নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সবাই যখন নীরব, আমি একা চীৎকার করি \n-আমি অন্ধের দেশে চশমা বিক্রি করি।

গিয়াস উদ্দিন লিটন

এত বুড়ো কোনোকালে হব নাকো আমি, হাসি-তামাশারে যবে কব ছ্যাব্‌লামি। - রবীন্দ্রনাথ ঠাকুর

গিয়াস উদ্দিন লিটন › বিস্তারিত পোস্টঃ

রঙ্গ ভরা অঙ্গনে মোর-৩

২৪ শে এপ্রিল, ২০১৯ রাত ১০:১৫


‘শর্ত প্রযোজ্য’



দোকানের বাইরে বিশাল ব্যানারে লিখা-‘১২৫ সিসি মোটর সাইকেল মাত্র ১০হাজার টাকা।‘
একজন সম্ভাব্য ক্রেতা দোকানে ঢুকে সেলসম্যানকে বললেন, আমি ১০ হাজার টাকায় একটি মোটর সাইকেল কিনতে চাই।
সেলসম্যান জিজ্ঞাস করলো-আপনি কি চাক্কা সহ নিবেন? মানে চাক্কা সহ নিলে দাম পড়বে ৩০ হাজার টাকা,ইঞ্জিন সহ নিলে- এক লাখ বিশ হাজার, মিটার সাইলেন্সার সহ নিলে---
ক্রেতা রেগে বললেন, বাইরে বিজ্ঞাপনেতো এত কথা লিখেন নি! এখন এসব বলছেন কেন?
সেলসম্যান বলল-সব লিখা আছে, আপনার কাছে অতসীকাঁচ থাকলে ঠিকই দেখতেন- বিজ্ঞাপনের নিচে লিখা আছে ‘শর্ত প্রযোজ্য’।

এদেশে ‘শর্ত প্রযোজ্য’ বাক্যটা প্রথম চালু করে মোবাইল কোম্পানীগুলি।
অধিকাংশ সিম কোম্পানিগুলোর বিজ্ঞাপন হয়ে থাকে এমন_ আজকে রাত ১০টার মধ্যে ১ টাকা রিচার্জ করলেই আপনি পাবেন এভারেস্টের চূড়ায় ভ্রমণ করার সুযোগ। কিন্তু 'শর্ত প্রযোজ্য'-এর মাধ্যমে যে শর্তটি দেওয়া থাকে তা হলো, আপনাকে খালি গায়ে এভারেস্টের চূড়ায় উঠতে হবে এবং ওঠার সময় হাত-পা ব্যবহার করা যাবে না।

প্রেমের ক্ষেত্রেও আজকাল 'শর্ত প্রযোজ্য' নীতি মেনে চলছে প্রেমিকা সম্প্রদায়। প্রেমের প্রথমাবস্থায় তারা মুখে মধু মেখে মিষ্টি করে বলে, 'আমার কিছুই চাই না, শুধু তোমাকে হলেই হবে।' কিন্তু মনে মনে তারা ঠিকই বলে নেয় 'শর্ত প্রযোজ্য'। তাই প্রেমিকা সম্প্রদায় প্রেমের সময় কিছু না চাইলেও সেই প্রেম যখন বিয়ে অব্দি গড়ায়, তখন শর্তের ব্যবহার সুন্দর ও সুষ্ঠুভাবে শুরু হয়ে যায়। তখন তারা অতিরিক্ত সময় চায়, মাত্র একটি ফ্ল্যাট চায়, হালকা পেঁয়াজ রঙের গাড়ি চায়, আরও চায় শুক্রবারে বরের হাতে বাসার কাপড়গুলো ধুয়ে নিতে।

নির্বাচনের আগে নেতারা জনগণের উন্নয়নের কথা চিন্তা করে মাথার চুল পাকিয়ে ফেলেন। উন্নয়নের জোয়ারে জনগণকে ভাসিয়ে নিয়ে যাওয়ার সময়ও তিনি একটি ছোট্ট শর্ত জুড়ে দেন। আর তা হলো তাকে ভোট দিয়ে নির্বাচনে বিজয়ী করতে হবে এবং তারপর দেখবেন উন্নয়ন কাকে বলে! এবং বলাবাহুল্য সেটা নিজের উন্নয়ন।

এই শর্ত প্রযোজ্যের গ্যাঁড়াকলে পড়েছিল আমাদের দাউদ। পাড়ার ছেলেরা যাকে দাউদ একজিমা বলে ক্ষেপাতো। একত্রিশ’শ টাকায় বত্রিশ ইঞ্চি টিভি বিক্রির বিজ্ঞাপন দেখে সে বউয়ের কানফুল বন্ধক দিয়ে, নগদ ৩২০০ টাকা সাথে নিয়ে শো-রুমে গিয়ে হাজির। সেখানে গিয়ে শুনে টিভির দাম ৩৭ হাজার ২০০ টাকা। চেয়ারম্যানের সনদ,মেম্বারের লিখিত,৪জন জামিনদার,জমিনের কাগজ,৩০০ টাকার স্ট্যাম্প, ১২ মাসের ১২টা ব্যাংক চেক,আইডি কার্ডের ফটোকপি, ৪কপি ছবি, ৩ কপি বিদ্যুৎ বিল আরো কি সব মিলিয়ে মোট ২৬ প্রকারের কাগজ জমা দিলে তবেই ৩৭ হাজার ২০০ টাকার টিভি ৩১৬৬ টাকার কিস্তিতে তারা দিচ্ছে। সবই ছিল তার বিজ্ঞাপনে নজরে না আসা ‘শর্ত প্রযোজ্যের’ কারিশমা।

প্রতিবাদী যুবক দাউদ এই জোচ্চুরি মেনে নিতে পারেনা। হাত পা ছুড়ে সে হই হল্লা আর চিৎকার চেঁচামেচি করতে থাকে। এক পর্যায়ে তার হাতের ইষ্টক সদৃশ্য নোকিয়া ৩৩১০ গিয়ে পড়ে শোকেসের গ্লাসে, দুটা গ্লাস ফর্দাফাই।কর্মচারিরা তাকে চেয়ারের সাথে পিছমোড়া করে বেঁধে ফেলে। অবশেষে গয়না বন্ধকের ৩২০০ টাকা জরিমানা দিয়ে কোন মতে ছাড়া পায় দাউদ।

দাউদ কোন মতে ছাড়া পেলেও আমরা চাইনা নুসরাতকে পুড়িয়ে মারা ও খুনিদের আশ্রয় প্রশ্রয় দেয়া কোন আসামী ছাড়া পাক। প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছিলেন, নুসরাতের হত্যার সাথে জড়িত সকল আসামিকে গ্রেফতার করা হবে। ন্যাক্কার জনক এই হত্যাকাণ্ডের অনেক আসামী গ্রেফতার হলেও তিন জনের ব্যাপারে কোন টু শব্দ শোনা যাচ্ছেনা। এরা হচ্ছে স্থানীয় থানার তখনকার ওসি,স্থানীয় এডিসি ও পুলিশ সুপার। খুনিদের আশ্রয়,প্রশ্রয় ও খুনকে আত্মহত্যা বলে চালিয়ে দিতে এ তিনজনের ভূমিকা বিভিন্ন মিডিয়ায় উঠে এসেছে।

এই তিন জনকে গ্রেফতার না করায় জনমনে প্রশ্ন দেখা দিয়েছে, তবে কি প্রধান মন্ত্রীর ঘোষণায়ও শর্ত ‘প্রযোজ্য ছিল।‘ আশা করছি প্রধানমন্ত্রীর ঘোষণাটি এমন ছিলনা-‘নুসরাতের হত্যার সাথে জড়িত সকল আসামিকে গ্রেফতার করা হবে। (শর্ত প্রযোজ্য- ওসি, এডিসি ও পুলিশ সুপার ছাড়া।)
(সামুতে আট বছর পুর্তি পোস্ট। সকলের জন্য শুভ কামনা)

মন্তব্য ৫২ টি রেটিং +১৫/-০

মন্তব্য (৫২) মন্তব্য লিখুন

১| ২৪ শে এপ্রিল, ২০১৯ রাত ১০:৩৫

ভুয়া মফিজ বলেছেন: আট বছর পূর্তিতে অনেক অনেক শুভেচ্ছা........তবে 'শর্ত প্রযোজ্য'!! :P

২৫ শে এপ্রিল, ২০১৯ সকাল ৯:১৭

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আপনিও শুভেচ্ছা নিন ভুয়া মফিজ ।

২| ২৪ শে এপ্রিল, ২০১৯ রাত ১০:৪৩

আর্কিওপটেরিক্স বলেছেন: অষ্টম আটশ হোক B-)) *শর্ত প্রযোজ্য

২৫ শে এপ্রিল, ২০১৯ সকাল ৯:১৭

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ধন্যবাদ আর্কিওপটেরিক্স

৩| ২৪ শে এপ্রিল, ২০১৯ রাত ১০:৫৯

শাহিন-৯৯ বলেছেন:

২৫ শে এপ্রিল, ২০১৯ সকাল ৯:১৭

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ধন্যবাদ শাহিন-৯৯

৪| ২৪ শে এপ্রিল, ২০১৯ রাত ১১:০০

আহমেদ জী এস বলেছেন: গিয়াস উদ্দিন লিটন,



কোথা থেকে কোথায় নিয়ে ফেললেন! সম্ভবত প্রধানমন্ত্রীর ঘোষনায় কোনও শর্ত প্রযোজ্য ছিলোনা। তবে তিনি চাইলে এবার শর্ত দিতে পারেন - ওসি, এডিসি ও পুলিশ সুপারকেও দড়ি বেঁধে হাজির করতে।

আপনার অষ্টম বচ্ছর পূর্তিতে ফুর্তি করে ৮০ কাপ চা আর ৮২টা সিঙারা আপনার ঠিকানায় পাঠাইতে চাই আপনার খাওয়ার লিগা। :(
*শর্ত প্রযোজ্য....

২৫ শে এপ্রিল, ২০১৯ সকাল ৯:১৯

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: শর্ত টা যদি হয় 'বিল আমাকে পে করতে হবে' তাহলে আমার খিদা নাই =p~

৫| ২৪ শে এপ্রিল, ২০১৯ রাত ১১:১২

রাজীব নুর বলেছেন: আট বছর পূর্তিতে আপনাকে অভিনন্দন।

২৫ শে এপ্রিল, ২০১৯ সকাল ৯:১৯

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ধন্যবাদ রাজীব নুর ভাই

৬| ২৪ শে এপ্রিল, ২০১৯ রাত ১১:৩৮

সাহিনুর বলেছেন: আপনাকে অনেক অনেক অভিনন্দন রইলো,ভালো কাটুক আপনার সময় গুলো ।

২৫ শে এপ্রিল, ২০১৯ সকাল ৯:২০

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: অনেক ধন্যবাদ জনাব সাহিনুর ।

৭| ২৫ শে এপ্রিল, ২০১৯ রাত ৩:৩৬

বলেছেন: আট বছর পূর্তিতে নিঃস্বার্থ শুভেচ্ছা।।।

ভালো থাকুন।।।শর্তহীন ভালোবাসায় থাকুন।।।

২৫ শে এপ্রিল, ২০১৯ সকাল ৯:২০

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: অনেক ধন্যবাদ জানবেন ল।

৮| ২৫ শে এপ্রিল, ২০১৯ সকাল ৮:০৩

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: নুসরাত হত্যার বিচার চাই।


ব্লগে আট বছর পূর্তিতে আপনাকে অভিনন্দন।

২৫ শে এপ্রিল, ২০১৯ সকাল ৯:২১

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ধন্যবান এন শুভ কামনা জানবেন জনাব আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম।

৯| ২৫ শে এপ্রিল, ২০১৯ সকাল ১০:০৩

নীলপরি বলেছেন: দারুণ লিখেছেন । শর্তহীন ভাবে । :)
++
শুভকামনা

২৫ শে এপ্রিল, ২০১৯ সন্ধ্যা ৭:৩৮

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: অনেক ধন্যবাদ নীলপরি ।

১০| ২৫ শে এপ্রিল, ২০১৯ সকাল ১০:০৫

নীলপরি বলেছেন: শর্তহীন ভাবে বললাম - একথা বলতে চেয়েছি ।

২৫ শে এপ্রিল, ২০১৯ সন্ধ্যা ৭:৩৯

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: পুন;ধন্যবাদ নিন পরি।

১১| ২৫ শে এপ্রিল, ২০১৯ সকাল ১০:৪৭

পবিত্র হোসাইন বলেছেন: B:-) B:-) B:-)

২৫ শে এপ্রিল, ২০১৯ সন্ধ্যা ৭:৪০

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ধন্যবাদ পবিত্র হোসাইন।

১২| ২৫ শে এপ্রিল, ২০১৯ দুপুর ১২:৪২

কাওসার চৌধুরী বলেছেন:



চমৎকার শর্ত প্রযোজ্য!! একদম শেষ অংশে এসে রম্যটা স্বার্থক হলো। এই গোপন শর্তের চিপায় পড়ে সাধারন পাবলিকরা সবচেয়ে বেশি বিপাকে পড়েন। কারণ ছোট করে লেখা শর্ত এই শর্তগুলো ঠিকমত খেয়াল করেন না বলে।

খুব সুন্দর ও সময়োপযোগী লেখা। ++++

২৫ শে এপ্রিল, ২০১৯ সন্ধ্যা ৭:৪০

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ নিন কাওসার ভাই।

১৩| ২৫ শে এপ্রিল, ২০১৯ দুপুর ১:৪৮

করুণাধারা বলেছেন: আট বছর পূর্তি পোস্ট চমৎকার হয়েছে।

শুভকামনা।

২৫ শে এপ্রিল, ২০১৯ সন্ধ্যা ৭:৪১

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আপনার জন্যও শুভ কামনা রইল করুণাধারা

১৪| ২৫ শে এপ্রিল, ২০১৯ দুপুর ২:১৮

মোঃ মাইদুল সরকার বলেছেন:
অভিনন্দন ভায়া।

২৫ শে এপ্রিল, ২০১৯ রাত ৯:১৪

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ধন্যবাদ জনাব মোঃ মাইদুল সরকার

১৫| ২৫ শে এপ্রিল, ২০১৯ বিকাল ৪:৪৮

চাঁদগাজী বলেছেন:


নুসরাতের ঘটনার মতো ঘটনা, বা কৌশলে ফেলে জিংজিং করার জন্য ধরার শুরু করলে ফেনী ও সোনাগাজীর বেশীরভাগ পুরুষই জেলে থাকবে।

২৫ শে এপ্রিল, ২০১৯ সন্ধ্যা ৭:৫১

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: প্রায় পুরুষই মনে মনে সিরাজুদ্দলাকে লালন করে।
উল্লেখিত এরিয়ার বাইরে 'মেয়েরা স্কেল ছাড়াও পুরুষের ওজন মাপতে পারে' এই থিওরির প্রবর্তক কোন রসিক লোকও আটকে জেতে পারে। :P

১৬| ২৫ শে এপ্রিল, ২০১৯ সন্ধ্যা ৬:০১

লক্ষণ ভান্ডারী বলেছেন: লেখা সুন্দর হয়েছে। আইনের চোখে ধুলো দিয়ে কিছু লোক বেআইনী কাজ করে চলেছে। আসুন সেইগুলিকে আমরা জনসাধারণের কাছ পৌঁছে দিই।
অথবা এর জন্য চাই জন জাগরণ। লেখককে এ ধরণের একটি লেখা পোস্ট করার জন্য অশেষ ধন্যবাদ জানাই।
সাথে থাকুন, পাশে রাখুন। জয়গুরু!

২৫ শে এপ্রিল, ২০১৯ সন্ধ্যা ৭:৫২

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আমার ব্লগে প্রথম এলেন, অনিঃশেষ শুভ কামনা রইল লক্ষণ ভান্ডারী।

১৭| ২৫ শে এপ্রিল, ২০১৯ সন্ধ্যা ৬:২৭

বিদ্রোহী ভৃগু বলেছেন: দারুন মানে দারুন!

আট বছর পূর্তির শুভেচ্ছা :)

আট হোক আশি, সবাই রম্য ভালবাসী
লিখুন অবিরাম, শর্ত ছাড়াই ক'লাম
ভালবাসা দিলাম :)

রম্যের মাঝে জীবনের রূফ সত্যের দারুন ক্যানভাস!

+++++


২৫ শে এপ্রিল, ২০১৯ সন্ধ্যা ৭:৫৮

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আট বছরের প্রথম দিক থেকে এই অর্বাচিনকে যারা প্রশ্রয়ের চোখে দেখছেন সেই অল্প কয়েকজনের একজন বিদ্রোহী ভৃগু।
ভক্তকে যে এখনো দূরে ঠেলে দেন নি এই আমার পরম পাওয়া।
ধন্যবাদ নিন জনাব।

১৮| ২৫ শে এপ্রিল, ২০১৯ সন্ধ্যা ৬:৩৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: সংশোধনী:

রম্যের মাঝে জীবনের রূঢ় সত্যের দারুন ক্যানভাস!

২৫ শে এপ্রিল, ২০১৯ রাত ৮:০০

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: পুনঃ; মন্তব্যের জন্য পুন;ধন্যবাদ নিন বিদ্রোহী ভৃগু দা।

১৯| ২৫ শে এপ্রিল, ২০১৯ রাত ৮:৪২

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: রম্যদিয়ে শিক্ষণীয় পোস্ট। গুড

২৫ শে এপ্রিল, ২০১৯ রাত ৯:১৫

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ধন্যবাদ পাঠকের প্রতিক্রিয়া !

২০| ২৫ শে এপ্রিল, ২০১৯ রাত ১১:৩৬

পদাতিক চৌধুরি বলেছেন: দারুন লাগলো লিটন ভাই আপনার রম্য পোস্টটি।‌ ভোটের আগে রাজনীতিবিদরাও ইশতেহারে উন্নয়নের ফিরিস্তি তুলে ধরে অবশ্যই শর্ত প্রযোজ্য। গোটা পোস্টে শর্ত প্রযোজ্যের ছড়াছড়ি হলেও ফুটনোট আপনার ব্লগিং জীবন আট বছর দু মাস পূর্ণ হলেও সেখানে শক্ত আছে কিনা কনফার্ম হলাম। নাহ! এই একটি জায়গায় কোন শর্ত প্রযোজ্য নেই। একেবারে সরল সত্য কথা। আমি অবশ্য কোন শর্ত প্রযোজ্য না করেই আপনার ব্লগিং জীবন আগামীতেও তা একইভাবে ছন্দ অলঙ্কারে ভরে উঠুক- কামনা করে
অফটপিক মৃণালিনী দেবীর রান্না করা কচুশাকের টেস্টটি কেমন হয়েছে, আগামী পোস্টে জানাবো। আপনাকে জানিয়ে রাখলাম হাহাহাহা ....

২৬ শে এপ্রিল, ২০১৯ সকাল ১০:৪১

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: পাঠোত্তর সুন্দর মন্তব্যের জন্য শর্তহীন ভালোবাসা নিন পদাতিক চৌধুরি ।
আর মৃণালিনী দেবীর রান্না করা কচুশাক আপনার কাছে কেমন লাগলো জানার জন্য আমিও মুখিয়ে আছি।

২১| ২৫ শে এপ্রিল, ২০১৯ রাত ১১:৪৩

মাহমুদুর রহমান বলেছেন: প্রত্যেকে ফাসি হোক।

আল্লাহ্‌ এদেশকে শত্রুমুক্ত করুক।আমীন।

২৬ শে এপ্রিল, ২০১৯ সকাল ১০:৪২

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: অনেক ধন্যবাদ জনাব মাহমুদুর রহমান।

২২| ২৭ শে এপ্রিল, ২০১৯ রাত ১২:০৫

পথ হতে পথে বলেছেন: সুন্দর লেখা। আট বছর পূর্তিতে শুভেচ্ছা।

২৭ শে এপ্রিল, ২০১৯ দুপুর ১২:২২

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ধন্যবাদ নিন পথ হতে পথে।

২৩| ২৭ শে এপ্রিল, ২০১৯ দুপুর ১২:৫৫

মুক্তা নীল বলেছেন:
লিটন ভাই
সব জায়গাতে সব জায়গাতেই শর্ত আর স্বার্থ, একে অপরের পিঠ। আপনার পোস্টের কথা গুলো খুবই চমৎকার।
আপনার অষ্টম বছর পূর্তিতে শুভেচ্ছা রইল ।ভালো থাকবেন।

২৭ শে এপ্রিল, ২০১৯ বিকাল ৫:২৪

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ধন্যবাদ, অনেক ধন্যবাদ নিন মুক্তা নীল ।

২৪| ২৭ শে এপ্রিল, ২০১৯ রাত ৯:১১

সুমন কর বলেছেন: লাইক, তবে কোন শর্ত নাই। রম্য দারুণ হয়েছে। মোবাইল কম্পানীগুলো কেন যে এটা চালু করল, তারপর থেকে শুরু হলো এই হেপা....। তা লেখক আবার পাঠককে কোন শর্ত দেননি তো.... ;)

শেষের শর্তটা কিন্তু সত্য (কাউকে বলে দিয়েন না, শর্ত প্রযোজ্য)।।

২৮ শে এপ্রিল, ২০১৯ দুপুর ১:০৭

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: হাহাহা মজার মন্তব্যের জন্য ধন্যবাদ নিন সুমন কর

২৫| ২৯ শে এপ্রিল, ২০১৯ বিকাল ৫:০৮

অজ্ঞ বালক বলেছেন: দুনিয়ার সকল সম্পর্কেই শর্ত প্রযোজ্য। ব্যতিক্রম চোখে পড়ে নাই, অন্তত আমার জীবনে। ভালা কথা, শেষের দুই তিন প্যারা নিয়া কিছু কমু না। টেনশন লাগে।

২৯ শে এপ্রিল, ২০১৯ রাত ৯:৪৯

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: দুনিয়ার সকল সম্পর্কেই শর্ত প্রযোজ্য। তা অবশ্য ঠিক।
মন্তব্যের জন্য ধন্যবাদ নিন অজ্ঞ বালক

২৬| ০১ লা মে, ২০১৯ দুপুর ১:২০

জাহিদ অনিক বলেছেন:
বাহ ! ব্লগে ডাবল গ্রাজুয়েশন করে ফেলেছেন ! আট বছর পূর্তিতে আপনাকে অভিনন্দন।

০২ রা মে, ২০১৯ সকাল ১১:৫১

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ধন্যবাদ কিশোর কবি জাহিদ অনিক। :D

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.