নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সবাই যখন নীরব, আমি একা চীৎকার করি \n-আমি অন্ধের দেশে চশমা বিক্রি করি।

গিয়াস উদ্দিন লিটন

এত বুড়ো কোনোকালে হব নাকো আমি, হাসি-তামাশারে যবে কব ছ্যাব্‌লামি। - রবীন্দ্রনাথ ঠাকুর

গিয়াস উদ্দিন লিটন › বিস্তারিত পোস্টঃ

ভালোবাসার ক্ষেত্রে ব্যর্থতাই অমরত্ত্ব লাভের উপায় ও দুধু খাওয়া মজনু সমাচার :P

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১২:৪১



ভালোবাসা মানে কি ?
টু বেড , ডাইনিং , কিচেন , টু বাথ , এক খানা দখিনা বারান্দা এই তো !
আজ ফেব্রুয়ারির ১৪ তারিখে, উপরের এই উত্তরটি কারো কাছেই গ্রহণ যোগ্য হবার কথা নয় । মধ্যবিত্ত ভাড়াটিয়া শ্রেণীর কাছে ওই প্রশ্নটি করলে এই উত্তর টি পাওয়ার হয়তো সম্ভাবনা ছিল।
তাদের চিন্তা চেতনায় থাকে এক খানা ভালো বাসা । ভালো বাসার চিন্তায় চিন্তায় তাদের ভালোবাসা নিয়ে চিন্তা করার সময় কই ।
দেখা যাচ্ছে ভালোবাসা জিনিষটা একজনের কাছে এক রকম । আমি বাপু তারুণ্যের কবি শামসুর রহমানের দলের । “ ভালবাসা কি ? এই প্রশ্ন যদি কেউ আমাকে করেন তাহলে আমি সবিনয়ে নিরুত্তর থাকব ।কেউ বেশী পীড়াপীড়ি করলে সেইন্ট অগাস্টিনের মত বলব,এ বিষয়ে আমাকে জিজ্ঞেস করলে আমি জানিনা, জিজ্ঞেস না করলে জানি” ।

ভালবাসার ক্ষেত্রে রুপ-সৌন্দর্য একটি বড় ব্যাপার । অসুন্দর কোন পুরুষের জন্য কোন রমণীর মন আনচান করে না । আবার অসুন্দর কোন রমণীর জন্য পুরুষের মনও ব্যাকুল হয়না । কাজেই ভালবাসায় সুন্দর চেহারা একটি বিশাল ফ্যাক্টর ।সুন্দরের প্রতি মানুষের আকর্ষণ সহজাত । তাইতো, কবি-সাহিত্যিকগণ অকৃপণভাবে সুন্দরের বন্দনা করে গেছেন ।
ইংরেজ কবি কিটস এর ভাষায় , “Truth is beauty, beauty is truth”. তিনি আরও বলেছেন, “A thing of beauty is a joy forever.”
মহামতি এরিস্টটল এর কথা শুনে অনেকেরই মাথায় 'ঠাডা ' পরতে পারে । তিনি বলেছেন, “Beauty is better than all the letters of recommendation in the world”. ।

সুন্দর মুখের জয় যদি সর্বত্রই হয় , তাহলে আমার মত অসুন্দর চেহারা বা সাধারণ চেহারার লোকজনের তো দেখছি কোন 'বেইল'ই নাই । এটা আমাদের জন্য বিরাট আতঙ্কের , আশংকার বিষয়ও বৈকি !তবে এর একটা বিহিত না করে ছাড়ছিনা ।
কাউকে কেবল চেহারা দেখেই বিচার না করার জন্য সকল ধর্মগ্রন্থেই জোর তাগিদ দেয়া হয়েছে ।লালন সাহেব বলেছেন , “প্রেম করো আত্ত্বার সনে, দেহের সঙ্গে নহে” । মজনুকে প্রশ্ন করা হয়েছিল , তুমি লায়লার মধ্যে কি পেয়েছ যার জন্য তুমি পুরো পৃথিবীকে ত্যাগ করতে প্রস্তুত ?
প্রশ্নের জবাবে মজনু বলেছিল, “আমার চোখ দুটো দিয়ে আপনি লায়লাকে দেখলে বুঝতেন ও কত সুন্দর”।
পারস্যদেশীয় এক কবি বলেছেন , “ভালবাসার মুখগুলোকে চন্দ্রালোকিত রাতে দেখতে হয়, যখন প্রেমিক-প্রেমিকা তার মনের মানুষকে দেখে অর্ধেক দৃস্টি আর অর্ধেক কল্পনা দিয়ে”।মহাকবি শেক্সপিয়েরের একটি কথায় এর প্রমাণ মেলে, “love looks not with eyes but with the mind”.চেহারার বিষয়ে আব্রাহাম লিংকনের এই কথার পরে মনে হয় আর কোন কথা চলে না ।
উনার এই ঘটনাটি '' বেইল নাই '' ওয়ালাদের মনে আশার আলো জাগাতে পারে ।

এক জনসভায় বক্তৃতা দিতে গিয়ে আব্রাহাম লিংকনের কানে এলো ভিড়ের মধ্যে কে যেন বলছে, “আরে ইনার চেহারা তো দেখছি একেবারে সাদামাটা”।লিংকন পাশ ফিরে লোকটির উদ্দেশ্য বললেন, “বন্ধু! ঈশ্বর সাদামাটা চেহারার লোকদের বেশি পছন্দ করেন, সেজন্য অধিকসংখ্যক লোকদেরকেই তিনি সাদামাটা চেহারা দিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন”।
আসলে ভালবাসার ক্ষেত্রে চেহারা গুরুত্ব পূর্ণ হলেও কোনক্রমেই তা অপরিহার্য নয় । ভালবাসার ক্ষেত্রে অপরিহার্য ব্যাপার হল সুন্দর একটি প্রেমিক মন। যে মন শুধু দুধ খেতে চাইবে না,মাংসও দিতে চাইবে।



লাইলী তখন রাজপুত্রের বউ।মজনু যথারীতি জঙ্গলে লাইলী, লাইলী করছে।
লাইলী খাস ভৃত্যকে ডেকে নির্দেশ দিলেন জঙ্গলে লাইলী, লাইলী জপ করা পাগলটাকে যেন প্রতিদিন গোপনে দুধ দিয়ে আসা হয়। ভৃত্য তাই করে যাচ্ছিল। এটা দেখে এক দুষ্ট লোক দুধ খাওয়ার লোভে মজনুর বেশ ধরে লাইলী, লাইলী জপ করা শুরু করলো।পরের দিন ভৃত্য এসে আসল মজনু সনাক্ত করতে ব্যার্থ হয়ে দুজনকেই দুধ দিয়ে গেল।এক এক করে একসময় মজনুর সংখ্যা অনেক বেড়ে গেল। মণ মণ দুধ নিয়েও কুলানো যাচ্ছিল না। নিরুপায় হয়ে ভৃত্য লাইলীকে ঘটনা খুলে বলল। লাইলী ভৃত্যকে একটা বুদ্ধি বাতলে দিল।
পরের দিন ভৃত্য দুধ দেয়ার আগে ধারালো ছুরি হাতে নিয়ে মজনু কে বলল, লাইলী আপনার মাংশ খেতে চেয়েছে, আগে এক টুকরা মাংস নেই। এই শুনে মজনু রুদ্ধশ্বাসে দিল দৌড়। এভাবে একে একে সব মজনু পগার পার,বাকি রইল আসল মজনু। সে বলল, লাইলি শরীরের কোন অংশের মাংসের কথা বলেছে জানিনা, তুমি আমার পুরা শরীরের মাংস ছিলে নাও।
আফসোসের বিষয়, এখন আর মাংস দেয়ার মত মজনু নাই, সব দুদু খাওয়া মজনু।

যাক আগের কথায় ফিরে যাই -
আপনার মনটা সুন্দর হলেই আপনি ভালবাসতে পারবেন । ভালবাসা যেখানে যত গভীর হয় চেহারা সেখানে ততই গৌণ হয়ে পড়ে ।
ভালোবাসার ক্ষেত্রে ব্যর্থরাই সফল ।
ইতিহাস সব সময় জয়ীর পক্ষে । প্রেম ভালবাসার ক্ষেত্রে উল্টো ।তাকিয়ে দেখুন ইতিহাসের দিকে । আপনি চোখ বুজেই বলে দিতে পারবেন লাইলি-মজনু, শিরী-ফরহাদ, রোমিও-জুলিয়েট, কিংবা দেবদাস-পার্বতীদের মত অমর জুটিগুলোর কথা ।এদের ভালবাসার কথা, এদের বিরহের কথা আজও লোক মুখে ঘুরে বেড়চ্ছে । প্রতিটি মানুষের হৃদয়ের মণিকোঠায় চিরস্থায়ী আসন করে নিয়েছে ঐ অমর নামগুলো । অথচ এরা কেউই সফল নন । সব ''হারু পার্টি ''।
কিন্তু প্রেম করে সফল হয়েছেন এমন একটি যুগলবদ্ধ নামও আমাদের হৃদয়ে নেই । ইতিহাসেও তাদের কোন নাম নেই ।ব্যর্থরাই সফল এ ক্ষেত্রে অসংখ্য উদ্ধৃতি দেয়া যায় । আমার কাছে সবচেয়ে প্রণিধানযোগ্য দু’টো শের বঙ্গানুবাদসহ শোনাচ্ছিঃ

মেরে রোনেকো জিসমে কিসসা হ্যায়
উমর কা বেহতারিন হিস্যা হ্যায় ।।
বাংলাঃ আমার কান্নার ভাগ যে অংশে রয়েছে, জীবনের সে অংশটাই শ্রেষ্ঠ ।।

জিসনে দিল খোয়া উসী কো কুছ মিলা
ফায়দা দেখো উসী লোকসান মে ।
বাংলাঃ যে হৃদয় হারিয়েছে সেই কিছু পেয়েছে । এটাই পৃথিবীর একমাত্র লোকসান যাতে আসলে লাভই ভাগ্যে জুটে যায় ।।

দুনিয়াটা বিশাল এক প্রেমের ক্ষেত্র । নিজ বাসভূমে আমরা সবাই প্রেমিক । কেউ জেনে, কেউ না জেনে । কেউ ভেবে, কেউ না ভেবে । আমরা সবাই প্রেমে পড়ি, ভালোবাসি ।
আমরা প্রেমে পড়তে ভালোবাসি , ভালোবাসতে ভালোবাসি ।
আসুন আমরা সবাই ভালবাসি । একমাত্র ভালবাসাই পারে পৃথিবীটাকে বাসযোগ্য রাখতে ।

সকলকে Happy Valentine's Day'র শুভেচ্ছা।

সব শেষে হুমায়ুন আহমেদের চিত্রায়নে একটি অসাধারণ কাওয়ালী

( সংগৃহীত তথ্য,কোটেসন আর জোড়া তালির ভিত্তিতে লিখাটি ২০১৪ সালে আমার ফেসবুক পেজে পোস্ট করা)

মন্তব্য ৬৪ টি রেটিং +১৩/-০

মন্তব্য (৬৪) মন্তব্য লিখুন

১| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১:১৫

ওমেরা বলেছেন: আসুন আমরা সবাই ভালবাসি। একমাত্র ভালবাসাই পারে পৃথিবীটাকে বাসযোগ্য রাখতে ।

খুব ভাল লাগল । ধন্যবাদ ভাইয়া।

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১:২৭

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: অনেক ধন্যবাদ ওমেরা।

২| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১:২৮

মলাসইলমুইনা বলেছেন: গিয়াস ভাই, ট্রাম্পের জ্বালায় প্রেম ভালোবাসার কথা আজ খুব বেশি মনে আসছে না | শুধু বলি, দুর্ধর্ষ হয়েছে লেখা | ওমেরার কথা গুলো ট্রাম্পের কানে ঢুকিয়ে দেয়া গেলে ভালোই হতো কিন্তু কি আর করা ..। ধন্যবাদ নেবেন |

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১:৪৪

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: মেলানিয়ার কাছে ট্রাম্প কিন্তু দুর্দান্ত প্রেমিক!
অন্যদের প্রেম ভালোবাসার ক্ষেত্রে তিনি ভিলেন হলেন কেন বুঝে আসছেনা।
ট্রাম্প যদি আপনাকে দৌড়ের উপর রাখে তাহলে প্রিয়জনের হাত ধরেই দৌড়ান, বল পাবেন। :D

৩| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১:৪১

সাহসী সন্তান বলেছেন: কারো চেহারা নিয়া কথা উঠলেই আমার কেন জানি না বারবার শেক্সপিয়রের বলা একটা কথা মনে পড়ে। একবার শেক্সপিয়র তার বৌয়ের সাথে গল্প করতে করতে বললেনঃ

- বুঝলা বৌ, পৃথিবীর সব মেয়েকেই সুন্দর লাগে বাতি নিভানোর পর। ;)

কবির বৌ তো। ট্যালেন্ট না হইলে কি চলে। সাথে সাথে তিনি উত্তর করলেন- 'জ্বি, আর পৃথিবীর সব ছেলেরাই নিঃষ্পাপ, বাতি নিভানোর আগে!' :P

আমি প্রয়শই একটা কথা বলি। দেখতে অসুন্দর মেয়েদেরকে সবাই পছন্দ করে। তারা যাতে ভাল একটা স্বামী পায় সেজন্য দোয়াও করে। কিন্তু কেউই তাদেরকে নিজের সহধর্মিনী রুপে সহজভাবে মেনে নিতে চায় না। আর এটাই বাস্তবতা!

পোস্টের আলোচনা ভাল! তবে শিরোনামটা কিঞ্চিৎ অচলীল... =p~

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৪:৫৯

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: - বুঝলা বৌ, পৃথিবীর সব মেয়েকেই সুন্দর লাগে বাতি নিভানোর পর। ;)
---- সাথে সাথে তিনি উত্তর করলেন- 'জ্বি, আর পৃথিবীর সব ছেলেরাই নিঃষ্পাপ, বাতি নিভানোর আগে!' :P
:-P

অনেক মজার মন্তব্য, ধন্যবাদ সাস ভাই

৪| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ২:০৮

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: ভালোবাসা দিবসের শুভেচ্ছা।।

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৫:১৫

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আপনিও শুভেচ্ছা নিন শাহাদাৎ হোসাইন ভাই

৫| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ২:১১

মোস্তফা সোহেল বলেছেন: রুপের বিচারে ভালবেসে বেশির ভাগ মজনুই হয়তো জীবনে বড় ঠকা ঠকে গেছে।
লেখাটি অনেক ভাল লেগেছে।

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৫:২৭

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: তবুও মানুষ ঠকতে চায়, মজনু হতে চায়।
ধন্যবাদ মোস্তফা সোহেল ভাই ।

৬| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ২:৪৩

পার্থ তালুকদার বলেছেন: লাইলি মজনুর গল্পটা ভালো লেগেছে ।

বসন্তের শুভেচ্ছা লিটন ভাই ।

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৫:২৮

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ধন্যবাদ পার্থ তালুকদার

৭| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৩:০১

ইছামতির তী্রে বলেছেন: ভাল লাগল। তবে লেখার মূখ্য অংশ আমার অতি পরিচিতি। কেন? লিঙ্কের লেখাটা পড়লেই বুঝতে পারবেন।

ভ্যালেন্টাইন’স ডে উপলক্ষ্যে আমার ছোট্ট আয়োজন, 'ভালবাসানামা’।

ধন্যবাদ।

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৫:৩৬

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: হায় ! হায় ! আপনার প্রথম লিখাটি মনে হয় পড়েছিলাম, বাট আজকের পোস্টটি আগে দেখলাম না ক্যান? !:#P

৮| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৪:৫৯

ভাইরাস-69 বলেছেন: এখন প্রেম-ভালবাসার রসিকতা বা রুপকথার গল্প! সত্যিকারের ভালবাসা সবাই পায় না।
আবার ভালবাসার সুদিন ফিরে আসুক। ভালো লিখেছেন।

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৫:৩৮

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: এখন প্রেম-ভালবাসার রসিকতা বা রুপকথার গল্প! সত্যিকারের ভালবাসা সবাই পায় না। সুন্দর বলেছেন ভাইরাস।

৯| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৫:২২

রাজীব নুর বলেছেন: মানুষের সবচেয়ে বড় অস্ত্র'ই হচ্ছে ভালোবাসা।

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৫:৩৯

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: সত্য বলেছেন রাজীব নুর ভাই, সুরভী ভাবী আর আপনার জন্য রইল ভ্যালেন্টাইনের শুভেচ্ছা।

১০| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:২২

জুন বলেছেন: গিয়াস লিটন সত্যি বলতে কি অসংখ্য ভালোবাসা দিবসের লেখার ভীড়ে আপনার লেখাটি সত্যি এক ব্যতিক্রম । আব্রাহাম লিংকনের ভাষ্যটি সত্যি প্রনিধান যোগ্য । এটা যদি সবাই বুঝতো তাহলে সুন্দরের পেছনে এমন করে দৌড়াতো না ।
আর মজনুর কথাটিও দারুন আমার চোখ দিয়ে দেখুন

অনেক অনেক ভালোলাগা রইলো । সাথে বসন্তের প্রথম দিনের শুভেচ্ছা আপনি ও আপনার পরিবারের সবার জন্য আমার অপটু হাতে আঁকা :)

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:৫৮

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: অপটু হাত কিন্তু পটুয়ার মত একেছে =p~
সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ জুনাপু।

১১| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:৫৬

সুমন কর বলেছেন: হাহাহাহা....পোস্ট পড়ে মজা পাইলুম।

শুভেচ্ছা.........

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:০০

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: অনেক ধন্যবাদ কবি সুমন কর

১২| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:৩৪

আহমেদ জী এস বলেছেন: গিয়াস উদ্দিন লিটন ,




যে সব কথা শোনালেন তাতে "ভালোবাসার ফেরিওয়ালা" হওয়া ছাড়া আমার কোনও বেইল ছিলোনা । :(
আপনার এই দুঃখ জানার আগেই তো আমি আপনাকেও ২টা ভালোবাসা ফ্রি দিতে চেয়েছিলুম আগে আসিলে আগে পাইবেন ভিত্তিতে :P ......................ঠিক কাজটি করেছি না ? ;)

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১০:১০

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আমাকে দিতে চাচ্ছেন কেন? আমি কি নির্দয়? :P

১৩| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:২৬

কাতিআশা বলেছেন: মুগ্ধ হয়ে গেলাম আপনার লেখা পড়ে...ভালোবাসা দিবসের শুভেচ্ছা রইলো !

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১০:১১

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আপনিও শুভেচ্ছা নিন কাতিয়াশা

১৪| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১০:৪১

সোহানী বলেছেন: হাহাহাহাহাহাহা...... সুপার লাইক।

এতোদিনে সত্য বলেছেন। সকল ব্যার্থ প্রেমই সত্যিকারের প্রেম। কারন প্রেমের সফলতা মানে বিয়ে আর বিয়ে মানে প্রেমের মৃত্যু। ব্যার্থতা বিয়ে না হওয়া এবং যথারীতি প্রেম ভালোবাসা টুইটৃম্বর থাকা.............

ভালোবাসা দিবসে কিছু বেইল ওয়ালা ভালোবাসা পাবেন সে কামনায়.......... হ্যাপি ভ্যালেইন্টাইন ডে!!

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৯:৫৬

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: সুপার লাইকের জন্য ধন্যবাদ।
শধু বেইল ওয়ালাদের জন্য দোয়া করলেন, বেইল নাইওয়ালাদের কি হবে ----- =p~

১৫| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১১:০৯

জুনায়েদ বি রাহমান বলেছেন: মজা পেলাম ভাইয়্যু।

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৯:৫৬

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ধন্যবাদ জুনায়েদ বি রাহমান

১৬| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১১:১৪

মনিরা সুলতানা বলেছেন: ফালগুণের শুভেচ্ছা ভাইয়া ।

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৯:৫৭

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ধন্যবাদ আপু

১৭| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১১:৪৮

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর ।+

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১০:২২

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ধন্যবাদ কবি সেলিম আনোয়ার

১৮| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৮ ভোর ৪:৪২

চাঁদগাজী বলেছেন:


বাংগালীরা হলিউডি ও বলিউডি ভালোবাসা করার চেষ্টা করছে, ভালোবাসায় ভেজাল প্রবেশ করছে

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১০:২৫

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: এখনকার তরুন রা বড্ড অস্থির।
ধৈর্য নাই, ধর তক্তা মার পেরেক অবস্থা!
আপনি কোথায় এটাকে জিকঝাক না জিগি জিগি কি একটা লিখেছিলেন =p~ =p~

১৯| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৮:৫৬

অাব্দুল্লাহ অাল কাফি বলেছেন: যে মন শুধু দুধ খেতে চাইবে না,মাংসও দিতে চাইবে।
এতটুকু পড়ে আটকে গেলাম।ভাবছিলাম এটা কেমন কথা হলো।
বাকিটুকু পড়ে বিস্মিত ও মুগ্ধ হলাম।

ভালোবাসার ক্ষেত্রে ব্যর্থরাই সফল
- নিঃসন্দেহে নির্ভুল উক্তি।

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১০:২৭

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: সুন্দর মন্তব্য, অনেক ধন্যবাদ জনাব অাব্দুল্লাহ অাল কাফি

২০| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৯:৩০

বিদ্রোহী ভৃগু বলেছেন: প্রেম চিনছে কে কবে
কামে সবাই রয় ডুবে
প্রেম যে করেছে সেই মরেছে
মরেও অমর সেই হয়েছে ।

বাসন্তি আর ভ্যালেন্টাইন শুভেচ্ছা :)

+++

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১০:২৮

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: সুন্দর বলেছেন কবি। আপনিও শুভেচ্ছা নিন।

২১| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১১:৫৪

সাদা মনের মানুষ বলেছেন:

লিংকনে সাদামাটা চেহারার কাহিনী পড়ে মনে একটু ভরসা পেলাম :D

লাইলী মজনুর দুধ ও মাংস খাওয়ার গল্পটা আগে শুনিনি, ব্যফক হইছে লিটন ভাই।

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১২:৪৭

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: লিঙ্কনের কথায় আমিওতো ভরসা পেলাম, :D

২২| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১২:০২

সাদা মনের মানুষ বলেছেন:

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১২:৪৮

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: অনেক ধন্যবাদ সাদা ভাই

২৩| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১:৩৪

ইফতেখার ভূইয়া বলেছেন: আপনার লিখা ভালো লেগেছে। ব্যক্তিগত পর্যায়ে কোন সুর্নিদিষ্ট তারিখে প্রেম-ভালোবাসা ব্যক্ত করার আকুলতাকে আমার কাছে লোক দেখানো মনে হয়। ব্যাপারগুলোকে যথাসম্ভব এড়িয়ে চলি। ভালোবাসা প্রকাশের কোন সময় বাধা নেই বা থাকাও উচিত নয় বলেই আমার মনে হয়। বছরের ৩৬৪ দিনই ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটুক এটাই চাই। ভালো থাকবেন।

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৪:১৫

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ভালোবাসা প্রকাশের কোন সময় বাধা নেই বা থাকাও উচিত নয় বলেই আমার মনে হয়। বছরের ৩৬৪ দিনই ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটুক এটাই চাই। সুন্দর বলেছেন।
তবুও যান্ত্রিক জিবনাচারের ভিড়ে একটা দিনকে আলাদা করে উৎযাপন করাটাও মন্দ নয়।

২৪| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১:৪১

কুঁড়ের_বাদশা বলেছেন: দুর্ধর্ষ ভালবাসার কথা জানিতে পারিলাম ! =p~



লাইক প্রদান করা হইল। :-B

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৪:১৭

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ধন্যবাদের সহিত লাইক গ্রহন করা হইল। :-B=p~

২৫| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ২:২১

পদাতিক চৌধুরি বলেছেন: অসাধারন!ভীষন ভাল লাগল।আপনি যাদের নাম করলেন এই চরিত্রগুলো না হয় ভালবাসার কিংবদন্তী।কিন্তু পারিবারিক সম্মান রক্ষার্থে আমাদের আশ পাশে অনেকেই এর শিকার হচ্ছে এই একবিংশ শতকেও।ফাগুনের শুভেচ্ছা নেবেন।

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৪:১৮

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: পারিবারিক সম্মান রক্ষার্থে আমাদের আশ পাশে অনেকেই এর শিকার হচ্ছে এই একবিংশ শতকেও। খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন। ধন্যবাদ নিন পদাতিক--

২৬| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৩:৫৭

ডঃ এম এ আলী বলেছেন: অধর্ম , অত্যাচার আর অনাচারকে করতে বিনাস
ভালবাসাই হবে একমাত্র মারনাস্র ।
ধন্যবাদ পোষ্টের সুন্দর সুন্দর কথামালার জন্য ।

শুভেচ্ছা রইল ।

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৪:১৯

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আপনিও শুভেচ্ছা নিন ডঃ আলী ভাই।

২৭| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৪:০২

পান্হপাদপ বলেছেন: সুন্দর লেখা

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৪:১৯

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ধন্যবাদ পান্হপাদপ

২৮| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:৩৮

শামচুল হক বলেছেন: একটানেই পড়ে ফেললাম, খুবই ভালো লাগল।

২১ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১১:৩৮

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: অনেক ধন্যবাদ জনাব শামচুল হক ।

২৯| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৩:৫০

টারজান০০০০৭ বলেছেন: মজনু ছাড়া মজনুরে নিয়া এমন লেখা আর কে লিখিতে পারে ! সময়কালে আপনি বোধয় বিরাট মজনু ছিলেন ! :D

০৩ রা মার্চ, ২০১৮ বিকাল ৫:৪১

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: প্রেমের এই ফাঁদ পাতা ভুবনে আমরা সবাই মজনু। কেউ বুঝে কেউ না বুঝে । :D

৩০| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:২১

খায়রুল আহসান বলেছেন: ভালবাসা দিবসে ভালবাসায় অমরত্ব লাভের যে পথ বাৎলে দিলেন, আজকের তরুন তুর্কীরা সে পথে হাঁটতে চাইবেনা।
জুন এর মন্তব্য এবং আপনার প্রতিমন্তব্যটা ভাল লেগেছে।
লাইলী-্মজনু'র দুধ আর মাংস খাওয়ার গল্পটা আগে কখনো শুনিনি। তাই একটু অন্যরকম মনে হচ্ছিল।

০৩ রা মার্চ, ২০১৮ বিকাল ৫:৪৬

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: লাইলি মজনুর কাহিনি অনেক লিখক লিখেছেন। কেউ কেউ সাথে মনের মাধুরিও মিশিয়েছেন।
কোন এক উর্দু সংস্করনে এক হুজুর এই গল্প পেয়েছেন বলে আমাকে জানিয়েছেন।
অনেক ধন্যবাদ জনাব খায়রুল আহসান ভাই।

৩১| ০৩ রা মার্চ, ২০১৮ সন্ধ্যা ৬:০৫

কালীদাস বলেছেন: কি কারণে আল্লাহয় জানে খুব সুন্দরী এক বালিকা গত মাস দেড়েক ধৈরা বাস থিক্যা নামার সময় আমারে খুব সুন্দর কৈরা একটা হাসি মাইরা নামে, ভাবছিলাম ১৪ তারিখ মনে হয় আর ভুল করব না, হাঁটু গাইড়া বৈসা পড়ব আমার সামনে। কিয়ের কি, ঐদিন দেখি বাসেই উঠে নাই :((

আপনের পোস্ট পৈড়া তাই চক্ষু ফাইট্টা পানি আয়া পড়ল

০৩ রা মার্চ, ২০১৮ সন্ধ্যা ৬:৫১

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: কালীদাস ধৈর্য ধরেন ভাইজান, আগামী বছরই বালিকার ১৮ হইব ! :P

৩২| ০৩ রা মার্চ, ২০১৮ সন্ধ্যা ৬:৫৩

কালীদাস বলেছেন: কিয়ের ১৮? সাবালিকা, চাকরি করে :((

০৫ ই মার্চ, ২০১৮ সকাল ১০:৫১

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: তাইলে বালিকা হাসত ক্যান সেইটা একটা রহস্য!
প্যান্টের জিপার টিপার নস্ট ছিলনাতো !!! :P

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.