নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সবাই যখন নীরব, আমি একা চীৎকার করি \n-আমি অন্ধের দেশে চশমা বিক্রি করি।

গিয়াস উদ্দিন লিটন

এত বুড়ো কোনোকালে হব নাকো আমি, হাসি-তামাশারে যবে কব ছ্যাব্‌লামি। - রবীন্দ্রনাথ ঠাকুর

গিয়াস উদ্দিন লিটন › বিস্তারিত পোস্টঃ

পরীক্ষার ঝামেলায় লিখা পড়াই করতে পারছিনা । :D

১২ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:১৫







- আব্বু , মামা বানান করতে পারি ।

- কর ?

- ক আকার মা , চ আকার মা = মামা ।

শুনে আমি মূর্ছিত ।

অভিনব বানান রীতির প্রচলন কারী এই জ্ঞান তাপস আমার পুত্র , বয়স ৫ এর আসে পাশে ।

সবে প্লেতে ভর্তি হয়েছে । সারাদিন জ্ঞানের চর্চার মধ্যে আছে ।

অ লিখার পর তার বিস্ময়ের সিমা নাই ।সকালে তার আম্মুও বলছে এটা অ ,দুপুরে মামাও একই কথা বলছে ,রাতে আমিও বলার পর আমাকে প্রশ্ন করল, আব্বু আমিতো অ লিখেছি এটা ঠিক আছে কিন্তু সবাই বুঝলো কিভাবে ।



টিভি স্ক্রিন , ব্যানার , পোস্টার , সাইনবোর্ডের কিছু কিছু অক্ষর চিনতে পারে । স্কুলে নেয়ার পথে প্রায়ই চিৎকার করে উঠে- আব্বু- ম , কখনো আব্বু- ৫ ইত্যাদি । থ্রি হুইলারের উপরের CNG পড়তে পারার আনন্দে সি এন জি সিএনজি বলে এমন চিৎকার দিল আমি ভ্যাবাচ্যাকা খেয়ে গেলাম ।



প্রতিদিন ২/১ টা অক্ষর শিখছে ,পৃথিবীর জ্ঞানের দরজা তার জন্যে একটু একটু করে ফাঁক হচ্ছে । এই আনন্দটা সে ধরার চেষ্টা করছে । এই আনন্দ আমার মাঝেও সংক্রামিত হচ্ছে ।



জ্ঞান চর্চার পাশাপাশি তার দিনের একটা বৃহৎ অংশ কাটে , ব্যবহারিক বিজ্ঞানের নতুন নতুন আবিস্কারের নেশায় ।

সেদিন বাসায় গিয়ে দেখি মন খারাপ করে খাটে বসে আছে । ব্যাপার কি জিজ্ঞেস করায় বলল , আম্মু বকেছে ।

আরো বিশদে গিয়ে জানা গেল---

খাটের উপর থেকে ফুটবল নিক্ষেপ করে কিভাবে টিভির সুইচ অন অফ করা যায় এই আবিস্কারে প্রায় সফল হয়ে গিয়েছিল , মাঝখান থেকে গ্লাসটা ভেঙ্গে সবকিছু বরবাদ হয়ে গেল । তার আম্মু শব্দ শুনে কিচেন থেকে এসে দেখে এই কাণ্ড । তার পর-------

সান্ত্বনা দিয়ে বললাম , বাবারে , সব আবিস্কারকদের আবিষ্কারই সমসাময়িক জনগণ ভাল ভাবে নেয় নি । তাদেরকে প্রায়ই বকা ঝকা আর মাইর ধরের মধ্যে দিয়ে যেতে হয়েছে , আমিও জনগনের বাইরে নই , তাই রিমোট থাকার পরও ফুটবল নিক্ষেপ করে টিভি সুইচ অন অফ করতে হবে কেন ? তা আমারও মাথায় ডুকচেনা । চেহারা দেখে বুঝলাম আমার মূর্খতার প্রমান পেয়ে সে নিরানন্দ বোধ করছে ।



টবে পেয়াজ রোপণ করে শত ভাগ সফলতা অর্জনের পর ইদারনিং সে উদ্ভিদ বিদ্যার প্রতি ঝুঁকেছে ।

সেদিন জিজ্ঞেস করলো , আব্বু, পয়সা কি আইস্ক্রিম ?

বললাম , বুঝলাম না ।

-- বলছিলাম , পয়সা আর আইসক্রিম কি একই জিনিষ ?

একদিন ২ টাকা দামের একটা আইসক্রিম টবে রোপণ করেছিল । উদ্দেশ্য পরিষ্কার । ডং ডং শব্দ শুনে বাসা আর গেট দোড়াদোড়ি আর কাঁহাতক সহ্য হয় । তার চেয়ে যদি গাছ গজানো যায় -------

গবেষণা কর্মের সর্বশেষ অবস্থা আমাকে জানানোর পর বললাম , চল দেখি ।

মাটি খুঁড়ে দেখা গেল আইসক্রিম উধাও ।

আইসক্রিম পানি তাই গলে গেছে । এটা তাকে বুঝিয়ে বললাম ।

সেইম ঘটনা আজও ঘটেছে । তবে বীজ ভিন্ন । ৫ টাকার কয়েন ।

পরে দেখা গেল এই বীজটাও উধাও । তাই সে জানতে চাইছিল পয়সা আর আইসক্রিম কি একই জিনিষ কিনা ।

পাশে দাঁড়ানো আমার মেয়েটার মিটিমিটি হাসি দেখে বুঝলাম , পয়সা আইসক্রিম হয়ে কার পেটে গলেছে ।



তার মধ্যে বিবিধ বিকট প্রতিভার অভাব নাই । জন্মের পর পরই বিকশিত এক প্রতিভার চর্চা এখনো ধরে রেখেছে ।

মাঝে মাঝে ঘুমের মধ্যে ওই প্রতিভার প্রকাশ ঘটিয়ে সকালে সন্ধিহান হয়ে পড়ে , '' বিছানাটা ঘামে ভিজেছে ? নাকি -----।

একদিন বিছানার ভিজা অংশ আমার দিকে একটু বেশি হওয়ায় নিজেই প্রায় গান পয়েন্টে পড়ে গিয়েছিলাম ।



সকালে ছেলেটার জিবনের প্রথম পরীক্ষা ( মাসিক ) ।

বাসায় গিয়ে রাতে জিজ্ঞেস করলাম , পড়া লিখা কেমন হয়েছে ?

বলল পরীক্ষার ঝামেলায় সে লিখা পড়াই করতে পারছেনা ।

ঝামেলা গুলি হচ্ছে -

১/ পরীক্ষা কেন্দ্র কলেজে নাকি পাইলট হাই স্কুলে এ ব্যাপারে সুনির্দিষ্ট কোন তথ্য নাকি সে পায় নি ।

২/ সকালে সবার সাথে দেখা করতে গেলে কে কত টাকা সেলামি দিবে , সে ব্যাপারে কোন কানা ঘুষা সে শুনছেনা ।

৩/ মিষ্টি কয় কেজি , কোন ধরনের আনা হবে তারও কোন আলোচনা নাই ।

বললাম তোমার আপুর বেলায় রেজাল্ট দেয়ার পর মিষ্টি আনা হলেও তোমার বেলায় আগামী কালই আনা হবে , এবং তোমার পছন্দের ক্ষীরমোহন । বাকি বিষয়গুলিও বুঝিয়ে বলে পিতা পুত্র ঘুমাতে গেলাম ।



পরিশেষে ,শিশুর দুষ্টামি পৃথিবীর শ্রেষ্ঠ বিনোদন । তাই ,শিশুদের প্রতি সদয় হোন ।

আল্লাহ আমাদের প্রত্যেকের সন্তানদের আনন্দময় শৈশব , উজ্জ্বল ভবিষ্যৎ আর নিরাপদ জীবন দান করুন ।



মন্তব্য ১৪৪ টি রেটিং +২৮/-০

মন্তব্য (১৪৪) মন্তব্য লিখুন

১| ১২ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:১৯

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর পোস্ট প্রথম ভাল লাগা।

১২ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:২৪

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: প্রথম কমেন্ট দাতা জনাব সেলিম আনোয়ার কে অভিনন্দন ।

২| ১২ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:২৬

আলুমিয়া বলেছেন: খুবই মজার হয়েছে লেখা। আমার একজন আছেন সাড়ে তিন বছরের। আমি জানি আপনার মনের আনন্দ। বাবা না হয়ে আমি বুঝিনি। দোয়া করি আপনার ছেলে যেন ভাল মানুষ হয়।

১২ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:৩৪

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: সাড়ে তিন ? তাহলেতো আপনাদের আনন্দময় পৃথিবী তাকে ঘিরেই আবর্তিত হচ্ছে ।
আপনার ''সাড়ে তিন''এর নিরাপদ জীবন কামনা করছি ।

৩| ১২ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:২৬

কপোতাক্ষের তীরে এক অসামাজিক বলেছেন: এতো ভাই নতুন যুগের নতুন সায়েটিস্ট হবে, প্রমোট করেন, বাধা দেবেন না, চাপও দেবেন না। শিশুদের শৈশব কাটুক আনন্দে।

১২ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:৩৫

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ মিঃ ।

৪| ১২ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:৩১

মুকরিমুল ইসলাম আরিফ বলেছেন: আপনার ছেলের জন্য শুভ কামনা রইল ।
আপনার ছেলের নাম কি ?
মাশরাফি (আমার ভাগ্নে) অ আ ই ক খ A B C সব লিখতে পারে কিন্তু বলতে পারেনা !

১২ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:৪২

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ওশান ।
ওর ২ বছরের সময় আমার মেয়ে রজনীকে বললাম , আমার ছেলেটা লিখতে পারে পড়তে পারেনা ।
রজনী বলল লিখে দেখাওতো ।
সোৎসাহে সে হিবিজিবি লিখে দিল ।
রজনী বলল , এটা কি লিখেছ ।
আমি বাঁধা দিয়ে বললাম , আমি আগেই বলেছি , সে লিখতে পারে পড়তে পারেনা ।
মা, ছেলে ,মেয়ের হাসির রোল পড়ে গেল ।

৫| ১২ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:৩১

মুকরিমুল ইসলাম আরিফ বলেছেন: আপনার ছেলের জন্য শুভ কামনা রইল ।
আপনার ছেলের নাম কি ?
মাশরাফি (আমার ভাগ্নে) অ আ ই ক খ A B C সব লিখতে পারে কিন্তু বলতে পারেনা !

১২ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:৪৩

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: মাশরাফির জন্য অনেক অনেক শুভ কামনা রইল ।

৬| ১২ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:৩৪

অিপ পোদ্‌দার বলেছেন: B-)) B-)) B-))

১২ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:৪৫

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ধন্যবাদ অপি পোদ্‌দার ।

৭| ১২ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:৪০

শীলা শিপা বলেছেন: আপনার লেখা পড়ে লগইন করলাম। আমারও ভাগ্নী আর ভাস্তি মিলে ৫ জন। তাদের পড়ানো যে কি তা আর বলার অবস্থা নাই। আপনার একটা কথা খুব পছন্দ হয়েছেশিশুর দুষ্টামি পৃথিবীর শ্রেষ্ঠ বিনোদন। ভাল থাকবেন আর বাবুটাকে অনেক আদর করবেন।

১২ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:৫০

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: চোখের সামনে বাচ্চাগুলি তিল তিল করে বড় হচ্ছে , এটা মা বাবার জন্য কত বড় আনন্দ ময় অভিজ্ঞতা বলে বুঝানো যাবে না।
আপনার ভাগ্নী আর ভাস্তিদের জন্য শুভ কামনা রইল ।

৮| ১২ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:৫৩

মামুন রশিদ বলেছেন: আপনার বিজ্ঞানী ছেলের কর্মকান্ডে মুগ্ধ হয়ে গেলাম ।



আপনার ছেলে এবং মেয়ে দুজনের জন্য শুভকামনা :)

১২ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:৫৬

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আপনার জন্যও শুভকামনা রইল মিঃ মামুন ।

৯| ১২ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:১৭

তারছেড়া লিমন বলেছেন: ছোট্ট বাবু টা কে আদর দিয়েন ভাই............

১৩ ই এপ্রিল, ২০১৩ সকাল ৯:১১

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ধন্যবাদ লিমন ভাই ।

১০| ১২ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:১৯

আমি বাঁধনহারা বলেছেন:




ভালো লাগল:++++++++
শেয়ার করার জন্য ধন্যবাদ।

আপনার ছেলে হোক অনেক বড়
পূরণ হোক আপনার সব বাসনা।
সর্বদা ভালো থাকুন,সুস্থ্য থাকুন
মন থেকে করছি এই প্রার্থনা..!!


অনেক আগেই পড়েছিলাম।কিন্তু নেটওয়ার্ক সমস্যার কারণে মন্তব্য করতে দেরী হয়ে গেল।সেজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত!!!



ভালো থাকবেন
মনে রাখবেন!!!

১৩ ই এপ্রিল, ২০১৩ সকাল ৯:১৯

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আমিও ভাবছিলাম , সাম্প্রতিক যারা ব্লগ দেখেছেন এ কবির নাম দেখি অথচ----
আশীর্বাদ পূর্ণ সুন্দর কবিতার জন্য অনেক ধন্যবাদ ।

১১| ১২ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:২৬

ইলুসন বলেছেন: ওয়েট করছি। একদিন ওকে দিয়ে ব্লগে কিছু একটা লিখাবেন তারপর পোস্ট করবেন। :)

১৩ ই এপ্রিল, ২০১৩ সকাল ৯:২১

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: :):):):) ধন্যবাদ মিঃ ইলুসন ।

১২| ১২ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:৫৪

পেন্সিল চোর বলেছেন: আপনার ছেলেকে বলবেন পেন্সিল চোর তাঁর পেন্সিল চুরি করবে না । তাঁকে পেন্সিল চোরের তরফ থেকে শুভ কামনা রইলো...

১৩ ই এপ্রিল, ২০১৩ সকাল ৯:২৯

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: শুভ কামনার ও উপস্থিতির জন্য ধন্যবাদ ।

১৩| ১৩ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:০৩

স্বপনবাজ বলেছেন: আসলেই !

১৩ ই এপ্রিল, ২০১৩ সকাল ৯:৩২

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: একদিন নিজেই বুঝবেন !

১৪| ১৩ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:০৫

ভিয়েনাস বলেছেন: আপনার ছেলের মজার মজার কথা শুনে ভালো লাগলো।

শুভ কামনা থাকলো বাবুর জন্য :)

১৩ ই এপ্রিল, ২০১৩ সকাল ৯:৩৪

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ধন্যবাদ ভিয়েনাস ভাই ।

১৫| ১৩ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:৩০

কান্ডারি অথর্ব বলেছেন:
ক আকার মা , চ আকার মা = মামা ।


দারুন ভাতিজাকে আমার আদর দিয়েন।

১৩ ই এপ্রিল, ২০১৩ সকাল ৯:৪৪

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ''০'' শুন্যই তার জীবনে শিখা প্রথম অক্ষর । কারন রিমোটের ০' তে
কার্টুন নেটওয়ার্ক । আড়াই বছরের সময় আমাকে একটা '' C '' অক্ষর দেখিয়ে বলছে , আব্বু শূন্য একটা , তবে ভাঙ্গা ।
ধন্যবাদ কান্ডারী ভাই ।

১৬| ১৩ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:৩৫

নাহিদ সৈকত বলেছেন: পেন্সিল চোর বলেছেন: আপনার ছেলেকে বলবেন পেন্সিল চোর তাঁর পেন্সিল চুরি করবে না । তাঁকে পেন্সিল চোরের তরফ থেকে শুভ কামনা রইলো... :) :) :D :D

শুভ কামনা থাকলো বাবুর জন্য....

১৩ ই এপ্রিল, ২০১৩ সকাল ৯:৪৬

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: পেন্সিল চোরের সাথে আপনিও ''কাজ'' শিখছেন বুঝি ? :) :D :D
শুভ কামনার জন্য ধন্যবাদ মিঃ নাহিদ ।

১৭| ১৩ ই এপ্রিল, ২০১৩ রাত ১:৫৯

আশিক মাসুম বলেছেন: পরিশেষে ,শিশুর দুষ্টামি পৃথিবীর শ্রেষ্ঠ বিনোদন । তাই ,শিশুদের প্রতি সদয় হোন ।
আল্লাহ আমাদের প্রত্যেকের সন্তানদের আনন্দময় শৈশব , উজ্জ্বল ভবিষ্যৎ আর নিরাপদ জীবন দান করুন ।



খুব ভাল লেগেছে পড়তে, বাইস্তা আমার অনেক অনেক বড় হোক।

১৩ ই এপ্রিল, ২০১৩ সকাল ৯:৪৭

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আশিক মাসুম ভাই, আল্লাহ আপনার দোয়া কবুল করুন ।

১৮| ১৩ ই এপ্রিল, ২০১৩ রাত ২:০৪

ঘুড্ডির পাইলট বলেছেন: দোয়া করি আপ্নার সন্তান সবসময় সুস্থ্য ও ভালো থাকুক :)

১৩ ই এপ্রিল, ২০১৩ সকাল ৯:৪৯

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: শুভ কামনার জন্য অসংখ্য ধন্যবাদ সুপ্রিয় ঘুড্ডির পাইলট ভাই ।

১৯| ১৩ ই এপ্রিল, ২০১৩ রাত ২:২৩

স্নিগ্ধ শোভন বলেছেন: :) :)

পরিশেষে ,শিশুর দুষ্টামি পৃথিবীর শ্রেষ্ঠ বিনোদন । তাই ,শিশুদের প্রতি সদয় হোন ।



ভাই লেখাটা অচাম হইছে।

ছোট বেলার কিছু কথা মনে পড়ে গেলো।

১৩ ই এপ্রিল, ২০১৩ সকাল ৯:৫২

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: মাঝে মাঝে ভাবি - '' ছেলে বেলার গল্প শোনার দিন গুলি এখন কত দূরে------------''
ধন্যবাদ শোভন ভাই ।

২০| ১৩ ই এপ্রিল, ২০১৩ রাত ৩:২৪

একজন আরমান বলেছেন:
হা হা।

ভাস্তের কৌতুহলগুলো ভালো লেগেছে।

অনেক অনেক শুভকামনা রইলো। :)

১৩ ই এপ্রিল, ২০১৩ সকাল ৯:৫৫

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: সত্যি ! এ এক নির্মল বিনোদন ।
একজন আরমান ভাই ও সব একজন আরমান ভাইয়ের জন্য শুভ কামনা রইল । :):)

২১| ১৩ ই এপ্রিল, ২০১৩ সকাল ৯:১৮

এম হুসাইন বলেছেন: চমৎকার একটি লেখা পড়লাম, নস্টালজিক হলাম :(

++++++

আর আপনার বাবুর জন্যে আমার অনেক অনেক শুভকামনা ও দোয়া থাকলো।


ভালো থাকুন ভাই, নিরন্তর।



শিশুর দুষ্টামি পৃথিবীর শ্রেষ্ঠ বিনোদন!

১৩ ই এপ্রিল, ২০১৩ সকাল ৯:৫৮

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আপনার জন্যও শুভ কামনা রইল ।

২২| ১৩ ই এপ্রিল, ২০১৩ সকাল ৯:৪৭

ঘুমন্ত আমি বলেছেন: যে কুতসিত্‍ পৃথিবী আমরা দেখছি তা যেন তাদের দেখতে না হয় !

১৩ ই এপ্রিল, ২০১৩ সকাল ১০:০০

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: সত্যিই শিশুর জন্য বাস যোগ্য আনন্দ ময় পৃথিবী কি আমরা রেখে যেতে পারছি ?

২৩| ১৩ ই এপ্রিল, ২০১৩ সকাল ১০:২৯

দি সুফি বলেছেন: :) :) B-) B-) B-)) B-))

১৩ ই এপ্রিল, ২০১৩ সকাল ১০:৩৭

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: :) :) B-) B-) B-)) B-)) ধন্যবাদ সুফি সাহেব ।

২৪| ১৩ ই এপ্রিল, ২০১৩ দুপুর ২:০১

স্পাইসিস্পাই001 বলেছেন: শিশুর দুষ্টামি পৃথিবীর শ্রেষ্ঠ বিনোদন! ...সহমত

দারুন লিখেছেন লিটন ভাই .... +++

উপস্থাপনা প্রশংসনীয় ......।

ভাতিজার জন্য শুভকামনা রইলো ... আর আমার পক্ষ থেকে চকলেট...



ধন্যবাদ .... ভাল থাকবেন...।

১৩ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৫:৩২

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: চকলেট রিধির জন্য রেখেছেনতো ?


শুভ কামনা জানবেন ।

২৫| ১৩ ই এপ্রিল, ২০১৩ দুপুর ২:৪৬

সেলিম আনোয়ার বলেছেন: হে বন্ধু বিদায়!

১৩ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৫:৩৫

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: বললেই হল আর কি ।

২৬| ১৩ ই এপ্রিল, ২০১৩ দুপুর ২:৫৭

আউলাঝাউলা পাগল বলেছেন: +++++্

১৩ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৫:৩৯

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: প্রথম আসলেন ?
ধন্যবাদ মিঃ আঝাপা ।

২৭| ১৩ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৫:২৬

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
অনেক ভাল লাগল। ওর জন্য অনেক শুভ কামনা রইল। আপনার লেখার স্টাইলও খুব সুন্দর।

১৩ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:০২

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আপনাকে পেয়েও ভাল লাগলো । ও স্কুলে ভর্তি হলে আপনি কিন্তু ওকে চকলেট দেয়ার কথা । :) :) B-)

২৮| ১৩ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৫:৩৪

স্পাইসিস্পাই001 বলেছেন: হে আছে...... তারপরেও মনে করিয়ে দেয়ার জন্য ধন্যবাদ....।

আর হে চকলেট কিন্তু ভাতিজার জন্য, আবার আপনি আর ভাবী মিলে সাবার করে ফেলবেন না যেন :P

ধন্যবাদ....।

১৩ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:০৫

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আপনার ভাবিরে বিশ্বাস নাই , তবে আমি সুগার কম লাইক করি :P

২৯| ১৩ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:৩৩

রোকেয়া ইসলাম বলেছেন: শুভ নববর্ষ............।
ভালো কাটুক ১৪২০ সালের প্রতিটি খন।
অনেক অনেক শুভেচ্ছা।

১৪ ই এপ্রিল, ২০১৩ সকাল ৯:৫৩

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আপনার জন্যও বৈশাখের শুভেচ্ছা রইল ।

৩০| ১৪ ই এপ্রিল, ২০১৩ রাত ৩:৩৬

মনিরা সুলতানা বলেছেন: আলহামদুলিল্লাহ্‌ ছেলে যে বাবা র মত হয় নাই তাতেই আমি খুশি ।।
যে বাপ রিমোট থাকার পরও ফুটবল নিক্ষেপ করে টিভি সুইচ অন অফ করতে হবে কেন ? সেটা বোঝে না তার মত না হওয়াই ভাল :-P
আমার ৬ বছর বয়সে আমি একদিন গাছে চড়ার প্র্যাকটিস হিসেবে ,আমাদের শোকেস কাম আলমিরা তে চড়েছিলাম , ফলাফল পপাত ধরণী তল , সাথে ঘুছিয়ে রাখা সকল চীনেমাটির বাসন পত্র ;)
মা না বুঝলেও আমার আব্বা কিন্তু ঠিকই বুঝেছিলেন, পূর্ব চর্চা বাসায় করা কতটা জরুরী :P

বাপজান এর জন্য শুভকামনা ... অনেক দোয়া আদর এবং সবাইকে শুভ নববর্ষ :)

১৪ ই এপ্রিল, ২০১৩ সকাল ১০:১৮

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: তার মা যে সব সময় বলে ,'' ছেলে যেন তার বাবার মত হয় । '' সেটার কি হবে ?
বাপজানকে আপনার দোয়া ও আদর পড়ে শুনানো হলো :),(বেটা শুধু হাসে । )
আপনার জন্যও নববর্ষের শুভেচ্ছা রইল ।

৩১| ১৪ ই এপ্রিল, ২০১৩ সকাল ৮:১৩

না পারভীন বলেছেন: লিটন ভাই , আমার চিঠিটা ওর জন্য



হাই ওশান , আমি তোমার খালামনি । কেমন আছ তুমি ? তোমার আপু কেমন আছে ? তোমাদের দুজনকেই বাংলা নববর্ষের শুভেচ্ছা । :) :) :)

১৪ ই এপ্রিল, ২০১৩ সকাল ১০:৩১

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আপনার বোন, বোনঝি ,বোনপোকে পত্রখানা পড়ে শুনানো হলো।
আপনাকেও বাংলা নববর্ষের শুভেচ্ছা ।

৩২| ১৪ ই এপ্রিল, ২০১৩ সকাল ৯:৪৮

সেলিম আনোয়ার বলেছেন: শুভসকাল ও শুভনববর্ষ

১৪ ই এপ্রিল, ২০১৩ সকাল ১০:৩৯

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আপনার জন্যও নতুন বছরের শুভেচ্ছা সেলিম ভাই । যাচ্ছি -----

৩৩| ১৪ ই এপ্রিল, ২০১৩ সকাল ১০:১৬

রোকেয়া ইসলাম বলেছেন: আল্লাহ আমাদের প্রত্যেকের সন্তানদের আনন্দময় শৈশব , উজ্জ্বল ভবিষ্যৎ আর নিরাপদ জীবন দান করুন ।
অনেক সুন্দর কথাগুলো...... আল্লাহ আমাদের সহায় হন।
কাল শুধু শুভেচ্ছা জানিয়েছিলাম কিন্তু লেখাটা পড়ার সময় পাইনি। আজ পড়লাম। খুব ভালো লাগলো। ছোট্ট সোনামণির জন্য রইলো অনেক অনেক আদর আর ভালোবাসা।
সাথে তার বাবার জন্য আবারও নববর্ষের শুভেচ্ছা।

১৪ ই এপ্রিল, ২০১৩ সকাল ১০:৪৭

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: শিশুর করুন মুখ আমাকে বড় ব্যথিত করে । আমার জানাশুনা যত মা আছে তাদের সাথে দেখা হলেই আমি প্রসঙ্গক্রমে বলি তারা যেন শিশুর সাথে নিষ্ঠুর আচরণ না করে , জ্ঞ্যানত হোক বা অজ্ঞ্যানতা বশত হোক মা রা কিন্তু এই কাজ বেশি করে ।
আপনার জন্যও নববর্ষের শুভেচ্ছা।

৩৪| ১৪ ই এপ্রিল, ২০১৩ সকাল ১০:৫৯

তুতুষার বলেছেন: ভালো লাগলো । আদর ও নববর্ষের শুভেচ্ছা পিচ্চির জন্য।

১৪ ই এপ্রিল, ২০১৩ সকাল ১১:২৮

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: নতুন অতিথির মন্তব্য পেয়ে ভাল লাগছে । আপনাকেও নববর্ষের শুভেচ্ছা ।

৩৫| ১৪ ই এপ্রিল, ২০১৩ সকাল ১১:০৭

অনীনদিতা বলেছেন: দেখতে হবেনা কার ভাগনে ;)
শুভ নববর্ষ।

১৪ ই এপ্রিল, ২০১৩ সকাল ১১:৩৫

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: হয়েছেনতো বোনের মত , ভাল করলে আমার ছেলে আমার ছেলে , খারাপ করলে , '' তোমার ছেলে কি করেছে দেখ ।''
আপনার বোন ও আপনাকেও নববর্ষের শুভেচ্ছা । ;)

৩৬| ১৪ ই এপ্রিল, ২০১৩ সকাল ১১:৫০

সেলিম আনোয়ার বলেছেন: শুধু পরীক্ষ কেন অনেক সময় ক্লাসের ঝামেলায় পড়ালেখা করা যায় নাএমনকি গারজিয়ান পাশে থাকলেও পড়ালেখায় খুব সমস্যা হয়।মনে নাই বুঝি?

১৪ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১২:১৭

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: হক কথা । :) :)

৩৭| ১৪ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১২:০০

মাহবুবুল আজাদ বলেছেন: শুভ নববর্ষ

১৪ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১২:২০

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আপনারও নতুন বছর শুভ হোক , নতুন অতিথির জন্য নিরন্তর শুভকামনা থাকলো।

৩৮| ১৫ ই এপ্রিল, ২০১৩ ভোর ৪:২৩

শিপন মোল্লা বলেছেন: ভাই কি দারুন চান কপায়লা আপনি ছেলে মেয়ে নিয়ে ছোট ছোট ঘটনা কি দারুন অনুভুতিতে প্রকাশ করেছেন । ভিশন ভাল লাগলো দোয়া করি আপনার বাচ্চাদের আল্লাহ সুস্থ নিরাপদে রাখে। আমিন।

১৮ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৫১

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আপনার শিথি সহ পৃথিবীর সকল শিশুর জীবন হোক নিরাপদ ।
ধন্যবাদ ।

৩৯| ১৫ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৩৮

ফারজানা শিরিন বলেছেন: বাবা মা যখন তাদের সন্তান নিয়ে লিখে আমি অনেক বেশি আগ্রহ নিয়ে পড়ি আর আমার বাবা মাকে বুঝতে চেষ্টা করি ।

ভাইয়া অনেক বেশি সুন্দর একটা লেখা । আপনার ছেলে যেদিন আমার মত করে এক নিঃশ্বাসে পড়বে সেদিন বুঝবেন কি লিখেছেন ।

দোয়া যে ঠাণ্ডামাখন এর বীজ বপন করে আর যে বীজ পেটে চালান দেয় । ২জনেই ভালো থাকুক ।

১৮ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৫২

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আপনার কমেন্ট ভাল লাগলো । আপনিও ভাল থাকুন ।

৪০| ১৫ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৪৯

লাবনী আক্তার বলেছেন: খুব ভালো লাগল। আপনার ছেলের জন্য মঙ্গল কামনা করছি।

প্রতিটা শিশুর মানসিক বিকাশ ভালোভাবে ঘটুক।

১৮ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৫:০৪

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আমাদের দেশে শিশুরা ছোট বেলা থেকেই নেতিবাচক দৃষ্টিভঙ্গি নিয়ে বড় হয় । তারা দিনে যত বার অন্য শব্দ শুনে , 'না' শব্দ শুনে তার চেয়ে বেশি বার ।শিশুর সুস্থ মানসিক বিকাশে সেজন্যই আন্তর্জাতিক ভাবে একটা স্লোগান চলছে , '' শিশুদের জন্য হ্যাঁ বলুন ''।
আপনার জন্য শুভ কামনা রইল ।

৪১| ১৬ ই এপ্রিল, ২০১৩ রাত ৯:২৮

মনিরা সুলতানা বলেছেন: বুঝলাম এই ছেলের মা ও আমার মত অতি সহজ সরল অবলা ;)
আমিও সুধু মাত্র ভাবীর মনের আশা পূরণ এর জন্য দোয়া করে দিলাম
ছেলে যেন তার বাবার মত হয় ।



অনেক শুভকামনা আপনাদের জন্য :)

১৮ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৫:০৯

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আপনারা অতি সহজ সরল অবলা ?
তাইলে আমি আর দুলাভাইকে উইকেট কিপিং প্র্যাকটিস করতে হয় কেন ?:)

৪২| ১৮ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:২১

প্রত্যাবর্তন@ বলেছেন: শিশুর সারল্য আর চাপল্য সত্যিই স্বর্গীয়

১৮ ই এপ্রিল, ২০১৩ রাত ৯:৩৪

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: মাঝে মাঝে মনে হয় , '' আবার যদি শিশুতে প্রত্যাবর্তন করতে পারতাম ।''
নতুন অতিথিকে শুভেচ্ছা ।

৪৩| ১৮ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:৩৫

অদ্বিতীয়া আমি বলেছেন: বলল পরীক্ষার ঝামেলায় সে লিখা পড়াই করতে পারছেনা =p~ =p~
ভাতিজা তো দেখি আমার মত বলছে ।

আসলেই , শিশুর দুষ্টামি পৃথিবীর শ্রেষ্ঠ বিনোদন । অনেক শুভ কামনা ওর জন্য ।

১৮ ই এপ্রিল, ২০১৩ রাত ৯:৩৯

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: তার পাইওনিয়ার যে তার এই ফুফি তা এতক্ষনে বোধগম্য হল । =p~

৪৪| ১৮ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:৩৭

শ্রাবণ জল বলেছেন: খুব মজা লাগল। :)
ঘটনা গুলো যতটা মজার, আপনি লিখেছেন তারচে মজা করে।

ওর জন্য অনেক আদর।
অনেক বড় হোক, আমাদের মুখ উজ্জ্বল করুক। সুস্থ থাকুক।

১৮ ই এপ্রিল, ২০১৩ রাত ৯:৪৫

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আনন্দময় ঘটনাকে তিলকে তাল করে, তার রসাস্বাদন করার বাতিক আমার আছে ।
তবে শিশুদের আচরনে যত মজা পাই , তত মজা করে লিখা সম্ভব হয়না ।
আপনার জন্য শুভ কামনা রইল ।

৪৫| ১৮ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:৪৭

তুষার বর্ষন বলেছেন: আপনার পৃথিবীটা খুব সুন্দর :) এমনটাই থাকুক

১৮ ই এপ্রিল, ২০১৩ রাত ৯:৫১

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আপনার পৃথিবীটাও সুন্দর ও আনন্দময় হোক ।
নতুন অতিথির জন্য শুভ কামনা রইল ।

৪৬| ২১ শে এপ্রিল, ২০১৩ রাত ১০:৩৫

ইখতামিন বলেছেন:
একবিংশ ভালো লাগা.

২৫ শে এপ্রিল, ২০১৩ রাত ৯:২১

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আপনাকে আমরা মিস করছিলাম ।

৪৭| ২১ শে এপ্রিল, ২০১৩ রাত ১০:৩৬

ইখতামিন বলেছেন:
কেমন আছেন
মনে হয় বহুদিন পর এলাম আপনার ব্লগে :P

২৫ শে এপ্রিল, ২০১৩ রাত ৯:৩৩

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আলহামদুলিল্লাহ্‌ ভাল আছি ।

৪৮| ২২ শে এপ্রিল, ২০১৩ রাত ১০:২৭

সেলিম আনোয়ার বলেছেন: লিটন ভাই কেমন আছেন।

২৫ শে এপ্রিল, ২০১৩ রাত ৯:৪৯

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আলহামদুলিল্লাহ্‌ সেলিম ভাই ।

৪৯| ৩০ শে এপ্রিল, ২০১৩ সকাল ১১:৩৭

মেহেরুন বলেছেন: +++++

কেমন আছেন ভাইয়া??? Click This Link

৩০ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:২৭

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আলহামদুলিল্লাহ্‌ । অনেক দিন বোনের বাড়ি যাইনা , এখনি যাচ্ছি ------ ।

৫০| ৩০ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:১০

ভারসাম্য বলেছেন: বুঝলাম , পয়সা আইসক্রিম হয়ে কার পেটে গলেছে:D


++++

৩০ শে এপ্রিল, ২০১৩ রাত ৯:০২

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ভারসাম্য ভাইকে অনেক দিন পর পেলাম । সেই যে ফাও পোস্ট দিয়ে গায়েব হয়ে গেলেন ! :D :D

৫১| ৩০ শে এপ্রিল, ২০১৩ রাত ৯:২১

হায়দার সুমন বলেছেন: শিশুর দুষ্টামি পৃথিবীর শ্রেষ্ঠ বিনোদন । তাই ,শিশুদের প্রতি সদয় হোন ।
আল্লাহ আমাদের প্রত্যেকের সন্তানদের আনন্দময় শৈশব , উজ্জ্বল ভবিষ্যৎ আর নিরাপদ জীবন দান করুন ।



++++++++++++++++

৩০ শে এপ্রিল, ২০১৩ রাত ১০:৪২

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ধন্যবাদ হায়দার সুমন ভাই ।

৫২| ০১ লা মে, ২০১৩ সকাল ৮:৩৭

নীল-দর্পণ বলেছেন: আমার প্রে পড়ুয়া স্টুডেন্ট করে এরকম মজার মজার কান্ড। একদিন দেখি ওর চাইতে ছোট্ট একটা বাবুকে ও পড়াচ্ছে ১-২০ পর্যন্ত। এমনিতে ১২ এর পরে ১৩ বলতে পারেনা ঐসময় দেখলাম কোন ভুল না করে একদম ঠিক ঠাক পড়ালো!
প্লে পড়ুয়া এক বাচ্চা তার চেয়ে ছোট আর এক বাচ্চা। মুখোমুখি বসা দুজনে। দুজনের কোলেই বড় বড় দুটো ডোরেমন। একজন আরেক জনকে পড়াচ্ছে। দৃশ্যটা কল্পনা করে দেখেন =p~ :P


আপনার বাবুর নাম কি? অনেক আদর রইল :)

০১ লা মে, ২০১৩ সকাল ১০:২১

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ওশান ।
আপনার ও আপনার প্লে পড়ুয়া টিচারের(?) জন্য শুভ কামনা রইল ।

৫৩| ০১ লা মে, ২০১৩ বিকাল ৩:৪২

রহস্যময়ী কন্যা বলেছেন: আমার বোন যখন ছোট ছিলো তখন তাকে পেন্সিল ঠিকমত ধরাতে অনেক কষ্ট হয়েছিলো।আর দীর্ঘ ঈ তো লেখাতেই পারতাম না ওকে দিয়ে।কারণ ওর নাকি ঈ কে পছন্দ হয়না।এমন ও হয়েছে যে তার ঈ ভালো লাগেনা দেখে পরীক্ষায় ঈ ছাড়া বাকি সব লিখে ছলে এসেছে।আমার বোনটি এখন অনেক বড় হয়েছে।আপনার লেখা দেখে ওর কথা মনে পড়ে গেলো ভাইয়া।
ওশান বাবুর জন্য শুভকামনা রইলো।ভালো থাকবেন :)

০১ লা মে, ২০১৩ রাত ১০:৩৭

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আপনার ছোট বোনটির জন্য শুভ কামনা রইল , আপনার জন্যও ।

৫৪| ০১ লা মে, ২০১৩ সন্ধ্যা ৭:১১

কালোপরী বলেছেন: আমার মামাত বোনকে জিজ্ঞেস করেছিলাম কাঁঠাল বানান কর তো

ক আ কার এ কা
ঠ আ কার এ ঠা


কাডল (ময়মনসিংহের বাসিন্দা)

:)

ভাল আছেন?

০১ লা মে, ২০১৩ রাত ১০:৪৩

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: সুখবর যেমন মিথ্যা হলেও শুনতে ভাল লাগে , তেমনি ভাবে
''পথ ভুলে'' এলেও আপনার আগমনে আমি আনন্দ বোধ করছি ।

'' কাডল '' বোনের জন্য শুভ কামনা রইল । ( পরীরা মানুষের শুভ কামনার আওতায় পড়বে কিনা বুঝে আসছেনা )

৫৫| ০১ লা মে, ২০১৩ রাত ১০:৫১

কালোপরী বলেছেন: কাঁডল বোন এখন অনেক বড় তার নিজেরই একখানা কাডল সদৃশ কন্যা অত্যন্ত দুরন্তপনার সংগে বড় হচ্ছে

পথ ভুলিনি কখনও, তবে ইদানিং পদে পদে ভুল হয়ে যাচ্ছে, শুধরাবার চেষ্টা করছি

০২ রা মে, ২০১৩ সন্ধ্যা ৬:১৮

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: অকর্মাদের কোন ভুল হয়না ।
চেষ্টা করছেন জেনে ভাল লাগছে ।

বাড়িটা যে বিরান ভূমি করে রেখেছেন ! ??

৫৬| ০২ রা মে, ২০১৩ সন্ধ্যা ৬:৫১

রাইসুল সাগর বলেছেন: আরে ভাতিজা দেখি আমার মত। এবং অবশ্যই সে আমার মত দুষ্ট উন্মাদ হবে দোয়া রইল।

০২ রা মে, ২০১৩ রাত ৮:০০

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আপনি ও কি ভাতিজার মত ছিলেন ? নাকি এখনো আছেন । :)

৫৭| ০২ রা মে, ২০১৩ সন্ধ্যা ৭:২০

কালোপরী বলেছেন: ফুল ফোটানোর চেষ্টা বৃথা তাই

০২ রা মে, ২০১৩ রাত ৮:৪৯

গিয়াস উদ্দিন লিটন বলেছেন:

ব্যর্থরা অবচেতনভাবে ব্যর্থতার সঙ্গে নিজেদের সংযুক্ত করে। সচেতনভাবে সাফল্যের সঙ্গে একাত্ম হলে সাফল্যই আপনার দিকে আকৃষ্ট হবে।

আমি বলছিনা যে , আপনি হতাশাবাদী বা দুঃখ বিলাসী ।

হতাশা , দুঃখবিলাস বা কোন কিছুই ভালো না লাগা আলস্যের একটি রূপ। যারা কিছু করে না,তাদেরই আসলে কিছুই ভালো লাগে না। আর যারা ব্যস্ত তাদের কিছু ভালো না লাগার কোনো সুযোগ থাকে না।

৫৮| ০২ রা মে, ২০১৩ সন্ধ্যা ৭:৩৫

বটবৃক্ষ~ বলেছেন: খুব কিউট !! ভালো লাগলো প্রতিভার কথা জেনে!!:):)

০২ রা মে, ২০১৩ রাত ৮:৫২

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: নতুন অতিথির কমেন্ট পেয়ে ভাল লাগছে ।
ধন্যবাদ সিস বটবৃক্ষ~ ।

৫৯| ০৮ ই মে, ২০১৩ সন্ধ্যা ৬:০৫

অলসমস্তিষ্ক৭৭৭ বলেছেন: শিশুর দুষ্টামি পৃথিবীর শ্রেষ্ঠ বিনোদন :D B-) :P B:-/

০৮ ই মে, ২০১৩ সন্ধ্যা ৬:২০

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ধন্যবাদ মিঃ অলসমস্তিষ্ক ।
নতুন অতিথির জন্য শুভ কামনা রইল ।

৬০| ০৯ ই মে, ২০১৩ রাত ১:০৩

অনীনদিতা বলেছেন: আমার কমেন্টস কই গেলো :(
আমি কমেন্টস করছিলাম তো :(


কি কাজ খতম করছেন তো ? ;)

০৯ ই মে, ২০১৩ বিকাল ৪:০৩

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: গুগলে সার্চ দিয়ে কোন রোম্যান্টিক রাজকুমারের সন্ধান
পাই কিনা দেখি । ;)
পাইলেই চিরকুমারী জীবনের খেল খতম ! :P B:-/

৬১| ১৩ ই মে, ২০১৩ রাত ৯:৫৭

সেলিম আনোয়ার বলেছেন: আআমার খেল কখন শেষ হবে লিটন ভাই চিরকুমার গেম ভাল লাগে না। :(

১৪ ই মে, ২০১৩ বিকাল ৪:৩৯

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: এবার হবেই ! জ্বলে উঠুন আপন শক্তিতে । ;)

৬২| ১৪ ই মে, ২০১৩ বিকাল ৫:৪৩

আমি বাঁধনহারা বলেছেন:







প্রিয় লিটন ভাই,
সংগত কারণে:হয়ত সামুতে নিয়মিত দেখা নাও হতে পারে।আমার ফেবু আইডি দিয়ে গেলাম।সম্ভব হলে আপনার ফেবু আইডিটা দিয়েন।।

আমার ফেবু আইডি:http://www.facebook.com/kobi.badhanhara


ভালো থাকবেন
মনে রাখবেন!!!

১৫ ই মে, ২০১৩ সন্ধ্যা ৬:১২

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: সমস্যা কি কবি ?
আপনিও ভাল থাকুন ।

৬৩| ০৮ ই জুন, ২০১৩ বিকাল ৩:০১

ঘাসফুল বলেছেন: পোলা এতো বুদ্ধি নিয়া ঘুমায় কিভাবে? :||

নামটা সুন্দর- ওশান...

অনেক অনেক বড় হোক আপনাদের সন্তান, প্রতিষ্ঠিত করুক নামের সার্থকতা...

০৮ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৬:২৫

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আল্লাহ আপনার দোয়া কবুল করুন ।

৬৪| ১৭ ই জুন, ২০১৩ সকাল ৭:৫৯

দূর দ্বীপবাসীণি বলেছেন: ভাইয়া, হাসতে হাসতে মরে গেলাম।এত্ত মজা করে কথা বলতে পারে আপনার পিচ্চিটা!!!
আোনেক আদর বাবুটাকে।

১৮ ই জুন, ২০১৩ রাত ১০:৫০

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আপনাকে অনেক পর দেখে বেশ ভাল লাগছে ।
আশা করি ভাল আছেন ।

৬৫| ২৬ শে জুলাই, ২০১৩ রাত ১:১৪

প্রত্যাবর্তন@ বলেছেন: শিশুরা স্বর্গীয় । শুভকামনা

১০ ই আগস্ট, ২০১৩ রাত ৯:০২

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আপনার জন্যও শুভকামনা রইল মিঃ প্রত্যাবর্তন@ ।

৬৬| ১০ ই আগস্ট, ২০১৩ দুপুর ১২:৫২

সপ্নীল আমি বলেছেন: ওশান বাবুর জন্য শুভকামনা। আপনার জীবনটা ভরিয়ে তুলু্ক এই কামনা করি। ভাল থাকবেন।

১০ ই আগস্ট, ২০১৩ রাত ৯:০৪

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আপনার জন্যও শুভ কামনা রইল ।

৬৭| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:১২

গরম সিঙ্গাড়া বলেছেন: অনেক ভালো লাগলো।

০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:২২

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আপনার গলা থেকে গামছা খুলে নেয়া হল । :P

৬৮| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:৫৫

নোয়াখাইল্যা হোলা বলেছেন: পোলাতো নয় যেন,আগুনেরই গোলারে B-)

০৬ ই অক্টোবর, ২০১৩ রাত ৯:০২

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: হাহাহাহাহাহা B-) B-)

৬৯| ১৯ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১০:০৬

একলা ফড়িং বলেছেন: অনেক আগেই লেখাটা পড়ে খুব মজা পেয়েছিলাম কিন্তু তখন মন্তব্য করতে পারিনি :| অনেকদিন পরে হলেও অবশেষে জেনারেল হয়ে ভালো লাগা জানাতে এলাম।!পিচ্চির জন্য অনেক শুভকামনা :)

২০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৮:২৬

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আপনাকে ধন্যবাদ ফড়িং ।

৭০| ১৭ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১০:২৯

নিমগ্ন বলেছেন: আপনার ছেলেটাকে আমার পক্ষ থেকে অনেক অনেক আদর আর আন্তরিক শুভেচ্ছা!! :) :)

রিয়েল এনজয় করেছি। আমি এইসব পিচ্চিদের নিয়ে একটি রম্য লেখতে চাচ্ছি। কেস স্টাডির জন্য আরো মালমসলা দরকার। দেবেন তো??

হা হা হাঃ :)

১৮ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:২১

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: কি লাগবে শুধু মুখের বাইর করেন , মশলার বস্তা শুদ্ধ ফ্রি ! :) :)

৭১| ১৮ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:২৮

গেম চেঞ্জার বলেছেন: ডেফিনিটলি একজন জিনিয়াস। ওরে নিয়া স্বপ্ন দেখতেই পারেন। আরো লেখা চাই আপনার পোলারে নিয়া। হা হা হা :) :)

২০ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:৩৮

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আরও আছে গেম ভাই , আপনাকে লিঙ্কু দিমু :) :)

শুভ কামনা জানবেন ।

৭২| ২২ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:০৮

আরণ্যক রাখাল বলেছেন: এপিক!

২৩ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:২২

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: অনেক ধন্যবাদ আরণ্যক রাখাল ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.