নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সবাই যখন নীরব, আমি একা চীৎকার করি \n-আমি অন্ধের দেশে চশমা বিক্রি করি।

গিয়াস উদ্দিন লিটন

এত বুড়ো কোনোকালে হব নাকো আমি, হাসি-তামাশারে যবে কব ছ্যাব্‌লামি। - রবীন্দ্রনাথ ঠাকুর

গিয়াস উদ্দিন লিটন › বিস্তারিত পোস্টঃ

‘’মন শুধু নিতে জানেগো, দিতে জানেনা বন্ধুরে।‘’ (একটি অ-রম্য পোস্ট)

০৭ ই আগস্ট, ২০১৬ রাত ১০:১৮



কে আমার আত্মীয় তা আমার নিয়তিই নির্ধারণ করে দিয়েছে , আর আমি নির্ধারণ করেছি আমার বন্ধু - জ্যাক দেলিল ।

বন্ধুতা বা ফ্রেন্ডশিপ বিষয়টা সর্বকালেই ছিল । কখনো খাতিল্লা ,কখনো দুস্তিয়ালা , কখনো বেয়াইআলা রূপে । বন্ধু ছাড়া জীবন পানসে । প্রতিটা মানুষের জীবনে থাকে এক দঙ্গল বন্ধুর উপস্থিতি । তাদের মধ্যে আবার কেউ থাকে স্পেশাল , বেস্ট ফ্রেন্ড । বেস্ট ফ্রেন্ড নির্বাচনটা একটু জটিল । আপনার বেস্ট ফ্রেন্ড কে? এই প্রশ্নে অনেকেই চিন্তায় পড়ে যান ।

রাত দুটোয় বাসার কাউকে নিয়ে দুরের হাসপাতালে যেতে হবে । একা সব বিষয় সামাল দেয়া কঠিন । তাই সঙ্গে কাউকে চাচ্ছেন , সাথে কাকে নেয়া যায় ? এই ভাবনা মনে উদয় হওয়ার সাথে সাথে যে বন্ধুর কথা আপনার মনে আসবে ধরে নিতে পারেন সে’ই আপনার বেস্ট ফ্রেন্ড ।

বেস্ট ফ্রেন্ডের বাইরে যারা এরাও বেস্টের চেয়ে কম নয় । এদের হরেক জনের নানা চরিত্র । কেউ আছে গৌরিসেন কিসিমের সব সময় খরচ করেই যায় , কাউকে দিয়ে খরচ করানোর মানুষিকতা এদের থাকেনা , কেউ আছে পকেটে ফুটো পয়সা না নিয়েই বাসা থেকে বেরোয় , আবার কেউ থাকে যাদের পকেটই নাই । কেউ আছে খাদক টাইফ , খানা পিনার বিষয়ে এদের ব্যাপক আগ্রহ , দেখা হলেই বলবে দোস্ত কিছু খাওয়া ।

কেউ থাকে চিকন বুদ্ধি সম্পন্ন , নিজের খিদা লাগলে নিজে কিছু বলেনা , আড়ালে নিয়ে খাদকটাকে উস্কানি দেয় , বিলটা যথারীতি গৌরিসেনের ঘাড়ে । গৌরিসেনের পকেটে টাকা না থাকলে এরা ‘বোনের জ্যামিতি বক্স কেনার ৬০ টাকা পকেটে আছে এই নে, কাল দিয়ে দিস’’ বলে হাওলাত দেয় । (আসলে ভুয়া, টাকাটা দাদীর বিছানার নিচ থেকে সরানো)
কিছু আছে যার শরীরে নিজের বলে কিছু নাই , পেন্ট সুমনের , শার্ট মামুনের , কেডস জামানের , অনেক সময় জাইঙ্গাটাও আরেক জনের ।
কিছু বন্ধু আছে ‘’মন শুধু নিতে জানেগো, দিতে জানেনা বন্ধুরে।‘’ মুল বুঝতে হলে আপনাকে মন’এর যায়গায় ‘টাকা’ বসাতে হবে । ধার দেনায় এরা বড়ই এক্সপার্ট ! এদের ধার দেয়া মানে পুরাই সম্প্রদান কারক । এদের কাছে ধারের টাকা ফেরত চাওয়া মানে হাতে ধরে বিপদ ডেকে আনা । এমন করুন ভাবে টাকা না থাকার কারন ব্যাখ্যা করবে নতুন করে আরও ৪০ টাকা এদের ধার না দিয়ে আপনার রক্ষা নাই ।

কিছু আছে বিপদের গন্ধ পেলেই সবাইকে বিপদের মুখে রেখে সটকে পড়ে , পরে ‘দোস্ত পেটে মোচড় দেয়ায় চলে গেছিলাম’’ বলে আবার সার্কেলে ঢুকে যায় । কিছু আছে চাপাবাজ , প্রায় ক্ষমতাধর ব্যাক্তিরাই এদের তালতো ভাইএর খালু শশুরের শালীর ননদের ভাসুরের খালাতো ভাই জাতীয় নিকটাত্মীয় । কিছু আছে আসরের মধ্যমনি যাকে ছাড়া আসর জমেনা , কেউ আছেন ‘মুশকিল আচান বাবা’র মত । যত জটিল সমস্যা নিয়ে এদের কাছে আসেন এরা একটা না একটা সমাধান বের করবেই ।

আর প্রতিটা সার্কেলে লুল একজন থাকবেই , যুদ্ধাপরাধীর ফাঁসি সংক্রান্ত আলোচনাকেও এরা ডাইভার্ট করে প্রেম পিরিতি বা নারী দেহে নিয়ে যায় ।

হালে চালু হয়েছে ফেসবুক ফ্রেন্ড । এই ভার্চুয়াল ফ্রেন্ডসরা অনেক সময় জাগতিক ফ্রেন্ডসদের চেয়েও গুরুত্ত্বপূর্ণ হয়ে উঠছে । এদেরও আছে নানা রকমফের নানা কিসিম । সেটা অন্যদিন অন্য কোন খানে ।

মোট কথা আমাদের জীবনে হরেক রকম ,হরেক চরিত্রের বন্ধুর সান্নিধ্য মিলে । তার মধ্য থেকেই আমাদের ভাল বন্ধু বেছে নিতে হয় । পরিশেষে এ পি যে আব্দুল কালামের একটি উক্তি – ‘’ একটি বই একশটি বন্ধুর সমান.. কিন্তু একজন ভালো বন্ধু পুরো একটি লাইব্রেরি ।‘’ বন্ধুত্বের জয় হোক , শুভ ফ্রেন্ডশিপ ডে ।




মন্তব্য ৬৪ টি রেটিং +১৪/-০

মন্তব্য (৬৪) মন্তব্য লিখুন

১| ০৭ ই আগস্ট, ২০১৬ রাত ১০:৫৩

ডঃ এম এ আলী বলেছেন: খুবই সুন্দর লিখা । ভাল লাগল
এ পি যে আব্দুল কালামের একটি উক্তি – ‘’
একটি বই একশটি বন্ধুর সমান.. কিন্তু একজন ভালো বন্ধু পুরো একটি লাইব্রেরি ।‘’
বন্ধুত্বের জয় হোক , শুভ ফ্রেন্ডশিপ ডে ।

অনেক ধন্যবাদ।
শুভেচ্ছা জানবেন ।

০৮ ই আগস্ট, ২০১৬ সকাল ১০:৩৯

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ডঃ এম এ আলী ভাই , আপনার জন্যও ফ্রেন্ডশিপ ডের শুভেচ্ছা

২| ০৭ ই আগস্ট, ২০১৬ রাত ১০:৫৭

পুলহ বলেছেন: মোটামুটি সব ধরণের 'বন্ধুটাইপ' লেখাটাতে উল্লেখ করা হয়ে গেছে সম্ভবত। এই স্বল্প পরিসরেই!!
অনুমান করি- আপনি জীবনে অসংখ্যবার আপনার সেন্স অফ হিউমারের প্রশংসা শুনেছেন; আবারো শোনেন আপনার অতি নগণ্য এক পাঠকের কাছ থিকা!
ভালো থাকবেন লিটন ভাই। আপনাকেও বন্ধু দিবসের শুভেচ্ছা!

০৮ ই আগস্ট, ২০১৬ সকাল ১০:৪২

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: পুলহ , অনেকের কাছে শুনেছি কথা সত্য , তবে সকলেই আপনার মত আন্তরিকতা বশে বাড়িয়ে বলেছেন । আপনিও শুভেচ্ছা নিন ।

৩| ০৭ ই আগস্ট, ২০১৬ রাত ১১:০৩

সাহসী সন্তান বলেছেন: অ-রম্য লিখতে গিয়া বন্ধুর সাতকাহন লিখলেন কিনা জাতি জানবার চায়? লেখাটা বেশ ভাল লাগলো এবং মজাও আছে! তবে বন্ধুত্বের সম্পর্কে পোস্টে উল্লেখিত কিছু কথা ধ্রুব সত্য! এবং লেখাটাকে মনে হল যেন একদম বাস্তব জীবন থেকে উঠে এসেছে!

পরিশেষে এ পি জে আবুল কালামের উক্তিটাও খুব দারুন!

বন্ধু দিবসের শুভেচ্ছা লিটন ভাই! শুভ কামনা জানবেন!

০৮ ই আগস্ট, ২০১৬ সকাল ১১:৪০

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: অনেক বন্ধুদের উপর আমরা চরম বিরক্ত হলেও ত্যাগ করা সম্ভব হয়না , আসলে এক বন্ধু জন্য আরেক বন্ধু সব সময় সরবংসহা ।
আপনার বন্ধু আপনার যে লাথিটা খেয়ে হো হো করে হাসে , অন্য কেউ যদি এর চেয়ে চার গুন কম ওজনের লাথিও দেয় , রক্তা রক্তি হয়ে যাবে ।
আপনিও শুভেচ্ছা জানবেন সাস ভাই ।

৪| ০৭ ই আগস্ট, ২০১৬ রাত ১১:২৩

প্রামানিক বলেছেন: লেখাটা অ=রম্য তবে পড়ে ভালো লাগল। ধন্যবাদ

০৮ ই আগস্ট, ২০১৬ সকাল ১১:৪৫

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: অনেক ধন্যবাদ প্রামানিক ভাই ।

৫| ০৭ ই আগস্ট, ২০১৬ রাত ১১:৫৩

সোহানী বলেছেন: লিটনভাই ক'বার ধরা খেয়েছেন বন্ধুত্বের কাছে!!!!!!!!!! সত্যিই জীবন পানসে বন্ধুত্বের সার্কেল বা আড্ডা ছাড়া। এদিক দিয়ে মনে হয় আমি লাকি কারন অমার সাধারনের চেয়ে অসাধারন বন্ধুই বেশী। বন্ধুত্বের সাতকাহনে +++++++++

০৮ ই আগস্ট, ২০১৬ দুপুর ১২:০৫

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: একজন ২৫ হাজার নিয়ে ভেগেছে , এখন ফোনও ধরেনা , কোন সামাজিক অনুষ্ঠানে তার সাথে দেখা হলে আমার নিজের লজ্জা লাগে । টাকা রজন্য তেমন আফসোস লাগেনা , বন্ধু হারালাম এটাই আফসোস !!!

৬| ০৮ ই আগস্ট, ২০১৬ রাত ১:০৩

ফেরদৌসা রুহী বলেছেন: বাহ খুবই চমৎকার করে বন্ধুত্ব্ব এর রকমফের তুলে ধরেছেন।

এসবের মধ্য থেকেই আমাদের আসল বন্ধু খুঁজে নিতে হয়।

০৮ ই আগস্ট, ২০১৬ দুপুর ১২:৪০

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ঠিক বলেছেন রুহী , এদের ভিতর থেকেই এক দুই জন হয়ে যায় বেস্ট ফ্রেন্ড , আসল বন্ধু/বান্ধবী :D

৭| ০৮ ই আগস্ট, ২০১৬ সকাল ৭:০১

কি করি আজ ভেবে না পাই বলেছেন: প্রিয় ব্লগার গিয়াস উদ্দিন লিটন উল্লেখিত বন্ধুত্বের কোন ক্যাটাগরিতে পড়েন তা-ই ভাবছি.................. :-B

নিশ্চিত,দাবী করবেন গৌরিসেন।তবে কথা হৈলো পকেটহীন বন্ধুটিও নিজেরেই একা গৌরিসেন মনে করে। :D

শায়মাপু কোন ক্যাটাগরিতে পরে?বৈনের জ্যামিতি বক্স?নাকি ''মন শুধু নিতে জানেগো...............'' :P ;)

একটি বই একশটি বন্ধুর সমান.. কিন্তু একজন ভালো বন্ধু পুরো একটি লাইব্রেরি ।‘’
অতএব, একটি বই=একশটি লাইব্রেরি।
তা-ই বেশি বেশি বই কিনুন,,,
প্রবাসে গুণীজন বইটি কিনেছেন কি??

০৮ ই আগস্ট, ২০১৬ দুপুর ১:০৫

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: পরোপকারী নাম্বারেতে
আমার অবস্থান
বন্ধুর জন্য যেতে রাজি
শ্মশান গোরস্থান !

কিছু বন্ধু আছে
বলব কি আর
পিঁপড়ার পেট গেলে
করে চিনি বার ।

তুমিও আছো ভায়া
এক মহা কিপটা
গুণী নামে বই পড়ে
দিলেনা পোস্টটা ।

শায়মা'টা শুনলে
দেবে ঘাড় মটকে
বিপদের ঘ্রান পেলে
পড়ে সে সটকে ।

আমার ব্লগে আসেনা সে
অনেক অনেক দিন
কমেন্টেও সে এক
মহা কিরপিন । :D

ভাল থেকো শায়মা
ভাল থেকো কি করি
ভাল থেকো কবি রাজ
ভাল থেকো পরী । :D:D

৮| ০৮ ই আগস্ট, ২০১৬ দুপুর ১২:০১

রূপক বিধৌত সাধু বলেছেন: নানান কিসিমের বন্ধুর শ্রেণিবিভাগ! ভাবছি আমার কি কোন বন্ধু আছে? সবাই যে যার মত লাপাত্তা! নাকি কখনোই কোন বন্ধু ছিলোনা?

০৮ ই আগস্ট, ২০১৬ দুপুর ১:১০

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: বন্ধু জোগাড়ের সময় হল স্কুল কলেজ লাইফ , এর পরে শুধুই স্মৃতিচারণ ! অনেকটা 'কপি হাউজের সেই আড্ডাটা আজ আর নেই'' মত । ধন্যবাদ রূপক বিধৌত সাধু ।

৯| ০৮ ই আগস্ট, ২০১৬ দুপুর ১২:০৬

আপনার আপন বলেছেন: have many story but cant expresss.. awesome brother

বন্ধুত্বের জয় হোক , শুভ ফ্রেন্ডশিপ ডে ।

০৮ ই আগস্ট, ২০১৬ দুপুর ১:১৭

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আপনি তো আপনার আপন , আর বন্ধুর দরকার কি ? :) আনার জন্যও বন্ধু দিবসের শুভেচ্ছা ।

১০| ০৮ ই আগস্ট, ২০১৬ দুপুর ১২:২৫

শাহরিয়ার কবীর বলেছেন: পৃথিবীর সকল বান্ধবীরা সুখী হোক............... B-) B-)

আমরা কলুর বলদ...............
আমাদের জন্য তা নয়।।।

০৮ ই আগস্ট, ২০১৬ দুপুর ১:১৯

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: শাহরিয়ার কবীর ভাই মনে করিয়ে দিলেন , আমি বান্ধবী দের কথা একদম ভুলে গিয়েছিলাম B-) B-)
তবে এরা কখনো গৌরীসেন হওয়ার নজির নাই ?

১১| ০৮ ই আগস্ট, ২০১৬ দুপুর ১:০০

জেন রসি বলেছেন: বন্ধুত্বের জয় হোক।

শুভেচ্ছা। :)

০৮ ই আগস্ট, ২০১৬ দুপুর ১:২১

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আপনিও শুভেচ্ছা জানবেন জেন রসি ।

১২| ০৮ ই আগস্ট, ২০১৬ বিকাল ৫:৪৩

কামরুন নাহার বীথি বলেছেন: কেউ থাকে চিকন বুদ্ধি সম্পন্ন , নিজের খিদা লাগলে নিজে কিছু বলেনা , আড়ালে নিয়ে খাদকটাকে উস্কানি দেয় , বিলটা যথারীতি গৌরিসেনের ঘাড়ে । গৌরিসেনের পকেটে টাকা না থাকলে এরা ‘বোনের জ্যামিতি বক্স কেনার ৬০ টাকা পকেটে আছে এই নে, কাল দিয়ে দিস’’ বলে হাওলাত দেয় । (আসলে ভুয়া, টাকাটা দাদীর বিছানার নিচ থেকে সরানো) --- :) :)

ভাল লেগেছে বন্ধুত্ব নিয়ে লেখাটি!!
বন্ধুত্বের জয় হোক , শুভ ফ্রেন্ডশিপ ডে!!!!

০৮ ই আগস্ট, ২০১৬ রাত ৯:৫৭

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: অনেক ধন্যবাদ আর শুভ কামনা জানবেন কামরুন নাহার বীথি ।

১৩| ০৮ ই আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৬:০৬

কল্লোল পথিক বলেছেন:




লাইক দিলাম।

০৮ ই আগস্ট, ২০১৬ রাত ১০:০৩

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: অনেক ধন্যবাদ কল্লোল পথিক ।

১৪| ০৮ ই আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৬:৩৬

মোহাম্মদ গোফরান বলেছেন: হ্যাপি ফ্রেন্ডশিপ ডে।

০৮ ই আগস্ট, ২০১৬ রাত ১০:০৬

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: সেম টু ইউ মোহাম্মদ গোফরান । :) :)

১৫| ০৮ ই আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৭:২২

মনিরা সুলতানা বলেছেন: শুভেচ্ছা বন্ধুদিবসের ভাইয়া :)

০৮ ই আগস্ট, ২০১৬ রাত ১০:০৯

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আপনাকেও মনিরা'পু ।

১৬| ০৮ ই আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৭:৩৪

নীলপরি বলেছেন: খুব সুন্দর পোষ্ট । দেরীতে হলেও আপনাকে ফ্রেন্ডশিপ ডের শুভেচ্ছা ।

০৮ ই আগস্ট, ২০১৬ রাত ১০:১৩

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আপনাকেও শুভেচ্ছা নীলপরি ।

১৭| ০৮ ই আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৭:৪৩

অশ্রুকারিগর বলেছেন: বন্ধুত্বের রকমফের। ভালো লাগলো লেখাটা। পিলাস দিয়ে গেলাম।

০৮ ই আগস্ট, ২০১৬ রাত ১০:২৩

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আপনার 'পিলাস' ধন্যবাদের সহিত গৃহীত হইল অশ্রু ভাই ।

১৮| ০৮ ই আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৭:৫৫

শায়মা বলেছেন: আমার নামে যা যা বলছো সব দেখছি!!!!!!!

গিয়াসভাইয়া আর কি যে করি ভাইয়া খবর আছে!!!!!!!!

বন্ধু দিসব হুমকি!!!!!!!!!!!!

০৮ ই আগস্ট, ২০১৬ রাত ১০:৩২

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আহারে ভুল হয়েছেরে শায়মা ! তুমি যে আমার ব্লগে আসবে এটা আমার জানা ছিল না , তাই বেফাঁস দুকথা বলে ফেলেছি । :P ;)
ক্ষেমা দিও ।

১৯| ০৮ ই আগস্ট, ২০১৬ রাত ৮:০১

আহমেদ জী এস বলেছেন: গিয়াস লিটন ,


শুভেচ্ছা বন্ধু দিবসের ।
ঠাকুরের পোষ্টমাষ্টার ঠিকই বলেছেন - এ পৃথিবীতে কে কাহার !!!

০৯ ই আগস্ট, ২০১৬ রাত ৯:৫২

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আপনিও শুভেচ্ছা জানবেন আহমেদ জী এস ভাই ।

০৯ ই আগস্ট, ২০১৬ রাত ৯:৫২

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আপনিও শুভেচ্ছা জানবেন আহমেদ জী এস ভাই ।

২০| ০৮ ই আগস্ট, ২০১৬ রাত ৯:০৬

বিদ্রোহী ভৃগু বলেছেন: বন্ধুত্বের ফাটাফাটি বিশ্লেষন ;)


০৯ ই আগস্ট, ২০১৬ রাত ১০:০০

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: অনেক ধন্যবাদ ভৃগু ভাই ।

২১| ০৮ ই আগস্ট, ২০১৬ রাত ৯:১০

দিশেহারা রাজপুত্র বলেছেন:
বন্ধুত্বের ক্লাসিফিকেশন। :)


শুভেচ্ছা রইল।

০৯ ই আগস্ট, ২০১৬ রাত ১০:০৩

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আপনার জন্যও শুভাচ্ছা রইল রাজপুত্র ।

০৯ ই আগস্ট, ২০১৬ রাত ১০:০৪

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আপনার জন্যও শুভাচ্ছা রইল রাজপুত্র ।

২২| ০৮ ই আগস্ট, ২০১৬ রাত ১০:১৭

সিগনেচার নসিব বলেছেন: পোস্টে ভাললাগা


ভাল থাকুন সব সময়

১৩ ই আগস্ট, ২০১৬ বিকাল ৫:৪৭

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: অনেক দিন সামুতে ঢুকতে পারিনি তাই রিপ্লাই দিতে দেরি হল , আপনিও ভাল থাকুন নসিব ।

২৩| ০৮ ই আগস্ট, ২০১৬ রাত ১০:৩৬

পবন সরকার বলেছেন: দারুণ লাগল পোষ্ট।

১৩ ই আগস্ট, ২০১৬ বিকাল ৫:৫০

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ধন্যবাদ পবন সরকার ।

২৪| ০৮ ই আগস্ট, ২০১৬ রাত ১১:৩৮

সুমন কর বলেছেন: এটা মোটেও রম্য নয়, অ-রম্যই! কিছু অপ্রিয় সত্যও তুলে ধরেছেন, লেখা ভালো লাগল।

১৩ ই আগস্ট, ২০১৬ বিকাল ৫:৫১

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: অনেক ধন্যবাদ সুমন দা ।

২৫| ০৯ ই আগস্ট, ২০১৬ সকাল ৯:৫৩

মাদিহা মৌ বলেছেন: ভালো বন্ধুর সংগাটা তো ভালো করে দিলেন না …

১৩ ই আগস্ট, ২০১৬ বিকাল ৫:৫৪

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: পোস্টের কলেবর বাড়ালাম না , সেটা আরেকদিন । ধন্যবাদ জানবেন মাদিহা মৌ ।

২৬| ১৩ ই আগস্ট, ২০১৬ বিকাল ৫:১৩

গেম চেঞ্জার বলেছেন: আমি কিন্তু প্রায়ই গৌরিসেনের ভুমিকা পালন করি!! :)

১৩ ই আগস্ট, ২০১৬ বিকাল ৫:৫৬

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: সার্কেলের একজন অবশ্যই এই ভুমিকায় থাকতে হয় । :) :)

২৭| ১৪ ই আগস্ট, ২০১৬ রাত ১১:৪১

সোহাগ সকাল বলেছেন: ভালো লাগলো। শুভ কামনা।

১৬ ই আগস্ট, ২০১৬ সকাল ১০:৪৫

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আপনার জন্যও শুভ কামনা ।

২৮| ১৬ ই আগস্ট, ২০১৬ দুপুর ১:৫২

খোলা মনের কথা বলেছেন: কেউ থাকে চিকন বুদ্ধি সম্পন্ন , নিজের খিদা লাগলে নিজে কিছু বলেনা , আড়ালে নিয়ে খাদকটাকে উস্কানি দেয় , বিলটা যথারীতি গৌরিসেনের ঘাড়ে । গৌরিসেনের পকেটে টাকা না থাকলে এরা ‘বোনের জ্যামিতি বক্স কেনার ৬০ টাকা পকেটে আছে এই নে, কাল দিয়ে দিস’’ বলে হাওলাত দেয় । (আসলে ভুয়া, টাকাটা দাদীর বিছানার নিচ থেকে সরানো)
কিছু আছে যার শরীরে নিজের বলে কিছু নাই , পেন্ট সুমনের , শার্ট মামুনের , কেডস জামানের , অনেক সময় জাইঙ্গাটাও আরেক জনের ।


আসলে বন্ধু মানেই উপভোগ। সব ধরনের বন্ধু থাকা আরও উপভোগের বিষয়। সব থেকে বড় কথা বন্ধু বন্ধুই। ধন্যবাদ লিটন ভাই

১৬ ই আগস্ট, ২০১৬ বিকাল ৪:৪৭

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: সুন্দর বলেছেন সব থেকে বড় কথা বন্ধু বন্ধুই আপনাকেও ধন্যবাদ খোলা মনের কথা

২৯| ১৬ ই আগস্ট, ২০১৬ বিকাল ৫:২৯

প্রামানিক বলেছেন: লেখাটি প্রথম দিনই পড়েছিলাম কিন্তু সামুর কারণে মন্তব্য করতে পারি নাই।

২০ শে আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৭:৪৩

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: অনেক ধন্যবাদ কবি শহিদুল ইসলাম প্রামানিক ।

৩০| ১৬ ই আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৬:১৮

ডঃ এম এ আলী বলেছেন: আবারে আসলাম পোষ্ট এর লিখার সাথে বিজ্ঞ ব্লগার ভাই বোনদের অল্প কথায় প্রকাশিত মতামত থেকে অনেক কিছু শেখা যায় ।
শুভেচ্ছা রইল ভাল লাগা জানিয়ে গেলাম ।

২০ শে আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৭:৪৬

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: অনেক প্রীত হলাম আলী ভাই ।

৩১| ১৬ ই আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৬:৪৩

জুন বলেছেন: ভালো বন্ধু পাওয়া এবং সেই বন্ধুত্বের বাধন টিকিয়ে রাখাও একটি বিশাল ব্যাপার। এই দিক দিয়ে আমি সৌভাগ্যবান গিয়াস লিটন।
ভালোলাগলো বন্ধু নিয়ে আপনার অরম্য লেখাটি :)
+

২০ শে আগস্ট, ২০১৬ রাত ৮:০৩

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ভালো বন্ধু পাওয়া এবং সেই বন্ধুত্বের বাধন টিকিয়ে রাখাও একটি বিশাল ব্যাপার। এই দিক দিয়ে আমি সৌভাগ্যবান গিয়াস লিটন। বন্ধুত্বের তালি কখনো এক হাতে বাজে না , আপনি আসলেই ভাগ্যবতী ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.