নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এত বুড়ো কোনোকালে হব নাকো আমি, হাসি-তামাশারে যবে কব ছ্যাব্লামি। - রবীন্দ্রনাথ ঠাকুর
আমার এক ভাগিনা । বতর্মানে লিসবন আছে।
তার যখন বয়স ৭ তখন ---
ঘটনা একটু পরে বলছি তার আগে শানেনুজুল বলি -
ঈদ সালামীর কল্যানে রাতারাতি কিছু কাঁচা টাকার মালিক বনে গেছে আমার ছেলে (৭) ।
টাকার গরমে সে অস্থির । জুৎসই নিরাপত্তা ব্যবস্থাও পাচ্ছে না । ২ মিনিট বালিশের নিচে ১০ মিনিট ওয়্যারড্রোবে ৫ মিনিট তোষকের নিচে এই করে করে শেষে স্কুল ব্যাগে টাকা রেখে সে সুইস ব্যাংকে টাকা রাখার মতই সিকিউরড ফিল করছিল।
আজ দেখা দিয়েছ নতুন সমস্যা । বললো আব্বু ব্যাগ নিয়ে স্কুলে গেলে দুষ্ট ছেলেরা টাকা গুলি হাতিয়ে নিতে পারে ।
বললাম এ তো দেখছি বিরাট সমস্যা , এখন সমাধানের উপায় কি ?
বললো একটা মানি ব্যাগ কিনে দাও ।
মানি ব্যাগের কথা উঠায় ভাগিনার কাহিনী মনে পড়লো ।
-- তো ওই বয়সে ভাগিনা একদিন বললো , মামা বেশ কিছু টাকা জমে গেছে , রাখতে সমস্যা তাই একটা মানি ব্যাগ কিনবো ।
বললাম মামাতো এখন দোকান থেকে উঠতে পারবোনা তুমি ওই দোকান থেকে একটা কিনে নিয়ে এসো ।
কিছুক্ষন পরে দেখি সে মানিব্যাগ হাতে কাঁদতে কাঁদতে আসছে ।
ব্যাপার কি ? কয়েকবার জিজ্ঞাস করার পর জানালো , টাকা যা ছিল মানিব্যাগ কিনতে সব শেষ , এখন ব্যাগের মধ্যে রাখবো কি ?
৩০ শে জুলাই, ২০১৪ রাত ৯:৫৩
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: বছরের প্রথম পোস্টে আপনার কমেন্ট পেয়ে ভাল লাগছে । শুভকামনা রইলো ।
২| ৩০ শে জুলাই, ২০১৪ রাত ১০:০১
সেলিম আনোয়ার বলেছেন: যাই হোক মানিব্যাগ কিনে এবারে ঈদীর টাকা শেষ হয়েছে আগামী ঈদীর টাকা মানিব্যাগে রাখতে পারবে।এরকম একখানি বয়ান করে শান্ত করার প্রচেষ্টা নিতে পারেন ।
পোস্টে +
৩০ শে জুলাই, ২০১৪ রাত ১০:১৪
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: পোস্ট দেয়ার সময় ভাবি , আমার পোস্টের পাঠক যদি মাত্র একজনও হয় তবে সেটা সেলিম আনোয়ার ভাই ।
সব সময়ের সুহৃদের জন্য শুভেচ্ছা ।
৩| ৩০ শে জুলাই, ২০১৪ রাত ১০:০৭
টুম্পা মনি বলেছেন: হেহেহে বাচ্চাকাচ্চাদেরই হল আসল ঈদ। পড়ে ভালো লাগল। ঈদের শুভেচ্ছা জানবেন
৩০ শে জুলাই, ২০১৪ রাত ১০:১৭
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: সিস্ টুম্পামনির জন্যও ঈদের শুভেচ্ছা ।
৪| ৩০ শে জুলাই, ২০১৪ রাত ১০:২৭
ইলি বিডি বলেছেন: পড়ে ভালো লাগল। ঈদের শুভেচ্ছা রইল।
৩১ শে জুলাই, ২০১৪ রাত ১২:৩৬
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: নতুন অতিথির জন্যও ঈদের শুভেচ্ছা ।
৫| ৩০ শে জুলাই, ২০১৪ রাত ১০:৪২
না পারভীন বলেছেন: লিটন ভাই, মারাত্মক সুন্দর আপনার এক ঘটনা থেকে আরেক ঘটনায় যাওয়া খুব ভাল লাগলো।
৩১ শে জুলাই, ২০১৪ সকাল ১০:২৯
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আপনার মন্তব্য পেয়ে খুব ভাল লাগছে ।
ভলো থাকুন ।
৬| ৩০ শে জুলাই, ২০১৪ রাত ১০:৫৫
ডাইরেক্ট টু দ্যা হার্ট বলেছেন: হাহাহাহ মজার ঘটনা লিটন ভাই,
ঈদ মোবারক
ছোট বেলায় এমন মানিব্যাগ আমি রাখতাম,তখন আমি টাকার নোট গুলোর মান বুঝতামনা,শুধু বুঝতাম কয়টা নোট আছে আমার কাছে,(মায়ের মুখে শোনা) কেউ একটা নোট দিলে নিতামনা দুটো কিংবার তার বেশি চাই, আমার আপু আমাকে খুব ঠকাতে, সে আমার দশ টাকা নোট নিয়ে বলতো তোকে বেশি টাকা দেবো বলে আমাকে এক টাকার নোট দুটো তিনটা দিতো আর তিনি বড় নোট গুলো নিয়ে যেত।আমি খুব খুশি হতাম বেশি নোট পেয়ে।এখনোও আমি আপু থেকে সালামি নেই,তিনি আমাকে এখনো দুইটাকা পাঁচ টাকার নোট দেন আমি খুব মজা পাই।
৩১ শে জুলাই, ২০১৪ সকাল ১১:৩০
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আপনার ছোট বেলার ঘটনা পড়েও মজা পেলাম । আপনাকে প্রথম পেলাম মনে হয় ?
ঈদের শুভেচ্ছা নিন ।
৭| ৩০ শে জুলাই, ২০১৪ রাত ১০:৫৬
ভারসাম্য বলেছেন:
আপনার ছেলেটা এখন টবে টাকা বপন করে না?
অনেকদিন পর পোস্ট দিলেন। সবারই অবশ্য একই অবস্থা প্রায়। অবস্থার উন্নতি হোক। শুভকামনা।
৩১ শে জুলাই, ২০১৪ সকাল ১১:৪৩
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: পাঠক হিসেবে সামুতে সব সময়ই আছি , আপনাদের নিয়মিত না দেখায় পোস্ট দেয়ার উৎসাহ পাইনা ।
আপনাকে পেয়ে ভাল লাগলো ।
৮| ৩০ শে জুলাই, ২০১৪ রাত ১০:৫৯
ভুলে যাওয়া নাম বলেছেন: কোয়ালিটি ব্লগিং।ছোট অথচ পড়ে মজা পেলাম।কথায় আছে পুরান চাল ভাতে বাড়ে।
৩১ শে জুলাই, ২০১৪ সকাল ১১:৪৭
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ব্যাপক লজ্জার ইমো হবে ।
ভালোও লাগছে ।
৯| ৩০ শে জুলাই, ২০১৪ রাত ১১:৪০
মামুন রশিদ বলেছেন: হাহাহ, মজার হইছে ।
৩১ শে জুলাই, ২০১৪ সকাল ১১:৫৯
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ধন্যবাদ মামুন রশিদ ভাই ।
১০| ৩১ শে জুলাই, ২০১৪ রাত ১২:০৬
প্রবাসী পাঠক বলেছেন: হা হা হা । মজার এবং সাথে সাথে ভাগিনার জন্য দুঃখজনক । ঈদের শুভেচ্ছা।
৩১ শে জুলাই, ২০১৪ সন্ধ্যা ৭:১৬
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আপনাকে ো
ঈদের শুভেচ্ছা
১১| ৩১ শে জুলাই, ২০১৪ রাত ১১:৩৫
কান্ডারি অথর্ব বলেছেন:
ঈদের শুভেচ্ছা রইল।
০১ লা আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৭:৩১
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: কান্ডারী ভাইকেও ঈদের শুভেচ্ছা ।
১২| ০১ লা আগস্ট, ২০১৪ রাত ১০:৩৬
যুবায়ের বলেছেন: েএইডা কি কইলেন ভাই টাকা যা ছিল
মানিব্যগ কিনতেই শ্যষ!..
০২ রা আগস্ট, ২০১৪ সকাল ১০:১৮
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ধন্যবাদ যুবায়ের ভাই ।
১৩| ০৮ ই আগস্ট, ২০১৪ ভোর ৪:১২
সায়েদা সোহেলী বলেছেন: আমিও টাকার গাছ লাগিয়ে ছিলাম আম্মুর টবে , কিন্তু পানি সার দেইনি , পরিচর্যা করিনি তাই আর গাছ হয়নি
০৯ ই আগস্ট, ২০১৪ বিকাল ৫:২৪
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ সায়েদা সোহেলী ।
১৪| ০৮ ই আগস্ট, ২০১৪ দুপুর ২:১৩
লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: ওহ !!! কি যে মজা করে লিখেছেন --- পড়ে হাসছি আর হাসছি ---। বাবার জন্য মন খারাপ ছিল , ,,, এখন কষ্টটা কমে গেছে ----
০৯ ই আগস্ট, ২০১৪ বিকাল ৫:২৮
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: কষ্ট ভুলতে পারাটাও আল্লাহর এক নিয়ামত । নইলে পৃথিবীটা নরক হয়ে যেত ।
ধন্যবাদ লাইলী আরজুমান খানম লায়লা ।
১৫| ০৯ ই আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৬:৩৭
রাইসুল সাগর বলেছেন: মজা পেলাম।
০৯ ই আগস্ট, ২০১৪ রাত ৯:৩৬
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: জেনে ভাল লাগল রাইসুল সাগর ।
১৬| ১০ ই আগস্ট, ২০১৪ দুপুর ২:০৮
সোহানী বলেছেন: এরকম ঘটনা আমার জীবনে ও আছে। তবে মানিব্যাগ পেয়েছিলাম বাবার কাছ থেকে টাকা রাখার জন্য। কিন্তু অামার সমস্যা ছিল ভিন্ন। টাকা যাতে খরচ না করি বা সঞ্চয়ের উৎসাহ দেয়ার জন্য বাবা বললেন...... এটা টাকা জমা করে রাখলে কিছুদিন পর টাকা বেড়ে যাবে... আর আমি যাই কোথা !!!!! .. প্রতি দু'মিনিট পর পর মানিব্যাগ খুলি আর সবাইকে অস্থির করে তুলি.. কেন টাকা বাড়ে না। .... যাহোক আবশেষে মা আরো কিছু টাকা লুকিয়ে রেখে সে যাত্রায় আমার হাত থেকে বেচেছিল ....
১১ ই আগস্ট, ২০১৪ সকাল ১১:৪৯
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আপনার ঘটনাটাও বেশ মজার ।
আহ মায়েরা কতভাবেই না আমাদের খুশী রেখেছিলেন ।
১৭| ১১ ই আগস্ট, ২০১৪ সকাল ১১:৪৮
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আপনার ঘটনাটাও বেশ মজার ।
আহ মায়েরা কতভাবেই না আমাদের খুশী রেখেছিলেন ।
১৮| ১৪ ই আগস্ট, ২০১৪ রাত ৮:৪৪
অবাধ্য সৈনিক বলেছেন: মজার
১৯| ১৬ ই আগস্ট, ২০১৪ রাত ৮:৩৬
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ধন্যবাদ নতুন অতিথী ।
©somewhere in net ltd.
১| ৩০ শে জুলাই, ২০১৪ রাত ৯:৩৩
অপ্সরা বলেছেন: ব্যাপার কি ? কয়েকবার জিজ্ঞাস করার পর জানালো , টাকা যা ছিল মানিব্যাগ কিনতে সব শেষ , এখন ব্যাগের মধ্যে রাখবো কি ?
হা হা আসলেই এইটা মজার!!!!
রক্ষক যখন ভক্ষক অবস্থা!!!