নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সবাই যখন নীরব, আমি একা চীৎকার করি \n-আমি অন্ধের দেশে চশমা বিক্রি করি।

গিয়াস উদ্দিন লিটন

এত বুড়ো কোনোকালে হব নাকো আমি, হাসি-তামাশারে যবে কব ছ্যাব্‌লামি। - রবীন্দ্রনাথ ঠাকুর

গিয়াস উদ্দিন লিটন › বিস্তারিত পোস্টঃ

রম্য- খ্যাংরা ভুতের গায়ে হলুদ =p~

২৮ শে আগস্ট, ২০২০ রাত ১১:২৪




রাত দশটা হবে । পাঠ্য বইয়ের ভিতরে ঢুকিয়ে , রোমেনা আফাজের দস্যু বনহুর পড়ছি । একটু আগে আব্বা ঘরে ফিরেছেন ।আমার পড়ার রুমে এসে মিহি স্বরে বললেন , আব্বা একটু এদিকে আসেন ।

আমি আতঙ্কিত । আব্বার তুই তোকারি ছেড়ে আপনিতে নেমে যাওয়া অতি ভয়াবহ ব্যাপার । অতিত অভিজ্ঞতায় দেখেছি শাস্তির মাত্রা যত তীব্র হবে আব্বার সাম্ভোধোনিক আচার ব্যবহার আর ভোকাল কর্ডের আউট ফুট হবে তত অমায়িক । বুঝতে পারলাম তিন বিষয়ে ফেল করার বিষয়টি আব্বার নলেজে চলে এসেছে ।
এটা প্রভাত স্যারের কাজ ।

কিছু মানুষ আছে একজনের গোপন কথা আরেকজনের কাছে নিষ্ঠার সাথে চালাচালি করে । কথিত আছে এদের ''পেটে তিতা পাতাও হজম হয় না ।'' তিতা পাতা অনেক দূর ,আমার ধারণা প্রভাত স্যারের পেটে হজমীর ট্যাবলেটও হজম হয়না ।

ফেল বিষয়ে আজ স্কুলেও ধোলাই খেয়েছি ।তিন বিষয়ে ফেল এটা যত গুরুতর ছিল , তার চেয়েও গুরুতর রূপে দেখা দিয়েছিল একটা ট্র্যান্সলেশন ।গত পরীক্ষায় ''আমরা চা পান করি'' এর অনুবাদ লিখেছিলাম We drink tea. এটা নাকি শুদ্ধ হয়নি । শুদ্ধ We take tea. পান করা ইংরেজি আজীবন শুনলাম ড্রিংক, এখন সেটা টেক হয় কেমনে ?

ট্র্যান্সলেশনটায় প্রভাত স্যার এমন ভাবে লাল কলমে ক্রস দিয়েছিলেন যে , কলমের খোঁচায় পরীক্ষার খাতার দুইটা পাতাই চিরে গেছিল ।

এবারে একটা পেসেজ ছিল , যার একটি বাক্য ''বৃষ্টি পড়ে'' ।''বৃষ্টি পড়ে''র ট্র্যান্সলেট করেছিলাম ,''Bristi is reading." তেনার পছন্দ হয়নি ।পছন্দ হয়নি ভাল কথা আগের মত কেটে দিতি , এবার নাহয় পাতা তিনটা যাইতো !

তা না তেনারা তদন্ত শুরু করে দিয়েছেন ।বৃষ্টির ইংরেজি Rain না এসে তোর মাথায় person বৃষ্টি বেগম কেন এল ?তুই নাকি বিকালে বৃষ্টিদের বাড়ির সামনে ঘুর ঘুর করিস ? ইটের আধলা দিয়ে স্কুলের সারা দেয়ালে L+B কে লিখেছে ?

আরে বাবা করসতো পণ্ডিতি ,তোর এত গোয়েন্দাগিরির দরকার কি ?গোয়েন্দাগিরির শখ হলে কেজিবি সিআই'এ যা ! সেটা না , তেনারা খেজুরের ডাণ্ডা নিয়া দৌড়াদৌড়ি করে । যত্ত সব----!

আব্বা আমাকে ডেকে সামনের রুমে চলে গেছেন । অতিতে আমার বড় ভাইয়েরা আব্বার ডাক উপেক্ষা করেছেন এমন নজীর নাই । আমিও উনাদের পদাংক অনুসরণ করে সামনের রুমে এসে দাঁড়ালাম ।

- স্কুলে যান নি গো আব্বা ?
- জী যাই ।
- উমেশ বাবুর অসুখ শুনলাম , আজ স্কুলে এসেছেন ?

কথার ঘূর্ণি শুরু হয়েছে , এখান থেকে শুরু হবে ঘূর্ণিঝড় । ঘূর্ণিঝড় কোন দিকে মোড় নিবে , এই রুমে দাদীর লাঠির উপস্থিতি দেখে অনুমান করা যায় ।মনে মনে , ''আপনার খাজুরিয়া আলাপের গুল্লি মারি'' বলেই , দিলাম দৌড় ।

হাফাতে হাফাতে পূর্ব বাড়ির পুকুর পাড়ে এসে থিতু হলাম ।কিছুক্ষন পর একটা শিয়াল এসে আমাকে রেকি করে গেল । একটু পরে তিনটা ।কিছুদিন আগে আমাদের এলাকার একজন শিয়ালের সম্মিলিত আক্রমণের শিকার হয়েছিল ।কিন্তু এরা আমাকে কিছু না বলে চলে গেল কেন বুঝে আসছেনা ।

পাশের জঙ্গলে তাদের কাঁই কুঁই শুনছি । সম্ভবত তারা জরুরি মিটিং কল করেছে ,আজকের এজেনডা - ''এই মিয়ারে ধরাশায়ী করতে কি রূপ শিয়াবল দরকার'' ( শিয়াবল = জনবলের শিয়ালিয় রূপ)।

এরকম ভাবনা মনে উদয় হওয়ায় আবার দৌড় ।এবার উত্তর বাড়ির খালি গোয়াল ঘর ।ঘন ঘন হাপাচ্ছি , সামনে দেখি আবারও একটা শেয়াল । আমার দিকে তাকিয়ে মিটি মিটি হাসছে । ভাব খানা এমন , '' কাগা এইখানে ? আপনেরে পুরা গেরাম বিছড়াইতেছি ।''

শেয়ালটা স্বজাতিদের খবর দিতে গেলে হুলিয়া আসামীর মত আবার স্থান পরিবর্তন করলাম ।এবার ছনখোলা বন । দিনেও যেখানে অন্ধকার । সচরাচর এখানে কেউ আসেনা দেখে পাড়ার কিছু দুষ্টলোক এখানে তাশ খেলে । এদের অনুপস্থিতিতে কেউ কেউ প্রাকৃতিক দুর্যোগের ডাকে সাড়াও দেয় , তাই চার দিক থেকে মনুষ্য বিষ্ঠার তিব্র গন্ধ আসছে ।তাশাড়ূরা এখানে বেশ আরামদায়ক একটা খড়ের বিছানা পেতে রেখেছে । বিছানায় বসলাম ।

রাত প্রায় আড়াইটা হবে , সম্ভবত মশাদের ডিনার টাইম । সবাই একযোগে হামলে পড়েছে । এত মশা দেখে আমার ধারণা তারা পাশের পাড়া থেকেও দাওয়াত দিয়ে মশা এনেছে ।হয়তো মাইকিংও করেছে ,'' ভাই সব , ভাই সব ছনখোলা বনে এক বিশাল কাঙালি ভোজের আয়োজন করা হইয়াছে , ভাই সব--''

ঘুমে চোখ ঢুলু , মনে হয় ঘুমিয়েও পড়েছিলাম ।কারা যেন সুরে সুরে কথা বলছে ।

''পালাবি কোথা মা কালী
আরতো তুই পালাতে পারলিনারে
আমি তোর গায়ের গন্ধ পাইয়াই তোরে
ছিইনা ফালাইছিরে খ্যাঙরা ! ''

এর পরই চীৎকার !! পাইছিরে ! পাইছি !!! খ্যাঙরারে পাইছিরে-------

চোখ মেলে যা দেখলাম ,এর জন্য আমি মোটেই প্রস্তুত ছিলাম না । সামনে দাঁড়ানো এক বিকট দর্শন কঙ্কাল ! চোখ থেকে সার্চ লাইটের মত আলো বেরুচ্ছে । অদুরে দেখি আরও একটা কঙ্কাল এদিকে আসছে , তার আবার একটা চোখ নাই । দুজন সামনে এসে আমাকে বলল , উঠ দোস্ত উঠ , এটা বিরাট অকল্যাণ , এভাবে কেউ পালিয়ে আসে ?

আমি বললাম , দোস্ত ? আপনারা কারা ? আপনারাতো মনে হয় ভূত ! আমি মানুষ , মানুষ ভূতের দোস্ত হয় কীভাবে ?
তুই মানুষ ? বলেই দুজন বিশ্রী ভাবে হেসে উঠলো , বলল এসব ঢং করিস না দোস্ত , আজ শ্যাওড়া গাছের পেত্নীর লগে তোর বিয়ে । আর তুই কিনা ''গায়ে গু'' অনুষ্ঠান থেকে পালিয়ে এলি ?
আতঙ্কিত আমি জানতে চাইলাম , ''গায়ে গু'' কি ?
একজন বলল , ফাজলামি করিস না , আচ্ছা যা , তুই যখন বলছিস তুই মানুষ তাহলে শোন , মানুষদের যেমন গায়ে হলুদ , আমাদের তেমনি ''গায়ে গু'' । এবার উঠ বলে এক চোখা খেঁকীয়ে উঠলো ।উঠ কইলাম , নইলে গায়ে হাত দিমু , লাত্থিও দিবার পারি ।

একবার বৃষ্টিকে বিয়ে করবো বলেছিলাম । জবাবে সে বলেছিল ,তুই তো একটা ভুত ,তোকে কে বিয়ে করবে ?
বলেছিলাম , আমাকে তুই পেত্নী বিয়ে করবি ।আমার চেহারা একটু খারাপ , তাই বলে ভূতেরা আমাকে একেবারে তাদের দোস্ত খ্যাঙরা ভেবে বসে আছে ?এখন দেখছি সত্যি সত্যিই পেত্নীকে বিয়ে করতে হবে !

তারা রেগে যাচ্ছে , চোখ থেকে বেরুনো আলো তীব্র হয়ে আমার চোখের উপর পড়ছে ।শেষ চেষ্টা হিসাবে কেঁদে উঠলাম , ভাই আমাকে মাফ করেন ভুত ভাই ও ভূত ভাই , আপনাদের পায়ে পড়ি আমি বিয়ে করবোনা ।

জলদি উঠ বলে আবার ধমক !
অগত্যা উঠে দাঁড়ালাম , তীব্র আলোয় চোখ জ্বালা করছে । আলোর উৎসর দিকে তাকিয়ে দেখি , সেটা একটা টর্চ , ধরে আছেন আব্বা ।পাশে দাঁড়িয়ে দাঁত কেলিয়ে হাসছে আমাদের কাজের ছেলে হামজা মিয়া ।

(কয়েকদিন ধরে দেখছি সবাই ভুতের গল্প লিখছে।নতুন কিছু লিখতে না পেরে পুরনো লিখাটা আবার পোস্ট করে দিলাম)

মন্তব্য ৩২ টি রেটিং +৮/-০

মন্তব্য (৩২) মন্তব্য লিখুন

১| ২৮ শে আগস্ট, ২০২০ রাত ১১:৩২

বিদ্রোহী ভৃগু বলেছেন: হা হা হা

পুরানো চাল ভাতে বাড়ে ;)
ভূত রম্য পুরানা হলেও সেই আগের মতোই আনন্দ দিলো

=p~ =p~

২৮ শে আগস্ট, ২০২০ রাত ১১:৫৬

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: অনেক ধন্যবাদ জানবেন ভৃগু ভাই।
তা এত রাতে ব্লগে কি করেন , ভাবী দৌড়ানী দেয় না :P

২| ২৯ শে আগস্ট, ২০২০ রাত ১২:৩০

ওমেরা বলেছেন: ইশ্ কি সর্বনাশ !! আর একটু হলেই তো বিয়েটা হয়ে যেত।

২৯ শে আগস্ট, ২০২০ বিকাল ৩:৩৪

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আপনাকে দাওয়াত না দিয়ে কিভাবে বিয়ে হয় ! =p~

৩| ২৯ শে আগস্ট, ২০২০ রাত ১:০৯

চাঁদগাজী বলেছেন:



টপ, পুরোটাই টপ।

২৯ শে আগস্ট, ২০২০ বিকাল ৩:৩৫

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ধন্যবাদ গাজী সাহেব।

৪| ২৯ শে আগস্ট, ২০২০ রাত ১:১৪

নেওয়াজ আলি বলেছেন: আপনিও ভূতের বাক্স নিয়ে আসলেন । তবে সুপার হিট।

২৯ শে আগস্ট, ২০২০ বিকাল ৩:৩৬

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ভুতের গল্প পড়তে পড়তে পাঠকরা মনে হচ্ছে বিরক্ত।

৫| ২৯ শে আগস্ট, ২০২০ রাত ৩:০৪

রাজীব নুর বলেছেন: ভূতদের নিয়ে রম্য করা ভালো নয়। ওরা ক্ষেপে গেলে খবর আছে।

২৯ শে আগস্ট, ২০২০ বিকাল ৩:৩৭

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: তাও কথা, এক ঈমাম সাহেবকে একবার ভুতে পুকুরে ফেলে দিয়েছিল।

৬| ২৯ শে আগস্ট, ২০২০ সকাল ৮:৫৭

পারভেজ বলেছেন: বেশ মজার তো!

২৯ শে আগস্ট, ২০২০ বিকাল ৩:৩৭

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ধন্যবাদ পারভেজ

৭| ২৯ শে আগস্ট, ২০২০ বিকাল ৫:৩৩

ইসিয়াক বলেছেন: হা হা হা ......।বরাবরের মতো অনবদ্য উপস্থাপন।

০১ লা সেপ্টেম্বর, ২০২০ রাত ১০:১৮

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: অনেক ধন্যবাদ ইসিয়াক

৮| ২৯ শে আগস্ট, ২০২০ সন্ধ্যা ৬:৫৭

অজ্ঞ বালক বলেছেন: লেখাডা কইলাম সেই লেভেলের ছিল। পুরাই পাঙ্খা। পেলাচ।

০১ লা সেপ্টেম্বর, ২০২০ রাত ১০:১৮

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ধন্যবাদ জানবেন অজ্ঞ বালক

৯| ৩০ শে আগস্ট, ২০২০ রাত ১২:১১

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: তাও কথা, এক ঈমাম সাহেবকে একবার ভুতে পুকুরে ফেলে দিয়েছিল।

কথা সত্য।

০১ লা সেপ্টেম্বর, ২০২০ রাত ১০:১৯

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: সেই নিয়ে আরেকটা পোস্ট ফাঁদার ইচ্ছা আছে রাজীব নুর ভাই।

১০| ০১ লা সেপ্টেম্বর, ২০২০ রাত ১০:৫২

আখেনাটেন বলেছেন: হা হা হা। আগেও পড়েছিলাম মনে হয়। আবার পড়লাম। রম্য এমন একটি বিষয় বার বার পড়া যায়। দিলডা শান্তি পায়... :D :P

০২ রা সেপ্টেম্বর, ২০২০ সকাল ৮:৪৯

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: মন্তব্যে অনুপ্রানিত। ধন্যবাদ আখেনাটেন

১১| ১১ ই সেপ্টেম্বর, ২০২০ সকাল ৮:০৯

ডঃ এম এ আলী বলেছেন:




রম্য গল্পটা বোধগম্য হয়ে গেল
সুন্দর করে লেখার কল্যানে ।
পাঠে মুগ্ধ ।

ভুত পেত্নি কিন্তু সত্যিই আছে।
আমি এদের দেখা পেয়েছি অনেকবার।
ভুতেরা খুব ভাল ,মানুষ খামাখায় এদের
নাম শুনে ভয় পায় ,আর নীজে নীজেই
দৃষ্টি ভ্রমে পতিত হয়ে ভৌতিক কান্ড
কারখানা দেখতে পায় ।

করোনা ক্রাইসিসের সময় পুরাতন লেখার
কালচার মন্দ নয়, আমরা ভাল ভাল
লেখা পাঠ করতে পারি ।

শুভেচ্ছা রইল ।

০৪ ঠা জুলাই, ২০২১ রাত ৯:৪৯

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: প্রায় দশ বছর সামুতে আছি, নতুন কিছু লিখতে না পারলে বা আইডিয়া না পেলে পুরোনো লেখাগুলি শেয়ার করি।
আপনাদের ভাল লাগে জেনে অনুপ্রাণিত হই।
মুলত "সামুর সাথে আছি " এই বুঝাতে এই সব রিপোস্ট।

১২| ১৩ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ৯:১৭

নীল-দর্পণ বলেছেন: অনেক দিন পর ব্লগে এসেছি। ব্লগে লিখেন না এখন আর ভাবতে ভাবতে এসেছিলাম। ভেবেছি ডায়নোসর আমলের পোস্ট দেখবো, এসে দেখলাম তরতাজা ভুতের গল্প।
ভালো লাগল অনেক।

০৪ ঠা জুলাই, ২০২১ রাত ৯:৫১

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আমার অন্য কোথাও কোন আইডি নেই, কিছু লিখলে এখানেই লিখি।
অনেক দিন পর আপনাকে দেখে ভাল লাগছে।
সময়মত রিপ্লাই দেয়া হয়নি, দুখ প্রকাশ করছি।

১৩| ২৫ শে সেপ্টেম্বর, ২০২০ সকাল ৮:০১

কবিতা ক্থ্য বলেছেন: সব রম্য লেখকদের গুরু আপনি।

০৪ ঠা জুলাই, ২০২১ রাত ৯:৫১

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: লজ্জা পেলাম, কবিতা ক্থ্য ।

১৪| ০৪ ঠা জুলাই, ২০২১ রাত ১০:১২

ডঃ এম এ আলী বলেছেন:
প্রায় বছর খানেক আগে করা মন্তব্যের জবাব পেলাম ।
যাহোক, স্মরণ যে করেছেন তাতেই ধন্য হলাম ।

অনেক অনেক শুভেচ্ছা রইল

০৫ ই জুলাই, ২০২১ সন্ধ্যা ৭:৩৮

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: এবার কিন্তু এক বছর লাগেনি =p~ =p~

১৫| ০৯ ই জুলাই, ২০২১ রাত ৯:০৯

ডঃ এম এ আলী বলেছেন:
সে জন্য আমি কৃতার্থ ।


:

০৯ ই নভেম্বর, ২০২১ রাত ৮:৩৯

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ধন্যবাদ জানবেন ড এম আলী

১৬| ১১ ই নভেম্বর, ২০২১ রাত ৩:৫৩

ডঃ এম এ আলী বলেছেন:

স্মরণে আছি জেনে কৃতার্থ হলাম ।
উত্তরোত্তর সাফল্য কামনা করছি ।

১১ ই নভেম্বর, ২০২১ রাত ৯:১৬

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আপনার সুস্বাস্থ্য কামনা করছি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.