নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সবাই যখন নীরব, আমি একা চীৎকার করি \n-আমি অন্ধের দেশে চশমা বিক্রি করি।

গিয়াস উদ্দিন লিটন

এত বুড়ো কোনোকালে হব নাকো আমি, হাসি-তামাশারে যবে কব ছ্যাব্‌লামি। - রবীন্দ্রনাথ ঠাকুর

গিয়াস উদ্দিন লিটন › বিস্তারিত পোস্টঃ

আজ \'কি করি আজ ভেবে না পাই\'এর জন্মদিন।

০১ লা মে, ২০১৮ দুপুর ১২:২৪





একজন ইন্ডিয়া গিয়ে ফেবুতে ছবি পোস্ট করেছেন।
ব্লগার নীলা নাজমা সেখানে মন্তব্য করেছেন-‘কিরে গান্ডু পেন্সিডিল খাইতে গেছোস নাকি?
পোস্ট দাতা রিপ্লাই দিয়েছেন-‘কি করবো ক’ তুইতো বাকিতে দেস না!’

আমাদের এক ব্লগারের শুচিবাই আছে। তিনি ফেসবুকে স্টাটাস দিয়েছেন-শিতের ভিতরও আমি তিনবার গোসল করি।
নিচে একজন মন্তব্য করেছেন-‘দাদা আপনার খাটটা কোন কোম্পানীর।‘
বোল্ট লাইনগুলির অসম্ভব রসবোধ সম্পন্ন মন্তব্যে আমি বিমোহিত হলাম।

একদিন আননোন নাম্বার থেকে একটা ফোন পেলাম-আপনি কি বিখ্যাত ব্লগার গিয়াস উদ্দিন লিটন?
বললাম- আংশিক সত্য, নামটা ঠিক আছে,বাকিটা মিলেনি।
ঠা ঠা করে এক প্রাণ খোলা হাসি দিয়ে বললেন- আমি ’‘কি করি আজ ভেবে না পাই’
উনার সম্পর্কে আমার ধারনা ছিল, বললাম- আপনি আমিনুর রহমান জেসন ভাই?
জানালেন- আংশিক সত্য, ইমরান হাসান জেসন।
উপরে ‘একজন’ বলে যার কথা বলেছি তিনিও এই ইমরান হাসান জেসন।

সেই প্রথম আলাপ। ১৭র বই মেলায় আমার প্রকাশক দিব্যপ্রকাশের স্টলে প্রথম দেখা।এটা প্রথম চর্মচক্ষে আমার কোন ব্লগার দেখাও বটে।
দেখলাম প্রাণখোলা হাসিখুশি একজন বন্ধু বতসল মানুষকে। দুর্দান্ত এক ছড়াকারকে।
সামুর জনপ্রিয় এই ব্লগারের আজ জন্মদিন। জন্মদিনে ‘কি করি আজ ভেবে না পাই’ এর জন্য রইল অনেক শুভ কামনা।

মন্তব্য ১২৪ টি রেটিং +১৯/-০

মন্তব্য (১২৪) মন্তব্য লিখুন

১| ০১ লা মে, ২০১৮ দুপুর ১২:৩৮

শাহিন-৯৯ বলেছেন: শুভ জন্মদিন প্রিয় কবিকে। সাথে আপনাকে আন্তরিক ধন্যবাদ বিষয়টি আমাদের দৃষ্টিতে দেওয়ার জন্য।

আপনার মেইল আই,ডি কি পেরে পারি? (যদি আপত্তি না থাকে)।

০১ লা মে, ২০১৮ সন্ধ্যা ৬:১৯

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আপনাকেও ধন্যবাদ।
[email protected]

২| ০১ লা মে, ২০১৮ দুপুর ১২:৪৩

ধ্রুবক আলো বলেছেন: আমাগো না খাওয়াইলে কোনো জন্মদিন হ্যাপি বার্থডে নাই

০১ লা মে, ২০১৮ সন্ধ্যা ৬:২০

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ভাই আমিও উপাস! উনারই দেখা নাই।

৩| ০১ লা মে, ২০১৮ দুপুর ১:১৩

ব্লগার_প্রান্ত বলেছেন: কি করি আজ ভেবে না পাই, আজকে আমার আপন ভাইয়ের ও জন্মদিন

০১ লা মে, ২০১৮ সন্ধ্যা ৬:২০

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আপনার ভাইয়ের জন্যও শুভ কামনা।

৪| ০১ লা মে, ২০১৮ দুপুর ১:১৭

মাহমুদুর রহমান সুজন বলেছেন: কি করি আজ ভেবে নাই পাই নিকের অন্তরালের মানুষটির জন্মদিন আজ। শুভ জন্ম দিন।
আপনাকেও ধন্যবাদ।

০১ লা মে, ২০১৮ সন্ধ্যা ৬:২১

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আপনিও ধন্যবাদ নিন।

৫| ০১ লা মে, ২০১৮ দুপুর ১:১৭

সত্যপথিক শাইয়্যান বলেছেন: প্রিয় কবির জন্মদিনে অনেক অনেক শুভেচ্ছা।

০১ লা মে, ২০১৮ সন্ধ্যা ৬:২২

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আপনাকেও শুভেচ্ছা।

৬| ০১ লা মে, ২০১৮ দুপুর ১:৩৭

মাআইপা বলেছেন: অনেক শুভেচ্ছা রইল 'কি করি আজ ভেবে না পাই' ভাই।

০১ লা মে, ২০১৮ সন্ধ্যা ৬:২৩

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ধন্যবাদ মাআইপা

৭| ০১ লা মে, ২০১৮ দুপুর ১:৫৩

সেলিম আনোয়ার বলেছেন: শুভ জন্মদিন ইমরান হাসান জেসন। আপনাকেও অনেক ধন্যবাদ।

০১ লা মে, ২০১৮ সন্ধ্যা ৬:২৩

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আপনাকেও ধন্যবাদ কবি।

৮| ০১ লা মে, ২০১৮ দুপুর ২:২৮

শায়মা বলেছেন: আমার প্রিয় ভাইয়ার জন্য অনেক অনেক ভালোবাসা!!!!!

০১ লা মে, ২০১৮ সন্ধ্যা ৬:২৩

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: অনেক ধন্যবাদ শায়মা।

৯| ০১ লা মে, ২০১৮ সন্ধ্যা ৭:১৪

আহমেদ জী এস বলেছেন: গিয়াস উদ্দিন লিটন ,



কি করি আজ ভেবে না পাই
এই খুশিতে কোন হাটে যাই
কোন দোকানে বাকীতে পাই
কোন খাটেতে সবাই ঘুমাই
সকল ব্লগার জুটি,
আজ আমাদের ছুটি ও ভাই
আজ আমাদের ছুটি ।


ছবি দেখানো কেক এ কাম চলতো না । বাকীতে হলেও আসল কেক চাই .... :P B-) :||



০১ লা মে, ২০১৮ রাত ৯:৪২

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: মজার ছড়া লিখেছেন আহমেদ জী এস ভাই।
বাকিতে যদি হয় শুধু কেক কেন? সাথে কোকও হবে।

১০| ০১ লা মে, ২০১৮ রাত ৮:১৯

জুন বলেছেন:


সুন্দর করে ব্লগের জনপ্রিয় ছন্দ লেখকের জন্মদিনকে স্মরণ করার জন্য আপনাকেও শুভেচ্ছা গিয়াসউদ্দিন লিটন :)

০১ লা মে, ২০১৮ রাত ৯:৪২

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: দুজনের পক্ষ থেকে আপনিও শুভেচ্ছা নিন জুনাপু

১১| ০১ লা মে, ২০১৮ রাত ৮:২২

সুমন কর বলেছেন: সামু ব্লগে প্রায় সবার প্রিয় এই ভাইটি।

"কি করি আজ ভেবে না পাই" ভাইয়ের প্রতি রইলো জন্মদিনের শুভেচ্ছা....... !:#P

০১ লা মে, ২০১৮ রাত ৯:৪৩

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: অনেক ধন্যবাদ জানবেন কবি।

১২| ০১ লা মে, ২০১৮ রাত ৮:২৮

স্বপ্ন কুহক বলেছেন:

শুভ জন্মদিন

০১ লা মে, ২০১৮ রাত ৯:৪৪

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: অনেক ধন্যবাদ স্বপ্ন কুহক

১৩| ০১ লা মে, ২০১৮ রাত ১০:১৮

রাজীব নুর বলেছেন: জানলাম।

০২ রা মে, ২০১৮ সকাল ১১:১১

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ধন্যবাদ রাজীব নুর

১৪| ০২ রা মে, ২০১৮ রাত ১২:৩২

সনেট কবি বলেছেন: দু’জনের জন্যই শুভেচ্ছা।

০২ রা মে, ২০১৮ সকাল ১১:১২

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ধন্যবাদ কবি

১৫| ০২ রা মে, ২০১৮ রাত ২:৪২

চাঁদগাজী বলেছেন:


উনার জন্য জন্মদিনের শুভেচ্ছা রলো।

০২ রা মে, ২০১৮ সকাল ১১:১২

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: অনেক ধন্যবাদ জনাব চাঁদগাজী

১৬| ০২ রা মে, ২০১৮ ভোর ৬:৫৬

জাহিদ অনিক বলেছেন:

আমার কেন যেন মনে হচ্ছে আপনাদের সাথে আমার দেখা হয়েছে

০২ রা মে, ২০১৮ সকাল ১১:১৪

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: হতে পারে। দেখা না হলেও আগামিতে হতে পারে।

১৭| ০২ রা মে, ২০১৮ সকাল ৮:৫৯

বিদ্রোহী ভৃগু বলেছেন:
কি করি কি করি
সারাদিন ভেবে মরি
লিখব কি কাব্য
সারাদিন ভাববো!

কত কত উইশে
কি করি যাচ্ছে ভেসে
অধমের কি আছে আর
দেব তাকে উপহার!

ভাবতে ভাবতেই
হয়ে গেল দিনশেষ
অবশেষে লিটনদার
পোষ্টেই উইশেস ;)

০২ রা মে, ২০১৮ সকাল ১১:১৬

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: কাব্য ছন্দে আসাধারন উইশ, অনেক ধন্যবাদ বিদ্রোহী ভৃগু

১৮| ০২ রা মে, ২০১৮ সকাল ৯:১০

পদাতিক চৌধুরি বলেছেন: বাহা! জন্মদিনের ভাল উপহার।দুজনকেই অনেক অনেক শুভেচ্ছা।

ভাল থাকা নিরন্তর।

০২ রা মে, ২০১৮ সকাল ১১:১৬

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আপনিও শুভেচ্ছা নিন পদাতিক

১৯| ০২ রা মে, ২০১৮ সকাল ৯:২৫

হাফিজ বিন শামসী বলেছেন:
দুজনার প্রতি শুভেচ্ছা রইল।

০২ রা মে, ২০১৮ সকাল ১১:১৭

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আপনাকেও শুভেচ্ছা।

২০| ০২ রা মে, ২০১৮ সকাল ১১:২৩

কি করি আজ ভেবে না পাই বলেছেন: বাহহহ,,,ডায়ালগও মাইরি
চর্মচক্ষে দেখা প্রথম ব্লগার !!
সূক্ষ রসে খুব দিলেন হে, এই বুঝি প্রতিদান! না হয় মজা করে শালীর রুপের স্তুতি করেছিলেম থোড়া /:)

তবে আপনি আমার দেখা পঞ্চম পিস হে, ১ম ঠেলায়ই চর্মচক্ষে দেখে ফেলি ভৃগুদা,রাবেয়া রাহীম আর কবি ফয়েজউল্লাহ রবি এই ত্রিরত্নকে একসাথে বইমেলাতে। আপনার মতন আমিও অবাক,,, কি আশ্চর্য, এ যে মানুষ!!
হাত-পা আছে! মাথা আছে! আবার কুটকুট কথা কয়, খিলিখিলি হাসেও !!!
১ম দর্শনেই বুঝিয়ে দিলাম আমার জাতটা। ফোন বোবামুডে রেখে ঠিক তাদের পিছনে ঠায় দাঁড়িয়ে ছিলেম পাক্কা ১টি ঘন্টা। ফোন করে করে হয়রান হয়ে যখন ভৃগুদা আর রবি কূৎসিত সব খিস্তি খেউড়াতে শুরু করলেন মা-মাসীতক যাওয়ার আগেই জানান দিলেম আমি কে।
ইয়াল্লা,,,
কৈ থামবে তা না, এবার কবি রাবেয়া রাহীমের খিস্তি শুরু !!
এই নর্মিদর্শনা কবি যে এইসব গালি জানেন তা নিজ কানে না শুনলে মেরে ফেললেও বিশ্বাস করতুম না কস্মিনে!
আলাপন শুরু হলো তাদের চর-ঠুঁয়া আর কানমলা খেয়ে.............
অম্ল-চুকা সে অভিজ্ঞতা ডিটেইলে পাঠককুলে পৌছানোর শপথ করিলেম অদুর ভবিষ্যতে।
এরপর, কবি রাবেয়াসহ ২য় ধাক্কায় দেখা হলো কবি কাজী ফাতেমা ছবি'র সনে। সে-ও এক বিরল অভিজ্ঞতা মাইরি!!
যতক্ষন তিনি ছিলেন প্রতিটা সেকেন্ড তিনি আমাদের ছবিময় করে তুলেছিলেন। আমরা ভূগবো আর ভৃগুদা বেঁচে যাবেন অত্ত মহান আমরা নই............সিধে হানা দিলেম সদলবলে প্রেসক্লাবে তার অফিসে। দুই নারী কবির কিচিরমিচিরে গোটা প্রেসক্লাব মাথায় উঠলো মাইরি। ভৃগুদা মান এবং চাকুরি দুটো বাঁচাতে তড়িঘড়ি আমাদের নিয়ে আসলেন ফটকের বাইরে। সেখানেও দু'কবির বাকবাকুমে রাজপথ গমগম। লোকজন ঠারে ঠারে সন্দেহের চোখে তাকাচ্ছে নারীঘটিত মশলাদার কেসটেস ভেবে..............আমার আর ভৃগুদা'র অসহায় ম্রিয়মান সে এক স্মৃতি বটে।

ঠিক তার পরেরদিন ঘটিলো ঐতিহাসিক সেই ৫মী দর্শন, চর্মচক্ষে দেখিলাম আপনারে। আপনারো দেখি হাত-পা-মাথা সবি আছে !! রসবোধ আর বন্ধু বৎসল আন্তরিকতায় বিমোহিত আমি। কত্ত বড় ব্লগার অথচ কি সাধারণ। অহংকারের লেশ-ছিটে নেই। আপনার বন্ধুরাও ঠিক তেমনি। দোষ একটাই, ভসভস সিগ্রেট খান। ক্যান যে ধূমপান করেন ছাই............ ;) :P :-B

সেদিন ষষ্ঠ দর্শন হতে হতেও হলো না আর। কিছুতেই পাওয়া গেলো না ব্লগার খায়রুল আহসান ভাইকে।


০২ রা মে, ২০১৮ সকাল ১১:৫৬

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: বানিয়ে চুরিয়ে বাড়িয়ে জা লিখলেন তা নাহয় মেনে নিলাম- কিন্তু----
আপনার ভাবী কয়- তুমি নাকি সিগ্রেট এক্টার আগুন দিয়া আরেকটা জালাও?
কইলাম কে কইছে?
- ঐযে ব্লগে কি করি ভাই লিখছে তুমি ভস ভস কইরা সিগ্রেট খাও!
- ভস ভস রে তুমি বুইঝা নিলা ' এক্টার আগুন দিয়া আরেকটা জালানো?' যাক এক্টার আগুন দিয়া আরেকটা ধরাইলে এতে যে ম্যাচ খরচ বেঁচে যায় সেই খেয়াল তোমার আছে?
- তুমি না কইলা একটা খাও?
কইলাম- কথা সত্য, একসাথে এক্টার বেশি খাইনা :P

২১| ০২ রা মে, ২০১৮ সকাল ১১:২৭

কি করি আজ ভেবে না পাই বলেছেন: ওহহ কিসে অত বকবক ভুলেই গেছি ছাই,
আসলেই স্মৃতি তুমি বেদনা...............আহা মধু মধু

কৃতজ্ঞতা প্রকাশের শায়মা'পু যথা মেনামেনা রঙঢঙ জানিনে বলে কাল ইনবক্সে এক মহা অফার দিয়েছিলাম।
সবিনয় উত্তর প্রার্থনীয়............. :P

০২ রা মে, ২০১৮ দুপুর ১২:১৪

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: এক ঋষি তপবনে ২০ বছর ধরে সাধনা করছে। এ দেখে এক রূপবতী নারীর বেশে শয়তান তার পিছে লাগছে ধ্যান ভাঙ্গাতে।
অবশেষে ঋষি ধ্যান ভেঙ্গে রূপবতীর সাথে মিলিত হল। এর পর শয়তান সরূপে প্রকাশিত হয়ে হাহাহা করে হেসে উঠে বলল- আমি শয়তান, অনেক সাধনা করে তোর ধ্যান ভাঙ্গাইছি।
এবার ঋষিও হাহাহা করে হেসে উঠল।
বলল- মানুষ, ভেড়া, কুকুর,সাপ, বেজী কিচ্ছু বাদ রাখিনাই। বাকি ছিল শুধু শয়তান। এর জন্য আমি ২০ বছর সাধনা করছি, আজ সাধনা পুর্ন হয়েছে, আজ আমি শয়তানের সাথেও-------
মহা অফারের প্রায় সব কিছুই আমি এস্তেমাল করছি, বাকি আছে হুরপরী। ওইটা পেলে মন্দ হয়না
:P:P

২২| ০২ রা মে, ২০১৮ সকাল ১১:২৯

কি করি আজ ভেবে না পাই বলেছেন: ধন্যবাদ শাহীন-৯৯। তা ৯৯এর শানে নুযুলটা কি হে মশাই? বিগত শতাব্দীর মানুষ বুঝি? :D

০২ রা মে, ২০১৮ দুপুর ১২:১৫

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: শাহিন ভাই ৯৯৯ এর কল সেন্টারে আছেন মনে হয়। :D

২৩| ০২ রা মে, ২০১৮ সকাল ১১:৩১

কি করি আজ ভেবে না পাই বলেছেন: @ধ্রূবক আলো দ্য ম্যাশঃ কার্যকারণ গতকাল কহিয়াছি মশাই ফেবুয় :D

০২ রা মে, ২০১৮ দুপুর ১২:২০

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ধ্রূবক ভাইর সাথে আমারো পেটেকিছু পড়বে মনে হয় !

২৪| ০২ রা মে, ২০১৮ সকাল ১১:৩২

কি করি আজ ভেবে না পাই বলেছেন: @প্রান্তর পাতাঃ ভাইয়ের জন্যে শুভেচ্ছা। জানিয়ে দেবেন..............

০২ রা মে, ২০১৮ দুপুর ১২:২১

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আমিও শুভ কামনা জানাছি

২৫| ০২ রা মে, ২০১৮ সকাল ১১:৩৫

কি করি আজ ভেবে না পাই বলেছেন: মাহমুদুর রহমান সুজন বলেছেন: কি করি আজ ভেবে নাই পাই নিকের অন্তরালের মানুষটির জন্মদিন আজ। শুভ জন্ম দিন।

হামেষা পাশে পাই, কৃতজ্ঞতার শেষ নেই প্রিয় সুহৃদ :)

০২ রা মে, ২০১৮ দুপুর ১২:২১

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: উনি আমার সাথেও হামেশ আছেন।

২৬| ০২ রা মে, ২০১৮ সকাল ১১:৩৮

কি করি আজ ভেবে না পাই বলেছেন: সত্যপথিক শাইয়্যান বলেছেন: প্রিয় কবির জন্মদিনে অনেক অনেক শুভেচ্ছা।

অনেক অনেক ধন্যবাদ সত্যবাবু।:)

০২ রা মে, ২০১৮ দুপুর ১২:২২

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আমার পক্ষ থেকেও সত্যবাবুকে ধন্যবাদ

২৭| ০২ রা মে, ২০১৮ সকাল ১১:৪০

কি করি আজ ভেবে না পাই বলেছেন: মাআইপা বলেছেন: অনেক শুভেচ্ছা রইল 'কি করি আজ ভেবে না পাই' ভাই।

ধন্যবাদ ভাই।
আপ্নার নাম রহস্য ভেবে ভেবে ঘাম ছুটে গেলো দাদা.............. B:-)

০২ রা মে, ২০১৮ দুপুর ১২:২৫

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: মাআইপা ভাই এলিয়েন সম্প্রদায়ের কেউ হতে পারেন।

২৮| ০২ রা মে, ২০১৮ সকাল ১১:৪১

কি করি আজ ভেবে না পাই বলেছেন: সেলিম আনোয়ার বলেছেন: শুভ জন্মদিন ইমরান হাসান জেসন। আপনাকেও অনেক ধন্যবাদ।

ধন্যবাদ হে প্রিয় আবু সালমান :)

০২ রা মে, ২০১৮ দুপুর ১২:২৭

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: সালমান বাবাজির জন্যও শুভ কামনা।

২৯| ০২ রা মে, ২০১৮ সকাল ১১:৪৪

কি করি আজ ভেবে না পাই বলেছেন: শায়মা বলেছেন: আমার প্রিয় ভাইয়ার জন্য অনেক অনেক ভালোবাসা!!!!!

বুঝি যত রঙঢঙ
টের পাই ঠিকি;
চারআনা সত্য তার
বারো আনা মেকি।

০২ রা মে, ২০১৮ দুপুর ১২:৩২

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আমি সাক্ষি শায়মা তার কি করি ভাইয়াকে খুব ভালবাসে।

৩০| ০২ রা মে, ২০১৮ সকাল ১১:৫৩

কি করি আজ ভেবে না পাই বলেছেন: কি করি আজ ভেবে না পাই
এই খুশিতে কোন হাটে যাই
কোন দোকানে বাকীতে পাই
কোন খাটেতে সবাই ঘুমাই
সকল ব্লগার জুটি,
আজ আমাদের ছুটি ও ভাই
আজ আমাদের ছুটি ।

ছবি দেখানো কেক এ কাম চলতো না । বাকীতে হলেও আসল কেক চাই .... :P B-) :||


এমনদিনে পয়দা হলেম
বিশ্ব এদিন বন্ধ;
ভাইবোনা তায় মোর পরে হায়
ভীন জাতেরই গন্ধ।

বান্দা আমি নস্যি অতি
মে'দিবসের কালি;
যে'পথে যাই,চর-ঝাটা খাই
খাই লোকেরই গালি।

কিচ্ছু হলেম নারে ভায়া
খিটমিটে খসখসে;
ব্লগে আসি হবার আশায়
তোমগো চরণ ঘষে।

কেক খাবে ছাই, কান্না কিসে
লিটনদা মোর গুরু;
বাকি না ছাই ছেপদা গুণে
ক্যাশই দেবে,ধুরু। :-B

০২ রা মে, ২০১৮ দুপুর ১২:৩৬

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: পার্টির সব আয়োজন সম্পন্ন, কি করি ভাই 'বান্ডেল্টা' দিলেই পার্টি শুরু হয় আর কি! চাইলে সেখান থেকে ক্যাশও দিতে পারি।

৩১| ০২ রা মে, ২০১৮ দুপুর ১২:০১

শামচুল হক বলেছেন: কি করি আজ ভেবে না পাইয়ের জন্মদিনে শুভেচ্ছা রইল। ধন্যবাদ লিটন ভাই।

০২ রা মে, ২০১৮ দুপুর ১২:৩৭

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আপনিও ধন্যবাদ জানুন শামচুল হক ভাই

৩২| ০২ রা মে, ২০১৮ দুপুর ১২:০১

কি করি আজ ভেবে না পাই বলেছেন: জুন বলেছেন:
সুন্দর করে ব্লগের জনপ্রিয় ছন্দ লেখকের জন্মদিনকে স্মরণ করার জন্য আপনাকেও শুভেচ্ছা গিয়াসউদ্দিন লিটন :)


কার্ডখানা যা দিলেনা
লাভিং আর প্রিটিগো;
ও জুনাপু তোমারেও
শুভেচ্ছা প্রীতিগো।

০২ রা মে, ২০১৮ দুপুর ১২:৩৮

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: কার্ডখানা আমারও পছন্দ হইছে!

৩৩| ০২ রা মে, ২০১৮ দুপুর ১২:০৫

কি করি আজ ভেবে না পাই বলেছেন: সুমন কর বলেছেন: সামু ব্লগে প্রায় সবার প্রিয় এই ভাইটি।
"কি করি আজ ভেবে না পাই" ভাইয়ের প্রতি রইলো জন্মদিনের শুভেচ্ছা....... !:#P


কলাবাগান,আরইউ,হাকা ভাই আর প্রাণপ্রিয় কাকু যদি ঐ ''প্রায়'' লিস্টিতে থাকতো আহা................. /:)

০২ রা মে, ২০১৮ দুপুর ১২:৩৯

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: কাকুও আপনাকে উইশ করেছে।

৩৪| ০২ রা মে, ২০১৮ দুপুর ১২:০৭

কি করি আজ ভেবে না পাই বলেছেন: স্বপ্ন কুহক বলেছেন:
শুভ জন্মদিন


ছবিটা কার গো? আমি কবি ছবি'র কথা বলিনি..............

০২ রা মে, ২০১৮ দুপুর ১২:৪০

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: :) :) :)

৩৫| ০২ রা মে, ২০১৮ দুপুর ১২:১২

কি করি আজ ভেবে না পাই বলেছেন: রাজীব নুর বলেছেন: জানলাম।

ঐতিহাসিক জ্ঞাণ সমৃদ্ধকরণে ব্লগার্স লীগের পক্ষ হৈতে প্রাণঢালা অভিনন্দন :-B
(আর ভাবীরে শুভেচ্ছা)

০২ রা মে, ২০১৮ দুপুর ১২:৪১

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: :) :) :)

৩৬| ০২ রা মে, ২০১৮ দুপুর ১২:১৩

কি করি আজ ভেবে না পাই বলেছেন: সনেট কবি বলেছেন: দু’জনের জন্যই শুভেচ্ছা।

ধন্যবাদ হে ঋদ্ধ সনেটরাজ :)

০২ রা মে, ২০১৮ দুপুর ১২:৪১

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: হ ধন্যবাদ হে ঋদ্ধ সনেটরাজ

৩৭| ০২ রা মে, ২০১৮ দুপুর ১২:১৭

কি করি আজ ভেবে না পাই বলেছেন: চাঁদগাজী বলেছেন:
উনার জন্য জন্মদিনের শুভেচ্ছা রলো।


ব্লগে সেই জন্মের পর থেকেই কাকুর কড়া শাষনে বেড়ে উঠেছি, তাই তার মুখে ঐসব ম্যাঁওপ্যাঁও শুভেচ্ছা টাইপ কথা শুনলেই বুকটা ঢিপঢিপ করে মাইরি..................
চাঁদগাজী বলেছেন:
উনার জন্য জন্মদিনের শুভেচ্ছা রলো।


ব্লগে সেই জন্মের পর থেকেই কাকুর কড়া শাষনে বেড়ে উঠেছি, তাই তার মুখে ঐসব ম্যাঁওপ্যাঁও শুভেচ্ছা টাইপ কথা শুনলেই বুকটা ঢিপঢিপ করে মাইরি.................. B:-)

০২ রা মে, ২০১৮ দুপুর ১২:৪৪

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: হাজি সাবের মুখ খারাপ হইলেও অন্তর ভালা

৩৮| ০২ রা মে, ২০১৮ দুপুর ১২:১৯

কি করি আজ ভেবে না পাই বলেছেন: জাহিদ অনিক বলেছেন:
আমার কেন যেন মনে হচ্ছে আপনাদের সাথে আমার দেখা হয়েছে


ধন্যবাদ খোকা

০২ রা মে, ২০১৮ দুপুর ১২:৪৮

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: জন্মের আগে রুহ জগতেতো সবাই একসাথে ছিলাম।

৩৯| ০২ রা মে, ২০১৮ দুপুর ১২:২৩

কি করি আজ ভেবে না পাই বলেছেন: বিদ্রোহী ভৃগু বলেছেন:
কি করি কি করি
সারাদিন ভেবে মরি
লিখব কি কাব্য
সারাদিন ভাববো!

কত কত উইশে
কি করি যাচ্ছে ভেসে
অধমের কি আছে আর
দেব তাকে উপহার!

ভাবতে ভাবতেই
হয়ে গেল দিনশেষ
অবশেষে লিটনদার
পোষ্টেই উইশেস ;)


কয়েছি যা টুকটাক
স্মৃতির জাবরে;
প্যাঁদাবেই আলবাৎ
ভাগি ও-বাবারে........... :P

০২ রা মে, ২০১৮ দুপুর ১:১২

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: :P

৪০| ০২ রা মে, ২০১৮ দুপুর ১২:২৪

কি করি আজ ভেবে না পাই বলেছেন: পদাতিক চৌধুরি বলেছেন: বাহা! জন্মদিনের ভাল উপহার।দুজনকেই অনেক অনেক শুভেচ্ছা।
ভাল থাকা নিরন্তর।


প্রপিতে পাশেরটি কে গো? প্রিন্সেস বুঝি?

০২ রা মে, ২০১৮ দুপুর ১:১৫

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: প্রপিতে পাশেরটি কে গো? প্রিন্সেস বুঝি? মনে হয়।

৪১| ০২ রা মে, ২০১৮ দুপুর ১২:২৫

শাহরিয়ার কবীর বলেছেন: মিষ্টি ছাড়া আজ কুনু কথা হইবে না।। ;) ;)



জিসান ভাইয়ের জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা রইল।। !:#P

০২ রা মে, ২০১৮ দুপুর ১:১৭

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আপনার শুভ কামনা পৌঁছে দেয়া হল শাহরিয়ার কবীর ভাই।

৪২| ০২ রা মে, ২০১৮ দুপুর ১২:২৬

কি করি আজ ভেবে না পাই বলেছেন: হাফিজ বিন শামসী বলেছেন:
দুজনার প্রতি শুভেচ্ছা রইল।


আপনাকেও......... :)

০২ রা মে, ২০১৮ দুপুর ১:১৭

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: :)

৪৩| ০২ রা মে, ২০১৮ দুপুর ১২:২৭

কি করি আজ ভেবে না পাই বলেছেন: শামচুল হক বলেছেন: কি করি আজ ভেবে না পাইয়ের জন্মদিনে শুভেচ্ছা রইল। ধন্যবাদ লিটন ভাই।

আপনাকেও শুভেচ্ছা এবং ধন্যবাদ।
লিটন'দা কে কি করে জানাবো ভাবছি................

০২ রা মে, ২০১৮ দুপুর ১:১৮

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: শামচুল হক ভাইএর ধন্যবাদ গ্রহন করা হয়েছে। :)

৪৪| ০২ রা মে, ২০১৮ দুপুর ১২:২৯

কি করি আজ ভেবে না পাই বলেছেন: শাহরিয়ার কবীর বলেছেন: মিষ্টি ছাড়া আজ কুনু কথা হইবে না।। ;) ;)
জিসান ভাইয়ের জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা রইল।। !:#P


লিটনদা সে গুরু দায়িত্ব আগেই কাঁধে নিয়েছেন, সাবেরুন।

ইয়ে, আবার ঐ মগবাজারের জিসান ভাবছেন না তো??? :|

০২ রা মে, ২০১৮ দুপুর ১:২০

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ভাবী কইছে, শাহরিয়ার কবীর ভাইএর ডায়াবেটিস ;) ;)

৪৫| ০২ রা মে, ২০১৮ দুপুর ১২:৩৮

শাহরিয়ার কবীর বলেছেন: মগবাজার ফ্লাইওভারে নিচের খবর এখন কেমনে রাখি......

শুনছিলাম এখন এ দায়িত্ব লিটন ভাইয়ের ।। ;) ;)

যাইহোক....

সামুর ছন্দের যাদুকর'কে জন্মদিনের শুভেচ্ছা।।। !:#P

০২ রা মে, ২০১৮ দুপুর ১:২১

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আমি ফ্ল্যাট নিয়া আছি ;)

৪৬| ০২ রা মে, ২০১৮ দুপুর ১:৪৩

শাহরিয়ার কবীর বলেছেন: ভাবী কইছে, শাহরিয়ার কবীর ভাইএর ডায়াবেটিস

সুপ্রিয় বড়ভাই,

এখনো জেতা আছি..... মরি নাই...... ভাবী পাইলেন কোথায়!!!! ;)

ব্যাচেলর জীবন খালি মজাই মজা... যদিও আপনাদের কাছে তা এখন অতীত ।।

০৩ রা মে, ২০১৮ সন্ধ্যা ৭:৫৯

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: এখনো জে'তা আছেন? ভাল ভাল ।
এক ছোট ভাইকে বলেছিলাম- ভাইহে আর যাই করো, বিয়ে করো না।
ভাইটি বলল- আপনি যে করলেন?
বললাম- আর করবো না। :P :P

৪৭| ০২ রা মে, ২০১৮ দুপুর ২:৫৪

তারেক ফাহিম বলেছেন: প্রিয় ছড়াকারের জন্মদিনের শুভেচ্ছা।
লিটন ভাই আমার শুভ্ছো এমনিতেই লেট হয়ে গেলো, আর লেট করাবেন না।
আর অাপনাকেও ধন্যবাদ কবিকে জন্মাদিনের শুভ্চেছা পৌছে দেয়ার সুযোগদানে।

০৩ রা মে, ২০১৮ রাত ৮:০০

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: রিপ্লাই দিতেও লেট হয়ে গেল। লেটে লেটে কাটাকাটি :P

৪৮| ০২ রা মে, ২০১৮ বিকাল ৩:৩৯

শাহিন-৯৯ বলেছেন: @কি করি আজ ভেবে না পাই, ৯৯ এর শানে নুযুল বেশ লম্বা, কোন এক কালে আপনাদের বলমুনে।

০৩ রা মে, ২০১৮ রাত ৮:০১

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: বইলেন, আমরাও শুনবো।

৪৯| ০২ রা মে, ২০১৮ রাত ৮:৩৫

সোহানী বলেছেন: হাহাহাহাহাহাহা..... কি জন্মদিনে উইশ টুইশ করবো, আমি তো দুই রসিক মানুষের লিখা চালাচালি দেখে হাসতে হাসতেই ফিট। উইশ টুইশ ফুইশ সব ভুলে গেছি। =p~ =p~ =p~ =p~ =p~

সত্যিই ভালো লাগে যে ব্লগে না আসলে এমন চমৎকার সব মানুষের দেখা পেতাম না। তাইতো বছরের পর বছর সুপার গ্লু এর মতো ব্লগে লেগে আছি। যতই বাগান টাগানরা ঝাড়ু পিটা করে না কেন কিছুতেই মোরে হটাতে পারে না.......... ;) ;) ;) ;)

তাই জী ভাইয়ের জন্য প্রথম পার্টি, স্পন্সর করবে লিটন দা।
কাজি ফাতেমা ছবির জন্য ২য় পার্টি, স্পন্সর করবে শাশুড়ি আপা রাবেয়া।
বিগুর জন্য ৩য় পার্টি, স্পন্সর করবে ছবি আপু।

আর সবার জন্য করবে কি করি মি: জেসন! আমি শুধু বেলুন আর বাশিঁ নিয়ে আসবো........ ;)

০৩ রা মে, ২০১৮ রাত ৮:১৩

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: তাইতো বছরের পর বছর সুপার গ্লু এর মতো ব্লগে লেগে আছি। আপনি সেই শুরুর সময় থেকেই সামুতে আছেন।
আর বাগান টাগান কি সব বললেন, ব্যাঙ আজিবন ধাক্কালেও হাতির কিছুই করতে পারবেনা।
রমজানে দিনের বেলায় পার্টি স্পন্সর করতে আমার আপত্তি নাই :P

৫০| ০৩ রা মে, ২০১৮ দুপুর ১২:৫১

মোস্তফা সোহেল বলেছেন: দেরিতে হলেও ভাইয়াকে শুভ জন্মদিন।

০৩ রা মে, ২০১৮ রাত ৮:১৫

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ধন্যবাদ মোস্তফা সোহেল ভাই।

৫১| ০৪ ঠা মে, ২০১৮ সকাল ১১:২১

শাহরিয়ার কবীর বলেছেন:

কবিতা লিখে কি আর সংসার চলে
বাজারে চাল-ডালের যে দাম....
মূলত একারণে এখনো জেতা ভাই
মনের দুঃখের কথা একখানা কইলাম এই সাইত-সকাল বেলা।;)

০৪ ঠা মে, ২০১৮ সন্ধ্যা ৬:৩০

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ঘর জামাই হলেতো আপত্তি নাই, নাকি? :P

৫২| ০৫ ই মে, ২০১৮ সকাল ৭:৫৭

সোহানী বলেছেন: ব্যাঙ আজিবন ধাক্কালেও হাতির কিছুই করতে পারবেনা। ..............হাহাহাহাহাহাহা আল্লাহ আপনার বাচাঁক। মাথায় যে কি পরিমান ঘিলু আছে আপনার তা সামান্যতেই টের পাওয়া যায়................

রমজানে দিনের বেলায় পার্টি স্পন্সর করতে আমার আপত্তি নাই :P.........

হাঁ রমজানে দিনের বেলায় পার্টি শুরু হবে, তারপর দোয়াদুরুদ চলবে ইফতার পর্যন্ত। এরপর ইফতার ও রাতের খাবার ও সেহেরির খাবার পুটলি বেধেঁ দিবেন.......... নো প্রবলেম ;)

০৫ ই মে, ২০১৮ বিকাল ৫:০০

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: এখন মানুষ বাইরে ইফতার করতে চায়না। পরিজিন নিয়ে ঘরে ইফতার করে। জোহরের পর থেকে আসর, এই সময়ের ভিতর অনুষ্ঠান শেষ করলে মানুষের কষ্ট কম হতো তাই বলছিলাম---- :P.

৫৩| ০৬ ই মে, ২০১৮ বিকাল ৪:৩০

গরল বলেছেন: জন্মদিনের শুভেচ্ছা রইল তার জন্য আর একটা ঢন্যবাদ আপনার জন্য।

০১ লা জুন, ২০১৮ রাত ৯:১৮

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আপনাকেও ধন্যবাদ গড়ল ।

৫৪| ০৬ ই মে, ২০১৮ রাত ৮:৫৩

পবন সরকার বলেছেন: জন্মদিনের শুভেচ্ছা

০১ লা জুন, ২০১৮ রাত ৯:১৮

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ধন্যবাদ পবন সরকার।

৫৫| ২০ শে মে, ২০১৮ বিকাল ৫:৫৩

কাইকর বলেছেন: জন্মদিনের শুভেচ্ছা। দোয়া করি কচ্ছপের মতো দীর্ঘজীবি হোক।আমি ব্লগার হিসেবে নতুন। আমার ব্লগে ঘুরে আসার দাওয়াত রইলো।

০১ লা জুন, ২০১৮ রাত ৯:২২

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আপনি ভাল লিখছেন। লেগে থাকুন, ভাল করবেন।

৫৬| ২১ শে মে, ২০১৮ দুপুর ১২:৪৭

বৃষ্টি বিন্দু বলেছেন:




কি করি আজ ভেবে না পাই,
বলি কী আমি ভাই!
বলার মত কোন কিছু
খোঁজে নাহি পাই!
জন্মদিনের শুভেচ্ছা
হৃদয় থেকে জানাই...♥♥♥

লিটন ভাইকে ধন্যবাদ।

০১ লা জুন, ২০১৮ রাত ৯:২৩

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: সুন্দর ছড়া লিখেছেন। আপনিও ধন্যবাদ নিন।

৫৭| ৩০ শে মে, ২০১৮ বিকাল ৪:২০

বিজন রয় বলেছেন: তাকে জন্মদিনের শুভেচ্ছা।

নতুন পোস্ট দিন।

০২ রা জুন, ২০১৮ বিকাল ৫:৫১

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: রমজানের পরে দেখি ।
আপনিও শুভেচ্ছা নিন বিজন রয়।

৫৮| ৩১ শে মে, ২০১৮ রাত ১১:০০

প্রামানিক বলেছেন: লিটন ভাই, নতুন পোষ্টমোষ্ট দেন

০২ রা জুন, ২০১৮ বিকাল ৫:৫১

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: কিছু মাথায় আসছেনা প্রামানিক ভাই ।

৫৯| ০২ রা জুন, ২০১৮ দুপুর ১২:১৭

খায়রুল আহসান বলেছেন: কি করি আজ ভেবে না পাই,
ভাবার অত দরকার কি ভাই,
যেমন আছেন তেমন থাকুন,
সবার সাথে মাস্তি করুন
হেসে খেলে জীবন কাটান,
জন্মদিনে কেক কেটে খান!
-- শুভ জন্মদিন উপলক্ষে বিলম্বিত শুভেচ্ছা, ইমরান হাসান জেসন কে! তার জন্মদিনটি সমগ্র বিশ্ব জুড়ে অন্য একটা কারণে পালিত হয় এবং অনেক দেশে ছুটি থাকে, এটাও কম কথা নয়!

০২ রা জুন, ২০১৮ বিকাল ৫:৫৪

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: উনি লম্বা সময় অসুস্থ ছিলেন, আজ থেকে আবার উনাকে অনলাইনে দেখা যাচ্ছে । দোয়া করবেন।

৬০| ০৯ ই জুন, ২০১৮ সকাল ১১:১৯

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: জেসন ভাইয়ের প্রতি শুভ কামনা।

০৪ ঠা জুলাই, ২০১৮ বিকাল ৫:৪০

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ধন্যবাদ শাহাদাৎ ভাই ।

৬১| ০৩ রা জুলাই, ২০১৮ সকাল ১১:১০

আজিজার বলেছেন: শুভ জন্মদিন লিটন ভাই

০৪ ঠা জুলাই, ২০১৮ বিকাল ৫:৪১

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ধন্যবাদ আজিজার

৬২| ০৩ রা জুলাই, ২০১৮ সকাল ১১:৩৮

নিভৃতেনৈঃশব্দে বলেছেন: আমি জানিনা আর বার্থডে গন !
হোয়াই,হোয়াটস গোয়িং অন ?
সুস্থ্য হয়ে আবার ফিরে আসুন,
আবার হাসুন, আবার কাশুন I
ও 'কি যে করি ভেবে না পাই'
ছড়া না লিখে উপায় নাই !
বাসি বার্থডে হোক তাজা
খেয়ে নেবেন কেক ভাজা !
ছড়া লিখলাম করে হাস্য
জন্ম দিনের সেটাই ভাষ্য !!

০৪ ঠা জুলাই, ২০১৮ বিকাল ৫:৪৩

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: সুন্দর ছন্দে সুন্দর উইশ, ধন্যবাদ নিভৃতেনৈঃশব্দে ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.