন: কী একটা অবস্থা, হাহা!

১৪ ই মার্চ, ২০১৩ রাত ১২:৪২

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: '' অবস্থা '' আরও আছে , পরের পর্বে লিখতে পারি ।

১৮| ১৩ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:২১

যুবায়ের বলেছেন: =p~ ;) =p~ =p~

১৪ ই মার্চ, ২০১৩ রাত ১:৩৮

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ;) =p~ =p~

১৯| ১৩ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:২৯

লাবনী আক্তার বলেছেন: =p~ =p~ =p~ =p~ =p~ =p~


মজা পেলাম। ভাইয়া কেমন আছেন??

১৪ ই মার্চ, ২০১৩ রাত ১২:৪৭

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: গুড়ের পানির মত মিষ্টি পানি খাওয়ার মজা পেলাম না , এই দুখের কাহিনী শুনে আপনি বলছেন ''মজা পেলাম '' ? বড়ই আফসোস !

২০| ১৩ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:৪৬

আহলান বলেছেন: অতিব হাস্যকর ...চমৎকার লেখার হাত আপনার .... যক্ষের ধন ...হা =p~ =p~ =p~ =p~ =p~ =p~ হাহাহাহাহাহা ......

১৪ ই মার্চ, ২০১৩ রাত ১২:৪৮

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: নারে ভাই ! আমার হাত মোটে দুইটা ।

২১| ১৩ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:০১

গ্রাম্যবালিকা বলেছেন: এই পোষ্ট পড়ে হাসি ছাড়া আর কিছু বলার মত অবস্থা আছে !!! =p~ =p~ =p~ =p~ =p~ =p~

১৪ ই মার্চ, ২০১৩ রাত ১:২৬

গিয়াস উদ্দিন লিটন বলেছেন:
গ্রাম্যবালিকার হাসির বিনিময়ে ওমর খৈয়াম হয়তো সমরখন্দ , বোখারা বিলিয়ে দিত , আমিতো সেরকম কেউ না ,তাই হাসির বিনিময়ে হাসিই বিলিয়ে দিলাম । =p~ =p~ =p~ =p~ =p~ =p~
পোস্ট টি আবার পড়ুন । =p~

২২| ১৩ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:৫১

ইখতামিন বলেছেন:
লিটন ভাই!
অন্নেেেেেেেেেেক হাসলাম.
আপনি পারেনও.
তবে কিছু কিছু শব্দের সুন্দর সুন্দর ব্যবহার করেছেন. অনেক জায়গাতেই।
সেগুলোও দারুণ হয়েছে।


খুব ভালো লাগলো.

১৪ ই মার্চ, ২০১৩ রাত ১:২৭

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আপনার চমৎকার কমেন্ট পেয়ে লিখাটা আবার পড়ার লোভ সামলাতে পারলাম না । আপনিও আবার পড়ুন ।

২৩| ১৩ ই মার্চ, ২০১৩ রাত ৮:১১

সেলিম আনোয়ার বলেছেন: liton vi khub valo laglo......like button pachchina porey akshomoi like debo........valthakben ar amar blogey dawat

১৪ ই মার্চ, ২০১৩ রাত ১:৩০

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: হ্যাঁ , গলায় গামচা দিয়ে লিখা আদায় করতে পারলে আপনাদের তো ভাল লাগবেই । আবার পড়ে দেখুন । =p~ =p~

২৪| ১৪ ই মার্চ, ২০১৩ রাত ১২:৫০

শান্তা273 বলেছেন: হাসতে হাসতে শেষ আমি!

১৪ ই মার্চ, ২০১৩ রাত ১:৩১

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আহারে ! মামা ভাইগ্নার দুস্ক কেউ বুঝলনা ।

২৫| ১৪ ই মার্চ, ২০১৩ রাত ১:০০

লুছিফার বলেছেন: হাঁস্তে হাঁস্তে নিশ্বাস বন্ধ হৈয়া গেলু গো....... B-) B-) B-) =p~ =p~ =p~ !:#P !:#P !:#P

১৪ ই মার্চ, ২০১৩ রাত ১:৩৪

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ঘণ্টা দুই পরে উদ্ধার কারী দল পাঠিয়ে পুকুরে লুঙ্গি ডাব কিছুই পাওয়া যায়নি ।ওগুলো আপনি নিয়েছেন ? নইলে হাসছেন যে ????

২৬| ১৪ ই মার্চ, ২০১৩ রাত ১:৫০

গ্রাম্যবালিকা বলেছেন: খাইছে! আমার নাম দেহি!! নিজেরে অফমানিত লাগছে নিম্নমানের বল্গারের পুষ্টে নাম দেইক্যা। :P =p~ =p~ =p~

১৪ ই মার্চ, ২০১৩ রাত ২:০৭

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: গ্রাম্যবালিকা
অপমানিত !
নিম্নমানের বল্গার
প্রমানিত ।

২৭| ১৪ ই মার্চ, ২০১৩ রাত ২:০৪

আশিক মাসুম বলেছেন: আই কিয়েচ্চি, আর নাম লিস্টে কিল্লাই।
মোর লগে মজা করুইন বাহে, খাবামলাম:) ( য়াখালি+বরিশাল+ময়মনশিং মিকচার :P :P :P )


ভাষার মিকচার যে কতটা যগন্য হয় আমার সাথে না মিশলে বুঝবেন্না লিটন ভাই।




আমার মত এতটা সাধারন মানুষের নাম আপনার লিস্ট -এ দেখে ১০০ ভাগ তাস্কিত হয়ে গেছি ।



অনেক অনেক ভাল থাইকেন ভাই।

১৪ ই মার্চ, ২০১৩ রাত ২:১১

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আপনি দেখছি বহু আঞ্চলিক ভাষা বিদ ডঃ মুহাম্মদ মাসুম বিল্লাহ । হাহাহাহাহাহাহাহ

২৮| ১৪ ই মার্চ, ২০১৩ রাত ২:২৬

কামরুল হাসান শািহ বলেছেন: :D :D :D :D :D :D :D

১৫ ই মার্চ, ২০১৩ রাত ১২:০১

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: :D :D :D :D

২৯| ১৪ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:২৩

ইখতামিন বলেছেন:
অনেক অনেক ভালো লাগলো.

পরের পর্ব কবে পেতে পারি, বলা যাবে কী?...

১৫ ই মার্চ, ২০১৩ রাত ১২:০৩

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: কিরে ভাই আমার গলায় আবার গামছা প্যাঁচাচ্ছেন কেন ?

৩০| ১৪ ই মার্চ, ২০১৩ রাত ৮:২২

মনিরা সুলতানা বলেছেন: উখে পানিশমেন্ট শেষ এখোণ বসতে পারেন ;)

পুষ্ট বালা পাইছি +++++ দিয়া গেলাম =p~ =p~ =p~ =p~ =p~

১৫ ই মার্চ, ২০১৩ রাত ১২:০৫

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আপনি কি রিনাপু ? যে আমাকে ডাব চুরির দায়ে পানিশমেন্ট দিবেন ? =p~ =p~

৩১| ১৪ ই মার্চ, ২০১৩ রাত ৮:৪২

*কুনোব্যাঙ* বলেছেন: অনেক মজা পেলাম। লেখা আদায়কারীদের ধন্যবাদ :)

১৫ ই মার্চ, ২০১৩ রাত ১২:০৭

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আপনি কি কৃষক শ্রমিক জনতা পার্টীর লোক ? গামছা ওয়ালাদের সমর্থন করছেন যে ? :)

৩২| ১৪ ই মার্চ, ২০১৩ রাত ৯:৪১

অদ্বিতীয়া আমি বলেছেন: কাল আপনার পোস্ট দেখে ভাবছিলাম লিখব , যাক অবশেষে আপনার দেখা পাওয়া গেল , পোস্ট দিলেন , কিন্তু
পোস্ট পড়ে এমন হাসি পেল যে , ভুলে গেলাম লিখতে =p~ =p~


আবার পড়লাম , শেষের অংশ :D :D
দেখছেন নিম্নমানের তরিকা কত কার্যকারী :P :P

১৫ ই মার্চ, ২০১৩ রাত ১২:০৮

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: বুঝছি ! আপনিও গামছা পার্টি । :P :P

৩৩| ১৪ ই মার্চ, ২০১৩ রাত ১০:১৬

আমি বাঁধনহারা বলেছেন:

হাসতে হাসতে একটি দাঁত গিয়েছে পড়ে
এখন ডাক্তারখানায় যাব কেমন করে'??

ভালো লাগল
++++++++++


ভালো থাকবেন
মনে রাখবেন!!!

১৫ ই মার্চ, ২০১৩ রাত ১২:১২

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ভাগ্য ভাল হাসতে হাসতে খুলে পড়েনি পা ,
তাইতো এখন ডাক্তারখানায় যেতে সমস্যা হবে না ।
:P :P

৩৪| ১৪ ই মার্চ, ২০১৩ রাত ১১:৪৪

আশিক মাসুম বলেছেন: আরেকবার পড়লাম, কম কম লাগে বস। আরেকটু লিখতেন ভাল লাগতো।

১৫ ই মার্চ, ২০১৩ রাত ১২:১৫

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ঠিক আছে মিঃ আশিক মাসুম আরেক পর্ব লিখবো ।
এবার গামছাটা একটু ঢিলা করেন । :P :P

৩৫| ১৫ ই মার্চ, ২০১৩ রাত ১২:৪৪

ফারজানা শিরিন বলেছেন: াহাহাহাহাহাহহাহাহাহা। হাস্তেই আছি গো ভাগিনা .।

১৫ ই মার্চ, ২০১৩ রাত ১১:৪৬

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: হাসতেই থাকুন গো খালাম্মা :P :P

৩৬| ১৫ ই মার্চ, ২০১৩ রাত ১২:৪৫

ফারজানা শিরিন বলেছেন: আশিক মাসুম বলেছেন: আরেকবার পড়লাম, কম কম লাগে বস। আরেকটু লিখতেন ভাল লাগতো।

হু আগের পোস্টের তুলনায় লিলিপুট ।

১৫ ই মার্চ, ২০১৩ রাত ১১:৪৭

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: দেখি লিলিপুটকে গালিভার বানানো যায় কিনা । :P :P

৩৭| ১৫ ই মার্চ, ২০১৩ রাত ১:০৯

*কুনোব্যাঙ* বলেছেন: গামছা পার্টি কিছুটা হলেও তো করতে হয়। হাজার হলেও আমি টাংগাইলের লোক :D

১৫ ই মার্চ, ২০১৩ রাত ১১:৪৯

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: প্রখর আত্মসন্মান বোধ সম্পন্ন বাঘা ভাইকে আমার স্যালুট ।

৩৮| ১৫ ই মার্চ, ২০১৩ বিকাল ৫:১৮

ইখতামিন বলেছেন:

হাহাহা.
গামছা প্যাচাইতাছি না.
তারাতারি দ্বিতীয় পর্ব দেন।
নাহলে কিন্তু আপনার মামার লুঙ্গি পাইবেন না. :P

১৫ ই মার্চ, ২০১৩ রাত ১১:৫০

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ঠিক আছে , দিমুনে , তয় লুঙ্গি খান হেফাজতে রাইখেন ।

৩৯| ১৫ ই মার্চ, ২০১৩ বিকাল ৫:৩৪

শায়মা বলেছেন: ভাইয়া তুমি যে এমন পাজী ছিলে জানতাম না!


:P

১৫ ই মার্চ, ২০১৩ রাত ১১:৫২

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: গুড়ের পানির মত মিষ্টি পানি খাওয়ার লোভেরে ভইন ।

৪০| ১৬ ই মার্চ, ২০১৩ রাত ১২:২৪

sumon3d বলেছেন:
জোরসে হাসতে গিয়ে থেমে গেলাম। রুমমেটের কাল সকালে অফিস। তবে মনটা হালকা হয়ে গেল আপনার কাহিনী পড়ে।

কৃতিত্বের অর্ধেক আপনার আর বাকি অর্ধেক শায়মা আপুর। :)

১৬ ই মার্চ, ২০১৩ রাত ১:০১

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: নতুন এলেন মনে হয় ? ওয়েল কাম !
শায়মা আপুর পিছে পিছে চলে এসেছেন বুঝি ?
আমার অন্য লিখা গুলিও পড়ে দেখতে পারেন ।

৪১| ১৬ ই মার্চ, ২০১৩ রাত ১২:৫১

দি সুফি বলেছেন: ভাইয়ের ছুডবেলার কাহিনী লিখলেন মনে হয় B-) B-)
তা আপনার ভাগ্নেটা এখন কই? B-)) B-))

১৬ ই মার্চ, ২০১৩ রাত ১:০৫

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: মামাকে বললেন? । B-))
মামার ভাগ্নে এখন ব্লগিং করছে । B-))B-))

৪২| ১৬ ই মার্চ, ২০১৩ রাত ১:০৯

দি সুফি বলেছেন: লেখক বলেছেন: মামাকে বললেন? । )
মামার ভাগ্নে এখন ব্লগিং করছে ।


যাক শুনে ভাললাগছে যে আপনার ভাগ্নেও ব্লগিং করে ;) ;)

১৬ ই মার্চ, ২০১৩ রাত ১:২৮

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: কথার প্যাঁচ দেখে আমি নিশ্চিত '' দি সুফি '' আমার মামার নিক ।
হায়রে ! মামা সেইযে গ্রাম ছাইড়া পালাইলা ---------------

৪৩| ১৬ ই মার্চ, ২০১৩ সকাল ৮:৫০

সপ্নাতুর আহসান বলেছেন: ভালই তো লিখেছেন। :) :D B-) ;) :P :-B =p~ =p~

১৯ শে মার্চ, ২০১৩ রাত ১১:০৭

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ধন্যবাদ আহসান ভাই ।

৪৪| ১৬ ই মার্চ, ২০১৩ সকাল ১০:২৮

ইখতামিন বলেছেন:
লেখক বলেছেন:
কথার প্যাঁচ দেখে আমি নিশ্চিত '' দি সুফি '' আমার মামার নিক ।
হায়রে ! মামা সেইযে গ্রাম ছাইড়া পালাইলা



হাচা নাকি!
আমি তো হাসতে হাসতেই শেষ =p~ =p~ =p~ =p~

১৯ শে মার্চ, ২০১৩ রাত ১১:১৯

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: '' হাচাই তো !''

৪৫| ১৬ ই মার্চ, ২০১৩ সকাল ১১:৩৬

স্পাইসিস্পাই001 বলেছেন: হা হা হা ..... চরম মজা পেলাম লিটন ভাই..... ;) ;)

অনেকদিন পর আপনার পোষ্ট পেয়ে ভাল লাগলো....

ভাল থাকবেন ......ধন্যবাদ

১৯ শে মার্চ, ২০১৩ রাত ১১:২০

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আপনিও ভালো থাকুন মিঃ ।

৪৬| ১৭ ই মার্চ, ২০১৩ দুপুর ২:৩১

রোকেয়া ইসলাম বলেছেন: যাক ভয় পাইছেন তাইলে......গলায় গামচা বেঁধে লিখা আদায় করতে যখন পারছি তখন মনে হইতাছে ভবিষ্যতে আরও কিছু আদায় করতে পারমু............... নিজেরে খুব দামি দামি মনে হইতাছে।
অনেক ধন্যবাদ নতুন পোষ্টের জন্য।
খুব ভালো লাগলো এবং খুব হাসিও পেল। কিন্তু হাসতে ভয় পাচ্ছি কারন যদি বাঁধন হারা ভাইয়ের মত হাসতে হাসতে আমারও একটা দাঁত পড়ে যায় তাহলে পুকুর ঘাটে বসে লবন মরিচ দিয়ে বরই খাব কিভাবে? তার চেয়েও বড় কথা তখন তো কেউ আমার দিকে তাকাইবও না...............।

১৯ শে মার্চ, ২০১৩ রাত ১১:২২

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: কারেন্ট চলে গেছে , যুতসই উত্তর দিতে পারলাম না , আবার দেখা হবে ।

৪৭| ১৭ ই মার্চ, ২০১৩ দুপুর ২:৩৫

দি সুফি বলেছেন: ভাই আপনার কর্মকান্ডগুলা এইভাবে আমার উপরে ঢেলে দিতেছেন? X( ভাগ্যিস এখনও ফ্ল্যাট-বাড়ি করিনি। নয়ত ঐটাকেও "লিটনের ফ্ল্যাট" বানিয়ে দিতেন X(( :-*

২০ শে মার্চ, ২০১৩ রাত ১১:৪৩

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: সুফি দরবেশের ছদ্ম থেকে এবার বেরিয়ে আসুন না মামা । =p~ =p~ =p~

৪৮| ১৭ ই মার্চ, ২০১৩ বিকাল ৫:২৬

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: হাসতে হাসতে পেট ব্যাথা হয়ে গেল,,,,,,,,,,,,, =p~ =p~ =p~
ভাল লাগলো

২০ শে মার্চ, ২০১৩ রাত ১১:৪৫

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ভাল লাগার জন্য অনেক ধন্যবাদ সিস ।

৪৯| ১৮ ই মার্চ, ২০১৩ দুপুর ২:৫৮

শায়মা বলেছেন: ভাইয়া আমারও সন্দেহ হচ্ছে এইখানের তোমার সেই মামা আছে?

২০ শে মার্চ, ২০১৩ রাত ১১:৪৭

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আমারও তাই ভাবছি ,লজ্জায় মনে হয় মামা প্রকাশ্য হতে চাচ্ছেন না , ।

৫০| ১৯ শে মার্চ, ২০১৩ সকাল ৯:২৯

নাইট রিডার বলেছেন: প্রেম উপস্থাপন, প্রত্যাখ্যান এবং প্রত্যাখ্যাত প্রেমিকের প্রতিশোধ প্রক্রিয়া পড়ে ব্যাফুক বিনুদুন পাইলাম, মনে হচ্ছে সিক্যুয়াল হবে। অপেক্ষায় থাকলাম।

২০ শে মার্চ, ২০১৩ রাত ১১:৫১

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: মনঃযোগী পাঠকের চমৎকার মন্তব্য ভাল লাগলো ।
সিক্যুয়াল ?
সম্ভাবনা নাই এমত বলতে পারছিনা ।
আপনাকে ধন্যবাদ ।

৫১| ২১ শে মার্চ, ২০১৩ সকাল ৯:৪৯

সেলিম আনোয়ার বলেছেন: এর পর গলায় চেইন লাগিয়ে লেখা আদায় করবো পাইছেন টা কি?৭দিনের মধ্যে নতুন পোস্ট চাই....নাইলে কিন্তু আন্দোলন।

২২ শে মার্চ, ২০১৩ রাত ১২:৫৮

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ভাইরে ! আপনার ভয়ে কয়েক লাইন লিখে দিয়ে এসেছি ।

৫২| ২১ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:২৯

নিয়েল ( হিমু ) বলেছেন:
ওরে কেউ আমারে ধর । হাহাপগে

২২ শে মার্চ, ২০১৩ রাত ১:০০

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: হাহাপগে ঠিক আছে ,
হাহালুখুপগে যেন না হয় ।

৫৩| ২২ শে মার্চ, ২০১৩ রাত ১:১৯

এরিস বলেছেন: এটা কি করলেন ভাই??? হাসতে হাসতে জান শেষ। :-B :-B :-B :-B :-B :-B

২৭ শে মার্চ, ২০১৩ রাত ১২:০১

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আপনার হাসি দেখে ভাল লাগছে মিঃ এরিস ।

৫৪| ২৩ শে মার্চ, ২০১৩ ভোর ৪:০৮

মাক্স বলেছেন: হাসতেই আছি:P:P:P:P

২৭ শে মার্চ, ২০১৩ রাত ১২:০২

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ভেংচি কাটতেই আছি :P:P:P:P
:P:P:P:P

৫৫| ২৫ শে মার্চ, ২০১৩ দুপুর ১২:৪৮

রহস্যময়ী কন্যা বলেছেন: এটা কি হল??? হাহাহাহা.......হাসি তো আর থামেনা :D :D :D

২৭ শে মার্চ, ২০১৩ রাত ১২:০৪

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আপনার হাসি আর উপস্থিতি দুটোই ভাল লাগছে ।
আমার বাড়ী নতুন এলেন , কি খাবেন ? :D :D :D

৫৬| ২৬ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:০৮

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
আমার নাম আছে দেখি :#> :!>

ভাল লাগল। কেমন আছেন? দেরি করে আসায় দুঃখিত :( স্বাধীনতা দিবসের শুভেচ্ছা রইল।

২৭ শে মার্চ, ২০১৩ রাত ১২:১৪

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: দুঃখিত বলায় লজ্জিত হলাম ।
কারো কারো পোস্টে মন্তব্য করেই আনন্দিত বোধ করি , আমাদের ব্লগে তাদের আসা না আসায় আমাদের আনন্দের কোন হেরফের হয় না ।
আপনার জন্যও স্বাধীনতা দিবসের শুভেচ্ছা রইল।

৫৭| ২৭ শে মার্চ, ২০১৩ দুপুর ২:৪৫

আদম_ বলেছেন: হাহালুখপগে। এখন কি হপে গো।

৩১ শে মার্চ, ২০১৩ রাত ১২:০৪

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: লুখপগে ? এখন মামার সাথে এসে র‍্যালিতে যোগ দিন । :D :D :D

৫৮| ৩১ শে মার্চ, ২০১৩ সকাল ১১:১৩

নীলপথিক বলেছেন: সে কি? (১৮+) এর কোন হুলিয়া নেই কেন? মামার ইজ্জতের ফালুদা বানাবেন আর কোন ১৮+ তকমা সেঁটে দেবেন না, এ কোন ধরণের হুজ্জতি?

০৩ রা এপ্রিল, ২০১৩ রাত ১২:২৬

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ঠিক আছে , আগামী পর্বে দেব ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.