নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সবাই যখন নীরব, আমি একা চীৎকার করি \n-আমি অন্ধের দেশে চশমা বিক্রি করি।

গিয়াস উদ্দিন লিটন

এত বুড়ো কোনোকালে হব নাকো আমি, হাসি-তামাশারে যবে কব ছ্যাব্‌লামি। - রবীন্দ্রনাথ ঠাকুর

গিয়াস উদ্দিন লিটন › বিস্তারিত পোস্টঃ

আবার জমবে মেলা ও লিরিকস এর সেলিম আনোয়ার স্মরণ ।

২০ শে অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৬:২১

ভার্চুয়াল জগৎ হলেও সামুর ব্লগার দের মাঝে ছিল এক আত্মিক বন্দ্বন । ( যা এখনো আছে )
একের সুখ দুঃখ অপরকে ছুঁয়ে যেত ।
হাসি আনন্দ ঠাট্রা মশকরায় দিনগুলি ছিল বড়ই আনন্দময়।
আফসোস্ সমসাময়িক সেই সব ব্লগার দের এখন আর দেখিনা । এক সময় যাদের কলকাকলীতে মূখর ছিল সামু । সামুতে এলে যাদেরকে খুব মিস করি ।
নিচে কয়েক জনকে স্মরণ করলাম ।
সাথে অনুরোধ থাকবে , সম্ভব হলে ফিরে আসুন ।
আসুন ,আবার জমিয়ে তুলি আমাদের প্রাণের মেলা ।
-----------------
অচিন
অঞ্জলি
অসামাজিক ০০৭০০৭
অনীনদিতা
অদ্বিতীয়া আমি
আফিফা মারজানা
আমি বাঁধনহারা
আমি ইহতিব
আফরোজা সোমা
আবুশিথি
এরিস আফ্রোদিতি
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা
ওঙ্কার
কািন্ট টুটুল
কাঙাল মামা
কালোপরী
কাল্পনিক_ভালোবাসা
কালো মনের ধলা মানুষ
গ্রাম্যবালিকা
ঘুড্ডির পাইলট
চাটিকিয়াং রুমান
চেয়ারম্যান০০৭
ছোট্ট নিথী
জাতির নানা
জিদনী
জাফরিন
টুকিঝা
ঢেঁড়স- দা লেডিস ফিঙ্গার
তামিম ইবনে আমান
তিতাস একটি নদীর নাম
ত্রিশোনকু
দি সুফি
দিকভ্রান্ত*পথিক
দূর দ্বীপবাসীণি
নাদিয়া জামান
নিষ্‌কর্মা
নিয়েল ( হিমু )
নেক্সাস
প্রিন্স হেক্টর
পেন্সিল চোর
ফারাহ দিবা জামান
বটতলার টারজান
বাবু>বাবুয়া>বাবুই
বিদ্রোহী ভাস্কর
ভুদাই
ভারসাম্য
মানবী
মেঘনা পাড়ের ছাওয়াল
মদন
মামুন হতভাগা
মাক্স
মেহেদী হাসান মানিক
মাহী ফ্লোরা
মাননীয় মন্ত্রী মহোদয়
মেহেরুন
ম্যানিলা নিশি
যুবায়ের
মনিরা সুলতানা
রেজোওয়ানা
রোমান সৈনিক
রোেক্য়া ইসলাম
রাফা
লাইলী আরজুমান খানম লায়লা
লিন্‌কিন পার্ক
লিঙ্কনহুসাইন
লেখোয়াড়
লেখাজোকা শামীম

এই তালিকার বাইরে , সাম্প্রতিক চমৎকার একজন ব্লগারকে খুব মিস করছি । যিনি আমার সব সময়ের সুহৃদ , যার জন্য পাত্রী খোঁজা হচ্ছে বলে শুনেছিলাম । যাঁর কথা ব্লগার লিরিকস আমাকে আজ ,
বিশেষ ভাবে স্মরণ করিয়ে দিয়েছেন ,
সেই সেলিম আনোয়ারকেও ফিরে আসার আহবান জানাচ্ছি ।

মন্তব্য ৪৬ টি রেটিং +৩/-০

মন্তব্য (৪৬) মন্তব্য লিখুন

১| ২০ শে অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৬:৫২

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: পরিশিস্ট ঃ ( যাদের নাম বাদ পড়েছে )
লাবনী আক্তার
লোনলিফাইটার
শিস্‌তালি
শিপু ভাই
শিক কাবাব
শায়মা
শোশমিতা
শ্রাবণ জল
শাকিলা জান্নাত
সুদীপ্ত কর
সাকিন উল আলম ইভান
সালমাহ্যাপী
সোনালী ডানার চিল
হেডস্যার

হাসান কালবৈশাখী
হা...হা...হা.. / (ইনার ব্লগের ভিজিটর প্রায় ৪ লক্ষ )
ৈহমনতী
হাসি
হাসান যোবায়ের

২| ২০ শে অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৬:৫৩

টুম্পা মনি বলেছেন: হুম সবাই ফিরে আসুন। সবাই না থাকলে ব্লগ খালি খালি লাগে।

২০ শে অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৭:০৩

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: প্রথম মন্তব্যের জন্য ধন্যবাদ টুম্পা মনি ।

৩| ২০ শে অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৭:৫৪

জাফরুল মবীন বলেছেন:




“ফিরে এসো ভাইবোনেরা আমার
ফিরে এসো এই ব্লগে
তোমাদের বিহনে ব্লগীয় ফোরামে
বড়ই শূণ্য লাগে।

যে মায়া ছড়িয়ে ভালবাসায় জড়িয়ে
চলে গেছো দূরে
চেয়ে দেখ ফিরে তোমাদের বিরহে
নিস্তব্ধতা সামুর ঘরে।”


[*কান্ডারি অথর্বের নাম কী সংযুক্ত হয়েছে?]

২০ শে অক্টোবর, ২০১৪ রাত ৮:৪৯

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: কান্ডারী অথর্ব আমারও একজন প্রিয় ব্লগার , উনার নামটা বাদ পড়েছে ।
ফিরে আসার আহ্বানময় কাব্যিক মন্ত্বব্য ভালো লাগলো ।
শুভ কামনা রইল ।

২০ শে অক্টোবর, ২০১৪ রাত ৮:৫০

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: কান্ডারী অথর্ব আমারও একজন প্রিয় ব্লগার , উনার নামটা বাদ পড়েছে ।
ফিরে আসার আহ্বানময় কাব্যিক মন্ত্বব্য ভালো লাগলো ।
শুভ কামনা রইল ।

৪| ২০ শে অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৭:৫৮

খেলাঘর বলেছেন:

অন্য ব্লগারদের ব্যান করলে, আপনার লিস্টের ব্লগারদের পক্ষ থেকে কোন সহানুভুতি বা প্রতিবাদ দেখিনি: এরা না থাকলে আমি হতাশ হবো না; এরা কোনভাবে কারো সাথে জড়িত নয়: এরা রোবট-ব্লগার।

২০ শে অক্টোবর, ২০১৪ রাত ৯:০৯

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: অন্যায় ভাবে ব্যান করলে সেটা অবশ্যই প্রতিবাদ যোগ্য ।
সমস্যা হল কাউকে ব্যান করলে অন্যরা সেটা জানবে কি ভাবে ?
এঁরা কারো ব্যানের প্রতিবাদ করতেননা বা করতেন কিনা আমার জানা নাই , তবে এক সময় এরা সামুকে মাতিয়ে রাখতেন
কমেন্টের জন্য ধন্যবাদ ।

৫| ২০ শে অক্টোবর, ২০১৪ রাত ৮:২২

এহসান সাবির বলেছেন: ফিরে আসুক সবাই। সবার জন্য শুভ কামনা।

২০ শে অক্টোবর, ২০১৪ রাত ৯:১৪

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আপনার জন্যও শুভ কামনা এহসান সাবির ।

৬| ২০ শে অক্টোবর, ২০১৪ রাত ১০:৪৩

অপূর্ণ রায়হান বলেছেন: পোষ্টের জন্য ধন্যবাদ ভ্রাতা +

প্রিয় অনেক ব্লগারকেই মিস করি , কিন্তু ওনারা বোঝেন না । ফিরে আসুক প্রিয় ব্লগাররা ।

ভালো থাকবেন অনেক :)

২১ শে অক্টোবর, ২০১৪ দুপুর ১২:৪০

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ধন্যবাদ অপূর্ণ রায়হান ।

৭| ২১ শে অক্টোবর, ২০১৪ সকাল ১১:৩১

মামুন রশিদ বলেছেন: আবার জমবে মেলা.. ফিরে আসুন সবাই ।

২১ শে অক্টোবর, ২০১৪ দুপুর ১২:৪২

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: সেই আশায় রইলাম মামুন রশিদ ভাই ।

৮| ২১ শে অক্টোবর, ২০১৪ দুপুর ১:০২

ফয়সালরকস বলেছেন:

আহা.... সেই দিনগুলি !

২২ শে অক্টোবর, ২০১৪ সকাল ১১:৫২

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আবার আসবে সেই দিনগুলি এই আশায় রইলাম ।

৯| ২২ শে অক্টোবর, ২০১৪ দুপুর ১২:০৩

অপূর্ণ রায়হান বলেছেন: ভ্রাতা , সামুতে এখন আর আগের মতো লুল পাই না , ভ্রাতাদের মনে লিল সব নিঃশেষ হইয়া গিয়াছে , মনে পুষ্টি পাই না :( :((

২৪ শে অক্টোবর, ২০১৪ রাত ৮:৫৫

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আসেন ভাইজান , সামুর লুলরা এক হও
কইয়া ছিক্কুর মারি , সবাইরে ফিরাইয়া আনি ।
আবার মেলাটা জমাই ।

১০| ২২ শে অক্টোবর, ২০১৪ দুপুর ১২:১০

সোহানী বলেছেন: কান্ডারী অথর্ব ও বৃশ্চিক রাজ এর নাম বাদ পড়েছে....

সবাই আবার ফিরে আসুক.... আবার জমে উঠুক এ জগৎ।

তবে সামুর ও কিছু উদ্যোগ আশা করছি।

২৪ শে অক্টোবর, ২০১৪ রাত ৯:২০

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ইনারা আমারও প্রিয় ব্লগার ।
সামুর ভূমিকা প্রসঙ্গ টা চমৎকার আইডিয়া ।
মনোযোগি পাঠক সোহানীর জন্য শূভেচ্ছা ।

১১| ২২ শে অক্টোবর, ২০১৪ দুপুর ১২:১৩

লিরিকস বলেছেন: সেলিম ভাইয়া ফিরে আসুন। প্লিজ।


লিটন ভাইয়া আমি কি একটা সাময়িক পোস্ট দেবো??

২৪ শে অক্টোবর, ২০১৪ রাত ৯:৩৪

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: সেলিম আনোয়ার ভাই একজন নিরহংকারী প্রান খোলা মানুষ ।
উনাকে দারুন মিস করছি । উনার ফিরে আসার প্রত্যয়ে একটা পোস্ট দিতেই পারেন ।
ধারনা করছি উনি বিয়ে করেছেন । এবং নতুন বৌ উনাকে দৌড়ের উফ্রে রাখছে ।
অনেক বউ রাই সামুকে সতীন মনে করে ।
( আমার তিনি সামু পড়েন না , নইলে আজ হেলমেট পরে বাসায় যেতে হতো ।হাহাহা )

১২| ২৩ শে অক্টোবর, ২০১৪ সকাল ৯:৫৭

মেহেরুন বলেছেন: আমার নামটা মনে রেখেছেন দেখে খুব ভালো লাগলো ভাইয়া। ইচ্ছে করে লিখতে কিন্তু সময় অ সুযোগ দুইটার অভাবে কিছুই সম্ভব হচ্ছে না। তবে ইনশাল্লাহ আবার আসবো মজার কিছু গল্প মজার কিছু অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করার জন্য। অনেক শুভকামনা রইলো। ভালো থাকবেন।

২৪ শে অক্টোবর, ২০১৪ রাত ৯:৩৮

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ফিরে আসছেন জেনে ভালো লাগছে মেহেরুন ।
আমাদের জামাই বাবু আর পিচ্চিটা কেমন আছে ?
তিন জনের জন্যই শুভ কামনা ।

১৩| ২৩ শে অক্টোবর, ২০১৪ দুপুর ২:১০

যুবায়ের বলেছেন: পোষ্টের জন্য এবং স্মরন করার জন্য অনেক অনেক ধন্যবাদ ভাই।
আসলে ব্লগে মাঝে মধ্য আসি কিন্তু আগের মত আর উদ্দমতা নেই।
সেইসব পোষ্টের অভাববোধ করি। চেয়ারম্যান০০৭ ঘুড্ডির পাইলটের রম্য
অনেকের ফিচার। নিজেরও লিখতে আর ইচ্ছে করেনা আগের মতো।

ভালো থাকবেন ভাই দোয়া রইলো...

২৪ শে অক্টোবর, ২০১৪ রাত ৯:৪৩

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: উনারা দুজনেই চমৎকার রম্য লিখতেন , কমেন্ট ও করতেন চমৎকার ।
উনারা ও আপনি ফিরে আসুন , এই আহবান রইল ।

১৪| ২৫ শে অক্টোবর, ২০১৪ দুপুর ১:২৯

লিরিকস বলেছেন: ভাইয়া আপনি কি এই গানটার কথা বলছেন?

২৫ শে অক্টোবর, ২০১৪ বিকাল ৫:৩৫

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: কত আর অভিযোগ করবো , সামুর কোন লিংকে ক্লিক করলেই প্রথম পাতায় চলে যায় ।
যারা কমেন্ট করেন ভদ্রতা বশতঃও তাদের ব্লগে যেতে পারিনা ।
এই লিংকেও যেতে পারলাম না । আফসোস !
"বাঁশী ওয়ালা বাঁশী বাজাও
দেখিনা তোমায়
গেঁয়ো সুর ভেসে আসে
শহুরে হাওয়ায় ।""

১৫| ০১ লা নভেম্বর, ২০১৪ রাত ১:১৬

কান্ডারি অথর্ব বলেছেন:



সেলিম আনোয়ার ভাইয়ের সাথে যোগাযোগ করে যে করেই হোক ফেরাতে হবে।

০১ লা নভেম্বর, ২০১৪ রাত ১১:৩৫

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ধন্যবাদ কান্ডারী , আপনাকে পেয়ে ভাল লাগছে । সেলিম ভাই ফিরে এলে আরো ভাল লাগবে ।

১৬| ০২ রা নভেম্বর, ২০১৪ বিকাল ৪:২২

দ্য ইলিউশনিস্ট বলেছেন: আমার মাথাই ধরে না সামুর মত অসাধারণ জায়গায় যারা একবার এসেছে তারা যায় কিভাবে! যাদের লেখালেখি করার ইচ্ছা আছে তাদের জন্য সামুর চেয়ে ভাল প্লাটফর্ম আর আছে বলে তো মনে হয় না।

০২ রা নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:২৮

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ,
দ্য ইলিউশনিস্ট

১৭| ০২ রা নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৪৪

বিদ্রোহী ভৃগু বলেছেন:

প্রাণের মাঝারে
প্রাণের জোয়ারে
প্রাণ ভোমরা যদি না রয়
কেমনে জীবন হয় প্রাণময়।।

তবে জীবেনর টানাপোড়েন ! সামুর টেকি টানাপোড়েন.. দেশের মতপ্রকাশের ভীতিপ্রদ নানান আইন ... সব মিলিয়েই এই শূণ্যতা...

তারপরও.. সকলের সাহসী প্রত্যাবর্তনের আন্তিরক আহবান রইল!

১৯ শে নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৫২

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ধন্যবাদ ভাই ।

১৮| ০২ রা নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৫৯

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: তবে জীবেনর টানাপোড়েন ! সামুর টেকি টানাপোড়েন.. দেশের মতপ্রকাশের ভীতিপ্রদ নানান আইন ... সব মিলিয়েই এই শূণ্যতা..
সুন্দর বলেছেন বিদ্রোহী ভৃগু ।

১৯ শে নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:০১

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: !!

১৯| ০২ রা নভেম্বর, ২০১৪ রাত ৯:৫৯

জোহরা উম্মে হাসান বলেছেন: আ শা করি হারানো বন্ধুরা আবার ফিরে আসবে । ভাল থাকবেন !

১৯ শে নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৫২

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ধন্যবাদ

২০| ০৪ ঠা নভেম্বর, ২০১৪ দুপুর ১:১২

লিরিকস বলেছেন: দুই দিন আগেও কথা হয়েছে ফেবুতে,

কিন্তু ব্লগ নিয়ে কথা বলেননি তিনি, কেমন যেন অভিমান, আমি বুঝতে পারিনি, উনি বলেনও নি।

১৯ শে নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৫২

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ধন্যবাদ

২১| ০৪ ঠা নভেম্বর, ২০১৪ রাত ৮:৩৬

আমি ময়ূরাক্ষী বলেছেন: ফিরে আসুক হারানো বন্ধুরা সব।

১৯ শে নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৫৫

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ধন্যবাদ
আমি ময়ূরাক্ষী

২২| ০৯ ই নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:০৫

মনিরা সুলতানা বলেছেন: উপস্থিত :P

১৯ শে নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৫৮

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ওকে , লেট ফাইনও মাফ । হাহাহা

২৩| ২৩ শে নভেম্বর, ২০১৪ রাত ১১:২০

সেলিম আনোয়ার বলেছেন: লিটন ভাই ব্যাস্ত আছি। এখনো বিবাহ করিনি। পাটে জাগ আসছে। ;) ;)
ভাল থাকবেন ।

২৮ শে নভেম্বর, ২০১৪ বিকাল ৫:০১

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: যাক শেষ পর্যন্ত সেলিম আনোয়ার ভাইকে পেলাম । বাস্ততা কাটিয়ে শিঘ্রই আমাদের মাঝে ফিরে আসুন , ভাল থাকুন ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.