নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সবাই যখন নীরব, আমি একা চীৎকার করি \n-আমি অন্ধের দেশে চশমা বিক্রি করি।

গিয়াস উদ্দিন লিটন

এত বুড়ো কোনোকালে হব নাকো আমি, হাসি-তামাশারে যবে কব ছ্যাব্‌লামি। - রবীন্দ্রনাথ ঠাকুর

গিয়াস উদ্দিন লিটন › বিস্তারিত পোস্টঃ

সামুতে ৬ বছর, অনেকেই আছেন, অনেককেই মিস করি

০৭ ই এপ্রিল, ২০১৭ রাত ১০:৫৬



দেখতে দেখতে সামহোয়্ যারইন ব্লগে ৬ বছর কাটিয়ে দিলাম। আজ আমার ব্লগের বয়স ৬ বছর ১ দিন। মূলত কমেন্ট করার জন্য রেজিস্ট্রেশন করা। এর আগে প্রায় ছয় মাস শুধু পড়েই গেছি। রেজিস্ট্রেশনএর পর কয়েকটা পোস্টও দিয়েছি। ততদিনে ব্লগে কিছুটা পরিচিত হয়েছি।নিজে বাঁচলে দিগম্বর মামার নাম নামে প্রথম রম্য পোস্ট দেই ১৩ ই মার্চ, ২০১৩ রাত ১:১৪ মিনিটে। লিখাটি জনপ্রিয়তা পায়, এ কারণে পরে দিগম্বর মামার আরো দুটি পর্ব লিখি। সেগুলোও পাঠক প্রিয়তা পায়।

প্রথম জনপ্রিয় পোস্ট ছিল মানুষ অনুরোধে ঢেঁকি গিলে , আমি গিলেছি রাইস মিল । এতে কমেন্ট ছিল প্রায় চার’শ,পঠিত ছিল প্রায় ১৯০০ বার। এখন পর্যন্ত আমার যে পোস্টটি সবচেয়ে বেশিবার পঠিত হয়েছে (লক্ষাধিক) সেটি হচ্ছে- ‘বেলজিয়ামের ইতিহাসে আজ অবধি ঘটে যাওয়া,সবচেয়ে চাঞ্চল্যকর অপরাধের তালিকায় শীর্ষে যে ক্রাই্‌ম তা ঘটানো হয়েছিল বাংলাদেশের জন্য’ এই পোস্টটি।

২৬ শে জুন, ২০১৫ থেকে শুরু করি প্রবাসে বাংলাদেশের রক্তের উত্তরাধিকারী গুণীগন নামে একটি সিরিজ যা এখনো অব্যাহত আছে। এ সিরিজে এ পর্যন্ত আমি ১৫৬ জন প্রবাসী গুণীকে নিয়ে আলোচনা করেছি। এই সিরিজের পাঠক প্রিয়তার রেশ ধরে পরবর্তিতেপ্রবাসে বাংলাদেশী গুণীজন ও ক্ষুদে জিনিয়াস’দের কথা নামে আমার দুটি বই বেরোয়।

বেশি আনন্দ পেয়েছি কিছু রম্য লিখে। তার মধ্যে উল্যেখ যোগ্য -

আজ খ্যাংরার গায়ে হলুদ ; একটি ভৌতিক রম্য ! =p~
একজন চিত্র শিল্পীর অকালমৃত্যু । ( ঘটনা বাস্তব ) :P
আমরা তখন উসাইন ভোল্টের বাপ ।,
পিতা পুত্রের গো-হাট পরিভ্রমন,
পোষাকের বিবতর্ন ; আমার মুখর্তা,
আমার যাত্রা দর্শন পর্ব ( কিছুটা রম্য :), কিছুটা ১৮+ :P:P ),
আলাম পাগলা ও কয়েকটি লাইভ জোক । B-):D:):P ,
ব্রহ্মদত্যি ও থানকুনি একটি রম্য পোস্ট,
অতিশয় নীরস পোস্ট ! =p~ ছবি দেখে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ রইল । শিক্ষণীয় কিছুর তালাশে যারা পোস্টে ঢুকবেন , তারাও হতাশ হবেন ।,
''কসম'' আমি ভূত দেখেছি'' =p~,
যাপিত রস ! রম্য হলেও ঘটনা বাস্তব ! =p~ =p~
একটি অ-রম্য! =p~ মৃণালিনী দেবীর রান্না করা কচুশাক খেয়ে রবি বাবু যে গানটি লিখেছিলেন ও মুজতবা আলীর অসার কথা ।,
স্বামী কেন চাকর ; জীবন থেকে নেয়া রম্য ।,
যখন কেউ আমাকে পাগল বলে ------/ যাপিতানু রম্য ।,
এন্তেজাম এ ধুম্র এস্তেমাল; একটি নিরস স্মৃতি =p~ =p~ ইত্যাদী।


সে সময় নানা মিথস্ক্রিয়ায় অনেকের সাথেই ভাল মিলতো। তাঁদের অনেকে এখনো ব্লগে আছেন। যেমন- আরজুপনি, কাজী ফাতেমা ছবি, কাল্পনিক_ভালোবাসা, জুন, ঢাকাবাসী, নেক্সাস, বিদ্রোহী ভৃগু, মানবী, শায়মা, মনিরা সুলতানা, রিফাত হোসেন, সাদা মনের মানুষ ।


আবার অনেককেই এখন আর ব্লগে দেখা যায়না , তাঁদের বড্ড মিস করি, যেমন- অন্যমনস্ক শরৎ, অঞ্জলি,অনীনদিতা, আমি বাঁধনহারা, আমি ইহতিব, আবুশিথি, এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা, কালোপরী, গ্রাম্যবালিকা, ঘুড্ডির পাইলট, চেয়ারম্যান০০৭, ত্রিশোনকু,মাহমুদুল হাসান কায়রো, মাক্স, মাহী ফ্লোরা, মেহেরুন, ম্যানিলা নিশি, রোকসানা লেইস, রোমান সৈনিক, রাজীব নুর, লাইলী আরজুমান খানম লায়লা, লেখোয়াড়, লেখাজোকা শামীম,লাবনী আক্তার , লোনলিফাইটার, সেলিম আনোয়ার, হাসান কালবৈশাখী, ৈহমনতী, হাসান যোবায়ের সহ অনেকে।

যারা আছেন, যারা নাই এবং নতুন করে যাঁদের সাথে পরিচিত হয়েছি সকলের জন্য শুভ কামনা।


মন্তব্য ১৪২ টি রেটিং +১৯/-০

মন্তব্য (১৪২) মন্তব্য লিখুন

১| ০৭ ই এপ্রিল, ২০১৭ রাত ১১:০৬

ধ্রুবক আলো বলেছেন: ষষ্ঠ বছরে পদার্পন
অনেক শুভেচ্ছা ও অভিনন্দন।

০৭ ই এপ্রিল, ২০১৭ রাত ১১:০৭

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আপনাকেও শুভেচ্ছা ধ্রুবক আলো ।

২| ০৭ ই এপ্রিল, ২০১৭ রাত ১১:০৯

Al Rajbari বলেছেন: যারা আছেন, যারা নাই এবং নতুন করে যাঁদের সাথে পরিচিত হয়েছি সকলের জন্য শুভ কামনা।।
-
ভাইয়া তোমার জন্যেও রইলো শুভ কামনা।।

০৮ ই এপ্রিল, ২০১৭ সকাল ১০:২৮

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: Al Rajbari , আপনার জন্যও অনেক শুভ কামনা।

৩| ০৭ ই এপ্রিল, ২০১৭ রাত ১১:১৬

সুমন কর বলেছেন: ৬ বছর পূর্তির জন্য রইলো অনেক অনেক শুভেচ্ছা....... !:#P

০৮ ই এপ্রিল, ২০১৭ সকাল ১০:৩১

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: অনেক ধন্যবাদ জানবেন কবি সুমন কর।

৪| ০৭ ই এপ্রিল, ২০১৭ রাত ১১:১৯

শাইয়্যানের টিউশন (Shaiyan\'s Tuition) বলেছেন: আপনাকে সাধুবাদ।

অনেক পুরোনো পথিকের কথা মনে করিয়ে দিলেন, ভাই। যারা নেই, তারা আসলে কোথায় গেলেন জানতে খুব ইচ্ছে করে মাঝে মাঝে।

০৮ ই এপ্রিল, ২০১৭ সকাল ১০:৩৬

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: তারা হয়তো বিজি আছেন। তাঁরা সামুকে ভুলে থাকতে পারবেন বলে মনে হয়না। অনেকেই ফিরে আসছেন, যেমন বেশ কিছু দিন থেকে ব্লগার মানবীকে ব্লগে নিয়মিত দেখা যাচ্ছে ।
আপনিও দি-বর্ষ পূর্তির শুভেচ্ছা নিন।

৫| ০৭ ই এপ্রিল, ২০১৭ রাত ১১:৩৮

হাসান কালবৈশাখী বলেছেন:
৬ বছর পূর্তি! অনেক অনেক শুভেচ্ছা!

আমারটা চেক করে দেখলাম ৬ বছর ৭ মাস।

০৮ ই এপ্রিল, ২০১৭ সকাল ১০:৩৮

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আপনি আমার সিনিয়র হাসান ভাই, সেই কাল থেকেই দেখছি , আপনি চমৎকার লিখনী শৈলী দিয়ে সামুর পাঠকদের মাতিয়ে রেখেছেন। অনেক ধন্যবাদ ভাই।

৬| ০৭ ই এপ্রিল, ২০১৭ রাত ১১:৫২

ধ্রুবক আলো বলেছেন: অনেককেই মিস করি, একমত হলাম আপনার সাথে।
আমি হয়তো অল্প কিছুদিন ধরে এই ব্লগে, তারপরও অনেককে লেখতে দেখেছি যারা ইদানিং আড়ালে রয়েছেন।

০৮ ই এপ্রিল, ২০১৭ সকাল ১০:৪২

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: অল্প দিনেই আপনি একজন পরিচিত মুখ। দেখতে দেখতে বছর ঘুরে এলো। বর্ষ পূর্তির শুভেচ্ছা নিন ধ্রুবক আলো।

৭| ০৭ ই এপ্রিল, ২০১৭ রাত ১১:৫২

দ্যা ফয়েজ ভাই বলেছেন: ষষ্ঠ বছরের পদার্পণে অভিনন্দন।খুব হিংসে হয় যখন সবাই আগের সময়ে সামু কতটা হিট ছিলো তা নিয়ে আলোচনা করে।কারণ,আমি সে সময়টায় থাকতে পারি নি।:(
এদিক দিয়ে হয়ত আপনি ভাগ্যবান।কিন্তু একয়েকদিন ব্লগের যে অবস্থা দেখছি তাতে তো মনে হয় অদূর ভবিষ্যতে আমরা ভূলেই যাবো সামু নামে একটা প্লাটফর্ম ছিলো।
ছয় বছর নয় ষাট বছর ধরে লিখে আমাদের আনন্দ দিবেন এই আশা রাখছি। :)

০৮ ই এপ্রিল, ২০১৭ সকাল ১০:৫৪

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আপনাকে বছর খানিক থেকে দেখছি। অনেকে আপনাকেও হিংসা করে, যারা আপনার পরে এসেছে :)
একয়েকদিন ব্লগের যে অবস্থা দেখছি তাতে তো মনে হয় অদূর ভবিষ্যতে আমরা ভূলেই যাবো সামু নামে একটা প্লাটফর্ম ছিলো। আমি এখনো হতাশ নই। পুরোনোরা যাচ্ছেন নতুনরা আসছেন, জাগতিক নিয়মেই সামু চলছে।
আশা করি পাঠকের ভালবাসায় সামু টিকে থাকবে অনেক কাল।
সুন্দর মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ দ্যা ফয়েজ ভাই।

৮| ০৭ ই এপ্রিল, ২০১৭ রাত ১১:৫৪

এডওয়ার্ড মায়া বলেছেন: শুভেচ্ছা এবং অভিনন্দন লিটন দা।
আপনারাই সামুর বেষ্ট ডেডিকেশন ।
জিও গুরু :) =p~

০৮ ই এপ্রিল, ২০১৭ সকাল ১১:০৮

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: মাঝের লাইনের জন্য শরমিন্দা!
আপনিও অনেক পুরনো ব্লগার, মেঘে মেঘে ৪ বছর কাটিয়ে দিলেন।
৪র্থ বর্ষ পুরতির শুভেচ্ছা নিন মায়া ভাই।

৯| ০৭ ই এপ্রিল, ২০১৭ রাত ১১:৫৪

ধ্রুবক আলো বলেছেন: আমি কিন্তু প্রথম হইছি। একটা নেমন্তন্ন পাওনা রইলাম। B-)

০৮ ই এপ্রিল, ২০১৭ সকাল ১১:১১

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আপনা লোকদের নেমন্তন্ন লাগে নাকি! যখন ইচ্ছে চলে আসুন আমার ব্লগ বাড়িতে :P

১০| ০৮ ই এপ্রিল, ২০১৭ রাত ১২:১১

মাহমুদুর রহমান সুজন বলেছেন: ষষ্ঠ বছরে পদার্পনে অাপনাকে লাল গোলাপ শুভেচ্ছা। সুন্দর হউক আপনার পথচলা।

০৮ ই এপ্রিল, ২০১৭ সকাল ১১:২৩

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আপনি আমার অনেক সিনিয়র, সেই প্রথম থেকেই আপনাকে ব্লগে দেখছি। ইদার্নিং কম লিখছেন মনে হয়।
সুন্দর শুভকামনার জন্য আপনাকে ধন্যবাদ মাহমুদুর রহমান সুজন।

১১| ০৮ ই এপ্রিল, ২০১৭ রাত ১২:২১

সচেতনহ্যাপী বলেছেন: অনেক শুভেচ্ছা রইলো।। সামনের দিনগুলিতেও সাথে থাকবেন।।

০৮ ই এপ্রিল, ২০১৭ সকাল ১১:৩০

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: অনেক দিন শুধু পাঠক হিসেবেই আপনাকে দেখছি। এবার আমাদেরও পাঠক হবার সুযোগ দিন ।
আপনিও ৪ বছর পূর্তির শুভেচ্ছা নিন সচেতনহ্যাপী।

১২| ০৮ ই এপ্রিল, ২০১৭ রাত ১২:২৮

চাঁদগাজী বলেছেন:



অভিনন্দন।
আপনার বইগুলোও জনপ্রিয় হয়েছে শুনে ভালো লেগেছে।

০৮ ই এপ্রিল, ২০১৭ সকাল ১১:৩৭

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: অনেক ধন্যবাদ চাঁদগাজী ভাই।

১৩| ০৮ ই এপ্রিল, ২০১৭ রাত ১:২৮

শাহরিয়ার কবীর বলেছেন:
অভিনন্দন ভাই ।

০৮ ই এপ্রিল, ২০১৭ সকাল ১১:৪১

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: অনেক ধন্যবাদ শাহরিয়ার ভাই।

১৪| ০৮ ই এপ্রিল, ২০১৭ রাত ১:৩১

বুরহানউদ্দীন শামস বলেছেন: ৬ বছর পূর্তির জন্য রইলো অনেক অনেক শুভেচ্ছা....

০৮ ই এপ্রিল, ২০১৭ দুপুর ১২:০৯

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আপনার জন্যও রইল ফুলকপিময় শুভেচ্ছা =p~

১৫| ০৮ ই এপ্রিল, ২০১৭ রাত ২:৫১

প্রবাসী পাঠক বলেছেন: ষষ্ঠ বর্ষ পূর্তির শুভেচ্ছা।

০৮ ই এপ্রিল, ২০১৭ দুপুর ১২:১১

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আপনাকে ধন্যবাদ প্রবাসী।

১৬| ০৮ ই এপ্রিল, ২০১৭ ভোর ৬:২২

রিফাত হোসেন বলেছেন: শুভেচ্ছা, আসলেই সবাই ব্যস্ত হয়ে গিয়েছে, অনেক!

০৮ ই এপ্রিল, ২০১৭ দুপুর ১২:১৭

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ধন্যবাদ রিফাত ভাই।

১৭| ০৮ ই এপ্রিল, ২০১৭ সকাল ৮:৩১

বিজন রয় বলেছেন: শুভেচ্ছা।

আফসোস কেন যে আরো আগে ব্লগে আসিনি!!!!

দেখা হবে।

০৮ ই এপ্রিল, ২০১৭ দুপুর ১২:২৬

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: চমৎকার একজন কবি বিজন রয় , আপনিও শুভেচ্ছা নিন।

১৮| ০৮ ই এপ্রিল, ২০১৭ সকাল ১০:০৯

সঞ্জয় নিপু বলেছেন: যাদের দেখেন না তারা এখন ফেইস বুকে থাকে আর লেখে, ব্লগ শুধু পড়ে।

শুভকামনা ৬ টি বছর পার করার জন্য।

০৮ ই এপ্রিল, ২০১৭ দুপুর ১২:৩৫

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: কথাটা মন্দ বলেন নি। তবে দুটোর স্বাদ আলাদা এটা অনেকে ধরতে পারেন না। ধন্যবাদ সঞ্জয় নিপু।

১৯| ০৮ ই এপ্রিল, ২০১৭ সকাল ১০:১৬

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: ব্লগে আপনার ছয় বছর পূর্তিতে অভিনন্দন। শুভ ব্লগিং।

০৮ ই এপ্রিল, ২০১৭ দুপুর ১২:৩৬

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: অসংখ্য ধন্যবাদ হেনা ভাই।

২০| ০৮ ই এপ্রিল, ২০১৭ সকাল ১০:২৯

নিশাত১২৩ বলেছেন: গিয়াস উদ্দিন লিটন
ছয় বছর পূর্তিতে অভিনন্দন । আপনার মত মিস করি প্রিয় কবি সাজি আপুকে, জেরীকে, আহা কি মজার লেখাই না লিখতেন উনি। নাফিস ইফতেখার, জিকো আরো কত শত ব্লগ মাতিয়ে রাখা ব্লগার ।

০৮ ই এপ্রিল, ২০১৭ দুপুর ১:০০

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আপনি কি সুলতানা শিরিন সাজির কথা বলছেন? উনাদের আমিও মিস করি।
আগে অন্য নিক এ ছিলেন বুঝি?

২১| ০৮ ই এপ্রিল, ২০১৭ সকাল ১১:১৫

ঢাকাবাসী বলেছেন: অভিনন্দন আর হ্যাপি ব্লগিং।

০৮ ই এপ্রিল, ২০১৭ দুপুর ১:০৭

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: অনেক ধন্যবাদ ঢাকাবাসী

২২| ০৮ ই এপ্রিল, ২০১৭ দুপুর ১২:০৮

অশ্রুকারিগর বলেছেন: ৬ বছর! অনেক অনেক অভিনন্দন ও শুভকামনা!

০৮ ই এপ্রিল, ২০১৭ দুপুর ১:০৮

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আপনাকে অনেক অনেক ধন্যবাদ অশ্রুকারিগর ।

২৩| ০৮ ই এপ্রিল, ২০১৭ দুপুর ১:০০

তারেক ফাহিম বলেছেন: ষষ্ঠ বছরের শুভকামনার পাশাপাশি চলতি বছরে আরও কয়েকটি রম্য আসা করছি ভাইয়া

০৮ ই এপ্রিল, ২০১৭ দুপুর ১:১৩

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ধারনা করছি আমার রম্য আপনার ভাল লেগেছে। অনেক ধন্যবাদ জানবেন তারেক ফাহিম

২৪| ০৮ ই এপ্রিল, ২০১৭ দুপুর ১:০১

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: শুভেচ্ছা ও অভিনন্দন রইল প্রিয়। ছয় বছরে লাখো পাঠক প্রিয়তার সাথে অনেকের মনের আসনে জায়গা করে নিতে সক্ষম হয়েছেন আপনি। আপনি সফল ব্লগার সামুতে। আপনার প্রতিটি লেখা পড়ে মুগ্ধ হয়ে ফিরতে পারে প্রতিটি পাঠক, আমিও।

অনেক অনেক শুভকামনা রইল। ভালোবাসা সবসময়।

০৮ ই এপ্রিল, ২০১৭ দুপুর ১:১৫

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আপনি বাড়িয়ে বলছেন, তবুও ভাল লাগলো । অনেক অনেক ধন্যবাদ নাঈম জাহাঙ্গীর নয়ন

২৫| ০৮ ই এপ্রিল, ২০১৭ দুপুর ১:২৪

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: বাড়িয়ে বলিনি ভাই, আমার মন থেকেই এসেছিল কথাগুলো।


শ্রদ্ধা আর ভালোবাসা জানবেন সবসময়

০৮ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৫:০৪

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: পুনঃমন্তব্যের জন্য পুনঃধন্যবাদ নাঈম জাহাঙ্গীর নয়ন।

২৬| ০৮ ই এপ্রিল, ২০১৭ দুপুর ২:০০

ওমেরা বলেছেন: ৬ বছর !!! অনেক অনেক শুভেচ্ছা আর অভিনন্দন ৬ বছর !!! অনেক অনেক শুভেচ্ছা আর অভিনন্দন

০৮ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৫:১৭

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: অসংখ্য অসংখ্য ধন্যবাদ ওমেরা।

২৭| ০৮ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৩:১৪

গ্রামের ছোট্র ব্লগার খায়রুল বলেছেন: ধন্যবাদ। শুভ কামনা রইল।

০৮ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৫:২৭

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আপনার জন্যও শুভ কামনা খায়রুল ভাই।

২৮| ০৮ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৪:২৪

কলমের কালি শেষ বলেছেন: অনেক শুভ কামনা রইলো গিয়াস ভাই । এভাবেই চলুক আরো শত বছর ।

০৮ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৫:২৮

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আপনার জন্যও শুভ কামনা কবি।

২৯| ০৮ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৪:৫৬

ভবঘুরের ঠিকানা বলেছেন: আপনার প্রতি শুভকামন রইল।

০৮ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৫:৩৯

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আপনি কইত্থেইকা উদয় হইলেন ভবঘুরে ভাই, অনেক দিন দেখিনা। আপনার জন্যও শুভ কামনা।

৩০| ০৮ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৫:১২

সাদা মনের মানুষ বলেছেন: ৬ বছরের জন্য শুভেচ্ছা, ৬০ বছরের অপেক্ষায়......... :)

০৮ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৫:৪১

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: পরের সংখ্যায় বয়সের কথা কইলেন নাকি সাদা ভাই ? :P

৩১| ০৮ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৫:৫২

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: বেলজিয়ামের ইতিহাসে আজ অবধি ঘটে যাওয়া, সবচেয়ে চাঞ্চল্যকর অপরাধের তালিকায় শীর্ষে যে ক্রাইম তা ঘটানো হয়েছিল বাংলাদেশের জন্য- এই শিরোনামে লেখা আপনার লক্ষাধিক পঠিত পোস্টটির লিংকে ক্লিক করে 'নিজে বাঁচলে দিগম্বর মামার নাম' লেখাটি পেলাম। আবার দিগম্বর মামার লিংকে ক্লিক করলেও দিগম্বর মামাই পাচ্ছি। এই বিড়ম্বনার কারণে লক্ষাধিক পঠিত পোস্টটি পড়া হলো না। লেখাটি পড়ার খুব ইচ্ছা ছিল।

পরে সময় সুযোগ করে আপনার ব্লগে ঢুকে পড়বো।

০৯ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৫:০৩

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: অসতর্কতার জন্য এমনটি হয়ে থাকবে। আজ দুই দিন ব্লগে লগইন করতে পারছিনা। এখন গুগলক্রম দিয়ে ঢুকেছি । পোস্ট এডিট করতে পারছিনা। আমি লিঙ্কটি ঠিক্ম করে দেব।
আমার প্রতি আপনার আগ্রহে আমি আবিভুত! অনেক শুভ কামনা জানবেন আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম ভাই।

১০ ই এপ্রিল, ২০১৭ দুপুর ১২:৪০

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: লিঙ্কটি ঠিক করে দেয়া হয়েছে ভাইজান।

৩২| ০৮ ই এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৭:৫৮

উম্মে সায়মা বলেছেন: ৬ বছর পূর্তিতে অভিনন্দন ভাই....

০৯ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৫:০৪

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: অনেক ধন্যবাদ ভগিনী উম্মে সায়মা ।

৩৩| ০৮ ই এপ্রিল, ২০১৭ রাত ৮:৪৫

টমাটু খান বলেছেন:
৬ বছর পূর্তিতে অভিনন্দন

০৯ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৫:০৫

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আপনাকে ধন্যবাদ টমাটু খান।

৩৪| ০৮ ই এপ্রিল, ২০১৭ রাত ১০:৫৪

অতঃপর হৃদয় বলেছেন: অনেক অনেক শুভ কামনা।

০৯ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৫:০৬

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: অনেক অনেক ধন্যবাদ অতঃপর হৃদয়।

৩৫| ০৯ ই এপ্রিল, ২০১৭ রাত ১২:২২

ধ্রুবক আলো বলেছেন: বর্ষপূর্তি শুভেচ্ছার জন্য কৃতজ্ঞতা জানবেন। অনেক অনেক ধন্যবাদ ভাই।
বিশ্বাস করেন ভাই এক বছর হৈছে যে এটা আমি চার দিন আগে লক্ষ্য করেছি, ততক্ষনে
১ বছর ১ সপ্তাহ হয়ে গেছে।

০৯ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৫:২০

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আমি কাকতালীয় ভাবে দেখি যে আমার ব্লগের বয়স ১ বছর ১ দিন। তাই পোস্টটি লিখতে বসলাম । লিখতে লিখতে রাত ১১ টা । আমি সাধারনত এত রাতে অনলাইনে থাকিনা।
যাক , আপনার পুনঃ মন্তব্য ভাল লাগলো । অনেক ধন্যবাদ ধ্রুবক আলো।

৩৬| ০৯ ই এপ্রিল, ২০১৭ রাত ১২:২৭

ডঃ এম এ আলী বলেছেন:
বর্নাঢ্য ৬ বছর পূর্তিতে রইলো ফুলেল অভিনন্দন ।
কামনা করি ব্লগিং আনন্দময় হোক


০৯ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৫:২৫

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আন্তরিক মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ডঃ এম এ আলী ভাই।

৩৭| ০৯ ই এপ্রিল, ২০১৭ সকাল ১০:২৫

মোস্তফা সোহেল বলেছেন: শুভ কামনা ভাইয়া আপনার জন্য ।

০৯ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৫:২৬

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আপনার জন্যও শুভ কামনা মোস্তফা সোহেল

৩৮| ০৯ ই এপ্রিল, ২০১৭ সকাল ১০:৪১

কাজী ফাতেমা ছবি বলেছেন: অভিনন্দন

০৯ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৫:২৮

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আমি যখন ব্লগে আসি, সেই প্রথম দিকে আপনার নামের পাশে ছবি ছিল না; শুধু কাজী ফাতেমা।
ধন্যবাদটা কাকে দেই? কাজী ফাতেমা ছবি না কাজী ফাতেমা কে? হাহাহাহাহা

৩৯| ০৯ ই এপ্রিল, ২০১৭ দুপুর ১:১৭

এ.টি.এম.মোস্তফা কামাল বলেছেন: অর্ধযুগপূর্তিতে অভিনন্দন ও শুভেচ্ছা। যুগপূর্তির জন্য দোয়া করি।

০৯ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৫:৩১

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: অর্ধযুগ ? ভাল বলেছেন এ.টি.এম.মোস্তফা কামাল, শব্দটা আগে মাথায় আসেনি, এলে শিরোনামে দিতাম ।
অনেক ধন্যবাদ জানবেন।

৪০| ০৯ ই এপ্রিল, ২০১৭ দুপুর ১:২৭

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: ৬ বছর তো অনেক সময়।

০৯ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৫:৩২

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: সামুর সাথে লেগে আছি আর কি! ধন্যবাদ সাজ্জাদ হোসেন।

৪১| ০৯ ই এপ্রিল, ২০১৭ দুপুর ১:৪৫

বিলিয়ার রহমান বলেছেন: অভিনন্দন!

শুভকামনা!:)


ভালোবাসা!:)

০৯ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৫:৩৫

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ধন্যবাদ!

শুভকামনা!:)


ভালোবাসা!;)

৪২| ০৯ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৪:১৩

কাবিল বলেছেন: অভিনন্দন

০৯ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৫:৩৬

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ধন্যবাদ কাবিল।

৪৩| ০৯ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৪:১৮

সিফটিপিন বলেছেন:

০৯ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৫:৩৭

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: অনেক ধন্যবাদ সিফটিপিন।

৪৪| ০৯ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৪:২৪

ভিটামিন সি বলেছেন: হাওরের বর্তমান অবস্থা নিয়ে আজকে রাজীব নূরের একটি প্রতিবেদন সমকাল এ প্রকাশিত হয়েছে।

০৯ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৫:৩৮

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: পত্রিকা পড়া হয়না, লিঙ্ক দিলে চোখ বুলিয়ে নিতাম।

৪৫| ০৯ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৪:৩৩

সানজিদা আয়েশা শিফা বলেছেন: ছয়য় বছর ! সে তো অনেক দিন। এত দিন ধরে ব্লগে থাকার জন্য আমাদের ভালবাসা নিন ।
আশা করছি সামনেও আপনার সু লেখনী নিয়ে আপনাকে পাশে পাব ।

অশেষ শুভকামনা :)

০৯ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৫:৩৮

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: অনেক সুন্দর মন্তব্য করেছেন শিফা। ধন্যবাদ নিন।

৪৬| ০৯ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৪:৪৩

আমি ইহতিব বলেছেন: অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন ভাইয়া।

আবার নিয়মিত হওয়ার চেষ্টায় আছি কিন্তু পারিনা।

০৯ ই এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৬:০৩

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আপনাকে তবুও মাঝে মাঝে দেখি অনেককে একদম দেখিনা।
অনেক ধন্যবাদ জানবেন আমি ইহতিব।

৪৭| ০৯ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৫:২৪

করুণাধারা বলেছেন:





আগামী বছরগগুলোর জন্য শুভেচ্ছা।

০৯ ই এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৬:০৪

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আপনাকে ধন্যবাদ করুণাধারা

৪৮| ০৯ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৫:৩১

কাজী ফাতেমা ছবি বলেছেন: ছবি'টা ২০১৬ সালে লাগাইছি - নিক নেইমটা থাকলে বেশী ভাল লাগে তাই হাহাহাহ

আপনি আমার জুনিয়র মনে হয় :)

০৯ ই এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৬:১০

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: এহ সিনিয়র সাজতের আইছে!! ২/৪ মাসের সিনিয়র রে আমি মানিনা। :-P
আমিও নিক নেম ১৬ সালে লাগাইছি।;)

৪৯| ০৯ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৫:৩২

করুণাধারা বলেছেন:

দুঃখিত, ছবিটি ভালভাবে দিতে পারি নি। কিন্তু আমার শুভকামনা আশা করি পৌঁছাতে।পেরেছি।

০৯ ই এপ্রিল, ২০১৭ রাত ৯:৫৫

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ছবিটি সুন্দর এসেছে। অবশ্যই পেরেছেন, আপনার শুভ কামনায় সিক্ত হলাম। আবারও ধন্যবাদ করুণাধারা

৫০| ০৯ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৫:৩৮

বিজন রয় বলেছেন: আমিও অনেককে মিস করি।

নাম বলতেও পারি।

০৯ ই এপ্রিল, ২০১৭ রাত ৯:৫৭

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: একসময় অনেকের সাথে আনন্দময় সময় কাটিয়েছি।তাদের অনুপস্থিতিতে মিস করা স্বাভাবিক ।
ধন্যবাদ বিজন রয় ।

০৯ ই এপ্রিল, ২০১৭ রাত ৯:৫৭

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: একসময় অনেকের সাথে আনন্দময় সময় কাটিয়েছি।তাদের অনুপস্থিতিতে মিস করা স্বাভাবিক ।
ধন্যবাদ বিজন রয় ।

৫১| ০৯ ই এপ্রিল, ২০১৭ রাত ৮:৩৮

সাদা মনের মানুষ বলেছেন: বয়সের কথা বললে তো সেটার খুব কাছেই আচেন মনে হয়।

০৯ ই এপ্রিল, ২০১৭ রাত ১০:১৪

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ১৩ বর্ষ দূরে আছি। দোয়া করলেন না বদ দোয়া বুঝতেছিনা সাদা ভাই। =p~

৫২| ০৯ ই এপ্রিল, ২০১৭ রাত ১০:৩০

আহমেদ জী এস বলেছেন: গিয়াস উদ্দিন লিটন ,




দেখেছিলুম অফলাইনে কিন্তু "নিজে বাঁচলে দিগম্বর মামার নাম" তাই আর লগইন করা সম্ভব হয়নি ।

এখন বলি , যুগ যুগ ব্লগে থাকুন । থাকুন সকলের সাথে হাসি আনন্দে । নিকের ছবির মতো চোখে দুষ্টু দুষ্টু হাসি নিয়ে মাতিয়ে রাখুন ব্লগপাড়াটাকে ।

সকল মঙ্গলালোক ঘিরে থাকুক আপনাকে । কল্যান হোক................

১০ ই এপ্রিল, ২০১৭ সকাল ১০:৪৪

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: সুন্দর মন্তব্য, সুন্দর শুভ কামনা। অনেক ধন্যবাদ আহমেদ জী এস ভাই।

৫৩| ০৯ ই এপ্রিল, ২০১৭ রাত ১১:৪৯

নীলপরি বলেছেন: অনেক শুভকামনা রইলো ।

ভালো থাকবেন ।

১০ ই এপ্রিল, ২০১৭ সকাল ১০:৪৬

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: অনেক ধন্যবাদ রইল।
আপনিও ভাল থাকবেন নীলপরি।

৫৪| ১০ ই এপ্রিল, ২০১৭ সকাল ৭:০৪

সাদা মনের মানুষ বলেছেন: আমিও কিছু বুজতাছি না :(

১০ ই এপ্রিল, ২০১৭ সকাল ১০:৪৮

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: দোয়া হিসেবে ধরে নিলাম। আরো ১৩ বছর বেঁচে থাকি এটা চাইছেন ; এটাই বা কম কি ? :-P

৫৫| ১০ ই এপ্রিল, ২০১৭ সকাল ৮:৪০

ব্লগ সার্চম্যান বলেছেন: ছয় বছরের শুভেচ্ছা ।

১০ ই এপ্রিল, ২০১৭ সকাল ১০:৫০

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: অনেক ধন্যবাদ ব্লগ সার্চম্যান।

৫৬| ১০ ই এপ্রিল, ২০১৭ দুপুর ২:৫৭

হাসান মাহবুব বলেছেন: !:#P

১০ ই এপ্রিল, ২০১৭ রাত ৯:৪২

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: উপস্থিতি জানান দেয়ায় ধন্যবাদ হাসান মাহবুব ভাই।

৫৭| ১০ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৩:৩০

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:

অভিবাদন গ্রহণ করুন.... আপনি অনেক সরেস লেখক। রম্যগুলো তো অসাধারণ। প্রবাসে কৃতী বাঙালিদের নিয়ে আপনার সিরিজটি মূল্যবান সাক্ষ্য বহন করে।

আরও অগণিত বছর পাশে থাকুন সচল ব্লগার হয়ে...

১০ ই এপ্রিল, ২০১৭ রাত ১০:১০

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ছোট বেলা থেকে আমি আমোদপ্রিয় মানুষ । মরা বাড়িতেও রসের সন্ধান করেছি। =p~
তারই কিছু আচর হয়তো লিখায় পড়ে।
আপনার অসাধারন মন্তব্যে আমি আবিভুত! অনেক ধন্যবাদ জানবেন মাঈনউদ্দিন মইনুল ভাই।

৫৮| ১০ ই এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৭:৪৮

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: এত কষ্ট করে লিংকটি ঠিক করেছেন জেনে আমারই খারাপ লাগছে।


লেখাটি পড়ে খুব ভালো লাগলো। যৎসামান্য মন্তব্য করেছি সেখানে। দয়া করে দেখলে খুশি হব। নোটিফিকেশন ঠিকমতো কাজ করে না তো!

১০ ই এপ্রিল, ২০১৭ রাত ১০:০৪

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম ভাই, ওই পোস্টে আপনার মন্তব্যটি আমার কাছে রীতিমত প্রশংসা পত্র! আসলে পোস্টটি কোন মৌলিক পোস্ট নয়। অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা তথ্যগুলিকে সংরহ করে নিজের কিঞ্চিত সৃজনশীলতার মিশ্রণে তৈরি।
সমবিষয় ভিত্তিক হওয়ায় আপনার সন্মানে আমার আরেকটি পোস্টের লিঙ্ক শেয়ার করলাম- বাংলাদেশের জন্য এক বিদেশীর, প্লেন হাইজ্যাকের গল্প
অনেক শ্রদ্ধা আর ভালোবাসা জানবেন।

৫৯| ১০ ই এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৭:৪৯

মনিরা সুলতানা বলেছেন: অভিনন্দন লিটনভাই !!!
অনেক অনেক শুভ কামনা :)

১০ ই এপ্রিল, ২০১৭ রাত ১০:১২

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আপনার জন্যও শুভ কামনা সিস মনিরা সুলতানা ।

৬০| ১১ ই এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৭:১৭

ফেরদৌসা রুহী বলেছেন: অভিনন্দন আর শুভকামনা রইলো

১১ ই এপ্রিল, ২০১৭ রাত ৯:৪৭

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: অনেক ধন্যবাদ ফেরদৌসা রুহী।

৬১| ১২ ই এপ্রিল, ২০১৭ রাত ১২:০৬

নুরুন নাহার লিলিয়ান বলেছেন: শুভ কামনা রইল :`>

১২ ই এপ্রিল, ২০১৭ সকাল ১০:৫১

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: অসংখ্য ধন্যবাদ লিলিয়ান।

৬২| ১২ ই এপ্রিল, ২০১৭ দুপুর ১:১৪

সামিয়া বলেছেন: অনেক অনেক শুভেচ্ছা শুভকামনা ভাইয়া।

১৩ ই এপ্রিল, ২০১৭ দুপুর ১২:৪৭

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: অনেক অনেক ধন্যবাদ সামিয়া।

৬৩| ১২ ই এপ্রিল, ২০১৭ রাত ১১:২৮

চাঁদগাজী বলেছেন:


অভিনন্দন।
ব্লগে আপনি বেশ বড় অবদান রেখেছেন।

১৩ ই এপ্রিল, ২০১৭ দুপুর ১২:৪৯

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ধন্যবাদ গাজী ভাই, সাথে লজ্জার ইমো!!!!!

৬৪| ১৩ ই এপ্রিল, ২০১৭ রাত ১২:২৮

প্রামানিক বলেছেন: ছয় বছর পূর্তিতে শুভেচ্ছা জানাই।ছয় বছর পূর্তিতে শুভেচ্ছা জানাই।

১৩ ই এপ্রিল, ২০১৭ দুপুর ১:২৯

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ধন্যবাদ, নববর্ষের শুভেচ্ছা নিন প্রামানিক ভাই।

৬৫| ১৪ ই এপ্রিল, ২০১৭ রাত ২:৩৩

ডঃ এম এ আলী বলেছেন:

১৫ ই এপ্রিল, ২০১৭ সকাল ১০:৩৯

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: অনেক ধন্যবাদ। আপনিও নববর্ষের শুভেচ্ছা নিন ডক্টর ।

৬৬| ১৪ ই এপ্রিল, ২০১৭ রাত ১১:২০

খায়রুল আহসান বলেছেন: এই ব্লগে আপনার সুদীর্ঘ ছয় বছর পূর্তিতে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। ব্লগে আপনার যাত্রা আরো সাফল্যমন্ডিত হোক, এই কামনায়... + +

১৫ ই এপ্রিল, ২০১৭ সকাল ১০:৫৯

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: অনেক অনেক ধন্যবাদ খায়রুল আহসান ভাই।

৬৭| ১৯ শে এপ্রিল, ২০১৭ সকাল ১১:৫৬

জুন বলেছেন: ছয় বছর পুর্তির অভিনন্দন গিয়াসউদ্দিন লিটন । আর আমাকে আপনার শর্ট লিস্টে রেখেছেন দেখে খুব ভালোলাগলো :)
অনেক অনেক শুভকামনা আপনার জন্য :)

২১ শে এপ্রিল, ২০১৭ রাত ৯:৪৫

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: সুন্দর মন্তব্যে অনুপ্রানিত, আপনার জন্যও শুভ কামনা।

৬৮| ২১ শে এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৭:৩৩

সেলিম আনোয়ার বলেছেন: দারুন সব লিখা দিয়ে ব্লগকে সমৃদ্ধ করেছেন এ জন্য আপনি ধন্যবাদ পাওয়ার যোগ্য। বছর পূর্তিতে অভিনন্দন গিয়াস উদ্দিন লিটন ভাই। আপনার ব্লগ জীবন সুদীর্ঘ সমৃদ্ধ হোক ।

২১ শে এপ্রিল, ২০১৭ রাত ৯:৪৭

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: সুন্দর শুভ কামনার জন্য অনেক ধন্যবাদ সেলিম ভাই।
আপনাকে বড্ড মিস করি।

৬৯| ২১ শে এপ্রিল, ২০১৭ রাত ৯:১১

বিদ্রোহী ভৃগু বলেছেন:
মেঘে মেঘে বেলা বয়ে যায়
হায়! হঠাৎ নিজেতে চেয়ে
দেখী আমিই আমাতে নাই!!!
সবাই কাঁদে কেন?

সবে শুধাই উত্তর না পাই!!!

এভাবেই আমরা চলছি। সময়ের দাড় বেয়ে -আপনা পথে...

অভিনন্দন ৬ষ্ঠ বছরে পদার্পনে! :)

দারুন সব লেখনিতে ব্লগকে সমৃদ্ধ করেছৈন আমাদের পাঠ তৃপ্তি দিয়েছেন- অনবদ্য সিরিজে পুরো জাতি
উপকৃত হয়েছে। ধন্যবাদ দেবনা- বলব আমরা ঋণি হয়েছি আপনার কাছে..

এভাবেই সব সময় পাবার আশায়...............

২১ শে এপ্রিল, ২০১৭ রাত ৯:৪৯

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ধন্যবাদ দেবনা- বলব আমরা ঋণি হয়েছি আপনার কাছে.. এই মনিহার আমায় নাহি সাজে--
অনেক ধন্যবাদ জানবেন কবি।

৭০| ২১ শে এপ্রিল, ২০১৭ রাত ৯:৩০

শায়মা বলেছেন: অনেক অনেক ভালোবাসা ভাইয়া!!!!!!

২১ শে এপ্রিল, ২০১৭ রাত ৯:৪৯

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: অনেক ধন্যবাদ পরী।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.