নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সবাই যখন নীরব, আমি একা চীৎকার করি \n-আমি অন্ধের দেশে চশমা বিক্রি করি।

গিয়াস উদ্দিন লিটন

এত বুড়ো কোনোকালে হব নাকো আমি, হাসি-তামাশারে যবে কব ছ্যাব্‌লামি। - রবীন্দ্রনাথ ঠাকুর

গিয়াস উদ্দিন লিটন › বিস্তারিত পোস্টঃ

সাময়িক

০৫ ই মার্চ, ২০১৮ সকাল ১১:১৭

ভাষার মাস শেষ হয়ে আজ স্বাধীনতার মাসের ৫ তারিখ। সামুর ব্যানার হেড’টি সরানো দরকার। ১লা মার্চ থেকে নির্বাচিত পাতাটিও নিষ্ক্রিয় অবস্থায় আছে।

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ০৫ ই মার্চ, ২০১৮ সকাল ১১:২৬

কামরুননাহার কলি বলেছেন: ধরকার।

২| ০৫ ই মার্চ, ২০১৮ সকাল ১১:২৮

মোহেবুল্লাহ অয়ন বলেছেন: লিটন ভাই অতি সূক্ষ্ম জিনিস ও খেয়াল রেখেছেন। :)

৩| ০৫ ই মার্চ, ২০১৮ সকাল ১১:৫১

সম্রাট ইজ বেস্ট বলেছেন: আমি কয়েকদিন ধরেই এ ব্যাপারে লিখতে গিয়েও লিখিনি। সামু কর্তৃপক্ষ মনে কিছুটা বেখেয়াল।

৪| ০৫ ই মার্চ, ২০১৮ সকাল ১১:৫১

তারেক_মাহমুদ বলেছেন: সহমত লিটন ভাই।

৫| ০৫ ই মার্চ, ২০১৮ সকাল ১১:৫৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: নক নক

সামু ওয়েক আপ ;)

ধন্যবাদ লিটন ভায়া :)

৬| ০৫ ই মার্চ, ২০১৮ দুপুর ১২:২৩

শাহরিয়ার কবীর বলেছেন: মডারেটর সাহেব শ্বশুর বাড়ী বেড়াতে গেছে কিনা কে জানে ! ;)


৭| ০৫ ই মার্চ, ২০১৮ দুপুর ১:৫৭

তাওহিদ হিমু বলেছেন: সামুতে ছোটখাটো অব্যবস্থাপনা দেখা যায় প্রায়ই, যার জন্য বগ্লসাইটের সৌন্দর্য ও কার্যকারিতা ঠিক থাকে না। অনেকসময় নতুন ব্লগারদের লেখা প্রথম পাতায় আনতে গড়িমসি করে, কিংবা আনেও না। প্রথম পাতায় না এলে সে লিখিবে কেন কষ্ট করে? ২/৩ জন পাঠকের জন্য? প্রথম পাতায় আসার পর যদি খারাপ বা অনুপযুক্ত লেখা দেখা যায়, তবে তাকে সরিয়ে নেয়া যায় একেবারে বা সাময়িকের জন্য।
আবার প্রথম পাতা ও বিষয়ভিত্তিক ব্লগের পাতাগুলোও আপডেট হয় দেরিতে। নতুন ব্লগ লেখার সময় ট্যাগের বদলে বাধ্যতামূলক 'ক্যাটাগরি' দেওয়া উচিত ছিল, যেন একেক বিষয়ের ব্লগ বিষয়ভিত্তিক ব্লগের পাতায় অটো চলে যায়। অনেক সময় পিনকরা পোস্ট সুদীর্ঘদিন রেখে দেয়, পালটায় না বা সরায় না। এ সবই সামুর প্রতি আমার অভিযোগ/ফিডব্যাক।

৮| ২৩ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৩:১৬

খায়রুল আহসান বলেছেন: খুব ছোট ছোট বিষয়গুলোও আপনার নজর এড়ায় না, তা আগেও দেখেছি।
আপনাকে ব্লগের মডারেটর প্যানেলে যুক্ত করে নিলে খুব ভাল হয়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.