নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সবাই যখন নীরব, আমি একা চীৎকার করি \n-আমি অন্ধের দেশে চশমা বিক্রি করি।

গিয়াস উদ্দিন লিটন

এত বুড়ো কোনোকালে হব নাকো আমি, হাসি-তামাশারে যবে কব ছ্যাব্‌লামি। - রবীন্দ্রনাথ ঠাকুর

গিয়াস উদ্দিন লিটন › বিস্তারিত পোস্টঃ

কৃত্রিম মানব ফুসফুসের উদ্ভাবক; জিনবিজ্ঞানী আয়েশা আরেফিন টুম্পা

২২ শে আগস্ট, ২০১৫ রাত ৯:৫৩


প্রবাসে বাংলাদেশের রক্তের উত্তরাধিকারী গুণীগন-১৬ ( সকল পর্বের লিঙ্ক নিচে )



সভ্যতার অগ্রযাত্রার বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশি বিজ্ঞানীদের বহু সাফল্য জাতিকে গর্বিত করেছে ।
তারই ধারাবাহিকতায় ন্যানো সায়েন্সের মত আধুনিকতম বিজ্ঞানে সফলতার দৃষ্টান্ত স্থাপন করলেন বাংলাদেশের তরুণ এক নারী বিজ্ঞানী ।
ন্যানো-প্রযুক্তির মাধ্যমে বিশ্বের প্রথম,চিকিৎসাবিজ্ঞানে যুগান্তকারী আবিস্কার ‘কৃত্রিম মানব ফুসফুস’ তৈরি করেছেন জিনবিজ্ঞানী আয়েশা আরেফিন টুম্পা ।

তরুণ কৃতি বিজ্ঞানী আয়েশা এই উদ্ভাবনের মাধ্যমে চিকিৎসাবিজ্ঞানে অসামান্য অগ্রগতি সাধন করেন , সাথে এই আবিস্কার দিয়ে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশকে তুলে আনেন এক বিশেষ উচ্চতায় ।


জিনবিজ্ঞানী আয়েশা আরেফিন টুম্পা বর্তমানে ইউনিভার্সিটি অব নিউ মেক্সিকোতে ন্যানো-সায়েন্সের উপর ডক্টরেট করছেন ।
সাথে লস আলামস ন্যাশনাল ল্যাবেরটরিতে মানব মস্তিষ্কের রক্ত সংবহনের মডেল তৈরি করে ব্রেইন স্ট্রোকের কারণ অনুসন্ধান বিষয়ে গবেষণা কর্ম চালিয়ে যাচ্ছেন ।
তার ক্যারিয়ারও শুরু হয় লস আলামস ন্যাশনাল ল্যাবরেটরিতে ।

বাংলাদেশের মেয়ে আয়েশা আরেফিন এবং তার সহযোগী বিজ্ঞানী রাশি আয়ারের যৌথ প্রয়াসে তারা মানব শরীরে কৃত্রিম অঙ্গ সংস্থাপনের জন্য সম্পূর্ণ নতুন প্রযুক্তির উদ্ভাবন করেন । তাদের এই প্রযুক্তির সাহায্যে মানুষের শরীরে কৃত্রিম ফুসফুস সংস্থাপন সম্ভব হবে ।


টুম্পার বাবা বেলায়েত হোসেন , মা রোকেয়া বেগম ।
বেড়ে উঠেছেন চট্টগ্রাম মহান নগরীর ঈদগাঁ বড়পুকুর পাড় এলাকায় ।
২০০৩ সালে স্থানীয় আলহাজ্ব এয়াকুব আলী গার্লস হাই স্কুল থেকে এসএসসি পাশ করেন টুম্পা। ২০০৫ সালে এইচএসসি পাশ করেন চট্টগ্রাম কলেজ থেকে । স্নাতক পড়ার জন্য বেছে নেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং।

টুম্পা বহু স্বেচ্ছাসেবী সংগঠনের সাথে স্বেচ্ছাসেবী হিসেবে জড়িত । সামাজিক এসব দায়িত্ব পালন করা ছাড়াও টুম্পার শখ ফটোগ্রাফি করা ।



সেখানেও কৃতিত্বের সাক্ষর রেখেছেন । ২০১২ সালে নিউ মেক্সিকো বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক ছাত্র-ছাত্রীদের আলোকচিত্র প্রতিযোগিতায় চতুর্থ স্থান দখল করেছেন তিনি ।

‘ভবিষ্যতে দেশে ফিরে মানুষের জন্য কাজ করতে আগ্রহী তিনি।’
এক সাক্ষাৎকারে তিনি বলেন , ‘তাঁর ইচ্ছা দেশে এসে নিজের বাড়িতে একটি স্কুল খোলার । যেখানে যে কোন শিশু বিজ্ঞান ও গণিত পড়ার সুযোগ পাবে ।

এই বাংলাদেশী স্বর্ণকন্যার আরো সুখ্যাতি এবং আরো সাফল্য কামনা করছি ।
গো এহেড টুম্পা ......।

পূর্বের পর্ব সমুহ-
১/ রাশিয়ার শ্রেষ্ঠ জিমন্যাস্টিক রিতা
২/ ওবামার উপদেষ্টা , বিজ্ঞানী ড. এন নীনা আহমাদ
৩/ কানাডার ওয়েস্টার্ন ইউনিভার্সিটির প্রেসিডেন্ট ও ভাইস চ্যান্সেলর ড. প্রফেসর অমিত চাকমা ।
৪/ বাংলাদেশি বংশোদ্ভূত জাপানি সুপার মডেল রোলা ।
৫/ বাংলাদেশি মেয়ে প্রিয়তি যখন 'মিজ আয়ারল্যান্ড' ।
৭/ ইউটিউব এর প্রতিষ্ঠাতা জাভেদ করিম।
৮/ বিশ্বের সেরা ৫০ উদ্যোক্তার একজন সুমাইয়া কাজী
৯/ পৃথিবীতে প্রেরণার আলোক ছড়ানো সাবিরুল
১০/জাতিসংঘের আন্ডারসেক্রেটারি জেনারেল আমিরা হক ।
১১/ সৌদি আরবের শ্রেষ্ঠ বৈজ্ঞানিক ড. মুহাম্মদ রেজাউল করিম
১২/ মার্কিন সেরা সংবাদ প্রযোজক তাসমিন মাহফুজ
১৩/ কাতার আমিরের উপদেষ্টা ডক্টর হাবিবুর রহমান ।
১৪/ ইউরোপে নিউক্লিয়ার গবেষণায় প্রথম বাংলাদেশি অনন্যা ।
১৫/ যুক্তরাষ্ট্রের বিদ্যুৎশক্তি গবেষণা ইনস্টিটিউটের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট -আরশাদ মনসুর

মন্তব্য ৫৬ টি রেটিং +৮/-০

মন্তব্য (৫৬) মন্তব্য লিখুন

১| ২২ শে আগস্ট, ২০১৫ রাত ১০:০৯

চাঁদগাজী বলেছেন:

ভালো

২২ শে আগস্ট, ২০১৫ রাত ১০:৩৭

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: প্রথম মন্তব্যের জন্য ধন্যবাদ চাঁদগাজী

২| ২২ শে আগস্ট, ২০১৫ রাত ১০:১১

ডিজ৪০৩ বলেছেন: ধন্যবাদ এই তরুণ বিজ্ঞানীকে । আমাদের আরও বিজ্ঞানী দরকার যাতে কারও কাছে হাত পাততে না হয় ,সবাই যেনও আমাদের থেকে জ্ঞান ধার করে ।

২২ শে আগস্ট, ২০১৫ রাত ১০:৪১

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ ডিজ৪০৩

৩| ২২ শে আগস্ট, ২০১৫ রাত ১০:১৫

সেলিম আনোয়ার বলেছেন: গো এহেড টুম্পা । সুন্দর শেয়ার গিয়াস লিটন ভাই । :)

২২ শে আগস্ট, ২০১৫ রাত ১০:৪২

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: অসংখ্য ধন্যবাদ সেলিম আনোয়ার ভাই

৪| ২২ শে আগস্ট, ২০১৫ রাত ১১:১২

আজাদ মোল্লা বলেছেন: জনাব ,
এরা গুনিজন , দেশের জন্য কাজ করার সুযোগ করে দিতে হবে সরকারকে ।
তবে হাতির খুরাক অনেক বেশি ।
তবুও আশা করি , দেশ মা কে কিছু দেবেন ওনারা ।

২৩ শে আগস্ট, ২০১৫ সকাল ৯:৩৯

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: এঁদের দেশের প্রতি অবশ্যই দায়বদ্ধতা আছে, আছে দেশ প্রেমও । কাজের ক্ষেত্র প্রস্তুত হলে এঁরা অবশ্যই দেশে ফিরে আসবেন ।
''খোরাক'' একটু কম হলেও । সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ আজাদ মোল্লা ।

৫| ২২ শে আগস্ট, ২০১৫ রাত ১১:২০

এস কাজী বলেছেন: কিছুদিন আগে তাঁকে নিয়ে চট্টগ্রামের একটি স্থানীয় পত্রিকায় বিশাল ফিচার হয়েছিল। তখন থেকেই জানি। আহা ভাল্লাগসে। আমাগো চাঁটগার মাইয়া। ইয়ে মানে একটু ইজম দেখাইলাম আর কি গিয়াস ভাই। ;) B-)

২৩ শে আগস্ট, ২০১৫ সকাল ১১:২৫

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: এস কাজী, আপনি সঠিক বলেছেন খবরটি চিটাগাং এর স্থানীয় পত্রিকায় এসেছিল , কয়েকটি নিউজ পোর্টালেও ।
জাতীয় পত্রিকা তেমন হাইলাইট হয়নি । হওয়া উচিত ছিল ।
প্রসঙ্গত উল্যেক্ষ যে , এই সিরিজের কোন পোস্টই মৌলিক নয় , সংগ্রহীত তথ্য থেকে সম্পাদিত ।

গর্ব করার মত বিষয় নিয়ে গর্ব করবেন না কেন ?
আপনাকে ধন্যবাদ ।

৬| ২২ শে আগস্ট, ২০১৫ রাত ১১:৪০

শতদ্রু একটি নদী... বলেছেন: উনি ভালো কথা বলছেন। দেশে ফিরা আসবেন। আসলে উনারে লাল সালাম জানামু। পোষ্ট ভাল্লাগছে। +

২৩ শে আগস্ট, ২০১৫ সকাল ১১:৩২

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: উনি ''সুন্দর আছেন কিনা তাতো বললেন না :P

৭| ২২ শে আগস্ট, ২০১৫ রাত ১১:৫৬

আরজু পনি বলেছেন:
অনুপ্রেরণাদায়ী পোস্ট ।
ভালো লাগা রইল ।

২৩ শে আগস্ট, ২০১৫ সকাল ১১:৪৫

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: অনুপ্রেরণাদায়ী মন্তব্য ।
শুভ কামনা রইলো ।

৮| ২৩ শে আগস্ট, ২০১৫ রাত ১২:১৩

শাহরিয়ার কবীর বলেছেন: শুনে ভালো লাগলো।ধন্যবাদ শেয়ার করার জন্য।

২৩ শে আগস্ট, ২০১৫ দুপুর ১২:১৬

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আপনাকেও ধন্যবাদ শাহরিয়ার কবীর ।

৯| ২৩ শে আগস্ট, ২০১৫ রাত ১২:৩৪

সচেতনহ্যাপী বলেছেন: নূতন আরেকটা পালক যোগ হলো।।

২৩ শে আগস্ট, ২০১৫ দুপুর ১২:৩৭

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আমার ই সিরিজের প্রতি পর্বের একনিষ্ঠ পাঠক সচেতনহ্যাপী'র জন্য শুভ কামনা ।

১০| ২৩ শে আগস্ট, ২০১৫ সকাল ১০:৪৩

প্রামানিক বলেছেন: এই বাংলাদেশী স্বর্ণকন্যার আরো সুখ্যাতি এবং আরো সাফল্য কামনা করছি ।

আমার আফসোস লাগিতেছে বাংলাদেশে কত মেধা যে সুযোগের অভাবে পঁচিয়া মরিতেছে তাহার ইয়াত্তা নাই। তাহারা একটু সুযোগ পাইলে আরো অনেক কিছু তৈয়ার করিতে পারিত।

ধন্যবাদ ভাই গিয়াসলিটন। আপনার এইসব লেখার আমি অন্ধ ভক্ত। সামনের লেখার অপেক্ষায় রইলাম।

২৩ শে আগস্ট, ২০১৫ দুপুর ১২:৫৬

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আমার সব সময়ের শুভাকাঙ্ক্ষী প্রামানিক ভাইয়ের জন্য শুভ কামনা ।

১১| ২৩ শে আগস্ট, ২০১৫ সকাল ১১:৪২

বিদ্রোহী ভৃগু বলেছেন: এই বাংলাদেশী স্বর্ণ কেশী কন্যার আরো সুখ্যাতি এবং আরো সাফল্য কামনা করছি ।

গো এহেড টুম্পা ......।

গো এহেড গিয়াস লিটন ভাই দারুন কাজ করছেন+++++++++++++++++

২৩ শে আগস্ট, ২০১৫ দুপুর ১:৩০

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আপনার মন্তব্যে আমি উদীপ্ত , শুভ কামনা জানবেন ।

১২| ২৩ শে আগস্ট, ২০১৫ দুপুর ১২:১৮

শতদ্রু একটি নদী... বলেছেন: হ্যা ভাই, শ্যামা সুন্দরী। পুরাই বড় বইনের মতন সুন্দর ;)

২৩ শে আগস্ট, ২০১৫ দুপুর ১:৫৪

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আপনার ''সুন্দরী''জ্ঞ্যান ভাল , আমি এগুলো কম বুঝি , তবে উনার নাক টা সুন্দর ! ;):P

১৩| ২৩ শে আগস্ট, ২০১৫ দুপুর ২:০০

শতদ্রু একটি নদী... বলেছেন: আমার তো মনে হইলো চক্ষু সুন্দর। ;)

২৩ শে আগস্ট, ২০১৫ দুপুর ২:০৭

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আপনার কথার উপর কথা নাই নদী ভাই ! :) :)

১৪| ২৩ শে আগস্ট, ২০১৫ দুপুর ২:২৮

হাসান মাহবুব বলেছেন: অনেক শুভকামনা রইলো তার জন্যে।

২৩ শে আগস্ট, ২০১৫ বিকাল ৫:৪১

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আপনার জন্যও শুভ কামনা হাসান মাহবুব ভাই

১৫| ২৩ শে আগস্ট, ২০১৫ দুপুর ২:৩২

ভ্রমরের ডানা বলেছেন: যাক অনেক দিন পর আমার সপ্নের আবিষ্কারের খবরটি পেলুম। টুম্পা আপু জিন্দাবাদ।

২৩ শে আগস্ট, ২০১৫ বিকাল ৫:৪৮

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আপনাকে প্রথম পেলাম মনে হয় ?
শুভেচ্ছা নিবেন ।

১৬| ২৩ শে আগস্ট, ২০১৫ বিকাল ৪:২৪

কামরুন নাহার বীথি বলেছেন: স্বর্ণকন্যা টুম্পার আরো সুখ্যাতি এবং আরো সাফল্য কামনা করছি!!!
এরাই আমাদের গর্ব, আমাদের অহংকার!!!!
অনেক অনেক শুভেচ্ছা ভাই!!!

২৩ শে আগস্ট, ২০১৫ বিকাল ৫:৫৬

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: কামরুন নাহার বীথি, শুভ কামনার জন্য আপনাকেও শুভেচ্ছা ।

১৭| ২৩ শে আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৭:০০

শায়মা বলেছেন: টুম্পার জন্য অনেক অনেক ভালোবাসা

২৩ শে আগস্ট, ২০১৫ রাত ৯:০৩

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: কণ্ঠ শিল্পী ,পাপেট শিল্পি, আবৃতি শিল্পী,নৃত্য শিল্পী,প্রতিভাবান লেখিকা,সফল শিক্ষীকা,গুণী রন্ধন শিল্পী, ছড়াকার ,কবি
শায়মার জন্যও ভালবাসা ।

১৮| ২৩ শে আগস্ট, ২০১৫ রাত ৮:০০

তুষার কাব্য বলেছেন: দেশের গর্ব । শুভকামনা তার জন্য ।

২৩ শে আগস্ট, ২০১৫ রাত ৯:২১

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: তুষার কাব্য, আপনার জন্যও শুভকামনা ।

১৯| ২৩ শে আগস্ট, ২০১৫ রাত ১০:১০

কি করি আজ ভেবে না পাই বলেছেন: গর্বে বুকটা ভরে যায়গো দাদা
টুম্পার জন্য সমস্ত শুভ কামনা
আর আপনার জন্য কৃতজ্ঞতা

২৩ শে আগস্ট, ২০১৫ রাত ১০:৪৮

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: কি করি আজ ভেবে না পাই, পাঠ ও মন্তব্যে আপনার জন্যও শুভ কামনা ।

২০| ২৩ শে আগস্ট, ২০১৫ রাত ১০:৫৪

প্রথম বাংলা বলেছেন: চমৎকার উদ্যোগ।

২৪ শে আগস্ট, ২০১৫ সকাল ১১:১৭

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: মন্তব্যে অনুপ্রানিত । শুভকামনা জানবেন ।

২১| ২৪ শে আগস্ট, ২০১৫ রাত ২:২১

দেওয়ান তাহমিদ বলেছেন: বাহ! সুসংবাদ। এই দু:সময়ে তো এমন সুসংবাদ খুব কমই আসে।

২৪ শে আগস্ট, ২০১৫ দুপুর ১২:৫৬

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: শুভকামনা জানবেন দেওয়ান তাহমিদ ।

২২| ২৪ শে আগস্ট, ২০১৫ সকাল ৮:৫৬

কি করি আজ ভেবে না পাই বলেছেন: ব্লগার ঘুড্ডির পাইলটের পোষ্ট জম জম পানির গবেষনায় , অসাধারন কিছু তথ্য এ আপনি মন্তব্য করেছেন,জমজম ,পৃথিবীর এক বিস্ময় !
এই বিষয়ে আপনার কাছ থেকে আন্তরিকভাবে একটি পোষ্ট আশা করছি
(আই'য়্যাম এ বিগ ফ্যান অফ ইওরস্‌ ডুড্‌)

২৪ শে আগস্ট, ২০১৫ দুপুর ১:৫৫

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আপনার আন্তরিকটায় আমি মুগ্ধ !
আপনার প্রস্তাবটি আমার মনে থাকবে । ধন্যবাদ ।

২৩| ২৪ শে আগস্ট, ২০১৫ সকাল ১১:৪৫

অর্বাচীন পথিক বলেছেন: আমার একটা প্রশ্ন আছে গিয়াস ভাই-
"আমাদের দেশে এই ব্যক্তিদের সাফল্য নিয়ে তেমন কেন লেখা দেখি না ? কিন্তু কোন ?"

মাঝে মাঝে দেখি কোন বাঙালী মেয়ে সুন্দরী প্রতিযোগিতার সাফল্য পেলে সেটা নিয়ে একটু লেখা আছে। আর বাকী সব হাওয়ায় মিলিয়ে যাই !!!

ব্যক্তি সাফল্যের গল্প শুনলে না আর ও সবাই নিজের জীবনের গতি বাড়াবে।

অনেক ধন্যবাদ গিয়াস ভাই আপনার এই পোস্ট গুলোর জন্য

২৪ শে আগস্ট, ২০১৫ বিকাল ৫:৪০

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আন্তর্জাতিক কোন একটা শক্তিশালী চক্র চায়না এদেশের সাফল্যের খবর খুব একটা প্রচার পাক ।
আবার এদেশি মিডিয়া গুলি তাদের দালাল হিসাবে কাজ করে ।
তাই দেখা যায় কয়জন বাংলাদেশীর শিরোচ্ছেদ হয়েছে এই খবর তারা যত আগ্রহের সহিত ছাপায় ,
প্রেসিডেন্ট বারাক ওবামার উপদেষ্টা যে একজন বাংলাদেশী এই খবর তারা কৌশলে চেপে যায় ।
আপনার চিন্তা ধারা আমার ভাল লেগেছে , মন্তব্যের জন্য ধন্যবাদ অর্বাচীন পথিক ।

২৪| ২৪ শে আগস্ট, ২০১৫ রাত ৮:৩৪

জুন বলেছেন: আমিও তার সাফল্য কামনা করি গিয়াসলিটন ।

২৫ শে আগস্ট, ২০১৫ দুপুর ১২:৩৫

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আপনার জন্য শুভ কামনা রইল ।

২৫| ২৫ শে আগস্ট, ২০১৫ বিকাল ৫:১২

বলাকা মন বলেছেন: শুভকামনা।

২৫ শে আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৭:৩৫

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: বলাকা মন , রিপ্লাই নিচে -- :)

২৬| ২৫ শে আগস্ট, ২০১৫ বিকাল ৫:৫৭

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আপনার জন্যও শুভ কামনা বলাকা মন ।

২৫ শে আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৭:৩৬

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: :)

২৭| ২৫ শে আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৬:০৬

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:
আরজুপনি বলেছেন:
অনুপ্রেরণাদায়ী পোস্ট ।
ভালো লাগা রইল ।

২৫ শে আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৭:৩৮

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আরজুপনি ও বঙ্গভূমির রঙ্গমেলায় , আপনাদের দুজনকেই শুভেচ্ছা ।

২৮| ২৮ শে আগস্ট, ২০১৫ দুপুর ১২:৪৯

বোকা মানুষ বলতে চায় বলেছেন: গো এহেড টুম্পা ......

০৬ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:৩২

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ধন্যবাদ বোকা মানুষ বলতে চায় ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.