নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সবাই যখন নীরব, আমি একা চীৎকার করি \n-আমি অন্ধের দেশে চশমা বিক্রি করি।

গিয়াস উদ্দিন লিটন

এত বুড়ো কোনোকালে হব নাকো আমি, হাসি-তামাশারে যবে কব ছ্যাব্‌লামি। - রবীন্দ্রনাথ ঠাকুর

গিয়াস উদ্দিন লিটন › বিস্তারিত পোস্টঃ

মেধা আর রূপের কম্বিনেশন ; বাংলাদেশি মেয়ে প্রিয়তি যখন \'মিজ আয়ারল্যান্ড\' ।

০৭ ই জুলাই, ২০১৫ রাত ৯:২৯

প্রবাসে বাংলাদেশের রক্তের উত্তরাধিকারী গুণীগন - ৬



স্বীয় মেধা আর যোগ্যতার বিকাশ ঘটাতে বাংলাদেশীরা ছড়িয়ে ছিটিয়ে আছে সারা বিশ্ব ।
যথাযথ ক্ষেত্র পেলে এঁরা নিজের যোগ্যতা প্রমানে কখনও পিছপা হয় না । তারই প্রমান বাংলাদেশের মেয়ে মাকসুদা আখতার প্রিয়তি, যিনি নিজের সৌন্দর্য ও মেধার সমন্বয়ে জয় করেছেন আয়ারল্যান্ড।

আয়ারল্যান্ড-এর ৭০০ সুন্দরীকে পেছনে ফেলে 'মিজ আয়ারল্যান্ড'-এর মুকুট ছিনিয়ে নিয়ে প্রিয়তি পেয়েছিলেন 'মিজ ইউনিভার্স' প্রতিযোগিতায় অংশ নেওয়ার সুযোগ।



এছাড়া একই সাথে লন্ডনে অনুষ্ঠিত ''ইউকে টপ মডেল'' প্রতিযোগিতার চূড়ান্ত পর্বের জন্যও তিনি মনোনীত হন । 'মিস আয়ারল্যান্ড'-এর পাশাপাশি মাকসুদা জয় করে নিয়েছেন আয়ারল্যান্ড 'সুপার মডেল' ও 'মিস ফটোজেনিক' খেতাব।

বাংলাদেশে থাকতেও মডেলিং এর সাথে জড়িত মাকসুদা, বেশ কয়েকটি আন্তর্জাতিক সৌন্দর্য্য প্রতিযোগীতায় অংশগ্রহন করেন ।
বাংলাদেশের এই গুণী মুখ মাইক্রোসফট সার্টিফাইড সিস্টেম ইঞ্জিনিয়ারিংয়ে পড়াশোনা করেছেন । এর আগে তিনি উচ্চতর ডিপ্লোমা করেন অর্গানাজেশন ডেভেলপমেন্টের উপর ,সাথে কমপ্লিট করেন বিজনেস ম্যানেজমেন্ট ব্যাচেলর ডিগ্রি ।

এত কিছুর পরেও নিজের অবস্থানে তৃপ্ত নন প্রিয়তি । সিদ্ধান্ত নেন চ্যাল্যাঞ্জিং কিছুতে আত্বনিয়োগ করার ,পেশা হিসাবে নিতে চান এয়ার বাস চালনা ,তাই এখন প্রশিক্ষন নিচ্ছেন বিমান চালনার ।



পড়াশোনার পাশাপাশি দুটি ইন্টারন্যাশনাল কোম্পানিতে ফুলটাইম কাজ করেন প্রিয়তি।

আয়ারল্যান্ডের কয়েকটি সিনেমায় ইতোমধ্যে অভিনয় করেছেন বাংলাদেশের প্রিয়তি।
আইরিশ পরিচালক কায়রন ডেভিস পরিচালিত ওয়ান্ডারল্যান্ড ছবিতে তিনি চুক্তিবদ্ধ হয়েছেন । এ ছবিতে তাঁকে পুরোপুরি বাঙালি সাজে দেখা যাবে । এ বছরের মাঝামাঝি ছবিটি মুক্তি পাওয়ার কথা ।



ঢাকার ফার্মগেটে বেড়ে উঠা প্রিয়তির বাবা - আব্দুর রশিদ ,মাতা - মোহছেন আরা । দুজনেই গত হয়েছেন ।

প্রথম স্কুল :মর্নিং গ্লোরি কিন্ডার গার্টেন স্কুল , ঢাকাতেই কলেজ জিবন শেষ করে উচ্চশিক্ষার্থে আয়ারল্যান্ড গমন ।
বর্তমানে দু সন্তান নিয়ে তিনি স্থায়ী ভাবেই আয়ারল্যান্ডে বসবাস করছেন ।

গত বছর তিনি একটি অলাভজনক সংগঠনের স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করতে বাংলাদেশে এসেছিলেন।
বাংলাদেশের তরুন প্রজন্ম নিয়ে দারুন আশাবাদী প্রিয়তি । এই প্রজন্মকে অনেক বেশি মেধাবী, স্মার্ট ও যেকোনো চ্যালেঞ্জ নিতে প্রস্তুত বলে মনে করেন তিনি ।

সব কিছু ছাড়িয়ে আপাতত দুটি স্বপ্ন নিয়ে আত্ববিশ্বাসের সাথে এগিয়ে যাচ্ছেন মাকসুদা আখতার প্রিয়তি । প্রথমত কমার্শিয়াল এয়ারবাস পাইলট হওয়া দ্বিতীয়ত একজন খ্যাতিসম্পন্ন আন্তর্জাতিক মডেল হিসাবে নিজেকে প্রতিষ্ঠা করা ।

সাফল্যের প্রত্যাশায় সংকীর্ণতাকে টপকে ,লক্ষ্যের দিকে দৃঢ় পায়ে ছুটে চলা , মাকসুদা আখতার প্রিয়তির জন্য রইল শুভ কামনা ।

মন্তব্য ২৬ টি রেটিং +২/-০

মন্তব্য (২৬) মন্তব্য লিখুন

১| ০৭ ই জুলাই, ২০১৫ রাত ৯:৪৬

হায়দার সুমন বলেছেন: মাকসুদা আখতার প্রিয়তির রইল শুভ কামনা ।

০৭ ই জুলাই, ২০১৫ রাত ৯:৫৩

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: প্রথম মন্তব্যের জন্য ধন্যবাদ হায়দার সুমন ভাই ।
আপনার জন্যও রইল শুভ কামনা ।

২| ০৭ ই জুলাই, ২০১৫ রাত ৯:৫৬

প্রামানিক বলেছেন: পোষ্টের জন্য ধন্যবাদ

০৭ ই জুলাই, ২০১৫ রাত ১০:৫৮

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: প্রামািনক ভাই , কষ্ট করে পড়ার জন্য আপনাকেও ধন্যবাদ ।

৩| ০৭ ই জুলাই, ২০১৫ রাত ১১:০৭

নুরুন নাহার লিলিয়ান বলেছেন: লেখক কে অনেক ধন্যবাদ বাংলাদেশি মেধাবীদের চেনার জানার একটা জায়গা তৈরি করার জন্য ।আমাদের তরুন প্রজন্ম স্বপ্ন দেখতে শিখবে । অনেক শুভ কামনা ।

০৮ ই জুলাই, ২০১৫ দুপুর ১:০২

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: নুরুন নাহার লিলিয়ান , আপনার মন্তব্যে বরাবরই উৎসাহ পাই । শুভ কামনা জানবেন ।

৪| ০৮ ই জুলাই, ২০১৫ দুপুর ১২:৫১

দ্বীন মুহাম্মদ সুমন বলেছেন: সবাইকে জানানোর জন্য লেখককে ধন্যবাদ

০৮ ই জুলাই, ২০১৫ বিকাল ৪:২৯

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আপনাকেও অনেক ধন্যবাদ ।

৫| ০৮ ই জুলাই, ২০১৫ বিকাল ৪:৩২

লেখোয়াড়. বলেছেন:
ভাল পোস্ট।

আপনার আর প্রিয়তির জন্য রইলে শুভেচ্ছা।

০৮ ই জুলাই, ২০১৫ বিকাল ৫:০৮

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: নেক দিন পর লেখোয়াড় ভাইকে পেয়ে বেশ ভাল লাগছে ।

৬| ০৮ ই জুলাই, ২০১৫ বিকাল ৪:৫৭

শতদ্রু একটি নদী... বলেছেন: াহ, সুন্দরী আছে কইলাম। বাঙ্গালী মেয়েদের চেহারায় মায়া মিক্স করা থাকে, এমনিই ভাল্লাগে। ইনি তো দেখি আবার গুনী সুন্দরী, এয়ারবাস পাইলট হওয়ার পথে।

০৮ ই জুলাই, ২০১৫ রাত ৮:৩৯

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ ।

৭| ০৮ ই জুলাই, ২০১৫ বিকাল ৫:২৯

নিশাত সুলতানা বলেছেন: ''রুপে গুণে অতুলনিয়া''র জন্য অনেক দোয়া ।

০৮ ই জুলাই, ২০১৫ রাত ৯:০৭

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আপনার জন্যও অনেক দোয়া ----

৮| ০৮ ই জুলাই, ২০১৫ বিকাল ৫:৩০

নিশাত সুলতানা বলেছেন: ''রুপে গুণে অতুলনিয়া''র জন্য অনেক দোয়া ।

০৮ ই জুলাই, ২০১৫ রাত ৯:৫১

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: :-B:-B :-B:-B

৯| ০৮ ই জুলাই, ২০১৫ সন্ধ্যা ৬:২৮

বোকা মানুষ বলতে চায় বলেছেন: লিখতে থাকুন ভ্রাতা, সাথে আছি।

০৮ ই জুলাই, ২০১৫ রাত ১০:০৬

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: সাথে থাকার জন্য ধন্যবাদ ব্রো ।

১০| ০৮ ই জুলাই, ২০১৫ রাত ৮:৪৫

হাসান মাহবুব বলেছেন: মাকসুদা আখতার প্রিয়তির জন্য রইল শুভ কামনা ।

০৯ ই জুলাই, ২০১৫ বিকাল ৩:১৯

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: হাসান মাহবুব ভাইএর জন্যও রইল শুভ কামনা ।

১১| ০৯ ই জুলাই, ২০১৫ দুপুর ২:২৮

কাবিল বলেছেন: মাকসুদা আখতার প্রিয়তির জন্য রইল শুভ কামনা ।



লেখকের জন্যও রইল শুভ কামনা ।

০৯ ই জুলাই, ২০১৫ সন্ধ্যা ৬:১৬

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: শুভ কামনার জন্য রইল শুভ কামনা ।

১২| ১০ ই জুলাই, ২০১৫ রাত ৩:১৬

সচেতনহ্যাপী বলেছেন: বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা মানুষদের কথা আপনার এই পর্বগুলিতে ব্যাক্ত হয়ে থাকে।। যারা সত্যিই আমাদের অহংকার।।

১০ ই জুলাই, ২০১৫ সকাল ১১:৪৬

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ সচেতনহ্যাপী ।

১৩| ১০ ই জুলাই, ২০১৫ দুপুর ১২:৪১

দর্পণ বলেছেন: ইনার দুই সন্তান আছে!

১০ ই জুলাই, ২০১৫ বিকাল ৪:৩৮

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: দর্পণ ,মন্তব্য ও তথ্যের জন্য আপনাকে ধন্যবাদ ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.