নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সবাই যখন নীরব, আমি একা চীৎকার করি \n-আমি অন্ধের দেশে চশমা বিক্রি করি।

গিয়াস উদ্দিন লিটন

এত বুড়ো কোনোকালে হব নাকো আমি, হাসি-তামাশারে যবে কব ছ্যাব্‌লামি। - রবীন্দ্রনাথ ঠাকুর

গিয়াস উদ্দিন লিটন › বিস্তারিত পোস্টঃ

যাপিত রম্য

২০ শে নভেম্বর, ২০২০ সন্ধ্যা ৬:০২



কি দিন কি রাত! বাজারে মাছ দেখলে আমার মাথা ঠিক থাকেনা। কিনে ফেলি।রাতে মাছ কিনলে যে বাসায় চিল্লা ফাল্লা হবে, সেটা মনে আসে মাছ কেনার পরে।

কয়েক দিন আগে এশার নামাজের পরে এক জেলে তরতাজা কিছু নদীর মাছ নিয়ে রাস্তার মোড়ে বসেছে। এ মাছ সচরাচর কিলো ৫/৬ শ টাকায় বিক্রি হয়। দরদাম করে ৪শ টাকায় এক কেজি কিনে ফেললাম।

রাতে মাছ কেনার পরে যে কথা মনে পড়ে সেটা মনে পড়ায় কিঞ্চিৎ চিন্তিত হলাম। মনে মনে একটা জুতসই জবাব ঠিক করে মাছগুলো বাসায় পাঠিয়ে দিলাম।

কিছুক্ষণ পরেই গিন্নীর ফোন। কোন কথা বলার সুযোগ না দিয়ে আগে ঠিক করে রাখা জুতসই জবাবটা ঝেড়ে দিলাম - ইয়ে মাছগুলো সস্তায় পেয়ে কিনে ফেললাম, কেজি মাত্র আড়াইশ টাকা।

মিনিট পাচেক পরে আবার ফোন- হ্যালো বলতেই গিন্নী জানালেন - মাছগুলো বিলকিস ভাবী নিয়ে গেছে, আড়াইশ টাকা সকালে দিবে।

মন্তব্য ৩৩ টি রেটিং +৪/-০

মন্তব্য (৩৩) মন্তব্য লিখুন

১| ২০ শে নভেম্বর, ২০২০ সন্ধ্যা ৬:০৬

রাজীব নুর বলেছেন: হায় হায়---
এত স্বাদের মাছ বিলকিস ভাবী নিয়ে গেলো!!!

আসলে বউ এর সাথে চালাকি করে পারা যায় না। প্রেমিকারা বোকা হয় কিন্তু বউরা চালাক হয়।

২| ২০ শে নভেম্বর, ২০২০ সন্ধ্যা ৬:১১

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: পাছে মিথ্যুক প্রমাণিত হই,তাই আসল কথাটা আর গিন্নীকে জানানো হয়নি রাজিব ভাই।

৩| ২০ শে নভেম্বর, ২০২০ সন্ধ্যা ৬:১৩

ঠাকুরমাহমুদ বলেছেন:




পাঁচ মিশলা মাছ? কিছু কিছু মাছ বাজারে আসেই রাতে, কে কোন জায়গা থেকে ধরে আনে এটাও এক ভাবনার বিষয়। আপনি নগদ ১৫০ টাকা গচ্চা দিয়ে আপনার অনুভূতি কি?

৪| ২০ শে নভেম্বর, ২০২০ সন্ধ্যা ৬:৪২

চাঁদগাজী বলেছেন:


প্রবাদ আছে, ফেনীর লোক অতি চালাক।

৫| ২০ শে নভেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:০১

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ঠাকুর সাহাব, অনুভূতি অতি চালাকের দেড়শো টাকা হাওয়া!

৬| ২০ শে নভেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:০৩

আহমেদ জী এস বলেছেন: গিয়াস উদ্দিন লিটন,





আক্কেল সেলামী ? :#) :)




৭| ২০ শে নভেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:০৪

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: গাজী সাহেব,আমি মনে হয় ফেনী বাসির কলংক!

৮| ২০ শে নভেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:০৯

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: জি এস ভাই,টাকা দেয়ার সময় ভাবী বললেন - আগামীতে এরকম সস্তা পেলে যেন উনার জন্য ২/৩ কেজি নিয়ে আসি।

৯| ২০ শে নভেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:১৪

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

এরকম একটা কয়েক দিন আগে
গছো দাদার পোস্টে পেয়ে খুব
হেসে ছিলাম। তাই আর আর
হাসতে ইচ্ছে করছে না!

১০| ২০ শে নভেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:২৬

মনিরা সুলতানা বলেছেন: যাক গালমন্দের বদলে একবাটি রান্নাকরা চচ্চরি পাচ্ছেন , এই বা কম কিসে ;)

১১| ২০ শে নভেম্বর, ২০২০ রাত ৮:১১

ইসিয়াক বলেছেন: ইশ আগে জানলে তো মাছগুলো আমিই কিনে নিতাম।

১২| ২০ শে নভেম্বর, ২০২০ রাত ৮:১৮

আহমেদ জী এস বলেছেন: গিয়াস উদ্দিন লিটন,




তাহলে বলতেই হয়, কন্টিনিউয়াস একটি আক্কেল সেলামী দেয়া কাজের অর্ডার পেয়েছেন। এ উপলক্ষ্যে একটা খাওয়া দাওয়া হয়ে যাক ............ :D

তা আপনার জবাব দেয়ার বাক্সখানা কি চুরি হয়েছে ?????? :P

১৩| ২০ শে নভেম্বর, ২০২০ রাত ৮:৩২

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: নুর মোহাম্মদ নুরু ভাই, পোস্টটা আমি দেখিনি। তালাশ করে পড়ে নেব।

১৪| ২০ শে নভেম্বর, ২০২০ রাত ৮:৩৪

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: কি বললেন বুঝিনি মনিরা'বু।

১৫| ২০ শে নভেম্বর, ২০২০ রাত ৮:৩৬

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আপনি নিলেতো দুক্ষ ছিলনা ইসিয়াক ভাই।

১৬| ২০ শে নভেম্বর, ২০২০ রাত ৮:৪৭

ঢাবিয়ান বলেছেন: =p~ =p~ =p~ ভাবীর বুদ্ধিতে চমকিত হইলাম

১৭| ২০ শে নভেম্বর, ২০২০ রাত ৮:৪৯

পদাতিক চৌধুরি বলেছেন: কোন একজন ব্লগার একদিন বলছিলেন পাশের বাসার প্রতি লিটন ভায়ের অনুদারতা নাকি ব্লগ সহ গোটা দেশের সব্বাই জানে। আমি সে সময় বিশ্বাস করিনি। কিন্তু আজ তার নমুনা পেলাম। মাত্র কটা টাকার মাছ পাশের বাসার ভাবিজির উদ্দেশ্যে রওনা দেওয়াতে যেভাবে ব্লগেরর সবাইকে জানালেন তা নিন্দনীয়।হাজার হোক মাছটা তো্ নষ্ট হয়নি, পাশের বাসার ভাবিজি হয়তো সপরিবারে খেয়েছেন। তাইবলে এইভাবে সকলকে জানালে ব্লগের সবাই কি ভাববে? যাইহোক শুধু মাত্র মাছ নয়,প্রয়োজনে পায়েশ বা মধুর বাটি চালাচালি করে সম্পর্ককে আরও মধুর করুন কামনা করি।

১৮| ২০ শে নভেম্বর, ২০২০ রাত ৮:৫২

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: জি এস ভাই,দেড়শ টাকার শোক এখনো ভুলতে পারিনি, তার উপর আপনার খাওয়া দাওয়া!
ব্যাস্ততা বাড়ায় ল্যাপটপে বসতে পারিনা। মোবাইল থেকে সামুর ফুল ভার্সন ওপেন হয়না,রিপ্লাই দিলে আলাদা কমেন্ট হয়ে যাচ্ছে। এই পোস্টটা আরো বড় ছিল, দিতিয় অংশ দেখি পোস্টে আসেনি, এডিট করারো কোন সুযোগ নাই। আপনার পোস্টে মন্তব্য করলাম সেখানেও দেখি দ্বিতীয় অংশ আসেনি তাই আরেক কমেন্টে বাকি অংশ দিয়েছি। বিরাট ব্যারাচ্যারার মধ্যে আছি।

১৯| ২০ শে নভেম্বর, ২০২০ রাত ৯:০০

ঢুকিচেপা বলেছেন: আপনাদের পার্টনারশীপ ব্যবসার উন্নতি হোক।

২০| ২০ শে নভেম্বর, ২০২০ রাত ৯:০৪

শুভ্রনীল শুভ্রা বলেছেন: হা হা .. এটা খুব কমন ঘটনা... রাত্তিবেলা একগাদা মাছ নিয়ে এসে বাড়ির বউদের রাগিয়ে দেয়া।

২১| ২০ শে নভেম্বর, ২০২০ রাত ৯:০৪

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ঢাবিয়ান,মেয়ে লোকের বুদ্ধি নাকি ভয়ংকরী হয়।

২২| ২০ শে নভেম্বর, ২০২০ রাত ৯:১১

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: পদাতিক দা,ভাবীর সাথে সম্পর্কে মধুর করতে গিয়ে একবার অল্পের জন্য মার খাইনি।
ঘটনাটা বুঝার ভুলে এডাল্ট মনে হয় তাই এখানে উল্লেখ করলাম না। এডাল্ট ট্যাগ দিয়ে আরেক দিন লিখবো।

২৩| ২০ শে নভেম্বর, ২০২০ রাত ৯:১৩

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ঢুকিচেপা,আবার উন্নতি, প্রথম চালানেই ১৫০টাকা লস।

২৪| ২০ শে নভেম্বর, ২০২০ রাত ৯:১৭

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: শুভ্রনীল শুভ্রা,আপনি কি জানেন, বিয়ের কাবিনে একটা অংশ আছে যেখানে কনে হ্যা/না বক্সে টিক দিতে হয়।
সেখানে একটা লাইন আছে যেখানে বলা আছে - স্বামী রাতে ছোট মাছ আনতে পারবে না।

২৫| ২০ শে নভেম্বর, ২০২০ রাত ৯:৫৬

নেওয়াজ আলি বলেছেন: মজা পেলাম :-P

২৬| ২১ শে নভেম্বর, ২০২০ রাত ১:০৭

ওমেরা বলেছেন: ভাবী এটা মোটে ঠিক করে নাই , এত শখ করে আপনি মাছগুলো আনলেন আর ভাবী সেগুলো বিক্রি করে দিল !!

২৭| ২১ শে নভেম্বর, ২০২০ বিকাল ৪:৫৪

রানার ব্লগ বলেছেন:


সুপার ধরা !!!!

২৮| ২১ শে নভেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:২২

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ধন্যবাদ জানবেন নেওয়াজ আলি

২৯| ২১ শে নভেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:২৭

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ওমেরা'জী,রাতে মাছ কেনা নিয়ে গিন্নী যখন উশখুশ করছিলো, তখন ওই ভাবী সেখানে বসা ছিল, বলল- তাহলে আমারে দিয়ে দে।
মাঝখান থেকে যে দেড়শো টাকা হাওয়া এটা গিন্নিও যানতো না।

৩০| ২১ শে নভেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:৩০

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: রানার ব্লগ, এক্কেবারে ঠিক বলেছেন।

৩১| ১৬ ই ডিসেম্বর, ২০২০ সকাল ৮:২৪

কবিতা ক্থ্য বলেছেন: মাছটা কিনসেন ভালো কথা
কাইটা বাসায় পাঠাইলে কি এমন ক্ষতি হইতো।

৩২| ২৩ শে মে, ২০২১ রাত ১১:৪০

খায়রুল আহসান বলেছেন: বিলকিস ভাবীর লাভে লাভ! একেতো সস্তায় পেলেন, আবার তাজা টাটকা মাছও খেলেন!
যাপিত রম্য ভাল লেগেছে। এর পরেরটাও। দুটোতেই প্লাস + +।

৩৩| ২৪ শে মে, ২০২১ রাত ১২:০২

স্বরচিতা স্বপ্নচারিণী বলেছেন: মজা পেলাম। তবে একদন ঠিক করেছেন গিন্নী। :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.