নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সবাই যখন নীরব, আমি একা চীৎকার করি \n-আমি অন্ধের দেশে চশমা বিক্রি করি।

গিয়াস উদ্দিন লিটন

এত বুড়ো কোনোকালে হব নাকো আমি, হাসি-তামাশারে যবে কব ছ্যাব্‌লামি। - রবীন্দ্রনাথ ঠাকুর

গিয়াস উদ্দিন লিটন › বিস্তারিত পোস্টঃ

রবির সিঁধেল চোর প্যাকেজ

২৫ শে সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৫৯


কয়েকদিন আগে রবি ২জিবি ইন্টারনেট এক্টিভ করলাম ।
৪দিন পর নেট অফ । ১জিবি তখনো স্টিল ।
কাস্টমার কেয়ারে ফোন দিলাম,
গলায় মধু মিশিয়ে একজন কয় - বাইলা খাতুন ( নামটা মনে নাই ) বলছি বলুন কিভাবে সাহায্য করতে পারি ?
সমস্যার কথা বললাম ।
মধুকন্ঠি কয় - এ একজিবি রাত ১টা থেকে ভোর ৬টার মধ্যে খরচ করতে হবে ।
(অথচ তারা আগে কিছুই জানায় নি । )
বললাম - প্যাকেজ টা যে নিশী কুটুম্ব দের জন্য তাতো জানান নি ।
- সরি !
- এত রাতে সিধেঁল চোর ছাড়া অন্যদের তো জাগ্রত থাকার কথা নয় । ( মধু হিহি করে হাসাতে লেগেই ব্রেক কষলো সম্ভবত পেশাদারিত্বে খাতিরে )
যাক কল শেষ করলাম ।
ডিসপ্লে দেখাচ্ছে - ইওর লাস্ট কল ডিউররেশন --, কস্ট -- , ব্যলেন্স টাকা ৩.৭৮ টাকা ।
আমার মাথায় হাত ।
আমার নাম্বার টা বিকাশ করা । গত কাল এক ভাবী নাম্বার টা নিয়েছিলো তার স্বামী জরুরী ১০০০ টাকা পাঠাবে ।
বলদ টা টাকা গুলি বিকাশ ক্যাশ ইন না করে আমার মোবাইলের ব্যালেন্সে ডুকিয়ে দিয়েছে ।
এখন সব টাকা হাওয়া ।
রবি সিম টা ৩ টুকরা করে বাংলা লিংক ফিট করলাম । চলুক , অন্তত আরেকবার দাগা খাওয়া পযর্ন্ত ।

মন্তব্য ১৪ টি রেটিং +১/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ৮:৩৮

সেলিম আনোয়ার বলেছেন: যাক চোর ধরা পরেছে । :)

১৯ শে নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:২৯

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ধন্যবাদ

২| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১০:২১

অপূর্ণ রায়হান বলেছেন: হা হা হা মধু কথোপকথন ভালো লাগছে ভ্রাতা ! আহা , সিমটা ভাংলেন ক্যান ! বপন করতেন ! রাতে কল দিয়ে ;) ফল হইলেও তো হইতে পারত ! B-) =p~ =p~

১৯ শে নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৩০

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ধন্যবাদ অপূর্ণ রায়হান ভাই ।

৩| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১১:০১

কলমের কালি শেষ বলেছেন: সো স্যাড ।

১৯ শে নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৩৫

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ধন্যবাদ

৪| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ২:০৪

ঢাকাবাসী বলেছেন: আমাদের দেশের ব্যাবসায়ীদের মত অসৎ লোভী দুশ্চরিত্র ব্যাবসায়ী দুনিয়াতে আর পাবেন না।

১৯ শে নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৩৬

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ধন্যবাদ

৫| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১০:২৭

মামুন রশিদ বলেছেন: সব কটা সেল কোম্পানীই চোর, ইস্ট ইন্ডিয়া কোম্পানীর সাগরেদ ।

১৯ শে নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৩২

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ধন্যবাদ

৬| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১১:৫৭

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: মজার কমেন্টের জন্য অপুনর্ রায়হান ভাইকে ধন্যবাদ ।

১৯ শে নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৪৭

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: !!

৭| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১২:০১

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: সমব্যথির ৩ অক্ষরের কমেন্ট ভাল লাগলো ।
ধন্যবাদ ক কা শেষ ।

১৯ শে নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৪৭

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: !!!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.