নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সবাই যখন নীরব, আমি একা চীৎকার করি \n-আমি অন্ধের দেশে চশমা বিক্রি করি।

গিয়াস উদ্দিন লিটন

এত বুড়ো কোনোকালে হব নাকো আমি, হাসি-তামাশারে যবে কব ছ্যাব্‌লামি। - রবীন্দ্রনাথ ঠাকুর

গিয়াস উদ্দিন লিটন › বিস্তারিত পোস্টঃ

ছবি ও পরিচিতিতে ব্লগডে-২০১৯

২৬ শে ডিসেম্বর, ২০১৯ দুপুর ১২:৫৭

১/ বাঁধ ভাঙ্গার আওয়াজ স্বরনিকার মোড়ক উন্মোচন-
মঞ্চে উপস্থিত (ডান থেকে) সর্ব ব্লগার নীল সাধু,মোস্তফা কামাল ,মেজদা,আরজুপনি,রাবেয়া রাহিম,মনিরা সুলতানা ও কাল্পনিক ভালবাসা।


২/ উপস্থিত ব্লগারদের বৃহৎ অংশ-


৩/ অজ্ঞাত একজন,আরজু পনি,রাবেয়া রাহিম, শাহিদা তানিয়া


৪/ নীল'দা ও আরজু পনি আপুর সাথে আমি-


৫/ কাল্পনিক ভালবাসা ও ব্লগার মাগুর


৬/ আরজুপনি ও শাহিদা তানিয়া


৭/ শিপু ভাই


৮/ আরজু পনি


৯/ নয়ন বিন বাহার


১০/ কাওসার চৌধুরী


১১/ স্বপ্নবাজ সৌরভ


১২/ অগ্নি সারথী


১৩/ নাজিম উদ্দোলা


১৪/ মনিরা সুলতানা


১৫/ কবির হুমায়ুন


১৬/ এটিএম মোস্তফা কামাল


১৭/ ঈশান মাহমুদ


১৮/ এক অর্বাচিন


১৯/ মুশফিক বুলবুল


২০/নুরুন্নাহার লিলিয়ান


২১/শাহিদা তানিয়া আপুকে পিঠার কাছ থেকে সরানো যায়নি, কয়টা খেয়েছেন আল্লাহ মালুম!


২২/ আমি একটা খেয়েছি তার থেকে আবার মনিরা'বু ভাগ নিয়েছেন


২৩/ কয়েকজন মিলে একটা ব্যানার ঝুলানোর চেস্টা


২৪/ আরজু পনি ও সেলিম আনোয়ার


২৫/ বেলুন ফুলানোর গুরুদায়িত্বে ছিলেন হাবিব স্যার


২৬/ শিপু ভাই ও আরজু পনি


২৭/ নুর মোহাম্মদ নুরু ভাই ও পনি আপু


২৮/ শাহিদা তানিয়া'বু শুধু পিঠা খেয়েছেন এমন নয় বেলুন হাতে নিয়ে বসে থাকার মত কিছু গুরুত্বপুর্ন কাজও করেছেন,


২৯/ সামু পাগলা ০০৩ , কাওসার ভাই, আমি ও নয়ন বিন বাহার


৩০/ মনিরা'বুর সাথে আমি


৩১/ উনাকে সর্বক্ষন ক্যামেরা হাতে তৎপর দেখা গেছে


৩২/ লিলিয়ান আপু নিজেরটা খেয়ে আমারটার ভাগ চাচ্ছেন


৩৩/ মনিরা'বু,বিদ্রোহী ভৃগু,রাবেয়া'বু, আমি ও নীলা নাজমা। পিছনে একমনে ভাপা পিঠার স্বাদ আস্বাদন করছেন কবি মাহবুবুল আজাদ ভাই।


৩৪/ ব্লগারদের একটা গ্রুপ ছবি। মিছিল হবে কিনা বুঝতেছিনা। ছবিতে শ্লোগান দেয়ার প্রস্তুতিতে ব্লগার শাহিন বিন রফিককে দেখা যাচ্ছে-


৩৫/ ডায়াসের দিকে তাকিয়ে দার্শনিক চিন্তায় মগ্ন ব্লগার অপু দা গ্রেট-


৩৬/ স্কচ টেপ কাটতে গিয়ে কখন আঙ্গুল কাটে এই দৃশ্য দেখার জন্য অধির হয়ে আছেন গোলাম কিবরিয়া শিমুল ভাই।


৩৭/ 'লিলিয়ান ব্যাগে পিঠা ভরছেন' ছবি দেখে এ ধারনা হতেই পারে !


৩৮/ দুই কেশবান ব্লগার


৩৯/স্যুভেনির হিসেবে সব ব্লগার পেয়েছেন একটা করে সুদৃশ্য মগ, সাথে ব্লগডে স্বরনিকা-


(উপস্থিত ছিলেন রাবেয়া রাহিম, আরজু পনি, কাজী ফাতেমা ছবি, মাহবুবুল আজাদ,শাহিদা তানিয়া,নুরুন্নাহার লিলিয়ান,মনিরা সুলতানা,সাবরিনা সিরাজী তিতির, ঈশান মাহমুদ, শাহাদাৎ উদ রাজী, কাওসার চৌধুরী, আমি নিজে, নীল সাধু, কাল্পনিক ভালবাসা,শিমুল আহমেদ,অগ্নী সারথী,শফিকুল ইসলাম কোহিনুর (মেজদা), মুশফিক বুববুল,গোলাম কিবরিয়া, মনির হোসেন মমী, নৃ মাসুদ রানা, সুরঞ্জন আহমেদ, স্রাঞ্জি সে, স্বপ্নবাজ সৌরভ, নীল আকাশ, রাহিম উদ্দিন, নাজিম উদ্দউলা,কাজী মৈত্রী, এটিএম মোস্তফা কামাল,কৌশিক আহমেদ, বিদ্রোহী ভৃগু, মোকসেদুল ইসলাম, মনোয়ারা বেগম,মাহবুল, নাজমুল কবির, চারু মান্নান, রিফাত হাসান, রুবায়েত, নয়ন বিন বাহার প্রমুখ। এছাড়া স্বশরিরে না হলেও অনেকের আলোচনায় উপস্থিত ছিলেন ব্লগার চাঁদগাজী।)

সবশেষে কাচ্ছি বিরিয়ানী আর বারবিকিউ পার্টি !!





মন্তব্য ১১৬ টি রেটিং +২৫/-০

মন্তব্য (১১৬) মন্তব্য লিখুন

১| ২৬ শে ডিসেম্বর, ২০১৯ দুপুর ১:০৩

আলমগীর সরকার লিটন বলেছেন: আসলেই চমৎকার---------------

২৬ শে ডিসেম্বর, ২০১৯ বিকাল ৪:৪৪

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ধন্যবাদ আলমগীর সরকার লিটন ।

২| ২৬ শে ডিসেম্বর, ২০১৯ দুপুর ১:০৮

নয়ন বিন বাহার বলেছেন: ভাই, আপনি কখন বের হলেন? আমিতো খুঁজেই হয়রান।
ছবি পোস্ট দারুন হয়েছে।

২৬ শে ডিসেম্বর, ২০১৯ বিকাল ৪:৪৭

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: অনেকের সাথে দেখা করেছি, আপনাকে পাইনি। আমার নীলক্ষেতে একটু কাজ ছিল তাই একটু আগে বেরিয়েছি।

৩| ২৬ শে ডিসেম্বর, ২০১৯ দুপুর ১:১৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: চমৎকার আয়োজন ছিলো। আমার ছবি পোস্ট করবো না এ ছিলো অঙ্গীকার কিন্তু সবাই ছবি দিয়ে দিলো :( আফসোস

২৬ শে ডিসেম্বর, ২০১৯ বিকাল ৪:৪৮

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আপনার ছবি কোনটা আপু ?

৪| ২৬ শে ডিসেম্বর, ২০১৯ দুপুর ১:১৪

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
আপনি সেই সুদূর থেকে এসেছিলেন ব্লগ ডের জন্য। দেখা হয়ে খুব ভালো লাগলো।
কত সহজ সরল মানুষ আপনি। আমি খেয়াল করে দেখেছি , আপনি প্রোগ্রামটা অনেক উপভোগ করেছেন। ভালো থাকবেন। সামুর জয় হোক।
ও হ্যাঁ , ওই ১১ ছবির মানুষটার নাম স্বপ্নবাজ সৌরভ। দেখা হওয়ার সাথে সাথে কি যত্নেই না বুকে জড়িয়ে নিলেন। এটাই বন্ধন , সিনায় সিনায়।

২৬ শে ডিসেম্বর, ২০১৯ বিকাল ৪:৫৮

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: যথা সময়ে আপনার নাম স্বরনে না আসায় লজ্জিতবোধ করছি।
আপনার বর্নিত সেই ছবিটা কিন্তু গোপন ক্যামেরায় ধারন হয়েছে !!!

৫| ২৬ শে ডিসেম্বর, ২০১৯ দুপুর ১:২৩

রাজীব নুর বলেছেন: ভালো লাগলো পোষ্ট টি।

২৬ শে ডিসেম্বর, ২০১৯ বিকাল ৪:৫৯

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আপনি কাছে থেকেও এলেন না !!!

৬| ২৬ শে ডিসেম্বর, ২০১৯ দুপুর ১:২৫

মাহমুদুর রহমান সুজন বলেছেন: যতবারি ব্লগডে হয়েছে মিস করেছি। এইবার যে এতো সুন্দর হবে ভাবতে পারিনি। সত্যি অনেক সুন্দর আয়োজন। সবাইকে দেখে বুকটা ভরে গেল। বাঁধ ভেঙ্গে দিবে সবকয়জন ব্লগার চারদিকে আলোতে আলোকিত করুক। দূর হউক সকল অনাচার।

২৬ শে ডিসেম্বর, ২০১৯ বিকাল ৫:০১

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: সুন্দর মন্তব্য।
ব্লগডে প্রতিবছর পালিত হোক এই কামনা রইল, ধন্যবাদ জানবেন মাহমুদুর রহমান সুজন

৭| ২৬ শে ডিসেম্বর, ২০১৯ দুপুর ১:২৭

তারেক_মাহমুদ বলেছেন: সবার সাথে দেখা হল, ছবিগুলো দেখে চমকৃত হলাম, আপনার সাথেও প্রথমবারের মত দেখা হয়ে ভাল লাগলো।

২৬ শে ডিসেম্বর, ২০১৯ বিকাল ৫:০৩

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আপনাদের মত প্রচুর গুনির সাথে পরিচিত হওয়াটাকে আমিও উপভোগ করেছি।
ধন্যবাদ জানবেন তারেক_মাহমুদ

৮| ২৬ শে ডিসেম্বর, ২০১৯ দুপুর ১:৪৮

নূর মোহাম্মদ নূরু বলেছেন: তুমি চোখের আড়াল হও কাছে
কিবা দূরে রও মনে রেখো লিটন ভাই
আমিও ছিলাম

২৬ শে ডিসেম্বর, ২০১৯ বিকাল ৫:০৪

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আপনি ছবিতেও আছেনতো নুরু ভাই !! B-) B-)

৯| ২৬ শে ডিসেম্বর, ২০১৯ দুপুর ১:৫২

সেলিম আনোয়ার বলেছেন: আপনার সঙ্গে প্রথম সাক্ষাৎ সত্যি অতুলনীয় । নুরু ভাইকে চিনলাম একেবারে শেষে।

২৬ শে ডিসেম্বর, ২০১৯ বিকাল ৫:০৬

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আপনাকে দেখে খুব ভাল লাগল সেলিম ভাই।
নুরু ভাই নামাজে গেলে জানলাম তিনি এসেছেন। আমার সাথে উনার কথা হয়নি।

১০| ২৬ শে ডিসেম্বর, ২০১৯ দুপুর ২:১৬

বাকপ্রবাস বলেছেন: ভাল লাগল

২৬ শে ডিসেম্বর, ২০১৯ বিকাল ৫:০৭

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ধন্যবাদ বাকপ্রবাস

১১| ২৬ শে ডিসেম্বর, ২০১৯ দুপুর ২:৩৬

জুন বলেছেন: খুব সুন্দর ও আন্তরিক আয়োজনে পরিপূর্ণ আমাদের ১১ তম ব্লগ ডে। সবার সাথে পরিচয় করিয়ে দেয়ার জন্য আন্তরিক ধন্যবাদ গিয়াস লিটন :)

২৬ শে ডিসেম্বর, ২০১৯ বিকাল ৫:০৭

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আপনিও ধন্যবাদ নিন জুন আপু ।

১২| ২৬ শে ডিসেম্বর, ২০১৯ দুপুর ২:৪৪

আরজু পনি বলেছেন: ১৩/ নাজিমউদদোলা

১৫/ কবির হুমায়ুন

সুন্দর সব ছবি!

২৬ শে ডিসেম্বর, ২০১৯ বিকাল ৫:০৮

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: অনেক ধন্যবাদ আপু। এখনো এক জনের নাম মনে করতে পারছিনা, একটু হেল্প করেন আপু।

১৩| ২৬ শে ডিসেম্বর, ২০১৯ দুপুর ২:৪৭

আরজু পনি বলেছেন: ১৯/ মুশফিক বুলবুল

২৬ শে ডিসেম্বর, ২০১৯ বিকাল ৫:১০

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: পনি'বুর দিকে তাকালে চক্ষু শিতল হয়ে যায়, কি স্নিগ্ধ একজন মানুষ !!!
নামটা এড করেছি আপু।

১৪| ২৬ শে ডিসেম্বর, ২০১৯ দুপুর ২:৫৬

নীল আকাশ বলেছেন: ১১ নাম্বারে স্বপ্নবাজ সৌরভ।
আমাকে লিস্ট থেকে বাদ দিয়ে দিলেন লিটন ভাই? কতক্ষণ না দাড়িয়ে দাড়িয়ে আপনার সাথে গল্প করলাম আমি?

২৬ শে ডিসেম্বর, ২০১৯ বিকাল ৫:১০

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আপনার ছবি আমার কাছে আছে বাট কোনটা আপনি মনে করতে পারছিনা !!!

১৫| ২৬ শে ডিসেম্বর, ২০১৯ বিকাল ৩:১৯

আর্কিওপটেরিক্স বলেছেন: কি চমৎকার একটা অনুষ্ঠান। ব্যস্ততার কারণে মিস হলো :(

২৬ শে ডিসেম্বর, ২০১৯ বিকাল ৫:১১

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: অনুষ্ঠানটা মিস করতে চাইনি তাই আমি ৩০০ কিলো দূর থেকে গিয়েছি।

১৬| ২৬ শে ডিসেম্বর, ২০১৯ বিকাল ৩:৪৩

ইসিয়াক বলেছেন: সবাইকে দেখে খুব ভালো লাগলো।চমৎকার একটা অনুষ্ঠান।

২৬ শে ডিসেম্বর, ২০১৯ বিকাল ৫:১২

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ধন্যবাদ রইল ইসিয়াক

১৭| ২৬ শে ডিসেম্বর, ২০১৯ বিকাল ৪:১৫

মোঃমোজাম হক বলেছেন: চমৎকার সাজানো গুছানো লেখা ও ছবি।
ডাবল প্লাস

২৬ শে ডিসেম্বর, ২০১৯ বিকাল ৫:১৫

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ধন্যবাদ মোঃ মোজাম হক।

১৮| ২৬ শে ডিসেম্বর, ২০১৯ বিকাল ৪:৩৬

এ.টি.এম.মোস্তফা কামাল বলেছেন: সোজা প্রিয়তে।

২৬ শে ডিসেম্বর, ২০১৯ বিকাল ৫:১৬

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: অনেক ধন্যবাদ জনাব এ.টি.এম.মোস্তফা কামাল ।

১৯| ২৬ শে ডিসেম্বর, ২০১৯ বিকাল ৫:০৯

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: লজ্জিত হয়ে লজ্জা দিবেন না। বরং অনুভব করুন সিনায় সিনায়।

২৬ শে ডিসেম্বর, ২০১৯ বিকাল ৫:১৮

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: হাহাহাহাহা আচ্ছা আর লজ্জিত হব না !

২০| ২৬ শে ডিসেম্বর, ২০১৯ বিকাল ৫:১৫

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
৩৩ নম্বর ছবিতে একজন সেইমাপের কবি দাঁড়িয়ে আছেন ।ঠিক আপনাদের পেছনে, প্রিয় মাহবুবুল আজাদ ভাই।

২৬ শে ডিসেম্বর, ২০১৯ বিকাল ৫:২৫

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আমি অনুষ্ঠানস্থলে ২টার সময় হাজির হই। দেখি ফোর্থ ফ্লোরে অনুষ্ঠানের কোন আলামত নাই। সেখানে দুইজন মানুষ আছেন হাবিব স্যার ও মাহবুবুল আজাদ ভাই। প্রথমেই উনাদের সাথে পরিচয়, তার পর নিচে এসে তিনজনে একসাথে চা খাই।
কিন্তু কি কারনে যেন মা আজাদ ভাইয়ের কোন ছবি আমার ক্যামেরায় নাই বুঝলাম না। যাক ওই ছবিতে এখন আজাদ ভাইয়ের নাম জূড়ে দিচ্ছি।

২১| ২৬ শে ডিসেম্বর, ২০১৯ বিকাল ৫:১৯

কাজী আবু ইউসুফ (রিফাত) বলেছেন: ৩১/ কাজী ফাতেমা ছB- আপা!

২৬ শে ডিসেম্বর, ২০১৯ বিকাল ৫:৩০

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: কি জানি আমি সঠিক বলতে পারছিনা ! =p~ =p~

২২| ২৬ শে ডিসেম্বর, ২০১৯ বিকাল ৫:৩২

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: অসাধারণ একটি পোস্ট।

২৬ শে ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:১৯

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ধন্যবাদ জনাব মোহাম্মদ সাজ্জাদ হোসেন

২৩| ২৬ শে ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:১৫

শের শায়রী বলেছেন: লিটন ভাই অনেক অনেক কৃতজ্ঞতা, যে মানুষ গুলোকে অনুসরন করে সামুতে লেখার চেষ্টা করি তাদের ছবি দেখানোর জন্য। আফসুস সামনা সামনি এই সব তারাদের দেখতে পেলাম না, ব্যাক্তিগত কারনে ঢাকার বাইরে থাকার জন্য।

২৬ শে ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:২৪

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আমরা অনেক দূর থেকে ঢাকা গিয়েছি। আমাদের জায়গা করে দেয়ার জন্যই হয়তো আপনারা ঢাকার বাইরে গিয়েছিলেন =p~
প্রায় সকলকেই আমিও প্রথম দেখলাম। খুব ভাল লেগেছে।
মন্তব্যের জন্য ধন্যবাদ নিন শের শায়রী।

২৪| ২৬ শে ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:৩৯

চাঁদগাজী বলেছেন:


এখন সবকিছু পরিস্কার হলো

২৬ শে ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:৪৫

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: অনেক ধন্যবাদ গাজী সাহেব।

২৫| ২৬ শে ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:৫৬

ডঃ এম এ আলী বলেছেন:




দেশের বাইরে অবস্থানরত অতি নিকট আত্মীয় গুরুতর অসুস্থ থাকায় একান্ত ইচ্ছা ও প্রচেষ্টা সত্বেও
এই গুরুত্বপুর্ণ সুন্দর অনুষ্ঠানটিতে উপস্থিত হতে পারিনি বলে দু:খবোধ কিছুটা কেটেছে আপনার
এই পোষ্টটি দেখে। অতি প্রিয় ব্লগারদেরকে সচিত্র পরিচিত করে দিয়ে কৃতজ্ঞতা পাশে আবদ্ধ
করলেন । আবার আসব আপডেট দেখে বাকীদের সাথে পরিচিত হওয়ার জন্য ।

পোষ্টটি সরাসরি প্রিয়তে।
শুভেচ্ছা রইল

২৬ শে ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:৪৮

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আগামী কোন এক দিন আবারো সবার সাথে দেখা হয়ে যেতে পারে আলী ভাই।
বই মেলায় ব্লগার আড্ডার ডেট জানিয়ে দেয়া হবে, সেখানেই আসুন।
সুন্দর মন্তব্যের জন্যনেক ধন্যবাদ জানবেন ।

২৬| ২৬ শে ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:৩৭

সত্যপথিক শাইয়্যান বলেছেন: আপনার সাথে দেখা করার অনেক ইচ্ছে ছিলো। ছবি দেখে দুধের সাধ কিছুটা হলেও ঘলে মিটেছে।

ভালো থাকুন নিরন্তর।

২৬ শে ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:৪৯

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: বই মেলায় ব্লগার আড্ডার ডেট জানিয়ে দেয়া হবে, সেখানেই আসুন অনেকের সাথে দেখা হবে অনেকেও আপনাকে দেখবে ।

২৭| ২৬ শে ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:৪৮

নৃ মাসুদ রানা বলেছেন: আমিও আছি সবার মধ্যে।

২৬ শে ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:৫৬

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: অনুষ্ঠানে আপনার উপস্থিতি ছিল চোখে পড়ার মত।
ছবিতে আপনি কোন জন।

২৮| ২৬ শে ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:৫২

মিরোরডডল বলেছেন: প্রিয় মানুষদের দেখে ভালো লাগলো ।

২৬ শে ডিসেম্বর, ২০১৯ রাত ৮:০৩

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ধন্যবাদ জানবেন মিরোরডডল

২৯| ২৬ শে ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:৫৪

সোহানী বলেছেন: আহ্ প্রানের মেলা...। কবে যে সবার মাঝে উপস্থিত হতে পারবো???

২৬ শে ডিসেম্বর, ২০১৯ রাত ৮:০৫

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: কবে দেশে আসবেন বলেন আপু? এক বইমেলাকে সামনে রেখে চলে আসুন ।
আপনাকে ঘিরেই আমরা ব্লগার আড্ডার আয়োজন করব।

৩০| ২৬ শে ডিসেম্বর, ২০১৯ রাত ৮:০৯

সোহানী বলেছেন: আহারে এমন প্রস্তাব দেখলে বুকের মাঝে চিনচিন ব্যাথা করে।

আসবো অবশ্যই। আর আপনার সাথে দেখা করার জন্য আমি আপনার বাড়িতেও হানা দিতে পারি ;) । কারন ওইদিকের পথঘাট আমার ভালোই চেনা.........

২৬ শে ডিসেম্বর, ২০১৯ রাত ৮:২১

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আর আপনার সাথে দেখা করার জন্য আমি আপনার বাড়িতেও হানা দিতে পারি ;) ে আমার পরম সৌভাগ্য !!

৩১| ২৬ শে ডিসেম্বর, ২০১৯ রাত ৮:৩৫

শাহরিয়ার কবীর বলেছেন:

সবাইকে বেশ হাসিখুশি মনে হলেও প্রিয় কবি সেলিম ভাইকে একটু বেশি চিন্তিত মনে হচ্ছে !!
কারণ... বনলতা আসেনি! ;) ;)

সামু কর্তৃপক্ষ কী শ্রদ্ধাভাজন চাঁদগাজী ভাইকে নিমন্ত্রণ পত্র দেয়নি !! ;) ;)

কাচ্চি বিরিয়ানি’র কথা আর কইয়েন না ভাই লোভ সামলাতে পারি না !!! :P

ভালো লাগলো !!


২৬ শে ডিসেম্বর, ২০১৯ রাত ৮:৪২

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: চাঁদগাজী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বশরিরে না হলেও অনেকের আলোচনায়।

৩২| ২৬ শে ডিসেম্বর, ২০১৯ রাত ৯:৪১

কাতিআশা বলেছেন: সামনের বারে আসার চেস্টা করবো ইনশাল্লাহ!...সুন্দর ছবিগুলো!

২৭ শে ডিসেম্বর, ২০১৯ দুপুর ১২:৫৬

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: অবশ্যই আসবেন কাতিআশা

৩৩| ২৬ শে ডিসেম্বর, ২০১৯ রাত ১০:৫৮

ইসমাঈল আযহার বলেছেন: আসার ইচ্ছে ছিল খুব, কিন্তু উপায় ছিল না।

২৭ শে ডিসেম্বর, ২০১৯ দুপুর ১২:৫৭

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আশা করছি আগামিতে দেখা হবে ।

৩৪| ২৬ শে ডিসেম্বর, ২০১৯ রাত ১১:১৫

ঢাকার লোক বলেছেন: ধন্যবাদ লিটন ভাই, এতদিন যাঁদের শুধু লেখাই পড়েছি সে সব কল্পলোকের তারকাদের দেখার সুযোগ করে দিলেন ! সবাইকে অনন্ত শুভেচ্ছা !

২৭ শে ডিসেম্বর, ২০১৯ দুপুর ১২:৫৭

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আপনিও ধন্যবাদ নিন ঢাকার লোক

৩৫| ২৭ শে ডিসেম্বর, ২০১৯ রাত ৩:২৪

শাহিন বিন রফিক বলেছেন:


:(( :(( :(( :(( :(( :(( :(( :(( :(( :(( :(( :(( :(( :(( :(( :(( :(( :(( :(( :(( :(( :(( :(( :(( :(( :(( :(( :(( :(( :(( :(( :(( :(( :(( :(( :(( :(( :(( :(( :(( :(( :(( :(( :(( :(( :(( :(( :(( :(( :(( :(( :((

২৭ শে ডিসেম্বর, ২০১৯ দুপুর ১:৩০

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ৩৪ নং ছবিতে আপনি আছেনতো শাহিন ভাই !!!

৩৬| ২৭ শে ডিসেম্বর, ২০১৯ রাত ৩:২৯

শাহিন বিন রফিক বলেছেন:


৩ অজ্ঞাত !!!! ছবি আপু দেখলে আপনারে হাইকোর্টে নিয়ে ছাড়বে। আমি কালো, রোগা মানুষ বলে কেউ আমার একখান ছবি উঠাই নায়, পরের বার যদি আল্লাহ যাওয়ার তেীফিক দেন ইহা বড় একখান মোবাইল নিয়ে যাব তারপর শুধু নিজের ছবি তুলুম।
:( :( :( :( :( :( :( :( :( :( :( :( :( :( :( :( :( :( :( :( :( :( :( :( :( :( :( :( :( :( :( :( :( :( :(

২৭ শে ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:১৬

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আশা করি আপনার ছবি এতক্ষনে পেয়েছেন শাহিন ভাই।

৩৭| ২৭ শে ডিসেম্বর, ২০১৯ ভোর ৪:৩১

হাসান কালবৈশাখী বলেছেন:
সত্যি অনেক সুন্দর আয়োজন।
আপনার পোষ্টও চমৎকার গুছানো লেখা ও ছবি। নাম সহ।
ভালো লাগলো।

২৭ শে ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:১৭

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: অনেক ধন্যবাদ জানবেন হাসান কালবৈশাখী ভাই।

৩৮| ২৭ শে ডিসেম্বর, ২০১৯ সকাল ১০:০৯

আহমেদ জী এস বলেছেন: গিয়াস উদ্দিন লিটন,




"আমি নেই... ভাবতেই ব্যথা ব্যথায় মন ভরে যায়... যেই ভাবি আর কোনখানে আমি নেই.........."
নাইবা থাকলুম, আপনারা তো রইলেন ব্লগে ছবির ফ্রেমে বন্দি হয়ে! সেসব দেখেই না হয় ভাববো, আমিতো আপনাদেরই একজন!
ভাপা পিঠের উষ্ণতা না হয় না-ই পেলুম, প্রিয়তে রেখে মাঝেমাঝে আপনাদের দেখেই সেই উষ্ণতা গায়ে মাখবো..............

২৭ শে ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:১৯

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: অন্তত আমার ক্ষেত্রে দিনটা আনন্দময় স্মৃতি হয়ে থাকবে।
আশা করছি আগামিতে কোন এক সময় আপনার সাথে দেখা হবে আহমেদ জী এস ভাই।

৩৯| ২৭ শে ডিসেম্বর, ২০১৯ সকাল ১০:৫৫

টারজান০০০০৭ বলেছেন: মনে হইলো আড্ডাতে যোগ দিতে পারিলে ভালো হইতো ! ছবি দেখিয়া মন জুড়াইলো !

২৭ শে ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:২১

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আপ্নিতো জেনরে নিয়া বনে জঙ্গলে পড়ে আছেন =p~
আপনি হাজির থাকলে আমাদেরও ভাল লাগত টারজান সাহেব।

৪০| ২৭ শে ডিসেম্বর, ২০১৯ দুপুর ১২:৫৬

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: আপনি কাছে থেকেও এলেন না !!!

আমি অনুষ্ঠানের সময় কাছে ছিলাম না।
ঢাকার বাইরে ছিলাম।

২৭ শে ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:২২

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: নিউটনের সুত্র অনুযায়ী হয়তো আমাদের জায়গা করে দেয়ার জন্য আপনারা ঢাকার বাইরে চলে গিয়েছিলেন =p~

৪১| ২৭ শে ডিসেম্বর, ২০১৯ দুপুর ১:৪৪

মা.হাসান বলেছেন: ১৮ নম্বরের অর্বাচীনের সাথে এর আগে ল্যাংটার মেলায় আলাপ হইয়াছিলো। আমাকে একখানা গামছা উপহার দিয়াছিলেন।
পিঠাচুরির ছবি বাদ গিয়াছে, ৩৫-৩৬এ একই ছবি আসায় এই সমস্যা। ইহা ষড়যন্ত্র বলিয়াই অনুমান হইতেছে। হাবিব স্যার উপযুক্ত দায়ি্ত্ব পাইয়াছিলেন, অভিজ্ঞতার আলোকে দায়িত্ব সম্পন্ন করিয়াছেন। কবি সেলিম আনোয়ার ভাই দিনে দশখানা করিয়া কবিতা লিখেন। অনুষ্ঠানের ৬ ঘন্টায় ২-৩ খানা লেখার কথা, লিখিতে না পারিয়াই মনে হয় পেরেশান হইয়া পড়িয়াছেন, ছবিতে তাহাই মনে হইতেছে। শায়মা আপা কোথায় গেলেন? আসেন নাই কেন?

এই অসাধারণ পোস্টের জন্য আপনাকে অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা। আয়োজক টিমকে অনেক ধন্যবাদ।

২৭ শে ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:৩৪

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: কবিতা পুর্নতা পেলে সেটা নাকি পেটে গ্যাস সৃষ্টি করে । সে হিসাবে সেলিম ভাইয়ের ব্যাপারে আপনার অনুমান সত্য বলে মনে হচ্ছে।
পিঠা সংক্রান্ত ছবিটা ঠিক করে দিয়েছি।
আর শায়মার কথা বলছেন? উনি অসূর্যস্পর্সা !
পাঠ ও দর্শন পুর্বক মজার মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ মা.হাসান ভাই।

৪২| ২৭ শে ডিসেম্বর, ২০১৯ বিকাল ৩:২১

আকতার আর হোসাইন বলেছেন: অসাধারণ
৩১ নম্বর ছবি আপা
৩৮ নম্বর সেই রকম। প্রামাণিক ভাই, নীল সাধু ভাই

২৭ শে ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:৩৬

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: একটু ভুল হয়েছে আকতার আর হোসাইন ভাই, ৩৮ এ বিদ্রোহী ভৃগু ও নীল সাধু।

৪৩| ২৭ শে ডিসেম্বর, ২০১৯ বিকাল ৪:২৪

জুলিয়ান সিদ্দিকী বলেছেন: গোলাম কিবরিয়া এই নামএর ব্লগারের চেহারায় চেনা একটা ছাপ আছে। কিন্তু কিন্তু বড় ছবি দেখি নাই।

২৭ শে ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:৩৮

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আপনার পর্যবেক্ষণ সঠিক। আমারও উনাকে প্রথম দেখে মনে হচ্ছিল উনাকে কোথায় যেন দেখেছি।
ধন্যবাদ নিন জুলিয়ান সিদ্দিকী ।

৪৪| ২৭ শে ডিসেম্বর, ২০১৯ বিকাল ৫:০৮

মোস্তফা সোহেল বলেছেন: চাঁদগাজী ভাইকে দেখছি না তার ছবি কেউ তোলেননি?

২৭ শে ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:৩৯

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: মোস্তফা সোহেল ভাই,উনি ক্যামেরার অনেক দূরে ছিলেন ।

৪৫| ২৭ শে ডিসেম্বর, ২০১৯ বিকাল ৫:১৬

সম্রাট ইজ বেস্ট বলেছেন: এত এত সৃষ্টিশীল মানুষকে একসাথে দেখে অনেক অনেক ভাল লাগল। আপনাকে বিশেষ ধন্যবাদ এই পোস্টটি দেয়ার জন্য।

২৭ শে ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:৪০

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আপনিও ধন্যবাদ নিন সম্রাট ইজ বেস্ট।

৪৬| ২৭ শে ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:৪৬

মোঃ মাইদুল সরকার বলেছেন:
সুন্দর মিলনমেলা।

২৮ শে ডিসেম্বর, ২০১৯ বিকাল ৫:৫০

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আসলেই এটা ছিল ব্লগারদের মিলন মেলা।মন্তব্যের জন্য ধন্যবাদ মোঃ মাইদুল সরকার ।

৪৭| ২৭ শে ডিসেম্বর, ২০১৯ রাত ৯:৩৪

হাফিজ রাহমান বলেছেন: প্রচণ্ড ইচ্ছে ছিলো। কিন্তু ইচ্ছে পূরণ হলো না। না গিয়েও যাওয়ার স্বাদ পেলাম। তাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

২৮ শে ডিসেম্বর, ২০১৯ বিকাল ৫:৫৮

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আগামিতে আপনার সাথে দেখা হবে এই আশা রইল।

৪৮| ২৭ শে ডিসেম্বর, ২০১৯ রাত ১০:২৮

আকতার আর হোসাইন বলেছেন: ওহ, দুঃখিত তবে।।।। চিনে রাখলাম। অনেকেই দেখছি আফসোস করছে অনেক ব্লগারকে চিনতে না। চিনে রাখলাম। যেনো আমাকে আফসোস করতে না হয়, দেখা হলে কোন দিন।

২৮ শে ডিসেম্বর, ২০১৯ বিকাল ৫:৫৯

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: এ এক অন্য রকম অনুভুতি। আপনার সাথে প্রথম দেখা হলেও মনে হবে অনেক দিনের চেনা।

৪৯| ২৮ শে ডিসেম্বর, ২০১৯ সকাল ১১:৪৩

মোহাম্মদ রাহীম উদ্দিন বলেছেন:
লিটন ভাই
শুধুমাত্র আপনার পোস্টে আমাকে খুঁজে পেলাম। বলা বাহুল্য যে, উপস্থিত ব্লগারদের মধ্যে একমাত্র তাল্লু মাথা ছিল কিন্তু আমার। সংযুক্ত ছবিতে সকলের অবগতির জন্য তীর চিহ্নিত করে দিলাম। (মোহাম্মদ রাহীম উদ্দিন, চট্টগ্রাম থেকে)

বিশেষভাবে কৃতজ্ঞতার সাথে উল্লেখ করতে চাই, ব্লগ ডে -তে প্রকাশিত প্রথম বিশেষ ম্যাগাজিনে আমার প্রবন্ধ নির্বাচিত ও ছাপানো হওয়ায় সকল কাছে আমি ঋণী।

কয়েকদিনের মধ্যে ব্লগ ডে’র আমার দেখা কিছু বিস্তারিত নিয়ে উপস্থিত হবো আশা করি। কাজের চাপে প্রচন্ড ব্যাস্ততা।

২৮ শে ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:১৬

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আপনি এখানেও আছেন মোহাম্মদ রাহীম উদ্দিন ।

স্বরনিকায় আপনার লিখা ছাপা হওয়ায় অভিনন্দন নিন ।

৫০| ২৮ শে ডিসেম্বর, ২০১৯ দুপুর ১:০২

সাাজ্জাাদ বলেছেন: সবার বদনখানা দেখে মনে হচ্ছে সবার গোমর ফাঁস হয়ে গেল।
ভাগ্য ভালো আমি যাইনি। :)

২৮ শে ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:১৭

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: কিসের গোমর ফাঁস হল সাজ্জাদ ভাই ?

৫১| ২৯ শে ডিসেম্বর, ২০১৯ সকাল ১১:২২

ৎঁৎঁৎঁ বলেছেন: চমৎকার একটা প্রোগ্রাম ছিল, আপনাকে পোস্টের জন্য ধন্যবাদ।

২৯ শে ডিসেম্বর, ২০১৯ দুপুর ১:০৩

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ভাইজান, বংশীবাদক কি আপনি ছিলেন?

৫২| ২৯ শে ডিসেম্বর, ২০১৯ রাত ৮:০১

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ লিটন ভায়া :)

সুন্দর সাজিয়েছেন।
আসলে সময়টাই যেন বড় শত্রু :P এর মাঝে আপনি আবার যাই যাই করে কোন ফাঁকে চলেও গেলেন!
বিদায় আলিংগন আর হলো না :((

অ ভাই .. শীত তো চলমান। এই শীেত একটা পিকনিক হলে কেমন হয়?
মানে আমরা আমরা সামুরিয়ান সকলে মিলে ;)
ভেবে দেখুন।
তাহলে দিনমান ব্যাপি সবাই সবাইকে আরো বেশি করে কাছে পাবো। জানতে পাবো। জানাতো পারবো। :)
কেমন হয়?

২৯ শে ডিসেম্বর, ২০১৯ রাত ৯:২৯

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ভাল প্রস্তাব, আমার মনে হয় বইমেলায় সবাই জড়ো হলেই ভাল হয়।

৫৩| ৩০ শে ডিসেম্বর, ২০১৯ সকাল ১১:৪০

কালো যাদুকর বলেছেন: সেলিম আনোয়ার একজন প্রিয় কবি। হুমায়ুন ফরিদির ছবিটা ওনার প্রোফাইলে দেখতে দেখতে, আর কবিতা গুলো পড়ে মনে যে ছবিটা একেছিলাম, বাস্তবে তার কোনোই মিল নেই। বরই মজার কান্ড।

৩০ শে ডিসেম্বর, ২০১৯ রাত ৮:৫৭

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ফেবুফ্রেন্ড হওয়ায় আগেই উনার ছবির সাথে পরিচিত ছিলাম।
প্রথম দেখা আমিও উনাকে মিলাতে পারিনি।
তবে উনি মানুষটা ভাল !

৫৪| ৩০ শে ডিসেম্বর, ২০১৯ দুপুর ২:৩২

নুরুন নাহার লিলিয়ান বলেছেন: চাঁদগাজী সাহেবের উপস্থিতি অনুষ্ঠানকে আর ও প্রানবন্ত করে তুলেছিল। উনার সাথে দেখা হয়ে যাবে ভাবিনি। কি বলেন গিয়াস ভাই মানুষটা কিন্তু ভালই আছেন । তবে একটু শুঁটকি ভর্তা বেশি খায় ।
গিয়াস ভাই আমি কিন্তু অনেক গুলো পিঠা ব্যাগে নিয়েছিলাম । আসার সময় রিক্সা ভাড়া ছিল না । তাই রিক্সাওয়ালা ভাইকে বললাম ভাই আমার সাথে টাকা নাই কিন্তু চিতই পিঠা আছে একদম গরম । উনি সেটা খুশি হলেন আর ভাড়া নিলেন না ।

৩০ শে ডিসেম্বর, ২০১৯ রাত ৯:০৪

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: গাজী ভাই না কে জানি কইল, আপনি নাকি অনুষ্ঠানের কিছু চিতই,ভাপা- পিঠা পুলির দোকানে নগদে সাপ্লাই দিছেন । :P

৫৫| ৩০ শে ডিসেম্বর, ২০১৯ রাত ৮:২২

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: ভাউ,
আহমেদ জী এস দা আসেন নি?


সবাইকে নক্ষত্রের মত প্রজ্জলিত লাগছে, মা শা আল্লাহ।

আপনাকে অনেক ধন্যবাদ ।

৩০ শে ডিসেম্বর, ২০১৯ রাত ৯:০৬

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: সৈয়দ তাজুল ইসলাম ভাই, না আহমেদ জী এস দা আসেন নি।

৫৬| ৩০ শে ডিসেম্বর, ২০১৯ রাত ১০:৪৩

আমি তুমি আমরা বলেছেন: একসাথে অনেক ব্লগারকে দেখতে পেয়ে ভাল লাগল। চমতকার এই পোস্টটির জন্য আপনাকে ধন্যবাদ।

৩১ শে ডিসেম্বর, ২০১৯ সকাল ১০:৫৬

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আপনাকেও ধন্যবাদ আমি তুমি আমরা

৫৭| ১৭ ই ফেব্রুয়ারি, ২০২০ সকাল ৭:০০

খায়রুল আহসান বলেছেন: দেরীতে হলেও, আপনার এই পোস্টটা দেখে/পড়ে মুগ্ধ হ'লাম। কয়েকটা ছবি খুবই সুন্দর হয়েছে।
এতসব গুণী ব্লগারদের মধ্যে মাত্র গুটি কয়েকের সাথে আমার সাক্ষাৎ পরিচয় হয়েছে। বাদ বাকী আর সবার সাথে পরিচয়ের সুযোগটা মিস হয়ে গেল। প্রথমে নির্ধারিত তারিখে অনুষ্ঠানটি আয়োজন করা সম্ভব হলে আপনাদের সবার সাথে হয়তো দেখা সাক্ষাৎ হতো। সস্ত্রীক উপস্থিতির নিবন্ধন করেছিলাম।
মনে হচ্ছে, প্রথম ছবিটাতে আপনি দু'জনের নামোল্লেখ মিস করেছেন।
মোটামুটি প্রায় সবাইকেই কোন না কোন ছবির আওতায় নিয়ে আসতে পেরেছেন। তবে ৪ নং ছবিটিতে ব্লগারদের মাঝের ব্যবধানটাকে একটু বেশীই মনে হচ্ছে!!!! আর ১৮ নম্বরে সেলিম আনোয়ারকে এতটা সিরিয়াস দেখাচ্ছে কেন?

০৬ ই জুলাই, ২০২০ সন্ধ্যা ৭:৪২

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: দেরিতে রিপ্লাই ত্রুটি মার্জনা করবেন খায়রুল আহসান ভাই।
অনুষ্ঠানে আপনার সাথে দেখা হলে ভাল লাগত। বোনাস হিসেবে ভাবীর সাথেও পরিচিত হতে পারতাম।
আপনার পর্জবেক্ষন শক্তি ভাল। প্রথম ছবিতে লাল পোষাকে কবির হুমায়ুন, আরেকজনের নাম পাইনি। শেষ প্যারায় উনার নাম আছে তবে উনি কোন জন তা সনাক্ত করতে পারিনি।
৪র্থ ছবির দুরত্ব সম্ভবত করোনার আগাম ট্রায়াল। :D
সেলিম আনোয়ার ভাই কেন জানি গম্ভীর মুডে ছিলেন, ভার্চুয়াল সেলিম আনোয়ার আর বাস্তবের সেলিম আনোয়ারকে মিলাতে পারিনি।

৫৮| ২২ শে জুন, ২০২০ রাত ১১:১৬

খায়রুল আহসান বলেছেন: পরে আরো কিছু ছবি যোগ করাতে বোধ হয় আমার উপরের মন্তব্যের ১৮ নম্বর ছবিটি এখন ২৪ নম্বর হয়ে গেছে।
মন্তব্যের উত্তর খুঁজতে এসে দেখি, সেটা এখনো দেয়া হয় নি।
অনেক ছবি দিয়েছেন। সাথে যথাসম্ভব পরিচিতিও স্বভাবসুলভ হাল্কা কথায় তুলে ধরেছেন। ভাল লেগেছে।

০৬ ই জুলাই, ২০২০ সন্ধ্যা ৭:৪৫

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: কয়েকটা ছবি আমার কাছে ছিলনা, সেগুলা অন্যদের কাছ থেকে সংরহ করে পরে এড করেছি।
পুনঃ মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ জানবেন খায়রুল আহসান ভাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.