নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সবাই যখন নীরব, আমি একা চীৎকার করি \n-আমি অন্ধের দেশে চশমা বিক্রি করি।

গিয়াস উদ্দিন লিটন

এত বুড়ো কোনোকালে হব নাকো আমি, হাসি-তামাশারে যবে কব ছ্যাব্‌লামি। - রবীন্দ্রনাথ ঠাকুর

গিয়াস উদ্দিন লিটন › বিস্তারিত পোস্টঃ

করোনায় টোকা থেরাপি :P

০১ লা এপ্রিল, ২০২০ রাত ৮:৪৮





আমার প্রাইমারী স্কুলের বন্ধু সুরেশ। গুজব আর কুসংস্কারে তার বিশ্বাস সীমাহীন।
এলাকার ধনঞ্জয় কাকুর মেয়ে সবিতার প্রতি সে ছিল অতিশয় দুর্বল। এক বাইদানিকে ধরে তিন কেজি চাল দিয়ে সে একবারএক বশিকরন তাবিজ হাতিয়েছিল। অমাবস্যার রাতে তাবিজটা সবিতাদের ঘরের উপরের সিড়িতে পুততে হবে। এক অমাবস্যার রাতে অপারেশনে বেরিয়ে গর্ত খুড়তে গিয়ে সে হাতে নাতে ধরা! অবস্থাপন্ন পরিবারের ছেলে সিধ কাটতে গিয়ে সিধের মুখে ধরা পড়েছে এই নিয়ে বিচার বসেছিল এবং বিষয়টি এলাকায় বেশ চাঞ্চল্য সৃষ্টি করেছিল।

সেদিন হাতে বিড়ি নিয়ে আগুনের সন্ধানে পাড়ার গলিতে পায়চারি করছে। অনেকক্ষন পরে এক মুরুব্বিকে আসতে দেখে আগ বাড়িয়ে বলে উঠলো — বুড়া মিয়ার কাছে আগুন আছে?
করোনা ইস্যুতে মুখে মাস্ক থাকায় সুরেশ চিনতে পারেনি এই বুড়া মিয়া ছিল স্বয়ং তার শশুর।

অনেক দিন হোমকোরেন্টাইনে আছি। সুরেশের কি খবর জানতে ফোন দিলাম।
— কি খবর কেমন আছিস?
ওপাশ থেকে উত্তর এল- আর বলিস না দোস্ত টেস্টিক্যালের ব্যথায় অস্থির।
বললাম - সেখানে আবার কি সমস্যা, তোর একশিরা নাকি?
জানালো- সে রকম কিছু না। কাল রাতে একজন মেসেজ দিয়ে জানালো- এক সাধুবাবা বলেছেন অন্ডকোষএ তিন টোকা দিলে নাকি করোনা থেকে মুক্তি মিলবে। সাথে সাথে কাজে নেমে পড়লাম। শুরুতেই খেলাম ধাক্কা। আরে সেখানে জিনিস হইল দুইটা এখন তিন টোকা কেমনে দেই? দুটোতে তিন টোকা না একটাতে তিন টোকা করে? তাছাড়া উপরে না নিচে, ডানে না বায়ে এই ভেবে ভেবে মোট ত্রিশের মত টোকা দিয়েছি। এখন ফুলে ঢোল,নাপা এক্সট্রা দুইটা করে চালাচ্ছি।
হাসবো না কাদবো বুঝতে না পেরে তাকে জিজ্ঞেস করলাম - সাধু বাবা যদি ওখানে হাতুড়ি দিয়ে বাডি দিতে বলতেন তুই কি তাই করতি?

আসলে শুধু সুরেশের দোষ দিয়ে লাভ কি? হুজুগের এই দেশে যে গুজব ছড়ায় সেটাই দেখি হিট!
তথ্য সরবরাহে ঘাটতি দেখা দিলে গুজব ডাল পালা মেলে। অসহায় মানুষ এসব গুজবে বিশ্বাস করে নিজেদের অসুহায়ত্ব ঢাকে।
মানুষ গুজবে বিশ্বাস করে, এই মন্দের ভিতরেও আমি আশার আলো দেখি!

যদি গুজব রটে কোয়ারেন্টাইনের ১৪ দিন আগে যারা ঘর থেকে বের হচ্ছে, কোহকাফ নগরের জীন বাবাজীরা আছাড় মেরে তাদের কোমর ভেজ্ঞে ফেলছে। এতে আমি খুশীই হতাম!

বিঃদ্রঃ গুজব কখনো গুডজব নয়,এতে কান দিবেন না।

মন্তব্য ২৮ টি রেটিং +৪/-০

মন্তব্য (২৮) মন্তব্য লিখুন

১| ০১ লা এপ্রিল, ২০২০ রাত ৯:০০

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: ঠিকই বলেছেন। গুজবের দেশে গুজব মাত্রেই হিট। আমার বুড়ি আজ সকালে বললো, করোনা ভাইরাস ডিম পাড়তে শুরু করেছে (কার কাছে শুনেছে কে জানে?) এই সময়টা খুব বিপজ্জনক। আমি বললাম, ভাইরাস কখনো ডিম পাড়ে না। এসব ফালতু কথা তুমি কোত্থেকে শুনেছ? যতসব!
আমার কথা শুনে বুড়ি এমনভাবে চোখ পাকিয়ে আমার দিকে তাকালো যে আমার পেট খারাপ হবার দশা। কী বলবো বলেন?

০১ লা এপ্রিল, ২০২০ রাত ১০:০৭

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ভাবির আর দোষ কি?
করোনা ডিম ছাড়তেছে এই গুজব আমিও শুনেছি।

২| ০১ লা এপ্রিল, ২০২০ রাত ৯:০০

রাজীব নুর বলেছেন: আমি কোনো কালেই গুজব বিশ্বাস করি না।
আল্লাহ বিবেক বুদ্ধি দিয়েছেন। তা খাটাই। চিন্তা করি।

০১ লা এপ্রিল, ২০২০ রাত ১০:০৯

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: বুদ্ধিমান মাত্রেরই গুজবে বিশ্বাস না করার কথা।

৩| ০১ লা এপ্রিল, ২০২০ রাত ৯:১১

সাইন বোর্ড বলেছেন: তাহলে গোবর স্নানে কেন সারবে না ?

০১ লা এপ্রিল, ২০২০ রাত ১০:১০

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: এ কি দেখাইলেন ভাই!
ওয়াক! ওয়াক!!

৪| ০১ লা এপ্রিল, ২০২০ রাত ৯:১২

নীল আকাশ বলেছেন: আবার পড়লাম। একমাত্র এই দেশেই এইসব ঘটনা ঘটা সম্ভব।

০১ লা এপ্রিল, ২০২০ রাত ১০:১২

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: উন্নত দেশেও গুজবের অভাব হয়না নীল আকাশ ভাই।।

৫| ০১ লা এপ্রিল, ২০২০ রাত ৯:৩৯

মা.হাসান বলেছেন: সুরেশ ভাই ভুল করেছেন। টোকাটা আসলে বাবার ইয়েতে দিতে হবে। বর্ডার খুললে আমার যাবার ইচ্ছে আছে।

০১ লা এপ্রিল, ২০২০ রাত ১০:১৫

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আমার পক্ষ থেকেও তিনটা টোকা দিয়ে আসবেন মা.হাসান ভাই।

৬| ০১ লা এপ্রিল, ২০২০ রাত ৯:৪২

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
পদাতিক দাদাকে খুঁজছি এখন !!
কই তিনি, এবার কিছু বলেন !!

আমি আসলে জানতামনা এটা গুজব
ব্রেকিং নিউজ ভেবে একটা কবিতা
প্রকাশ করলাম বাবাইদা বাবাজীর
টোটকা নিয়ে !! ওরে বাবা !!
পদাদিক দাদা বললেন এটা ঠিক হলোনা
খানসাব বললেন মুরব্বী বয়সের দিকে তাকান !!
কি আর করা কবিতাট কোয়ারেন্টাইনে পাঠালাম!!
আজ আপনার সাহস দেখে আমিও একটু সাহসী
ভাব টের পাচ্ছি, দিমু নাকি আবার ??

বিঃদ্রঃ ভারতে এরকম আজগুবী টোটকার দেশ!!
(কেউ গোমুত্র পান করে,কেউ মলে গোসল করে)
আগেও চলতো, এখনো আছে, কোনটা সত্যি আর
কোনটা গুজব বোঝা দায়।

পাঠক সাহস দিলে কবিতাটি আবার প্রকাশ করার হিম্মত রাখি।

০১ লা এপ্রিল, ২০২০ রাত ১০:২০

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আজগুবী টোটকা অনেক থাকলেও "টোকা" চিকিৎসাটা আমার কাছে অভিনব মনে হয়েছে।
সাধু মনেহয় নারী বিদ্বেশি।

৭| ০১ লা এপ্রিল, ২০২০ রাত ১০:২২

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ধন্যবাদ লিটন ভাই
আপনার সাহস পেলাম
করোনায় তিন টোকা !! (রম্য্)

০১ লা এপ্রিল, ২০২০ রাত ১০:৫৭

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: চমৎকার রম্য, পড়ে এসেছি নুরু ভাই।

৮| ০১ লা এপ্রিল, ২০২০ রাত ১১:৫১

ব্লগ সার্চম্যান বলেছেন: মানুষ এখনও কি এরকম গুজব বিশ্বাস করে লিটন ভাই ?

২৬ শে এপ্রিল, ২০২০ দুপুর ২:১২

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: করে, আর করে বলেই এ উপমহাদেশে বাবাদের জয়জয়কার !!

৯| ০২ রা এপ্রিল, ২০২০ রাত ১:৫৪

নেওয়াজ আলি বলেছেন:

২৬ শে এপ্রিল, ২০২০ দুপুর ২:১৩

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: তাস খেলছে নাকি ?

১০| ০২ রা এপ্রিল, ২০২০ সন্ধ্যা ৭:৩০

সোহানী বলেছেন: সব সম্ভবের দেশ ভারত!!!! রম্যে বিশাল হাসির ইমো হপে =p~ =p~ !!!

২৬ শে এপ্রিল, ২০২০ দুপুর ২:১৪

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: অনেক ধন্যবাদ জানবেন সোহানী'বু।
আশা করছি নিরাপদে আছেন।

১১| ০৩ রা এপ্রিল, ২০২০ রাত ১:২২

সচেতনহ্যাপী বলেছেন: তত্থ্যে যখন মানুষ বিশ্বাস হারায়, গুজব তখন ডানামেলে।।
তাই এজন্য সাধারন মানুষকে দোষ দিলেতো হবে না।।
দায়ী "তথ্যভান্ডারের" খাদেম জিনারা

২৬ শে এপ্রিল, ২০২০ দুপুর ২:২০

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: সঠিক বলেছেন সচেতনহ্যাপী

১২| ০৭ ই এপ্রিল, ২০২০ সন্ধ্যা ৭:৫৫

খায়রুল আহসান বলেছেন: এসব গুজবেও মানুষ বিশ্বাস করে? যারা করে, তাদের অন্ডকোষ ফুলে বাস্কেটবল হওয়াই উচিত!
চমৎকার রম্য। +

২৬ শে এপ্রিল, ২০২০ দুপুর ২:২২

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: হাহাহাহাহা আপনার মন্তব্য পড়ে হাঁসতেই আছি =p~ =p~

১৩| ১০ ই এপ্রিল, ২০২০ সকাল ১১:১৪

মোঃ মাইদুল সরকার বলেছেন: ১২ নং মন্তব্যে সহমত।

২৬ শে এপ্রিল, ২০২০ দুপুর ২:২৩

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ধন্যবাদ জনাব মোঃ মাইদুল সরকার

১৪| ০৭ ই মে, ২০২০ রাত ৮:০৩

আহমেদ জী এস বলেছেন: গিয়াস উদ্দিন লিটন,




সুরেশের বন্ধুর সরেস লেখা। :)

হুমমমমমম গুজব ইজ নট আ গুড জব! ;)
যারা ব্যাড জব করে তাদের জায়গা মতো তিন দু গুনে ছয়টা হাতুড়ীর টোকা দিলেই বাবাই বাবাই করে করোনা তো কোন ছাড়, প্রানপাখিও ধারে কাছে থাকবেনা। B-)) :P

০৮ ই মে, ২০২০ বিকাল ৩:১২

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: হাহহাহাহা মজার মন্তব্য।
অনেক ধন্যবাদ জানবেন আহমেদ জী এস ভাই ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.