নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সবাই যখন নীরব, আমি একা চীৎকার করি \n-আমি অন্ধের দেশে চশমা বিক্রি করি।

গিয়াস উদ্দিন লিটন

এত বুড়ো কোনোকালে হব নাকো আমি, হাসি-তামাশারে যবে কব ছ্যাব্‌লামি। - রবীন্দ্রনাথ ঠাকুর

গিয়াস উদ্দিন লিটন › বিস্তারিত পোস্টঃ

আদতে কেউ এই পোস্ট পড়তে আসবে কিনা সন্দেহ :P

২৫ শে আগস্ট, ২০১৩ রাত ৯:৩৩









মিষ্টি মা ডাকের রুপান্তর—

“আম্মা

> আম্মাজান

> আম্মাজী

>আম্মি

> আম্মিজান

> আম্মু

> মা

> মাম্মী

> মামা

> মাম্মা

> মাম

> মাম-মাম

> মম” ইত্যাদি !



আর বাবা ডাকের রুপান্তর—–

“ আব্বা > আব্বাজী > আব্বাজান > আব্বি >আব্বিজান > আব্বু >বাবা > বাবি > বাপি > বাবু > পাপা > বাপ ।





আপনার সন্তান আপনাকে কি ডাকে , জানার আগ্রহ থেকে এই পোস্ট ।

যারা এখনো আণ্ডা বাচ্চার মুখ , চোখ, মাথা , পিঠ কিছুই দেখেননি ,ব্যক্তি ভেদে আণ্ডা বাচ্চার মার সন্ধান ও যাদের জানা নাই ,তারা ভাবছেন এই পোস্টতো আণ্ডা পাণ্ডার মা বাপের জন্য । আমি 'আইলাম কোন দুক্ষে ' । =p~ =p~ ( আদতে কেউ এই পোস্ট পড়তে আসবে কিনা সন্দেহ :P )

দুক্ষের কিছু নাই ,

আপনার আর কোন ডাক বা রুপান্তর জানা থাকলে জানাতে পারেন ।









( সুপ্রিয় ব্লগার , তানজিয়া মোবারক মণীষা , সেলিম আনোয়ার ,অদ্বিতীয়া আমি ,

ইখতামিন এই কজন মা-বাবাকে ( বর্তমানের বা আগামীর ) যারা নতুন পোস্ট দেইনা বলে আমাকে গামছা নিয়ে খুঁজছেন =p~ =p~ )

মন্তব্য ৫০ টি রেটিং +৫/-০

মন্তব্য (৫০) মন্তব্য লিখুন

১| ২৫ শে আগস্ট, ২০১৩ রাত ৯:৩৭

ডাইরেক্ট টু দ্যা হার্ট বলেছেন: মা আর বাবা ডাকটাই আমার পছন্দের।

২৫ শে আগস্ট, ২০১৩ রাত ৯:৪৭

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আপনার নিকটা বড়ই সুন্দর ! প্রথম মন্তব্য কারী ( এই পোস্টের এবং আমার ব্লগের ) কে ধন্যবাদ ।

২| ২৫ শে আগস্ট, ২০১৩ রাত ৯:৪৩

সেলিম আনোয়ার বলেছেন: বাবাকে ..বুবা ও বলে বোধ হয়। ব্যতিক্রময়তায় +

২৫ শে আগস্ট, ২০১৩ রাত ৯:৪৯

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ধন্যবাদ কবি সেলিম আনোয়ার ভাই । পোস্ট দেয়ার সময় যাদের ছবি চোখে ভাসে আপনি তাদের প্রথম জন ।

৩| ২৫ শে আগস্ট, ২০১৩ রাত ৯:৪৯

সেলিম আনোয়ার বলেছেন: আপনার প্লাস বাটন ডেড নাকি?ঢঙ্গি যদি আমার সন্তানের জননী হয়ে থাকে তাহলেও তাকে মা বলবে।মামু,মামা,মমি এগুলো ।অবশ্য ঢঙ্গির প্রভাব বেশি থাকতে পারে। দেখা যাবে আমাকই পাপ ডেডা বুবা বলা শুরু করেছে। =p~

২৫ শে আগস্ট, ২০১৩ রাত ৯:৫৫

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: পাপ ডেডা বুবা ?
হাহাহাহাহাহাহাহা =p~ =p~
তাও ভাল , আমার এক বিচ্চু মাঝে মাঝে আমাকে বলে লিটন ভাই । =p~ =p~


ঢঙ্গি টা কে ভাই ????

৪| ২৫ শে আগস্ট, ২০১৩ রাত ৯:৫৯

শিপন মোল্লা বলেছেন: আমি আমার বাবাকে আব্বা ডাকি কিন্ত আমার শিথি আমাকে বাবা ডাকে। এই মেয়ে পুরাই আমার উল্টা ।লিটন ভাই কি আর বলবো । কেমন আছেন আপনি ?

২৫ শে আগস্ট, ২০১৩ রাত ১০:২৫

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আলহামদুলিল্লাহ , অনেকদিন পর আপনাকে দেখে ভাল লাগছে ।

৫| ২৫ শে আগস্ট, ২০১৩ রাত ১০:১৫

সেলিম আনোয়ার বলেছেন: আপনাকে লিটন ভাই বললে আমাকে ভাইয়া বলার চান্স আছে। দেখা যাবে স্ত্রী আর সন্তান এক সংগে ভাইয়া বলে ডাকছে।

২৫ শে আগস্ট, ২০১৩ রাত ১০:২৯

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: হাহাহাহাহা ,
আগে অই মঞ্জিলে মকসূদে গিয়ে পৌঁছান তার পর দেখা যাবে , ভাইয়া ডাকে না খালু ।


ঢঙ্গী ???

৬| ২৫ শে আগস্ট, ২০১৩ রাত ১০:২৭

তানজিয়া মোবারক মণীষা বলেছেন: আর কেউ না হউক, আমি তো আসতামই ভাই। আর আমি তো গামছা দিয়া নহে, সূর্যকে হারিকেন বানায়ে আপনার পোস্ট খুঁজতেছিলাম এতদিন। :P :P
এতদিন পরে ফেরত আসার জন্যে পোস্টে প্লাস। +

২৬ শে আগস্ট, ২০১৩ সকাল ১০:০৪

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: হাহাহাহাহা , আপনি এসে গেছেন ?
এত দিন পরে কই ? আমি আগে ও সরব ছিলাম ( কমেন্টে ) ।
তানজিয়া মোবারক মণীষার জন্য শুভ কামনা রইল ।

৭| ২৫ শে আগস্ট, ২০১৩ রাত ১০:৩২

যুবায়ের বলেছেন: ভাই কিরাম আছেন??..

আমার সন্তান সাদ আমাকে বাবা বলে ডাকে।

২৬ শে আগস্ট, ২০১৩ সকাল ১১:১৩

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ভাল আছি যুবায়ের ভাই । বাবা আর আব্বু এ দুটোই বেশি শোনা যায় ।
সাদ বাবুর জন্য শুভ কামনা রইল ।

৮| ২৬ শে আগস্ট, ২০১৩ রাত ১২:৫৫

মামুন রশিদ বলেছেন: নাইস ফ্যামিলি পিক !!


বাচ্চারা বাবা-মা ই ডাকে ।

২৬ শে আগস্ট, ২০১৩ সকাল ১১:৩৮

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ধন্যবাদ মামুন রশিদ ভাই ।
আপনার বাচ্চাদের জন্য শুভকামনা রইল ।

৯| ২৬ শে আগস্ট, ২০১৩ রাত ১:১৬

আমিনুর রহমান বলেছেন:



আমার সন্তান আমাকে বাবা ডাকে ...

২৬ শে আগস্ট, ২০১৩ সকাল ১১:৫১

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: হুম ! বাবার পাল্লাই ভারী দেখছি ।
বাবা ডাকা বাবুর জন্য অনেক আদর ।

১০| ২৬ শে আগস্ট, ২০১৩ রাত ১:৩৩

খাটাস বলেছেন: আমার পিতার জন্য উপযোগী পোস্ট, আমার উপযোগী হয় নাই। |-)
সব ঠিক আছে,কিন্তু যারা মা কে মামা ডাকে, মায়ের ভাই রে কি ডাকে? !!! B:-/ B:-/
পোস্টে প্লাস।

২৬ শে আগস্ট, ২০১৩ সকাল ১১:৫৯

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: অপেক্ষা করেন, কয় বছর পরেই পোস্ট টা আপনার উপযোগী হয়ে যাবে ।
মনে হয় তাদের মায়ের ভাই নাই , তাই এক 'মা' দিয়েই দুটোর কাজ সারে ।

১১| ২৬ শে আগস্ট, ২০১৩ রাত ২:২৫

খেয়া ঘাট বলেছেন: ডাইরেক্ট টু দ্যা হার্ট বলেছেন: মা আর বাবা ডাকটাই আমার পছন্দের।

২৬ শে আগস্ট, ২০১৩ দুপুর ১২:০১

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আপনাদের দুজনের পছন্দই এক দেখছি ।

১২| ২৬ শে আগস্ট, ২০১৩ ভোর ৬:১৭

দি সুফি বলেছেন: কেমন আছেন লিটন ভাই? :)

এহেম! যেই প্রশ্ন করেছেন, সেটার উত্তর দেয়ার ধারেকাছেও নেই :|

২৬ শে আগস্ট, ২০১৩ দুপুর ১:০৮

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: অপেক্ষায় থাকুন , ধারে কাছে চলে আসবে । :)
বরাবরের সুহৃদ সুফি ভাইকে ধন্যবাদ ।

১৩| ২৬ শে আগস্ট, ২০১৩ সকাল ৯:৪৯

কান্ডারি অথর্ব বলেছেন:

পুরো পরিবারকে একসাথে দেখে ভাল লাগল

২৬ শে আগস্ট, ২০১৩ দুপুর ১:১৫

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ধন্যবাদ কাণ্ডারী ভাই ।

১৪| ২৬ শে আগস্ট, ২০১৩ সকাল ১১:৪৭

সায়েম মুন বলেছেন: আমি তো মা আর আব্বা ছাড়া কিছু ডাকি না।
আমার সন্তান হয় নাই। হৈলে পরে কি ডাকে কইতে পারতাম। #:-S
আমার এক ভাইয়ের সন্তান আমারে ডাকে চাচ্চু। আর এক ভাইয়ের বাচ্চা ডাকে বাপী। বাপী ডাকে একটা আদর ভাব খুঁজে পাই যেন।
বোনের বাচ্চারা মামা ডাকে।

২৬ শে আগস্ট, ২০১৩ বিকাল ৫:২৪

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ভাইয়ের সন্তান আর বোনের বাচ্চাদের নিয়ে বেশ আনন্দেই আছেন মিঃ সায়েম মুন । ধন্যবাদ ।

১৫| ২৬ শে আগস্ট, ২০১৩ দুপুর ১২:৫১

সেলিম আনোয়ার বলেছেন: লিটন ভাই ৫ম +। মামা,চাচ্চু ,ভাইয়া ,বাবু এসব ডাক শুনেছি। বাবা মা বোধ করি সেরা্ ডাক। আগে বিয়ে করি তার পর সন্তানের বাবা হলে সে যা ডেকে শান্তি পায় ডাকুক নো প্রবস।

২৬ শে আগস্ট, ২০১৩ রাত ৮:১৮

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আপনার সন্তানের বাবা হওয়ার অপেক্ষায় রইলাম । :P :P :P







লিখার পরে দেখছি কথাটার দুটো অর্থ দাঁড়ায় । :) :) :)

১৬| ২৭ শে আগস্ট, ২০১৩ রাত ৯:২৪

রোকেয়া ইসলাম বলেছেন: যে নামেই ডাকা হোকনা কেন বাবা মায়ের চেয়ে সুন্দর ডাক আর কিছুই নাই। আমার এটাই পছন্দ..................

২৮ শে আগস্ট, ২০১৩ সকাল ১০:১৮

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আপনার লিখাই কপি করে দিলাম ।
''' লেখক বলেছেন: অনেক ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।
আপনার ভালোলাগা আমার লেখার অনুপ্রেরনা হয়ে থাকলো।
ভাল থাকুন। শুভেচ্ছা অফুরন্ত। '' :) :) :)

১৭| ২৮ শে আগস্ট, ২০১৩ দুপুর ১২:৪৮

মনিরা সুলতানা বলেছেন: পোস্ট দিছেন দেখি ই নাই ...
উপরে যাহার জন্য প্রযোজ্য লিখলেই আর ভয় থাকত না ... :P


আমার ছেলে মেয়ে মা আর বাবা ডাকে আমাদের :!>

২৮ শে আগস্ট, ২০১৩ বিকাল ৫:২৭

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: মা বাবাই দেখচি বহুল প্রচলিত ।

১৮| ২৮ শে আগস্ট, ২০১৩ দুপুর ১২:৫০

মনিরা সুলতানা বলেছেন: আচ্ছা এটা তো আপনার পরিবার এর ছবি না ????

২৮ শে আগস্ট, ২০১৩ বিকাল ৫:২৯

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: না । আমার ভাতিজার পরিবার । সাগর, শান্তা, আয়ান , আয়ুশ ।

১৯| ২৮ শে আগস্ট, ২০১৩ বিকাল ৩:৫২

না পারভীন বলেছেন: মা ডাকের রুপান্তর মা মনি কই ?

২৮ শে আগস্ট, ২০১৩ বিকাল ৫:৩১

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আসলেই তো ! মাথায়ই আসেনি ।

২০| ০২ রা সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:০৯

ভিয়েনাস বলেছেন: নিজের মাকে মা ডাকি আর বাবা কে আব্বা......

ছবিটা দেখেই পোস্টে ঢুকলাম.... অনেক সুন্দর হ্যাপি ফ্যামিলি পিক :)

০২ রা সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৪৭

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: অনেক ধন্যবাদ মিঃ ।

২১| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:৩৯

অদ্বিতীয়া আমি বলেছেন: যাক অবশেষে আপনার পোস্ট পাওয়া গেল !
নাইস পিক ।

আমি ডাকি আম্মু আর বাবা :) :)

০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:২৬

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: যাক , গলায় গামছা প্যাঁচানোর আর ভয় নাই ।

২২| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:৪৯

মাহবু১৫৪ বলেছেন: এখনো আমার আব্বার ডাক শোনার সময় আসে নি।

তবে আমি আব্বা বলে ডাকি আমার বাবাকে

০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:২৮

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আপনাকে যে আব্বা ডাকবে , তার মায়ের সাথে গাঁটছড়া বাধার সময় দাওয়াতের অপেক্ষায় রইলাম ।

২৩| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:৫১

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
সবাই ছবিটা দেখে ধোঁকা খাচ্ছে =p~

০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:৩০

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আমি কিন্তু ছবিটার আইডেন্টিটি ক্লিয়ার করেছি ।
ভাল থাকুন ।

২৪| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:০৫

অদ্বিতীয়া আমি বলেছেন: আমি ধোঁকা খাই নি /:)

০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:৩৩

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: না খাওয়ারই কথা , আমার প্রপিকের সাথে এই পিক টা যায় না ।

২৫| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৩৮

িটউব লাইট বলেছেন: আমি ডাকি আব্ব আম্মা। শুনার ইছ্ছাও তাই

০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৪০

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ধন্যবাদ টিউব লাইট ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.