নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সবাই যখন নীরব, আমি একা চীৎকার করি \n--আমি অন্ধের দেশে চশমা বিক্রি করি।\n

গিয়াস উদ্দিন লিটন

এত বুড়ো কোনোকালে হব নাকো আমি হাসি-তামাশারে যবে কব ছ্যাব্‌লামি। - রবীন্দ্রনাথ ঠাকুর

গিয়াস উদ্দিন লিটন › বিস্তারিত পোস্টঃ

স্যাড ফান!

০৭ ই জুন, ২০২১ রাত ৮:১০


আজ শিক্ষা প্রতিষ্ঠান খোলার প্রথম দিন। ক্লাস টিচার এসে স্বাগত বক্তব্য শেষে হাজিরা ডাকা শুরু করেছেন।
শিক্ষক:- রোল এক...!
ছাত ১:- স্যার, রোল কল করলে কি জানি কইতাম!
ছাত্র ২- লাব্বাঈক ক' বেটা লাব্বাঈক!
শিক্ষক - লাব্বাঈক কিরে? এটা কোথায় শিখলি?
— স্কুল খুলেনা দেইখা আব্বায় কওমি মাদ্রাসায় ভর্তি করাই দিছিল, সেখানে শিখছি!
শিক্ষক - রোল দুই!
ছাত্র- হাজির জনাব!
শিক্ষক -সেটা কি?
ছাত্র- নুরানি মাদ্রাসায় শিখছি!
শিক্ষক - রোল তিন!
— নাই স্যার।
— কেনো,শায়মা আসলো না কেনো?
— স্যার,শায়মা এখন শ্বশুর বাড়িতে আছে। গত কাল হ্যার পোলার আকিকা খাই আইলাম!
— ও, আচ্ছা। রোল চার...!
ছাত্র:- চার রোল কার স্যার?
চশমাটা একটু ঠিক করে নিয়ে শিক্ষক বললেন:-ভৃগু কোথায়?
কাঁদো কাঁদো গলায় এক ছাত্র বললো:- ভৃগু আমাদের মাঝে আর নেই!
— নেই মানে! কবে মরলো?
— মরবে কেনো?
— তাহলে?
— সে ভেবেছে হয়ত এই জনমে আর শিক্ষা প্রতিষ্ঠান খুলবে না, শুধু খোলার তারিখই দিয়ে যাবে। তাই সে গার্মেন্টসে ভর্তি হয়ে গেছে!

— বলিস কী রে! কী সাঙ্ঘাতিক! আচ্ছা, তারপর পাঁচ...!
পিছনে বসা এক ছাত্র:- এটা আবার কার রোল?
— রাজিব নুর কোথায়?
— আমিই তো রাজিব নুর। আমার রোল পাঁচ! আমি এত ভালো ছাত্র ছিলাম! ওরে বাবা! যাইহোক, লাব্বাইক স্যার!
— দেখো ছাত্রদের অবস্থা!
স্যার কিছু বলতে যাবেন, হঠাৎ একটা ছোট বাচ্চার কান্নার আওয়াজ ভেসে আসলো। স্যার অবাক হয়ে বললেন:- এই ছোট বাচ্চার কান্নার আওয়াজ আসলো কোত্থেকে?
ছাত্রী মনিরা সুলতানা উঠে দাঁড়ালো। তার কোলে একটি ফুটফুটে বাচ্চা।
মনিরা বললো:- আমার বাবু। ভাবলাম প্রথম ক্লাসটা ওকে নিয়ে এক সাথেই করি। স্যার, ওকেও না হয় এই ক্লাসে ভর্তি করিয়ে নেন। আমরা মা-সন্তান এক সাথেই ক্লাস করবো!
সবাই একযোগে হেসে ওঠলো। শুধু স্যার হাসলেন না।

এমন সময় চাপ্পা দাড়িওয়ালা আলখাল্লা পরা এক লোক দরজায় দাড়িয়ে স্যারকে সালাম দিল।
সালামের জবাব দিয়ে স্যার হাক দিলেন - নুর মোহাম্মদ নুরু কইরে? তোর আব্বা এসেছে!
চাপ্পা দাড়ি বলল- স্যার আমিই নুর মোহাম্মদ নুরু!
- তোর এ অবস্থা কেন?
- চিল্লায় গেছিলাম স্যার, তিন চিল্লা!

পেছন থেকে আরেক ছাত্র দাঁড়িয়ে বললো:- স্যার, দেখেন তো হাজিরা খাতায় আমার নাম আছে কি না!
— তোর নাম কী?
— পদাতিক চৌধুরী! ।
স্যার অনেক্ষণ ধরে গবেষণা করেও হাজিরা খাতায় পদাতিক নাম উদঘাটন করতে পারলেন না। বিরক্ত হয়ে বললেন:- এই নাম তো এখানে পাওয়া যাচ্ছে না। হাজিরা খাতায় তোর অন্য কোন নাম লেখা ছিলো?
পদাতিক:- তারমানে আমি এই ক্লাসে পড়ি না। হায় হায়! তাহলে আমি কোন ক্লাসে পড়তাম?

স্যার সবাইকে লক্ষ্য করে বললেন:- এই ক্লাসে ছাত্রের সংখ্যা অল্প কয়েকজন ছিলো; কিন্তু আজ এত বেশি বেশি লাগছে কেনো?
কয়েকজন ছাত্রী দাঁড়িয়ে লাজুক কণ্ঠে বললো:- স্যার! নতুন ক্লাসে স্মরণীয় হয়ে থাকার জন্য আমাদের হাসব্যান্ডও আমাদের সাথে এসেছেন।
স্যার খুবই আশ্চর্যান্বিত হলেন। আরে বলে কী এরা!

দরজার সামনে হন্তদন্ত হয়ে এক ছাত্র এসে বললো:- স্যার, আমি চাঁদগাজী,কয়েকবছর আগে আমাকে কি এই বিদ্যালয়ে দেখেছিলেন?
অবাক হয়ে স্যার বললেন:- কেনো?
— না, ইয়ে, মানে...! আমি কোন বিদ্যালয়ে পড়তাম সেটাই ভুলে গেছি। যদি আপনি দেখে থাকেন তাহলে বুঝবো আমি এই প্রতিষ্ঠানের ছাত্র।

স্যারের মাথায় যেন বিদ্যালয়ের ছাদ ভেঙে পরছে! তিনি এসব কী শুনছেন!

(আইডিয়া সংগৃহীত)

মন্তব্য ৬২ টি রেটিং +১৩/-০

মন্তব্য (৬২) মন্তব্য লিখুন

১| ০৭ ই জুন, ২০২১ রাত ৮:১৮

আমি নই বলেছেন: =p~ =p~ =p~ =p~ =p~

স্যার কি আমারে চিনেন?

১৪ ই জুন, ২০২১ সকাল ৭:২৭

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: অন্য স্কুলের ছাত্র হইলে ক্যামনে চিনি? =p~ =p~ =p~

২| ০৭ ই জুন, ২০২১ রাত ৮:২১

আহমেদ জী এস বলেছেন: গিয়াস উদ্দিন লিটন,





করোনাকালে স্কুল খোলা নিয়ে হা-ডু-ডু খেলায় করোল্লার তেতো নির্যাস.......... সেইরাম হৈছে। :P
এমনটা হতেই পারে, দীর্ঘকাল স্কুল বন্ধ থাকায় রোল-কল করতে গিয়ে সবকিছু ভুলে গিয়ে এমন ছলছল-খলবল করাটাই স্বাভাবিক। :(

১৪ ই জুন, ২০২১ সকাল ৭:২৮

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: জনাব আহমেদ জী এস, পোস্টে ব্যবহারের জন্য যে কয়েকজনের নাম রাফ করেছিলাম সেখানে আপনিও ছিলেন!
মন্ত্যব্যের জন্য অনেক ধন্যবাদ জানবেন।

৩| ০৭ ই জুন, ২০২১ রাত ৮:৩৩

চাঁদগাজী বলেছেন:



অনেকদিন পরে হাসলাম! জাপানী রম্য ছিলো না অনেকদিন।

১৪ ই জুন, ২০২১ সকাল ৭:২৮

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আপনি হেসেছেন, এতে আনন্দিত!
ধন্যবাদ জানবেন জনাব চাঁদগাজী

৪| ০৭ ই জুন, ২০২১ রাত ৮:৩৩

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ১৩ জুনে স্কুল খুলবে শুনেছিলাম। এখন আবার সেটা চাপা পড়ে গেছে। আজ হঠাৎ করে ক্লাস টিচার কল করে বললেন, আপনার ছোটো ছেলে অনলাইন ক্লাস করে না :( আমি নিজেই ভুলে গিয়েছিলাম যে অনলাইন বা অফলাইন ক্লাস বলে কিছু একটা হচ্ছিল :)

যাই হোক, স্যাড ফান সত্যিই স্যাড হয়ে যাচ্ছে বাস্তব জীবনে। তবে, লেখা খুব এনজয় করলাম- এই লাইনাটা দারুণ ছিল, প্রথম দিন স্মরণীয় করে রাখার জন্য হাজব্যান্ডদেরকেও ক্লাসে নিয়ে আসা। ছাত্রদের বউরা কী দোষ করলো? নাকি কোনো ছাত্র বিয়া করে নাই?

১৪ ই জুন, ২০২১ সকাল ৭:২৯

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: নেট স্লো,বাফারিং,বিদ্যুৎ চলে যাওয়া ইত্যাকার কারণে আমাদের দেশ এখনো অনলাইন ক্লাসের জন্য প্রস্তুত নয়।অনেক পরিবারে এন্ড্রয়েড ফোন নাই। অনলাইন ক্লাসের নামে অনেক ছাত্র অভিভাবক বিড়ম্বনার শিকার।
ছাত্রদের বিয়ে করার আইডিয়াটা মাথায় আসেনি।

৫| ০৭ ই জুন, ২০২১ রাত ৯:০৩

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: @ আমি নই, অন্য স্কুলের ছাত্র হইলে ক্যামনে চিনি?

৬| ০৭ ই জুন, ২০২১ রাত ৯:০৬

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: @ জনাব আহমেদ জী এস, পোস্টে ব্যবহারের জন্য যে কয়েকজনের নাম রাফ করেছিলাম সেখানে আপনিও ছিলেন!
মন্ত্যব্যের জন্য অনেক ধন্যবাদ জানবেন।

৭| ০৭ ই জুন, ২০২১ রাত ৯:০৮

খায়রুল আহসান বলেছেন: চমৎকার রম্য পোস্ট! :)

"আমার বাবু। ভাবলাম প্রথম ক্লাসটা ওকে নিয়ে একসাথেই করি" - আমার কাছে এটাই সবচেয়ে উপভোগ্য পোস্ট বলে মনে হয়েছে।

বাচ্চার আকিকা নিয়ে ব্যস্ত ছাত্রীর অনুপস্থিতির কথিত অজুহাটাও রম্য ভাবনার একটি উৎকৃষ্ট স্বাক্ষর।

তবে, অতিরিক্ত ছাত্র হিসেবে আসা হাজব্যান্ডদেরকেও পাঠকের সাথে পরিচয় করিয়ে দিতে পারতেন!

পোস্টে ভাল লাগা +।

১৪ ই জুন, ২০২১ সকাল ৭:৩০

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: অনুপ্রেরণা মূলক মন্তব্য ও প্লাসের জন্য অনেক ধন্যবাদ জানবেন জনাব খায়রুল আহসান।

৮| ০৭ ই জুন, ২০২১ রাত ৯:০৯

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আপনি হেসেছেন, এতে আনন্দিত!
ধন্যবাদ জানবেন জনাব চাঁদগাজী

৯| ০৭ ই জুন, ২০২১ রাত ৯:১৩

খায়রুল আহসান বলেছেন: ৭ নং মন্তব্যের তৃতীয় লাইনের প্রথম শব্দটা "পোস্ট" এর বদলে রেসপন্স হবে।

১৪ ই জুন, ২০২১ সকাল ৭:৩১

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: পুনঃ ধন্যবাদ নিন জনাব খায়রুল আহসান।

১০| ০৭ ই জুন, ২০২১ রাত ৯:১৭

মনিরা সুলতানা বলেছেন: হাহাহাহা কি অবস্থা !!
কী যে অবস্থা !!!
শেষ পর্যন্ত দেখা গেলো স্যারের স্মৃতিশক্তি ই সবচেয়ে ভালো, অন্তত স্যার মনে করতে পেরেছে, ক্লাসে ছাত্র ছাত্রী বেশ :P

সেইরাম পুষ্ট ভাইছা।

১৪ ই জুন, ২০২১ সকাল ৭:৩২

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: জ্বী না, স্যার কোন স্কুলে শিক্ষকতা করতেন ভুলে আগে তিন স্কুল ঘুরে এসেছেন।

১১| ০৭ ই জুন, ২০২১ রাত ৯:২৫

জুন বলেছেন: কি শুনাইলেন এত দিন পর এসে =p~

১৪ ই জুন, ২০২১ সকাল ৭:৩৩

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: জুন,অনেক দিন পরে পোস্ট হলেও ব্লগে প্রতিদিন আসি। মোবাইল থেকে মন্তব্য কতে জুত পাইনা তাই লগইন করিনা। মন্ত্যব্যের জন্য ধন্যবাদ নিন

১২| ০৭ ই জুন, ২০২১ রাত ৯:২৯

শায়মা বলেছেন: হা হা হা হা হা হা হা হা হা হা এই পোস্ট পড়ে আর ঘাপটি মেরে থাকতে পারলাম না!!!!!!!!!!

ভাইয়া হাসব্যান্ডদের নিয়ে ক্লাস সবচেয়ে মজার হয়েছে.......

আর মনিরা আপুর নতুন বেবির জন্য নাম কিন্তু আমি দেবো!!!!!!! :)

১৪ ই জুন, ২০২১ সকাল ৭:৩৩

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: শায়মা, আমি কিছুই বানিয়ে বলিনি।তুমি জিজ্ঞেস কর,মনিরা'পু ঠিকই বেবি নিয়ে ক্লাশ করতেন।

১৩| ০৭ ই জুন, ২০২১ রাত ৯:৪৫

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: @সোনাবীজ---,নেট স্লো,বাফারিং,বিদ্যুৎ চলে যাওয়া ইত্যাকার কারণে আমাদের দেশ এখনো অনলাইন ক্লাসের জন্য প্রস্তুত নয়।অনেক পরিবারে এন্ড্রয়েড ফোন নাই। অনলাইন ক্লাসের নামে অনেক ছাত্র অভিভাবক বিড়ম্বনার শিকার।
ছাত্রদের বিয়ে করার আইডিয়াটা মাথায় আসেনি।

১৪| ০৭ ই জুন, ২০২১ রাত ৯:৪৮

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: মোবাইল ভার্সনে পোস্ট এডিট করা যাচ্ছে না। যা এড করতে চেয়েছিলাম,'পোস্টের আইডিয়া সংগৃহীত'।

১৫| ০৭ ই জুন, ২০২১ রাত ৯:৫২

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: অনুপ্রেরণা মূলক মন্তব্য ও প্লাসের জন্য অনেক ধন্যবাদ জানবেন জনাব খায়রুল আহসান।

১৬| ০৭ ই জুন, ২০২১ রাত ৯:৫৭

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: পুনঃ ধন্যবাদ নিন জনাব খায়রুল আহসান।

১৭| ০৭ ই জুন, ২০২১ রাত ১০:২০

পদাতিক চৌধুরি বলেছেন: অনেকদিন পর মনখুলে হেসেছি। মনিরাপুর কেসটা বেস্ট হয়েছে। সঙ্গে খায়রুল আহসান স্যারের কমেন্টটিও সুন্দর হয়েছে।

১৪ ই জুন, ২০২১ সকাল ৭:৩৫

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: মনিরা'বুর ঘটনা সত্য!
চমৎকার লেখক খায়রুল আহসান ভাই বরাবরই মনোযোগি পাঠক।
ধন্যবাদ জানবেন পদাতিক দা।
ও হ্যা,আপনার নামে একজন এই পোস্টে আছেন যিনি কোন ক্লাশে পড়তেন ভুলে গেছেন

১৮| ০৭ ই জুন, ২০২১ রাত ১০:৩৮

ইসিয়াক বলেছেন: হা হা হা দারুণ রম্য। এখনও হাসছি।

১৪ ই জুন, ২০২১ সকাল ৭:৩৬

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: চমৎকার কবি ইসিয়াক,ধন্যবাদ ও শুভকামনা জানবেন।

১৯| ০৭ ই জুন, ২০২১ রাত ১১:০৪

কামাল১৮ বলেছেন: পড়লাম আর হাসলাম,কবিদের মাথায় কি এতো জটিল বুদ্ধি।

১৪ ই জুন, ২০২১ সকাল ৭:৩৭

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: কামাল ১৮, ১৮ কি আপনার রোল নাম্বার? =p~ =p~

২০| ০৭ ই জুন, ২০২১ রাত ১১:২৩

শোভন শামস বলেছেন: বাস্তবতার মোড়কে রম্য কথন, হাসলাম প্রান খুলে। পোস্টে ভাললাগা

১৪ ই জুন, ২০২১ সকাল ৭:৩৭

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: অনেক ধন্যবাদ জানবেন শোভন শামস

২১| ০৭ ই জুন, ২০২১ রাত ১১:৫১

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: @ মনিরা সুলতানা, জ্বী না, স্যার কোন স্কুলে শিক্ষকতা করতেন ভুলে আগে তিন স্কুল ঘুরে এসেছেন।

২২| ০৭ ই জুন, ২০২১ রাত ১১:৫২

আশিক মাসুম বলেছেন: আপনার জন্য ব্লগে লগ ইন করতে হলো

১৪ ই জুন, ২০২১ সকাল ৭:৩৮

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ক্লেশ স্বিকার করে লগইন ও মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ জানবেন জনাব আশিক মাসুম।

২৩| ০৭ ই জুন, ২০২১ রাত ১১:৫৬

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: @ জুন,অনেক দিন পরে পোস্ট হলেও ব্লগে প্রতিদিন আসি। মোবাইল থেকে মন্তব্য কতে জুত পাইনা তাই লগইন করিনা। মন্ত্যব্যের জন্য ধন্যবাদ নিন

২৪| ০৭ ই জুন, ২০২১ রাত ১১:৫৮

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: @ শায়মা, আমি কিছুই বানিয়ে বলিনি।তুমি জিজ্ঞেস কর,মনিরা'পু ঠিকই বেবি নিয়ে ক্লাশ করতেন।

২৫| ০৮ ই জুন, ২০২১ রাত ১২:০৪

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: মনিরা'বুর ঘটনা সত্য!
চমৎকার লেখক খায়রুল আহসান ভাই বরাবরই মনোযোগি পাঠক।
ধন্যবাদ জানবেন পদাতিক দা।
ও হ্যা,আপনার নামে একজন এই পোস্টে আছেন যিনি কোন ক্লাশে পড়তেন ভুলে গেছেন

২৬| ০৮ ই জুন, ২০২১ রাত ১২:০৬

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: চমৎকার কবি ইসিয়াক,ধন্যবাদ ও শুভকামনা জানবেন।

২৭| ০৮ ই জুন, ২০২১ রাত ১২:০৭

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: কামাল ১৮, ১৮ কি আপনার রোল নাম্বার?

২৮| ০৮ ই জুন, ২০২১ রাত ১২:০৮

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: অনেক ধন্যবাদ জানবেন শোভন শামস

২৯| ০৮ ই জুন, ২০২১ রাত ১২:১০

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ক্লেশ স্বিকার করে লগইন ও মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ জানবেন জনাব আশিক মাদুম।

৩০| ০৮ ই জুন, ২০২১ রাত ১২:৪৬

রাজীব নুর বলেছেন: জটিল হয়েছে।

১৪ ই জুন, ২০২১ সকাল ৭:৩৯

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ধন্যবাদ জানবেন রাজিব নুর ভাই।

৩১| ০৮ ই জুন, ২০২১ সকাল ৯:৫০

মোঃ মাইদুল সরকার বলেছেন:
আমি মনে হয় বিদ্যালয় হারা, রোলনং ছাড়া হয়ে গেছি। হা হা হা............সুন্দর, চমৎকার হইছে জনাবে আলা।

১৪ ই জুন, ২০২১ সকাল ৭:৪০

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: রোল নাম্বার এর দরকার কি!
এম্নিতেই কি সুন্দর হাজিরা দিয়ে গেলেন

৩২| ০৮ ই জুন, ২০২১ সকাল ১০:২৯

পদ্মপুকুর বলেছেন: স্যার, শুধু স্টুডেন্ট না, স্যারেরাও দেখছি অনেক কিছু ভুলে গেছে.... আমি স্যার আপনার এত ফেভারিট ছাত্র ছিলাম, একবার আমার একটা শর্ট কোশ্চেনের উত্তরে আপনি খুব প্রশংসা করেছিলেন, আইজকা পুরাই ভুইল্যা গেছেনগা.... আপ্নের আর্কি দোষ, সময়, সবই সময়....

১৪ ই জুন, ২০২১ সকাল ৭:৪০

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: পদ্ম পুকুর, অনেক স্টুডেন্ট বিয়ে শাদি করে সংসারী হয়ে গেছে, ভাব্লাম আপ্নিও ---

৩৩| ০৮ ই জুন, ২০২১ দুপুর ১২:৩৪

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ধন্যবাদ জানবেন রাজিব নুর ভাই।

৩৪| ০৮ ই জুন, ২০২১ দুপুর ১২:৩৭

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: মো মাইদুল সরকা,, রোল নাম্বার এর দরকার কি!
এম্নিতেই কি সুন্দর হাজিরা দিয়ে গেলেন

৩৫| ০৮ ই জুন, ২০২১ দুপুর ১২:৩৯

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: পদ্ম পুকুর, অনেক স্টুডেন্ট বিয়ে শাদি করে সংসারী হয়ে গেছে, ভাব্লাম আপ্নিও ---

৩৬| ০৮ ই জুন, ২০২১ দুপুর ১:৪৬

সেলিম আনোয়ার বলেছেন: লাব্বাইক !!!!

১৪ ই জুন, ২০২১ সকাল ৭:২২

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: নুরানী না কওমীতে ভর্তি ছিলেন ? :D

৩৭| ০৮ ই জুন, ২০২১ বিকাল ৪:১২

হাবিব বলেছেন: আগেই পড়েছি এবং পড়ে মজা পেয়েছি।

লিটন ভাই কি মন্তব্যের উত্তর দিতে হয় কিভাবে তা ভুলে গেছেন? =p~

১৪ ই জুন, ২০২১ সকাল ৭:২৫

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: না ভাই, মোবাইল ভার্সনে রিপ্লাই দিলে আলাদা কমেন্ট হয়ে যায়। এখন ল্যাপটপ থেকে লিখছি।

৩৮| ০৯ ই জুন, ২০২১ রাত ৮:৫১

ডঃ এম এ আলী বলেছেন:


পোষ্টে না থাকলেও
মন্তব্যের ঘরে এসে
স্যারের সাথে আমিউ
ছাত্র হয়ে গেলাম,
ভারি মজাতো ! :)

১৪ ই জুন, ২০২১ সকাল ৭:২৬

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: অনেক অনেক ধন্যবাদ নিবেন জনাব ডঃ এম এ আলী

৩৯| ১৯ শে জুন, ২০২১ রাত ৯:২৫

আমি তুমি আমরা বলেছেন: বাকিদের চিনতে পারলাম, কিন্তু রোল এক আর দুই কে? কি তাদের পরিচয়?

০১ লা নভেম্বর, ২০২৩ রাত ১০:৪৯

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: তাদের পরিচয় এতদিন পরে ভুলেগেছি। =p~ =p~

৪০| ২০ শে জুন, ২০২১ বিকাল ৪:২৩

মিরোরডডল বলেছেন:




ভৃগুকে গার্মেন্টস থেকে ছাড়িয়ে এনে আবার স্কুলে দিতে হবে । আসলেই অনেকদিন দেখিনা :)
হা হা হা মনিপু বাচ্চা নিয়ে আসছে ।

সালামের জবাব দিয়ে স্যার হাক দিলেন - নুর মোহাম্মদ নুরু কইরে? তোর আব্বা এসেছে!
চাপ্পা দাড়ি বলল- স্যার আমিই নুর মোহাম্মদ নুরু!
=p~ =p~

পদাতিক:- তারমানে আমি এই ক্লাসে পড়ি না। হায় হায়! তাহলে আমি কোন ক্লাসে পড়তাম?

=p~ =p~ =p~

দুর্দান্ত মজার !!! এরকম পোস্ট আর চাই ।



০১ লা নভেম্বর, ২০২৩ রাত ১০:৫১

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: সময়,সুযোগ আর আইডিয়ার কম্বিনেশন হলে এরকম পোস্ট করার ইচ্ছা আছে। ধন্যবাদ জানবেন মিরোরডডল

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.