নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সবাই যখন নীরব, আমি একা চীৎকার করি \n-আমি অন্ধের দেশে চশমা বিক্রি করি।

গিয়াস উদ্দিন লিটন

এত বুড়ো কোনোকালে হব নাকো আমি, হাসি-তামাশারে যবে কব ছ্যাব্‌লামি। - রবীন্দ্রনাথ ঠাকুর

গিয়াস উদ্দিন লিটন › বিস্তারিত পোস্টঃ

বই মেলায় আমার দু;টি বই

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১০:৩২



১। ক্ষুদে জিনিয়াস’দের কথা



চার বছরের বাংলাদেশি আইনস্টাইন সুবর্ণ, গিনেসে বিশ্বের সবচেয়ে ক্ষুদে প্রোগ্রামার বাংলাদেশের রূপকথা, ১৩ বছরেই আস্ত একটা রোবট কোম্পানির মালিক শুভম, ৮ বছর বয়সেই সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ ও গেমস নির্মাতা প্রতিষ্ঠান প্রুডেন্ট গেমস-এর প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) রুবেন পাল, বাঙ্গালী এরকম আরও অনেক ক্ষুদে জিনিয়াস আছে যারা খুব অল্প বয়সেই ক্রীড়া, জ্ঞান বিজ্ঞান ও প্রযুক্তির নানা শাখায় নিজেদের দক্ষ করে গড়ে তুলেছে এবং হয়েছে নন্দিত, পেয়েছে বিশ্বজোড়া খ্যাতি।


ক্ষুদে পাঠক তথা শিশু কিশোরদের উৎসাহিত করার লক্ষ্যে এই গ্রন্থে কয়েকজন অল্প বয়সী ‘জিনিয়াস’ এর সাথে পরিচয় করিয়ে দেওয়া হয়েছে যারা বয়সে ছোট হলেও তাদের কাজকে ছোট করে দেখার কোন সুযোগই নেই।

আশা করছি গ্রন্থটি পাঠে ক্ষুদে পাঠকরা অনুপ্রাণিত হবে ।
বইটির মুল্য- ১৫০ টাকা।

২/ প্রবাসে বাংলাদেশী গুণীজন



কৃত্রিম কিডনি আবিষ্কারক ড. শুভ রায় , রিদমিক জিমন্যাস্টিকের ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ে ২ নম্বরে অবস্থান কারী রিতা মামুন , প্রেসিডেন্ট ওবামার উপদেষ্টা , ড. এন নীনা আহমাদ , কাতার আমিরের উপদেষ্টা ডক্টর হাবিবুর রহমান, কৃত্রিম মানব ফুসফুসের উদ্ভাবক জিনবিজ্ঞানী আয়েশা আরেফিন টুম্পা, অস্ট্রেলিয়া ডুবুরিদের প্রশিক্ষক মুসলিমা,( যিনি মাদ্রাসা থেকে ফাজিল পাস) আমাজন জঙ্গলের জংলী রানী সারা বেগম, লাইট কিক বক্সিং এ দুই বারের বিশ্ব চ্যাম্পিয়ন আব্দুল আলি সহ এরকম ৪০ জন প্রবাসীর জীবন ও কর্ম নিয়ে ‘প্রবাসে বাংলাদেশী গুণীজন’ । বইটি পাঠে পাঠক নিজেদের নিয়ে গর্ব করার অনুষঙ্গ খুজে পাবেন বলে ধারনা।
বইটির মুল্য- ২৫০ টাকা।

বই দু;টি প্রকাশ করেছেন- মইনুল আহসান সাবের।
প্রকাশনায় - দিব্য প্রকাশ।
প্রচ্ছদ – ধ্রুব এষ ।
বই দু;টি পাওয়া যাচ্ছে,অমর একুশে বইমেলায়, স্টল নম্বরঃ ১৫৪,১৫৫,১৫৬ ও ১৫৭।

সামহোয়্যার ইন ব্লগের পাঠকগন আন্তরিকতা বশে আমার আবজাব লিখাকে প্রশ্রয় দিয়ে দিয়ে আমাকে এই পর্যায়ে নিয়ে এসেছেন। আশা করছি বই দু;টিও তাঁদের সহানুভূতি পাবে। সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা।

মন্তব্য ৪৮ টি রেটিং +৭/-০

মন্তব্য (৪৮) মন্তব্য লিখুন

১| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১১:২৪

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: আপনার জন্য ডাবল শুভ কামনা।

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১১:৩৪

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: অনেক ধন্যবাদ শাহাদাৎ ভাই।

২| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১২:৩৫

কামরুন নাহার বীথি বলেছেন:

অভিনন্দন ভাই আপনাকে, শুভেচ্ছা অজস্র!!

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৫:৫৫

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: অনেক ধন্যবাদ কামরুন নাহার বীথি ।

৩| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১:৪১

সুমন কর বলেছেন: শুভেচ্ছা এবং শুভকামনা রইলো।

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:০৯

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আপনার জন্যও শুভ কামনা কবি।

৪| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৪:৪০

শাহরিয়ার কবীর বলেছেন:
শুভকামনা রইলো ভাই ।

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:২৪

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: অনেক ধন্যবাদ শাহরিয়ার কবীর।

৫| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:৩৮

সাহসী সন্তান বলেছেন: যতদূর জানি দ্বিতীয় বইটা তো গতবার বের করছিলেন? তাহলে এবার কি সেইটার নতুন সংস্করন বের করছেন, নাকি পূর্বেরটাই? না মানে দ্বিতীয় বইটা গতবারই সংগ্রহ করছিলাম সেজন্যই জিজ্ঞাসা করলাম!

বই দু'টো পাবলিশের জন্য আপনাকে অভিনন্দন! এবং সেই সাথে শুভ কামনা রইলো!

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:৫২

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: দ্বিতীয় বইটা গত মে'তে প্রকাশিত হয়েছিল। দুটি বইই মেলায় এই প্রথম এলো সাস ভাই। অনেক ধন্যবাদ জানবেন।

৬| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৯:৩৬

সাহসী সন্তান বলেছেন: ওহঃ স্যরি খেয়াল ছিল না! আমি ভাবছিলাম গত বইটা মনে হয় মেলাতেই প্রকাশ করছিলেন! আমি অবশ্য বইটা ভিন্ন ভাবে সংগ্রহ করছিলাম! যাহোক, ইচ্ছা আছে ১৬ তারিখের পরে মেলাতে যাবো! যদিও এখনো কিছুটা টানা-পোড়েনের মধ্যে আছি, তারপরেও চেষ্টা করবো!

আর গেলে উপরের বইটা অবশ্যই সংগ্রহ করবো! ধন্যবাদ ভাই!

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:৪৬

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: অনেক অনেক ধন্যবাদ সাস ভাই।

৭| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৪:০৮

জেন রসি বলেছেন: ক্ষুদে পাঠক তথা শিশু কিশোরদের উৎসাহিত করার লক্ষ্যে এই গ্রন্থে কয়েকজন অল্প বয়সী ‘জিনিয়াস’ এর সাথে পরিচয় করিয়ে দেওয়া হয়েছে যারা বয়সে ছোট হলেও তাদের কাজকে ছোট করে দেখার কোন সুযোগই নেই।

খুব চমৎকার একটা কাজ করেছেন। শুভকামনা রইলো। :)

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:৪৮

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আপনার জন্যও শুভ কামনা জেন রসি ।

৮| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৪:১৮

রফিকুজজামান লিটন বলেছেন: শুভেচ্ছা এবং শুভকামনা !!

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৯:১১

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আপনার জন্যও শুভ কামনা মিতা।:)

৯| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৮:১৭

ডঃ এম এ আলী বলেছেন:



ছোটদের জন্য একটি অসাধারন মহতি সাহিত্য কর্ম ।
ছোটদের সাহিত্য কর্মকে কিভাবে জাতীয় মর্যাদা
দেয় তার একটি উদাহরণ তুলে ধরা হয়েছে
আমার নতুন পোস্ট উত্তরের যাত্রা
এস্কিমো দর্শনে ।

বইটির সাফল্য কামনা করি ।
অনেক শুভেচ্ছা রইল ।

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৯:৩৮

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: উত্তরের যাত্রা এস্কিমো দর্শনে পড়ে এলাম। অসাধারন পোস্ট!
আপনিও শুভ কামনা জানবেন ডঃ।

১০| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৮:৩৮

মাহমুদুর রহমান সুজন বলেছেন: আপনার বই দুইটির সফলতা কামনা করছি। সাথে আপনাকে অনেক অনেক ধন্যবাদ শিশু কিশুরদের জন্য আপনার এই প্ররিশ্রমের জন্য।

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৯:৪৩

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: সুন্দর মন্তব্যের জন্য আপনাকেও ধন্যবাদ মাহমুদুর রহমান সুজন

১১| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৮:৫৪

চাঁদগাজী বলেছেন:


অভিনন্দন।

দেশে ফেরার পর, সংগ্রহ করার চেস্টা করবো।

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১১:৪৭

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: এ আমার সৌভাগ্য!!
অনেক ধন্যবাদ গাজী ভাই।

১২| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ২:০৭

সচেতনহ্যাপী বলেছেন: শুভকামনা।। ভাল থাকবেন।।

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১২:৪০

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আপনার জন্যও শুভ কামনা।

১৩| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১২:১৪

খায়রুল আহসান বলেছেন: দুটো বই এর জন্যই আন্তরিক অভিনন্দন!
২০ তারিখের পর থেকে প্রতিদিন বিকেল ৫/৬ টা থেকে মেলায় উপস্থিত থাকার আশা রাখি। এবারে আপনার এবং আমার প্রকাশকের স্টল দুটো পাশাপাশি অবস্থানে রয়েছে। মেলায় আসলে জানাবেন, আপনার হাত থেকেই বই দুটো নিতে চাই।
(আমার কবিতার বই এর প্রকাশক জাগৃতি প্রকাশনী, স্টল নং ১৫৯-১৬০। বই এর নাম- প্রেমের একটি ফুল ফুটুক, শুষ্ক হৃদয়েই

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১২:৪৫

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: প্রেমের একটি ফুল ফুটুক, শুষ্ক হৃদয়েই আমার সংগ্রহের তালিকায় আছে। ব্যাটে বলে মিললে , দেখা করার আশা রাখছি।
অনেক ধন্যবাদ খায়রুল আহসান ভাই।

১৪| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১০:৪০

বিলিয়ার রহমান বলেছেন: অভিনন্দন ভাইজান!!!:)


অনেক অনেক শুভকামনা!:)

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১২:০৬

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আপনার জন্যও শুভ কামনা বিলিয়ার রহমান

১৫| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১১:২৬

অগ্নি সারথি বলেছেন: শুভকামনা!!

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৮:৪৯

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আপনার জন্যও শুভ কামনা অগ্নি সারথি ।

১৬| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১:৪৪

হাসান মাহবুব বলেছেন: দারুণ থিমের বই দুটো :#)

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৮:৫০

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: অনেক ধন্যবাদ হাসান মাহবুব ভাই।

১৭| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১০:১২

আহমেদ জী এস বলেছেন: গিয়াস উদ্দিন লিটন ,




আপনার প্রথম বইয়ের কথা জানতুম না । দ্বিতীয়টি "প্রবাসে বাংলাদেশী গুণীজন" কেনার আশা নিয়ে ১০ তারিখে গিয়েছিলুম । বইয়ের নাম ও আপনার নাম বলতে শুনতে হলো নিরাশার কথা - এখন নেই আসবে ।
দুঃখিত হওয়া ছাড়া আর কিছু করার ছিলোনা । আমি বোধহয় ব্লগারদের বই মেলায় আসার আগেভাগেই মেলায় তশরিফ রেখেছিলুম !

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৮:৫৪

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আহমেদ জী এস ভাই, "প্রবাসে বাংলাদেশী গুণীজন" ৮/৯ মাস আগে পাব্লিশ হয়েছিল। এর দ্বিতীয় সংস্করণ হচ্ছিল, তাই মেলার প্রথম দিকে বইটি পাওয়া যায়নি।
মেলায় গিয়ে আমার কথা ভুলেন নি, এ আমার পরম পাওয়া । অনেক শুভ কামনা জানবেন ।

১৮| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১১:৫২

টুনটুনি০৪ বলেছেন: আমি আপনার পোষ্টটি পড়ে অনেক অনুপ্রানিত হলাম। আপনার বইগুলো নিয়ে সামান্য কথাই অনেক ভালো লেগেছে।
আশা করি , যারা আপনার বইগুলো পড়বে - তারা অনেক কিছু জানবে এবং বুঝবে। অল্পকিছুতেই অনেক গুরুত্বপুর্ণ কথা খুজে পেলাম।

ভালো থাকবেন । আপনার জন্য শুভ কামনা রইল।

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১২:৩৬

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আপনার সুন্দর মন্তব্য অনেক ভাল লাগলো । ধন্যবাদ জানবেন টুনটুনি।

১৯| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৮:১২

গেম চেঞ্জার বলেছেন: গিয়াস ভাই, মেলয়া গিয়া উড়াধুরা কিছু বই নিয়ে এসেছি কিন্তু আপনার বইটার ওদিকে যাওয়া হয়নি! আজ মেলা শেষ, আমি সংগ্রহ করে ভাতিজা/ভাতিজীদের গিফট করব ইচ্ছে পোষণ করলাম! :)

০৩ রা মার্চ, ২০১৭ সন্ধ্যা ৭:২৯

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আশা করছি বইটি সংগ্রহ করেছেন গেম ভাই । অনেক শুভ কামনা জানবেন।

২০| ০১ লা মার্চ, ২০১৭ সন্ধ্যা ৬:৪৮

চাঁদগাজী বলেছেন:


মেলার পর, আপনার অনুভুতি জানান আমাদের।

০৩ রা মার্চ, ২০১৭ সন্ধ্যা ৭:২৭

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আজ জানালাম :)

২১| ০১ লা মার্চ, ২০১৭ সন্ধ্যা ৭:৫৯

জুন বলেছেন: অভিনন্দন আপনাকে গিয়াসউদ্দিন লিটন । আশাকরি আপনার বইদুটো পাঠক প্রিয়তা পেয়েছে । কারন তা পাবার যোগ্যতা যোলো আনাই । ব্লগে আপনার প্রবাসে গুনীজনের নিয়মিত পাঠক ছিলাম । তাই আশাও করেছিলাম এটি একদিন বই হিসেবে প্রকাশিত হবে :)

০৩ রা মার্চ, ২০১৭ সন্ধ্যা ৭:৩১

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আপনাদের আন্তরিকতায় দু;টি বইই পাঠক প্রিয়তা পেয়েছে। অনেক ধন্যবাদ জানবেন জুন।

২২| ০২ রা মার্চ, ২০১৭ দুপুর ২:২৫

সিফটিপিন বলেছেন: আপনার বই কেমন বিক্রি হইল?

০৩ রা মার্চ, ২০১৭ সন্ধ্যা ৭:৩২

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: এই নিয়ে আজ একটি পোস্ট দিয়েছি, চোখ বুলাতে পারেন সিপ্টিপিন।

২৩| ০৪ ঠা মার্চ, ২০১৭ সকাল ১০:৫৭

ওসেল মাহমুদ বলেছেন: শুভকামনা !

০৪ ঠা মার্চ, ২০১৭ সকাল ১১:২৬

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: অনেক ধন্যবাদ ওসেল।

২৪| ০৯ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৩:৫৭

রেজওয়ান তানিম বলেছেন: আপনার ব্লগটি ভিন্নধর্মী। আগে কেন আমার চোখে পড়েনি ভেবে একটু অবাক হচ্ছি। দুঃখ ও হচ্ছে।

আপনার বইয়ের জন্যে শুভকামনা। ছয় বছর পূর্তির শুভেচ্ছা।

১৯ শে জুন, ২০১৭ রাত ৯:৩১

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আমার ব্লগটি মুলত হিজিবিজি। যা মনে আসে তা পোস্ট করি। মৌলিক লিখগুলি মুলত রম্য, আগামীতে একটি রম্য গ্রন্থ প্রকাশ করার ইচ্ছে আছে। মন্তব্যের জন্য ধন্যবাদ রেজওয়ান তানিম

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.