নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সবাই যখন নীরব, আমি একা চীৎকার করি \n-আমি অন্ধের দেশে চশমা বিক্রি করি।

গিয়াস উদ্দিন লিটন

এত বুড়ো কোনোকালে হব নাকো আমি, হাসি-তামাশারে যবে কব ছ্যাব্‌লামি। - রবীন্দ্রনাথ ঠাকুর

গিয়াস উদ্দিন লিটন › বিস্তারিত পোস্টঃ

যখন কেউ আমাকে পাগল বলে ------/ যাপিতানু রম্য ।

২৫ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ৯:১২





১/
সকালে ঘুম ভাঙ্গার পর বিছানায় আলস্য ত্যাগ করছি । গিন্নিও ।
- ইয়াসমিনটার জন্য একটা ছেলে দেখনা ?
- আমি কি ঘটক পাখী ভাই ?
- না , তুমি পশু ভাই , ঠিকাছে ?
- ভারতে কুত্তা টুত্তার সাথেও মেয়েদের বিয়ে হয় বলে শুনেছি । কোন পশু ভাইয়ের বউ হতে চাইলে , তুমি ইন্ডিয়া গিয়ে ট্রাই মারতে পার ।
- দেখো , সকাল বেলা মেজাজ খারাপ করে দিও না । যা বলছি তা শুনো ।
- আচ্ছা ।
একটু নীরবতা --------।
- মেয়েটার চেহারা সুরতও ভাল না , কার যে পাইলো ? ক্যামনে বিয়ে হবে আল্লা জানে ।
- চিন্তা করো না, তোমারই যেখানে বিয়ে হয়ে গেছে -----
দুদ্দাড় করে গিন্নি উঠে গেলেন । যাওয়ার সময় বিড়বিড় করে বলে গেলেন -
- আস্ত একটা পাগল !

২/
পিতা পুত্র প্রাতঃ ভ্রমন শেষে বাসায় ফিরেছি ।
গিন্নী দৌড়ে এলেন ,
- দেখ আমি কি পাগল । চা পাতা মনে করে কালিজিরা পাতিলে দিয়ে আধা ঘণ্টা ধরে ফুটাচ্ছি । হিহিহি --
- নিজের স্বরূপ উদ্ঘাটন করিতে পারিয়াছ দেখিয়া প্রীত হইলাম ।
তিনার হাসি মিলাইয়া গেলো ।
তোমার সাথেও মানুষ কথা বলে ? পা---গল ।

৩/
বাথ রুম থেকে বেরিয়ে দেখি , মাতা - পুত্র কন্যা সহযোগে আনন্দ আলো পত্রিকার উপর ঝুঁকে আছে ।
আমার ডাক পড়লো । দেখলাম , মিস ফটোজেনিক প্রতিযোগিতা । দশটি পরীর ছবি । আমাকে জিজ্ঞাসিলো বল তো ,কোনটা ফার্স্ট হবে বা কোনটা বেশি সুন্দরী ?
এ কি বিপদে পড়লাম ! আমার কাছেতো সকল মেয়েকেই বিশ্ব সুন্দরী বলে মনে হয় !
একটার চমৎকার চুল দেখে বললাম , এইটা ।
হোহো করে হাস্যরোল উঠলো ।
গিন্নি বললেন- তোমার কোন চয়েজই নাই ।
কাচু মাচু হয়ে বললাম - তা ঠিক , চয়েজ থাকলে কি আর তোমারে----- ----
গিন্নি বললেন- পাগলটার মাথা পুরাই গেছে ! আস্ত পাগল !!!

আমি মান্না দে হয়ে গেলাম - ''যখন কেউ আমাকে পাগল বলে ---------- ''



মন্তব্য ৮৩ টি রেটিং +১১/-০

মন্তব্য (৮৩) মন্তব্য লিখুন

১| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ৯:২০

শায়মা বলেছেন: - আমি কি ঘটক পাখী ভাই ?
- না , তুমি পশু ভাই , ঠিকাছে ?



হা হা হা :P


,কোনটা ফার্স্ট হবে বা কোনটা বেশি সুন্দরী ?
এ কি বিপদে পড়লাম ! আমার কাছেতো সকল মেয়েকেই বিশ্ব সুন্দরী বলে মনে হয় !


খাঁটি পশুভাই হবার লক্ষন!!!!!!!! :) :) :)


:P

২৫ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ৯:৪১

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: শায়মা , শেষ মেশ তুমিও তেনার দলে ভিড়লা ! !

২| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ৯:২১

পুলহ বলেছেন: আপনি তো অত্যন্ত ত্যাগী মানুষ লিটন ভাই, প্রতিদিন সকালে উইঠা আলস্য ত্যাগ করেন....
বরাবরের মতই মজার পোস্ট। তবে হাসাহাসির মাঝেও একটা সুখী পরিবারের স্পষ্ট প্রতিচ্ছবি দেখতে পেলাম।
পরম করুণাময় আপনাদের আনন্দে রাখুন, সব সময়!
শুভকামনা।

২৫ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ৯:৪৫

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আসলে হে'ই পাগল , তাই আমারে সারাক্ষণ পাগল বলে । এর ভিতরও আপনি সুখী পরিবারের স্পষ্ট প্রতিচ্ছবি দেখতে পেলেন ?
আপনাকে অনেক ধন্যবাদ পুলহ ।

৩| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ৯:২৫

সাহসী সন্তান বলেছেন: টুকরো কথন! সিক্রেট ফাঁস করায় ধইন্ন্যা! কিন্তু কথা হলো আমাগোরও ভবিষ্যৎ কি এই পালি চলবো ভাউ...... |-)

ওরে তোরা কেউ আমারে হেমলক আইন্নাদে, আমি তাই গলায় দিয়া আত্মহত্যা করবার চাই! ;)

২৫ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ৯:৪৯

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আপনার অনেক সাহস , সাহসী ভাই ।
আপনারে ম্যানিলা রোপ আইনা দিতাছি ওটা খেয়ে আত্মহত্যার ট্রাই করবার পারেন । :P

৪| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ৯:৩৫

জনৈক অচম ভুত বলেছেন: উপরোক্ত আলোচনা থেকে আমরা এই সিদ্ধান্তে উপনীত হইতে পারি যে, স্ত্রীজাতিকে ঘাটতে যাওয়া বা তাদের সাথে মতানৈক্য পোষন করা অনুচিত। এতে বারংবার পাগল প্রতীয়মান হইতে হয়। :#)

২৫ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ৯:৫৫

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আসলে পুরা স্ত্রীজাতিটাই পাগল ভূত ভাই , নইলে আমাগোরে পাগল কইতো না =p~

৫| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ৯:৩৬

সুমন কর বলেছেন: চয়েজ থাকলে কি আর তোমারে----- ----
গিন্নি বললেন- পাগলটার মাথা পুরাই গেছে ! আস্ত পাগল !!!
--- =p~

মজার রম্য।

২৫ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ৯:৫৭

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: অনেক ধন্যবাদ কবি ।

৬| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ৯:৪২

শায়মা বলেছেন: আমি তো অলওয়েজ তেনার দলে!!!:)

২৫ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ৯:৫৯

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: রতনে রতন চিনে , পাগলী চিনে পাগলী :-P
স্বগতোক্তি করলাম , তোমারে কিছু কই নাই শায়মা ! =p~

৭| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ৯:৪৩

গেম চেঞ্জার বলেছেন: কাতুকুতু পোস্ট! =p~

২৫ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১০:১০

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আপনার এত কাতুকুতু ক্যা গেম ভাই ?
ওখানে চুল তার কবেকার-- অবস্থা করে রাখছেন নাকি ? :P

আসলে আমারও হইছে তলানী দশা =p~=p~

৮| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ৯:৫৯

আরণ্যক রাখাল বলেছেন: হে হে

২৫ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১০:১২

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: নিজে নিজে হাসেন ক্যান রাখাল ভাই ! ভাবিতো আপনারেও কইব পা----- :P

৯| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১০:০৬

আহমেদ জী এস বলেছেন: গিয়াস উদ্দিন লিটন ,



বিয়ে করলে সবাই-ই একরকম পাগল হয় । :(

তবে যাপিতানু রম্য বলে অন্দরমহলের যে মশারী ওঠালেন, তার ফাঁক দিয়ে একটা প্রেমময় গল্প বেড়িয়ে এলো । গিন্নির ওরকম করে " পা---গোল " বলায় ধন্য আপনি ধন্য যে । ও " পাগল" তো রাস্তার পাগল নয়, ও "পাগল' হলো গিয়ে "প্রেমের পাগল" । মাইয়া -পোলার সামনে তিনি ( মাইয়া -পোলার মা ) প্রেমের কথা কইবেন কেম্মে ? লজ্জাটজ্জা কইতে কিছু আছে না ? :-P

আপনি, পাগল তাহার ( তোমার / গিন্নির ) জন্য যে..................... সেতো পরিস্কার বোঝা গেল তবে শুধু শুধু মান্না দে'র মাথায় কাঁঠাল ভাঙলেন কেন ? পাগল কি মান্না দে একাই ? :D

হা.....হা..... ময় শুভেচ্ছা ।

২৫ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১০:২০

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ১০/১৫ বছর আগে এই মহিলারে আমি চিনতামও না আহমেদ জী এস ভাই ।
সেই অপরিচিত মহিলা কিনা আমারে কয় পাগল !!
আর আপনি কিনা তেনার পাগল শব্দের ভিতর প্রেম খুঁজে পাচ্ছেন ?
আপনার বিচার মানিনা !!!! :-P:-P

১০| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১০:০৭

গেম চেঞ্জার বলেছেন: লেখক বলেছেন: আপনার এক কাতুকুতু ক্যা গেম ভাই ?
ওখানে চুল তার কবেকার-- অবস্থা করে রাখছেন নাকি ?


হায়ঃ হায়ঃ :-B

আপনার তো শলম লদদা কম!! =p~

২৫ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১০:৩১

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: =p~=p~=p~=p~ :-P:-P

১১| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১০:৩৬

চাঁদগাজী বলেছেন:



আপনি তো ডেকে ডুকে বিপদ আনেন, দেখছি।

২৫ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১০:৪৬

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: পোস্টটা সতর্কতা মূলকও ধরতে পারেন গাজী ভাই , আপনি আবার বিপদে পইড়েন না !!!

১২| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১০:৫৮

রূপক বিধৌত সাধু বলেছেন: "গিন্নি বললেন- তোমার কোন চয়েজই নাই ।
কাচু মাচু হয়ে বললাম - তা ঠিক , চয়েজ থাকলে কি আর তোমারে----- ----" গিন্নির জন্য এক মিনিট নিরবতা!

২৬ শে সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১০:৪২

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: রূপক বিধৌত সাধু , পরিসংখ্যানে দেখা গেছে গিন্নিরা দৈনিক গড়ে ৭০০০ শব্দ বলে , পুরুষরা ২০০০ । নিরবতা কি জিনিষ তারা জানেই না । তাই তাদের হয়ে আমাদেরই নীরবতা পালন করতে হবে !!!! =p~

১৩| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১১:০৯

প্রামানিক বলেছেন: হা হা মজার পোষ্ট

২৬ শে সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১০:৪৬

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: অনেক ধন্যবাদ প্রামানিক ভাই ।

১৪| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১১:২৯

আহমেদ জী এস বলেছেন: গিয়াস উদ্দিন লিটন ,



কয় কি !!!!!!!!!!!!!!!
আপনেরে পাগল কইছে ? একটা কেস ঠুইক্কা দ্যান । স্বামী নির্যাতনের । #:-S

অবশ্য আপনেরে পাগল না কইয়া ভদ্রমহিলা্র উপায়ও নাই । বিয়া করছেন কয় বচ্ছর আগে হেডাও ভুইল্লা গ্যাছেন ?
১০ বচ্ছর না ১৫ বচ্ছর আগে ? হিসাবও তো ঠিক নাই । পাগল তো কইবোই ............... B-))

২৬ শে সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১০:৫৭

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আহমেদ জী এস ভাই, এই জিনিষের মেয়াদ উত্তীর্ণ বলে কোন বিষয় নাই , তাই বচ্ছর মচ্ছর মনে রাইখা লাভ কি ? :-P

১৫| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১১:৪৪

রক্তিম দিগন্ত বলেছেন:
হেহেহে!!!!
গিন্নি যে পাগলরে সহ্য কইরা এখনো পইড়া আছে তাতেই পুরষ্কার দেওন দরকার তো ভাই!!!

B-))

কাচু মাচু হয়ে বললাম - তা ঠিক , চয়েজ থাকলে কি আর তোমারে----- ----
গিন্নি বললেন- পাগলটার মাথা পুরাই গেছে ! আস্ত পাগল !!!
=p~
পুরাই জোস! পাগলরে সুন্দরী দেখাইতে নাই। :#)

২৬ শে সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১১:১৭

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: হায় হায় রে ! পৃথিবীর সবতে পাগল অইয়া গেছে , নাইলে আমারে পাগল কইতো না !!!
রক্তিম ভাইও ভাবীর লগে সুর মিলাইলেন ? =p~

১৬| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১১:৪৬

নীলপরি বলেছেন: ভালো লাগলো ।

২৬ শে সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১১:১৮

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ধন্যবাদ নীলপরি ।

১৭| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১১:৫৯

বোরহাান বলেছেন: ব্যাপক বিনুদুন :v

২৬ শে সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১১:২২

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: অসংখ্য ধন্যবাদ বোরহাান ভাই ।

১৮| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১২:৩৩

দ্যা ফয়েজ ভাই বলেছেন: অনেক চিন্তা ভাবনার পর বুঝলাম যে,ভাবীরে সাপোর্ট করাই শ্রেয়।কারণ আপনার বাসায় গেলে ভাবীই খানাপিনার ব্যবস্থা করবো।আপনে না।সুতরাং ভাবীর সাথে তাল মিলিয়ে বলি :আপনে একটা পা---------- ;)

২৬ শে সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১১:৩২

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: খানা পিনার লোভে আপনি বিরুদ্ধ শিবিরে যোগ দিলেন ?
আপনারে মাইনাস ফয়েজ ভাই :-P

১৯| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ২:৪৩

মার্কো পোলো বলেছেন:
হাহা
হেহে
এতো বিনুদুন! :P. আস্ত একটা পা--গল। :) :)

২৬ শে সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১২:১২

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আমার দুস্কের মাঝে আপনি বিনোদন খুজে পেলেন ?
আপনি মানুষ ভালা না মার্কো পোলো ।

২০| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ২:৪৬

শেয়াল বলেছেন: আফনে হইলেন আস্ত একটা পা---গল

:-P :-P :-P :-P

২৬ শে সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১২:১৫

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আপ্নে আস্ত একটা শে---য়াল :-P :-P :-P :-P

২১| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৯:০৬

মাদিহা মৌ বলেছেন: ইয়াল্লাহ!

আপনার পা গোল? তাহলে তো জুতা কোম্পানিগুলির আপনার জন্য গোল জুতা বানাতে হবে!!!


:P
মজা পেয়েছি। তাই আমারো একটু ক্ষুদ্র প্রচেষ্টা … :P

২৬ শে সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১২:১৯

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আসলেই তো!! তিনিতো আমাকে পাগল বলেন নি ? পাগোল ই বলেছেন মনে হয় ! =p~

২২| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১০:৩৪

হাসান মাহবুব বলেছেন: সুইট খুনসুটি।

২৬ শে সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১২:২১

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: সুইট কমেন্ট =p~=p~

২৩| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১১:২৪

শামছুল ইসলাম বলেছেন: হা .. হা..

চমৎকার দাম্পত্য কলহ !!!!!!

ভাল থাকুন । সবসময় ।

২৬ শে সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১২:২২

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: এটা কি বলেন শামছুল ইসলাম ভাই , কলহ কেম্নে চমৎকার হয় :P

২৪| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১১:৪৭

দিশেহারা রাজপুত্র বলেছেন:
রম্য না আমি তো ভালোবাসার সুঘ্রাণ পাই।

২৬ শে সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১২:২৪

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: বুঝছি ! আপনি এখনো বিয়া করেন নাই :P

২৫| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১২:০৮

রক্তিম দিগন্ত বলেছেন:
আরে ভাই বুঝেন না ক্যারে?? ভুলে-চুলে যদি কোনদিন দাওয়াত দেন - তাইলে তো ভাবীই রাইন্ধা খাওয়াইবো। আগে থেইক্কা একটু পক্ষ না নিলে তো আপনের লাহান পা--গল দলে থাকা লাগবো।

এর লিগাই ব্যবস্থা বুইঝা সুযোগ নিলাম।

২৬ শে সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১২:২৮

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আহারে ! আপনিও বুঝি দ্যা ফয়েজ ভাই'র দলে =p~

২৬| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১২:২৬

খায়রুল আহসান বলেছেন: যাপিতানু রম্যের ভেতর দিয়ে সুখের গল্প বেরিয়ে এলো। + +

২৬ শে সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১২:৩২

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: মাইনশের বউরা জানু, টিয়া , হাবি জাবি কত সুন্দর সুন্দর কথা কয় ! আর আমি আজীবন 'পাগল'ই শুনে গেলাম । এর ভিতর খায়রুল আহসান ভাই সুখের গল্প কোথায় পাইল বুঝলাম না । =p~
দূষকটা কাউরে বুঝাইতে পারলাম না ! আফসুস !!!

২৭| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১২:৩০

মাহমুদ০০৭ বলেছেন: লিটন ভাই কেন পাগল ;) B-) মজা পেলাম অনেক ।

২৬ শে সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১:০৯

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আপনিই শুধু আমার দুঃখটা বুঝলেন মাহমুদ ভাই B-)

২৮| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১:২২

দিগন্ত জর্জ বলেছেন: হা হা হা.... কাচু মাচু হয়ে বললাম - তা ঠিক , চয়েজ থাকলে কি আর তোমারে----- ---- যা কইছেন, আপনার খাওন যে বন্ধ কইরা দেয় নায় আপনার কপাল ভালা।

সকাল সকাল কফির সাথে আপনার রম্য!! ভালো লাগছে!!

২৬ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৫:২০

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: সুন্দর মন্তব্য , অনেক ধন্যবাদ জর্জ ।
তা কোথায় আছেন ? এখনো সকাল !!!

২৯| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১:২৬

নেক্সাস বলেছেন: ভাল রম্য। পাগলে পাগলে দুনিয়া গোল

২৬ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৫:৩৬

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আমার পুত্রা বউও কি আপনারে ---- :P

৩০| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৩:৩১

সামিউল ইসলাম বাবু বলেছেন: ভাইয়া, এটা যদি ভাবি পড়ে তবে কিন্তু অবস্থা খারাপ করে ফেলবেনে!!!

২৬ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৫:৩৮

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: তিনি ব্লগ পড়েন না , আমি নিরাপদ =p~ =p~

৩১| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৫:০৬

কামরুন নাহার বীথি বলেছেন:
ভারতে কুত্তা টুত্তার সাথেও মেয়েদের বিয়ে হয় বলে শুনেছি । কোন পশু ভাইয়ের বউ হতে চাইলে , তুমি ইন্ডিয়া গিয়ে ট্রাই মারতে পার ।------------- =p~ =p~


এ কি বিপদে পড়লাম ! আমার কাছেতো সকল মেয়েকেই বিশ্ব সুন্দরী বলে মনে হয় !
------------- আহারে চোখ দু'টো!!! =p~ =p~


পুরাই জটিল!! অনেক ধন্যবাদ ভাই!!!!!

২৬ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৫:৫৭

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ''বন্ধুর দুইটা চোখ , যেন দোনলা বন্দুক'' আমার চোখ কিন্তু সেরকম নয় বীথি ! =p~
আপনাকেও ধন্যবাদ ।

৩২| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৫:৪৫

টোকাই রাজা বলেছেন: :) :) :)

২৬ শে সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:৫৫

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: হাসেন কয়ান রাজা সাব ? :)

৩৩| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:১৭

দিগন্ত জর্জ বলেছেন: বাংলাদেশেই আছি। আপনার লেখাটা অফিসে গিয়েই পড়লাম। সাথে সাথেই মন্তব্যটা লিখে ফেললাম। কিন্তু মন্তব্য পোস্ট বাটনে ক্লিক করার সাথে সাথেই নেক কানেকশান চলে গিয়েছিলো। নেট আসছে দুপুরের পরে। কমেন্ট দুপুরে পোস্ট হলেও, লেখার স্বাদ তো কফির সাথেই পাইছি!!!

২৬ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:১১

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: B-) B-) B-) B-) B-) B-)

৩৪| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৪৪

অশ্রুকারিগর বলেছেন: আহা, কি সুখ!

২৬ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:৪৪

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ধন্যবাদ কারিগর ।

৩৫| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:০২

জুন বলেছেন: প্রামানিক ভাইয়ের পাগলের কবিতা পড়ে এসেই আপনাদের পাগলা খুনসুটির কাহিনীতে খুব মজা পেলাম গিয়াসলিটন। ভালোবাসার ঘরে ঘরে এমন পাগল থাকুক এই কামনায়।
+

২৬ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:৫৪

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: সুন্দর মন্তব্য , চমৎকার শুভ কামনা । অনেক ধন্যবাদ জানবেন জুনাপু ।

৩৬| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:৩২

পথহারা মানব বলেছেন: সত্যি গিয়াস ভাই এই বঊজাতিটা বড়ই অদ্ভুত...বিয়ের আগে দেখি মেয়ের চেহারা সুরত গোল-গাল কি না আর বিয়ের পর দেখি পাগল কি না।
এক্সিলেন্ট রম্য...খুব আনন্দ পেয়েছি

২৬ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ৯:০২

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: পাগল শুনতে শুনতে আমি পাগল হয়ে যাচ্ছি ! আমিও আপনার মত পথ হারা বিবাগী হতে চাই মানব ভাই :P

৩৭| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:৩৪

ঢাকাবাসী বলেছেন: দুর্দান্ত সাহস আপনার! ওনাকে বলতে পারলেন যে নিজের স্বরূপ ...। বেশ মজা পেলুম

২৬ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ৯:০৮

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আপনার মুখে আমার সাহসের তারিফ শুনে ভাল লাগলো । অনেক ধন্যবাদ ঢাকাবাসী ।

৩৮| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১০:২৮

নুরুন নাহার লিলিয়ান বলেছেন: নির্মল বিনোদনে পেলাম।

২৭ শে সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:৪৩

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আপনার মন্তব্যে অনুপ্রাণিত । ধন্যবাদ লিলিয়ান ।

৩৯| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১১:৩৭

দ্যা ফয়েজ ভাই বলেছেন: খাদ্যরসিক মানুষ।।।আপনে যদি খানাপিনার আয়োজন করেন তাহলে ভাবীকে নয় আপনাকেই সাপোর্ট করা হবে।

২৭ শে সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:২৪

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ভাবিকেই সাপোর্ট করেন তবে খানা পিনার সময় আমাকেও রাইখেন B-)

৪০| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৬ ভোর ৪:২৮

ডঃ এম এ আলী বলেছেন: কোন দিকে বলি কথা Its a great dilemma তবে ব্যপক বিনোদন পাওয়া গেল ।

২৯ শে সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১১:০১

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: অসংখ্য ধন্যবাদ ডঃ এম এ আলী ভাই ।

৪১| ০২ রা অক্টোবর, ২০১৬ রাত ৩:৩৫

ডঃ এম এ আলী বলেছেন: আপনাকেও ধন্যবাদ

০৬ ই অক্টোবর, ২০১৬ দুপুর ১২:৩০

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: B-) B-) B-) B-) B-)

৪২| ০৫ ই অক্টোবর, ২০১৬ সকাল ১০:৩৮

মেহেরুন বলেছেন: রম্য রচনা পড়িয়া ব্যাপক বিনোদন পাইলাম। B-) B-)

০৬ ই অক্টোবর, ২০১৬ দুপুর ১২:৩১

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: অনেক দিন পর আপনাকে দেখে বেশ ভাল লাগছে , অনেক ধন্যবাদ মেহেরুন ।

৪৩| ০৭ ই অক্টোবর, ২০১৬ দুপুর ১২:৫৭

বিলিয়ার রহমান বলেছেন: বিনেদন, মজা, লুল :D :D ;)

০৮ ই অক্টোবর, ২০১৬ দুপুর ১২:৫৪

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: তাইলে কি একের ভিতর তিন ? :D :D

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.