নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এত বুড়ো কোনোকালে হব নাকো আমি, হাসি-তামাশারে যবে কব ছ্যাব্লামি। - রবীন্দ্রনাথ ঠাকুর
আমার এক দুলাভাই আমির হামজা। একবার তিনি তানজানিয়া ট্যুরে গিয়েছিলেন। উনাকে একদিন অনলাইনে একটিভ দেখে আমার ভিতরে লুকিয়ে থাকা এক সুপ্ত প্রতিভা চাগান দিয়ে উঠলো।(‘কি করি আজ ভেবে না পাই’ ভাইজান আবার আমার এ লাইনের ওস্তাদ) ফটাফট লিখে ফেললাম দু;লাইন-
হামজা মিয়া
গানজা নিয়া,
পাচার করেন
তানজানিয়া।
সিন করে সাথে সাথেই তিনি আমাকে ফোন দিয়ে বসেন।হো হো করে সেকি হাসি! আমার বিকট প্রতিভায় তিনি মুগ্ধ!সেবার আসার সময় তিনি আমার জন্য দুইটা টিশার্ট এনেছিলেন।
গিফট পেয়ে আমি মহা খুশি। এই খুশির ঠেলায় গতকাল আবারো আমার মধ্যে প্রতিভাটা উঁকি ঝুঁকি দিতে থাকে। দূর সম্পর্কের শ্যালিকা তানিয়াকে অনলাইনে দেখে ঝেড়ে দিলাম দু;লাইন!
মিষ্টি মেয়ে
তানিয়া,
কারে দৌড়াও
দা নিয়া।
সাথে সাথে সিন। প্রায় সাথে সাথেই ফোন! প্রথমবার ধরলাম না। ভাব নিচ্ছি। প্রতিভার প্রশংসার উত্তরে কি বলবো ভেবে নিচ্ছি। যুতসই একটা বাক্য ঠিকও করে রেখেছি-‘আরে শ্যালিকা প্রতিভার দেখলে কি? দেখানোর সুযোগ দিলে আরো কত কত প্রতিভা যে দেখাতাম!
অবশেষে ফোন রিসিভ করলাম। শ্যালিকার গলা থমথমে,
- দুলাভাই আপনাকে এ কথা কে বলেছে? কে বলেছে দুলাভাই বলতেই হবে। অন্যায় করে সে আবার এসব আপনাকে বলে বেড়াচ্ছে। ভাল করেছি দৌড়ানী দিয়েছি, লাগ পাইলে কুপিয়েই ছাড়তাম!
-
আগে ঠিক করে রাখা উত্তরটা ভুলে আমার মুখ দিয়ে বেরিয়ে এল- লা হাওলা ওয়ালা ক্যুউয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আজিম!!!
২৩ শে জুলাই, ২০১৯ সকাল ১০:৪৩
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আচ্ছা আর লিখবোনা।
২| ২২ শে জুলাই, ২০১৯ রাত ১০:৪৫
নীল আকাশ বলেছেন: ব্লগে আপনার পোস্ট মিস করা অষ্টম পর্যায়ের অপরাধের মধ্যে পড়ে।
অফ টপিকঃ ভাবীকে কি নিয়ে কি কোন এই রকম কিছু করার চেস্টা করেছিলেন কখনও?
২৩ শে জুলাই, ২০১৯ সকাল ১০:৪৬
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আমার দুএকটা পোস্টে আপনার ভাবীও এসেছেন।
৩| ২২ শে জুলাই, ২০১৯ রাত ১০:৪৮
ডঃ এম এ আলী বলেছেন: আমারো একই কথা
লা হাওলা ওয়ালা ---
আচ্ছা এ দোয়াটার একটা যুতসই বাংলা
এখনো কেন হয়নি
প্রতিভার কি এতই
আকাল পরেছে দেশে ।
ভাল লাগল ছোট্ট এই গল্প কথন ।
শুভেচ্ছা রইল
২৩ শে জুলাই, ২০১৯ সকাল ১০:৪৭
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আপনিও শুভেচ্ছা নিন ডঃ এম এ আলী ।
৪| ২২ শে জুলাই, ২০১৯ রাত ১০:৪৯
আপেক্ষিক মানুষ বলেছেন: দুলাভাইকে বিকট প্রতিভা আর শালিকাকে মধুর প্রতিভা...
২৩ শে জুলাই, ২০১৯ সকাল ১০:৪৭
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ধন্যবাদ জানবেন আপেক্ষিক মানুষ।
৫| ২২ শে জুলাই, ২০১৯ রাত ১১:৪৯
আর্কিওপটেরিক্স বলেছেন:
২৩ শে জুলাই, ২০১৯ সকাল ১০:৪৮
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ধন্যবাদ আর্কিওপটেরিক্স
৬| ২৩ শে জুলাই, ২০১৯ রাত ১২:০৯
পদাতিক চৌধুরি বলেছেন: প্রিয় লিটন ভাই,
-দুলাভাই একথা আপনাকে কে বলেছে? কে বলেছে দুলাভাই বলতেই হবে। অন্যায় করে সে আবার এসব বলে বেড়াচ্ছে।"
ফাটিয়ে দিয়েছেন একেবারে। হাহাহাহাহা.
শুভকামনা জানবেন।
২৩ শে জুলাই, ২০১৯ সকাল ১০:৪৯
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আপনিও শুভকামনা জানবেন চৌধুরি সাহেব।
৭| ২৩ শে জুলাই, ২০১৯ রাত ১২:৪৯
ল বলেছেন: হা হা হা
লা হাওলা!!! লও ঠ্যালা!!!
২৩ শে জুলাই, ২০১৯ সকাল ১০:৪৯
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ধন্যবাদ জানবেন ল ।
৮| ২৩ শে জুলাই, ২০১৯ রাত ৩:১১
মা.হাসান বলেছেন: লা হাওলা ওয়ালা কুয়াতা। বউ বিগড়াক সমস্যা নাই, শালী বিগড়ালে তো দুনিয়ার সব আনন্দ শেষ
২৩ শে জুলাই, ২০১৯ সকাল ১০:৫০
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: সত্য বলেছেন মা.হাসান ভাই।
৯| ২৩ শে জুলাই, ২০১৯ ভোর ৫:৩৫
বিষন্ন পথিক বলেছেন: মাইক্রো কোবতে ভালা পাই
২৩ শে জুলাই, ২০১৯ সকাল ১০:৫০
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ধন্যবাদ বিষন্ন পথিক।
১০| ২৩ শে জুলাই, ২০১৯ ভোর ৫:৫১
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: অসাধারণ ছড়া।
২৩ শে জুলাই, ২০১৯ সকাল ১০:৫১
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ধন্যবাদ মোহাম্মদ সাজ্জাদ হোসেন
১১| ২৩ শে জুলাই, ২০১৯ সকাল ৯:৩৭
ইসিয়াক বলেছেন: জমে একেবারে ক্ষীর
২৩ শে জুলাই, ২০১৯ সকাল ১০:৫১
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ধন্যবাদ ইসিয়াক
১২| ২৩ শে জুলাই, ২০১৯ সকাল ৯:৪২
রাজীব নুর বলেছেন: হে হে----
২৩ শে জুলাই, ২০১৯ সকাল ১০:৫২
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ধন্যবাদ রাজীব নুর ভাই ।
১৩| ২৩ শে জুলাই, ২০১৯ বিকাল ৩:১৮
কাজী ফাতেমা ছবি বলেছেন: হাহাহা
২৩ শে জুলাই, ২০১৯ সন্ধ্যা ৭:৫৯
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ধন্যবাদ কাজী ফাতেমা ছবি ।
১৪| ২৩ শে জুলাই, ২০১৯ বিকাল ৩:৩৩
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।+
২৩ শে জুলাই, ২০১৯ রাত ৮:০০
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ধন্যবাদ সেলিম ভাই
১৫| ২৩ শে জুলাই, ২০১৯ বিকাল ৩:৪৭
আখেনাটেন বলেছেন: হা হা হা।
দুলাভাইয়ের জন্য এক বালতি সমবেদনা।
২৩ শে জুলাই, ২০১৯ রাত ৮:০১
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: সে যে আসলেই কারে দৌড়ানী দিছে সেটাতো আর আমি জানতাম না।
১৬| ২৩ শে জুলাই, ২০১৯ বিকাল ৪:৪৩
নতুন নকিব বলেছেন:
ছন্দ কিন্তু দারুন হয়েছে।
২৩ শে জুলাই, ২০১৯ রাত ৮:০২
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ধন্যবাদ জানবেন নতুন নকিব
১৭| ২৩ শে জুলাই, ২০১৯ সন্ধ্যা ৭:২৮
তারেক ফাহিম বলেছেন:
২৩ শে জুলাই, ২০১৯ রাত ৮:০২
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ধন্যবাদ তারেক ফাহিম ।
১৮| ২৩ শে জুলাই, ২০১৯ রাত ৮:৪৭
বিদ্রোহী ভৃগু বলেছেন: হা হা হা
উত্তর ভুলিয়েই দিলো শ্যালিকা
কিন্তু কথা হইল এই বিকট প্রতিভা আসলেই কেমতে জানলো শালীর ঘটনা??
মানির মান আল্লাহ রাখে, আপ্নেরে যে দা নিয়া দৌড়ানির হুমকি দেয়নাই...
২৩ শে জুলাই, ২০১৯ রাত ৯:৩৫
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: শালীর ঘটনা আমি জানতাম না, বিষয়টা পুরাই কাকতালীয় !
১৯| ২৩ শে জুলাই, ২০১৯ রাত ৯:৩৪
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: বেঁচে গেছেন।
২৩ শে জুলাই, ২০১৯ রাত ৯:৪০
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: হাহাহাহা , অনেক ধন্যবাদ জনাব আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম ।
২০| ২৩ শে জুলাই, ২০১৯ রাত ১০:১৮
আহমেদ জী এস বলেছেন: গিয়াস উদ্দিন লিটন,
১) বিকট প্রতিভার লিটন
ব্লগাররা সব ফিট হন!
২) লা-হওলা
লিটন মাওলা
বিকট পর্তিভা
কমু কিবা !!!!!!!!
লিটনীয় হৈছে, নিউটনীয় নয় ।
২৫ শে জুলাই, ২০১৯ রাত ৯:৩৫
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: কাব্য প্রতিভা চমৎকার
আমার সাথে অমত কার?
রাখবেন পি এস
আহমেদ জী এস ?
২১| ২৩ শে জুলাই, ২০১৯ রাত ১১:৩২
ক্লে ডল বলেছেন: হাসতে হাসতে শেষ!!
২৫ শে জুলাই, ২০১৯ রাত ৯:৩৬
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ধন্যবাদ জানবেন ক্লে ডল ।
২২| ২৪ শে জুলাই, ২০১৯ রাত ১২:৫৪
অপু দ্যা গ্রেট বলেছেন:
আপাতত দা কুড়ালের কথা বাদ দেন ভাই
দেশের পরিস্থিতি ভালা না
ময়নার দ্বীপে চইল্লা যাতি হবে নে পরে ..
২৫ শে জুলাই, ২০১৯ রাত ৯:৪১
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ময়নার দ্বীপে যাবেন ক্যান ? গেছেন কলকাতা, যাবেন আমেরিকা।
চাদ্গাজী আপনার জন্য ভিসা রেডি করছে
২৩| ২৮ শে জুলাই, ২০১৯ রাত ১:৫৫
সুমন কর বলেছেন: হাহাহাহা..........মজার ছিল।
২৮ শে জুলাই, ২০১৯ রাত ৮:৩৮
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: অনেক ধন্যবাদ কবি সুমন কর।
©somewhere in net ltd.
১| ২২ শে জুলাই, ২০১৯ রাত ১০:৩৭
চাঁদগাজী বলেছেন:
আপনি মেয়ে পক্ষ নিয়ে ছড়াটড়া (কি করে আজ ভেবে না পাই'এর গ্যান্জাম) লিখিয়েন না, রাজধানী টোকিও'তে গোলমাল লেগে যাবে।