নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সবাই যখন নীরব, আমি একা চীৎকার করি \n-আমি অন্ধের দেশে চশমা বিক্রি করি।

গিয়াস উদ্দিন লিটন

এত বুড়ো কোনোকালে হব নাকো আমি, হাসি-তামাশারে যবে কব ছ্যাব্‌লামি। - রবীন্দ্রনাথ ঠাকুর

গিয়াস উদ্দিন লিটন › বিস্তারিত পোস্টঃ

স্বঅংকিত কার্টুন ,শংকিত কার্টুনিস্ট !!

২৪ শে জুন, ২০১৬ বিকাল ৩:২২

প্রায় তিরিশ
মিনিটের চেষ্টায়
একটা কার্টুন খাড়া
করাইলাম । হাজেরিনে
মজলিশের বোধগম্য ভাবে
আঁকতে পেরেছি কিনা , এই
ভয়ে শংকিত আছি । ট্রাই করতে
এই পোস্ট । (পোস্টটি সাময়িকও হইতে পারে)

মন্তব্য ৪১ টি রেটিং +৬/-০

মন্তব্য (৪১) মন্তব্য লিখুন

১| ২৪ শে জুন, ২০১৬ বিকাল ৩:৫৮

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ডায়লগ বক্সের লিখাটি দেখা যাচ্ছে না , তাই রিপিট করলাম -
''কি কইলেন ? ডাইলের মধ্যে চুল পাইছেন ? এই দেখেন আমার মাথায় চুল'ই নাই !''

২৪ শে জুন, ২০১৬ বিকাল ৪:৪৯

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ্‌:-B

২| ২৪ শে জুন, ২০১৬ বিকাল ৪:২৮

গেম চেঞ্জার বলেছেন: এই কার্টুন আপনার আঁকা? বিশ্বাস হয় না গিয়াস ভাই!! এতো সুন্দর!! :-B

২৪ শে জুন, ২০১৬ বিকাল ৪:৪৬

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: কার্টুনের রসটা কি ধরতে পেরেছেন গেম ভাই ?

৩| ২৪ শে জুন, ২০১৬ বিকাল ৪:৪০

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:

নাহ... পোস্ট যেন সাময়িক না হয়। বরং এরকম আরও কিছু চেষ্টা জাতি দেখতে চায় :)

২৪ শে জুন, ২০১৬ বিকাল ৪:৪৮

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: কার্টুনে সুক্ষ একটা রসময় বিষয় আছে মইনুল ভাই , আমি বোধ হয় নজরে আনতে পারিনি ।

৪| ২৪ শে জুন, ২০১৬ বিকাল ৪:৫৮

গেম চেঞ্জার বলেছেন: চান্দি সিলার ভাব দেখে যা মনে হয়েছিলঃ-

"ঐ ব্যাটা ইসপুন দি বাড়ি মারি ছাতি ফাটাই ফালামু। আরেকবার ভ্যা-ভু করি দেখ" =p~

অরিজিনালঃ-
''কি কইলেন ? ডাইলের মধ্যে চুল পাইছেন ? এই দেখেন আমার মাথায় চুল'ই নাই !'' :``>>

২৪ শে জুন, ২০১৬ বিকাল ৫:১৫

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ডাইলে চুল পাওয়া গেছে , অথচ বাবুর্চির মাথায় কোন চুল নেই । কিন্তু বগলে ?

৫| ২৪ শে জুন, ২০১৬ বিকাল ৫:০৪

কল্লোল পথিক বলেছেন:





বাহ!অতীব চমৎকার।

২৪ শে জুন, ২০১৬ বিকাল ৫:৫০

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: অনেক ধন্যবাদ পথিক ভাই ।

৬| ২৪ শে জুন, ২০১৬ বিকাল ৫:০৪

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:

ডাইলে চুল আছে কিন্তু মাথায় চুল নেই....
অথচ বগলে চুল আছে বাঁশবাগানের মতো ... অথচ বাবুর্চি বুঝে না ডাইলে কেন চুল...
অথচ এই বিষয়টি পূর্বের মন্তব্যে আমি উল্লেখ করি নি...
অথচ আপনার নিকট থেকে আরও বাড়তি কার্টুন প্রত্যাশা করেছি...
রোজার দিনে ভীষণ অন্যায়..
তাই জাতির সামনেই স্বীকার করে গেলাম B-)

২৪ শে জুন, ২০১৬ বিকাল ৫:৫২

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: হাহাহাহা আমার ক্ষীণ ধারণা হয়েছিল থিমটা অনেকে ধরতে পারবে না ।
আপনি পেরেছেন । মাঈনউদ্দিন মইনুল ভাইকে ১০ এ ১০ B-)

৭| ২৪ শে জুন, ২০১৬ বিকাল ৫:৪১

গেম চেঞ্জার বলেছেন: হেঃ হেঃ হেঃ :-P

২৪ শে জুন, ২০১৬ বিকাল ৫:৫৫

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: হাঃ হাঃ হাঃ হাঃ :-P B-)

৮| ২৪ শে জুন, ২০১৬ সন্ধ্যা ৭:৪০

সুমন কর বলেছেন: হেহেহে.......ভালোই হয়েছে। B-)

১ম+।

২৪ শে জুন, ২০১৬ রাত ৯:২০

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ সুমন কর ।

৯| ২৪ শে জুন, ২০১৬ রাত ৮:৫৫

মোঃ সাইফুল্লাহ শামীম বলেছেন: চমৎকার হইছে কিন্তু ভাই। আপনার আগের একটা পোষ্ট পড়ে চিরতরে মিষ্টি খাওয়া ছাড়ছি। মার্কেটিং এ জব করি বলে প্রায়ই লাঞ্চ বাইরে আই মিন হোটেলে করতে হয়। এবার সেটাও বন্ধ করে দিলেন!!
এখন কি খেয়ে বাঁচবো?
আপনি লোকটা তো ভাই সুবিধার না!!!!
ভাবতাছি আপনাকে আনফলো করবো কিনা .....হা...হা....হা.........

২৪ শে জুন, ২০১৬ রাত ৯:৩৫

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আমারে না হয় আনফলো করলেন !
কিন্তু দেশের মাথারা যখন বলে দেশে জঙ্গি নাই , এই দেখেন চকচকে টাকের মত সব ফকফকা । আসলে তাদের মুখে শেখ ফরিদ বগলমে ইট । তাদের কিভাবে আনফলো করবেন ?

১০| ২৪ শে জুন, ২০১৬ রাত ৯:৫৫

মোঃ সাইফুল্লাহ শামীম বলেছেন: বাহ! কি চমৎকার আপনার কার্টুনের অন্তর্নিহিত বক্তব্য। আসলেই তাই। আপনার সাথে শতভাগ সহমত!!
মজা করেছিলাম ভাই। মাইন্ড কইরেননা কিন্তু!

২৪ শে জুন, ২০১৬ রাত ১০:৪৯

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আমারে তেনারা ধরতে আইলে কমু , আমিও মজা করেছিলাম ভাই। হাহাহাহাহা

১১| ২৫ শে জুন, ২০১৬ রাত ২:৫৪

আরণ্যক রাখাল বলেছেন: সেইটাই তো মাথায় চুলই নাই!!! চুলটা কি তাইলে ভূতের!!!
বড়ই রহস্যময় পোস্ট।
আপনি আঁকতে পারেন দেখে প্রচন্ড ঈর্ষা হচ্ছে। প্রচন্ড

২৫ শে জুন, ২০১৬ দুপুর ২:২৮

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: মাথা ছাড়া আর কোথাও কি চুল থাকেনা , আরণ্যক রাখাল।:-P B-)
বোগোলের নিচের অরণ্য দ্রষ্টব্য - :-P B-):-P B-)

১২| ২৫ শে জুন, ২০১৬ সকাল ১০:০৭

শায়মা বলেছেন: টাক মাথা বাবুর্চিটা বুঝি তুমি ভেবেছিলাম ভাইয়া!!!!!!!


B-)

২৫ শে জুন, ২০১৬ বিকাল ৩:৪৫

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: টাক মাথা আমার এটা না হয় মেনে নিলাম । বগল ? ইয়াক ওয়াক !!

১৩| ২৫ শে জুন, ২০১৬ দুপুর ২:০১

ঢাকাবাসী বলেছেন: বেশ ভাল লেগেছে।

২৫ শে জুন, ২০১৬ বিকাল ৪:০২

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ ঢাকাবাসী ।

১৪| ২৫ শে জুন, ২০১৬ সন্ধ্যা ৭:৪০

কালনী নদী বলেছেন: আমি কার্টুনিস্ট ভাইয়ারে পাই ছি! B-)

২৫ শে জুন, ২০১৬ রাত ৮:৫১

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: কার্টুনিস্টরে ধরিয়ে দিলে পুরস্কারের ব্যবস্থা আছে নাকি কালনী ভাই ? B-) B-)

১৫| ২৫ শে জুন, ২০১৬ রাত ৮:২৬

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ডালের ভিতর কার চুল পড়েছে এটার সন্ধান করতে গিয়ে ১৩ হাজার চুলধারীকে গ্রেফতার করা হইছে ।

এখন শুনছি বাবুল আক্তারই নাকি তার স্ত্রীকে খুন করিয়েছে । আসলে চুলটা ছিল বগলের !

১৬| ২৫ শে জুন, ২০১৬ রাত ৯:১৮

আহমেদ জী এস বলেছেন: গিয়াস উদ্দিন লিটন ,



শংকিত শুধু কার্টুনিস্টই নয় , শংকিত ব্লগাররাও । ১৩ হাজার চুলধারীকে নাকি গ্রেফতার করা হয়েছে ! এর মধ্য স্বঅংকিত কার্টুন এর কার্টুনিস্ট "গিলি" যদি একজন হয় তবে শংকার কথাই ! :(

মাথায় না হয় চুল নাই, চুল কি শুধু বগলেই থাকে ? আরে মশাই আসামী যখন খুঁজবেন তখন সম্ভাব্য সকল জায়গাতেই ঢুঁ মারবেন , না কি ? নিজেই তো এ্যাপ্রন দিয়ে জায়গাটা ঢেকে রেখেছেন । :-P

পাবলিক তো কেবল বগলডারেই দ্যাকছে ...............। আপনিও হগলডির নজর বগলের দিকেই টানছেন । কারে বাঁচাইতে গিয়া নিরীহ বগলডারে নিয়া টানাটানি করতেছেন বেহুদা ? B:-)

পাশে একটা জ্যান্ত পেন্সিল আছে । আঁকেন..আঁকেন কার্টুনিস্ট সাব ................... হাত পাকা হউক :``>> =p~

( যেমুন পোস্টু হেমনই কমেন্টু.................... ;) )

২৬ শে জুন, ২০১৬ দুপুর ২:৫১

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ১৩ হাজারের ভিতর ''গিলি''র পড়ার সম্ভাবনা কম । কারণ ওর মাথায় চকচকে টাক আসি আসি করছে ।
কথা হইল ভাইজান আমারে খুজতে দিলে আমি সর্বাঙ্গে খুজতাম । কিন্তু যাদের উপর খুঁজার দায়িত্ব তারা শুধু মাথায় খুজে , অথচ নিজেদের বগল আর আপনি যেইটারে এপ্রনে ঢাকা বলেছেন সেখানে দেখে না ।

পোস্টূ কেমন জানিনা তবে কমেন্টু চমেতকার হইছে জি এস ভাই ।

১৭| ২৬ শে জুন, ২০১৬ দুপুর ১:৩২

একজন আরমান বলেছেন:
ভাল্লাগসে ! :P =p~

২৬ শে জুন, ২০১৬ সন্ধ্যা ৭:৪০

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: জেনে আমারও ভাল্লাগসে আরমান ভাই :P =p~

১৮| ২৭ শে জুন, ২০১৬ বিকাল ৫:৩৮

তামান্না তাবাসসুম বলেছেন: হাহাহা!!!

অাঁকা-অাঁকি চালিয়ে যান। ভাল কার্টুন আকেন আপনি :)

০১ লা জুলাই, ২০১৬ বিকাল ৩:৩৯

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: তামান্না , আর আকিনি এটাই প্রথম ।

১৯| ০১ লা জুলাই, ২০১৬ রাত ১০:১৩

রাশেদ রাহাত বলেছেন: বাহ, আপনার হাতের কাজের প্রসংশা করতেই হবে। ভালো লাগলো +++

১৭ ই আগস্ট, ২০১৬ সকাল ১০:৫৭

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: অনেক ধন্যবাদ রাশেদ ভাই ।

২০| ০৩ রা জুলাই, ২০১৬ রাত ১২:১৫

ঝরা পাতার ক্ষরা দিন বলেছেন: অত্যন্ত সুন্দর হয়েছে ।

২১| ০৬ ই জুলাই, ২০১৬ বিকাল ৫:০৪

খায়রুল আহসান বলেছেন: মনের প্রচ্ছন্ন ভাবনাটা প্রকাশ করতে গিয়ে একটা নতুন মাধ্যম বেছে নিলেন, এজন্য সাধুবাদ। যদিও কয়েকটা মন্তব্যের উত্তরে কার্টুনের অন্তর্নিহিত বক্তব্যটুকু বলে না দিলে মাথা মোটা এই আমি ধরতে পারতাম কিনা তাতে সন্দেহ আছে, তথাপি বক্তব্যটুকু বোঝার পর নিজেই মনে মনে অনেক হাসলাম। :)
তুলনাটা পারফেক্ট হয়েছে। বগলের ইট চেক না করেই ১৩ হাজার চুলধারীকে গ্রেফতার করে অপরিসীম বাণিজ্য সুবিধা গ্রহণ!

২২| ২৪ শে জুলাই, ২০১৬ দুপুর ১২:২৬

মনিরা সুলতানা বলেছেন: তারপর..।
দারুন হইছে ভাই পরবর্তী পর্ব কবে ?

২৩| ১৬ ই আগস্ট, ২০১৬ বিকাল ৫:২৬

প্রামানিক বলেছেন: যোগ্যতা আছে বটে -- - - -। ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.