নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এত বুড়ো কোনোকালে হব নাকো আমি, হাসি-তামাশারে যবে কব ছ্যাব্লামি। - রবীন্দ্রনাথ ঠাকুর
একটি ফল দোকান ।
এক ছেলে দশাসই এক আপেল নিয়ে কামড় দিতে দিতে চলে যেতে উদ্যত ।
দোকানি টাকা চাইলো । ছেলেটি টাকা দিবে না । এই নিয়ে তর্কাতর্কি , হাতাহাতি । দু চার জন পথচারী দোকানীর
পক্ষে দাঁড়িয়ে যাওয়ায় ছেলেটা পিঠ টান দিল । ছেলেটিকে কয়েক ঘা দেয়ায় , সবাই দোকানীকে বাহবা দিচ্ছিল ।
বাংলা সিনেমায় একটা কমন ডায়লগ আছে , '' আইন নিজের হাতে তুলে নিবেন না ।'' এটা শুধু সিনেমার সংলাপ নয় ।
এটা আইনের কথা , রাষ্ট্রীয় আদবও বটে । দোকানী এই আদবের বরখেলাপ করেছে । অর্থাৎ বেআদবি করেছে । অথচ মানুষ অবলীলায় বাহবা দিয়ে এই বেয়াদবিকে সাপোর্ট দিচ্ছে ।
কম্যুনিস্টদের একটা জনপ্রিয় স্লোগান আছে , সেল্প ডিফেন্স নেভার বিং বায়োলেন্স ।'' এর আলোকে এই ক্ষেত্রে আমিও না হয় দোকানীকে বাঁচিয়ে দিলাম ।
এবার পরের দৃশ্যে আসি ।
দশ বার জন ছেলে । হাতে লাঠি ,কিরিচ । সম্মুখে আপেল খেকো । দোকানীকে বেদম মাইর ,পালিয়ে প্রান রক্ষা । দোকান লনড ভণ্ড ,
ফল মুল রাস্তায় গড়াগড়ি ।
পরিস্থিতি শান্ত হলে দোকানীর প্রত্যাবর্তন । উৎসুক জনতার অভাব নাই । দোকানীকে উদ্দেশ্য করে সবার এক কথা ,
'' তুই ব্যাটা বিরাট অন্যায় করেছিস , সামান্য একটা আপেলের জন্য ছেলেটার গায়ে হাত দিতে গেলি কেন ? এবার হলতো !
যে ঘটনার জন্য পাবলিক একটু আগে দোকানীকে বাহবা দিচ্ছিল , সেই একই ঘটনার জন্য একই পাবলিক এখন উল্টো দোকানীকে দোষারোপ করছে ।
দেখা যাচ্ছে , কে সঠিক এই মানদণ্ড নির্ণীত হচ্ছে '' বেআদবির '' স্কেলে । যে বেয়াদবি করতে পারছে সেই সঠিক ।
যা আমরা দেখেছিলাম ৯৬ সালের আগে পরে । জামাত আওয়ামীলীগ জোট লাগাতার হরতাল , অসহযোগ , অবরোধ দিয়ে , যানবাহন পুড়িয়ে ,
রেল লাইন উপড়ে , লঞ্চ বন্ধ করে , সচিবালয় কর্মকর্তাকে দিগম্বর করে সারা দেশে এক ত্রাসের রাজত্ব তথা বেয়াদবির চরম দৃষ্টান্ত স্থাপন করেছিল ।
সে সময় সাধারণ পাবলিক তো বটেই , আমি অনেক বিএনপি সমর্থকদেরও বলতে শুনেছি , '' খালেদা জিয়া ক্ষমতা থেকে নামেনা কেন ?''
বর্তমানেও দেশে বিএনপি জোটের ডাকে লাগাতার অবরোধ হরতাল চলছে । অথচ মহাসড়ক গুলোতে রীতিমত যানজট । শহর গুলির চিত্রও একই ।
সরকার সংবাদ পত্র , ইলেক্ট্রনিক মিডিয়ার কণ্ঠরোধ করে , বিরোধী মত প্রকাশের সকল মাধ্যম বন্ধ করে দিয়ে , বিরোধী নেতা কর্মীদের গুম ,খুন , ক্রসফায়ারে দিয়ে , গ্রহনযোগ্য নির্বাচন পদ্ধতি বাতিল করে , অগন্তান্ত্রিক আর স্বৈরাচারী কায়দায় যখন ২০৪১ সাল পর্যন্ত ক্ষমতা পাকা পোক্ত করতে চাইছে । তখন নিরুপায় বিএনপির হাতে গণতান্ত্রিক ব্যাবস্থায় স্বীকৃত প্রতিবাদের ভাষা অবরোধ , হরতাল দেয়া ছাড়া অন্য কোন পথ খোলা নাই ।
এমতাবস্থায়ও বিএনপির ন্যায্য কর্মসূচীর সাথে জনগন একাত্ম না হয়ে , অবরোধ ভঙ্গ করছে , বিষয়টা কি ?
আগেই বলেছি দেশের মানুষ সব সময় বেয়াদবের পক্ষে । এই ক্ষেত্রে তারা এখন পর্যন্ত সরকারকেই এগিয়ে রাখছে ।
তাই তারা সরকারের পক্ষেই তাদের অবস্থান জানান দিচ্ছে । আর বিরোধী জোট যদি বেয়াদবিতে সরকারকে টেক্কা দিতে পারে , তবেই পেতে পারে জনগনের স্বতঃস্ফূর্ত (?) সমর্থন । যদিও কোন পক্ষের বেয়াদবিই আমাদের কাম্য নয় ।
পরিশেষে একটি এডালট জোক - টেকনোলোজিতে পৃথিবীর বিস্ময় জাপান । এখানে প্রচুর ভূমিকম্প হয় । জাপানের পরিশ্রমী অধিবাসীদের সাথে ''অলস'' বিশেষণটি যায় না । গল্পের প্রয়োজনে আমাদের আলোচিত জাপানিটি মহা অলস ।
এই জাপানী বাসর ঘরে গেছে ।
সে তার জেন্ডার নির্ধারণকারী শারীরিক অংশটি যথাস্থানে প্রয়োগ করে পড়ে আছে । কাঙ্ক্ষিত তৎপরতা না দেখে স্ত্রী জানতে চাইলো বিষয় টা কি ?
জাপানীটি জানালো , '' শুধু শুধু পরিশ্রম করে লাভ কি ? আমি ভূমিকম্পের অপেক্ষায় আছি , ভূমিকম্প শুরু হলে ও কাজ এমনিতেই হয়ে যাবে ।''
বিএনপির অবস্থাও হয়েছে এমন । তারা অবরোধ নামক দণ্ডটি যথাস্থানে প্রবেশ করিয়ে , কাঙ্ক্ষিত লক্ষ অর্জনে কোন তৎপরতা না দেখিয়ে , ''ভূমিকম্পে''র অপেক্ষায় আছে ।
জাপানী ভদ্রলোক আর বিএনপির প্রতি আমাদের অনুরোধ থাকবে ,আপনাদের কাঙ্ক্ষিত সময়ে ভূমিকম্প নাও হতে পারে । ভূমিকম্পের আশায় পড়ে না থেকে , হয় দণ্ডের কর্মক্ষমতা দেখান অথবা দণ্ডটি বের করে আক্রান্ত কে নিষ্কৃতে দিন ।
( সূক্ষ্ম রুচিবোধ সম্পন্ন পাঠকরা ক্ষমা করবেন । )
০২ রা ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৩:৩৬
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: অনেক দিন পর পোস্ট দিয়ে প্রথমেই হাসানুর ভাইকে পেলাম ।
মন্তব্যের জন্য ধন্যবাদ হাসানুর ভাই ।
২| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৩:২১
আহলান বলেছেন: ভুমিকম্প কি একেবারেই হচ্ছে না ? যদি তাই হয় তাহলে বলব অর্গানে ষশষ্যা আছে !!!
০২ রা ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৪:৫২
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ধন্যবাদ আহলান ।
৩| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৫:৪৪
ঢাকাবাসী বলেছেন: ভারি মজা পেলুম।
০২ রা ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৫:৫০
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ঢাকাবাসীকে কলকাতা বাসী বলে মনে হচ্ছে যে !
পাঠের জন্য ধন্যবাদ ।
৪| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৫:৫৭
ঢাকাবাসী বলেছেন: বই পড়া শুরু করি শিবরাম চক্কোত্তির বই দিয়ে তারপর আমার গুরু মুজতাবা আলী, পন্চাশ ষাট বছর আগের কথা। এবার বুঝুন। ধন্যবাদ।
০২ রা ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:৩০
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: বলেন কি মশাই , এ দুজন যে আমারও নমস্য ! আবারো ধন্যবাদ ঢাকাবাসী ।
৫| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৯:৩৮
চাঁদগাজী বলেছেন:
"কম্যুনিস্টদের একটা জনপ্রিয় স্লোগান আছে , সেল্প ডিফেন্স নেভার বিং বায়োলেন্স ।''
-Anything coming to head, you are vomiting it?
০৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৫:৫১
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: When someone wants to attack me , ( Terrorism purposes )
I will resist , The defense is not terrorism , This refers to the sentence .
Thank you for your comment .MR. চাঁদগাজী ।
৬| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৫:৫৬
সেলিম আনোয়ার বলেছেন: দারুন বলেছেন । লিটন ভাই । ভূমিকম্প আসার চান্স দেখছিনা ।
০৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:২৬
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: সেলিম ভাইকে সামুতে নিয়মিত দেখে খুব ভালো লাগছে ।
পুটপ্রিন্টের জন্য কবিকে অভিনন্দন !!
৭| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:৩৫
ঠোঁটকাটা০০০৭ বলেছেন: ভূমিকম্প নাই। তবে সরকারি দলের লোকজনের ঝাকুনি তত্ত্ব আছে্। তারা নিজেরাই ফালতু কথা বলে ঝাকাঝাকি করে- তাতেও কিছু হইলেও হইতে পারে।
দারুন পোস্ট ভাইজান।
০৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:৪৪
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: অসংখ্য ধন্যবাদ ঠোঁটকাটা০০০৭ ভাই ।
৮| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:১০
আরণ্যক রাখাল বলেছেন: ভাল বিশ্লষণ| দেখি ভূমিকম্প আসে না আবহাওয়া ঠিক থাকে| আমরা আবাল পাব্লিক আমাদের আর কি!
০২ রা ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১০:২১
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: অনুপ্রেরণায় ধন্যবাদ আরণ্যক রাখাল ।
৯| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ২:৪৫
আবু তালেব শেখ বলেছেন: সঠিক বলেছেন
০৫ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৫:৩১
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ধন্যবাদ আবু তালেব শেখ
১০| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৩:১৮
রাজীব নুর বলেছেন: সহমত।
০৫ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৫:৩১
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ধন্যবাদ রাজীব নুর
১১| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:২২
সোহানী বলেছেন: হাহাহাহাহা লিটন ভাই, লিংক ধরে পড়লাম অনেকদিন পর। যে যত বেশী বেয়াদপ আমরা ততবেশী স্যালুট দেই। তারচেয়ে ও বড় কথা আমরা আমজনতা জীবনভর মাইরই খেয়ে গেলাম।........ সহমত লিখায়
০৬ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১২:২৬
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: এই আম জনতা হচ্ছে সুপ্ত আগ্নেয়গিরি,জাগলে খবর আছে। সমস্যা হচ্ছে আমজনতা জানেনা তারা যে সুপ্ত, তাদের বুঝানো হয়েছে তারা মৃত ।
©somewhere in net ltd.
১| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৩:১৫
হাসানুর বলেছেন: অনেক মজা পাইলাম, তবে কথা সত্য !