নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এত বুড়ো কোনোকালে হব নাকো আমি, হাসি-তামাশারে যবে কব ছ্যাব্লামি। - রবীন্দ্রনাথ ঠাকুর
বাংলাদেশি বংশোদ্ভূত জাপানি সুপার মডেল রোলা ।
জাপানের গুরুত্বপূর্ণ প্রায় সকল এলাকায় বিজ্ঞাপনের বিলবোর্ডে ,বিশ্বখ্যাত সনি কোম্পানির বিজ্ঞাপনে্, অথবা আসাহি বিয়ারের পোস্টারে
কিংবা চলার পথে ট্রেনের ভিতরে বিভিন্ন প্রসাধনীর বিজ্ঞাপনের পোস্টারে প্রতিদিন প্রায় বেশ কয়েকবার যাকে চোখে পড়ে তিনি হলেন বাংলাদেশি বংশোদ্ভূত ২৩ বছরের তরুণী রোলা ।
২৪ ঘণ্টাই আছেন জাপানের কোন না কোন জনপ্রিয় টিভি চ্যানেলের পর্দায় ।
বাংলাদেশি বংশোদ্ভূত জাপানের ফ্যাশন আইকন রোলা দেশটির শো বীজ তারকাদের মধ্যে সবচেয়ে এগিয়ে। তিনি জাপানের মিউজিক শিল্পের কেন্দ্রবিন্দুতে থেকে পাল্টে দিচ্ছেন জাপানি পপসংস্কৃতি। ফ্যাশনে আনছেন পরিবর্তন।
এই রোলাই এখন জাপানি নারীদের আদর্শ। তরুণীরা তো রোলা বলতে পাগল । রোলা কী পরছেন, কোথায় খাচ্ছেন- এসব নিয়ে কৌতুহলের যেন শেষ নেই।
বাংলাদেশী পিতার সন্তান , জাপানের এই সুপার মডেল রোলা ১৯৯০ সালের ৩০শে মার্চ জাপানের টোকিওতে জন্ম গ্রহন করেন ।
শিশুকাল কেটেছে তার দাদার বাড়ি বিক্রমপুরে । নয় বছর বয়স পর্যন্ত তিনি বাংলাদেশে থেকেছেন । ২০০৮ সাল থেকে জাপানের জনপ্রিয় বিভিন্ন পত্রিকার প্রচ্ছদে তাকে দেখা যেতে থাকে ।
টোকিও গার্লস কালেকশন, শিবুইয়া গার্লস কালেকশন, গার্লস অ্যাওয়ার্ডসহ বড় বড় সব অনুষ্ঠানে তার উপস্থিতি দর্শকদের জন্য বিশেষ আকর্ষণ হয়ে থাকে।
জাপানিজ মিডিয়া জগতে তিনি 'ইয়াং ট্যালেন্ট' হিসেবে পরিচিত।
২০১০ সালে টেলিভশনে একটি ভ্যারাইটি শোয়ে অংশগ্রহণের মাধ্যমে তার টেলিভশন ক্যারিয়ার শুরু হয়। এক বছরে ২০০টি টিভি শোয়ে অংশগ্রহণ করে রোলা চতুর্থ 'rising TV-star in 2011' হিসেবে খ্যাত হন।
সংগীতেও তিনি কম নন, তার গাওয়া একক অ্যালবাম 'মেমোরি'-এর টাইটেল গানটি ২০১২ সালে বিলবোর্ড জাপান টপচার্টের টপ টুয়েন্টিতে ছিল অনেকদিন ধরে।
বর্তমানে রোলা বেশ ক'জন বাংলাদেশি শিল্পীকে নিয়ে ইউকে অডিও মার্কেটে নতুন কিছু মিউজিক করার পরিকল্পনা অনেক দূর এগিয়ে নিয়েছেন ।
হালসময়ের জাপানে ভীষণ জনপ্রিয় মডেল ও টিভি ব্যক্তিত্ব এই মেধাবী তরুণীর জন্য শুভ কামনা ।
০৪ ঠা জুলাই, ২০১৫ সকাল ১০:৪২
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: সাথে থাকায় , আপনার জন্যও শুভ কামনা ।
২| ০৩ রা জুলাই, ২০১৫ রাত ১০:৪৬
সুমন কর বলেছেন: আজ পত্রিকায় দেখে ছিলাম।
০৪ ঠা জুলাই, ২০১৫ সকাল ১১:০৯
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: সুমন কর , কোন পত্রিকায় দেখেছেন ? দেখার ইচ্ছা ছিল ।
৩| ০৪ ঠা জুলাই, ২০১৫ রাত ১:৫৪
সচেতনহ্যাপী বলেছেন: জাপানের মত দেশে একজন বাঙ্গালীর গৌরবে,আমিও গৌরবান্বিত।। ধন্যবাদ।।
০৪ ঠা জুলাই, ২০১৫ বিকাল ৩:৪০
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আপনাকেও ধন্যবাদ ।
৪| ০৪ ঠা জুলাই, ২০১৫ সকাল ১০:০৭
আমি মিন্টু বলেছেন: ওই মেয়েটার জন্য শুভেচ্ছা থাকলো
০৪ ঠা জুলাই, ২০১৫ বিকাল ৩:৫০
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: মেয়েটার পক্ষ থেকে আপনার জন্যও শুভেচ্ছা মিন্টু ভাই ।
৫| ০৪ ঠা জুলাই, ২০১৫ দুপুর ২:০১
যোগী বলেছেন:
যদিও পাড়ার মেয়ে তার পরেও কেন জানি মেয়েটা আমার ফেভারেট না। জাপানের পুলা-পাইন পুরাই পাগল তার জন্য। জাপানে আরও অনেক কিউট হট মডেল আছে দেখলে তাদের পৃথীবির মানুষই মনে হয় না।
০৪ ঠা জুলাই, ২০১৫ বিকাল ৩:৫৫
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: যোগী - আপনার ''এক্সটরাস্টেরেসট্রিয়াল'' প্রীতি ভাল লাগলো
৬| ০৪ ঠা জুলাই, ২০১৫ দুপুর ২:০৭
বোকা মানুষ বলতে চায় বলেছেন: আজকের প্রথম আলো বুঝি এই নিউজটারে কপি পেস্ট মারছে? "বাংলাদেশের মেয়ে জাপানে নামী মডেল" লিখেছেন মনজুরুল হক... PROTHOM-ALO.COM সবচেয়ে বড় কথা তথ্যটা জেনে ভালো লাগলো। যথারীতি চমৎকার সিরিজ।
ভালো থাকুন লিটন ভাই, শুভকামনা।
০৪ ঠা জুলাই, ২০১৫ বিকাল ৪:০৪
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: বিষয়টা আমার বুঝে আসছেনা , কাকতালীয়ও হতে পারে । সাথে থাকায় আপনার জন্যও শুভ কামনা
৭| ০৪ ঠা জুলাই, ২০১৫ বিকাল ৩:৪৮
মায়াবী রূপকথা বলেছেন: মায়ের মত হয়েছে মনে হয় দেখতে। বাঙ্গালী ভাব খুজে পাইনি
০৪ ঠা জুলাই, ২০১৫ রাত ৯:২৬
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ভিন্ন কালচারে বেড়ে উঠায় এমনটি মনে হচ্ছে , মায়াবী রূপকথা আপনাকে ধন্যবাদ ।
৮| ০৪ ঠা জুলাই, ২০১৫ বিকাল ৩:৪৯
হাসান মাহবুব বলেছেন: ভালো একটা সিরিজ। চালিয়ে যান। রোলা অনেক সুইট।
০৪ ঠা জুলাই, ২০১৫ রাত ১০:২৩
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: হাসান মাহবুব ভাই , অনুপ্রেরনা দেয়ার জন্য ধন্যবাদ ।
৯| ০৪ ঠা জুলাই, ২০১৫ বিকাল ৫:১৩
শতদ্রু একটি নদী... বলেছেন: সুন্দর আছে। কিন্তু এত শুকনা ক্যান? জাপানে খাদ্য সংকট নাই বইলাই জানতাম।
সিরিজ চলুক।
০৫ ই জুলাই, ২০১৫ বিকাল ৪:৩৫
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: শতদ্রু একটি নদী... ভাই , এটা শুকনা নয় , সিলিম । হাহাহাহাহা
১০| ০৪ ঠা জুলাই, ২০১৫ বিকাল ৫:৩৮
প্রোফেসর শঙ্কু বলেছেন: চমৎকার সিরিজ, সন্দেহ নেই।
০৫ ই জুলাই, ২০১৫ বিকাল ৪:৩৮
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: অসংখ্য ধন্যবাদ প্রোফেসর শঙ্কু ।
১১| ০৪ ঠা জুলাই, ২০১৫ রাত ১১:৩০
হারুনর রশিদ কায়সার বলেছেন: শ্রদ্ধেয়
এই পোষ্টটি অনেক ভালো লেগেছে । অনেক ধন্যবাদ । আশা করি এই রকম পোস্ট আপনার কাছ থেকে আরো পাবো । জনপ্রিয় নিউজ সাইট http://www.onn24.com এ আমি চিফ রিপোর্টার হিসেবে দায়িত্বরত । আমাকে আপনার লিখাগুলো নিয়মিত পাঠাবেন । আমি তা প্রকাশনার ব্যাবস্থা করবো । আমার ইমেইলঃ- [email protected]
০৫ ই জুলাই, ২০১৫ বিকাল ৫:১৪
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: হারুনর রশিদ কায়সার , আদতে আমি কোন লেখক নই । লেখক হওয়ার মত মেধা বা যোগ্যতা কোনটাই আমার নেই। নিজের ভাল লাগা থেকে মাঝে মাঝে কি বোর্ড টিপাটিপি করি ।
তবুও আপনি আগ্রহি হলে --
ইমেইল সব সময় চেক করা হয়না , তাই ফেসবুকের ইনবক্সে আহবান করছি ।
Gias Uddin Liton অথবা [email protected] লিখে ফেসবুকে সার্চ দিন ।
আমার বিষয়ে আপনার উচ্চধারনার জন্য আপনাকে ধন্যবাদ ।
১২| ০৫ ই জুলাই, ২০১৫ সকাল ৭:২৮
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
Eto anonder ki ache? Modeling kora to gunahr kaaj.
০৫ ই জুলাই, ২০১৫ বিকাল ৫:১৮
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: মর্ত্যে এলেন বুঝি ?
আসলে আনন্দময় সব কাজই গুনাহর কাজ ।
অনেকদিন পর আপনাকে দেখে ভাল লাগলো ।
১৩| ১২ ই আগস্ট, ২০১৫ রাত ১০:০৫
সালাহউদ্দীন আহমদ বলেছেন:
সুপার মডেলের পিতার দুর্নীতির জন্য অবশ্য বাংলাদেশিদের কিছু অসুবিধে হয়েছে।
১৩ ই আগস্ট, ২০১৫ বিকাল ৫:৩০
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: রোলার তথ্য সংগ্রহের সময় তার পিতার বিষয়টা জেনেছি ।
ধন্যবাদ সালাহউদ্দীন আহমদ ।
©somewhere in net ltd.
১| ০৩ রা জুলাই, ২০১৫ রাত ১০:৩৪
জুন বলেছেন: হালসময়ের জাপানে ভীষণ জনপ্রিয় মডেল ও টিভি ব্যক্তিত্ব এই মেধাবী তরুণীর জন্য শুভ কামনা । আমিও শুভকামনা জানালাম রোলার জন্য ।